উলিপুর উপজেলা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=1115 কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Tue, 02 May 2023 17:04:36 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png উলিপুর উপজেলা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=1115 32 32 শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে কুড়িগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান https://www.ulipur.com/?p=23978 Tue, 02 May 2023 17:04:35 +0000 https://www.ulipur.com/?p=23978 ।। নিউজ ডেস্ক ।। শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম শাখা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে এনসিটিএফ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য ও ইয়েস বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করে। এনসিটিএফ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ইয়াসির আরাফাত স্বাক্ষরিত স্মারকলিপিতে [...]

The post শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে কুড়িগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম শাখা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে এনসিটিএফ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য ও ইয়েস বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করে।

এনসিটিএফ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ইয়াসির আরাফাত স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ২০২০ সালের জুলাই মাস থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত এই সময়ে এনসিটিএফ-এর শিশু গবেষক এবং মিডিয়া মনিটরিং ভলান্টিয়ারদের দেওয়া তথ্যমতে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে দিনদিন শিশুর প্রতি সহিংসতা এবং নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। সারাদেশে শতাধিক শিশু নানা রকম নির্যাতনের শিকার হয়েছে। তারা তাদের পরিবার এর কারো দ্বারা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনের শিকার হয়েছে। এসময় শিশু ধর্ষণ, গণ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, যৌন নির্যাতন, পর্ণোগ্রাফি, অপহরণ, অপহরণের পর হত্যা, রাজনৈতিক সহিংসতায় নির্যাতনের শিকার, খুন, পিতা-মাতার দ্বারা হত্যা সহ নানা রকম শিশু নির্যাতনের ঘটনা দেখা যায়। কোভিড-১৯ চলাকালীন সময়ে মানুষের জন্য ফাউন্ডেশন এর নারী ও শিশু নির্যাতন বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬৯৮ জন শিশু মহামারি চলাকালীন সময়ে বিভিন্ন ধরণের নির্যাতনের শিকার হয়েছে। যারমধ্যে ২০২০ সালের জুনমাস থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত ২১৬১ জন শিশু শারিরীক শাস্তির শিকার হয়েছে। এর মধ্যে ৬১% শিশু ডমেস্টিক নির্যাতনের শিকার হয়েছে।

একইভাবে বর্তমানে কুড়িগ্রামের শিশু নির্যাতন ও শিশু শ্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কুড়িগ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যু, অপ্রাপ্ত বয়সে মাদক সেবন বেড়েই চলছে। এনসিটিএফ এর মাধ্যমে কুড়িগ্রাম জেলার সকল শিশুর পক্ষ থেকে শিশুদের প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়।

ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) সারাদেশের শিশুদের পক্ষ থেকে দেশে প্রচলিত বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এবং শিশু আইন-২০১৩ এর সঠিক ও কার্যকরী বাস্তবায়নের মাধ্যমে শিশু নির্যাতনকারী ও এর সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানায় যাতে ভবিষ্যতে কেউ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে সাহস না পায়।

The post শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে কুড়িগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
দীর্ঘ ১০ বছর পর উলিপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন https://www.ulipur.com/?p=20090 Thu, 20 Oct 2022 14:35:43 +0000 https://www.ulipur.com/?p=20090 ।। নিউজ ডেস্ক ।। দীর্ঘ ১০ বছর পর উলিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ অক্টোবর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের দিন যতই ঘনিয়ে আসছে দলের অভ্যন্তরে পরিবেশ ততই উত্তপ্ত হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিনের নেতৃত্বে একাংশ এবং দলের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম [...]

The post দীর্ঘ ১০ বছর পর উলিপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
দীর্ঘ ১০ বছর পর উলিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ অক্টোবর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের দিন যতই ঘনিয়ে আসছে দলের অভ্যন্তরে পরিবেশ ততই উত্তপ্ত হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিনের নেতৃত্বে একাংশ এবং দলের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর নেতৃত্বে অপর অংশ কার্যত এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পর্যন্ত উপদলীয় কোন্দল বিস্তৃত হয়েছে। এতে করে ত্যাগী ও পরীক্ষিতদের নেতৃত্বে আসা নিয়ে কর্মীদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে।
চলতি মাসের ৮ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যানের ওপর হামলা এবং দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে স্থানীয়রা আশংকা করছে। উপজেলা পরিষদ চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার জন্য দলের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিনকে পরোক্ষভাবে দায়ী করেছেন। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অভিযোগ। বরং দীর্ঘদিন ধরে চলা দলের ভিতর তার সেচ্ছাচারিতা নানা অপকর্মসহ দুর্নীতি আড়াল করতে তিনি নাটক সাজিয়েছেন। এদিকে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে শেষ পর্যন্ত নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে উপর মহলের চাপিয়ে দেয়া কমিটি দায়িত্ব পাবে নাকি দলের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে পরীক্ষিত ত্যাগী নেতাদের নির্বাচন করা হবে এনিয়ে কর্মীদের মাঝে সংশয় দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ও ইউনিয়ন কমিটির একাধিক কাউন্সিলর বলেন দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের নেতৃত্বে বসানোর ক্ষেত্রে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের বিকল্প নেই। চাপিয়ে দেওয়া কমিটি দলের বিপর্যয় ডেকে আনবে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪ অক্টোবর পুলিশ পাহারায় উপজেলা অডিটরিয়াম হল রুমে দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
দলের দপ্তর সম্পাদক নিমাই সিংহ বলেন, ইতি পূর্বে চারটি ইউনিয়ন সম্পর্কে আপত্তি উঠলে তা জেলা কমিটি কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নিষ্পত্তি করা হয়েছে। এবার ১৩টি ইউনিয়ন একটি পৌরসভা ও উপজেলা কমিটি মিলে মোট ৫০৩ জন কাউন্সিলরের তালিকা চুড়ান্ত করা হয়েছে। যেখানে সভাপতি হিসাবে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আহসান হাবীব রানা, সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাবেক সভাপতি মতি শিউলী এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ সরকার।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন, বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনজুরুল সরদার বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু, পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম সুজা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স. ম. আল মামুন সবুজ।
দলের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু বলেন, ইতিমধ্যে ২৩ অক্টোবর সম্মেলন সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে চিঠি দেয়া হচ্ছে। কোন ষড়যন্ত্রই সম্মেলন বানচাল করতে পারবে না।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মতি শিউলী বলেন, একটি মহল তৃণমূলের ভোটে জিততে পারবেনা হেতু ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। আমি চাই স্বচ্ছ প্রক্রিয়ায় তৃণমূলের ভোটে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হোক। তারপরও দলের উপর থেকে যাহা সিদ্ধান্ত দেবে আমরা সেটাই মেনে নেবো।
//নিউজ//উলিপুর//মালেক/অক্টোবর/২০/২২

The post দীর্ঘ ১০ বছর পর উলিপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে দূষণের দায়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা https://www.ulipur.com/?p=18531 Sat, 13 Aug 2022 15:07:51 +0000 https://www.ulipur.com/?p=18531 ।। নিউজ ডেস্ক ।। ঝুঁকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিত্যাগ এবং পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমান আদালতে উলিপুরের দু’টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর। কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওয়াজেদ ওয়াসীফ’র নেতৃত্বে শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উলিপুর উপজেলায় পরিবেশ ছাড়পত্রবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক [...]

The post উলিপুরে দূষণের দায়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
ঝুঁকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিত্যাগ এবং পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমান আদালতে উলিপুরের দু’টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর।

কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওয়াজেদ ওয়াসীফ’র নেতৃত্বে শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উলিপুর উপজেলায় পরিবেশ ছাড়পত্রবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ঝুঁকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিত্যাগ করণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার এবং আখতারুন্নাহার মেমোরিয়াল হাসপাতালকে ১০ হাজার টাকা করে পৃথকভাবে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন- কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রেজাউল করিম। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এসময় মোবাইল কোর্টে পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম মোবাইল কোর্ট পরিচালনা এবং জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, অনুমোদনহীন ও পরিবেশ ছাড়পত্রবিহীন অবৈধভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

The post উলিপুরে দূষণের দায়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা https://www.ulipur.com/?p=17960 Tue, 28 Jun 2022 14:49:22 +0000 https://www.ulipur.com/?p=17960 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রাম পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাজিউল ইসলাম। বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারন সম্পাদক আব্দুল খালেক ফারুক, কাউন্সিলর আল হারুনুজ্জামান হারুন, আনিসুর রহমান, মোস্তফা কামাল পাশা, আব্দুল [...]

The post কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাজিউল ইসলাম।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারন সম্পাদক আব্দুল খালেক ফারুক, কাউন্সিলর আল হারুনুজ্জামান হারুন, আনিসুর রহমান, মোস্তফা কামাল পাশা, আব্দুল মালেক, কামরুজ্জামান মিন্টু, তাজ উদ্দিন আহমেদ, খোরশেদ আলম, মুক্তা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা মাজহারুল আনোয়ার, হিসাব রক্ষণ কর্মকর্তা রিয়াজুল হক শাহ প্রমুখ।

এ সময় পৌর কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পৌর নাগরিক ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

২০২২-২৩ অর্থ বছরে ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা করে পৌর মেয়র কাজিউল ইসলাম জানান, সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কুড়িগ্রাম পৌরসভার সেবার মান উন্নয়ন, জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার প্রচেষ্টা হিসেবে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

The post কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বুড়াবুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ https://www.ulipur.com/?p=13222 Wed, 17 Mar 2021 12:55:37 +0000 https://www.ulipur.com/?p=13222 ।। সুভাষ চন্দ্র ।। উলিপুর উপজেলার বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসএসসির ফরম ফিলাপে পরিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়, ক্ষমতার অপব্যবহার করে কর্মচারী ছাঁটাই, নিয়োগ বাণিজ্য করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে, ওই বিদ্যালয়ের এমএলএসএস (নৈশপ্রহরী) মো. আলম হোসেন গত [...]

The post উলিপুরে বুড়াবুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। সুভাষ চন্দ্র ।।
উলিপুর উপজেলার বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসএসসির ফরম ফিলাপে পরিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়, ক্ষমতার অপব্যবহার করে কর্মচারী ছাঁটাই, নিয়োগ বাণিজ্য করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগে জানা গেছে, ওই বিদ্যালয়ের এমএলএসএস (নৈশপ্রহরী) মো. আলম হোসেন গত ২০১৯ সালের ২৫ মার্চ পারিবারিক সমস্যার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন।

অনুপস্থিত থাকার কারণ দর্শানোর নোটিশের উত্তরদানে ব্যর্থতার অজুহাতে ২৭ নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয়দের সুপারিশে ব্যবস্থপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক বিধি মোতাবেক তাকে পুর্নিনিয়োগের আশ্বাস দেন।

এরমধ্যে ম্যানেজিং কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় প্রধান শিক্ষক তার পছন্দের লোকজন নিয়ে এডহক কমিটি গঠন করেন। ওই কমিটি এখন নৈশপ্রহরী পদে নুতন করে নিয়োগ দিয়ে ৬ থেকে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছেন বলে জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন আলম হোসেন।

গত দুই দিন আগে প্রকাশ্য নিলাম না করে স্কুলের ইট, টিন, রডসহ অনেক কিছু গোপনে নামমাত্র মূল্যে বিক্রি করে দিয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, বিধিমালা মেনেই নৈশপ্রহরী আলম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যান্য অনিয়মের কথা অস্বীকার করে সবকিছুই সঠিক নিয়মে হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, বিষয়টির সুষ্ঠু তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

//নিউজ/উলিপুর//সুভাষ/মার্চ/১৭/২১

The post উলিপুরে বুড়াবুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের চেষ্টায় যুবক আটক https://www.ulipur.com/?p=13130 Mon, 08 Mar 2021 14:52:46 +0000 https://www.ulipur.com/?p=13130 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ নিরাশা নামের ওই যুবককে সোমবার (০৮ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার বজরা ইউনিয়নে। অভিযোগ সূত্রে জানা গেছে, ভূক্তভোগীর বাবা ঢাকায় চাকুরী করার কারনে [...]

The post উলিপুরে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের চেষ্টায় যুবক আটক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ নিরাশা নামের ওই যুবককে সোমবার (০৮ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার বজরা ইউনিয়নে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভূক্তভোগীর বাবা ঢাকায় চাকুরী করার কারনে মা’সহ ওই প্রতিবন্ধি কিশোরী (১৫) উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট কানিপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করছেন। প্রতিবেশি শাহাবর আলীর ছেলে নিরাশা (৩০) ওই প্রতিবন্ধির নানার বাড়িতে যাতায়ায় করত এবং আকার ইঙ্গিতে তাকে কু-প্রস্তাব দিত। পরে বিষয়টি বুঝতে পেরে কিশোরীর পরিবার থেকে নিরাশাকে সংশোধন হওয়ার জন্য বলেন। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে উঠে এবং বাক-শ্রবন ও মানসিক প্রতিবন্ধি কিশোরীর ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে।

রোববার (০৭ মার্চ) দুপুরে ওই কিশোরী বাড়ি সংলগ্ন মামার জমির সীমানায় ইউক্লিপ্টাস গাছ থেকে পড়ে যাওয়া শুকনো খড়ি কুড়াতে থাকে। এ সুযোগে নিরাশা ওই প্রতিবন্ধিকে একা পেয়ে বিভিন্ন ভঙ্গিতে প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এরপর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের ভিতরে নিরাশা ওই কিশোরীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণ করার উদ্দেশ্যে জামা কাপড় টানা হেচরা করে খোলার চেষ্টা করে। এ সময় নিরাশার এহেন আচরন দেখে প্রতিবন্ধি ওই কিশোরী অস্পষ্টভাবে হাউমাউ করে ডাকচিৎকার করতে থাকে। পরে মাসহ প্রতিবেশিরা এ গিয়ে এসে প্রতিবন্ধিকে উদ্ধার করে এবং নিরাশাকে হাতেনাতে আটক করেন।

ঘটনার পর বিষয়টি নিরাশার পরিবারের পক্ষ থেকে আপোষ মিমাংসার কথা বলে সময় ক্ষেপন করতে থাকেন। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীর পরিবার ৯৯৯ এ ফোন করলে উলিপুর থানা পুলিশ রোববার সন্ধ্যার দিকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই প্রতিবন্ধি কিশোরীর মা বাদী হয়ে রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ধর্ষন চেষ্টার অপরাধে আটক ওই যুবককে সোমবার (০৮ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

//নিউজ/উলিপুর//চন্দন/মার্চ/০৮/২১

The post উলিপুরে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের চেষ্টায় যুবক আটক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারী আ. লীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার মৃত্যুবরণ করেছেন https://www.ulipur.com/?p=12752 Thu, 07 Jan 2021 15:03:30 +0000 https://www.ulipur.com/?p=12752 ।। জেলা প্রতিনিধি ।।চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার আর নেই। সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে। বৃহষ্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে রংপুর ডক্টর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বর্ষিয়ান এই রাজনীতিবীদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। [...]

The post চিলমারী আ. লীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার মৃত্যুবরণ করেছেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। জেলা প্রতিনিধি ।।
চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার আর নেই। সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে। বৃহষ্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে রংপুর ডক্টর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বর্ষিয়ান এই রাজনীতিবীদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে শয্যাশয়ী ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বর্ষিয়ান এই রাজনীতিবীদ চিলমারী উপজেলা আওয়ামী লীগের টানা ৩৩ বছর সাধারণ সম্পাদক ও চিলমারী উপজেলা পরিষদের ২ বারের ভাইস চেয়ারম্যান ছিলেন।

তার মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্, চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ, আওয়ামী ও সকল সহযোগী সংগঠন, সাপ্তাহিক যুগের খবর, চিলমারী প্রেস ক্লাব, বিএনপি, জাতীয় পার্টি, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রেসক্লাব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বাদ আছর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে চিলমারীর গণমানুষের নেতা খ্যাত বর্ষিয়ান রাজনীতিবীদ আব্দুল কুদ্দুছ সরকারের মরদেহ।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি হেলিক্যাপ্টার যোগে চিলমারী এসে জানাযা নামাজে শরীক হবেন।

//নিউজ/উলিপুর//সুভাষ/জানুয়ারি/০৭/২১

The post চিলমারী আ. লীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার মৃত্যুবরণ করেছেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কুইজ প্রতিযোগিতায় উলিপুরের মীম সারাদেশে ৮ম https://www.ulipur.com/?p=11394 Wed, 26 Aug 2020 09:39:12 +0000 https://www.ulipur.com/?p=11394 ।। নিউজ ডেস্ক ।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ৭জুন অনুষ্ঠিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬-দফা’ বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও সনদ বিতরণ করেন। এ সময় কুড়িগ্রাম জেলা [...]

The post বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কুইজ প্রতিযোগিতায় উলিপুরের মীম সারাদেশে ৮ম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ৭জুন অনুষ্ঠিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬-দফা’ বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও সনদ বিতরণ করেন। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতীকী ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের মাধ্যমে পুরস্কার ও সনদ গ্রহন করেন কুড়িগ্রামের মেয়ে মীম মুমতাহিনা।

প্রতিযোগিতায় সারাদেশে ১০০ জন পুরস্কার গ্রহনকারীর মধ্যে রংপুর থেকে দু’জন কৃতিত্ব অর্জন করে। এর মধ্যে মীম মুমতাহিনা একজন এবং সে প্রতিযোগীদের মধ্যে সবার ছোট। সে উলিপুর উপজেলার এন.এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী। পুরস্কার গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র আব্দুল জলিল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, এন.এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক শামীম আখতার আমিন, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এন.এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, সারাদেশে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে। এন.এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল থেকে মেধাবী মীম মুমতাহিনা ৮ম স্থান অধিকার করায় আমরা ভীষণ খুশি। খুশি মীমের বাবা প্রভাষক উলিপুর শহরের বাসিন্দা মোখলেছুর রহমান ও তার শিক্ষক স্ত্রী মোর্শেদা বেগম।

এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু জানান, আমরা ভীষণ খুশি আমাদের জেলা থেকে একজন ক্ষুদে মেধাবী শিক্ষার্থী ৮ম স্থান অধিকার করায়। এতে কুড়িগ্রাম জেলার মুখ উজ্জ্বল হয়েছে।

The post বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কুইজ প্রতিযোগিতায় উলিপুরের মীম সারাদেশে ৮ম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরসহ বিভিন্ন উপজেলায় পানিতে তলিয়েছে চরের ধান ও ভুট্টা ক্ষেত https://www.ulipur.com/?p=10675 Tue, 02 Jun 2020 14:54:52 +0000 https://www.ulipur.com/?p=10675 ।। নিউজ ডেস্ক ।। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে চরের বোরো ধান ও ভুট্টাসহ সবজি ক্ষেত ডুবে গেছে। পচন থেকে বাঁচাতে আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষক। তবে গাছে কেবল মোচা (ফুল) আসায় ভুট্টা নিয়ে চরম বিপাকে পড়েছেন [...]

The post উলিপুরসহ বিভিন্ন উপজেলায় পানিতে তলিয়েছে চরের ধান ও ভুট্টা ক্ষেত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে চরের বোরো ধান ও ভুট্টাসহ সবজি ক্ষেত ডুবে গেছে। পচন থেকে বাঁচাতে আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষক। তবে গাছে কেবল মোচা (ফুল) আসায় ভুট্টা নিয়ে চরম বিপাকে পড়েছেন চাষিরা।

জেলার কৃষি বিভাগ জানায় ২৯ মে পর্যন্ত জেলায় ৮৪ ভাগ বোরো ধান কাটা হয়েছে। চরাঞ্চলে কিছু ধান এখনও জমিতে থাকায় সেগুলো পানিতে তলিয়ে গেলেও তার পরিমাণ কম।

জেলার উলিপুর, রৌমারী ও সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে গত কয়েকদিন অব্যাহত পানি বৃদ্ধির ফলে চরের বোরো ও ভুট্টাসহ বেশির ভাগ ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। হঠাৎ করে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় এসব ফসল বিশেষ করে পাকা বোরো ধান এবং ভুট্টা নিয়ে চরম বিপাকে পড়েছেন চরাঞ্চলের কৃষক।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শিক্ষক মুনির হোসেন জানান ব্রহ্মপুত্রের পানি বাড়ায় চর রলাকাটা, চিরা খাওয়া, কালির আলগা, গোয়ালপুরি, পোড়ার চর, চর ভগবতীপুর, চর পার্বতীপুরসহ ব্রহ্মপুত্রের নিম্নাঞ্চলের সব চরেই কৃষি ক্ষেত ডুবে গেছে। বিশেষ করে বেশ কিছু পাকা বোরা ধান, ভুট্টা, কাউন ও চিনাসহ চরাঞ্চলের সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

রলাকাটার চরের কৃষক আবুল হোসেন বলেন ‘করোনাত মরার আগত হামাক না খায়া মরা নাগবে। তিন বিঘা জমির ধান সউগ তলে গেইছে। এই ধান আর পেটত দিবার পামো বলি মনে হয় না।’

যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান হঠাৎ পানি বাড়ায় বেশ কিছু ফসল পানিতে তলিয়ে গেছে। পানি নেমে না গেলে কেটে নেওয়াও সম্ভব নয়। এর ওপর চলছে নদী ভাঙন। চরাঞ্চলে মানুষ চরম বিপাকে দিনানিপাত করছে। আমরা প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি।

কুড়িগ্রাম সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) ময়নুল ইসলাম জানান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কাছে ক্ষয়ক্ষতির প্রতিবেদন চাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান উজানের ঢলে জেলার নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হলেও শনিবার (৩০ মে) রাত থেকে পানি কমতে শুরু করেছে। আপাতত ভারী বৃষ্টিপাত ও বন্যার কোনও আশঙ্কা নেই।

কৃষি সম্প্রসারণ অধিদফতর, খামার বাড়ী, কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) ষষ্ঠি চন্দ্র রায় জানান, চরাঞ্চলসহ জেলায় বোরো ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। নদ-নদীর পানি বেড়ে চরাঞ্চলে কিছু ধান ও ভুট্টা ক্ষেত পানিতে নিমজ্জিত হওয়ার খবর পাওয়া গেছে। দু-একদিনে মধ্যে পানি নেমে গেলে ভুট্টা ক্ষেত তেমন ক্ষতিগ্রস্ত হবে না।

সূত্রঃ banglatribune

The post উলিপুরসহ বিভিন্ন উপজেলায় পানিতে তলিয়েছে চরের ধান ও ভুট্টা ক্ষেত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর নির্দেশ মানছেন না, অভিযোগ এমপি মতিনের https://www.ulipur.com/?p=10299 Sun, 26 Apr 2020 17:46:26 +0000 https://www.ulipur.com/?p=10299 ।। নিউজ ডেস্ক ।। করোনা পরিস্থিতি মোকাবিলায় দুস্থ্, অসহায় ও কর্মহীন মানুষদের সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিতে নিরপেক্ষ তালিকা করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বাররা প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করছেন বলে অভিযোগ করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। প্রকৃত অভাবগ্রস্ত ও কর্মহীনদের বাদ দিয়ে উপজেলার ১৩টি ইউনিয়নের অধিকাংশ চেয়ারম্যান-মেম্বার নিজেদের খুশি মতো তালিকা [...]

The post জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর নির্দেশ মানছেন না, অভিযোগ এমপি মতিনের appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
করোনা পরিস্থিতি মোকাবিলায় দুস্থ্, অসহায় ও কর্মহীন মানুষদের সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিতে নিরপেক্ষ তালিকা করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বাররা প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করছেন বলে অভিযোগ করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। প্রকৃত অভাবগ্রস্ত ও কর্মহীনদের বাদ দিয়ে উপজেলার ১৩টি ইউনিয়নের অধিকাংশ চেয়ারম্যান-মেম্বার নিজেদের খুশি মতো তালিকা তৈরি করছেন বলে অভিযোগ করেন তিনি।

২৪ এপ্রিল নিজের ফেসবুকে সংসদ সদস্য লিখেছেন: ‘কুড়িগ্রাম-৩ সম্মানিত ইউপি চেয়ারম্যান/মেম্বার/কাউন্সিলর ভাইবোনেরা, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

বারবার অনুরোধ করা সত্ত্বেও যারা সরকারি নির্দেশনা ও গাইডলাইন অগ্রাহ্য করে নিজেদের স্বার্থে খেয়াল খুশিমতো ঘরে বসে ত্রাণের তালিকা তৈরি করছেন কিংবা পুরাতন তালিকা চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার নীলনকশা বাস্তবায়নের জন্য এটা করছেন। বর্তমান দুর্যোগকালে এটা চরম জনস্বার্থবিরোধী কাজ। অথচ জনসেবার অঙ্গীকার করে আপনারা নির্বাচনি বৈতরণী পাড় হয়েছিলেন। তাই জনগণের কাছে দেওয়া অঙ্গীকার পূরণের এটাই উপযুক্ত সময়। প্রতি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠিত হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে, স্বচ্ছভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আপনাদের সহযোগিতা প্রদানের জন্য। তাই মেম্বার/কাউন্সিলর ভাইবোনেরা আপনারা ওয়ার্ডের ত্রাণ কমিটি, গণ্যমান্য ব্যক্তি এবং দায়িত্বপ্রাপ্ত অফিসারসহ বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে অবস্থা দেখে (ভাতা ও সুবিধাভোগী বাদ দিয়ে) প্রকৃত হতদরিদ্র, অসহায়, অনাহারি ও কর্মহীন মানুষদের তালিকা তৈরি করুন। আপনাদের মনগড়া তালিকা দিয়ে ত্রাণ বিতরণের সুযোগ পাবেন না। ত্রাণ নিয়ে কোনও কারসাজি বা অনিয়ম সহ্য করা হবে না। সকলের জন্য শুভকামনা।’

এ বিষয়ে সংসদ সদস্য এমএ মতিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ত্রাণ বিতরণের কমিটি করে সেই কমিটিকে সঙ্গে নিয়ে দুস্থ, অসহায় কর্মহীন মানুষের তালিকা করার। কিন্তু ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ওয়ার্ড পর্যায়ের কমিটির সঙ্গে নামমাত্র মিটিং করলেও তালিকা করারর সময় তাদের সঙ্গে নেননি। তারা সরেজমিনে বাড়ি বাড়ি না গিয়ে নিজেদের বাড়িতে বসে খেয়াল-খুশি মতো তালিকা করছেন। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাদের পছন্দের লোকজনকে তালিকায় অন্তর্ভুক্ত করছেন। এসব তালিকায় বিভিন্ন ভাতাভোগী মানুষসহ একই পরিবারের একাধিক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যারা প্রকৃত অভাবগ্রস্ত তারা বাদ যাচ্ছেন, যা অনাকাঙ্খিত।’

সংসদ সদস্য আরও বলেন, ‘করোনা সংকট মোকাবিলায় সরকারকে হয়তো দীর্ঘমেয়াদি খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নিতে হতে পারে। এক্ষেত্রে ত্রুটিপূর্ণ তালিকা প্রণয়ন সরকারের ব্যয় বাড়াবে।’

করোনা পরিস্থিতিতে দিনমজুর শ্রেণির অনেক মানুষ কর্মহীন হয়ে বাড়িতে রয়েছেন যারা খাদ্যকষ্টে দিন যাপন করছেন জানিয়ে অধ্যাপক এমএ মতিন বলেন, ‘ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এই শ্রেণির অনেক মানুষকে তালিকায় স্থান না দিয়ে সামর্থবানদেরও নাম তালিকাভুক্ত করছেন। এছাড়া তারা পুরাতন সুবিধাভোগীদেরও নতুন তালিকায় স্থান দিচ্ছেন। আমি এর প্রতিবাদ করে তালিকা সংশোধনের জন্য বলেছি এবং তাদের তালিকা ফেরত দিয়েছি। আমি বলেছি, বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অভাবগ্রস্ত ও কর্মহীনদের তালিকায় স্থান দিয়ে নতুন তালিকা করতে হবে। এতে করে সরকারের উদ্দেশ্য সফল হবে।’

এব্যাপারে জানতে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদেরকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সূত্রঃ banglatribune

The post জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর নির্দেশ মানছেন না, অভিযোগ এমপি মতিনের appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>