রাজারহাট উপজেলা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=1119 কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sun, 05 May 2024 17:07:30 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png রাজারহাট উপজেলা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=1119 32 32 স্বল্প পরিসরে মাছচাষে তিনগুণ লাভে খুশি রাজারহাটের ওসমান গনি https://www.ulipur.com/?p=32104 Sun, 05 May 2024 17:07:30 +0000 https://www.ulipur.com/?p=32104 ।। নিউজ ডেস্ক ।। রাজারহাটে ছাটমল্লিকবেগ গ্রামে বাড়ীর ভিতর স্বল্প পরিসরে ভিয়েতনাম কৈ মাছ চাষ করে তিনগুণ লাভ করে খুশি মাছচাষী ওসমান গনি। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ওসমান গনি বাড়ীর ভিতরে অর্ধশতক জায়গায় একটি গোলাকার ট্যাংক তৈরী করেছেন। সেখানে ৮ হাজার টাকায় ৮হাজার ভিয়েতনাম কৈ-মাছের পোনা ছেড়েছেন। ৫ মাসে সেই কৈ মাছ বিক্রি [...]

The post স্বল্প পরিসরে মাছচাষে তিনগুণ লাভে খুশি রাজারহাটের ওসমান গনি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
রাজারহাটে ছাটমল্লিকবেগ গ্রামে বাড়ীর ভিতর স্বল্প পরিসরে ভিয়েতনাম কৈ মাছ চাষ করে তিনগুণ লাভ করে খুশি মাছচাষী ওসমান গনি। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ওসমান গনি বাড়ীর ভিতরে অর্ধশতক জায়গায় একটি গোলাকার ট্যাংক তৈরী করেছেন। সেখানে ৮ হাজার টাকায় ৮হাজার ভিয়েতনাম কৈ-মাছের পোনা ছেড়েছেন। ৫ মাসে সেই কৈ মাছ বিক্রি করেছেন ৪০ হাজার টাকায়। আরো ৮০ হাজার টাকার মাছ বিক্রি করতে পারবেন তিনি।

সরজমিনে গিয়ে দেখা যায়, তার বাড়ীর ভিতর রান্নাঘরের পিছনে মাছচাষী ওসমান গনি সিমেন্ট ও ইট দিয়ে ১৬ফিট ব্যাসের একটি গোলাকার ট্যাংক তৈরী করেছেন। যার উচ্চতা ৪ফিট। পানি ধারণ ক্ষমতা ২৩ হাজার লিটার। ট্যাংকে দুই থেকে আড়াই ফুট পর্যন্ত পানি রাখা হয়েছে। পানি সরবরাহের জন্য একটি পানির পাম্প কিনেছেন। এছাড়াও পানি স্প্রে করার জন্য দু’দিকে দুটি শাওয়ার বসিয়েছেন। এতে সবমিলিয়ে তার খরচ হয়েছে ৬৮হাজার টাকা।

মাছচাষী ওসমান গনি জানান, আমি আরডিআরএস’র সহযোগিতায় গত ৮ অক্টোবর রংপুর থেকে ৮হাজার টাকায় ৮ হাজার ভিয়েতনাম কৈ মাছের পোনা সংগ্রহ করি। মাছ কেনার পর প্রচন্ড শীত থাকায় তিন মাস মাছ বৃদ্ধিই হয়নি। কিন্তু শীত নেমে যাবার পর গত ৫ মাসে দ্রুত বাড়তে থাকে পোনাগুলো। আমি আজ ২০০ কৈ উত্তোলন করেছি। বাজারে ২০০ থেকে ২২০টাকা কেজি দরে মাছগুলো বিক্রি করতে পারবো। প্রথমবার আমার অল্প লাভ হলেও পরবর্তী বছর থেকে আমি মাছ বিক্রি করে তিনগুণ করে লাভ করতে পারবো। আমি কৃষিজমিতে কাজের ফাঁকে সামান্য সময় দিয়ে মাছ চাষ করে বেশ লাভবান হচ্ছি। এতে জায়গা কম লাগে বেশি সময় দিতে হয় না। সময়মতো মাছের খাবার দিলেই হয়। এ কাজে আমার স্ত্রী ও ছেলে সহযোগিতা করছে।

ওসমান গণি’র অনার্স পড়ুয়া ছেলে রাকিবুল হাসান জানায়, পড়াশুনা ও কলেজ যাওয়ার ফাঁকে ফাঁকে আমি বাবাকে সাহায্য করছি। আমার এখন ভীষণ ভালো লাগছে। এখন আমি সকালে এবং বিকেলে ট্যাংকের পাশে চেয়ার টেবিল নিয়ে পড়তে বসি। যখন পানিতে মাছের টুক টুক শব্দ হয়, তখন আমার ভীষণ ভালো লাগে। বাবা না থাকলে আমি অথবা আমার মা মাছকে পিলেট ফিড খেতে দিই। প্রথম সিজনে আমরা ৪ বস্তা ফিড মাছকে খেতে দিয়েছি। গড়ে ৪ বস্তায় খরচ হয়েছে ৬ হাজার টাকা।

আরডিআরএস’র সহকারি টেকনিক্যাল অফিসার মানিক চন্দ্র রায় জানান, ট্যাংকে অধিক ঘনত্বে মাছ চাষের ফলে কিছু সমস্যা হয়ে থাকে। মূলত: মাছের অক্সিজেন, পিএস, মাছের এ্যামোনিয়ার ফলে মাছ মারাও যেতে পারে। চাষীরা যাতে ক্ষতির সম্মুক্ষিণ না হয় এজন্য আমরা দু’সপ্তাহ পরপর এগুলো পরীক্ষা করে থাকি। কোন সমস্যা হলে সমাধানের পথ বাতলে দিই।

রাজারহাট আরডিআরএস’র টেকনিক্যাল ফিসারিজ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, রাজারহাটে ৪টি ট্যাংকে পরীক্ষামূলকভাবে ভিয়েতনাম কৈ-মাছ চাষ করা হচ্ছে। পরিবারে অন্যান্য কাজের ফাঁকে বাড়তি আয়ে উদ্ভুদ্ধ করতে এই প্রচেষ্টা নেয়া হয়েছে। এতে তারা বেশ লাভবান হবেন।

রাজারহাট উপজেলা মৎস কর্মকর্তা আরিফুল আলম জানান, পরিবারে প্রোটিন ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য ঘরোয়া পদ্ধতিতে মৎস চাষ একটি জনপ্রিয় মাধ্যম। ট্যাংকে কৈ মাছ চাষের ফলে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরী হবে এবং মাছ বিক্রি করে তারা লাভবান হতে পারবেন।

The post স্বল্প পরিসরে মাছচাষে তিনগুণ লাভে খুশি রাজারহাটের ওসমান গনি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রাজারহাটে জি-৩ রুইয়ের রেণু পোনা চাষে লাখপতি ফারুক মন্ডল https://www.ulipur.com/?p=32004 Sat, 27 Apr 2024 12:25:28 +0000 https://www.ulipur.com/?p=32004 ।। নিউজ ডেস্ক ।। রাজারহাটের মৎস্যচাষি ফারুক মন্ডল ৫ হাজার টাকায় জি-৩ রেণু পোনা কিনে এখন রেণু বেচেই লাখপতি। গত সেপ্টেম্বর মাসে ৫ হাজার টাকায় রংপুর থেকে উন্নত জাতের ৫০০ গ্রাম রেণু সংগ্রহ করেন তিনি। ৬ মাস পর আঙ্গুল সাইজের রেণু পোনা বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে। সুস্বাদু ও ৬/৭ কেজি ওজন পর্যন্ত এই রুই [...]

The post রাজারহাটে জি-৩ রুইয়ের রেণু পোনা চাষে লাখপতি ফারুক মন্ডল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
রাজারহাটের মৎস্যচাষি ফারুক মন্ডল ৫ হাজার টাকায় জি-৩ রেণু পোনা কিনে এখন রেণু বেচেই লাখপতি। গত সেপ্টেম্বর মাসে ৫ হাজার টাকায় রংপুর থেকে উন্নত জাতের ৫০০ গ্রাম রেণু সংগ্রহ করেন তিনি। ৬ মাস পর আঙ্গুল সাইজের রেণু পোনা বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে। সুস্বাদু ও ৬/৭ কেজি ওজন পর্যন্ত এই রুই পুকুরে দ্রুত বৃদ্ধি পায়। ফলে মৎস্যচাষিরা এই পোনা চাষ করে ভাগ্য বদলের চেষ্টা করছেন।

সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, এতদিন পর্যন্ত সনাতন পদ্ধতিতে পুকুরে মাছ চাষ করে আসছিলেন রাজারহাটের নাফাডাঙ্গা গ্রামের মৎস্যচাষি উমর ফারুক মন্ডল। উন্নত জাতের জি-৩ রুই পোনার সন্ধান পান রংপুরে। গত সেপ্টেম্বরে সেখান থেকে ৫ হাজার টাকায় ৫০০ গ্রাম রুই মাছের রেণু ক্রয় করেন। সেখান থেকে আড়াই থেকে ৩ লাখ রেণু পাওয়া যায়। দুই মাস শৈত্যপ্রবাহ শেষে চলতি এপ্রিল মাসে আঙ্গুল সমান ২৮৬ কেজি রেণু পোনা ৩৫০ টাকা দরে লক্ষাধিক টাকায় বিক্রি করেছেন তিনি। আরও ৮০০ কেজি রেণু পোনা বিক্রি করতে পারবেন। এছাড়াও পোনাগুলো এক বছর পুকুরে রাখতে পারলে আরও বেশি লাভবান হতে পারবেন তিনি। ফলে তার পুকুরের রুই পোনার গ্রোথ দেখে অনেক মৎস্যচাষি রুই পোনা কিনে নিয়ে যাচ্ছেন।

মৎস্যচাষি ফারুক মন্ডল জানান, এই মাছ দ্রুত বাড়ে ও লাভজনক। ৫০০ গ্রাম রুই পোনা উৎপাদনে খাবার ও পরিচর্চা বাবদ খরচ হবে ৫০ থেকে ৬০ হাজার টাকা। এই মাছ বিক্রি করলে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা আমার লাভ হবে।

রংপুর আরডিআরএস এর সমন্বিত কৃষি ইউনিটের টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা জানান, সাধারণ রুই মাছের তুলনায় এই মাছের গ্রোথ ৩০ গুণ বেশি। এই মাছ চাষে মৎস্যচাষিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আমরা বিনামূল্যে এই রেণু পোনা সরবরাহ করছি। যাতে কুড়িগ্রামে মৎস্য চাহিদা ও পুষ্টি চাহিদা পূরণ হয়। কৃষকরা অধিক লাভবান হয়।

The post রাজারহাটে জি-৩ রুইয়ের রেণু পোনা চাষে লাখপতি ফারুক মন্ডল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিজের হাতে টেলিস্কোপ বানিয়েছে রাজারহাটের কিশোর ফাহাদ https://www.ulipur.com/?p=31858 Sun, 21 Apr 2024 05:30:57 +0000 https://www.ulipur.com/?p=31858 ।। নিউজ ডেস্ক ।। রাজারহাটের প্রত্যন্ত অঞ্চলের ফাহাদ আল ফারাবী (১৬) নামে এক কিশোর টেলিস্কোপ বানিয়ে এলাকায় বেশ সাড়া ফেলেছেন। পোষা বিড়ালের নামে টেলিস্কোপটির নাম দিয়েছেন NEKO- K -1। মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ঘরে বসে টেলিস্কোপ বানানোর এমন প্রতিভা দেখে খুশি স্বজনরা। টেলিস্কোপের মাধ্যমে খালি চোখে চাঁদ-সূর্যের স্পষ্ট ছবি দেখতে প্রতিদিন লোকজন ভিড় করছে। [...]

The post নিজের হাতে টেলিস্কোপ বানিয়েছে রাজারহাটের কিশোর ফাহাদ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
রাজারহাটের প্রত্যন্ত অঞ্চলের ফাহাদ আল ফারাবী (১৬) নামে এক কিশোর টেলিস্কোপ বানিয়ে এলাকায় বেশ সাড়া ফেলেছেন। পোষা বিড়ালের নামে টেলিস্কোপটির নাম দিয়েছেন NEKO- K -1। মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ঘরে বসে টেলিস্কোপ বানানোর এমন প্রতিভা দেখে খুশি স্বজনরা। টেলিস্কোপের মাধ্যমে খালি চোখে চাঁদ-সূর্যের স্পষ্ট ছবি দেখতে প্রতিদিন লোকজন ভিড় করছে।

ফাহাদ আল ফারাবী রাজারহাটের মেকুটারী গ্রামের জয়নুল আবেদীন-পারভীন খন্দকারের ছোট ছেলে। ফারাবী রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

ফাহাদ আল ফারাবী ছোট বেলা থেকে মহাকাশ সম্পর্কে জানতে খুবই আগ্রহী ছিল। বইয়ের পাতায় গ্রহ-নক্ষত্র উপগ্রহের অবস্থান পড়ে দেখার খুব ইচ্ছে হয়। ২০২১ সালের শেষে টেলিস্কোপ বানানো সরঞ্জাম সংগ্রহে নেমে পড়েন। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে জানতে পারেন টেলিস্কোপ কিনতে পাওয়া যায়। বাজারে একটি টেলিস্কোপ ৪০-৫০ হাজার টাকা। শিক্ষার্থী হয়ে এত টাকা সংগ্রহ করতে পারবে না বলে ২০২৩ সালে নিজেই টেলিস্কোপ বানাতে শুরু করেন। এ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন ফাহাদ আল ফারাবীর বড় ভাই ফাহমিদ আল জাবের। তিন মাসের মধ্যে টেলিস্কোপ বানাতে পেরে খুশি ফাহাদ আল ফারাবী। ফাহাদ আল ফারাবীর ইচ্ছে সরকারি কোনো সহযোগিতা পেলে টেলিস্কোপে আগ্রহীদের মাঝে স্বল্প দামে সরবরাহ করবেন বলে জানান তিনি।

ফাহাদ আল ফারাবীর সাথে কথা হলে তিনি বলেন, ছোট বেলা থেকে আমার মহাকাশ নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। এস্ট্রোনমি ইন্সট্রমেন্ট না থাকায় কাজ করতে পারি নাই। ২০২৩ সালে ঢাকার এক এস্ট্রোনমি হাউজ থেকে যন্ত্রপাতিগুলো সংগ্রহ করে টেলিস্কোপটি বানাতে সক্ষম হই।

তিনি আরও বলেন, টেলিস্কোপটি তৈরি করতে মূলত পিভিসি পাইপ, লেন্স, মাউন্ট, ফোকাল, অ্যাপারচার, মিরর, ফোকাসার, মেটাল থ্রি-ডি স্পাইডার ও কাঠের প্রয়োজন হয়েছে। টেলিস্কোপটির ওজন মাত্র ১২ কেজি। এটির মাধ্যমে ৩ লাখ কিঃমি দূর থেকে দৃশ্য ধারণ করা যায়। ভবিষ্যতে আরও উন্নত টেলিস্কোপ ও মাইক্রো টেলিস্কোপ বানানোর ইচ্ছে আছে। এছাড়া সরকারি কোনো সহযোগিতা পেলে মানুষের কাছে স্বল্প দামে টেলিস্কোপ পৌঁছে দেয়ার জন্য কাজ করব।

ফারাবীর বাবা জয়নুল আবেদীন বলেন, ফারাবী যখন টেলিস্কোপ বানানোর কাজ শুরু করেন তখন কিছুটা বিরক্ত লেগেছিল। অবসর সময়ে বাইরে আড্ডা না দিয়ে ঘরে বসে এসব তৈরি করতে ব্যস্ত থাকায় ভালো লাগতে শুরু করে। ও দাবা খেলায় খুবই পারদর্শী। জেলা পর্যায়ে ও রাজধানীতে দাবা খেলে নগদ অর্থ পুরস্কার পায়। সেই অর্থ দিয়ে টেলিস্কোপ বানানো শুরু করলে আমি তাকে বাড়তি কিছু টাকা দিয়ে সহযোগিতা করি। টেলিস্কোপটি বানাতে খরচ হয়েছে মাত্র ১৭ হাজার টাকা। এই মানের টেলিস্কোপ বাজারে ৪০-৫০ হাজার টাকা। ফারাবী আরও ভালো কিছু করুক এ প্রত্যাশা সব সময়।

ফারাবীর বন্ধু রাফিউল ইসলাম রাব্বি বলেন, ফারাবী কোন বাজে আড্ডা দিয়ে সময় কাটায় না। টেলিস্কোপ বানানোর কাজে প্রায় সময় পাশে ছিলাম। যেদিন টেলিস্কোপের মাধ্যমে চাঁদ- সূর্য খালি চোখে স্পষ্ট দেখলাম খুবই ভালো লেগেছে।

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, ফাহাদ আল ফারাবী ভালো ছাত্র। পড়াশোনার পাশাপাশি ক্রিয়েটিভ কাজে তার আগ্রহ বেশি। ফারাবী আরও ভালো করুক এ কামনা করছি।

রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ আয়শা সিদ্দিকা বলেন, ফাহাদ আল ফারাবী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে পড়াশোনার পাশাপাশি দাবা খেলায় বেশ সুনাম কুড়িয়েছে। এ বয়সে বাইরে আড্ডা না দিয়ে ঘরে বসে মেধার বিকাশ করতে টেলিস্কোপ বানানোর কাজটি খুবই প্রশংসার দাবিদার। সরকারি কোনো সহযোগিতার প্রয়োজন হলে উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে ফারাবীর পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

The post নিজের হাতে টেলিস্কোপ বানিয়েছে রাজারহাটের কিশোর ফাহাদ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রাজারহাটে গুরত্বর অসুস্থ পত্রিকা হকারকে আর্থিক সহায়তা প্রদান https://www.ulipur.com/?p=31692 Sat, 06 Apr 2024 13:00:57 +0000 https://www.ulipur.com/?p=31692 ।। নিউজ ডেস্ক ।। রাজারহাটে অসহায় প্রবীণ পত্রিকা বিক্রেতা কালীপদ মহন্ত (৭৫) দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী দিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহেদ রানা, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলুসহ থানার কয়েকজন পুলিশ সদস্য। শুক্রবার (০৫ [...]

The post রাজারহাটে গুরত্বর অসুস্থ পত্রিকা হকারকে আর্থিক সহায়তা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
রাজারহাটে অসহায় প্রবীণ পত্রিকা বিক্রেতা কালীপদ মহন্ত (৭৫) দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী দিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহেদ রানা, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলুসহ থানার কয়েকজন পুলিশ সদস্য।

শুক্রবার (০৫ এপ্রিল) রাতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএমসহ অতিথিবৃন্দ উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুকগ্রামের পত্রিকা বিক্রেতা অসুস্থ প্রবীণ কালীপদ মহন্তের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক সম্পর্কে খোঁজখবর নেন। এরপর তার হাতে কিছু আর্থিক অনুদানসহ ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কালীপদ মোহন্ত পত্রিকা বিক্রি করতেন। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে রয়েছেন। পারিবারিক অস্বচ্ছলতার কারণে অর্থাভাবে তার চিকিৎসা করতে পারছে না বলে তার পরিবার থেকে জানানো হয়। এ খবর পেয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ তাকে এবারে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন।

অসুস্থ কালীপদ মহন্ত সকল মানুষের কাছে আশীর্বাদ ও মানবিক সহযোগিতা কামনা করেছেন।

The post রাজারহাটে গুরত্বর অসুস্থ পত্রিকা হকারকে আর্থিক সহায়তা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রাজারহাটে নবজাতককে বিক্রির চেষ্টা, উদ্ধার করেছে পুলিশ https://www.ulipur.com/?p=31634 Wed, 03 Apr 2024 15:17:01 +0000 https://www.ulipur.com/?p=31634 ।। নিউজ ডেস্ক ।। রাজারহাট থানাধীন মনারকুটি গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী শিরিনা সিজারের মাধ্যমে ২৩ মার্চ (শনিবার) একটি পুত্র সন্তানের জন্ম দেন। স্বামী খোঁজ না নেওয়ায় বাধ্য হয়ে সিজারের টাকা পরিশোধের জন্য তার একমাত্র নবজাতক সন্তানকে ২৬ মার্চ (মঙ্গলবার) অজ্ঞাত স্থানে বিক্রি করে দেয়ার কথাবার্তা চূড়ান্ত হয়। বিষয়টি নবজাতকের পিতা হাবিবুর রহমান জানতে পেরে মঙ্গলবার [...]

The post রাজারহাটে নবজাতককে বিক্রির চেষ্টা, উদ্ধার করেছে পুলিশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
রাজারহাট থানাধীন মনারকুটি গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী শিরিনা সিজারের মাধ্যমে ২৩ মার্চ (শনিবার) একটি পুত্র সন্তানের জন্ম দেন। স্বামী খোঁজ না নেওয়ায় বাধ্য হয়ে সিজারের টাকা পরিশোধের জন্য তার একমাত্র নবজাতক সন্তানকে ২৬ মার্চ (মঙ্গলবার) অজ্ঞাত স্থানে বিক্রি করে দেয়ার কথাবার্তা চূড়ান্ত হয়।

বিষয়টি নবজাতকের পিতা হাবিবুর রহমান জানতে পেরে মঙ্গলবার (০৩ এপ্রিল) সকাল ১২.০০ ঘটিকায় নবজাতক সন্তানকে ফিরিয়ে পাওয়ার অনুরোধ জানিয়ে উলিপুর থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম দ্রুত গোপন সংবাদ সংগ্রহের মাধ্যমে জানতে পারে রাজারহাট থানাধীন নাজিমখাঁন ইউনিয়নের রামশিং মুন্সি পাড়াস্থ পারভিন আক্তার (৩০) তার ভাগনি নিঃসন্তান মোছাঃ সেলিনা বেগম দম্পত্তি একলক্ষ টাকায় নবজাতক কিনে নেন।

অবশেষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে মাত্র ২ ঘণ্টার মধ্যে নবজাতকে উদ্ধার করে তার প্রকৃত জন্মদাতা পিতা-মাতার নিকট নবজাতকে প্রদান করে।

এ সময় জনৈকা পারভিন বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। অন্যদিকে সন্তানকে ফিরে পেয়ে পিতা-মাতা, দাদি, ফুফা আনন্দে আত্মহারা হয় এবং উলিপুর পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

The post রাজারহাটে নবজাতককে বিক্রির চেষ্টা, উদ্ধার করেছে পুলিশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রাজারহাটে ৩ শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান https://www.ulipur.com/?p=31226 Mon, 18 Mar 2024 10:30:21 +0000 https://www.ulipur.com/?p=31226 ।। নিউজ ডেস্ক ।। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজারহাটে তিন শতাধিক রোগীকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে রাজারহাট উপজেলা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ [...]

The post রাজারহাটে ৩ শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজারহাটে তিন শতাধিক রোগীকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে রাজারহাট উপজেলা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান, আশার কুড়িগ্রাম সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, রাজারহাট ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার মোঃ আব্দুল আউয়াল, রাজারহাট সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. সুয়েজ এলবার্ট মারান্ডী, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. কে এম কোরবান আলীসহ আরও ১৪ জন সহযোগী স্বাস্থ্যকর্মী।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৩ শতাধিক হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ফিজিওথেরাপি সেবা, পরামর্শসহ ওষুধ প্রদান করা হয়।

The post রাজারহাটে ৩ শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রাজারহাটে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু https://www.ulipur.com/?p=30783 Tue, 27 Feb 2024 12:16:44 +0000 https://www.ulipur.com/?p=30783 ।। নিউজ ডেস্ক ।। রাজারহাটে ট্রেনের ধাক্কায় ভারতীয় রাণী (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পুটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভারতীয় রাণী সুন্দর গ্রাম এলাকার গোবিন্দ চন্দ্র রায়ের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ভারতীয় রাণী তার আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য রেল লাইনের পাশে মোবাইলে কথা বলতে [...]

The post রাজারহাটে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
রাজারহাটে ট্রেনের ধাক্কায় ভারতীয় রাণী (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পুটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভারতীয় রাণী সুন্দর গ্রাম এলাকার গোবিন্দ চন্দ্র রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ভারতীয় রাণী তার আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য রেল লাইনের পাশে মোবাইলে কথা বলতে ছিলেন এবং একজনের জন্য অপেক্ষা করতে ছিলেন। এমন অবস্থায় চিলমারী থেকে ছেড়ে আসা তিস্তাগামী কম্পিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ভারতীয় রাণী নিহত হন। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ আব্দুরযোহা বলেন, চিলমারী থেকে তিস্তাগামী কম্পিউটার ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছে বলে শুনেছি।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

The post রাজারহাটে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রাজারহাটে গলায় ফাঁস দিয়ে প্রধান শিক্ষক ও বাসদ সভাপতির আত্মহত্যা https://www.ulipur.com/?p=30605 Mon, 19 Feb 2024 08:55:12 +0000 https://www.ulipur.com/?p=30605 ।। নিউজ ডেস্ক ।। রাজারহাটে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৫০) নামের এক প্রধান শিক্ষক ও বাসদ সভাপতি আত্মহত্যা করেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষক প্রভাত চন্দ্র নাজিমখাঁন ইউনিয়নের সোমনারায়ণ [...]

The post রাজারহাটে গলায় ফাঁস দিয়ে প্রধান শিক্ষক ও বাসদ সভাপতির আত্মহত্যা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
রাজারহাটে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৫০) নামের এক প্রধান শিক্ষক ও বাসদ সভাপতি আত্মহত্যা করেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষক প্রভাত চন্দ্র নাজিমখাঁন ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে, শিমুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজ তান্ত্রিক দল বাসদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই প্রধান শিক্ষক অনেক ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয় তার। এসব টাকা মানুষজনকে ফেরত দিতে না পারার কারণে দুশ্চিতায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধারণা করছি এটি একটি আত্মহত্যা। তার পরেও আমরা তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post রাজারহাটে গলায় ফাঁস দিয়ে প্রধান শিক্ষক ও বাসদ সভাপতির আত্মহত্যা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রাজারহাটে ইউএন এজেন্সির প্রতিনিধিদের প্রভাতী প্রজেক্টের কার্যক্রম পরিদর্শন https://www.ulipur.com/?p=30254 Tue, 06 Feb 2024 11:41:58 +0000 https://www.ulipur.com/?p=30254 ।। নিউজ ডেস্ক ।। রাজারহাটে এলজিইডি’র প্রভাতী-৩ প্রজেক্টের কন্সট্রাকশন কার্যক্রম ও প্রজেক্টে চুক্তিবদ্ধ ৫৪ জন শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে রাজারহাটের ছিনাই ইউনিয়নের চওড়ারহাট বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র চীফ ইঞ্জিনিয়ার মোঃ আলী আকতার হোসেন। এ সময় কার্যক্রম পরিদর্শনে ভিজিটর হিসেবে উপস্থিত ছিলেন রোম বেজড ইউএন [...]

The post রাজারহাটে ইউএন এজেন্সির প্রতিনিধিদের প্রভাতী প্রজেক্টের কার্যক্রম পরিদর্শন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
রাজারহাটে এলজিইডি’র প্রভাতী-৩ প্রজেক্টের কন্সট্রাকশন কার্যক্রম ও প্রজেক্টে চুক্তিবদ্ধ ৫৪ জন শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে রাজারহাটের ছিনাই ইউনিয়নের চওড়ারহাট বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র চীফ ইঞ্জিনিয়ার মোঃ আলী আকতার হোসেন।

এ সময় কার্যক্রম পরিদর্শনে ভিজিটর হিসেবে উপস্থিত ছিলেন রোম বেজড ইউএন এজেন্সির রিপ্রেজেন্টেটিভ জিয়াওকুন শি, ডব্লিউএফপি’র রিপ্রেজেন্টেটিভ ডোমেসিকো স্কাইপেললি, ইফাদ এর বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি ডিরেক্টর আরনউড হিমিলিরস, ইউএনওমেন’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ গিতাঞ্জলী সিং এবং ইউএন’র রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়ান লুইস।

এ সময় ভিজিটরগণ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী-৩) প্রজেক্টের কন্সট্রাকশন কার্যক্রম ও চুক্তিবদ্ধ ৫৪ জন শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এই প্রজেক্টে কর্মরত শ্রমিকগণ দুই বছরের জন্য চুক্তিবদ্ধ আছেন। তাদেরকে দিন হাজিরা হিসেবে ৫০০ টাকার মধ্যে নগদ ২০০ টাকা প্রদান করা হয় এবং অবশিষ্ট ৩০০ টাকা তাদের নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা প্রদান করা হয়। সেই সঞ্চিত অর্থ দিয়ে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে আয়বৃদ্ধিমূলক জেন্ডার লার্নিং অ্যাকশন সিস্টেম (গালস) প্যাকেজ নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

The post রাজারহাটে ইউএন এজেন্সির প্রতিনিধিদের প্রভাতী প্রজেক্টের কার্যক্রম পরিদর্শন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রাজারহাটে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে নিয়োগের অভিযোগ https://www.ulipur.com/?p=30075 Wed, 31 Jan 2024 05:53:57 +0000 https://www.ulipur.com/?p=30075 ।। নিউজ ডেস্ক ।। রাজারহাট উপজেলাধীন সরকার বাড়ী উচ্চ বিদ্যালয়ে জাতীয় পরিচয়পত্রে বয়স জালিয়াতির মাধ্যমে আয়া পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যে ওই প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। অভিযোগে জানা যায়, জাতীয় পরিচয়পত্রের সবকিছু অপরিবর্তিত রেখে জালিয়াতির মাধ্যমে বয়স কমিয়ে ৮ম শ্রেণির সার্টিফিকেট দিয়ে আয়া [...]

The post রাজারহাটে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে নিয়োগের অভিযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
রাজারহাট উপজেলাধীন সরকার বাড়ী উচ্চ বিদ্যালয়ে জাতীয় পরিচয়পত্রে বয়স জালিয়াতির মাধ্যমে আয়া পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যে ওই প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।

অভিযোগে জানা যায়, জাতীয় পরিচয়পত্রের সবকিছু অপরিবর্তিত রেখে জালিয়াতির মাধ্যমে বয়স কমিয়ে ৮ম শ্রেণির সার্টিফিকেট দিয়ে আয়া পদে চাকরি নেয় সেলিনা আক্তার নামে এক প্রার্থী। সেলিনা আক্তার ওই প্রতিষ্ঠানে গত ১৪ই মে ২০২২ইং তারিখে নিয়োগপ্রাপ্ত হন। সে ওই স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের আপন ছোট বোন। তার প্রথম জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ ১০ ডিসেম্বর ১৯৮২ইং এবং চাকুরীরত প্রতিষ্ঠানে আবেদনকৃত জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ১০ ডিসেম্বর ১৯৯০ইং।

অভিযোগের পরে জাতীয় পরিচয়পত্রের অসঙ্গতির বিষয়ে সেলিনা আক্তারের কাছে জানতে চাওয়া হলে তিনি তার জাতীয় পরিচয়পত্রে বয়সের গড়মিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তিনি আরও বলেন, তার বড় ভাই ওই স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান। তিনি জাতীয় পরিচয়পত্রের আমার বয়সের গড়মিলের বিষয়টা সম্পর্কে বলতে পারবেন। সেলিনা আক্তারের কাছে তার পড়াশোনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি শুধু ২০০৩ সালে সিংগারডাবড়ীহাট উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণি পাশ করেছেন বলে জানান।

এদিকে অ্যাকাডেমিক তথ্যমতে, সেলিনা আক্তার ১৯৯৮ইং সালে তিস্তা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় ফার্স্ট ডিভিশনে এসএসসি পাস করেন। এবং কাউনিয়া গাজীরহাট উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল কলেজ থেকে ২০০৮ইং সালে এইচএসসি পাস করেন। যার সবগুলোতে জন্ম তারিখ ১০ ডিসেম্বর ১৯৮২ইং পাওয়া গেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র থেকে জন্ম নিবন্ধন সূত্রে সেলিনা আক্তারের জন্ম তারিখ ১০ ডিসেম্বর ১৯৮২ইং জানা গেছে। কাজী অফিস থেকে বিয়ের নিবন্ধন তথ্যে পাওয়া গেছে সেলিনা আক্তারের বিয়ে হয় ২১ নভেম্বর ২০০৩ইং সালে, নিবন্ধনে উল্লেখ করা জন্ম তারিখ মোতাবেক সেলিনা আক্তারের বয়স হয়েছিল ২০ বছর। সে হিসেব মতে সেলিনা আক্তারের চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হবার দিনে বয়স হয় ৩৯ বছর। চাকরির সুবাদে ৮ বছর বয়স কমিয়ে ৩১ বছর বয়স দেখিয়ে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেওয়ায় পুরো এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছেন। স্থানীয় বাসিন্দা শ্রী বিশ্বামিত্রসহ এলাকাবাসীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন।

এ বিষয়ে সিংগারডাবড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তারের বড় ভাই আরিফুল ইসলামের কাছে সেলিনা আক্তারের ৮ম শ্রেণি পাশের বিস্তারিত তথ্য জানতে চাইলে তিনি তা সময় সাপেক্ষে দেখাবেন বলে জানান।

বয়স জালিয়াতির মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানার জন্য সরকার বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। মুঠোফোনে তার সাথে কথা হলে তিনি বলেন, বয়স কমিয়ে ৮ম শ্রেণি পাসের সনদ কিভাবে সিংগারডাবড়ীহাট উচ্চ বিদ্যালয় দিল সেটার জবাব ওই বিদ্যালয় দিবে। এ সংক্রান্ত যেকোনো জবাব সেলিনা আক্তার দিবে বলে জানান তিনি।

রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অসঙ্গতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (৩০জানুয়ারি) কুড়িগ্রাম মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি বিভাগীয় কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়ে তদন্ত করার ব্যবস্থা করব। তদন্তে জালিয়াতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post রাজারহাটে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে নিয়োগের অভিযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>