বিজ্ঞান ও প্রযুক্তি Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=1197 কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 13 Aug 2022 15:36:14 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png বিজ্ঞান ও প্রযুক্তি Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=1197 32 32 জেনে নিন গুগল ম্যাপে নিজের বাড়ি বা অফিসের ঠিকানা যুক্ত করার পদ্ধতি https://www.ulipur.com/?p=18524 Sat, 13 Aug 2022 08:20:16 +0000 https://www.ulipur.com/?p=18524 ।। টেক ডেস্ক ।। প্রযুক্তির উন্নয়নের ব্যাপকতার কারণে জীবনমান এতটাই সহজ হয়েছে, অপরিচিত কোনো গন্তব্যে যেতে চাইলে গুগল ম্যাপের সাহায্যে আগে থেকেই দেখে নেয়া যায়- দূরত্ব, সময় ও রুট। কেউ আমাদের সার্চ করা স্থানটির ঠিকানা গুগল ম্যাপে যুক্ত করে দিয়েছেন বলেই খুব সহজেই আমরা সেটি খুঁজে পাই। তবে গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের ঠিকানা গুগল ম্যাপে অনেক [...]

The post জেনে নিন গুগল ম্যাপে নিজের বাড়ি বা অফিসের ঠিকানা যুক্ত করার পদ্ধতি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
প্রযুক্তির উন্নয়নের ব্যাপকতার কারণে জীবনমান এতটাই সহজ হয়েছে, অপরিচিত কোনো গন্তব্যে যেতে চাইলে গুগল ম্যাপের সাহায্যে আগে থেকেই দেখে নেয়া যায়- দূরত্ব, সময় ও রুট।

কেউ আমাদের সার্চ করা স্থানটির ঠিকানা গুগল ম্যাপে যুক্ত করে দিয়েছেন বলেই খুব সহজেই আমরা সেটি খুঁজে পাই। তবে গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের ঠিকানা গুগল ম্যাপে অনেক সময় যুক্ত করা থাকে না।

ফলে যে কেউ চাইলে যে কোন অফিস ও দোকান ম্যাপে যুক্ত করতে পারেন। এছাড়া আপনি চাইলে আপনার নিজের ঠিকানা বা বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাও যুক্ত করতে পারেন।

যেভাবে লোকেশন যুক্ত করবেন:

➤ প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। তবে অবশ্যই স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকতে হবে।

➤ গুগল ম্যাপ অ্যাপটি চালু করার পর কন্ট্রিবিউশন অপশন থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবার উপরের Add Place-এ ক্লিক করতে হবে।

➤ এরপর উপরের নামের ঘরে অফিস কিংবা প্রতিষ্ঠান যে স্থানটি যুক্ত করতে চান, সে নামটি দিতে হবে। এবার নিচের ক্যাটাগরি থেকে সিলেক্ট করুন। যেমন- দোকান যুক্ত করতে store অপশন বেছে নিন।

➤ এরপর লোকেশনের ছবি, মোবাইল নম্বর, বন্ধ ও খোলার সময় (অফিস, স্কুল, দোকান ও বাড়ি হলে) যুক্ত করার জন্য নিচে ক্লিক করুন।

➤ প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সেভ-এ ক্লিক করলেই কাজ শেষ।

লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য উপরের সেন্ড আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেইলে জানিয়ে দেয়া হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও অ্যাড্রেসটি যুক্ত হতে ২৪ ঘণ্টা সময় লাগবে না।

The post জেনে নিন গুগল ম্যাপে নিজের বাড়ি বা অফিসের ঠিকানা যুক্ত করার পদ্ধতি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জেনে নিন ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বন্ধ করার উপায় https://www.ulipur.com/?p=17740 Mon, 13 Jun 2022 10:01:03 +0000 https://www.ulipur.com/?p=17740 ।। টেক ডেস্ক ।। সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সারাবিশ্বেই রয়েছে মেটার মালিকানাধীন সাইটটির ব্যবহারকারী। দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। দিনের অধিকাংশ সময় কাটছে ফেসবুকে স্ক্রল করতে করতে। তবে ভিডিও দেখতে গেলেন একটু পর পর বিভিন্ন বিজ্ঞাপন এসে মুডটাই নষ্ট করে দেয়। এর কারণ হচ্ছে, কোনো কিছু খুঁজতে একবার [...]

The post জেনে নিন ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বন্ধ করার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সারাবিশ্বেই রয়েছে মেটার মালিকানাধীন সাইটটির ব্যবহারকারী। দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। দিনের অধিকাংশ সময় কাটছে ফেসবুকে স্ক্রল করতে করতে। তবে ভিডিও দেখতে গেলেন একটু পর পর বিভিন্ন বিজ্ঞাপন এসে মুডটাই নষ্ট করে দেয়।

এর কারণ হচ্ছে, কোনো কিছু খুঁজতে একবার গুগল বা কোনো ওয়েবসাইটে ঢুকেছেন আপনি, পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেসব পণ্য বা সেবার বিজ্ঞাপনই আপনাকে দেখাবে বারবার। অনেক প্রযুক্তিবিদদের মতে, আপনার বর্তমান লোকেশন থেকে শুরু করে আপনার গোপন তথ্য মোটা অঙ্কে বেচাকেনা চলে। ফেসবুক ব্যবহার না করেও প্ল্যাটফর্মটি কাউকে ট্র্যাক করে বলে অভিযোগ আছে।

তাহলে চলুন জেনে নিই ফেসবুক নিউজফিডে বিজ্ঞাপন আসা বন্ধ করতে যা করবেন-

প্রথমেই প্রদর্শিত বিজ্ঞাপনের ডান দিকের কোণে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন।
➤ এরপর ড্রপডাউন মেন্যু থেকে হাইড অ্যাড (Hide ad) অপশন নির্বাচন করতে হবে।
➤ এখন আপনি কেন বিজ্ঞাপনটি লুকিয়ে রাখতে চাচ্ছেন, তা ফেসবুককে জানাতে হবে।
➤ নির্দিষ্ট প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞাপন দেখতে না চাইলে বিজ্ঞাপনের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে।
➤ সেখানে ‘হোয়াই আই অ্যাম সিইং দিস অ্যাড?’ অপশনে ক্লিক করুন।
➤ এর পরের অপশনে প্রবেশ করে ‘হাইড অল অ্যাডস ফ্রম দিস অ্যাডভারটাইজার’র পাশে থাকা হাইড বাটনে ক্লিক করুন।

The post জেনে নিন ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বন্ধ করার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
যে পদ্ধতি ব্যবহারে থাকবেনা ইউটিউবের বিজ্ঞাপন বিড়ম্বনা https://www.ulipur.com/?p=16078 Mon, 31 Jan 2022 15:22:38 +0000 https://www.ulipur.com/?p=16078 ।। টেক ডেস্ক ।। বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় বিনোদন ও প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। সারা বিশ্বের কোটি কোটি মানুষ ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউব ব্যবহার করেন। লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত কয় এক হাজার ডলার আয় করছে এই প্ল্যাটফর্ম থেকে। সকল মানুষের কাছে এর জনপ্রিয়তা থাকলেও একটানা ভিডিও দেখা বেশ বিরক্তিকর ও যন্ত্রণার কারণ হয়ে উঠে হরহামেশাই। কারণ [...]

The post যে পদ্ধতি ব্যবহারে থাকবেনা ইউটিউবের বিজ্ঞাপন বিড়ম্বনা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় বিনোদন ও প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। সারা বিশ্বের কোটি কোটি মানুষ ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউব ব্যবহার করেন। লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত কয় এক হাজার ডলার আয় করছে এই প্ল্যাটফর্ম থেকে।

সকল মানুষের কাছে এর জনপ্রিয়তা থাকলেও একটানা ভিডিও দেখা বেশ বিরক্তিকর ও যন্ত্রণার কারণ হয়ে উঠে হরহামেশাই। কারণ টিভি চ্যানেল গুলোর মত ইউটিউবে চলে আসে বিজ্ঞাপন। তবে কিছু কৌশল অবলম্বন করলে এই বিরক্তিকর বিজ্ঞাপন গুলো আসবে না।

তাহলে চলুন জেনে নেওয়া যাক ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখবেন যেভাবে-

⇛ সবার প্রথমে ইউটিউবে যান।
⇛ যে ভিডিও প্লে করবেন সেটি সিলেক্ট করুন।
⇛ এবার ভিডিওর ইউআরএল-এর মধ্যে youtube.com লেখার পরে একটি ডট (.) যোগ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার ইউটিউব ভিডিওর ইউআরএল হয় www.youtube.com/watch তাহলে সেক্ষেত্রে www.youtube.com./watch এই ইউআরএল ব্যবহার করলেই ভিডিওতে আর কোনো বিজ্ঞাপন দেখা যাবে না।

এখানে মূলত ইউআরএল-এর মধ্যে একটি ডট ব্যবহার করলে হোস্টনেম নর্মালাইজ করে না ইউটিউব। সেক্ষেত্রে হোস্টনেম ম্যাচ না করার জন্য, পেজটি একাধিক ভাগে ভিউয়ারের কাছে পৌঁছে যায়। এর ফলে কোনো বিজ্ঞাপন, কুকিজ যুক্ত থাকে না।

মোবাইল থেকেও এই পদ্ধতিতে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে চাইলে ক্রম ব্রাউজার থেকে লিঙ্ক ওপেন করে ‘রিকোয়েস্ট ডেস্কটপ সাইট’ অপশন সিলেক্ট করতে হবে। তারপর একই ভাবে

⇛ যে ভিডিও প্লে করবেন সেটি সিলেক্ট করুন।
⇛ এবার ভিডিওর ইউআরএল-এর মধ্যে youtube.com লেখার পরে একটি ডট (.) যোগ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার ইউটিউব ভিডিওর ইউআরএল হয় www.youtube.com/watch তাহলে সেক্ষেত্রে www.youtube.com./watch এই ইউআরএল ব্যবহার করলেই ভিডিওতে বিজ্ঞাপন আর দেখা যাবে না।

The post যে পদ্ধতি ব্যবহারে থাকবেনা ইউটিউবের বিজ্ঞাপন বিড়ম্বনা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
প্রতিদিন কতটুকু সময় ব্যয় হচ্ছে মোবাইল ফোনে https://www.ulipur.com/?p=15960 Wed, 26 Jan 2022 14:55:44 +0000 https://www.ulipur.com/?p=15960 ।। টেক ডেস্ক । বর্তমান স্মার্টফোন সবার হাতে হাতে। আর তাতে যদি থাকে ইন্টারনেট সংযোগ। তাহলে পুরো বিশ্ব আপনার হাতের মুঠোয়। দিনের বেশিরভাগ সময় মানুষ কাটায় স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার, অনলাইন ক্লাস, মিটিংয়ের কারণে সময় কাটে মোবাইল ফোনের সঙ্গে। সম্প্রতি একটি সমীক্ষা বলছে, মানুষ দৈনিক গড়ে ৪.৮ ঘণ্টা খরচ করেন মোবাইল [...]

The post প্রতিদিন কতটুকু সময় ব্যয় হচ্ছে মোবাইল ফোনে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।
বর্তমান স্মার্টফোন সবার হাতে হাতে। আর তাতে যদি থাকে ইন্টারনেট সংযোগ। তাহলে পুরো বিশ্ব আপনার হাতের মুঠোয়। দিনের বেশিরভাগ সময় মানুষ কাটায় স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার, অনলাইন ক্লাস, মিটিংয়ের কারণে সময় কাটে মোবাইল ফোনের সঙ্গে।

সম্প্রতি একটি সমীক্ষা বলছে, মানুষ দৈনিক গড়ে ৪.৮ ঘণ্টা খরচ করেন মোবাইল ফোনের নানা অ্যাপের পেছনে। যা হিসাব করলে, একজন মানুষ দিনে যতক্ষণ জেগে থাকেন তার প্রায় এক তৃতীয়াংশ খরচ করছেন মোবাইলের নানা অ্যাপস ব্যবহারে।

অ্যাপ অ্যানি’র সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, কেবল ২০২১ সালেই বাজারে এসেছে ২০ লাখ নতুন মোবাইল অ্যাপ এবং গেইম। বছরে ১০ কোটি ডলারের চেয়ে বেশি ইনকাম করে এমন অ্যাপের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে বিশ্বব্যাপী মোবাইলে ৩.৮ ট্রিলিয়ন ঘন্টা ব্যয় করেছেন গ্রাহকরা। যুক্তরাজ্যের মানুষেরা এদিক থেকে খানিকটা পিছিয়ে। এ বছর তাদের প্রতিদিন ফোনে ব্যয় করার গড় সময় ছিল চার ঘন্টা। যা বছরের বৈশ্বিক গড় ৪.৮ ঘন্টার চেয়ে কম।

তবে ২০১৯ সালে তাদের মোবাইল ব্যবহার করার সময় ছিল প্রতিদিন তিন ঘন্টা। ২০২০ সালে তা প্রতিদিন ৩.৭ ঘন্টা থেকে বেড়েছে। সামগ্রিকভাবে,২০২১ সালে মোবাইল ব্যবহারের পরিমাণ বেড়েছে রেকর্ড সংখ্যক। ধুঁকে ধুঁকে মরছে বড় পর্দা, আর সবশ্রেণিতেই রেকর্ড ভাঙছে মোবাইল– সময়ক্ষেপণ, ডাউনলোড, আয়। এমনটা মন্তব্য করেছেন অ্যাপ অ্যানির প্রধান নির্বাহী থিওডর ক্রান্টজ।

দশটি দেশের বাজার থেকে এই তথ্য সংগ্রহ করেছে অ্যাপ অ্যানি, যার মধ্যে আছে ভারত, তুরস্ক, যুক্তরাষ্ট্র, জাপান, মেক্সিকো, সিঙ্গাপুর এবং কানাডা। অন্যদিকে, ব্রাজিল, ইন্দোনেশিয়া আর দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীরা দৈনিক পাঁচ ঘন্টার বেশি সময় বিভিন্ন মোবাইল অ্যাপে খরচ করেন বলে উঠে এসেছে প্রতিষ্ঠানটির প্রতিবেদনে।

আরও চমকপ্রদ বিষয় হচ্ছে, মোবাইল ফোনের পেছনে ব্যবহারকারী ১০ মিনিট খরচ করলে তার সাত মিনিট খরচ হচ্ছে সামাজিক মাধ্যমসহ ফটো এবং ভিডিও অ্যাপে। আর এই খাতেও শীর্ষস্থান টিকটকের দখলে। ২০২০ সালের তুলনায় বিশ্বব্যাপী এর ব্যবহারকারীর সংখ্যা ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি ২০২১ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ ছিল টিকটক। চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রতিমাসে নিয়মিত টিকটক ব্যবহারকারীর সংখ্যা দেড়শ’ কোটি ছাড়িয়ে যাবে।

অন্যদিকে, ভিডিও স্ট্রিমিংয়ের বাজারে বিশ্বের শীর্ষ অ্যাপ এখনো আছে ইউটিউব। ৬০টি দেশের প্রতিটিতে দশ লাখবারের বেশি ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। দ্বিতীয় স্থানে ছিল নেটফ্লিক্স। জনপ্রিয়তা বেড়েছে মোবাইল গেইমেরও। এই খাতে ১১ হাজার ৬০০ কোটি ডলার খরচ করেছেন ব্যবহারকারীরা।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মহামারির লকডাউনের প্রভাবও পড়েছে মোবাইল অ্যাপ খাতে। শপিং অ্যাপের ব্যবহার বেড়েছে ২০২১ সালে। বিভিন্ন শপিং অ্যাপে ১০ হাজার কোটি ঘণ্টা সময় দিয়েছেন সারা বিশ্বের ব্যবহারকারীরা।

ডেটিং অ্যাপে বিশ্বব্যাপী ভোক্তাদের খরচ এরইমধ্যে ৪.২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। যা ২০১৯ থেকে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফুড ডেলিভারি এবং এই সংক্রান্ত অ্যাপ ২০২১ সালে ১৯৪ বিলিয়ন অর্ডার সেশনে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। যা অন্যান্য বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি।

সূত্র: ডেইলি মেইল

The post প্রতিদিন কতটুকু সময় ব্যয় হচ্ছে মোবাইল ফোনে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মোবাইল ফোন ব্যবহারে যেসব সতর্কতা অবলম্বন করা উচিত https://www.ulipur.com/?p=15976 Thu, 20 Jan 2022 09:53:25 +0000 https://www.ulipur.com/?p=15976 ।। টেক ডেস্ক ।। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে স্মার্টফোন প্রতিদিনের সঙ্গী। কথা বলা ছাড়াও খুদে বার্তা পাঠানো, ছবি তোলা, ইন্টারনেটের ব্যবহার এসব কাজে এখন মোবাইল ফোন ব্যবহৃত হয়। বর্তমানে অনেকে এ ফোন নিয়ে এতটা সময় কাটায় যে তা আসক্তির পর্যায়ে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এ আসক্তির কারণে সংশ্লিষ্ট ব্যক্তির নানা ধরনের সমস্যা হতে পারে। যেমন [...]

The post মোবাইল ফোন ব্যবহারে যেসব সতর্কতা অবলম্বন করা উচিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে স্মার্টফোন প্রতিদিনের সঙ্গী। কথা বলা ছাড়াও খুদে বার্তা পাঠানো, ছবি তোলা, ইন্টারনেটের ব্যবহার এসব কাজে এখন মোবাইল ফোন ব্যবহৃত হয়। বর্তমানে অনেকে এ ফোন নিয়ে এতটা সময় কাটায় যে তা আসক্তির পর্যায়ে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এ আসক্তির কারণে সংশ্লিষ্ট ব্যক্তির নানা ধরনের সমস্যা হতে পারে। যেমন অনবরত মেসেজ পড়া, ই-মেইল দেখা এবং মোবাইলের ছোট স্ক্রিনে ব্রাউজ করলে চোখের পেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে দৃষ্টিতে সমস্যা দেখা দেয়।

সারাক্ষণ ফোন সঙ্গে রাখার কারণে ফোনের থেকে বেরিয়ে আসা রেডিয়েশন প্রবেশ করছে আমাদের শরীরে। সে কারণে নানা রকম অসুখে আক্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। জেনে নিন ফোন কোথায় রাখলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং এ থেকে বাঁচার উপায়।

১। আমরা অনেক সময়ই মোবাইল ফোনের ডিসপ্লেটি খুব কাছে থেকে দেখে থাকি। এর ফলে আমাদের চোখের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। পাশাপাশি টানা দীর্ঘক্ষণ ব্যবহারের ফলেও সেই সমস্যা হয়। বিশেজ্ঞদের মতে, কমপক্ষে ১৬ ইঞ্চি দূর থেকে মোবাইল ফোন ব্যবহার করুন এবং প্রতি ২০ মিনিট পর পর ডিসপ্লেতে টানা তাকিয়ে থাকা থেকে বিরতি নিন।

২। আমরা অনেক সময় প্রয়োজন ছাড়াও মোবাইল ফোন ব্যবহার করে থাকি। অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করা বদ অভ্যাস বলা চলে। তাই যতদূর সম্ভব মোবাইল ফোনটি আপনার হাতের নাগাল থেকে দূরে রাখার চেষ্টা করুন।

৩। রাতের বেলায় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন। আমরা অনেকেই রাতের বেলায় সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকি যার ফলে আমাদের ঘুমানোর সময়গুলো এই করেই পার হয়ে যায়। যা আমাদের পর্যাপ্ত ঘুমের অভাব পূরণ হতে দেয় না। তাই নানান ধরনের শারীরিক সমস্যা ও স্বাস্থ্য ঝুঁকি দেখতে পাওয়া যায়।

৪। আপনার ফোনটি যখন চার্জ দিবেন তখন ফোনটি যথা সম্ভব অফ করে নিতে পারেন। এতে করে ফোনটি ভালো থাকবে। এ ছাড়াও ফোনের ব্যাটারি যখন লো, তখন ফোন দিয়ে কথা বলা থেকে বিরত থাকার চেষ্টা করুন। ভুলেও কখনো চার্জে দিয়ে ফোনে কথা বলা কিংবা অন্য কাজ খুব বেশি প্রয়োজন ছাড়া করবেন না।

৫। অনেকেই ঘুমানোর সময় মোবাইল ফোন বন্ধ না করে অ্যালার্ম দিয়ে ফোনকে বালিশের নিচে বা পাশে রেখে দেয়। অনেকেই আবার ঘুমানোর সময় মোবাইল ফোনটি সঙ্গী করে ঘুমান। যারা মাথার কাছে মোবাইল ফোন চার্জে লাগিয়ে ঘুমায়, তাদের শারীরিক ক্ষতির সম্ভাবনা বেশি। তাই গবেষকদের পরামর্শ, রাতে ঘুমানোর সময় চেষ্টা করুন মাথা থেকে দূরে রেখে ঘুমানোর। আর চেষ্টা করুন রুমের একটি জানালা খোলা রাখতে। 

The post মোবাইল ফোন ব্যবহারে যেসব সতর্কতা অবলম্বন করা উচিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=14922 Thu, 30 Sep 2021 12:44:53 +0000 https://www.ulipur.com/?p=14922 ।। নিউজ ডেস্ক ।। ‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ এ স্লোগানকে ধারণ করে উলিপুরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি [...]

The post উলিপুরে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ এ স্লোগানকে ধারণ করে উলিপুরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক এম.এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, প্রভাষক স. ম. আল মামুন সবুজ।

এছাড়াও উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাইদুল হক বাচ্চসহ শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রিবৃন্দ উপস্থিত ছিলেন।

//নিউজ/উলিপুর//মালেক/সেপ্টেম্বর/৩০/২১

The post উলিপুরে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জেনে নিন নিজের একাধিক জিমেইল অ্যাকাউন্টের বার্তা একটি জিমেইল থেকে চেক করার উপায় https://www.ulipur.com/?p=14761 Sat, 11 Sep 2021 06:48:53 +0000 https://www.ulipur.com/?p=14761 ।। টেক ডেস্ক ।। প্রতিনিয়ত আমরা জিমেইলের মাধ্যমে নানা ধরনের অনলাইন ভিত্তিক ডকুমেন্ট বা ফটো এমন কি চাকরির সিভি জমা দিয়ে থাকি। আমরা অনেকেই সুবিধার ক্ষেত্রে এক এর অধিক জিমেইল ব্যবহার করে থাকি। কিন্তু প্রতিনিয়ত সব জিমেইল গুলো চেক করা হয়ে উঠে না। এ কারণে মিস হতে পারে গুরুত্বপূর্ন ফাইল বা তথ্য। আমরা সহজ উপায়ে [...]

The post জেনে নিন নিজের একাধিক জিমেইল অ্যাকাউন্টের বার্তা একটি জিমেইল থেকে চেক করার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
প্রতিনিয়ত আমরা জিমেইলের মাধ্যমে নানা ধরনের অনলাইন ভিত্তিক ডকুমেন্ট বা ফটো এমন কি চাকরির সিভি জমা দিয়ে থাকি। আমরা অনেকেই সুবিধার ক্ষেত্রে এক এর অধিক জিমেইল ব্যবহার করে থাকি। কিন্তু প্রতিনিয়ত সব জিমেইল গুলো চেক করা হয়ে উঠে না। এ কারণে মিস হতে পারে গুরুত্বপূর্ন ফাইল বা তথ্য।

আমরা সহজ উপায়ে একটি জিমেইল একাউন্টের ইনবক্সে অন্য জিমেইল গুলোর বার্তা যোগ করতে পারি। এক্ষেত্রে কিছু সহজ উপায় অনুসরণ করলে পাওয়া যাবে এই সুবিধাটি।

তাহলে জেনে নিন কিভাবে অন্যান্য জিমেইলের বার্তা একটি জিমেইল একাউন্টে চেক করা যায়ঃ-

১। প্রথমে জিমেইল একাউন্টি ওপেন করুন যে কোন ডিভাসে। যেমন মোবাইল, ট্যাব অথবা ল্যাপটপে।

২। সেটিং এ ক্লিক করে একাউন্ট এন্ড ইম্পোর্ট অপশনটি সিলেক্ট করতে হবে।

৩। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন Check email from other accounts অপশন। সেটাতে ক্লিক করুন।

৪। ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। সেখানে আপনার কাঙ্ক্ষিত ইমেল টি বসিয়ে নেক্সটে ক্লিক করুন।

৫। পরবর্তি আবার একটি নতুন পেজ আসবে। Import emails from my other account (POP3) এই অপশন টি সিলেক্ট করে আবারও নেক্সটে ক্লিক করতে হবে।

৬। এবার আপনার কাঙ্ক্ষিত ইমেল একাউন্টির পাসওয়ার্ড টি বসিয়ে নিচে Label incoming messages এবং Archive incoming messages (Skip the Inbox) টিক মার্ক দিয়ে এড একাউন্টে ক্লিক করুন।

৭। your mail account has been added নামে একটি পেজ আসবে এবং নিচে নেক্সট অপশন টি ক্লিক করুন।

৮। add another email address you own নামে আরও একটি পেজ আসবে । শেখানে নেক্সট স্টেপ ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ইমেইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) যাবে। OTP টি বসিয়ে ভেরিফাইয়ে ক্লিক করুন।

এভাবেই আপনি একটি জিমেইলে এড করতে পারেন আপনার অন্যান্য জিমেইল একাউন্ট।

//নিউজ/টেক//মাহমুদ/সেপ্টেম্বর/১১/২১

The post জেনে নিন নিজের একাধিক জিমেইল অ্যাকাউন্টের বার্তা একটি জিমেইল থেকে চেক করার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নতুন মাদকের ভয়াবহ থাবায় বিশ্ব, নাম যার সোশ্যাল মিডিয়া https://www.ulipur.com/?p=14667 Wed, 01 Sep 2021 05:37:05 +0000 https://www.ulipur.com/?p=14667 ।। টেক ডেস্ক ।। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকের উপকার করেছে। দূরকে কাছে এনে দিয়েছে, পরিবার বন্ধু-বান্ধবের সঙ্গে সারাক্ষণ যুক্ত থাকার সুযোগ করে দিয়েছে। আবার কিছু মানুষ এই মাধ্যমের সুবিধাগুলো স্বীকার করে নিয়েও অসুবিধা বা অপকারিতাগুলো তুলে ধরেন। আর হিসাব করে দেখলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লাভের চেয়ে ক্ষতির মুখেই আছি [...]

The post নতুন মাদকের ভয়াবহ থাবায় বিশ্ব, নাম যার সোশ্যাল মিডিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকের উপকার করেছে। দূরকে কাছে এনে দিয়েছে, পরিবার বন্ধু-বান্ধবের সঙ্গে সারাক্ষণ যুক্ত থাকার সুযোগ করে দিয়েছে।

আবার কিছু মানুষ এই মাধ্যমের সুবিধাগুলো স্বীকার করে নিয়েও অসুবিধা বা অপকারিতাগুলো তুলে ধরেন। আর হিসাব করে দেখলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লাভের চেয়ে ক্ষতির মুখেই আছি বেশি।

আসলেই তাই কি, চলুন দেখা যাকঃ—-
চিন্তা করুন, আপনি বুঝতে পারছেন আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার ঘুম নষ্ট হছে, শরীরের ওপর চাপ পড়ছে। আপনি চেষ্টা করছেন এই অভ্যাস থেকে বের হতে, কিন্তু পারছেন না। নিশ্চয়ই আপনি ভাবছেন এখানে কোনো ক্ষতিকর মাদকের প্রভাব নিয়ে কথা হচ্ছে, কিন্তু না! এখানে বলা হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোন ও এতে থাকা সোশ্যাল মিডিয়ার কথা। এসব নিয়ে কথা বলেছেন হ্যাবিট স্ট্রং এর প্রধান রাজন সিং।

রাজন সিং স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের নেশা নিয়ে প্রথমেই বলেন, এই কোম্পানিগুলো অর্থ উপার্জন করে কোথা থেকে। যদিও আমরা অনেকেই মনে করি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে তো টাকার প্রয়োজন হচ্ছে না। আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারছি। কিন্তু খেয়াল করে দেখুন, ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রলিং করতে করতে একটু পরপরই সামনে বিজ্ঞাপন চলে আসছে। আর এই বিজ্ঞাপনই সোশ্যাল মিডিয়ার আয়ের প্রধান উৎস।

অর্থাৎ, সোশ্যাল আমাদের সময়, মনোযোগ ও অভ্যাসকে ব্যবহার করে আমাদের সামনে বিজ্ঞাপন নিয়ে আসছে। আর সেই বিজ্ঞাপন থেকে আয় করছে। আমরা যতো বেশি সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছি, ফেসবুক-ইনস্টাগ্রাম তা কাজে লাগিয়ে মুনাফা তৈরি করে নিচ্ছে।

আর এভাবেই ২০২০ সালে বিশ্বজুড়ে ফেসবুকের আয় ছয় লাখ কোটি রুপিরও বেশি বলে জানান রাজন সিং।

তিনি আরো বলেন, আপনি যদি ফেসবুক হন, তাহলে কিভাবে নিজের আয় বৃদ্ধি করবেন এবং আপনার করণীয় কী হবে? স্বাভাবিকভাবেই আপনি চাইবেন, মানুষ এই প্ল্যাটফর্মে আসুক এবং যথাসম্ভব বেশি সময় এখানে কাটিয়ে দিক। বাস্তবেও মানুষ বেশিরভাগ সময় ফেসবুক কিংবা ইন্সটাগ্রামে কাটিয়ে দেয়।

আর এজন্য দরকার সোশ্যাল মিডিয়াতে যেন আমরা মনের অজান্তেই চলে আসি। আর এই আসাটাকে একটি অভ্যাসে পরিণত করতে হবে তা যেন একসময়ে আসক্তির পর্যায়ে চলে যায়। অর্থাৎ আমরা কারণে-অকারণে যেন সোশ্যাল মিডিয়া চেক করতে চলে আসি। অনেক সময়ে আমরা আনমনেই এটি করে থাকি।

রাজন বলেন, আসক্তি কী? আসক্তির মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্য থাকে। যার একটি হলো- অবশ্যই কাজটি আবশ্যিকভাবে করার জন্য তাড়না তৈরি হওয়া এবং দ্বিতীয়টি হলো- যখন এই অভ্যাসের ফলে নেতিবাচক প্রভাব পড়ে, সেটা জেনেও আর তা থামাতে পারা যায় না; যখন এ ধরনের পর্যায় চলে আসে, তখন সেই অভ্যাসকে আসক্তি বলে।

সামাজিক যোগাযোগমাধ্যমের এই আসক্তি আমাদের মস্তিষ্কে কোকেনের মতো প্রভাব ফেলে। এটি আমাদের মস্তিষ্কে এক প্রকার হরমোন নিঃসরণ করে যা ডোপামিন নামে পরিচিত। কেউ কোকেন সেবন করলে তার মস্তিষ্কে ডোপামিনের নিঃসরণ ঘটে, সে এক ধরণের প্রশান্তি অনুভব করে এবং সে আরও বেশি করে কোকেন সেবনের তাড়না অনুভব করে। সোশ্যাল মিডিয়াও ঠিক একইভাবে আমাদের মস্তিষ্কে ডোপামিনের নিঃসরণ ঘটায়।

আর কীভাবে সোশ্যাল মিডিয়া আমদের ভেতরে এই আসক্তি তৈরি করে?

উদাহরণ টেনে রাজন বলেছেন, নোটিশ বোর্ডে যখন কোনো কিছু লেখা থাকে, তখন তাতে মানুষের তেমন একটা আগ্রহ থাকে না। এমনকি সেখানে কবিতা কিংবা অন্য কিছু লেখা থাকলে খুব বেশি মানুষ দেখে না। দেখলেও তার প্রতিক্রিয়া বোঝা যায় না। কিন্তু কেউ যখন ফেসবুকে ছবি, গল্প কিংবা অন্য কিছু পোস্ট দিচ্ছে। মানুষ তাতে লাইক দিতে পারছে।

যে ব্যক্তি ছবিটি পোস্ট করেছেন, তিনি তখন মানসিকভাবে দারুণ প্রশান্তি লাভ করছেন। তিনি ভাবছেন একশো মানুষ লাইক দিয়েছে, এক হাজার মানুষ লাইক দিয়েছে কিংবা ১০ হাজার মানুষ লাইক দিয়েছে তার লেখা, ছবি বা গল্পে। আর এটা দেখে অন্যরা ভাবছে, ওই ব্যক্তির পোস্টে এতো লাইক পড়েছে, এটা তো অনেক বড় কিছু। সে কারণে মানুষজন সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার থাকার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। যার ফলোয়ার বেশি, অন্যরাও তাকে গুরুত্বপূর্ণ ভাবছে। এখন এটা একটি খেলা হয়ে গেছে।

তিনি আরো বলেন, ফলোয়ার বাড়ানোর জন্য এবং তাদের কাছ থেকে লাইক পাওয়ার জন্য তারা আরও বেশি আকর্ষণীয় ছবি ও পোস্ট শেয়ার করছে। যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার হচ্ছে, পোস্টদাতা তত বেশি খুশিতে উত্তেজিত হচ্ছে। আপনি যখন ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আপনিও চান যে, অনেক বেশি মানুষ এতে লাইক দিক। এতে করে ডোপামিনের সঙ্গে ডিল হয়ে যাচ্ছে। যখন অনেক বেশি মানুষ আপনার পোস্টে লাইক দিচ্ছে, কিংবা এমন কেউ লাইক দিয়েছে, যা আপনি প্রত্যাশা করেননি; তখন খুশিতে আপনার ডোপামিন লেভেল বেড়ে যাচ্ছে।

এভাবেই সোশ্যাল মিডিয়ায় প্রতি আমাদের আসক্তি তৈরি হচ্ছে। এবং সেই আসক্তি ক্ষতিকর পর্যায়ে চলে গেলেও আমরা তা থেকে মুক্ত হতে পারছি না। ব্যক্তিগত ও সামাজিকভাবে ভয়াবহ মাদকের মতোই এটি আমাদের টেনে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে।

সূত্রঃ বাংলা নিউজ২৪

The post নতুন মাদকের ভয়াবহ থাবায় বিশ্ব, নাম যার সোশ্যাল মিডিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
স্মার্ট ফোন হ্যাক হলে বোঝার উপায় https://www.ulipur.com/?p=14398 Wed, 28 Jul 2021 08:52:10 +0000 https://www.ulipur.com/?p=14398 ।। টেক ডেস্ক ।। বর্তমান স্মার্ট ফোন অতি প্রয়োজনীয় একটি ডিভাইস। কিন্তু এই হ্যান্ডসেট বা স্মার্ট ফোনেও ম্যালওয়্যারের আক্রমণ বা হ্যাকিংয়ের শিকার হইয়ে থাকে। সে বিষয় খেয়াল রাখা খুব জরুরী। আপনার ফোনে কি কেউ আড়ি পেতেছে? কেউ কি আপনার হ্যান্ডসেটকে নজরদারিতে রাখছে, কিভাবে বুঝবেন তা নিয়ে দ্বিধায় পরতে হয়। কিছু বিষয় খেয়াল করলে ধরতে পারবেন [...]

The post স্মার্ট ফোন হ্যাক হলে বোঝার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমান স্মার্ট ফোন অতি প্রয়োজনীয় একটি ডিভাইস। কিন্তু এই হ্যান্ডসেট বা স্মার্ট ফোনেও ম্যালওয়্যারের আক্রমণ বা হ্যাকিংয়ের শিকার হইয়ে থাকে। সে বিষয় খেয়াল রাখা খুব জরুরী। আপনার ফোনে কি কেউ আড়ি পেতেছে? কেউ কি আপনার হ্যান্ডসেটকে নজরদারিতে রাখছে, কিভাবে বুঝবেন তা নিয়ে দ্বিধায় পরতে হয়।

কিছু বিষয় খেয়াল করলে ধরতে পারবেন আপনিও।

ফোনের ব্যাটারি দ্রুত চার্জ হারায় : হ্যান্ডসেটের ব্যাটারিতে কোনো সমস্যা না থাকার পরেও যদি স্বাভাবিকের তুলনায় দ্রুত চার্জ হারায়, তাহলে বুঝতে হবে ফোনের ভেতরে সক্রিয় অবস্থায় কোনো ম্যালওয়্যার কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাপ রয়েছে। আর এজন্যই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ হারাচ্ছে। ফোন ব্যবহার না করলেও এসব ম্যালওয়্যার কিংবা অনাকাঙ্ক্ষিত অ্যাপ সক্রিয় থেকে যায়। এজন্য প্রথমে ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে এবং জানার চেষ্টা করতে হবে নির্দিষ্ট কোনো মুহূর্তে কতগুলো অ্যাপ কার্যকর অবস্থায় রয়েছে। একসঙ্গে যদি একাধিক অ্যাপ চলমান থাকে তাহলে দ্রুত ফোনে ব্যাটারি চার্জ হারায়। এ কারণে কোনো অ্যাপ ব্যবহার করার পর সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে দিতে হবে। পাশাপাশি ম্যালওয়্যার চেক করার জন্য বিভিন্ন সিকিউরিটি প্রোগ্রামও রয়েছে যেগুলো ব্যবহার করে ফোনে ম্যালওয়্যার কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাপের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

ফোনে অপরিচিত অ্যাপ : ফোনে ডাউনলোড করা অ্যাপ নিয়মিত চেক করতে হবে। ফোনে যদি এমন কোনো অ্যাপ থাকে যা আপনি ডাউনলোড করেননি কিংবা এমন কোনো অ্যাপ দেখা যাচ্ছে যা অপরিচিত, তাহলে সেটি হতে পারে কোনো এক হ্যাকিং সফটওয়্যার কিংবা স্পাইওয়্যার।

ধীরগতির ফোন : স্মার্টফোন স্লো বা ধীর গতির হয়ে যাওয়াটাও উদ্বেগের কারণ হতে পারে। তাই যখন মনে হবে স্মার্টফোন স্বাভাবিকের তুলনায় অনেক স্লো কাজ করছে, তখনই চেক করার চেষ্টা করুন ফোনের ভেতর কোনো ম্যালওয়্যার আছে কিনা।

অতিরিক্ত ডাটা খরচ : আপনি ফোন অপারেটরের থেকে ডাটা কিনেছেন, কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগে যদি কেনা ডাটার সীমা শেষ হয় তাহলে সেটিও হতে পারে উদ্বেগের বিষয়। ম্যালওয়্যার কিংবা অনাকাঙ্ক্ষিত অ্যাপের উপস্থিতির কারণে এমনটি হতে পারে, অনেক ক্ষেত্রে এসব ম্যালওয়্যার কিংবা অনাকাঙ্ক্ষিত অ্যাপ ব্যবহারকারীর অজান্তে ফোনের ব্যাকগ্রাউন্ড থেকে তার অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারে।

ফোনের অস্বাভাবিক আচরণ : ফোন ব্যবহার করতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন? কোনো অ্যাপ হঠাৎ করে তার কার্যকারিতা বন্ধ করে দিচ্ছে? কিংবা অ্যাপ ক্রাশ করছে? এমনকি আপনার পরিচিত কোনো ওয়েবসাইটকে অস্বাভাবিক মনে হচ্ছে? হ্যাকিং সফটওয়্যার কিংবা স্পাইওয়্যারের উপস্থিতি অনেক সময় ফোনকে এ ধরনের অস্বাভাবিক আচরণের দিকে ঠেলে দিতে পারে।


ফোন অতিমাত্রায় গরম হচ্ছে:দীর্ঘ সময় ফোন ব্যবহার করলে বিশেষত একটানা দীর্ঘক্ষণ মোবাইলে গেমস খেললে কিংবা নেভিগেশন সফটওয়্যার ব্যবহার করলে ফোন গরম হয়ে ওঠে। এটা নিতান্ত স্বাভাবিক ঘটনা। যদি ফোন ব্যবহার না করার পরও সেটি গরম হয়ে ওঠে, তবে তা দুশ্চিন্তার কারণ হতে পারে। হ্যাকিং সফটওয়্যার কিংবা স্পাইওয়্যারের উপস্থিতির কারণে এভাবে ফোন ব্যবহার না করার পরও গরম হয়ে উঠতে পারে।

অপ্রত্যাশিত ফোন কল কিংবা মেসেজ: আপনার ফোনে এমন কোনো নম্বর থেকে ফোন কল কিংবা টেক্সট মেসেজ পেয়ে থাকেন যেটা গতানুগতিক আপনার পরিচিত কোনো নম্বর থেকে একেবারে ভিন্ন, তাহলে সেটিও হতে পারে ভীষণ উদ্বেগের কারণ। এ ছাড়া আপনার ইনবক্সে কোনো অনাকাঙ্ক্ষিত ও অস্বাভাবিক কোনো বার্তার উপস্থিতিও আপনাকে ফাঁদে ফেলতে পারে।

আচমকা ফ্ল্যাশ লাইট অন: আপনি ফোন ব্যবহার করছেন না কিন্তু হঠাৎ লক্ষ্য করলেন আপনার ফোনের ফ্ল্যাশ লাইট স্বয়ংক্রিয়ভাবে অন হয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা আপনার জন্য চরম অশনিসংকেত। এর কারণ হতে পারে দূর থেকে কেউ আপনার ফোনকে নিয়ন্ত্রণ করছে

গ্যালারিতে অপরিচিত ছবি কিংবা ভিডিও: আপনার ফোনে যদি এমন ছবি কিংবা ভিডিও পাওয়া যায় যেটি ইতোপূর্বে আপনি কখনও ধারণ করেননি, সেটিও হতে পারে আপনার ফোনে হ্যাকিং সফটওয়্যার কিংবা স্পাইওয়্যারের উপস্থিতির আরও একটি কারণ। হয়তো-বা হ্যাকিং সফটওয়্যার কিংবা স্পাইওয়্যার ব্যবহার করে আপনার অজান্তে কেউ দূর থেকে আপনার ফোনের ক্যামেরাকে নিয়ন্ত্রণ করছে।

সূত্রঃ সমকাল

The post স্মার্ট ফোন হ্যাক হলে বোঝার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মোবাইল ফোন কেনার আগে যাচাই করুন ফোনটির বৈধতা https://www.ulipur.com/?p=14127 Sun, 04 Jul 2021 09:30:14 +0000 https://www.ulipur.com/?p=14127 ।। টেক ডেস্ক ।। মোবাইল ফোনের নিবন্ধন সংশ্লিষ্ট ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) এর কার্যক্রম জুলাই-২০২১ থেকে পরীক্ষামূলকভাবে চালু করেছে বিটিআরসি। এনইআইআর চালুর ফলে অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার বন্ধের পাশাপাশি কমবে মোবাইল ফোন চুরি সংক্রান্ত অপরাধ। দেশীয় মোবাইল ফোন শিল্পের প্রসারের পাশাপাশি বাড়বে সরকারের রাজস্ব আয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা যায়, এনইআইআর কার্যক্রমের [...]

The post মোবাইল ফোন কেনার আগে যাচাই করুন ফোনটির বৈধতা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
মোবাইল ফোনের নিবন্ধন সংশ্লিষ্ট ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) এর কার্যক্রম জুলাই-২০২১ থেকে পরীক্ষামূলকভাবে চালু করেছে বিটিআরসি। এনইআইআর চালুর ফলে অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার বন্ধের পাশাপাশি কমবে মোবাইল ফোন চুরি সংক্রান্ত অপরাধ। দেশীয় মোবাইল ফোন শিল্পের প্রসারের পাশাপাশি বাড়বে সরকারের রাজস্ব আয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা যায়, এনইআইআর কার্যক্রমের অংশ হিসেবে বিগত ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে চালু থাকা সব মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হওয়ায় ০১ জুলাই ২০২১ তারিখের পরে সেগুলো বন্ধ হবে না এবং কোনো গ্রাহক নতুন মোবাইল ফোন চালু করলে তা বন্ধ না করেই এনইআইআর এর মাধ্যমে যাচাই করা হবে। হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে।

হ্যান্ডসেট ক্রয় বা বিক্রয়ের পূর্বে গ্রাহকের করণীয়:-
০১ জুলাই ২০২১ তারিখ হতে যে কোন মাধ্যমে (বিক্রয় কেন্দ্র, অনলাইন বিক্রয় কেন্দ্র, ই-কমার্স) মোবাইল হ্যান্ডসেট কেনার আগে নিম্ন বর্ণিত উপায়ে বৈধতা যাচাই করার পাশাপাশি ক্রয় রশিদ সংরক্ষণ করে রাখতে হবে।

ধাপ-১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখুন।উদাহরণ স্বরূপঃ KYD 123456789012345।
ধাপ-২: IMEI নম্বরটি লিখার পর ১৬০০২ নম্বরে প্রেরণ করুন।
ধাপ-৩: ফিরতি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে কেনা অথবা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট এবং অন্যান্য যে সকল হ্যান্ডসেটর তথ্য এনইআইআর এ পাওয়া যাবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সচল করে দশ দিনের মধ্যে অনলাইনে তথ্য/দলিল দিয়ে নিবন্ধন করতে এসএমএস দেয়া হবে। উক্ত সময়ে যথাযথ নিবন্ধন করলে হ্যান্ডসেটটি বৈধ হিসেবে বিবেচিত হবে।

বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া:-
ধাপ-১: neir.btrc.gov.bd লিংকে ভিজিট করে আপনার ব্যক্তিগত একাউন্ট রেজিস্টার করুন।
ধাপ-২: পোর্টালের Special Registration সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেট এর IMEI নম্বরটি দিন।
ধাপ-৩: প্রয়োজনীয় ডকুমেন্ট এর ছবি/স্ক্যান কপি (যেমনঃ পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন তথ্যাদি, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন এবং Submit বাটন-টি প্রেস করুন।
ধাপ-৪: হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। হ্যান্ডসেটটি বৈধ না হলে এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে পরীক্ষাকালীন সময়ের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। উক্ত সময় অতিবাহিত হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এই সেবা নেয়া যাবে। বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্ক বিহীন সর্বোচ্চ দুইটি এবং শুল্ক প্রদান স্বাপেক্ষে আরও ছয়টি হ্যান্ডসেট সাথে আনতে পারবে।

ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট এর বর্তমান অবস্থা যাচাইয়ের প্রক্রিয়া:-
ধাপ-১: মোবাইল হ্যান্ডসেট হতে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।
ধাপ-২: স্ক্রিনে প্রদর্শিত অপশন হতে Status Check অপশন সিলেক্ট করুন।
ধাপ-৩: অটোমেটিক বক্স আসলে হ্যান্ডসেট এর ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে প্রেরন করুন।
ধাপ-৪: হ্যাঁ/না অপশন সম্বলিত একটি অটোমেটিক বক্স আসলে হ্যাঁ Select করে নিশ্চিত করুন।
ধাপ-৫: ফিরতি মেসেজে ব্যবহৃত মোবাইল ফোনের হালনাগাদ অবস্থা জানানো হবে।

সূত্রঃ বার্তা২৪

The post মোবাইল ফোন কেনার আগে যাচাই করুন ফোনটির বৈধতা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>