গ্রন্থ আলোচনা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=123 কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Thu, 30 Nov 2023 06:58:16 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png গ্রন্থ আলোচনা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=123 32 32 নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন আজ https://www.ulipur.com/?p=28630 Thu, 30 Nov 2023 06:57:57 +0000 https://www.ulipur.com/?p=28630 ।। নিউজ ডেস্ক ।। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন। এই নিভৃতচারী লেখক ১৯৩৯ সালের ৩০ নভেম্বর রাজারহাটের নাজিমখাঁন ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি চাকরির নানা সুযোগ আসলেও তিনি পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক [...]

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন। এই নিভৃতচারী লেখক ১৯৩৯ সালের ৩০ নভেম্বর রাজারহাটের নাজিমখাঁন ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি চাকরির নানা সুযোগ আসলেও তিনি পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষকতাকে। শিক্ষকতা পেশার পাশাপাশি রাত জেগে অমর সৃষ্টি করেছেন এই নিভৃতচারী লেখক। একপর্যায়ে ২০০৩ সালে শিক্ষকতা পেশা থেকে অবসরে গেলেও থেমে যায়নি তাঁর লেখালেখি। তিনি এখনও লিখেই যাচ্ছেন অবিরাম।

হায়দার বসুনিয়া নাজিমখাঁন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে ভর্তি হন গাইবান্ধা কলেজে। পরে একই কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন নিভৃতচারী এই লেখক। তিনি এক্সসাইজ ইন্সপেক্টর, ডিআইটি পদে কর্মজীবন শুরু করলেও মা ও মাটির টানে ফিরে আসেন নিজ গ্রামে। সৎ জীবনযাপনের লক্ষ্যে যোগদেন নাজিমখাঁন জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে। কিছুদিন শিক্ষকতার পর ময়মনসিংহ টি.টি কলেজ থেকে বিএড কোর্স শেষ করেন। আবারও নানা সরকারি চাকরির সুযোগ আসলেও তিনি সেদিকে না ফিরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে (উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ) সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএড কোর্স সম্পন্ন করেন লেখক বসুনিয়া। পরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা শেষে সেখান থেকে অবসর গ্রহণ করেন নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া।

তিনি এ পর্যন্ত ৫০ টিরও বেশি উপন্যাস লিখেছেন যার অর্ধেকই প্রকাশ পেয়েছে। তাঁর লেখায় পাওয়া যায় সাধারণ মানুষের দৈন্দিন ছুটে চলার গল্প, সমাজের গল্প, সামাজিকতার গল্প, আশা ও নিরাশার গল্প, ভালোবাসা ও হতাশার গল্প, মুক্তিযুদ্ধ ও মানবিকতার গল্প। শুধু উপন্যাস লেখায় সীমাবদ্ধ ছিলেন না এই লেখক। গল্প, কবিতা, নাটকসহ সাহিত্যের সকল শাখায় লিখেছেন তিনি। জয় করে নিয়েছে পাঠকের মন। নন্দিত হয়ে ওঠেছেন হায়দার বসুনিয়া।

তার প্রকাশিত উপন্যাস হলো নেপথ্যে লীলাময়, মেথর সমাচার, রাজাকারের মের্জাই বদল, দিগ্বিজয়ীর কান্না, হাতবদল, জালে ফেঁসেছিলো, পরী ডানাকাটা, সেতু, চলো যাই তেপান্তরের মাঠে, দুটো পোড়ো বাড়ির ইতিকথা, তুলো মনি, ভাগ্যান্বেষী ভবঘুরে, তিস্তা নদীর পাড়ে ও আপন মনের আরশি। তাঁর লেখা কাব্যগ্রন্থ জেগে আছি, অমোঘ সায়াহ্ন, হংস সংলাপ ও রঙিন চশমা এবং ধর্মীয় প্রবন্ধের বই সিরাজম মুনিরা ও তাঁর উন্মতগণ।

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে মহারাণী স্বর্ণময়ী বইয়ের মোড়ক উন্মোচন https://www.ulipur.com/?p=26335 Fri, 25 Aug 2023 16:38:49 +0000 https://www.ulipur.com/?p=26335 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে ইতিহাস বিষয়ে গবেষক আবু হেনা মুস্তফা’র পঞ্চম গবেষণাগ্রন্থ ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মহারাণী স্বর্ণময়ী’র ১২৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণ কমিটি’র আয়োজনে শুক্রবার (২৫ আগস্ট) বিকালে উলিপুর বণিক সমিতির হলরুমে ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মোড়ক উন্মোচন ও উলিপুরের স্থানীয় ইতিহাস অনুসন্ধানে আমাদের দায়িত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন [...]

The post উলিপুরে মহারাণী স্বর্ণময়ী বইয়ের মোড়ক উন্মোচন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ইতিহাস বিষয়ে গবেষক আবু হেনা মুস্তফা’র পঞ্চম গবেষণাগ্রন্থ ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মহারাণী স্বর্ণময়ী’র ১২৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণ কমিটি’র আয়োজনে শুক্রবার (২৫ আগস্ট) বিকালে উলিপুর বণিক সমিতির হলরুমে ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মোড়ক উন্মোচন ও উলিপুরের স্থানীয় ইতিহাস অনুসন্ধানে আমাদের দায়িত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন।

এ সময় মহারাণী স্বর্ণময়ী’র ১২৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণ কমিটি’র আহবায়ক ও পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিড মারজান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, প্রভাষক স ম আল মামুন সবুজ, রথীন্দ্র প্রসাদ পান্ডে, পার্থ সারথি, প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালচনা করেন উদীচীর সভাপতি মিনহাজ আহমেদ মুকুল। আলোচনা সভায় ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মূল আলোচ্য বিষয় তুলে ধরেন লেখক আবু হেনা মুস্তফা।

উল্লেখ্য, বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃত মহারাণী স্বর্ণময়ী ১৮৯৭ সালের ২৫ আগস্ট মৃত্যুবরণ করেন। উলিপুরের নগরায়ণ, স্বাস্থ্যসেবা, শিক্ষাবিস্তার, সুশাসনসহ প্রতিটি ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়। এই প্রথম বাংলা ভাষায় রচিত মহারাণী স্বর্ণময়ী’র পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ।

//নিউজ/উলিপুর//জাহিদ/আগস্ট/২৫/২৩

The post উলিপুরে মহারাণী স্বর্ণময়ী বইয়ের মোড়ক উন্মোচন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
সাহিত্য এবং ভাষার মধ্যে পার্থক্য https://www.ulipur.com/?p=25982 Sat, 12 Aug 2023 09:36:37 +0000 https://www.ulipur.com/?p=25982 সাহিত্য (Literature):আমরা বাংলা ভাষাভাষীর মাধ্যমে নিজেদের মনের ভাব, আবেগ একজন অন্যজনের কাছে প্রকাশ করে থাকি। আর এই প্রকাশটাই যখন বিশেষ কোনোভাবে সাহিত্যকর্মের মাধ্যমে লিখিত আকারে প্রকাশ হয় ঠিক তখনই এটিকে সাহিত্য হিসেবে ধরা হয়। সাহিত্য শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এই সাহিত্য শিল্পের মাধ্যমেই একটি সাধারণ লেখনীকে করে তোলা হয় ভিন্ন কিংবা অসাধারণ। যা শুধুমাত্র [...]

The post সাহিত্য এবং ভাষার মধ্যে পার্থক্য appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
সাহিত্য (Literature):
আমরা বাংলা ভাষাভাষীর মাধ্যমে নিজেদের মনের ভাব, আবেগ একজন অন্যজনের কাছে প্রকাশ করে থাকি। আর এই প্রকাশটাই যখন বিশেষ কোনোভাবে সাহিত্যকর্মের মাধ্যমে লিখিত আকারে প্রকাশ হয় ঠিক তখনই এটিকে সাহিত্য হিসেবে ধরা হয়। সাহিত্য শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এই সাহিত্য শিল্পের মাধ্যমেই একটি সাধারণ লেখনীকে করে তোলা হয় ভিন্ন কিংবা অসাধারণ। যা শুধুমাত্র সাহিত্যের মাধ্যমেই সম্ভব।

অন্যভাবে বলা যায়, সাহিত্য শিল্পের একটি অংশ বলে বিবেচিত হয়, অথবা এমন কোনো লেখনী, যেখানে শিল্পের বা বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়। অথবা যা বিশেষ কোনো প্রকারে সাধারণ লেখনী থেকে আলাদা ৷ মোটকথা, ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। ধরন অনুযায়ী সাহিত্যকে কল্পকাহিনী বা বাস্তব কাহিনী কিংবা পদ্য, গদ্য এই দুইভাগে ভাগ করা যায়।

ভাষা (Language):
যে ধ্বনি মানুষের বাক যন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় এবং যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয় তাকে ভাষা বলে। আমরা মনে রাখবো, যেকোনো রকমের ধ্বনি হলেই ভাষা হবে না। যেমনঃ হাততালি দিয়ে ডাকা, ইশারায় কথা বলা, এগুলি ভাষা নয়। আমরা মনে রাখব ভাষা হল ধ্বনিযুক্ত এবং তা অর্থবহ। আবার উচ্চারণ যোগ্য ধ্বনি হলেই তা ভাষা হবে না। তাকে হতে হবে অর্থবহ । অর্থাৎ শুধুমাত্র মনের ভাব প্রকাশের উপযোগী ধ্বনিই হল ভাষা।

সাহিত্য এবং ভাষার মধ্যে পার্থক্যঃ
➤ ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। অন্যদিকে, মনের ভাবচিন্তা ইচ্ছা অনুভূতি উপলব্ধি ইত্যাদি প্রকাশ করার জন্য যখন মানুষ বাগযন্ত্রের সাহায্যে মুখ দিয়ে অর্থগ্রাহ্য
ধ্বনি, শব্দ বা বাক্য উচ্চারণ করে তখন তাকে ভাষা বলা হয়।

➤ সাহিত্য এই অর্থে কল্পনাশক্তিপূর্ণ যে উপাদানটির লেখক তার কল্পনাটি ব্যবহার করে কাজটি তৈরি করে। অন্যদিকে, ভাষা প্রকৃতিতে ভাব প্রকাশ করে। কারণ এটি জীবন্ত প্রাণীদের একে অপরের সাথে তাদের চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করতে সহায়তা করে।

➤ সাহিত্যে বৌদ্ধিক চিন্তাভাবনা এবং মননসহ লেখকদের লিখিত রচনা। অন্যদিকে, ভাষা হল- শব্দ, চিহ্ন, চিহ্ন, শব্দ এবং ব্যাকরণ সম্পর্কিত।

➤ সাহিত্য নিখুঁতভাবে জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা হয়, যেমন তার জীবনে তার অভিজ্ঞতা, অনুভূতি, স্বপ্ন দেখে ইত্যাদি রয়েছে। অন্যদিকে, ভাষা হ’ল বিমূর্ত পদ্ধতি যা আলোচনায় সহায়তা করে।

➤ সাহিত্য প্রায়শই বিনোদন, উদ্ঘাটন, লেখকের চিন্তাভাবনা, তথ্য এবং কল্পনাগুলির অন্তর্নিহিতকে উৎসাহ দেয়। অন্যদিকে, ভাষা জীবের মধ্যে পারস্পরিক মিথষ্ক্রিয়া ঘটায়।

সূত্রঃ পার্থক্য

The post সাহিত্য এবং ভাষার মধ্যে পার্থক্য appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আজ ৩০ নভেম্বর নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন https://www.ulipur.com/?p=21028 Wed, 30 Nov 2022 06:39:09 +0000 https://www.ulipur.com/?p=21028 ।। নিউজ ডেস্ক ।।আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন। ১৯৩৯ সালের ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন এই লেখক। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি শহুরে চাকরি প্রত্যাখ্যান করে পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি রাত [...]

The post আজ ৩০ নভেম্বর নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন। ১৯৩৯ সালের ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন এই লেখক। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি শহুরে চাকরি প্রত্যাখ্যান করে পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি রাত জেগে করেছেন অমর সৃষ্টি। শিক্ষকতা থেকে অবসরে গেলেও থামেনি লেখালেখি। এখনো তিনি লিখে যাচ্ছেন অবিরাম।

তিনি নাজিমখাঁন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুল থেকে মাধ্যমিক এবং গাইবান্ধা থেকে উচ্চ মাধ্যমিক ও বিএ পাস করেন।

হায়দার বসুনিয়া এক্সসাইজ ইন্সপেক্টর, ডিআইটি পদে কর্মজীবন শুরু করলেও মা ও মাটির টানে ফিরে আসেন নিজ গ্রামে। সৎ জীবনযাপনের লক্ষ্যে যোগদেন নাজিমখাঁন জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে। কিছুদিন শিক্ষকতার পর ময়মনসিংহ টি.টি কলেজ থেকে বিএড কোর্স শেষ করেন। আবারো সরকারি চাকরির হাতছানি আসলেও তিনি সেদিকে না ফিরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী বহুমুখী হাইস্কুলে (উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ) সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএড কোর্স সম্পন্ন করেন। উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা শেষে সেখান থেকে অবসর গ্রহণ করেন।

তাঁর লেখায় পাওয়া যায় সাধারণ মানুষের দৈন্দিন ছুটে চলার গল্প, সমাজের গল্প, সামাজিকতার গল্প, আশা ও নিরাশার গল্প, ভালোবাসা ও হতাশার গল্প, মুক্তিযুদ্ধ ও মানবিকতার গল্প। এযাবৎ তিনি লিখেছেন ৫০ টিরও বেশি উপন্যাস। যার অর্ধেকই প্রকাশ পেয়েছে। নন্দিত হয়েছেন তিনি। জয় করে নিয়েছে পাঠকের মন। তিনি শুধু উপন্যাস লেখায় থেমে থাকেনি। লিখেছেন গল্প, কবিতা, নাটকসহ সাহিত্যের সকল শাখায়।

তার প্রকাশিত উপন্যাস নেপথ্যে লীলাময়, মেথর সমাচার, রাজাকারের মের্জাই বদল, দিগ্বিজয়ীর কান্না, হাতবদল, জালে ফেঁসেছিলো, পরী ডানাকাটা, সেতু, চলো যাই তেপান্তরের মাঠে, দুটো পোড়ো বাড়ির ইতিকথা, তুলো মনি, ভাগ্যান্বেষী ভবঘুরে, তিস্তা নদীর পাড়ে ও আপন মনের আরশি। কাব্যগ্রন্থ জেগে আছি, অমোঘ সায়াহ্ন, হংস সংলাপ ও রঙিন চশমা এবং ধর্মীয় প্রবন্ধের বই সিরাজম মুনিরা ও তাঁর উন্মতগণ উল্লেখযোগ্য।

The post আজ ৩০ নভেম্বর নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে নদী ও জলপ্রবাহ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=13247 Sat, 20 Mar 2021 04:36:31 +0000 https://www.ulipur.com/?p=13247 ।। নিউজ ডেস্ক ।।উলিপুরের নদী ও জলপ্রবাহ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সন্ধায় উলিপুর বণিক সমিতি কার্যালয়ে “উলিপুরের নদী ও জলপ্রবাহ” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু। অনুষ্ঠানে প্রভাষক স.ম আল মামুন [...]

The post উলিপুরে নদী ও জলপ্রবাহ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরের নদী ও জলপ্রবাহ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সন্ধায় উলিপুর বণিক সমিতি কার্যালয়ে “উলিপুরের নদী ও জলপ্রবাহ” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।

অনুষ্ঠানে প্রভাষক স.ম আল মামুন সবুজ ও মিনহাজ আহমেদ মুকুলের সঞ্চালচনায় বক্তব্য রাখেন ছোট নদী সম্পাদক ও “উলিপুরের নদী ও জলপ্রবাহ” গ্রন্থের লেখক প্রভাষক আবু হেনা মুস্তফা, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা,প্রবীণ শিক্ষক হরি গোপাল সরকার, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা উম্মে হাবিবা পলি, এ্যাডভোকেট আব্দুস সালাম, এড. বজলুর রশীদ,এড. প্রদীপ, পার্থ সারথি, রংপুর বেতারের শিল্পী পঞ্চানন রায়, জাহানুুর রহমান খোকন প্রমুখ।

//নিউজ/উলিপুর//জাহিদ/মার্চ/২০/২১

The post উলিপুরে নদী ও জলপ্রবাহ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ভৌতিক উপন্যাস “যামিনীর” মোড়ক উম্মোচন https://www.ulipur.com/?p=5577 Sun, 18 Feb 2018 12:48:19 +0000 http://www.ulipur.com/?p=5577 আব্দুল মালেকঃ উলিপুরে আবু হেনা মুস্তফা সম্পাদিত কিশোর লেখক তানভীর আহমেদ রচিত ভৌতিক উপন্যাস “যামিনীর” মোড়ক উম্মোচন করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে উলিপুর বণিক সমিতির হল রুমে বিশিষ্ট শিক্ষাবিদ হরি গোপাল সরকারের সভাপতিত্বে মোড়ক উম্মোচনকালে স্বাগত বক্তব্য রাখেন, লেখকের বাবা সহকারী অধ্যাপক শামসুল আলম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান শাখার বিভাগীয় [...]

The post উলিপুরে ভৌতিক উপন্যাস “যামিনীর” মোড়ক উম্মোচন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
উলিপুরে আবু হেনা মুস্তফা সম্পাদিত কিশোর লেখক তানভীর আহমেদ রচিত ভৌতিক উপন্যাস “যামিনীর” মোড়ক উম্মোচন করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে উলিপুর বণিক সমিতির হল রুমে বিশিষ্ট শিক্ষাবিদ হরি গোপাল সরকারের সভাপতিত্বে মোড়ক উম্মোচনকালে স্বাগত বক্তব্য রাখেন, লেখকের বাবা সহকারী অধ্যাপক শামসুল আলম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান শাখার বিভাগীয় প্রধান শাহিনুর রহমান, যুক্তরাষ্ট্র ক্যালফোর্নিয়া বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শাহানা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বঙ্গবন্ধু পরিষদ উপজেলা সভাপতি এম এ মতিন,উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম দুলাল, প্রধান শিক্ষিকা উম্মে হাবিবা পলি প্রমূখ। বক্তরা তাদের বক্তব্যে বইটির গঠনমূলক আলোচনা ও সমালোচনা করেন।

The post উলিপুরে ভৌতিক উপন্যাস “যামিনীর” মোড়ক উম্মোচন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আবু হেনা মোস্তফার “উলিপুরের ইতিহাস” গ্রন্থের মোড়ক উম্মোচন https://www.ulipur.com/?p=5202 Sun, 14 Jan 2018 15:29:41 +0000 http://www.ulipur.com/?p=5202 এ.এস.জুয়েল: আজ  রবিবার  বিকেল ৪টায় উলিপুর বণিক সমিতির কার্যালয়ে  আবু হেনা মোস্তফা রচিত  “উলিপুরের ইতিহাস” গ্রন্থের  মোড়ক উম্মোচন করা হয় । প্রভাষক আল মামুন সবুজের সঞ্চলনায়  বক্তব্য রাখেন, প্রাক্তন সহকারী অধ্যাপক  শ্রী হরি গোপল সরকার, জেলা বার এসোসিয়েশনের সভাপতি আব্রহাম লিংকন (পিপি), রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি,কুড়িগ্রামের প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, উলিপুর বণিক [...]

The post আবু হেনা মোস্তফার “উলিপুরের ইতিহাস” গ্রন্থের মোড়ক উম্মোচন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
এ.এস.জুয়েল:
আজ  রবিবার  বিকেল ৪টায় উলিপুর বণিক সমিতির কার্যালয়ে  আবু হেনা মোস্তফা রচিত  “উলিপুরের ইতিহাস” গ্রন্থের  মোড়ক উম্মোচন করা হয় । প্রভাষক আল মামুন সবুজের সঞ্চলনায়  বক্তব্য রাখেন, প্রাক্তন সহকারী অধ্যাপক  শ্রী হরি গোপল সরকার, জেলা বার এসোসিয়েশনের সভাপতি আব্রহাম লিংকন (পিপি), রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি,কুড়িগ্রামের প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারন সম্পাদক  সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার ও গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন প্রমূখ।  এসময় বক্তারা বইটির গঠনমূলক আলোচনা করেন।

 

The post আবু হেনা মোস্তফার “উলিপুরের ইতিহাস” গ্রন্থের মোড়ক উম্মোচন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
১৯৭১‘র বিজয় অতপরঃ অর্থনৈতিক সমৃদ্ধি” নামক বইয়ের মোড়ক উন্মোচন https://www.ulipur.com/?p=5073 Thu, 28 Dec 2017 18:05:26 +0000 http://www.ulipur.com/?p=5073 নিউজ ডেস্কঃ উলিপুরে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এর “ ১৯৭১‘র বিজয় অতপরঃ অর্থনৈতিক সমৃদ্ধি” নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সহধর্মিনী ড. আনোয়ারা সৈয়দ হক। গত বুধবার রাত সাড়ে ৮ টায় উলিপুর প্রেসক্লাবে জনাকীর্ন অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম কুড়িগ্রাম আইনজীবি [...]

The post ১৯৭১‘র বিজয় অতপরঃ অর্থনৈতিক সমৃদ্ধি” নামক বইয়ের মোড়ক উন্মোচন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
উলিপুরে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এর “ ১৯৭১‘র বিজয় অতপরঃ অর্থনৈতিক সমৃদ্ধি” নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সহধর্মিনী ড. আনোয়ারা সৈয়দ হক।

গত বুধবার রাত সাড়ে ৮ টায় উলিপুর প্রেসক্লাবে জনাকীর্ন অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম কুড়িগ্রাম আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্রাহাম লিংকন পিপি, কবি ও প্রকাশক হুমায়ুন কবির, লেখক সৈয়দ শামসুল হকের ছোট বোন সফিনাজ রুকু, প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারন সম্পাদক ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার প্রেসক্লাবের সকলবৃন্দসহ অনেকে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে যে বিশ্ববিদ্যালয় ঘোষনা করতে যাচ্ছেন সেটির নাম সৈয়দ শামসুল হক বিশ্ববিদ্যালয় নামকরণের জোর দাবি জানিয়েছেন।

The post ১৯৭১‘র বিজয় অতপরঃ অর্থনৈতিক সমৃদ্ধি” নামক বইয়ের মোড়ক উন্মোচন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফারুক আলমের ‘ভালোবাসার রঙ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন https://www.ulipur.com/?p=4871 Fri, 01 Dec 2017 17:17:21 +0000 http://www.ulipur.com/?p=4871 জরীফ উদ্দীন: আজ শুক্রবার বিকেল চার ঘটিকায় উলিপুর থানামোড়স্থ এডভোকেট আব্দুস সালামের ল’চেম্বারে ফারুক আলমের ‘ভালোবাসার রঙ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় ফারুক আলম ছাড়াও উপস্থিত ছিলেন ‘ভালোবাসার রঙ’ কাব্যগ্রন্থের প্রকাশক আবু হেনা মুস্তফা, লেখক আ.ক.ম এরশাদুন্নবী আনসারী, কবি হাবিবুর রহমান, কবি এডভোকেট মুজিবুর রহমান, গল্পকার আব্দুস সালাম, ফিরোজ আলম, কবি জোবায়দুল ইসলাম [...]

The post ফারুক আলমের ‘ভালোবাসার রঙ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীন:
আজ শুক্রবার বিকেল চার ঘটিকায় উলিপুর থানামোড়স্থ এডভোকেট আব্দুস সালামের ল’চেম্বারে ফারুক আলমের ‘ভালোবাসার রঙ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এ সময় ফারুক আলম ছাড়াও উপস্থিত ছিলেন ‘ভালোবাসার রঙ’ কাব্যগ্রন্থের প্রকাশক আবু হেনা মুস্তফা, লেখক আ.ক.ম এরশাদুন্নবী আনসারী, কবি হাবিবুর রহমান, কবি এডভোকেট মুজিবুর রহমান, গল্পকার আব্দুস সালাম, ফিরোজ আলম, কবি জোবায়দুল ইসলাম প্রমুখ উলিপুরের সাহিত্য সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।
বইটি প্রকাশনা করেছেন ছোট নদী। মূল্য: ৫০ টাকা। প্রাপ্তি স্থান নিগম হোমিও হল, উলিপুর, কুড়িগ্রাম।

The post ফারুক আলমের ‘ভালোবাসার রঙ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কেন “উলিপুরের ইতিহাস” বইটি পড়বেন? বুলেটিন ৩ https://www.ulipur.com/?p=4623 Mon, 23 Oct 2017 04:44:53 +0000 http://www.ulipur.com/?p=4623 প্রকাশিতব্য আবু হেনা মুস্তফা রচিত “উলিপুরের ইতিহাস” প্রকাশ না হতেই উলিপুরে বইটি নিয়ে বেশ হৈচৈ পড়েছে পাঠক সমাজে। শুধু উলিপুরে থেমে থাকেনি বইটির আলোচনা বর্তমানে ফেসবুকের কারণে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ও বিশ্বময়। লেখককে ফোন দিয়ে জেনে নিচ্ছে বিভিন্ন তথ্য। সাম্প্রতিক সময়ে উলিপুর ডট কমের সহ. সম্পাদক জরীফ উদ্দীনের ফেসবুক টাইমলাইনে বইটি নিয়ে পোষ্ট দিলে পাঠকের আনাগোনা [...]

The post কেন “উলিপুরের ইতিহাস” বইটি পড়বেন? বুলেটিন ৩ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
প্রকাশিতব্য আবু হেনা মুস্তফা রচিত “উলিপুরের ইতিহাস” প্রকাশ না হতেই উলিপুরে বইটি নিয়ে বেশ হৈচৈ পড়েছে পাঠক সমাজে। শুধু উলিপুরে থেমে থাকেনি বইটির আলোচনা বর্তমানে ফেসবুকের কারণে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ও বিশ্বময়। লেখককে ফোন দিয়ে জেনে নিচ্ছে বিভিন্ন তথ্য। সাম্প্রতিক সময়ে উলিপুর ডট কমের সহ. সম্পাদক জরীফ উদ্দীনের ফেসবুক টাইমলাইনে বইটি নিয়ে পোষ্ট দিলে পাঠকের আনাগোনা হয় উল্লেখ করার মত। উলিপুর ডট কমের পাঠকের জন্য কোন রকম পরিবর্তন না করে পোষ্টটি তুলে ধরা হল।

পূর্বপ্রকাশের পর-
এগারো নম্বর অধ্যায়ের শিরোনাম: “রাজস্ব আদায় পদ্ধতি” উলিপুর থেকে জমিদারি শাসন ব্যবস্থায় কীভাবে রাজস্ব আদায় করা হত- সে বিষয় নিয়ে আলোচনা থাকছে।
বারো নম্বর অধ্যায়ের শিরোনাম: “উলিপুরের অর্থনীতি”। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনেক বিশ্বখ্যাত গবেষক সিদ্ধান্ত নিয়েছেন কুড়িগ্রাম জেলাই হল রেশম চাষের আদিভূমি। ১৭৮১ খ্রীস্টাব্দে ১ টাকায় কতোটুকু চাল পাওয়া যেতো উলিপুরে? ১৮৭২ খ্রীস্টাব্দে ১ মন মোটা চালের দাম কতো ছিলো এখানে? উলিপুর থেকে কী কী নামের দেশীয় ধান আর মাছ হারিয়ে গেছে- সে সবের নাম জানতে পারবেন। ১৮৮৫ – ১৯৪০ খ্রীস্টাব্দের মধ্যবর্তী সময়ের বাহারবন্দ পরগণার অর্থনীতি নিয়ে গবেষণার জন্য নব্বই দশকে জাপানি গবেষক কিনোবু কাওয়াই উলিপুরে এসে সেই সময়কার উলিপুরের অর্থনীতি কী বর্ণনা লিখলেন? তা জানতে পারবেন।
“উলিপুরের থানা প্রশাসন” – হলো তেরো নম্বর অধ্যায়। ১৭৯৩ খ্রীস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কম্পানির ১ নম্বর রেজুলেশনের ৮ নম্বর ধারা এবং ২২ নম্বর রেজুলেশনের ক্ষমতা বলে কেমন করে উলিপুর থানা প্রশাসন সৃষ্টি হলো, তা জানবেন। ১৮০৮, ১৮৭২, ১৯০১ খ্রীস্টাব্দের সরকারি হিসাব মতে উলিপুরের আয়তন কতোটুকু ছিল, তা জানতে পারবেন।
চৌদ্দ নম্বর অধ্যায়ের শিরোনাম: “দেবী চৌধুরানী, ভবানী পাঠক, মজনু শাহ এবং উলিপুর”। এই প্রথম আপনি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। দেবী চৌধুরানীর বাড়ী কোনোভাবেই উলিপুরে ছিল না, এবং তিনি আসলে কে? এই নামে দুজন নারী জমিদার পাওয়া যায়- তিনি কোন জন? তার শেষ পরিণতি কী? মজনু শাহ কে? কীভাবে তার মৃত্যু হলো? তার লাশ কোথায় নিয়ে যাওয়া হলো? ভবানী পাঠককে কী উলিপুরে হত্যা করা হয়েছিলো? ফকির- সন্নাসী আন্দোলনের বিষয় কী ছিল? আমাদের উলিপুরের সঙ্গে দেবী চৌধুরানীর, ভবানী পাঠক এবং মজনু শাহের সম্পর্ক কী? – এ বিষয়গুলো জানতে পারবেন এবং আপনার জানা পূর্বের প্রায় সব তথ্যকে নতুন ভাবে বিশ্লেষণ করতে পারবেন। “দেবী চৌধুরানী”কে নিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী অনুরোধ করেছিলেন? আমরা কী তার সেই অনুরোধ রাখতে পেয়েছি? আরো জানতে পারবেন বেগম রোকেয়ার পূর্বপুরুষেরা কীভাবে ফকির-সন্নাসীদের বিরুদ্ধে গিয়ে উলিপুরের জমিদারি লাভ করেছিলেন।
“উলিপুরে ব্রিটিশবিরোধী আন্দোলন: স্বদেশী, অসহযোগ ও খেলাফত”- হলো পনেরো নম্বর অধ্যায়ের শিরোনাম। উলিপুরে কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন গড়ে উঠল? উলিপুরে কীভাবে “অনুশীলন সমিতি” গঠিত হলো? কোথায় ছিলো তাদের অফিস? এই আন্দোলনে কারা কারা ছিলো? কেনো অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেলো? মুন্সীবাড়ীতে কে ডাকাতি করলো? “ডাকাতির সময় উলিপুর নাটমন্দিরে কেন নাটক মঞ্চস্থ হচ্ছিল? বেশ কয়েকজন স্বদেশী আন্দোলনের নেতা-কর্মীর কার্যক্রমের বর্ণনা থাকছে এই অধ্যায়ে। মহাত্মা গান্ধীকে হত্যার পর উলিপুরে তার প্রতিক্রিয়া কী ছিলো? কোন এলাকার নাম বদল করে “গান্ধীতলা” রাখা হয়েছিলো?
(গ্রন্থটির অন্যান্য অধ্যায়ের বিষয়বস্তু থাকছে আগামী পোস্টে।)
অধিক তথ্য জানতে চাইলে কমেন্ট করুন/ ফোন করুন 01714763190 (আবু হেনা মুস্তফা)

পূর্ব পোষ্ট পড়তে এখানে ক্লিক করুন

The post কেন “উলিপুরের ইতিহাস” বইটি পড়বেন? বুলেটিন ৩ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>