সড়ক যোগাযোগ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=149 কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Tue, 19 Mar 2024 07:55:00 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png সড়ক যোগাযোগ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=149 32 32 বেহাল দশায় উলিপুরের এক কিলোমিটার রাস্তা, জনদুর্ভোগ চরমে https://www.ulipur.com/?p=31230 Tue, 19 Mar 2024 07:54:37 +0000 https://www.ulipur.com/?p=31230 ।। উপজেলা প্রতিনিধি ।। উলিপুরের ধামশ্রেণী ইউনিয়নের নাওড়াগ্রাম যাওয়ার রাস্তাটি প্রায় ২৪ বছর আগে পাকাকরণ করা হয়। সে সময় এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা কমলেও রাস্তাটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে মানুষের। বার বার ক্ষমতার পালাবদল হলেও নজর পড়েনি কোনো জনপ্রতিনিধির। ফলে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে পথচারীসহ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। জানা যায়, চিলমারী-কুড়িগ্রাম (ডিসি ফিফটি) সড়কে [...]

The post বেহাল দশায় উলিপুরের এক কিলোমিটার রাস্তা, জনদুর্ভোগ চরমে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরের ধামশ্রেণী ইউনিয়নের নাওড়াগ্রাম যাওয়ার রাস্তাটি প্রায় ২৪ বছর আগে পাকাকরণ করা হয়। সে সময় এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা কমলেও রাস্তাটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে মানুষের। বার বার ক্ষমতার পালাবদল হলেও নজর পড়েনি কোনো জনপ্রতিনিধির। ফলে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে পথচারীসহ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

জানা যায়, চিলমারী-কুড়িগ্রাম (ডিসি ফিফটি) সড়কে উপজেলার ধামশ্রেণী এলাকার বটেরতল থেকে নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ২০০১ সালের দিকে পাকাকরণ করা হয়। এর কয়েক বছর পরই কার্পেটিং উঠে গিয়ে ভেতরের খোয়া বেরিয়ে আসে। এ ছাড়া কয়েকদফা বন্যায় রাস্তাটি ধসে গিয়ে বিভিন্নস্থানে গর্তের সৃষ্টি হয়। ফলে সামান্য বৃষ্টি হলেই এ রাস্তায় চলাচলকারী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়।

এলাকাবাসী জানায়, রাস্তাটি দিয়ে বাশঁবাড়ি, কুঠিরপাড়, মধ্য নাওড়া, পশ্চিম নাওড়া, মলাতিপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ যাতায়াত করেন। এ ছাড়া নাওড়া নাছিরিয়া দাখিল মাদ্রাসা ও পশ্চিম নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই পথ দিয়ে চলাচল করে। শুষ্ক মৌসুমে চলাচল করা সম্ভব হলেও বর্ষায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।

ওই এলাকার তরিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম, ধলাচাঁদ বর্মণসহ একাধিক বাসিন্দা বলেন, কাঁচা রাস্তা পাকা হয় এটা দেখছি, কিন্তু পাকা রাস্তা কাঁচা হয় এটা না দেখলে জানতাম না। কয়েকটি গ্রামের মানুষের একমাত্র চলাচলের জন্য রাস্তাটি কখনও সংস্কার করা হয়নি।

অটোরিকশা চালক সেতু চন্দ্র বর্মণ বলেন, আমরা বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে যাতায়াত করি। কিন্তু এমন রাস্তা কোথাও দেখিনি। গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে বের হতে মন চায় না।

শিক্ষার্থী আশা মনি, সুমাইয়া খাতুন, জান্নাতুল মাওয়া বলেন, প্রতিদিন মাদ্রাসা যাই হাঁটতে খুব কষ্ট হয়। রাস্তাটি ভালো হলে চলাচল করতে সুবিধা হবে।

ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, রাস্তাটি অনেক আগের। রাস্তাটির আইডি ছিল না, নতুন করে আইডি ঢাকায় পাঠানো হয়েছে। আইডি হয়ে আসলে রাস্তাটি পাকাকরণ করা হবে।

উপজেলা প্রকৌশলী কে.কে.এম সাদেকুল আলম বলেন, রাস্তাটি জনগুরুত্বপূর্ণ, দ্রুত সেটি রক্ষণাবেক্ষণ করা হবে।

//নিউজ//উলিপুর//মালেক/মার্চ/১৯/২৪

The post বেহাল দশায় উলিপুরের এক কিলোমিটার রাস্তা, জনদুর্ভোগ চরমে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে রাস্তা উদ্বোধনের মধ্যদিয়ে দুর্ভোগের অবসান ঘটলো তিন হাজার মানুষের https://www.ulipur.com/?p=29739 Thu, 18 Jan 2024 14:17:20 +0000 https://www.ulipur.com/?p=29739 ।। উপজেলা প্রতিনিধি ।। উলিপুরে দীর্ঘ ৪০ বছর পর সীমাহীন দুর্ভোগের অবসান ঘটল দুই গ্রামের তিন হাজার মানুষের। চলাচলের রাস্তা ফিরে পাওয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে পৌরসভার নারিকেল বাড়ি এলাকার বাসিন্দাদের। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাস্তাটি উদ্বোধন করেন, পৌর মেয়র মামুন সরকার মিঠু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, পৌরসভার ৪নং [...]

The post উলিপুরে রাস্তা উদ্বোধনের মধ্যদিয়ে দুর্ভোগের অবসান ঘটলো তিন হাজার মানুষের appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে দীর্ঘ ৪০ বছর পর সীমাহীন দুর্ভোগের অবসান ঘটল দুই গ্রামের তিন হাজার মানুষের। চলাচলের রাস্তা ফিরে পাওয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে পৌরসভার নারিকেল বাড়ি এলাকার বাসিন্দাদের। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাস্তাটি উদ্বোধন করেন, পৌর মেয়র মামুন সরকার মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজু, নারিকেল বাড়ি পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, পৌরসভার নারিকেল বাড়ি গ্রামটি ১১ পাড়া নিয়ে ৪নং ওয়ার্ড গঠিত। ওয়ার্ডটির পশ্চিমের সীমান্তঘেঁষা থেতরাই ইউনিয়ন। পৌরসভা, পৌরসভার নারিকেল বাড়ি ও থেতরাই ইউনিয়নের হারুনেফড়া গ্রামের ৭০০ পরিবারের প্রায় তিন হাজার লোকের বসবাস। কিন্তু এসব বাসিন্দাদের যাতায়াতের জন্য কোনো সুব্যবস্থা ছিল না। পৌরসভার পূর্ব ছড়ার পার থেকে থেতরাই ইউনিয়নের গোপালের ছড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সরু ভাঙাচোরা রাস্তা ছিল। যা প্রায় ৪০ বছর ধরে অবহেলিত। একাধিকবার জনপ্রতিনিধি পরিবর্তন হলেও এলাকাবাসীর ভাগ্যের পরিবর্তন হয়নি। অবশেষে ৪নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজুর উদ্যোগে রাস্তাটির ভরাট কাজ শুরু হয়। প্রায় এক মাস পর ১৪ ফুট প্রশস্ত ১ কিলোমিটার রাস্তাটির সংস্কার করা হয়।

স্থানীয় আব্দুর রশিদ, হাফেজ উদ্দিন, আয়নাল হক, আব্দুল কুদ্দুস, কাশেম আলীসহ একাধিক বাসিন্দা জানান, রাস্তাটি না থাকায় গ্রামের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারতাম না। নানা সমস্যায় পড়তে হতো। এমনকি কেউ মারা গেলে লাশ নিয়ে বের হওয়ার উপায় ছিল না। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগের সীমা ছিল না। অনেক দিন পর রাস্তাটি সংস্কার হওয়ায় দীর্ঘ দিনের ভোগান্তির লাঘব হলো।

স্কুল শিক্ষার্থী মণি ও মিজবাহউল ইসলাম জানান, আগে আমরা অন্যের বাড়ির ভেতর দিয়ে স্কুলে যাইতাম। অনেক সময় কটু কথা শুনতে হতো। এখন রাস্তা নির্মাণ হয়েছে সহজে স্কুলে যেতে পাবো আর কটু কথা শুনতে হবে না।

গৃহবধূ সাহের বানু বেগম বলেন, এক সময় চলাচলের জন্য কোনো রাস্তা ছিল না। এখন রাস্তা নির্মাণ হয়েছে সব গাড়ি চলাচল করতে পারবে, আমরা খুশি।

নারিকেল বাড়ি পন্ডিত মহির উদ্দিনর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার বলেন, প্রায় ৪০ বছর পর নতুন রাস্তা পেলাম। এজন্য পৌর কাউন্সিল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

৪নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজু বলেন, আমার বয়সে দেখি নাই এই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলেছে। বিগত সময়ে কোনো জনপ্রতিনিধিরাও রাস্তাটি করার ব্যাপারে পদক্ষেপ নেননি। আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আপাতত মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করে জনসাধারণের চলাচলের দুর্ভোগ দূর করার চেষ্টা করেছি মাত্র।

উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার বলেন, এলাকাবাসীর চলাচলের স্বার্থে এই রাস্তাটি মেয়র ও কাউন্সিলর মহোদয় করে দিলেন। তাদের পৌর পরিষদের মেয়াদেই রাস্তাটি পাকাকরণ করে দিবেন বলে আশা ব্যক্ত করেন।

উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনসাধারণের চলাচলের জন্য এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা নেওয়া হবে।

//নিউজ//উলিপুর//মালেক/জানুয়ারি/১৮/২৪

The post উলিপুরে রাস্তা উদ্বোধনের মধ্যদিয়ে দুর্ভোগের অবসান ঘটলো তিন হাজার মানুষের appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
দীর্ঘ প্রতিক্ষার পর চিলমারীতে সুখের স্বপ্ন দেখছে এলাকাবাসী https://www.ulipur.com/?p=28767 Wed, 06 Dec 2023 08:38:10 +0000 https://www.ulipur.com/?p=28767 ।। উপজেলা প্রতিনিধি ।। বছরের পর বছর কেটে গেলেও কমেনি দুর্ভোগ আর ভোগান্তি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর এলজিইডি’র মাধ্যমে সেই দুর্ভোগ আর ভোগান্তি দূরে ঠেলে দীর্ঘ প্রতিক্ষার পর সুখের স্বপ্ন দেখছে চিলমারীর মানুষ। বুধবার (০৬ ডিসেম্বর) উদ্বোধনের মধ্য দিয়ে সড়কের কাজ শুরু হওয়ায় নির্মিত সড়কে দূর করবে ভোগান্তি, চলাচলে আনবে প্রশান্তি এই যেন শ্লোগান [...]

The post দীর্ঘ প্রতিক্ষার পর চিলমারীতে সুখের স্বপ্ন দেখছে এলাকাবাসী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
বছরের পর বছর কেটে গেলেও কমেনি দুর্ভোগ আর ভোগান্তি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর এলজিইডি’র মাধ্যমে সেই দুর্ভোগ আর ভোগান্তি দূরে ঠেলে দীর্ঘ প্রতিক্ষার পর সুখের স্বপ্ন দেখছে চিলমারীর মানুষ। বুধবার (০৬ ডিসেম্বর) উদ্বোধনের মধ্য দিয়ে সড়কের কাজ শুরু হওয়ায় নির্মিত সড়কে দূর করবে ভোগান্তি, চলাচলে আনবে প্রশান্তি এই যেন শ্লোগান এলাকাবাসীর। উপজেলা চেয়ারম্যানের চেষ্টায় দীর্ঘ দিনের ভোগান্তি দূর হচ্ছে মন্তব্য করে সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, চিলমারী সদরের থানাহাট বাজার প্রবেশের প্রধান সড়কটি দীর্ঘ বছর থেকে অবহেলিত আর ভোগান্তির কারণ হয়ে মৃত্যুফাঁদে পরিণত ছিল। বেশ কয়েকবার দুর্ভোগের এই সংবাদও প্রকাশ হয় বিভিন্ন পত্রিকায়। বছরের পর বছর থেকে লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগ মাথায় নিয়ে ঝুঁকি নিয়েই চলছিল। আর বৃষ্টি হলেও তো কথাই ছিল না, হাটু পানি আর কাদায় পুরো রাস্তা একাকার হয়ে যেত। অবশেষে দুর্ভোগ আর ভোগান্তি দূর করতে এলজিইডি দপ্তরের তত্ত্বাবধানে নাছিমা ট্রের্ডাস উলিপুর এর মাধ্যমে প্রায় ১ কোটি ২৫ লক্ষ ৩ হাজার ৯৭৭ টাকা ব্যয়ে চিলমারীর এলএসডি মোড় থেকে সিনেমা হল মোড় পর্যন্ত আরসিসি এবং সিনেমা হল মোড় থেকে চিলমারীর সীমান্ত (সাদুল্লাহ) পর্যন্ত কার্পেটিং করা হবে। দীর্ঘদিন পর ভোগান্তি আর দুর্ভোগ দূর করতে সড়কের কাজ শুরু হওয়ায় শান্তি ফিরে এসেছে বলেও মন্তব্য করেন স্থানীয়রা।

চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এর উদ্যোগে আজ আমরা চলাচলের সুখের স্বপ্ন দেখছি জানিয়ে, এলাকার আমিনুল, চন্দন, জবাইদুলসহ অনেকে বলেন, এমন ভাবে সকল সড়কের কাজ হলে চিলমারীর উন্নয়ন হবে।

উপজেলা প্রকৌশলী মো: ফিরোজুর রহমান বলেন, মানুষের দুর্ভোগ দূর করতে সরকারের সহযোগিতায় আমরা সকল অবহেলিত সড়কের কাজ করছি।

বছরের পর বছর চলাচলের দুর্ভোগ ছিল স্বীকার করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রুকুনুজ্জামান শাহিন বলেন, মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের সাথে বারবার যোগাযোগ করেছি, সড়কের কাজ শুরু হয়েছে এবং সিনেমা হল মোড় থেকে সন্তষ ডাক্তারের মোড় পর্যন্ত রাস্তারও টেন্ডার হয়েছে। মানুষের চলাচলের দুর্ভোগ যেন না থাকে এই জন্য সকল চেষ্টা অব্যাহত রয়েছে, আশা করছি চলাচলের সকল সড়কের উন্নয়ন হবে।

বুধবার সকালে সড়কের কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রুকুনুজ্জামান শাহিন ও উপজেলা প্রকৌশলী মো: ফিরোজুর রহমান। এসময় এলজিইডি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

//নিউজ/চিলমারী//সোহেল/ডিসেম্বর/০৬/২৩

The post দীর্ঘ প্রতিক্ষার পর চিলমারীতে সুখের স্বপ্ন দেখছে এলাকাবাসী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নাগেশ্বরীর রায়গঞ্জ সেতু উদ্বোধন https://www.ulipur.com/?p=20498 Mon, 07 Nov 2022 14:54:10 +0000 https://www.ulipur.com/?p=20498 ।। নিউজ ডেস্ক ।।নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ সেতুসহ সারাদেশে ১০০টি সেতুর মধ্যে উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা সড়ক বিভাগ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর সড়কের রায়গঞ্জ বাজার এলাকার এ সেতুটির ভার্চুয়ালী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: [...]

The post নাগেশ্বরীর রায়গঞ্জ সেতু উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ সেতুসহ সারাদেশে ১০০টি সেতুর মধ্যে উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা সড়ক বিভাগ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর সড়কের রায়গঞ্জ বাজার এলাকার এ সেতুটির ভার্চুয়ালী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নজরুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা ফরজানা জাহান, নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসানসহ স্থানীয়রা।

সেতুটির দৈর্ঘ ৯৫ মিটার এবং প্রস্থ ৭.৩ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩ কোটি ৬৫ লাখ টাকা। ২০১৯ সালে কাজ শুরু হলে ২০২১ সালে কাজ শেষ হয় সেতুটির। উপজেলার উপর দিয়ে প্রবাহিত ফুলকুমার নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত সেতুর পাশে এই সেতু নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের ফলে সোনাহাট স্থলবন্দরের পণ্য পরিবহন সহজ হবে এবং এর সুবিধা ভোগ করতে পারবে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার মানুষ।

উল্লেখ্য, পূর্বের ভাঙা রায়গঞ্জ সেতুটি বাংরাদেশের স্বাধীনতার ঘটনায় জীবন্ত ইতিহাস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় রায়গঞ্জ সেতু পাকিস্তানিদের গোলার আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছিল। সেতু সংলগ্ন এলাকায় হানাদার পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের ব্যাপক সংঘর্ষে অনেক হতাহতের ঘটনা ঘটেছিল।

কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাাম জানান, সেতুটি কুড়িগ্রাম-সোনাহাট জাতীয় মহাসড়কের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায়। সেখানে ব্রিটিশ আমলের সেতুটি জরাজীর্ণ হয়ে পড়লে তার পাশ ঘেষে নতুন সেতুটি নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে দেশের ১০০টি সেতুর মধ্যে এই সেতুর উদ্বোধন করেন।

The post নাগেশ্বরীর রায়গঞ্জ সেতু উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রংপুর মটর মালিক সমিতির ডাকা ধর্মঘটে কুড়িগ্রামেও বন্ধ গণপরিবহন, ভোগান্তিতে অসংখ্য যাত্রী https://www.ulipur.com/?p=20310 Fri, 28 Oct 2022 11:53:10 +0000 https://www.ulipur.com/?p=20310 ।। নিউজ ডেস্ক ।। রংপুর মটর মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটে কুড়িগ্রাম-রংপুর সড়কেও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে পরিবহণের অভাবে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস চলাচল করতে দেখা যায়নি। বাসস্ট্যান্ডে গিয়ে বাস না পেয়ে বাধ্য হয়ে অনেক যাত্রী ব্যাটারি চালিত [...]

The post রংপুর মটর মালিক সমিতির ডাকা ধর্মঘটে কুড়িগ্রামেও বন্ধ গণপরিবহন, ভোগান্তিতে অসংখ্য যাত্রী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
রংপুর মটর মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটে কুড়িগ্রাম-রংপুর সড়কেও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে পরিবহণের অভাবে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস চলাচল করতে দেখা যায়নি। বাসস্ট্যান্ডে গিয়ে বাস না পেয়ে বাধ্য হয়ে অনেক যাত্রী ব্যাটারি চালিত অটোরিক্সায় চরে নিজ নিজ গন্তব্যে যাত্রা করেন। তবে সকাল থেকে দুরপাল্লার বাস অর্থাৎ ডেকোচ সমুহও কুড়িগ্রাম থেকে ঢাকা যেতে পারেনি বলে জানা গেছে। এছাড়াও আন্ত:জেলা বাস চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে, শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডাকা পরিবহন ধর্মঘটকে বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশ বানচালের ধর্মঘট হিসেবে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন, সরকারি ছুটির দুইদিন পরিবহন ধর্মঘট ঘোষণা প্রমাণ করে এ ধর্মঘট রংপুরে বিএনপি’র সমাবেশকে ঘিরে দেয়া হয়েছে। নেতাকর্মীরা সকল বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করবে বলে তাদের প্রত্যাশা। শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে।

শুক্রবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন এলাকা থেকে আগত যাত্রীরা রংপুরসহ জেলার বাইরে যাওয়ার উদ্দেশে এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। অনেকেই দূরের পথ আলাদা আলাদা অটো রিক্সা কিংবা সিএনজিতে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে দেখা যায়।

বাসস্ট্যান্ডে আসা ভূরুঙ্গামারীর এক যাত্রী মইনুল আমীন জানান, মেয়ের সাথে দেখা করতে যাব রংপুর। কিন্তু জানতাম না ধর্মঘট। মারাত্মক ভোগান্তিতে পড়েছি। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে এখন সিএনজি করে রংপুর যাচ্ছি। আগে জানলে হয়তো এভাবে রওয়ানা হতাম না।

কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান বকসি জানান, রংপুর জেলা মোটর মালিক সমিতির ডাকা দুই দিনব্যাপী পরিবহন ধর্মঘটে কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির কোন মত নেই। তিনি আরও জানান, আমাদের পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে কোনও নির্দেশনা নেই। তবে রংপুরের ডাকা ধর্মঘটে আমাদের জেলার মটর মালিকরা গাড়ি চালাবেন কিনা সে সিদ্ধান্ত সকল মালিকদের।

The post রংপুর মটর মালিক সমিতির ডাকা ধর্মঘটে কুড়িগ্রামেও বন্ধ গণপরিবহন, ভোগান্তিতে অসংখ্য যাত্রী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনা রোধ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=20064 Wed, 19 Oct 2022 14:27:13 +0000 https://www.ulipur.com/?p=20064 ।। জেলা প্রতিনিধি ।।“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে সড়ক দূর্ঘটনা রোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সমন্বিত উদ্দ্যোগে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে ঘোষপাড়াসহ ট্রাফিক পুলিশ বক্সের সামনে ও জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে সড়ক দূর্ঘটনা রোধ, [...]

The post জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনা রোধ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। জেলা প্রতিনিধি ।।
“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে সড়ক দূর্ঘটনা রোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সমন্বিত উদ্দ্যোগে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে ঘোষপাড়াসহ ট্রাফিক পুলিশ বক্সের সামনে ও জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে সড়ক দূর্ঘটনা রোধ, যানবাহন চলাচলে সড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনে সচেতনতামূলক বিশেষ সমন্বিত উদ্দ্যোগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি (সাবেক এমপি) মোঃ জাফর আলী, পৌর মেয়রের প্রতিনিধি প্যানেল মেয়র মোঃ তোতা মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, প্রথম আলোর সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, টিআই (শহর ও যানবাহন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার ড্রাইভার, মালিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এরপর পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনস্পেক্টর সহ উপস্থিত সকলেই সরেজমিনে কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সরেজমিনে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত সকলের কাছে কুড়িগ্রাম শহরকে কিভাবে অধিকতর সুন্দর শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ করা যায় সে বিষয়ে বিভিন্নজনের মতামত নেয়া হয়। সকলের সাথে আলোচনাক্রমে সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্রমান্বয়ে যানবাহন ও সড়কে শৃঙ্খলার বিষয়ের একসাথে কার্যক্রম করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সম্মিলিত সহযোগিতায় আলোকিত কুড়িগ্রাম আরো প্রত্যয় দীপ্ত, দীপ্তিমান হবে সে বিষয়ে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

//নিউজ/কুড়িগ্রাম//সাইফুল/অক্টোবর/১৯/২২

The post জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনা রোধ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
এলজিইডি’র প্রভাতী প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে কুড়িগ্রামের গ্রামীণ অর্থনীতি https://www.ulipur.com/?p=20036 Wed, 19 Oct 2022 12:39:03 +0000 https://www.ulipur.com/?p=20036 ।। নিউজ ডেস্ক ।।বৈশ্বিক জলবায়ু পরিবর্তনশীলতা ও পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে প্রতি বছর কুড়িগ্রাম জেলার গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষত চরাঞ্চলের মানুষ, দরিদ্র এবং ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদক শ্রেণী প্রতিবছর বিপুল প্রতিকূলতার সম্মুখীন হয়। এখানে তুলনামূলকভাবে রাস্তা-ঘাট কম হওয়ায় কৃষি পণ্য বাজারজাতকরণে নানা সমস্যার পাশাপাশি কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে থাকে। ফলে এখানে দারিদ্রের হার বেশি। [...]

The post এলজিইডি’র প্রভাতী প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে কুড়িগ্রামের গ্রামীণ অর্থনীতি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনশীলতা ও পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে প্রতি বছর কুড়িগ্রাম জেলার গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষত চরাঞ্চলের মানুষ, দরিদ্র এবং ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদক শ্রেণী প্রতিবছর বিপুল প্রতিকূলতার সম্মুখীন হয়। এখানে তুলনামূলকভাবে রাস্তা-ঘাট কম হওয়ায় কৃষি পণ্য বাজারজাতকরণে নানা সমস্যার পাশাপাশি কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে থাকে। ফলে এখানে দারিদ্রের হার বেশি। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করছে “অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)” প্রকল্প। এতে পাল্টে যাচ্ছে কুড়িগ্রামের গ্রামীণ অর্থনীতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার এবং দাতা সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভলপমেন্ট (ইফাদ) এর আর্থিক সহায়তায় এলজিইডি প্রভাতী প্রকল্পটি বাস্তবায়ন করছে। কুড়িগ্রামের ৯ উপজেলাসহ দেশের উত্তর-মধ্যাঞ্চলের ৬টি জেলার ২৫টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে ১০৫.৪৯ কি.মি. গ্রামীণ সড়ক উন্নয়ন, চুক্তিবদ্ধ শ্রমিক দল (এলসিএস) এর মাধ্যমে ১০৫.৪৬ কি.মি গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ, চুক্তিবদ্ধ শ্রমিক দল (এলসিএস) কর্তৃক গ্রামীণ হাট বাজার উন্নয়ন, বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ, প্রয়োজন অনুযায়ী গ্রামীণ হাট বাজারে মহিলা মার্কেট সেকশন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। এছাড়া প্রকল্প এলাকায় সড়ক ও বাজার উন্নয়নে অন্তর্ভুক্ত এলসিএস সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, যুবক-যুবতীদের নিয়ে কারিগরি প্রশিক্ষণ এবং জেন্ডার অ্যাকশন লার্নিং সিস্টেম (জিএএলএস) কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় চাহিদা এবং সরকারী খাস জমির সহজলভ্যতার উপর ভিত্তি করে হাট- বাজার উন্নয়নের জন্য আংশিক অথবা সম্পূর্ণ অন্তর্ভূক্ত করা হবে। তবে প্রকৃত প্রয়োজন কিংবা বাজেটের উপর নির্ভর করে উন্নয়ন ভিন্ন ভিন্ন হতে পারে। গ্রামীণ হাট-বাজারসমূহে প্রয়োজন অনুযায়ী মাছের শেড, বহুমুখী শেড, সামান্য উচু উন্মুক্ত বিক্রয় প্ল্যাটফর্ম, সাধারণ টয়লেট (পুরুষ ও মহিলা), টিউবওয়েল স্থাপন, অভ্যন্তরীণ রোড উন্নয়ন, মহিলা মার্কেট সেকশন, ডাস্টবিন, এমএমসি অফিস এবং বৈদ্যুতিক সড়ক বাতি এর উন্নয়ন কাজ করা হবে। বাজার নির্মাণ কাজ শেষ হলে ‘প্রভাতী’ প্রকল্পের পক্ষে উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির সাথে একটি সমঝোতা স্মারক সম্পন্ন করে বাজার হস্তান্তর করা হবে।

গ্রামীণ হাট-বাজারসমূহ গ্রামীণ অর্থনীতি ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু। হাট-বাজার উন্নয়নের পাশাপাশি বাজারের চারিদিকের অবকাঠামো উন্নয়ন গ্রামীণ অর্থনীতিতে আনে গতিশীলতা এবং সাধারণ খেটে খাওয়া মানুষকে করে উদ্ধীপ্ত। গ্রামীণ এই হাটবাজারগুলোর উন্নয়ন হলে কৃষি এবং অকৃষি পণ্যের সরবরাহ বৃদ্ধি পাবে। সাথে সাথে পণ্যগুলির বর্ধিত বিপণন সম্পন্ন হবে। বেকার যুবক-যুবতীগণ ক্ষুদ্র এবং মাঝারী ব্যবসা বানিজ্যে তাদের সম্পৃক্ত করার সুযোগ পাবে। ফলে দরিদ্র ও বেকার যুবক ও যুবমহিলাগণের জন্য আশানুরূপ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে পাশাপাশি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে।

ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়াহাটের হাটসেড চুক্তিবদ্ধ শ্রমিক দল (এলসিএস) এর সভাপতি রাশেদা বেগম ও সম্পাদক আছমা বেগম জানান, আগে খোলা জায়গায় রোদ-বৃষ্টিতে বাজার বসতো। মহিলা ক্রেতা-বিক্রেতার সমস্যা হতো। এখন এই হাটশেডটি নির্মাণের ফলে তাদের বিশেষ সুবিধা হয়েছে। পাশাপাশি আমরা নারীরা এখানকার কমিটিতে থেকে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি।

উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারের ব্যবসায়ী সোলেমান আলী বলেন, ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিণের গ্রাম যাবার রাস্তাটি ভগ্ন দশায় পড়ে আছে। জানতে পেরেছি এলজিইডি’র প্রভাতী প্রকল্পের মাধ্যমে রাস্তাটির নতুন করে কাজ হবে। রাস্তাটি হলে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে।

কুড়িগ্রাম এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান জানান, প্রভাতী প্রকল্প হাট-বাজার উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী আর্থ-সামাজিক সুব্যবস্থার উদ্যোগ গ্রহন করেছে। এসব কাজ ত্বরান্বিত করতে কাজের গুণগত মান বজায় রাখতে অত্র দপ্তর থেকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান করা ও এলসিএস সদস্যদের খোঁজখবর নেয়া হয়। ফলে এলসিএস সদস্যদের প্রাথমিকভাবে কর্মদক্ষতা ও দৈনিক আয়ের উৎসের একটি ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি তাদের সঞ্চয় ও লভ্যাংশের অর্থ কিভাবে আয়বর্ধক কাজে ব্যবহার করে জীবন ও টেকসই জীবিকার মান উন্নয়ন করা যায় তার দিক নির্দেশনাও প্রদান করা হচ্ছে।

The post এলজিইডি’র প্রভাতী প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে কুড়িগ্রামের গ্রামীণ অর্থনীতি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীতে সেতুর অভাবে বাঁশ ও কাঠের সাঁকোতে চলছে পারাপার, দূর্ভোগে গ্রামবাসী https://www.ulipur.com/?p=17684 Thu, 09 Jun 2022 13:46:47 +0000 https://www.ulipur.com/?p=17684 ।। উপজেলা প্রতিনিধি ।। দিনের পর দিন, মাস পেড়িয়ে বছর, বছর পেড়িয়ে যুগ ভরসা ওদের বাঁশ ও কাঠের সাঁকো। জন্মেও পর থেকেই দেখছি বাঁশ আর কাঠের সাঁকো আর বন্যার সময় নৌকা বা ভেলা দিয়ে হতে হয় পাড়াপাড়। বছরের পর বছর নড়বড়ে বাঁশ ও কাঠের সাঁকো দিয়ে পার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা। শুকনা মৌসুমে চলাচল করা [...]

The post চিলমারীতে সেতুর অভাবে বাঁশ ও কাঠের সাঁকোতে চলছে পারাপার, দূর্ভোগে গ্রামবাসী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
দিনের পর দিন, মাস পেড়িয়ে বছর, বছর পেড়িয়ে যুগ ভরসা ওদের বাঁশ ও কাঠের সাঁকো। জন্মেও পর থেকেই দেখছি বাঁশ আর কাঠের সাঁকো আর বন্যার সময় নৌকা বা ভেলা দিয়ে হতে হয় পাড়াপাড়। বছরের পর বছর নড়বড়ে বাঁশ ও কাঠের সাঁকো দিয়ে পার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা। শুকনা মৌসুমে চলাচল করা গেলেও বৃষ্টি আর বর্ষার সময় নড়বড়ে সাঁকোর সামনে এলেই বড় ডর (ভয়) করে কথা গুলো বললেন কলেজ ছাত্রি আতিকা। বছরের পর বছর থেকে দুর্ভোগ আর দুর্ঘটনা সামনে নিয়েই কখনো বাঁশ, কখনো কাঠের সাঁকোই ভরসা হয়ে দাঁড়িয়েছে চিলমারী পাত্রখাতা, ডাংগারচরসহ ১০গ্রামের বাসিন্দার।

জানা গেছে, চিলমারী উপজেলা পাত্রখাতা মাঠের পাড় ভোলার ছড়া খালের উপর ব্রীজ না থাকায় পাত্রখাতা, মন্ডলেরহাট, কারেনবাজার, ডাংগারচরসহ প্রায় ১০ গ্রামসহ বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার মানুষের ভরসা এখন কাঠ ও বাঁশের সাঁকো। উক্ত খালের উপর প্রায় ১৪/১৫ বছর আগে একটি কালভাট নির্মান হলেও বছর যেতে না যেতেই পানির স্রোতে ভেঙ্গে পড়ে সেটি। সেটি নিলাম করা হলেও উক্ত স্থানে নেয়া হয়নি ব্রীজ বা সেতু নির্মানের উদ্যোগ। সেতু নির্মান না হওয়ায় কখনো সেচ্ছা শ্রমে আবার কখনো ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাঁশ ও কাঠের সাঁকো নির্মান করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। বাড়ছে দুর্ভোগ দেখা দিয়েছে ভোগান্তি। ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শতশত শিক্ষার্থীও। শুকনা মৌসুমের ভয় না থাকলেও বর্ষার ঝুঁকির সাথে ভয় বাড়ে দ্বিগুন। আর বন্যার সময় সেটিও বন্ধ হয়ে পড়ে আর ভরসা হয়ে দাঁড়ায় নৌকা ও ভেলা।

সরকারের উন্নয়নের কথা টেনে এলাকার আমিনুল ইসলাম বলেন, প্রায় সব স্থানে রাস্তা হচ্ছে, সেতু ও ব্রীজ হচ্ছে আর আমরা বছরের পর বছর ধরে বাঁশ ও কাঠ জোড়াতালি দিয়ে সাঁকো বানিয়ে চলাচল করছি এটি কারো চোখে পড়েনা তাহলে আমরা কি উন্নয়নের ছোয়া পাবোনা।

আমিনুল ইসলামের সাথে সুর মিলিয়ে জেলেখা বলেন, প্রায় ১৪/১৫ বছর আগে একটি কালভাট নির্মান হয় আবার সেটি বছর যেতে না যেতে উল্টে যায় এরপর কালভাটটি ভেঙ্গে নিয়ে যায় কিন্তু তখন থেকে আর সেতু বা ব্রীজ নির্মানের কোন উদ্যোগ নেয়নি কেউ।

শিক্ষার্থী মজনু, বৃষ্টি, নজরুল বলেন, বাঁশ আর কাঠের সাঁকো কতটুকু শক্তিশালি তা তো সবাই জানে এর উপর নড়বড়ে এই বাঁশ আর কাঠের সাঁকোর কাছে এলেই বড় ডর (ভয়) করে কখন যেন পড়ে যাই। অপর এক ছাত্র বলেন, সাঁকো পাড়াপাড় হতে অনেক সময় অনেকে পড়েও যায়। উক্ত খালে উপর দ্রুত সেতু বা ব্রীজের দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, আমরা দুর্ভোগ আর ঝুঁকি থেকে বাঁচতে চাই।

দুর্ভোগ আর ভোগান্তির কথা স্বীকার করে ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, আমরা বাঁশ ও কাঠের সাঁকো নির্মান বা মেরামত করতে পারি কিন্তু এখানে একটি ব্রীজ জরুরী হয়ে দাঁড়িয়েছে। সরেজমিন ঘুরে এলাকাবাসী ভোগান্তি দুর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

//নিউজ/চিলমারী//সোহেল/জুন/০৯/২২

The post চিলমারীতে সেতুর অভাবে বাঁশ ও কাঠের সাঁকোতে চলছে পারাপার, দূর্ভোগে গ্রামবাসী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফুলবাড়ীতে ৫ বছর ধরে উল্টে আছে সেতু, ড্রামের ভেলায় খাল পারাপার https://www.ulipur.com/?p=17088 Tue, 19 Apr 2022 15:16:32 +0000 https://www.ulipur.com/?p=17088 ।। নিউজ ডেস্ক ।। ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনীরাম গ্রামের হাজারো গ্রামবাসী অপেক্ষার অবসান ঘটিয়ে স্বপ্ন জাগানো একটি সেতু পেয়েছিল। কিন্তু তিন মাসের মধ্যেই তা উল্টে গিয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এতে বিরতিহীনভাবে ভোগান্তি সহ্য করে ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় খাল পারাপার হচ্ছে গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন উপজেলার [...]

The post ফুলবাড়ীতে ৫ বছর ধরে উল্টে আছে সেতু, ড্রামের ভেলায় খাল পারাপার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনীরাম গ্রামের হাজারো গ্রামবাসী অপেক্ষার অবসান ঘটিয়ে স্বপ্ন জাগানো একটি সেতু পেয়েছিল। কিন্তু তিন মাসের মধ্যেই তা উল্টে গিয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এতে বিরতিহীনভাবে ভোগান্তি সহ্য করে ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় খাল পারাপার হচ্ছে গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব ধনিরাম আবাসনগামী রাস্তার খালের ওপর ৩০ লাখ ৭৭ হাজার ৬৫৬ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ কাজটির তদারকি করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান এটিএম দেলোয়ার হোসেন টিটু সেতুটি নির্মাণ করেন। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র দুই তিন মাসের মধ্যে সেতুটি দেবে গিয়ে উল্টে যায়। পরে বন্যার পানির চাপে সেতুর সংযোগ সড়কও বিচ্ছিন্ন হয়ে পড়ে। মূলত নিম্নমানের সামগ্রী আর নির্মাণ ত্রুটির কারণে সেতুটি ভেঙে যায়।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, সেতুটি উল্টে যাওয়ার প্রায় পাঁচ বছর হলেও বিকল্প কোনো যোগাযোগ ব্যবস্থার উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে জনভোগান্তির অবসান হয়নি।

পূর্ব ধনীরাম গ্রামের বাসিন্দা মঈনুল বলেন, মেলা দাবি দাওয়ার পর হামরা একটা ব্রিজ পাইছলং, মনে করছি কপাল বোধ হয় ঘুরিল (ভাগ্য প্রসন্ন হলো) কিন্তু ব্রিজ বানার (নির্মাণের) তিন মাস না যাইতে উল্টি পড়ছে। ব্রিজ নোয়ায়, হামার কপালে উল্টি গেইছে (ভাগ্য আবার আগের মতো খারাপ হয়েছে)। যে ভোগান্তি সেই ভোগান্তিতে আছে।

পূর্ব ধনীরাম গ্রামের বাসিন্দা আশরাফ আলী বলেন, চরাঞ্চলের মানুষ এমনিতেই অবহেলিত। পূর্ব ধনীরাম আবাসনের ৯০ পরিবারসহ বাঘ খাওয়ার চরের কয়েক শত পরিবারকে বাজার করতে ওই খালের ওপর দিয়ে যেতে হয়। বছরের আট মাস খালটিতে পানি থাকায় ড্রামের ওপর চাটাই দিয়ে ভেলা বানিয়ে অসুস্থ রোগীসহ গ্রামবাসীরা চলাফেরা করেন। অনেক দাবি দাওয়ার পর একটি সেতু পেলেও কোনো সুবিধা গ্রামবাসী নিতে পারেনি।

এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, সেতু না থাকার কারণে এলাকার লোকজন চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কর্তৃপক্ষ সব জানার পরও কোনো সমাধান হয়নি। ব্রিজটি নির্মাণের পর ভেঙে গেলে দুর্নীতির অভিযোগে কয়েক দফা তদন্ত হয়েছিল। কিন্তু কোনো সুরাহা হয়নি।

বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, দীর্ঘদিন ধরে এখানকার মানুষেরা দুর্ভোগ পোহাচ্ছেন। ড্রামের ভেলায় খাল পারাপার হচ্ছেন। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে ওই স্থানে একটি নতুন ব্রিজ নির্মাণের দাবি জানাই।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত বলেন, ওই সেতু নির্মাণে কোনো ত্রুটি ছিল না। সেতুর বিষয়টি এখনো তদন্তাধীন। ওই খালের ওপর যে দৈর্ঘ্যের সেতুর নির্মাণ করতে হবে তা আমাদের আওতায় পড়ে না। অন্য কোনো সংস্থাকে এটা করতে হবে। দুর্ভোগের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/এপ্রিল/১৯/২২

The post ফুলবাড়ীতে ৫ বছর ধরে উল্টে আছে সেতু, ড্রামের ভেলায় খাল পারাপার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ব্রীজের মুখ বন্ধ করে গাইড ওয়াল নির্মাণে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা https://www.ulipur.com/?p=16979 Tue, 12 Apr 2022 12:36:49 +0000 https://www.ulipur.com/?p=16979 ।। আব্দুল মালেক ।। উলিপুরে ব্রীজের মুখ বন্ধ করে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি প্রভাবশালী শাহীনুর ইসলাম (শাহীন) গাইডওয়াল নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। তবে শাহীন মিয়ার ছেলের দাবি এসব (গাইড ওয়াল) ইউএনও এবং এসিল্যান্ড স্যারের নির্দেশে করা হচ্ছে। এতে করে বর্ষা মৌসুমে ওই এলাকার অন্তত ১৪০ থেকে ১৫০ একর ফসলি [...]

The post উলিপুরে ব্রীজের মুখ বন্ধ করে গাইড ওয়াল নির্মাণে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। আব্দুল মালেক ।।
উলিপুরে ব্রীজের মুখ বন্ধ করে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি প্রভাবশালী শাহীনুর ইসলাম (শাহীন) গাইডওয়াল নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। তবে শাহীন মিয়ার ছেলের দাবি এসব (গাইড ওয়াল) ইউএনও এবং এসিল্যান্ড স্যারের নির্দেশে করা হচ্ছে। এতে করে বর্ষা মৌসুমে ওই এলাকার অন্তত ১৪০ থেকে ১৫০ একর ফসলি জমিসহ অনেক পরিবারের দুর্ভোগের শিকার হবেন বলে আশংকা করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উলিপুর – ধরনীবাড়ী সড়কের দাঁড়ারপাড়, বটতলা এলাকায় সরকারি নালার উপর নির্মিত ব্রীজ তৈরি করে এলজিইডি। কিন্তু ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে শাহীনুর ইসলাম প্রভাবশালী চক্রের সহযোগীতায় ব্রীজের মুখে আরসিসি গাইড ওয়াল দিয়ে দোকানঘর নির্মাণ করেছেন। ব্রীজের মুখে গাইড ওয়াল নির্মাণ ফলে বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে ও বন্যার পানিতে ফসলের জমিসহ মাছ চাষের পুকুরের ব্যাপক ক্ষতি হবে।

এলাকাবাসী জানান, ব্রীজের মুখে গাইড ওয়াল নির্মাণ করা হলে আশপাশের ফসলি জমির অনেক ক্ষতি হবে। এ ব্যাপারে গাইড ওয়াল নির্মাণকারী শাহীনূর ইসলামের ছেলে বলেন, এসিল্যান্ড ও ইউএনও স্যারের অনুমতি নিয়েই দোকানঘর ভাঙনের কবল থেকে রক্ষার জন্য এই ওয়াল নির্মাণ করছি।

পৌর মেয়র আলহাজ্ মামুন সরকার মিঠু বলেন আমি থানা পুলিশ নিয়ে গিয়ে দুই বার কাজ বন্ধ করে দিয়েছি। কিছুদিন আগে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এবং আজও অফিসের এক কর্মচারীকে পাঠিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, সরেজমিনে গিয়েছিলাম। তবে আমি সরাসরি কোন অনুমতি দেইনি।

//নিউজ/উলিপুর//মালেক/এপ্রিল/১২/২২

The post উলিপুরে ব্রীজের মুখ বন্ধ করে গাইড ওয়াল নির্মাণে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>