তথ্য প্রযুক্তি Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=15 কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 27 Apr 2024 07:52:44 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png তথ্য প্রযুক্তি Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=15 32 32 যে কাজগুলো করলে বেড়ে যাবে আপনার বাইকের মাইলেজ https://www.ulipur.com/?p=31878 Sat, 27 Apr 2024 07:52:44 +0000 https://www.ulipur.com/?p=31878 ।। টেক ডেস্ক ।। বাইক পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। দৈনন্দিন কাজের পাশাপাশি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় চলার সঙ্গী হিসেবে বাইক ব্যবহার করেন অনেকেই। তবে শখের এই বাইক চালানোর কিছুদিন পরই যদি মাইলেজ কমতে দেখা যায় তাহলে বিড়ম্বনার শেষ থাকে না। একই সাথে বর্তমানে পেট্রোলের যে আকাশ ছোঁয়া দাম তাতে চিন্তায় [...]

The post যে কাজগুলো করলে বেড়ে যাবে আপনার বাইকের মাইলেজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বাইক পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। দৈনন্দিন কাজের পাশাপাশি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় চলার সঙ্গী হিসেবে বাইক ব্যবহার করেন অনেকেই। তবে শখের এই বাইক চালানোর কিছুদিন পরই যদি মাইলেজ কমতে দেখা যায় তাহলে বিড়ম্বনার শেষ থাকে না। একই সাথে বর্তমানে পেট্রোলের যে আকাশ ছোঁয়া দাম তাতে চিন্তায় ভুগতে দেখা যায় অনেক বাইক চালককে। তবে বেশকিছু নিয়ম রয়েছে যা মেনে চললে বাইকের মাইলেজ পূর্বের তুলনায় ভালো পেতে পারেন।

জেনে নিনঃ-
স্বাভাবিক গতি রাখা: অস্বাভাবিক গতিতে বাইক চালালে দ্রুত মাইলেজ কমতে দেখা যায়। প্রয়োজন অনুযায়ী ৫০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বাইক চালালে ভালো মাইলেজ পাওয়া যাবে এবং সেই সঙ্গে ইঞ্জিনের আয়ুও বেড়ে যাবে অনেক গুণ।

নিয়মিত সার্ভিসিং করানো: শখের বাইকটিকে সময়মতো সার্ভিস করে নেয়া জরুরী। প্রয়োজন হলে এয়ার ফিল্টার, ইঞ্জিন তেল এবং তেল ফিল্টার পরিবর্তন করতে হবে। পাশাপাশি চেইন স্প্রোকেটে ঝামেলা থাকলে তা সংশোধন ও তেলযুক্ত রাখতে হবে। যথা সময়ে বাইক সার্ভিস করালে শুধু মাইলেজই বাড়াবে না সেই সঙ্গে বাইকটি আরও ভালো চলবে এবং সবসময় নতুনত্বের ছোঁয়ায় থেকে যাবে।

গতি অনুযায়ী বাইকের গিয়ার নির্বাচন: বেশি গতিতে বাইক চালানোর ক্ষেত্রে চতুর্থ বা পঞ্চম গিয়ারে চালানো উচিত। কম গতিতে চালানোর সময় দ্বিতীয় কিংবা তৃতীয় গিয়ারে রাখা ভলো। ফলে বাইকের জ্বালানির খরচ সঠিক পরিমাণে হবে এবং মাইলেজ পূর্বের তুলনায় বেড়ে যাবে।

টায়ারের হাওয়া নির্ধারণ: কখনো বাইকের টায়ারের হাওয়া কম কিংবা বেশি রেখে চালানো উচিত নয়, সর্বদা বায়ুচাপ সঠিক রাখার চেষ্টা করতে হবে। পরিমাণ অনুযায়ী শীতকালে ৩৫ পাউন্ড এবং গ্রীষ্মে ৩২ পাউন্ড রাখা উত্তম। এতে ভালো মাইলেজ দেবে এবং ইঞ্জিনের সক্ষমতা বজায় থাকবে।

বাইক পার্কিংয়ে সতর্ক: সূর্যের আলোতে কোনো সময় বাইক পার্ক করা উচিত নয়। কেননা, বাইকের ট্যাঙ্কে সরাসরি সূর্যের আলো পড়ার কারণে তা উত্তপ্ত হয়ে পেট্রোল বাষ্প হয়ে গিয়ে বাইকের মাইলেজ কমতে দেখা যায়। শুধু তাই নয়, বাইকের রঙ নষ্ট হওয়ার পেছনে অন্যতম কারণ এটি।

The post যে কাজগুলো করলে বেড়ে যাবে আপনার বাইকের মাইলেজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
পুরাতন বাইক কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরী https://www.ulipur.com/?p=31898 Mon, 22 Apr 2024 08:24:12 +0000 https://www.ulipur.com/?p=31898 ।। টেক ডেস্ক ।। অনেকেই নিজের সাধ্য অনুযায়ী পুরোনো বাইক খোঁজ করে থাকেন। আবার কেউ কেউ তো পুরোনো বিভিন্ন মডেলের বাইক সংগ্রহ করে লাভের আশায় পুনরায় তা বিক্রিও করে থাকেন। পুরোনো বাইক কেনার ক্ষেত্রে যদি প্রথমবার কেউ এই কাজটি করে থাকেন তবে তার জন্য এটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কেমন বাইক কিনব? কী কী দেখে [...]

The post পুরাতন বাইক কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
অনেকেই নিজের সাধ্য অনুযায়ী পুরোনো বাইক খোঁজ করে থাকেন। আবার কেউ কেউ তো পুরোনো বিভিন্ন মডেলের বাইক সংগ্রহ করে লাভের আশায় পুনরায় তা বিক্রিও করে থাকেন। পুরোনো বাইক কেনার ক্ষেত্রে যদি প্রথমবার কেউ এই কাজটি করে থাকেন তবে তার জন্য এটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কেমন বাইক কিনব? কী কী দেখে বাইক কিনব? থেকে যায় এ রকম নানান প্রশ্ন। আর তাই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে সতর্ক না থাকায় প্রায়শই বিভিন্ন বিড়ম্বনায় পড়তে দেখা যায় বাইক ক্রেতাদের। এ জন্য যারা পুরোনো বাইক কিনতে চান তাদের বেশকিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।

চলুন জেনে নেয়া যাক পুরোনো বাইক কেনার আগে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবেঃ-
⇛ প্রথমেই যে বাইকটি কিনতে চান, তার ব্যক্তি মালিকানা, রেজিস্ট্রেশন ও মোটরসাইকেলের অন্য সব ধরণের কাগজপত্র ঠিক আছে কি না তা যাচাই করুন
⇛ মোটর বাইকটির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন ঠিকঠাকভাবে রয়েছে কি না তা পরীক্ষা করে দেখে নিতে হবে
⇛ সবথেকে ভালো হয় মোটর ভেহিকেল রেজিস্ট্রেশন করানোর জায়গায় গিয়ে যার গাড়ি কিনতে চান, তার নামেই গাড়িটি আছে কি না সে বিষয়ে জেনে নিন
⇛ গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পুরোনো মোটর বাইক কেনার আগে গাড়িটি মাইলেজ কেমন দিচ্ছে বা অন্য কোনো সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখে তারপরে কেনার সিদ্ধান্ত নিন
⇛ পুরোনো বাইক কেনার সময় যেসব গাড়ির পণ্য বা যন্ত্রপাতি নিয়মিত বাজরে পাওয়া যাবে সেসব গাড়ি কেনাই উত্তম
⇛ যে বাইকটি কেনার জন্য আগ্রহী হয়েছেন, তার বর্তমান বাজার মূল্যের দিকটি বিবেচনা করে যতটা সুযোগ হবে দর-কষাকষি করে তবেই বাইক কিনবেন।

The post পুরাতন বাইক কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
স্মার্টফোনে পিডিএফ ফাইল অন্য ভাষায় অনুবাদ করবেন যেভাবে https://www.ulipur.com/?p=31817 Thu, 18 Apr 2024 10:42:29 +0000 https://www.ulipur.com/?p=31817 ।। টেক ডেস্ক ।। বর্তমানে ব্যবহারকারীরা চাইলেই স্মার্টফোনের মাধ্যমে যেকোনো পিডিএফ ফাইল তাদের প্রয়োজনীয় ভাষায় অনুবাদ করতে পারবেন। ১৩৩ ভাষায় সমর্থন করা ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় টুল গুগল ট্রান্সলেট টেক্সট, বাক্যাংশ এবং পুরো ওয়েবসাইট অনুবাদ করে দিলেও বর্তমানে এটি পিডিএফ অনুবাদ করতেও সক্ষম। এর জন্য প্রয়োজন হবে না অ্যাকাউন্ট কিংবা ইনস্টলেশনের। তবে স্মার্টফোনের গুগল ট্রান্সলেট ওয়েবসাইটটি [...]

The post স্মার্টফোনে পিডিএফ ফাইল অন্য ভাষায় অনুবাদ করবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমানে ব্যবহারকারীরা চাইলেই স্মার্টফোনের মাধ্যমে যেকোনো পিডিএফ ফাইল তাদের প্রয়োজনীয় ভাষায় অনুবাদ করতে পারবেন। ১৩৩ ভাষায় সমর্থন করা ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় টুল গুগল ট্রান্সলেট টেক্সট, বাক্যাংশ এবং পুরো ওয়েবসাইট অনুবাদ করে দিলেও বর্তমানে এটি পিডিএফ অনুবাদ করতেও সক্ষম। এর জন্য প্রয়োজন হবে না অ্যাকাউন্ট কিংবা ইনস্টলেশনের। তবে স্মার্টফোনের গুগল ট্রান্সলেট ওয়েবসাইটটি ডেস্কটপ মুডে রাখলে তবেই এর সুবিধা গ্রহণ করা যাবে।

চলুন জেনে নেয়া যাক স্মার্টফোনের মাধ্যমে পিডিএফ ফাইল অন্য ভাষায় অনুবাদ করা উপায়ঃ-
★ এর জন্য প্রথমে ফোনের যেকোনো ওয়েব ব্রাউজার ওপেন করে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
★ তারপর ওপরের বার থেকে ‘ডকুমেন্টস’ বাটনে ক্লিক করতে হবে
★ তারপর প্রদর্শিত স্ক্রিনে যে পিডিএফ ফাইলটি অনুবাদ করতে চান সেটি নির্বাচন করতে হবে
★ এবার ফাইলটি যে ভাষাতে পিডিএফ অনুবাদ করতে চান সেটি স্ক্রিনের ডানদিকে নির্বাচন করে নিল ‘অনুবাদ’ বাটনে ক্লিক করতে হবে
★ অনুবাদের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে ‘ডাউনলোড অনুবাদ’ বিকল্পটি নির্বাচন করে ফাইলটি ডিভাইসে সংরক্ষণ করা যেতে পারে।

The post স্মার্টফোনে পিডিএফ ফাইল অন্য ভাষায় অনুবাদ করবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
যেভাবে এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে https://www.ulipur.com/?p=31777 Wed, 17 Apr 2024 05:35:08 +0000 https://www.ulipur.com/?p=31777 ।। টেক ডেস্ক ।। তীব্র গরম থেকে স্বস্তি পেতে সামর্থ্যবানরা বাড়িতে এসি ব্যবহার করে থাকেন। আবার অনেকেই নতুন এসি কেনার কথা চিন্তা করেন। কিন্তু বাড়তি বিদ্যুৎ বিলে অধিক অর্থ ব্যয় হবে ভেবে অনেকেই ভয়ে এসির ব্যবহার বা কেনার চিন্তা ছেড়ে দেন। তবে বেশকিছু নিয়ম রয়েছে যা মেনে এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে। চলুন [...]

The post যেভাবে এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
তীব্র গরম থেকে স্বস্তি পেতে সামর্থ্যবানরা বাড়িতে এসি ব্যবহার করে থাকেন। আবার অনেকেই নতুন এসি কেনার কথা চিন্তা করেন। কিন্তু বাড়তি বিদ্যুৎ বিলে অধিক অর্থ ব্যয় হবে ভেবে অনেকেই ভয়ে এসির ব্যবহার বা কেনার চিন্তা ছেড়ে দেন। তবে বেশকিছু নিয়ম রয়েছে যা মেনে এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে।

চলুন জেনে নেয়া যাক এসি যেভাবে ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবেঃ-
নির্দিষ্ট তাপমাত্রা সেট করুন: এসির তাপমাত্রা যত কম হবে বিদ্যুৎ বিল তত বেশি আসবে। তাই স্বাস্থ্যের জন্য মানানসই, কম্প্রেসরে কম চাপ পড়া ও বিদ্যুৎ বিল সাশ্রয় করতে ২৬-২৭ ডিগ্রিতে এসি চালানো শ্রেয়।

দরজা-জানালা বন্ধ রাখা: যখন বাড়িতে এসি চালাবেন, সেই সময় ঘরের দরজা-জানালা বন্ধ করতে ভুলবেন না, প্রয়োজন হলে পর্দা টেনিয়ে দিবেন। এতে দীর্ঘক্ষণ এসি চালানোর প্রয়োজন হবে না।

টাইমার: অনেকেই এসি চালানোর পর টাইমার দিতে ভুলে যান বা দেন না। ফলে রাতে এসি চালিয়ে শুয়ে সকালে শীতে কাঁপতে থাকেন। তাই ঘুম থেকে ওঠার ১ থেকে ২ ঘণ্টা পূর্বে এসি বন্ধের সময় নির্ধারণ করতে হবে। যার ফলে বিদ্যুৎ বিলও কমে যাবে অনেকটা।

ইলেক্ট্রনিক ডিভাইস বন্ধ রাখা: বিভিন্ন ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস যেমন- টিভি, ফ্রিজ ও অন্যান্য ডিভাইস রাতে বন্ধ করে রাখতে হবে। কেননা, এসব ইলেক্ট্রনিক ডিভাইস থেকে তাপ নির্গত হয়। তাই রাতে এসি চালানোর আগে এ ধরণের ডিভাইসগুলো বন্ধ করে রাখলে একদিকে তাপ নির্গত হওয়া বন্ধ হবে, অন্যদিকে বিদ্যুৎ কম খরচ হবে।

সার্ভিসিং করানো: বাড়তি বিদ্যুৎ বিলকে না করার জন্য নিয়মিত এসি সার্ভিস করাতে হবে। এর ফলে এফিসিয়েন্সি বেশি থাকবে এবং বিদ্যুৎ বিলও কমে যাবে।

The post যেভাবে এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অ্যান্ড্রয়েড ১৫ থাকলেই খুঁজে পাবেন সেই হারানো সুইচ অফ ফোন https://www.ulipur.com/?p=31502 Mon, 15 Apr 2024 11:20:59 +0000 https://www.ulipur.com/?p=31502 ।। টেক ডেস্ক ।। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ সামনে আনতে চলেছে মার্কিন সংস্থা গুগল। অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের হারিয়ে যাওয়া ডিভাইস সহজেই খুঁজে পেতে সক্ষম হবেন। শুধু তাই নয়, ফোন সুইচ অফ থাকলেও এবার খুঁজে পাওয়া যাবে হারানো সেই স্মার্টফোন। অ্যান্ড্রয়েড পুলিশ- এর এক রিপোর্ট থেকে জানা যায়, Find My Device-এর সীমাবদ্ধতার [...]

The post অ্যান্ড্রয়েড ১৫ থাকলেই খুঁজে পাবেন সেই হারানো সুইচ অফ ফোন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ সামনে আনতে চলেছে মার্কিন সংস্থা গুগল। অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের হারিয়ে যাওয়া ডিভাইস সহজেই খুঁজে পেতে সক্ষম হবেন। শুধু তাই নয়, ফোন সুইচ অফ থাকলেও এবার খুঁজে পাওয়া যাবে হারানো সেই স্মার্টফোন।

অ্যান্ড্রয়েড পুলিশ- এর এক রিপোর্ট থেকে জানা যায়, Find My Device-এর সীমাবদ্ধতার বিষয়টার উপরেই গুরুত্ব দিয়েছে জায়ান্ট গুগল। এবার অ্যান্ড্রয়েড ১৫-র মাধ্যমে আনা হচ্ছে নতুন Powered Off Finding API। যার মূল উদ্দেশ্য হলো, ডিসকানেক্টেড থাকলেও ডিভাইস খুঁজে পাওয়া যাবে।

Find My Device নেটওয়ার্ক কেবলমাত্র অনলাইনে থাকা অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড এবং Wear OS ডিভাইসকেই ট্র্যাক করতে পারে। তবে এবার অফলাইন ডিভাইস যদি ট্র্যাক করা যায়, তাহলে এর কার্যকারিতা আরও কয়েক গুণ বেড়ে যাবে। যদিও এই ফিচারটির বাস্তবায়নের জন্য প্লেশালাইজড হার্ডওয়্যারের প্রয়োজন হবে। যা ব্লুটুথ কন্ট্রোলারকে পরিচালনা করবে। এর করে ডিভাইস সুইচ অফ থাকা সত্ত্বেও ব্লুটুথ কন্ট্রোলার নিজের কাজ চলমান রাখতে পারবে। ফলে ইন্টারনেট কানেক্টিভিটি বন্ধ থাকলেও নিজেদের ডিভাইস খুঁজে পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।

এছাড়া অ্যান্ড্রয়েড ১৫ তে যুক্ত করা নতুন ফিচার যাতে সঠিক পরিসরে কাজ করতে পারে, সেজন্য সংশ্লিষ্ট স্মার্টফোনে ছোট আকারের রিজার্ভ ব্যাটারি যুক্ত থাকবে। মূলত Google Pixel 9 সিরিজ যখন চালু করা হবে, ঠিক সেই সময়ই গুগলের নতুন এই ফিচারও প্রকাশ্যে আসবে বলে জানা গিয়েছে অ্যান্ড্রয়েড পুলিশ-এর ওই রিপোর্টে।

The post অ্যান্ড্রয়েড ১৫ থাকলেই খুঁজে পাবেন সেই হারানো সুইচ অফ ফোন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কণ্ঠস্বর প্রতারণার ফাঁদ থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে https://www.ulipur.com/?p=28704 Tue, 09 Apr 2024 07:17:44 +0000 https://www.ulipur.com/?p=28704 ।। টেক ডেস্ক ।। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অভিনব পদ্ধতিতে পরিচিতজনের কণ্ঠস্বর নকল করে ভয়েস পাঠিয়ে মানুষকে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলছেন দুষ্টু প্রতারক চক্র। এই জালিয়াতির কাজ এতটাই নিখুঁতভাবে করা হচ্ছে যে একজন মানুষের পক্ষে কোনটি সত্যি ও কোনটি মিথ্যা তা অনুমান করা খুবই কষ্টসাধ্য। এআই ভয়েস ক্লোনিংয়ের আরেক নাম হলো ভয়েস সিন্থেসিস বা ভয়েস [...]

The post কণ্ঠস্বর প্রতারণার ফাঁদ থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অভিনব পদ্ধতিতে পরিচিতজনের কণ্ঠস্বর নকল করে ভয়েস পাঠিয়ে মানুষকে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলছেন দুষ্টু প্রতারক চক্র। এই জালিয়াতির কাজ এতটাই নিখুঁতভাবে করা হচ্ছে যে একজন মানুষের পক্ষে কোনটি সত্যি ও কোনটি মিথ্যা তা অনুমান করা খুবই কষ্টসাধ্য। এআই ভয়েস ক্লোনিংয়ের আরেক নাম হলো ভয়েস সিন্থেসিস বা ভয়েস মিমিক্রি। সাধারণত এই প্রযুক্তির সাহায্যেই যেকোনো ব্যক্তির কণ্ঠস্বর হুবহু একই রকম তৈরি করা যায়। সামান্য পরিমাণে ভয়েস ডেটা দিয়ে এই প্রযুক্তিটি মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ব্যবহার করে খুব সহজেই মানুষকে ফাঁদে ফেলানো সম্ভব।

মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভয়েস ক্লোনিং দিয়ে এ ধরণের প্রতারণা চালাচ্ছে চক্রগুলি। পরিবার থেকে শুরু করে সকল পরিচিত যে কারও কণ্ঠস্বর নকল করে বিভিন্ন ছদ্মবেশে, নানান গালগল্পে, ইমোশনাল বা বেদনাদায়ক কাহিনি বলে প্রতারণা করছে প্রতারক চক্র। বিশেষ করে তারা জোর দিচ্ছে জরুরী টাকা হাতিয়ে নেয়ার কাজগুলো।

কণ্ঠস্বর নকল প্রতারণার ‘ফাঁদ’ থেকে যেভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন
কণ্ঠস্বর নকল প্রতারণার ‘ফাঁদ’ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে, প্রথমে কোনো প্রকার ভয়েস নোট অনলাইনের মধ্যে রাখা যাবে না। যদি কোনো সময় পরিচিত কেউ কল করেছে কিন্তু আপনার সন্দেহ মনে হচ্ছে, তাহলে যে ব্যক্তির ভয়েস দিয়ে কল এসেছে তার আসল নম্বর দিয়ে সত্যতা যাচাই করুন। আবার বন্ধু, আত্মীয়-পরিজন বলে যদি কেউ টাকা দাবি করে, তবে বিশ্বাস না করে পুরো ঘটনার সত্যতা জেনে নিয়ে তারপরে প্রকৃত সিদ্ধান্ত নিন।

The post কণ্ঠস্বর প্রতারণার ফাঁদ থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
স্মার্টফোনে হোয়াটসঅ‍্যাপের ছবি ও ভিডিও স্বয়ংক্রিয় ডাউনলোড সুবিধা বন্ধ করবেন যেভাবে https://www.ulipur.com/?p=31652 Sun, 07 Apr 2024 05:42:48 +0000 https://www.ulipur.com/?p=31652 ।। টেক ডেস্ক ।। দৈনন্দিন যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত থেকে শুরু করে প্রতিষ্ঠানের প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের পাশাপাশি নিয়মিত ছবি ও ভিডিও পাঠিয়ে থাকেন অনেকেই। তবে এই জনপ্রিয় প্ল্যাটফর্মটি থেকে পাঠানো যেকোনো মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবেই ডাউনলোড হয়ে দখল করে বসে ফোনের গ্যালারি। আর এর ফলে একদিকে যেমন নিজের অজান্তেই অনেক বেশি পরিমাণে [...]

The post স্মার্টফোনে হোয়াটসঅ‍্যাপের ছবি ও ভিডিও স্বয়ংক্রিয় ডাউনলোড সুবিধা বন্ধ করবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
দৈনন্দিন যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত থেকে শুরু করে প্রতিষ্ঠানের প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের পাশাপাশি নিয়মিত ছবি ও ভিডিও পাঠিয়ে থাকেন অনেকেই। তবে এই জনপ্রিয় প্ল্যাটফর্মটি থেকে পাঠানো যেকোনো মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবেই ডাউনলোড হয়ে দখল করে বসে ফোনের গ্যালারি। আর এর ফলে একদিকে যেমন নিজের অজান্তেই অনেক বেশি পরিমাণে ইন্টারনেট ডেটা খরচ হয়ে যায়, অন্যদিকে স্টোরেজ দখলের ফলে দেখা দিতে পারে ফোনের পারফরম্যান্সের নাজেহাল অবস্থা। তবে ব্যবহারকারীরা চাইলেই মোবাইল ডেটা, স্টোরেজ আর ফোনের পারফরম্যান্স বাঁচাতে হোয়াটসঅ‍্যাপের স্বয়ংক্রিয় ডাউনলোড সুবিধা বন্ধ করতে পারবেন।

জেনে নেয়া যাক ফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ডাউনলোড সুবিধা বন্ধের উপায়ঃ-
★ প্রথমে হোয়াটসঅ্যাপের ওপরের ডান দিকে থাকা থ্রি-ডট মেনুতে ক্লিক করতে হবে
★ তারপর পপআপে প্রদর্শিত অপশন থেকে সেটিংসে ক্লিক করে ‘চ্যাটস’ নির্বাচন করতে হবে
★ এবার ‘চ্যাট সেটিংস’ অপশনের নিচে থাকা ‘মিডিয়া ভিজিবিলিটি’ এর পাশে থাকা টগলটি বন্ধ করতে হবে
★ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলেই হোয়াটসঅ্যাপের স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড সুবিধা বন্ধ হয়ে যাবে

আবার ব্যবহারকারীরা চাইলেও হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তির পাঠানো যেকোনো মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়া বন্ধ করতে পারবেন। জেনে নিনঃ-
★ এক্ষেত্রে প্রথমে হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে প্রবেশ করতে হবে
★ তারপর ওই নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টের নাম ট্যাব করতে হবে
★ তারপর পরের পৃষ্ঠায় থাকা ‘মিডিয়া ভিজিবিলিটি’ অপশন নির্বাচন করতে হবে
★ এবার পপআপে প্রদর্শিত অপশন থেকে ‘নো’ তে ক্লিক করলেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে

The post স্মার্টফোনে হোয়াটসঅ‍্যাপের ছবি ও ভিডিও স্বয়ংক্রিয় ডাউনলোড সুবিধা বন্ধ করবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ট্রুকলারে থাকা নিজের অ্যাকাউন্ট ও ফোন নম্বর যেভাবে রিমুভ করবেন https://www.ulipur.com/?p=31392 Mon, 01 Apr 2024 09:46:24 +0000 https://www.ulipur.com/?p=31392 ।। টেক ডেস্ক ।। অপরিচিত ফোন নম্বর শনাক্তের জন্য ট্রুকলার বেশ জনপ্রিয়। একই সাথে এই জনপ্রিয় প্ল্যাটফর্মটি ব্যক্তির তথ্য ও ফোন নম্বর একত্রিত করতে সক্ষম। তাই যেকোনো নম্বর দিলেই ট্রুকলারে জানতে পারে ব্যক্তির নাম। তবে এই অ্যাপটি থেকে একদিকে যেমন অজানা নম্বরের নাম দেখতে পাচ্ছেন, অন্যদিকে আপনার ফোন নম্বর দিয়ে আপনার নাম ট্রুকলারে ভেসে উঠতে [...]

The post ট্রুকলারে থাকা নিজের অ্যাকাউন্ট ও ফোন নম্বর যেভাবে রিমুভ করবেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
অপরিচিত ফোন নম্বর শনাক্তের জন্য ট্রুকলার বেশ জনপ্রিয়। একই সাথে এই জনপ্রিয় প্ল্যাটফর্মটি ব্যক্তির তথ্য ও ফোন নম্বর একত্রিত করতে সক্ষম। তাই যেকোনো নম্বর দিলেই ট্রুকলারে জানতে পারে ব্যক্তির নাম। তবে এই অ্যাপটি থেকে একদিকে যেমন অজানা নম্বরের নাম দেখতে পাচ্ছেন, অন্যদিকে আপনার ফোন নম্বর দিয়ে আপনার নাম ট্রুকলারে ভেসে উঠতে পারে অন্য কারও ফোনে। কিন্তু এই অ্যাপটি নিয়ে বেশ কিছু বিতর্ক থাকায় অনেকেই আর ট্রুকলার ব্যবহার করছেন না এবং অ্যাপটিতে সংরক্ষিত থাকা নিজের নম্বর ও তথ্য মুছে ফেলতে চাচ্ছেন।

ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করতে যা করবেনঃ-
★ এক্ষেত্রে প্রথমে মোবাইল ফোন থেকে ট্রুকলার অ্যাপটি চালু করতে হবে
★ তারপর অ্যাপটির ডান পাশে ওপরের দিকে থ্রি-ডট বা সেটিংস আইকোনে ক্লিক করতে হবে
★ তারপর সেটিংস অপশন থেকে প্রাইভেসি সেন্টার খুঁজে বের করে তাতে ক্লিক করতে হবে
★ তারপর স্ক্রিনে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অপশন দেখা যাবে এবং তা নির্বাচন করতে হবে
★ এবার ইয়েস বাটনে ক্লিক করলেই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে

অনেক সময় ট্রুকলার অ্যাপটি ডিলিট করার পরও ব্যবহারকারীর ডেটা থেকে যায় প্ল্যাটফর্মটিতে। তাই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে তা ট্রুকলার থেকে আনলিস্টিং করে দিতে হবে।

ট্রুকলার থেকে ফোন নম্বর মুছার উপায়ঃ-
★ ট্রুকলার থেকে ফোন নম্বর আনলিস্টিং করতে আনলিস্ট ফোন নম্বর বা https://www.truecaller.com/unlisting ওয়েবসাইটে যেতে হবে
★ তারপর নিজের ফোন নম্বর ও নিজ দেশের ফোন কোড লিখতে হবে
★ তারপর যে কারণে ফোন নম্বর মুছে ফেলতে চান তা নির্বাচন করে আনলিস্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে

The post ট্রুকলারে থাকা নিজের অ্যাকাউন্ট ও ফোন নম্বর যেভাবে রিমুভ করবেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ইউটিউবে শিশুদের জন্য অনুপযোগী কনটেন্ট আসা যেভাবে বন্ধ করবেন https://www.ulipur.com/?p=31531 Sun, 31 Mar 2024 06:50:17 +0000 https://www.ulipur.com/?p=31531 ।। টেক ডেস্ক ।। বর্তমানে অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব সকলের কাছে বেশ জনপ্রিয়। শিক্ষা, বিনোদন, সংবাদসহ বিভিন্ন বিষয়ের ভিডিও দেখা এবং জানার মাধ্যম এটি। বড়দের পাশাপাশি এখন শিশু-কিশোরদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ইউটিউব। তবে এই জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে অসংখ্য আধেয় বা কনটেন্ট থাকার পরেও অনেক সময় শিশুদের জন্য উপযোগী নয় এমন কনটেন্ট ফিডে চলে আসে। [...]

The post ইউটিউবে শিশুদের জন্য অনুপযোগী কনটেন্ট আসা যেভাবে বন্ধ করবেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমানে অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব সকলের কাছে বেশ জনপ্রিয়। শিক্ষা, বিনোদন, সংবাদসহ বিভিন্ন বিষয়ের ভিডিও দেখা এবং জানার মাধ্যম এটি। বড়দের পাশাপাশি এখন শিশু-কিশোরদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ইউটিউব। তবে এই জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে অসংখ্য আধেয় বা কনটেন্ট থাকার পরেও অনেক সময় শিশুদের জন্য উপযোগী নয় এমন কনটেন্ট ফিডে চলে আসে। আর এসব কন্টেন্ট অনেকটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। তবে চাইলেই রেস্ট্রিকটেড মোড চালু করে আপনার শিশুকে এ ধরণের কন্টেট দেখা থেকে দূরে রাখতে পারবেন এবং শিশুর জন্য উপযোগী কনটেন্ট প্রদর্শন চালু করতে পারেন।

চলুন জেনে নেয়া যাক কিভাবে শিশুদের অনুপযোগী কনটেন্ট প্রদর্শন বন্ধ করতে যা করবেনঃ-
⇛ এর জন্য প্রথমে ইউটিউব অ্যাপে প্রবেশ করে প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে
⇛ তারপর স্ক্রিনে প্রদর্শিত অপশন থেকে সেটিংস নির্বাচন করতে হবে
⇛ পরের পেজে গিয়ে জেনারেলে ক্লিক করে নিচে স্ক্রল করতে হবে
⇛ এবার রেস্ট্রিকটেড মোড চালু করে দিতে হবে
⇛ আবার কম্পিউটারে রেস্ট্রিকটেড মোড চালু করতে প্রথমে ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
⇛ তারপর প্রোফাইল আইকনে ক্লিক করে প্রদর্শিত অপশন থেকে রেস্ট্রিকটেড মোড চালু করে দিতে হবে

রেস্ট্রিকটেড মোড চালুর ফলে সহিংস, হিংসাত্মক, শিশুদের জন্য অনুপযোগী, অপরাধ, যৌন সংবেদনশীলসহ ইউটিউবে এ রকম বিভিন্ন ধরণের কনটেন্ট আর প্রদর্শন করবে না। এছাড়া বর্তমনে শিশুরা যেহেতু ইউটিউবকে বেশি পছন্দ করে তাই শিশুদের অনুপযোগী কনটেন্ট যেন তারা ইউটিউবে দেখার সুযোগ না পায় সেজন্য কিডস অ্যাপ তৈরি করেছে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব।

The post ইউটিউবে শিশুদের জন্য অনুপযোগী কনটেন্ট আসা যেভাবে বন্ধ করবেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অনলাইন কেনাকাটায় যে বিষয়গুলো খেয়াল রাখবেন https://www.ulipur.com/?p=31497 Sat, 30 Mar 2024 07:19:00 +0000 https://www.ulipur.com/?p=31497 ।। টেক ডেস্ক ।। বর্তমানে অনলাইনে কেনাকাটা প্রত্যেকের কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যস্ত জীবনে মার্কেট বা শপিং মলে গিয়ে কেনাকাটার সময় বাঁচাতে কিংবা দামাদামি ও ঘোরাঘুরির শ্রম থেকে বাঁচতে অনলাইন কেনাকাটাকে প্রাধান্য দিয়ে থাকেন অনেকেই। তবে অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা সবার ক্ষেত্রে সমান নয়, অনেকেই অনলাইনে কেনাকাটা করতে গিয়ে নানাভাবে প্রতারিত হন আবার অনেক সময় [...]

The post অনলাইন কেনাকাটায় যে বিষয়গুলো খেয়াল রাখবেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমানে অনলাইনে কেনাকাটা প্রত্যেকের কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যস্ত জীবনে মার্কেট বা শপিং মলে গিয়ে কেনাকাটার সময় বাঁচাতে কিংবা দামাদামি ও ঘোরাঘুরির শ্রম থেকে বাঁচতে অনলাইন কেনাকাটাকে প্রাধান্য দিয়ে থাকেন অনেকেই। তবে অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা সবার ক্ষেত্রে সমান নয়, অনেকেই অনলাইনে কেনাকাটা করতে গিয়ে নানাভাবে প্রতারিত হন আবার অনেক সময় ছবির সঙ্গে বাস্তবের পণ্য মেলে না এমনকি অগ্রিম টাকা পরিশোধ করার পরও পণ্য মিলছে না হাতে। তাই অনলাইনে পণ্য অর্ডার করার আগে কিছু বিষয় সম্পর্কে জেনে রাখা প্রয়োজন।

চলুন জেনে নেয়া যাক অনলাইন কেনাকাটায় যে বিষয়ে ভুল করা যাবে নাঃ-
ডিসকাউন্ট বা অফারের পণ্য কেনার সময় সতর্ক থেকে কিনতে হবে। কারণ অফারের পণ্যের গুণগত মান ততটা ভালো হয় না। আবার নকল পণ্যও পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

ওয়েবসাইট বা পেজ থেকে পণ্য কিনতে সেটি ভালো কি না তা যাচাই করে নিতে হবে। এ রকম অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে প্রবেশের জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলতে বলা হয়। তাই যাচাই করে নেয়াটা প্রয়োজন।

অনেক সময় ছবি ও বাস্তব পণ্যের মিল পাওয়া যায় না, তাই পণ্য কেনার আগে পোশাকের রং, কাপড়ের কোয়ালিটি, সাইজ ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক তথ্য জেনে তারপর অনলাইনে অর্ডার করবেন।

যে কোম্পানি বা পেজ থেকে পণ্য কিনতে আগ্রহী প্রথমে ওই কোম্পানি বা পেজের সুনাম বা রিভিউ দেখে সঠিক মনে হলে তবেই পণ্য কিনতে উদগ্রীব হবেন।

বিভিন্ন প্রতিষ্ঠান উৎসব উপলক্ষে চটকদার বিজ্ঞাপন অনলাইনে প্রচার করে থাকে। যা দেখে অনেকেই নির্দিষ্ট পণ্য কিনলেও তা সঠিক পান না। ‘এই সুযোগ সীমিত সময়ের জন্য’ ‘ডেলিভারি চার্জ ফ্রি’ কিংবা ‘একটি কিনলে ২টি ফ্রি’ এ রকম অনেক মাধ্যম ব্যবহার করে ক্রেতাকে আরও আকৃষ্ট করে তোলে। তাই বিবেচনা করে পণ্য কেনার চেষ্টা করুন।

অনেক ওয়েবসাইট বা ফেসবুক পেজ ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা চেয়ে বসে, সেখান থেকে পণ্য কেনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সবচেয়ে ভালো হয় যদি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য কিনতে পারেন।

নিজের ব্যক্তিগত তথ্য যেকোনো ওয়েবসাইট বা প্রতিষ্ঠানে দেয়ার আগে তা নকল কি না যাচাই করুন। কেননা, প্রচারকচক্র বিখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানের অনলাইন ওয়েবসাইটের সবকিছু নকল করে থাকে। প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানা ‘https:’ দিয়ে শুরু হচ্ছে নাকি ‘http:’ তা ভালো ভাবে দেখে নিন। যদি প্রথমটি হয় তাহলে বুঝবেন সেটি সুরক্ষিত নয়।

এ ছাড়া বিভিন্ন অফারের পপআপ, ই-মেইলে পাওয়া কোনো ফিশিং লিংক কিংবা পাবলিক ওয়াইফাই ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কারণ এর ফলে হ্যাকাররা সহজেই আপনার ফোন হ্যাক করে বিভিন্ন তথ্য চুরি করে নিতে পারে।

The post অনলাইন কেনাকাটায় যে বিষয়গুলো খেয়াল রাখবেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>