পান্ডুল ইউনিয়ন Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=167 কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 11 Nov 2023 15:07:14 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png পান্ডুল ইউনিয়ন Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=167 32 32 উলিপুরে প্রকল্পের অর্থ আত্মসাত করে অন্য বিদ্যালয়ে বদলির অভিযোগ https://www.ulipur.com/?p=28150 Fri, 10 Nov 2023 10:00:37 +0000 https://www.ulipur.com/?p=28150 ।। উপজেলা প্রতিনিধি ।। উলিপুরে কাজ না করে প্রকল্পের অর্থ তুলে অন্য প্রতিষ্ঠানে বদলি হওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে ওই বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান বৃহস্পতিবার (০৯ নভেম্বর) উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি [...]

The post উলিপুরে প্রকল্পের অর্থ আত্মসাত করে অন্য বিদ্যালয়ে বদলির অভিযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে কাজ না করে প্রকল্পের অর্থ তুলে অন্য প্রতিষ্ঠানে বদলি হওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে ওই বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান বৃহস্পতিবার (০৯ নভেম্বর) উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উলিপুরের সিদ্ধান্ত মালতিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে পান্ডুল ইউনিয়নের সিদ্ধান্ত মালতিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রাণী। বিদ্যালয়টিতে ২০২২-২৩ অর্থ বছরে স্লিপ প্রকল্পের ৪৩ হাজার ৭০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। বৃহস্পতিবার (৩ আগস্ট) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালা রাণী প্রকল্পের ৩৫ হাজার টাকা উত্তোলন করেন। কিন্তু কাজ না করায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতিসহ অন্য সদস্যরা জানতে চাইলে তিনি টালবাহানা করেন। এরই মধ্যে রবিবার (২৯ অক্টোবর) গোড়াই পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে যান তিনি। বদলি হওয়ার পরদিন সোমবার (৩০ অক্টোবর) সভাপতির স্বাক্ষর জাল করে অবশিষ্ট ৮ হাজার ৭০০ টাকা তুলে আত্মসাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

একটি সূত্র জানায়, শুধু সিদ্ধান্ত মালতিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, উলিপুরের একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনা অহরহ। এসব অনিয়মে উপজেলা শিক্ষা অফিসের কতিপয় অসাদু কর্মকর্তা জড়িত রয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে।

এ বিষয়ে শিক্ষক মালা রাণী বলেন, অভিযোগের বিষয়টি ভুয়া ও ষড়যন্ত্র। প্রকল্পের কি কাজ করা হয়েছে এসব শিক্ষা অফিসে ডকুমেন্ট রয়েছে।

তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন, প্রকল্পের টাকা তুলে কাজ না করা এটা বড় ধরণের অনিয়ম। এছাড়াও তিনি যদি বদলি হওয়ার পরদিন টাকা উত্তোলন করে থাকেন সেটি কোনভাবেই মেনে নেওয়া হবে না। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

//নিউজ//উলিপুর//মালেক/নভেম্বর/০৯/২৩

The post উলিপুরে প্রকল্পের অর্থ আত্মসাত করে অন্য বিদ্যালয়ে বদলির অভিযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে ৬টি গ্রামের ১০ হাজার মানুষ https://www.ulipur.com/?p=27705 Sat, 21 Oct 2023 06:33:28 +0000 https://www.ulipur.com/?p=27705 ।। উপজেলা প্রতিনিধি ।। উলিপুরে গিদারী নদীতে অবস্থিত সেতুটি স্রোতে ভেঙে পড়েছে। সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে পান্ডুল ইউনিয়নের ৬টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোররাতে নদীর তীব্র স্রোতে সেতুর নিচের মাটি সরে গিয়ে সেতুটি ধসে পড়ে। পান্ডুল ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে গিদারী নদীর ওপর ওই সেতুর অবস্থান। [...]

The post উলিপুরে সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে ৬টি গ্রামের ১০ হাজার মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে গিদারী নদীতে অবস্থিত সেতুটি স্রোতে ভেঙে পড়েছে। সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে পান্ডুল ইউনিয়নের ৬টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোররাতে নদীর তীব্র স্রোতে সেতুর নিচের মাটি সরে গিয়ে সেতুটি ধসে পড়ে। পান্ডুল ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে গিদারী নদীর ওপর ওই সেতুর অবস্থান।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ১৯৬৯ সালে কাগজিপাড়া গ্রামে গিদারী নদীর ওপর সেতুটি নির্মিত হয়। এরপর থেকে সেতুটির কোনো সংস্কারকাজ হয়নি। এই সেতু দিয়ে পান্ডুল ইউনিয়নের কাগজিপাড়া, আমভদ্রপাড়া, চাকলিরপাড় ও জটিয়াপাড়াসহ আশপাশের ৬টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করত। গত মার্চে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গিদারী নদীর খননকাজ শুরু করে। খনন এখনো চলমান রয়েছে। এতে নদীতে পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় সেতুটি ভেঙে পড়ে।

পাউবোর নদী খনন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আবদুল আজীজ জানান, ওই সেতু প্রায় অর্ধশত বছর আগে নির্মাণ করা হয়েছিল। আর সেসময় সেতুটি অনেক উঁচুতে নির্মাণ করা হয়েছিল। খাল খননের পর সেতুর মুখ উঁচুতে উঠে যায়। সেতুর উজানে অতিরিক্ত পানি জমায় চাপ সহ্য করতে না পেরে ভাঙন দেখা দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০শ জিও ব্যাগ ব্যবহার করে পানির স্রোত কমানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু কোন ফল হয়নি। বৃহস্পতিবার ভোরে সেতুটি ভেঙে পড়েছে। বৃহস্পতিবার সকালে সেতু ভেঙে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোতালেব ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জমির উদ্দিন।

ইউপি সদস্য জমির উদ্দিন জানান, স্বাধীনতার আগে নির্মাণ করা সেতুটি সংস্কারের অভাবে ধসে পড়ায় পান্ডুল ইউনিয়নের প্রায় ৬ গ্রামের মানুষের চলাচলে অসুবিধা হলো। ভারী বৃষ্টিতে উজানে পানি জমে তীব্র স্রোতের কারণে সেতুর ভাটিতে ও উজানে প্রায় তিন ফিট পানির তফাৎ হয়। ফলে স্রোতে সেতুর ভাটিতে মাটি সরে গিয়ে বৃহস্পতিবার ভোররাতে ভেঙে পড়েছে। এর আগে ১১ অক্টোবর (বুধবার) সেতুর মাঝের পিলার সম্পূর্ণ ধসে যায়। বর্তমানে মানুষ পারাপারের জন্য অস্থায়ী বাঁশকাঠের সেতু তৈরি করার পরিকল্পনা হচ্ছে। সেটি হতেও প্রায় এক সপ্তাহ সময় লাগবে।

ইজিবাইকচালক আমভদ্রপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান বলেন, এই সেতুর ওপর দিয়ে ৬ গ্রামের মানুষ উপজেলা শহরসহ দুর্গাপুর হাট, মিনাবাজার ও পান্ডুল ইউনিয়নে যাতায়াত করতো। ইউনিয়নের কাগজিপাড়া পানের বরজ থেকে পান গাড়িতে করে জেলা শহরে নিয়ে যেতাম। সেতুটি ভেঙে পড়ায় ব্যবসা-বাণিজ্যসহ যোগাযোগের খুব অসুবিধা হয়ে গেল। ইজিবাইক নিয়ে শহরে যাব সে উপায় আর রইলো না। এখন ৪ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হবে।

উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহমুদুর রহমান জানান, তীব্র স্রোতে সেতুটির মাঝের পিলার ধসে গেলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেতুর দুই পাশে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড টাঙ্গানো হয়েছিল। বৃহস্পতিবার ভোররাতে সেতুটি ভেঙে যায় বলে শুনেছি। ইতিমধ্যে উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার কে সেতুটির জন্য উপরে প্রস্তাবনা পাঠানোর জন্য বলা হয়েছে। পথচারী চলাচলের জন্য গিদারী নদীর ওপরে অস্থায়ী সাঁকো তৈরি করার জন্য বরাদ্দ দিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকেও বলা হয়েছে।

//নিউজ//উলিপুর//মালেক/অক্টোবর/২১/২৩

The post উলিপুরে সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে ৬টি গ্রামের ১০ হাজার মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে পানির স্রোতে পিলার ভেঙ্গে যাওয়ার ঝুঁকিতে ব্রিজ https://www.ulipur.com/?p=27405 Tue, 10 Oct 2023 14:09:21 +0000 https://www.ulipur.com/?p=27405 ।। উপজেলা প্রতিনিধি ।। উলিপুরে ঝুঁকিতে রয়েছে গিদারী নদীর উপর নির্মিত একটি পুরাতন ব্রিজ। পান্ডুল ইউনিয়নের কাগজিপাড়া গ্রাম দিয়ে প্রবাহিত গিদারী নদীর উপর নির্মিত ব্রিজটি পাকিস্তান আমলের। কয়েক দিনের টানা বৃষ্টিতে পানির তীব্র স্রোতে যেকোন মুহূর্তে ধসে পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এই ব্রিজটি দিয়ে প্রতিদিন ওই ইউনিয়নের ৬ গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ প্রায় ১৫ হাজারের [...]

The post উলিপুরে পানির স্রোতে পিলার ভেঙ্গে যাওয়ার ঝুঁকিতে ব্রিজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে ঝুঁকিতে রয়েছে গিদারী নদীর উপর নির্মিত একটি পুরাতন ব্রিজ। পান্ডুল ইউনিয়নের কাগজিপাড়া গ্রাম দিয়ে প্রবাহিত গিদারী নদীর উপর নির্মিত ব্রিজটি পাকিস্তান আমলের।

কয়েক দিনের টানা বৃষ্টিতে পানির তীব্র স্রোতে যেকোন মুহূর্তে ধসে পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এই ব্রিজটি দিয়ে প্রতিদিন ওই ইউনিয়নের ৬ গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ প্রায় ১৫ হাজারের বেশি মানুষ যাতায়াত করে। ব্রিজটি ধসে গেলে চরম ভোগান্তিতে পড়বে এসব মানুষ। খবর পেয়ে বালুভর্তি জিওব্যাগ ফেলে ব্রিজটি রক্ষার চেষ্টা করছে পাউবো।

স্থানীয় কেউ কেউ খাল খননকে দায়ী করলেও পাউবো বলছে, স্থানীয় কিছু লোক মাছ ধরার জন্য ব্রিজের দুই ফটকের একটি বন্ধ করে দেয়। ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। এতে আরেকটি ফটকে তীব্র বেগে পানি প্রবাহিত হওয়ায় ব্রিজের ভাটিতে নিচের মাটি ভেসে যায়।

সরেজমিনে ঘুরে জানা গেছে, প্রায় ৫৫ বছর পূর্বে ১৯৬৮ সালে পান্ডুল ইউনিয়নের কাগজিপাড়া গ্রাম দিয়ে প্রবাহিত গিদারী নদীর উপর ১০ মিটার আয়তনের গ্রামীণ ব্রিজটি নির্মাণ কর হয়। গত বছর ওই নদীটি খনন করে পাউবো। এতে পানির স্রোত বেড়ে যায়। অন্যদিকে ব্রিজটির একাংশ বস্তা দিয়ে বেঁধে অন্য অংশে মাছ ধরে স্থানীয় কিছু লোকজন।

কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ফলে বৃষ্টির পানির স্রোত বেড়েছে। শনিবার (৭ অক্টোবর) রাতে ভারী বৃষ্টির পর ব্রিজের নিচের মাটি সরে যায়। মাঝের পিলারের অর্ধেক অংশ খসে যায়।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, চাকলিরপাড়, কাগজিপাড়া, আমভদ্রপাড়া ও জটিয়াপাড়াসহ ছয়-সাতটি গ্রামের দু’পাশের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার ১৫ হাজারের অধিক মানুষ চলাচল করে এ সড়কে। শিগগিরই ব্যবস্থা না নিলে লোকজনের খুব সমস্যা হবে।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা নিয়ম অনুযায়ী ব্রিজের দুই পাশে ৫০ মিটার করে খনন করি। এখানে তাই করা হয়েছে। ওই এলাকার লোকজন একদিক বন্ধ করে রাখায় এবং এ বছর বৃষ্টি বেশি হওয়াতে ঝুঁকিতে পড়ে। খবর পেয়ে ব্রিজটি রক্ষায় জিওব্যাগ ফেলা হয়েছে।

//নিউজ//উলিপুর//মালেক/অক্টোবর/১০/২৩

The post উলিপুরে পানির স্রোতে পিলার ভেঙ্গে যাওয়ার ঝুঁকিতে ব্রিজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার https://www.ulipur.com/?p=26038 Sun, 13 Aug 2023 10:09:09 +0000 https://www.ulipur.com/?p=26038 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে শয়নঘর থেকে রোকাইয়া আক্তার রিংকি (১৮) নামের এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, রবিবার (১৩ আগস্ট) পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম। জানা গেছে, কয়েকমাস আগে ওই এলাকার রেজাউল করিমের মেয়ে রিংকির বিয়ে হয়। স্বামী কর্মস্থলে থাকায় বিয়ের পর থেকে রিংকি [...]

The post উলিপুরে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে শয়নঘর থেকে রোকাইয়া আক্তার রিংকি (১৮) নামের এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, রবিবার (১৩ আগস্ট) পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম।

জানা গেছে, কয়েকমাস আগে ওই এলাকার রেজাউল করিমের মেয়ে রিংকির বিয়ে হয়। স্বামী কর্মস্থলে থাকায় বিয়ের পর থেকে রিংকি প্রায় সময় তার বাবার বাড়িতেই থাকতেন। শনিবার (১২ আগস্ট) রিংকির বাবা-মা বাড়িতে না থাকায় একাই ঘুমিয়েছিলেন তিনি। সকালে সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে রিংকির গলাকাটা লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাঝবিল এলাকার এক সেনা সদস্যের সঙ্গে রিংকির বিয়ে হয়। রিংকির স্বামী চাকরির সুবাদে চট্টগ্রামে থাকেন। শনিবার রাগ করে মেয়েটির বাবা তার কর্মস্থল লালমনিরহাটের পাটগ্রামে চলে যান। আর মেয়ের নানা বাড়িতে চলে যান তার মা। রাতে তার দাদা-দাদী এবং ছোট ভাই বাড়িতেই ছিল। অন্য ঘরে রিংকি একাই ঘরে ঘুমিয়ে পড়েন।

উলিপুর থানার ওসি (তদন্ত) তামবিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

//নিউজ//উলিপুর//মালেক/আগস্ট/১৩/২৩

The post উলিপুরে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে দুধের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ https://www.ulipur.com/?p=24837 Tue, 13 Jun 2023 11:26:46 +0000 https://www.ulipur.com/?p=24837 ।। নিউজ ডেস্ক ।।উলিপুরে দুই ঘন্টার মধ্যে সাত মাস বয়সের দুধের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, পান্ডুল ইউনিয়নের উত্তর আপুয়ারখাতা এলাকায় স্বামীর বাড়িতে পারিবারিক কলহের কারণে গৃহবধূর স্বামী তার ৭ মাস বয়সের দুধের শিশুকে নিজ বাড়ীতে রেখে তাকে বাড়ী থেকে বের করে দেয়। ওই গৃহবধূ পারিবারিকভাবে লোকজনের মাধ্যমে একাধিকবার শিশুটিকে [...]

The post উলিপুরে দুধের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে দুই ঘন্টার মধ্যে সাত মাস বয়সের দুধের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পান্ডুল ইউনিয়নের উত্তর আপুয়ারখাতা এলাকায় স্বামীর বাড়িতে পারিবারিক কলহের কারণে গৃহবধূর স্বামী তার ৭ মাস বয়সের দুধের শিশুকে নিজ বাড়ীতে রেখে তাকে বাড়ী থেকে বের করে দেয়। ওই গৃহবধূ পারিবারিকভাবে লোকজনের মাধ্যমে একাধিকবার শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে উলিপুর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দারস্থ হলে তাৎক্ষণিকভাবে পুলিশ বিষয়টি আমলে নিয়ে দুই ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়।

এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন জানান, বিষয়টি জানার পর শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

//নিউজ//উলিপুর//জাহিদ/জুন/১৩/২৩

The post উলিপুরে দুধের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
পান চাষে স্বাবলম্বী উলিপুরের প্রায় ৩ শতাধিক চাষি https://www.ulipur.com/?p=24103 Tue, 09 May 2023 14:05:23 +0000 https://www.ulipur.com/?p=24103 ।। নিউজ ডেস্ক ।। একটি পানের বরজ থাকলেই সারা বছরের বাজার খরচ নিয়ে আর চিন্তা থাকেনা। উৎপাদন খরচ কম, লাভ বেশি। তাই বছরের পর বছর বংশ পরম্পরায় পান চাষ করেন উলিপুরের পান্ডুল ইউনিয়নের মানুষ। শুধু এ ইউনিয়নেই প্রায় ৩ শতাধিক চাষি বরজে পান চাষ করে স্বাবলম্বী হয়েছেন। এ সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে আশেপাশের এলাকাতেও ছড়িয়ে [...]

The post পান চাষে স্বাবলম্বী উলিপুরের প্রায় ৩ শতাধিক চাষি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
একটি পানের বরজ থাকলেই সারা বছরের বাজার খরচ নিয়ে আর চিন্তা থাকেনা। উৎপাদন খরচ কম, লাভ বেশি। তাই বছরের পর বছর বংশ পরম্পরায় পান চাষ করেন উলিপুরের পান্ডুল ইউনিয়নের মানুষ। শুধু এ ইউনিয়নেই প্রায় ৩ শতাধিক চাষি বরজে পান চাষ করে স্বাবলম্বী হয়েছেন। এ সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ছে পান চাষ।

সরেজমিন দেখা গেছে, পান্ডুল ইউনিয়নের সাতঘড়িপাড়া, আপুয়ারখাতা, খামার, মহিষমুড়ি, কাগজীপাড়া, ঝাড়ভাঙা, পান্ডুলসহ অনেক গ্রামে কৃষকরা গড়ে তুলেছেন পানবরজ। আবাদি জমি কিছুটা উঁচু করে পান গাছ রোপণ করেছেন। চারার উপর বাঁশ ও খড়ের মাচা তৈরি করেছেন।

আপুয়ারখাতা খামার গ্রামের পানচাষি নুর ইসলাম জানান, তিনি ৪০ শতক জমিতে পান চাষ করেছেন। এ জমিতে ২৫ বছর আগেই এ বরজ তৈরি করেন তার বাবা। যাদের পান বরজ থাকে তাদেরকে বলা হয় বারাই। তার বাবা শামসুল বারাই, দাদা শরফুদ্দিন বারাইসহ পূর্ব পুরুষদের নামের সঙ্গে বরাই শব্দটি যুক্ত থাকায় এ এলাকায় বহু বছর ধরে পান চাষের প্রমাণ মেলে। এমনকি পান এবং হাটে পান বিক্রির ডুল (ডালি) থেকে এ এলাকার নামকরণ পান্ডুল হয়েছে বলে জানান তিনি। এ জমিতে তিনি বছরে ৫০ হাজার টাকা খরচ করে দেড় লাখ টাকারও বেশি পান বিক্রি করেন বলে জানান তিনি। তার ভাই নুর হাদীর বরজ রয়েছে ১৩ শতক জমিতে। তিনি জানান, রংপুর অঞ্চলে পান সুপারির চাহিদা বেশি। দক্ষিণাঞ্চল থেকে মুলত পানের সরবারহ আসলেও স্থানীয়ভাবে উৎপাদিত পান দিয়ে অনেক চাহিদা পূরণ হচ্ছে। বিশেষ করে পান্ডুলের পান স্থানীয় জাতের, তাতে খৈল ব্যবহার করা হয় এবং রাসায়নিক সার ব্যবহার হয় সীমিত। তাই এ পান বেশি সুস্বাদু বলে জানান তিনি।

সাতঘড়ি পাড়ার পানচাষি এরশাদুল হক জানান, পান চাষে ঝক্কি ঝামেলা কম। বাঁশ, খড়, মাটি, খৈল ও গোরব ব্যবহার করা হয় বরজ তৈরিতে । সামান্য রাসায়নিক সার ব্যবহার করা হয়। রোগ ব্যাধি দেখা দিলে খুব সীমিত পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয় মাঝেমধ্যে।

পানচাষিরা জানান, পান বিক্রির জন্য কোথাও যেতে হয়না। স্থানীয় পান্ডুল বাজারে সপ্তাহে দুদিন খুব ভোরে পানের বাজার বসে। ৮০টি পান ৮০-১৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিভিন্ন এলাকার পাইকাররা এসে কিনে নিয়ে যান। তাই বাজারজাত নিয়ে কোন সমস্যা নেই।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, জেলায় মোট ২৮ হেক্টর জমিতে ৩৯৫টি বরজ তৈরি করা হয়েছে। বছরে পানের উৎপাদন হয় ২০৫ মেট্রিক টন। এছাড়া পানের বরজের সংখ্যা বৃদ্ধি ছাড়াও সুপারি গাছে পান ও চুঁই ঝাল চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

The post পান চাষে স্বাবলম্বী উলিপুরের প্রায় ৩ শতাধিক চাষি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ছেলের বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ https://www.ulipur.com/?p=23635 Sun, 09 Apr 2023 10:51:57 +0000 https://www.ulipur.com/?p=23635 ।। নিউজ ডেস্ক ।।উলিপুরে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধ মাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মা সাহেরা বেগম (৬৫) থানায় লিখিত অভিযোগ দেয়ার তিন দিন পেরিয়ে গেলেও কোন সুরাহা মেলেনি। ছেলের হামলায় আহত ও আতঙ্কিত ওই মা নিরাপত্তাহীনতায় বর্তমানে তার মেয়ের বাড়িতে অবস্থান করছেন। বুধবার (৫ এপ্রিল) বিকালে উপজেলার পান্ডুল ইউনিয়নের তনুরাম এলাকায় [...]

The post উলিপুরে ছেলের বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধ মাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মা সাহেরা বেগম (৬৫) থানায় লিখিত অভিযোগ দেয়ার তিন দিন পেরিয়ে গেলেও কোন সুরাহা মেলেনি। ছেলের হামলায় আহত ও আতঙ্কিত ওই মা নিরাপত্তাহীনতায় বর্তমানে তার মেয়ের বাড়িতে অবস্থান করছেন। বুধবার (৫ এপ্রিল) বিকালে উপজেলার পান্ডুল ইউনিয়নের তনুরাম এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাহেরা বেগম তনুরাম গ্রামের মৃত আব্দুস ছালামের স্ত্রী। তার ছেলের নাম শাহাদৎ আলী মুকুল (৪২) ও পুত্রবধূর নাম মাসুদা আক্তার ঝর্ণা (৩৬)।

অভিযোগ সূত্রে জানা গেছে, পান্ডুল ইউনিয়নের তনুরাম এলাকায় সাহেরা বেগম দুই ছেলেসহ স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন। গত ৫ এপ্রিল পারিবারিক বিষয় নিয়ে বড় ছেলে শাহাদৎ আলী মুকুল (৪২) এর সাথে ঝগড়া বিবাদ শুরু হয়। এ সময় মুকুল ও তার স্ত্রী ওই বৃদ্ধাকে গলা ধরে ধাক্কা দেন ও সুপারির গাছের বাকল দিয়ে মারধর করে আহত করেন। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় দুই দিন চিকিৎসা শেষে তিনি নিরাপত্তার কথা চিন্তা করে বাড়িতে না গিয়ে মেয়ের বাড়িতে আশ্রয় নেন বলে জানা গেছে।

ভুক্তভোগী সাহেরা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পর বুধবার (৫ এপ্রিল) রাতেই আমি থানায় লিখিত অভিযোগ করেছি। পরদিন থানা থেকে পুলিশ বিষয়টি তদন্ত করতে প্রথমে আমার এলাকায় ও পরে হাসপাতালে গিয়ে আমার কাছে বিস্তারিত শোনে। ভর্তি হওয়ার দুইদিন পর আমি কিছুটা সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে মেয়ের বাড়িতে চলে যাই। সেদিন থেকে মেয়ের বাড়িতেই অবস্থান করছি। ছেলে ও ছেলে বউয়ের ভয়ে আমি আমার বাড়িতে যেতে পারছি না। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। আমাকে মেরে ফেলার হুমকি দেয়। ওই বাড়িতে নাকি আমার কোনও অধিকার নাই। তাহলে এই বয়সে আমি কোথায় যাবো, কার কাছে বিচার চাইবো।’

ছেলের হাতে আগেও একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে ভুক্তভোগী এই মা আরও বলেন, ‘অভিযোগ দেয়ার কয়েক দিন পেড়িয়ে গেলেও থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তারা আমাকে মিমাংসা করতে বলে। আগেও মিমাংসা করে দিছে। তারপরও আমাকে মারে। এখনও নির্যাতন করছে। মিমাংসা না, আমি অমন ছেলে ও ছেলের স্ত্রীর বিচার চাই।’

ছেলে শাহাদৎ আলী মুকুল মাকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এ গুলো ভন্ডামি কথা। আমি মাকে মারধর করিনি। এছাড়া আমার স্ত্রী ঘর থেকে বাহিরে বের হয়না। মাকে মারধর করার প্রশ্নই উঠে না।’ পারিবারিক বিরোধে এসব অভিযোগ করা হচ্ছে জানিয়ে মুকুল বলেন, ‘ঘটনার দিন মা আমার বোনের বাড়িতে ছিলেন। আমার ছোট ভাইয়ের সাথে আমার ধস্তাধস্তির খবরে মা বাড়িতে এসে কোনও কিছু না শুনে আমাকে ধরছে। এসময় তাকে অন্যরা ছুটিয়ে নিয়েছে। এ বিষয়টি আমার ছোট ভাই ও ভগ্নিপতি বাড়ানোর চেষ্টা করছে।’

থানা পুলিশ বলছেন, মা-ছেলের দ্বন্দ্বের বিষয়ে এর আগেও থানায় অভিযোগ হয়েছিল। তখন উভয় পক্ষকে নিয়ে মিমাংসা করা হয়েছে। এবারও ভুক্তভোগী মা নির্যাতনের অভিযোগে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি মিমাংসার চেষ্টার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে এবার ভুক্তভোগী মা মিমাংসায় আগ্রহী নন।

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এক পুত্রবধূর কারণে বারবার বিরোধ তৈরি হচ্ছে। এবার ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। আমরা অভিযোগটি জিডি মূলে গ্রহণ করে আদালতে পাঠিয়েছি। পাশাপাশি মা-ছেলের মধ্যে মিমাংসা করার চেষ্টা করা হচ্ছে।’

//নিউজ/উলিপুর//চন্দন /এপ্রিল/০৯/২৩

The post উলিপুরে ছেলের বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ডু সামথিং ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ https://www.ulipur.com/?p=21769 Fri, 13 Jan 2023 10:55:39 +0000 https://www.ulipur.com/?p=21769 ।। নিউজ ডেস্ক ।।শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে উলিপুরে ১০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল নিতে আসা আমেনা বেগম নামে একজন নারী বলেন, শীতবস্ত্র কেনার সামর্থ নেই। ঠান্ডায় খুব কষ্ট হয়। কম্বল পেয়ে ভালো লাগছ। আর ঠান্ডায় কাঁপতে হবে না। ডু সামথিং [...]

The post উলিপুরে ডু সামথিং ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে উলিপুরে ১০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল নিতে আসা আমেনা বেগম নামে একজন নারী বলেন, শীতবস্ত্র কেনার সামর্থ নেই। ঠান্ডায় খুব কষ্ট হয়। কম্বল পেয়ে ভালো লাগছ। আর ঠান্ডায় কাঁপতে হবে না।

ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলাম বলেন, উত্তরের জেলাগুলোর মধ্যে কুড়িগ্রামে শীত একটু বেশি পড়ে। এজন্য প্রতিবছর শীতে আমরা এ জেলায় শীতবস্ত্র দিয়ে থাকি। আগামীতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের কষ্ট লাঘবে দেশের ২৫টি জেলার ২৭টি স্থানে ২ হাজার ৭০০ টির বেশি কম্বল দিয়েছে ‘ডু সামথিং ফাউন্ডেশন’।

The post উলিপুরে ডু সামথিং ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় উলিপুরে এক স্কুল শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ https://www.ulipur.com/?p=17802 Fri, 17 Jun 2022 14:28:55 +0000 https://www.ulipur.com/?p=17802 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করেছে দুলাল মিয়া নামে এক বখাটে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ভূক্তভোগি শিক্ষার্থীর পরিবার। ঘটনার পর থেকে স্কুল যাওয়া বন্ধ করেছেন ওই শিক্ষার্থী। এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ শিক্ষার্থীর পিতা। ঘটনাটি গত ৮জুন (বুধবার) উপজেলার পান্ডুল ইউনিয়নে। অভিযোগ ও [...]

The post প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় উলিপুরে এক স্কুল শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করেছে দুলাল মিয়া নামে এক বখাটে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ভূক্তভোগি শিক্ষার্থীর পরিবার। ঘটনার পর থেকে স্কুল যাওয়া বন্ধ করেছেন ওই শিক্ষার্থী। এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ শিক্ষার্থীর পিতা। ঘটনাটি গত ৮জুন (বুধবার) উপজেলার পান্ডুল ইউনিয়নে।

অভিযোগ ও ভূক্তভোগি পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পান্ডুল ইউনিয়নের আমভদ্র পাড়া গ্রামের সাইফুল ইসলামের বখাটে পুত্র দুলাল মিয়া (১৯), পান্ডুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে হয়রানি করে আসছিল। একপর্যায়ে ওই শিক্ষার্থী দুলালের প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি দুলালের পিতা সাইফুল ইসলামকে অবগত করেন। সাইফুল নিজের ছেলেকে শাসন না করে উল্টো শিক্ষার্থীর বাবাকে বিভিন্ন ধরনের ভৎসনা এবং শাসাতে থাকে। পরে (৮ জুন) বুধবার ওই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার সময় বখাটে দুলাল তার পথরোধ করেন। একপর্যায়ে আমগাছের ডাল ভেঙে শিক্ষার্থীর মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তার মাথায় ৫টি সেলাই দেন। এ ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী স্কুল যাওয়া বন্ধ করেছে বলে জানায় তার পরিবার।

এ বিষয়ে পান্ডুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামিউল ইসলাম (বিএসসি) বলেন, অসুস্থ্যতার কারণে ছুটিতে ছিলাম। তবে গত তিন দিন ধরে তাকে (ওই শিক্ষার্থী) ক্লাসে পাওয়া যাচ্ছে না।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

//নিউজ/উলিপুর//মালেক/জুন/১৭/২২

The post প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় উলিপুরে এক স্কুল শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ডু সামথিং ফাউন্ডেশনের ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ https://www.ulipur.com/?p=17624 Sat, 04 Jun 2022 16:20:22 +0000 https://www.ulipur.com/?p=17624 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “ডু সামথিং ফাউন্ডেশন” এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যেখানে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। শনিবার (০৪ জুন) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার ঢেকিয়ারাম বটতলী সরকারি প্রাথমিক স্কুল মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি [...]

The post উলিপুরে ডু সামথিং ফাউন্ডেশনের ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “ডু সামথিং ফাউন্ডেশন” এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যেখানে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

শনিবার (০৪ জুন) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার ঢেকিয়ারাম বটতলী সরকারি প্রাথমিক স্কুল মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চিকিৎসা নিতে আসা আমিনা বেওয়া বলেন, টাকার অভাবে ৬০ বছরের জীবনে কোনোদিন এমবিবিএস চিকিৎসক দেখাতে পারিনি। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসক দেখিয়ে ওষুধ পেলাম। আমাদের গ্রামে এরকম মেডিকেল ক্যাম্প আরও চাই।

ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলাম বলেন, আমরা সারাদেশে গরীব রোগীদের কষ্ট লাঘবে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। এটি আমাদের ৫৩ তম মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে যারা জটিল রোগ নিয়ে আসেন তাদের ফলোআপ চিকিৎসাও দিয়ে থাকি আমরা।

পান্ডুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, চিকিৎসকদের মহান এই উদ্যোগে অনেক গরীব মানুষ উপকৃত হচ্ছে। আশা করি এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় স্কুল, স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা ও মেডিকেল ক্যাম্পসহ নানা ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ‘ডু-সামথিং ফাউন্ডেশন’। অবহেলিত, হতদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী শ্রেণির মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে তদের পাশে রয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ বন্যায় শুকনা খাবার, অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে ঘরবাড়ি তৈরি করে দিয়ে থাকে তারা।

The post উলিপুরে ডু সামথিং ফাউন্ডেশনের ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>