বইমেলা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=232 কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 17 Feb 2024 15:26:45 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png বইমেলা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=232 32 32 উলিপুরে শেষ হলো ২৮তম বইমেলা https://www.ulipur.com/?p=30569 Sat, 17 Feb 2024 15:26:45 +0000 https://www.ulipur.com/?p=30569 ।। উপজেলা প্রতিনিধি ।। “তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর” এ প্রতিপাদ্য ধারণ করে উলিপুরে সপ্তাহব্যাপী ২৮তম উলিপুর বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিজয় মঞ্চ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য জুলফিকার আলী। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি [...]

The post উলিপুরে শেষ হলো ২৮তম বইমেলা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
“তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর” এ প্রতিপাদ্য ধারণ করে উলিপুরে সপ্তাহব্যাপী ২৮তম উলিপুর বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিজয় মঞ্চ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য জুলফিকার আলী।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বইমেলা পরিচালনা কমিটির সমন্বয়কারী জিয়ন রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তপন সেনগুপ্ত, জেলা আওয়ামী লীগের সদস্য ও সমাজসেবক সাজাদুর রহমান তালুকদার সাজু। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ জুলফিকার আলী সেনা, উলিপুর মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক মিজানুর রহমান বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।

রাতে ফ্রেন্ডস ফেয়ারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

//নিউজ//উলিপুর//মালেক/ফেব্রুয়ারি/১৭/২৪

The post উলিপুরে শেষ হলো ২৮তম বইমেলা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=7828 Sun, 03 Mar 2019 05:01:00 +0000 https://www.ulipur.com/?p=7828 ।। আব্দুল মালেক ।। “তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর” স্লোগানকে ধারণ করে উলিপুরে মহান ভাষা শহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে কাঁচারী মাঠে ২৪তম বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সদস্য [...]

The post উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। আব্দুল মালেক ।।
“তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর” স্লোগানকে ধারণ করে উলিপুরে মহান ভাষা শহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার রাত ৮টায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে কাঁচারী মাঠে ২৪তম বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সদস্য ঋত্তিক সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বি.এম.এ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী প্রভাষক মোঃ শাহীনুর আলমগীর, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রভাষক স.ম আল মামুন সবুজ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাবেক কর কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ। শেষে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদের পরিবেশনায় আমরা করবো জয় অনুষ্ঠান পরিবেশিত হয়।

The post উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে চলছে সপ্তাহব্যাপী বইমেলা https://www.ulipur.com/?p=7806 Thu, 28 Feb 2019 11:01:24 +0000 https://www.ulipur.com/?p=7806 ।। নিউজ ডেস্ক ।।‘উলিপুর বইমেলা হোক উত্তর অঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা’ উলিপুরের সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফ্রেন্ডস ফেয়ার এর আয়োজনে শনিবার (২৩ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ১১টার দিকে সপ্তাহব্যাপী ২৪তম উলিপুর বইমেলার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। উদ্বোধন অনুষ্ঠানে সুদেব সরকার সৌরভের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক [...]

The post উলিপুরে চলছে সপ্তাহব্যাপী বইমেলা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
‘উলিপুর বইমেলা হোক উত্তর অঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা’ উলিপুরের সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফ্রেন্ডস ফেয়ার এর আয়োজনে শনিবার (২৩ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ১১টার দিকে সপ্তাহব্যাপী ২৪তম উলিপুর বইমেলার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

উদ্বোধন অনুষ্ঠানে সুদেব সরকার সৌরভের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর বি সার্কেল আল মাহমুদ হাসান, উলিপুর থানার ওসি তদন্ত মোঃ আনোয়ারুল ইসলাম, উলিপুর উদীচীর সভাপতি মিনহাজ আহমেদ মুকুল, বিশিষ্ট শিক্ষানুরাগী বাবু হরি গোপাল সরকার, ফ্রেন্ডস ফেয়ার এর জুলফিকার আলী প্রমুখ।

উলিপুর বইমেলার অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে উলিপুরের একমাত্র অনলাইন প্লাটফর্ম উলিপুর ডট কম ও সহযোগিতায় সরকার প্লাস্টিক সেন্টার।

The post উলিপুরে চলছে সপ্তাহব্যাপী বইমেলা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অমর একুশে গ্রন্থমেলায় বাবা-ছেলের ৪ বই https://www.ulipur.com/?p=7792 Tue, 19 Feb 2019 04:56:38 +0000 https://www.ulipur.com/?p=7792 ।। নিউজ ডেস্ক ।। অমর একুশে গ্রন্থমেলায় লেখক হায়দার বসুনিয়া এবং শাহজাদা বসুনিয়ার দুইটি করে উপন্যাস প্রকাশিত হয়েছে। নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ছেলে শাহজাদা বসুনিয়া। হায়দার বসুনিয়া রচিত উপন্যাস দুটির নাম হল ‘কবিরের ভিটা-মাটি’ ও ‘কামনা’। আর শাহজাদা বসুনিয়ার লেখা উপন্যাস দুটির নাম হল ‘A Cruel Father’ ও ‘The Credit Cards’ । চারটি বই প্রকাশিত [...]

The post অমর একুশে গ্রন্থমেলায় বাবা-ছেলের ৪ বই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
অমর একুশে গ্রন্থমেলায় লেখক হায়দার বসুনিয়া এবং শাহজাদা বসুনিয়ার দুইটি করে উপন্যাস প্রকাশিত হয়েছে। নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ছেলে শাহজাদা বসুনিয়া।

হায়দার বসুনিয়া রচিত উপন্যাস দুটির নাম হল ‘কবিরের ভিটা-মাটি’ ও ‘কামনা’। আর শাহজাদা বসুনিয়ার লেখা উপন্যাস দুটির নাম হল ‘A Cruel Father’ ও ‘The Credit Cards’ । চারটি বই প্রকাশিত হয়েছে বিশ্ব সাহিত্য ভবন থেকে। এ বছরের বই মেলার ৫০৪-৫০৭ নং স্টলে পাওয়া যাচ্ছে বইগুলো।

সঙ্গত, হায়দার বসুনিয়া দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় শিক্ষকতা করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএড কোর্স সম্পন্ন করেন। ২০০৪ সালে শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর এখন পর্যন্ত তার লেখা ২৮টি সাহিত্য বই প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, শাহজাদা বসুনিয়া একজন ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা। বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং পাবলিক অ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত আছেন। এ পর্যন্ত তার লেখা ১০টি বই প্রকাশিত হয়েছে।

The post অমর একুশে গ্রন্থমেলায় বাবা-ছেলের ৪ বই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক https://www.ulipur.com/?p=5647 Sun, 25 Feb 2018 15:04:47 +0000 http://www.ulipur.com/?p=5647 নিউজ ডেস্ক: বাংলাদেশের পাঠক বইমেলার বাইরে বই কেনেন কিনা—এমনটি দেখার জন্য বাংলা ট্রিবিউন-ডিএলএফ জরিপে একটি প্রশ্ন করা হয়। ‘বইমেলার পর শেষ কবে বই কিনেছেন?’ এমন প্রশ্নের জবাবে দেখা গেছে, চলতি বছরের বইমেলার বাইরে বই কেনেননি অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী। এর মধ্যে একটি অংশ বইমেলার পর কেবল ঢাকা লিট ফেস্টেই বই কিনেছেন। অংশগ্রহণকারীদের এক তৃতীয়াংশের বেশি (৩৮.৪০%) [...]

The post মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্ক:
বাংলাদেশের পাঠক বইমেলার বাইরে বই কেনেন কিনা—এমনটি দেখার জন্য বাংলা ট্রিবিউন-ডিএলএফ জরিপে একটি প্রশ্ন করা হয়। ‘বইমেলার পর শেষ কবে বই কিনেছেন?’ এমন প্রশ্নের জবাবে দেখা গেছে, চলতি বছরের বইমেলার বাইরে বই কেনেননি অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী। এর মধ্যে একটি অংশ বইমেলার পর কেবল ঢাকা লিট ফেস্টেই বই কিনেছেন।

অংশগ্রহণকারীদের এক তৃতীয়াংশের বেশি (৩৮.৪০%) জানিয়েছেন, তারা বইমেলার পর আর কখনও বই কেনেননি। বাকিদের মধ্যে ১৮.৬০ শতাংশ জানিয়েছেন বইমেলার পর কেবল লিট ফেস্টেই বই কিনেছেন তারা।

এছাড়া ৪৩ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, বইমেলা শেষ হওয়ার পর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে তারা একবার বই কিনেছেন।

প্রিয়জনের জন্মদিনে কখনও বই উপহার দিয়েছেন কিনা? এমন প্রশ্নের জবাবে ৫০০ জনের মধ্যে ৭৩.৬০ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, তারা প্রিয়জনের জন্মদিনে ইতোপূর্বে বই উপহার দিয়েছেন। বাকিরা কখনও বই উপহার দেননি।

সুত্র:বাংলা ট্রিবন

The post মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু https://www.ulipur.com/?p=5571 Sun, 18 Feb 2018 09:25:36 +0000 http://www.ulipur.com/?p=5571 জরিফ উদ্দিনঃ “উলিপুর বইমেলা হউক, রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা” এই স্লোগানে উলিপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। রোববার (১৮ ফেব্রুয়ারি ২০১৮) দুপুর ১২ টার দিকে উলিপুর কাচারিতে ২৩ তম উলিপুর বইমেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। কাওসার জামান সৌরভের সভাপতিত্বে বক্তব্য রাখেন উলিপুর পৌরসভার মেয়র মো. তারিক আবু [...]

The post উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরিফ উদ্দিনঃ
“উলিপুর বইমেলা হউক, রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা” এই স্লোগানে উলিপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। রোববার (১৮ ফেব্রুয়ারি ২০১৮) দুপুর ১২ টার দিকে উলিপুর কাচারিতে ২৩ তম উলিপুর বইমেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া।

কাওসার জামান সৌরভের সভাপতিত্বে বক্তব্য রাখেন উলিপুর পৌরসভার মেয়র মো. তারিক আবু আলা, উলিপুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক বাবু হরি গোপাল সরকার, উলিপুর এমএস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কাসেম, বিশিষ্ট সমাজ সেবক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, সমাজ সেবক ও অধ্যাপক আব্দুল মতিন ছাড়াও উলিপুরের সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।

মেলা আজ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন।

The post উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই https://www.ulipur.com/?p=5524 Thu, 08 Feb 2018 17:31:58 +0000 http://www.ulipur.com/?p=5524 এ.এস.জুয়েল : এবার অমর একুশে বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বই দুটি হচ্ছে, ‘অমোঘ সায়াহ্ন’ এবং ‘হংস সংলাপ ও রঙিন চশমা’। বই দুটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী। কবিতার বই দুটির প্রচ্ছদ করেছেন নাসিম আহমেদ। বই দুটির মূল্য যথাক্রমে ১৫০ টাকা। বই দুটি পাওয়া যাবে বইমেলার ৪৭৫-৪৭৮ নম্বর স্টলে। হায়দার বসুনিয়া বলেন, [...]

The post বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
এ.এস.জুয়েল :
এবার অমর একুশে বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বই দুটি হচ্ছে, ‘অমোঘ সায়াহ্ন’ এবং ‘হংস সংলাপ ও রঙিন চশমা’। বই দুটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী। কবিতার বই দুটির প্রচ্ছদ করেছেন নাসিম আহমেদ। বই দুটির মূল্য যথাক্রমে ১৫০ টাকা। বই দুটি পাওয়া যাবে বইমেলার ৪৭৫-৪৭৮ নম্বর স্টলে।

হায়দার বসুনিয়া বলেন, “হংস সংলাপ ও রঙিন চশমা” তে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে, হংসকে অবহেলা করা যায় না । তাদের অবহেলা করলেও তারা মানুষের চেয়েও বেশি সুখি। আর, অমোঘ সায়াহ্ন মানব জীবনে আসবেই, উপায় নাই, এটা মেনে নিতে হবে ।

পাঠকদের কছে কেমন লাগবে আপনার কবিতার বই এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, Man is blind to his own fault. কবিতা কেমন লাগবে এটা পাঠকরা বিচার করবে ।

The post বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়াকে উলিপুর ডট কম সাহিত্য সম্মাননা ২০১৭ প্রদান https://www.ulipur.com/?p=3366 Sat, 11 Mar 2017 16:40:56 +0000 http://www.ulipur.com/?p=3366 এ.এস.জুয়েল: আজ বিকাল তিন ঘটিকায় নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়াকে বাংলা সাহিত্যে অবদানের জন্য উলিপুর ডট কম সাহিত্য সম্মাননা ২০১৭ প্রদান করা হয়। উলিপুর ডট কমের সহঃ সম্পাদক জরীফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও মানবাধিকার কর্মী, আইনজীবী আব্দুস সালাম। আরও উপস্থিত ছিলেন উলিপুর ডট কমের প্রতিবেদক শাহিনুল ইসলাম লিটন, ওয়ারেছ আলী, শাহাদত [...]

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়াকে উলিপুর ডট কম সাহিত্য সম্মাননা ২০১৭ প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
এ.এস.জুয়েল:
আজ বিকাল তিন ঘটিকায় নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়াকে বাংলা সাহিত্যে অবদানের জন্য উলিপুর ডট কম সাহিত্য সম্মাননা ২০১৭ প্রদান করা হয়। উলিপুর ডট কমের সহঃ সম্পাদক জরীফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও মানবাধিকার কর্মী, আইনজীবী আব্দুস সালাম। আরও উপস্থিত ছিলেন উলিপুর ডট কমের প্রতিবেদক শাহিনুল ইসলাম লিটন, ওয়ারেছ আলী, শাহাদত হোসেন শুভ, তালাত মাহমুদ, আল সাবাহ হৃদয়, আতিক মেসবাহ লগ্ন ও কবি রোকনুজ্জামান তোহা ছাড়াও প্রমূখ ব্যক্তি বর্গ। উলিপুর ডট কমের সহ সম্পাদক জরীফ উদ্দীন বলেন, উলিপুর ডট কম শুধু মাত্র নিউজ পোর্টাল নয় এটি উলিপুরের প্রগতি ও তারুণের জন্য বিভিন্ন সমাজ উন্নয়নমুখী কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, উলিপুর ডট কম লেখালেখি ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করবেন এরই ধারাবাহিকতায় আমরা নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করলাম। যার অসংখ্য লেখায় উলিপুরের ইতিহাস-ঐতিহ্য ও সমাজ ব্যবস্থা ফুটে উঠে। উলিপুর ডট কম এই কাজ থেমে রাখবে না। লেখক হায়দার বসুনিয়া আমাদের সংবাদ দাতাকে জানান তিনি যদিও সম্মাননা কিংবা ক্রেস্ট এর জন্য লেখালেখি করেন না তারপরও উলিপুর ডট কম যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে তাতে তিনি অত্যন্ত খুশি। তিনি চান উলিপুর ডট কম তার লক্ষ্য পূরণে এগিয়ে যাক।

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়াকে উলিপুর ডট কম সাহিত্য সম্মাননা ২০১৭ প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর বইমেলায় নৃত্য প্রতিযোগিতার ফলাফল প্রকাশ https://www.ulipur.com/?p=3291 Tue, 28 Feb 2017 08:41:39 +0000 http://www.ulipur.com/?p=3291 শাহাদাত হোসেন (শুভ): গতকাল  সকাল ১০ ঘটিকায় কাচারীতে অনুষ্ঠিত ২২তম উলিপুর বইমেলায় নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে ফ্রেন্ডস ফেয়ার । এতে শিশু বিভাগে বিশেষ পুরষ্কার বিজয়ী উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিয়া যাবিদ স্নেহা। ক বিভাগে ১ম স্থান অধিকার করেন এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল এর প্রাপ্তি সাহা। খ বিভাগে ১ম স্থান অধিকার করেন এন এস [...]

The post উলিপুর বইমেলায় নৃত্য প্রতিযোগিতার ফলাফল প্রকাশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহাদাত হোসেন (শুভ):
গতকাল  সকাল ১০ ঘটিকায় কাচারীতে অনুষ্ঠিত ২২তম উলিপুর বইমেলায় নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে ফ্রেন্ডস ফেয়ার । এতে শিশু বিভাগে বিশেষ পুরষ্কার বিজয়ী উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিয়া যাবিদ স্নেহা। ক বিভাগে ১ম স্থান অধিকার করেন এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল এর প্রাপ্তি সাহা। খ বিভাগে ১ম স্থান অধিকার করেন এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের দিপান্বিতা দেব, ২য় স্থান অধিকার করেন উলিপুর কিন্ডার গার্টেন এর মাশুরা আমিন। গ বিভাগে বিশেষ পুরষ্কার বিজয়ী ক্লাসিক রেসিডেন্সিয়াল স্কুলের মানিশা। ঘ বিভাগে বিশেষ পুরষ্কার বিজয়ী সিনু আক্তার। ঙ বিভাগে বিশেষ পুরষ্কার বিজয়ী রংপুর কারমাইকেল কলেজ – এর সৌমিক দে রাম। আজ ২৮ ফেব্রুয়ারী সকলের হাতে পুরষ্কার তুলে দেও্য়া হবে।

উল্লেখ্য, এবারের বইমেলায় মিডিয়া পার্টনার হিসেবে বিশেষ দায়িত্বে আছে অনলাইন পোর্টাল উলিপুর ডট কম

The post উলিপুর বইমেলায় নৃত্য প্রতিযোগিতার ফলাফল প্রকাশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আজ শেষ হতে যাচ্ছে ২২তম উলিপুর বইমেলা https://www.ulipur.com/?p=3288 Tue, 28 Feb 2017 08:24:30 +0000 http://www.ulipur.com/?p=3288 জরীফ উদ্দীনঃ আজ শেষ হতে যাচ্ছে উলিপুর কাচারি মাঠে অনুষ্ঠিত ফ্রেন্ডস ফেয়ার কর্তৃক আয়োজিত ২২তম উলিপুর বইমেলা। গত ২২ ফেব্রুয়ারীতে মেলা আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলা উদ্বোধন করেন প্রবাসী লেখক আবু রায়হান। আজ সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুরুল আমিন। সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন ফ্রেন্ডস ফেয়ারের যুগ্ম আহ্বায়ক [...]

The post আজ শেষ হতে যাচ্ছে ২২তম উলিপুর বইমেলা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীনঃ
আজ শেষ হতে যাচ্ছে উলিপুর কাচারি মাঠে অনুষ্ঠিত ফ্রেন্ডস ফেয়ার কর্তৃক আয়োজিত ২২তম উলিপুর বইমেলা। গত ২২ ফেব্রুয়ারীতে মেলা আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলা উদ্বোধন করেন প্রবাসী লেখক আবু রায়হান। আজ সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুরুল আমিন। সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন ফ্রেন্ডস ফেয়ারের যুগ্ম আহ্বায়ক আল-আমিন। আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতার বিজয়ী শিল্পীদের পরিবেশনায় “আমরা করব জয়” পরিবেশিত হবে।

উল্লেখ্য, এবারের বইমেলায় মিডিয়া পার্টনার হিসেবে বিশেষ দায়িত্বে আছে অনলাইন পোর্টাল উলিপুর ডট কম

The post আজ শেষ হতে যাচ্ছে ২২তম উলিপুর বইমেলা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>