ঐতিহ্য ও সংস্কৃতি Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=3 কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 17 Feb 2024 14:01:34 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png ঐতিহ্য ও সংস্কৃতি Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=3 32 32 কুড়িগ্রাম শিল্পকলা একাডেমিতে ভাষার গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=30565 Sat, 17 Feb 2024 14:01:34 +0000 https://www.ulipur.com/?p=30565 ।। নিউজ ডেস্ক ।। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম শিল্পকলা একাডেমিতে ভাষার গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী ক- বিভাগে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত, খ- বিভাগ ষষ্ঠ শ্রেণি [...]

The post কুড়িগ্রাম শিল্পকলা একাডেমিতে ভাষার গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম শিল্পকলা একাডেমিতে ভাষার গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী ক- বিভাগে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত, খ- বিভাগ ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি ও গ- বিভাগে একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)- এর সভানেত্রী নাজিয়া আফরোজ নীভা, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, বিচারক মন্ডলীর সদস্য শহিদুল ইসলাম, সোনা রায় ও অভিভাবকগণ।

The post কুড়িগ্রাম শিল্পকলা একাডেমিতে ভাষার গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শত বছরের প্রাচীন অলংকার প্রদর্শনীতে অংশগ্রহণের আহ্বান বাজুসের https://www.ulipur.com/?p=29449 Thu, 04 Jan 2024 09:45:12 +0000 https://www.ulipur.com/?p=29449 ।। নিউজ ডেস্ক ।। পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের আয়োজনে দেশীয় কারিগরদের হাতে তৈরি জুয়েলারি শিল্পের ঐতিহ্য ধরে রাখতে শত বছরের প্রাচীন অলংকারের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এই প্রদর্শনীতে দেশীয় জুয়েলারি শিল্পের সুনিপুণ শৈল্পিকতা ও ঐতিহ্যকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে। দেশীয় অলংকার আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সৃষ্টি করবে। [...]

The post শত বছরের প্রাচীন অলংকার প্রদর্শনীতে অংশগ্রহণের আহ্বান বাজুসের appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের আয়োজনে দেশীয় কারিগরদের হাতে তৈরি জুয়েলারি শিল্পের ঐতিহ্য ধরে রাখতে শত বছরের প্রাচীন অলংকারের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এই প্রদর্শনীতে দেশীয় জুয়েলারি শিল্পের সুনিপুণ শৈল্পিকতা ও ঐতিহ্যকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে। দেশীয় অলংকার আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সৃষ্টি করবে।

এই অবস্থায় আপনার বা আপনার প্রতিষ্ঠানের কাছে শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী গহনা সংগ্রহে থাকলে প্রদর্শনীতে প্রদর্শনের জন্য আগামী ২০ জানুয়ারি ২০২৪ এর মধ্যে বাজুস কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জান্নাত ফারজানা, কর্মকর্তা, বাজুসের সোশ্যাল এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মোবাইল: ০১৩১৪৫৫৯৭৭৩, ০২৫৮১৫১০১২।

The post শত বছরের প্রাচীন অলংকার প্রদর্শনীতে অংশগ্রহণের আহ্বান বাজুসের appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আজ বীরপ্রতীক তারামন বিবির পঞ্চম মৃত্যুবার্ষিকী https://www.ulipur.com/?p=28651 Fri, 01 Dec 2023 08:37:29 +0000 https://www.ulipur.com/?p=28651 ।। নিউজ ডেস্ক ।। আজ শুক্রবার (০১ ডিসেম্বর) বীরপ্রতীক তারামন বিবির পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। কাচারীপাড়া গ্রামের তালতলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয় বীরপ্রতীক এই নারীকে। তারামন বিবির জন্ম ১৯৫৭ সালে চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর গ্রামে। পিতা প্রয়াত আব্দুস সোবহানের [...]

The post আজ বীরপ্রতীক তারামন বিবির পঞ্চম মৃত্যুবার্ষিকী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
আজ শুক্রবার (০১ ডিসেম্বর) বীরপ্রতীক তারামন বিবির পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। কাচারীপাড়া গ্রামের তালতলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয় বীরপ্রতীক এই নারীকে।

তারামন বিবির জন্ম ১৯৫৭ সালে চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর গ্রামে। পিতা প্রয়াত আব্দুস সোবহানের সাত ছেলেমেয়ের মধ্যে তিনি তৃতীয়। ১৯৭১ সালে তারামন বিবি ১১নং সেক্টরে নিজ গ্রামে ছিলেন। সে সময় ১১নং সেক্টরের অধীনে ছিলেন সেক্টর কমান্ডার আবু তাহের। তারামন বিবির গ্রামের পাশের একটি ক্যাম্পের দায়িত্বে থাকা এক মুক্তিযোদ্ধা মুহিব হাবিলদার বীরপ্রতীক তারামন বিবিকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন। মুহিব হাবিলদার মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্নাবান্নার কাজের জন্য তারামন বিবিকে নিয়ে আসেন। তখন তারামন বিবির বয়স ছিল মাত্র ১৩ কি ১৪ বছর। পরবর্তীতে তাঁর সাহস ও শক্তির পরিচয় পেয়ে মুহিব হাবিলদার তাকে অস্ত্র চালানো শেখান। এরপর একদিন দুপুরের খাবার খাওয়ার সময় তারামন ও তার সহযোদ্ধারা জানতে পারেন পাকবাহিনীর একটি গানবোট তাদের দিকে আসছে। তারপর রান্নার খুন্তি ফেলে রাইফেল হাতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মুখ সমরে অংশ নেন তারামন বিবি এবং শত্রুদের পরাস্ত করতে সক্ষম হন তাঁরা।

বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে তৎকালীন সরকার মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তারামন বিবিকে তার সাহসীকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করেন। কিন্তু বীরপ্রতীক খেতাব দেওয়া হলেও সে কথা তিনি দীর্ঘ ২৫ বছর পর্যন্ত জানতে পারেননি। পরে ১৯৯৫ সালে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক বিমল কান্তি দে রাজিবপুর কলেজের অধ্যাপক আবদুস সবুর ফারুকীর সহায়তায় প্রথম বীর প্রতীক তারামন বিবির সন্ধান সন্ধান পান।

The post আজ বীরপ্রতীক তারামন বিবির পঞ্চম মৃত্যুবার্ষিকী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন আজ https://www.ulipur.com/?p=28630 Thu, 30 Nov 2023 06:57:57 +0000 https://www.ulipur.com/?p=28630 ।। নিউজ ডেস্ক ।। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন। এই নিভৃতচারী লেখক ১৯৩৯ সালের ৩০ নভেম্বর রাজারহাটের নাজিমখাঁন ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি চাকরির নানা সুযোগ আসলেও তিনি পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক [...]

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন। এই নিভৃতচারী লেখক ১৯৩৯ সালের ৩০ নভেম্বর রাজারহাটের নাজিমখাঁন ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি চাকরির নানা সুযোগ আসলেও তিনি পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষকতাকে। শিক্ষকতা পেশার পাশাপাশি রাত জেগে অমর সৃষ্টি করেছেন এই নিভৃতচারী লেখক। একপর্যায়ে ২০০৩ সালে শিক্ষকতা পেশা থেকে অবসরে গেলেও থেমে যায়নি তাঁর লেখালেখি। তিনি এখনও লিখেই যাচ্ছেন অবিরাম।

হায়দার বসুনিয়া নাজিমখাঁন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে ভর্তি হন গাইবান্ধা কলেজে। পরে একই কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন নিভৃতচারী এই লেখক। তিনি এক্সসাইজ ইন্সপেক্টর, ডিআইটি পদে কর্মজীবন শুরু করলেও মা ও মাটির টানে ফিরে আসেন নিজ গ্রামে। সৎ জীবনযাপনের লক্ষ্যে যোগদেন নাজিমখাঁন জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে। কিছুদিন শিক্ষকতার পর ময়মনসিংহ টি.টি কলেজ থেকে বিএড কোর্স শেষ করেন। আবারও নানা সরকারি চাকরির সুযোগ আসলেও তিনি সেদিকে না ফিরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে (উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ) সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএড কোর্স সম্পন্ন করেন লেখক বসুনিয়া। পরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা শেষে সেখান থেকে অবসর গ্রহণ করেন নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া।

তিনি এ পর্যন্ত ৫০ টিরও বেশি উপন্যাস লিখেছেন যার অর্ধেকই প্রকাশ পেয়েছে। তাঁর লেখায় পাওয়া যায় সাধারণ মানুষের দৈন্দিন ছুটে চলার গল্প, সমাজের গল্প, সামাজিকতার গল্প, আশা ও নিরাশার গল্প, ভালোবাসা ও হতাশার গল্প, মুক্তিযুদ্ধ ও মানবিকতার গল্প। শুধু উপন্যাস লেখায় সীমাবদ্ধ ছিলেন না এই লেখক। গল্প, কবিতা, নাটকসহ সাহিত্যের সকল শাখায় লিখেছেন তিনি। জয় করে নিয়েছে পাঠকের মন। নন্দিত হয়ে ওঠেছেন হায়দার বসুনিয়া।

তার প্রকাশিত উপন্যাস হলো নেপথ্যে লীলাময়, মেথর সমাচার, রাজাকারের মের্জাই বদল, দিগ্বিজয়ীর কান্না, হাতবদল, জালে ফেঁসেছিলো, পরী ডানাকাটা, সেতু, চলো যাই তেপান্তরের মাঠে, দুটো পোড়ো বাড়ির ইতিকথা, তুলো মনি, ভাগ্যান্বেষী ভবঘুরে, তিস্তা নদীর পাড়ে ও আপন মনের আরশি। তাঁর লেখা কাব্যগ্রন্থ জেগে আছি, অমোঘ সায়াহ্ন, হংস সংলাপ ও রঙিন চশমা এবং ধর্মীয় প্রবন্ধের বই সিরাজম মুনিরা ও তাঁর উন্মতগণ।

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
হারিয়ে যাচ্ছে উলিপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প https://www.ulipur.com/?p=27206 Wed, 04 Oct 2023 07:22:39 +0000 https://www.ulipur.com/?p=27206 ।। উপজেলা প্রতিনিধি ।। উলিপুরে দিন দিন হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। শহরের পাশাপাশি গ্রামেও আধুনিকতার ছোঁয়ায় মাটির তৈরি তৈজসপত্রের চাহিদা কমে গেছে। মাটির তৈরি পণ্যের বিক্রি কমে যাওয়ায় পুঁজি নেই এ পেশার সাথে জড়িত সংশ্লিষ্টদের হাতে। ফলে এ পেশার সাথে জড়িত মানুষজন দিশেহারা হয়ে পড়েছেন। কদর কমে যাওয়ায় অনেকে এই শিল্পকর্ম বাদ দিয়ে পরিবারের সদস্যদের মুখে [...]

The post হারিয়ে যাচ্ছে উলিপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে দিন দিন হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। শহরের পাশাপাশি গ্রামেও আধুনিকতার ছোঁয়ায় মাটির তৈরি তৈজসপত্রের চাহিদা কমে গেছে। মাটির তৈরি পণ্যের বিক্রি কমে যাওয়ায় পুঁজি নেই এ পেশার সাথে জড়িত সংশ্লিষ্টদের হাতে। ফলে এ পেশার সাথে জড়িত মানুষজন দিশেহারা হয়ে পড়েছেন। কদর কমে যাওয়ায় অনেকে এই শিল্পকর্ম বাদ দিয়ে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে বেছে নিয়েছে অন্য পেশা। অনেক কষ্টে বাপ-দাদার পেশা টিকিয়ে রেখেছে হাতে গোনা কয়েকজন মৃৎশিল্পী। কালের বিবর্তনে হাতিয়া ইউনিয়নের শ্যামপুর কুমারপাড়া থেকে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। এ কারণে ভালো নেই মৃৎশিল্পীরা।

জানা গেছে, অতীতে অধিকাংশ মানুষ মাটির তৈরি তৈজসপত্র রান্নার কাজে ব্যবহার করত। মাটির কলসি, হাঁড়ি, সরা, কড়াই, বাটনা, কোলা, চাড়ি, ঝাঁঝরি, ব্যাংক ও কুয়ার পাটসহ নানান ধরণের মাটির তৈরি তৈজসপত্রের ব্যবহার ছিল গ্রাম জুড়ে। কিন্তু গ্রামেও আধুনিকতার ছোঁয়ায় এখন ব্যবহার হচ্ছে সিলভারের পাতিল, মেলামাইন, প্লাস্টিক, স্টিলের বাসন-কোসন, ইলেকট্রিক রাইচ কুকার, ব্লেন্ডার ও রুটি মেকার আরও কত কি। তাই একেবারেই কমে গেছে মাটির তৈরি তৈজসপত্রের চাহিদা। ফলে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। এছাড়াও আঠালো মাটির অভাব ও জ্বালানির ব্যয় বৃদ্ধির ফলে আয়ের সঙ্গে ব্যয়ের অসঙ্গতির কারণে এই পেশার সাথে জড়িত পাল সম্প্রদায়ের মানুষরা দিশেহারা হয়ে পড়েছেন।

সরেজমিনে শ্যামপুর কুমারপাড়ার মৃৎশিল্পের কারিগর হরিশ চন্দ্র পাল, বিজয় চন্দ্র পাল, নৃপেন্দ্র নাথ, হরি চরণ ও পঞ্চানন চন্দ্রের সাথে কথা বলে জানা গেছে, এক সময় ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খেত তারা। হাট-বাজারে মাটির তৈজসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসতেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও শিশুদের খেলনাসহ গৃহসজ্জার শৌখিন বাহারি পণ্য তৈরি হত কুমারপাড়ায়। এখন আর এসব তৈরি হয় না। কম চাহিদা, যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে চরম সংকটের মুখে এই পেশা ছাড়ছেন তারা। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মৃৎশিল্প বাঁচিয়ে রাখতে সরকারকে এগিয়ে আসার দাবি জানান তারা।

আরেক মৃৎশিল্পের কারিগর নরেশ চন্দ্র পাল জানান, আগে দূর্গাপূজার মেলায় প্রচুর মাটির পুতুল, খেলনা হাড়ি, চুলা ও মাটির ব্যাংকের অনেক চাহিদা ছিল। এখন এসবের বেশি চাহিদা আর আগের মত নেই। সামনে আমাদের দূর্গাপূজা কিভাবে পরিবার নিয়ে উৎসব পালন করব বড় চিন্তায় আছি।

এ বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক) কুড়িগ্রাম জেলার উপ-ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য উপজেলায় এই পেশায় জড়িতদের তালিকা করে সহযোগিতা করার আশ্বাস প্রদান করতেছি।

//নিউজ//উলিপুর//মালেক/অক্টোবর/০৪/২৩

The post হারিয়ে যাচ্ছে উলিপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
সংস্কৃতির বিকাশে কুড়িগ্রামে চলচ্চিত্র প্রদর্শন https://www.ulipur.com/?p=22773 Sun, 26 Feb 2023 14:17:13 +0000 https://www.ulipur.com/?p=22773 ।। নিউজ ডেস্ক ।।‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ স্লোগানে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উপলক্ষে কুড়িগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বাছাইকৃত চলচ্চিত্র প্রদর্শনী। রবিবার (ফেব্রুয়ারি ২৬) দুপুরে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারের ২০১৭ সালের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’ প্রদর্শন করা হয়। এ উপলক্ষে কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম [...]

The post সংস্কৃতির বিকাশে কুড়িগ্রামে চলচ্চিত্র প্রদর্শন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ স্লোগানে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উপলক্ষে কুড়িগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বাছাইকৃত চলচ্চিত্র প্রদর্শনী। রবিবার (ফেব্রুয়ারি ২৬) দুপুরে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারের ২০১৭ সালের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’ প্রদর্শন করা হয়।

এ উপলক্ষে কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুর সভাপতিত্বে অলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রভাষক মামুন সেলিমের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম শাখার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান মন্ডল, কলেজ গভর্নিং বডির সহসভাপতি সাইদ হাসান লোবান, সহকারী অধ্যাপক আয়নাল কবির, কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।

কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত জেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী চলমান রয়েছে।

The post সংস্কৃতির বিকাশে কুড়িগ্রামে চলচ্চিত্র প্রদর্শন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীতে প্রায় ৪ শত বছরের পুরনো মুঘল আমলের মসজিদ, সফলতার আশায় ছুটে আসে মানুষ https://www.ulipur.com/?p=22234 Fri, 03 Feb 2023 13:03:05 +0000 https://www.ulipur.com/?p=22234 ।। উপজেলা প্রতিনিধি ।।প্রায় ৪’শ বছরের ইতিহাস ও ঐতিহ্য হিসেবে আজও দাঁড়িয়ে আছে মুঘল আমলের ‘মজিদের পাড় জামে মসজিদ’। পরিদর্শনে ইউএনও। প্রস্তাব মসজিদটি মুঘল আমলের বা পুরাতন মসজিদ নামে নামকরণের। চিলমারী সদর থেকে প্রায় ২ কিলোমিটার উত্তরে মজিদের পাড়া এলাকায় মসজিদটির অবস্থান। ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে ধূসর বর্ণের পাথরে অসাধারণ নির্মাণশৈলীর মসজিদটি রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে [...]

The post চিলমারীতে প্রায় ৪ শত বছরের পুরনো মুঘল আমলের মসজিদ, সফলতার আশায় ছুটে আসে মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
প্রায় ৪’শ বছরের ইতিহাস ও ঐতিহ্য হিসেবে আজও দাঁড়িয়ে আছে মুঘল আমলের ‘মজিদের পাড় জামে মসজিদ’। পরিদর্শনে ইউএনও। প্রস্তাব মসজিদটি মুঘল আমলের বা পুরাতন মসজিদ নামে নামকরণের। চিলমারী সদর থেকে প্রায় ২ কিলোমিটার উত্তরে মজিদের পাড়া এলাকায় মসজিদটির অবস্থান। ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে ধূসর বর্ণের পাথরে অসাধারণ নির্মাণশৈলীর মসজিদটি রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে। পুনঃসংস্কার করলে তা ইসলাম ধর্মাবলম্বীসহ সাধারণ দর্শনাথীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন এলাকাবাসী।

মজিদের পাড় মসজিদের সামনে মাঠের দৈর্ঘ্য ১’শ ফুট, প্রস্ত ৮০ ফুট। মসজিদটি প্রতিষ্ঠা সর্ম্পকে তেমন কোনো জানা না গেলেও স্থাপত্য ও নির্মাণশৈলী দেখে অনুমান করা হয় এটি মূঘল আমলে তৈরি করা হয়েছিল। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি স্থাপত্যশিল্পের অসাধারণ নিদর্শন। ৪০ ফুট দৈর্ঘ্য ২০ ফুট আয়তনের এই মসজিদের ভিতরে ২ কাতারে ৪০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটির সামনে ৩টি দরজা, উত্তর এবং দক্ষিণ মুখো ২ টি জানালা আছে। গাঁথুনির জন্য পাতলা ইট ও টালির সঙ্গে ব্যবহার করা হয়েছে চুন-সুরকি। মসজিদের ভেতরের দেয়ালে আঁকা আছে নানা ধরনের লতাপাতা ও ফুলের কারুকাজ। সেগুলো নষ্ট হওয়ার পথে। মসজিদের গাঁথুনির সময় চুন-সুরকির সঙ্গে ডালও নাকি মেশানো হয়েছিল। দিন দিন মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় জায়গা সংকুলন না হওয়ায় ২০১৪ সালের মাঝা-মাঝি সময়ে এলাকাবাসীর উদ্যোগে পুরোনো মসজিদটি ঠিক রেখে সামনের দিকে নতুন করে সংস্কার করা হয়। দীর্ঘকাল থেকে এখানকার মানুষজন বিভিন্ন রোগ শোকে বা কাজের সফলতার জন্য এ মসজিদে মানত করে থাকে। আর সে কারণে মানত বিশ্বাসী মানুষেরা বিভিন্ন অঞ্চল থেকে এসে মানত করে। মসজিদটির কোনো নাম না থাকলেও এই মসজিদটি ঘিরে এলাকার নাম করণ করা হয়েছে মসজিদের পাড়।

মসজিদের বিষয়টি জানতে পেরে শুক্রবার জুম্মা নামাজ আদায় করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মসজিদটির নাম মূঘল আমলের মসজিদ বা পুরাতন মসজিদ হিসাবে নাম করনের প্রস্তাব উঠে। এসময় মুসল্লিরা এলাকাবাসীর সাথে আলোচনা সাপেক্ষে সিন্ধান্ত নিবেন বলে জানান।

অন্যদিকে মসজিদটির বিভিন্ন উন্নয়ন কাজ, ইমাম ও মুয়াজ্জেম এর বেতন সাপ্তাহিক শুক্রবার জুম্মার নামাজের দিন মুসল্লিদের দান ও মানতের টাকায় চলে। এলাকাবাসী বলেন, এখনো শতশত মানুষ ছুটে আসে মসজিদের উঠানে, ছবি তোলো মানত করে এবং ঘুরে ঘুরে দেখে যায়। এদিকে পুরোনো এ মসজিদে ঈদুল ফিতর ও আযহা নামাজে অসংখ্য মুসল্লি জায়গা সংকুলন না হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েন।

এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, ঐতিহ্য ধরে রাখাসহ সংস্কারের ব্যবস্থা করা হবে।

//নিউজ/চিলমারী//সোহেল/ফেব্রুয়ারি/০৩/২৩

The post চিলমারীতে প্রায় ৪ শত বছরের পুরনো মুঘল আমলের মসজিদ, সফলতার আশায় ছুটে আসে মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আজ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর ৮৭তম জন্মদিন https://www.ulipur.com/?p=21479 Tue, 27 Dec 2022 04:45:05 +0000 https://www.ulipur.com/?p=21479 ।। নিউজ ডেস্ক ।।বাংলা সাহিত্যর প্রবাধ পুরুষ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে ‘সব্যসাচী লেখক’বলা হয়। তিনি মাত্র ২৯ বছর বয়সে সাহিত্যিকদের মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে বাংলা একাডেমি পুরস্কার পান। ১৯৫২ [...]

The post আজ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর ৮৭তম জন্মদিন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
বাংলা সাহিত্যর প্রবাধ পুরুষ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে ‘সব্যসাচী লেখক’বলা হয়। তিনি মাত্র ২৯ বছর বয়সে সাহিত্যিকদের মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে বাংলা একাডেমি পুরস্কার পান।

১৯৫২ খ্রিষ্টাব্দে তিনি জগন্নাথ কলেজে মানবিক শাখায় ভর্তি হন। কলেজ পাসের পর ১৯৫৪ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। পরবর্তীতে স্নাতক পাসের আগেই ১৯৫৬ সালে পড়াশোনা অসমাপ্ত রেখে সেখান থেকে বেরিয়ে আসেন। এর কিছুদিন পর তার প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’ প্রকাশিত হয়।

১৯৫৯ খ্রিষ্টাব্দে তিনি মাটির পাহাড় চলচ্চিত্রের চিত্রনাট্য লেখেন। পরে ‘তোমার আমার’, ‘শীত বিকেল’, ‘কাঁচ কাটা হীরে’, ‘ক খ গ ঘ ঙ’, ‘বড় ভালো লোক ছিল’সহ বেশ কিছু চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য ও সংলাপ লিখেন। ‘বড় ভালো লোক ছিল ও পুরস্কার নামে দুটি চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

গোটা ছয়টি দশক ধরে কবিতা, গান, নাটক, চলচ্চিত্রের চিত্রনাট্য, গল্প-উপন্যাসসহ সাহিত্য ও শিল্পের ভুবনে অবিরাম বিচরণ করেছেন বহুমাত্রিক লেখক সৈয়দ শামসুল হক। সাহিত্যের সকল শাখায় সাবলীল বিচরণের সক্ষমতাই সৈয়দ হককে দিয়েছে সব্যসাচী উপাধি। সাহিত্যের সকল শাখায় বিচরণকারী সৈয়দ হক বেঁচে ছিলেন ৮১ বছর। এই দীর্ঘ সময়ে দু’হাত ভরে কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গান লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। কাব্যনাট্য রচনায় ঈর্ষণীয় সফলতা পাওয়া সৈয়দ হক ‘নুরলদীনের সারাজীবন’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘গণনায়ক’, ‘ঈর্ষা’ ইত্যাদি নাটকে রেখেছেন মুন্সিয়ানার স্বাক্ষর। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ও ‘নুরলদীনের সারাজীবন’ বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। লিখেছেন ৫০টির বেশি উপন্যাস। যার মধ্যে ‘আয়না বিবির পালা’, ‘নিষিদ্ধ লোবান’ ‘খেলারাম খেলে যা’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘নীল দংশন’ ও ‘মৃগয়ার কালক্ষেপ’ অন্যতম। পাঠক আলোড়িত করা কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘বৈশাখে রচিত পঙক্তিমালা’ ও ‘পরানের গহীন ভিতর’। ক্ষুরধার লেখনীর মাধ্যমে আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন সৈয়দ শামসুল হক।

তিনি ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর চলে যান না-ফেরার দেশে। তার বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক। মা হালিমা খাতুন ছিলেন গৃহিনী। ষাট, সত্তর ও আশির দশকে অনেক চলচ্চিত্রের চিত্রনাট্যের পাশাপাশি চলচ্চিত্রের জন্য গানও লিখেছেন সৈয়দ শামসুল হক।

The post আজ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর ৮৭তম জন্মদিন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বীরপ্রতীক তারামন বিবির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ https://www.ulipur.com/?p=21058 Thu, 01 Dec 2022 12:01:18 +0000 https://www.ulipur.com/?p=21058 ।। নিউজ ডেস্ক ।।বীরপ্রতীক তারামন বিবির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের আজকের এই দিনে (০১ ডিসেম্বর) তিনি রাজীবপুর উপজেলায় কাচারীপাড়া এলাকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। কাচারীপাড়া তালতলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। তারামন বিবির জন্ম ১৯৫৭ সালে চর রাজিবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে। ১৯৭১ সালে তারামন বিবি ১১নং সেক্টরে নিজ গ্রামে ছিলেন। তখন ১১নং [...]

The post বীরপ্রতীক তারামন বিবির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
বীরপ্রতীক তারামন বিবির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের আজকের এই দিনে (০১ ডিসেম্বর) তিনি রাজীবপুর উপজেলায় কাচারীপাড়া এলাকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। কাচারীপাড়া তালতলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়।

তারামন বিবির জন্ম ১৯৫৭ সালে চর রাজিবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে। ১৯৭১ সালে তারামন বিবি ১১নং সেক্টরে নিজ গ্রামে ছিলেন। তখন ১১নং সেক্টরের নেতৃত্বে ছিলেন সেক্টর কমান্ডার আবু তাহের। মুহিব হাবিলদার নামে এক মুক্তিযোদ্ধা তারামন বিবিকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন। যিনি তারামন বিবির গ্রামের পাশের একটি ক্যাম্পের দায়িত্বে ছিলেন। তিনি তারামন বিবিকে ক্যাম্পে রান্নাবান্নার জন্য নিয়ে আসেন। তখন তারামনের বয়স ছিল মাত্র ১৩ কিংবা ১৪ বছর। পরবর্তীতে তারামনের সাহস ও শক্তির পরিচয় পেয়ে মুহিব হাবিলদার তাকে অস্ত্র চালনা শেখান। এরপর একদিন দুপুরের খাবার খাওয়ার সময় তারামন ও তার সহযোদ্ধারা জানতে পারেন পাকবাহিনীর একটি গানবোট তাদের দিকে আসছে। তারামন বিবি তার সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধে অংশ নেন এবং তারা শত্রুদের পরাস্ত করতে সক্ষম হন।

বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালে তৎকালীন সরকার মুক্তিযুদ্ধে তারামন বিবিকে তার সাহসীকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯৯৫ সাল পর্যন্ত তাকে খুঁজে বের করা সম্ভব হয়নি। ১৯৯৫ সালে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক বিমল কান্তি দে প্রথম তার সন্ধান পান। এ কাজে বিমল কান্তিকে সহায়তা করেন রাজীবপুর কলেজের অধ্যাপক আবদুস সবুর ফারুকী।

The post বীরপ্রতীক তারামন বিবির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আজ ৩০ নভেম্বর নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন https://www.ulipur.com/?p=21028 Wed, 30 Nov 2022 06:39:09 +0000 https://www.ulipur.com/?p=21028 ।। নিউজ ডেস্ক ।।আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন। ১৯৩৯ সালের ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন এই লেখক। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি শহুরে চাকরি প্রত্যাখ্যান করে পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি রাত [...]

The post আজ ৩০ নভেম্বর নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন। ১৯৩৯ সালের ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন এই লেখক। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি শহুরে চাকরি প্রত্যাখ্যান করে পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি রাত জেগে করেছেন অমর সৃষ্টি। শিক্ষকতা থেকে অবসরে গেলেও থামেনি লেখালেখি। এখনো তিনি লিখে যাচ্ছেন অবিরাম।

তিনি নাজিমখাঁন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুল থেকে মাধ্যমিক এবং গাইবান্ধা থেকে উচ্চ মাধ্যমিক ও বিএ পাস করেন।

হায়দার বসুনিয়া এক্সসাইজ ইন্সপেক্টর, ডিআইটি পদে কর্মজীবন শুরু করলেও মা ও মাটির টানে ফিরে আসেন নিজ গ্রামে। সৎ জীবনযাপনের লক্ষ্যে যোগদেন নাজিমখাঁন জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে। কিছুদিন শিক্ষকতার পর ময়মনসিংহ টি.টি কলেজ থেকে বিএড কোর্স শেষ করেন। আবারো সরকারি চাকরির হাতছানি আসলেও তিনি সেদিকে না ফিরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী বহুমুখী হাইস্কুলে (উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ) সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএড কোর্স সম্পন্ন করেন। উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা শেষে সেখান থেকে অবসর গ্রহণ করেন।

তাঁর লেখায় পাওয়া যায় সাধারণ মানুষের দৈন্দিন ছুটে চলার গল্প, সমাজের গল্প, সামাজিকতার গল্প, আশা ও নিরাশার গল্প, ভালোবাসা ও হতাশার গল্প, মুক্তিযুদ্ধ ও মানবিকতার গল্প। এযাবৎ তিনি লিখেছেন ৫০ টিরও বেশি উপন্যাস। যার অর্ধেকই প্রকাশ পেয়েছে। নন্দিত হয়েছেন তিনি। জয় করে নিয়েছে পাঠকের মন। তিনি শুধু উপন্যাস লেখায় থেমে থাকেনি। লিখেছেন গল্প, কবিতা, নাটকসহ সাহিত্যের সকল শাখায়।

তার প্রকাশিত উপন্যাস নেপথ্যে লীলাময়, মেথর সমাচার, রাজাকারের মের্জাই বদল, দিগ্বিজয়ীর কান্না, হাতবদল, জালে ফেঁসেছিলো, পরী ডানাকাটা, সেতু, চলো যাই তেপান্তরের মাঠে, দুটো পোড়ো বাড়ির ইতিকথা, তুলো মনি, ভাগ্যান্বেষী ভবঘুরে, তিস্তা নদীর পাড়ে ও আপন মনের আরশি। কাব্যগ্রন্থ জেগে আছি, অমোঘ সায়াহ্ন, হংস সংলাপ ও রঙিন চশমা এবং ধর্মীয় প্রবন্ধের বই সিরাজম মুনিরা ও তাঁর উন্মতগণ উল্লেখযোগ্য।

The post আজ ৩০ নভেম্বর নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>