গল্প ও কবিতা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=4 কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Thu, 21 Mar 2019 07:21:38 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png গল্প ও কবিতা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=4 32 32 রূপ মাধুরীর বসন্ত https://www.ulipur.com/?p=7944 Thu, 21 Mar 2019 07:21:33 +0000 https://www.ulipur.com/?p=7944 রূপ মাধুরীর বসন্ত(মোঃ মাহমুদুল হাসান) তোরা দেখে যা একি অপরূপ মায়া সৌন্দর্য,আজি পুষ্প পাখিদের জেগেছে যে ছন্দ। তরুলতা শোভিত বিথিকা শ্যামলী ক্ষেতেকুহেলিকাবৃত শীতল পরশে দক্ষিণা বাতাস বয়,রূপ মাধুরী ফুলের গন্ধে মনে কি যে হয়। মাঠে ঢেকে যায় সুজলা সুফলা ছায়া সুনিবিড়ে,গাছে গাছে নব পল্লবিত কিশলয় নয়ন মুগ্ধ করে। নব শ্যামলীমা পল্লবের মাঝে কোকিল পাপিয়ার কন্ঠ [...]

The post রূপ মাধুরীর বসন্ত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রূপ মাধুরীর বসন্ত
(মোঃ মাহমুদুল হাসান)

তোরা দেখে যা একি অপরূপ মায়া সৌন্দর্য,
আজি পুষ্প পাখিদের জেগেছে যে ছন্দ।

তরুলতা শোভিত বিথিকা শ্যামলী ক্ষেতে
কুহেলিকাবৃত শীতল পরশে দক্ষিণা বাতাস বয়,
রূপ মাধুরী ফুলের গন্ধে মনে কি যে হয়।

মাঠে ঢেকে যায় সুজলা সুফলা ছায়া সুনিবিড়ে,
গাছে গাছে নব পল্লবিত কিশলয় নয়ন মুগ্ধ করে।

নব শ্যামলীমা পল্লবের মাঝে কোকিল পাপিয়ার কন্ঠ ভাসে,
ধান-কাউনের মাঠে, সরষে ফুলের সৌরভ হলুদ বনে
মৌ-প্রজাপতির লুটোপুটি গুঞ্জন কি যে ভালো লাগে।

বিকেলের ঐ রক্তিম সূর্যির রাঙানো ধরণীর আলো চিরে,
হৃদয় হরণি শুভ্র বলাকার দল আপন নীড়ে ফেরে।

দুপুরের শান্ত বাতি নিভে মায়ামহি সন্ধ্যা হাতছানি দিয়ে ডাকে,
দক্ষিণা বাতাসে ফুলের সুবাসে হৃদয়ে শিহরণ জাগে।

The post রূপ মাধুরীর বসন্ত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ইচ্ছাঘোড়া- শাহাজাদা বসুনিয়া https://www.ulipur.com/?p=7597 Fri, 04 Jan 2019 06:23:26 +0000 https://www.ulipur.com/?p=7597 ইচ্ছাঘোড়াশাহাজাদা বসুনিয়া তুমি ছাড়া কোন নারীকে স্পর্শ করেনি আমার মনবৈষ্ণব পদাবলীর মতোই স্বভাব তোমারএখানে-সেখানে মনটা লাফিয়ে উঠে,মধ্যরাতেও নিজের প্রেমকে চিনিনিজেকে সামলিয়ে রাখি, আর কত কাল ?সেই থেকে তোমাকে চিনি-যখন প্রকাশেরবয়স হয়নি আমার অথচ উস্কানি দিয়েছো তুমি।হাঁটতে হাঁটতে এই কথা-সেই কথা তোমার সাথেইচ্ছে-অনিচ্ছের প্রতি কোন জোর ছিল নাহাতটাও ধরেনি আগা-গোড়া থেকেভাবনা থেকে বিচ্যুত নই, নারীকে স্পর্শকরা [...]

The post ইচ্ছাঘোড়া- শাহাজাদা বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ইচ্ছাঘোড়া
শাহাজাদা বসুনিয়া

তুমি ছাড়া কোন নারীকে স্পর্শ করেনি আমার মন
বৈষ্ণব পদাবলীর মতোই স্বভাব তোমার
এখানে-সেখানে মনটা লাফিয়ে উঠে,
মধ্যরাতেও নিজের প্রেমকে চিনি
নিজেকে সামলিয়ে রাখি, আর কত কাল ?
সেই থেকে তোমাকে চিনি-যখন প্রকাশের
বয়স হয়নি আমার অথচ উস্কানি দিয়েছো তুমি।
হাঁটতে হাঁটতে এই কথা-সেই কথা তোমার সাথে
ইচ্ছে-অনিচ্ছের প্রতি কোন জোর ছিল না
হাতটাও ধরেনি আগা-গোড়া থেকে
ভাবনা থেকে বিচ্যুত নই, নারীকে স্পর্শ
করা নাকি পাপ-তাই তোমাকে ছুঁইনি অনন্তকাল।
আমাদের শুরু-শেষটা কেবলই স্বপ্নমাত্র
বাস্তব ও স্বপ্নে এখনও শরীর কেঁপে ওঠে
বাস্তবটা সব নয়-এখানেও একটি সত্য আছে
এখনও মনে হয় দেখে আসি তোমাকে নিঝুমরাতে
আমি তো যেতেই চাই, ছুঁইতেই চাই তোমাকে,
তুমি ছাড়া আর কোন নারীকে ছুঁতে পারেনি আমার মন।



The post ইচ্ছাঘোড়া- শাহাজাদা বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অপেক্ষা https://www.ulipur.com/?p=6609 Thu, 19 Jul 2018 10:49:09 +0000 https://www.ulipur.com/?p=6609 অপেক্ষা (মোঃ মুনিরুজ্জামান) সময়ের গভীরে অনন্তকালের নিশ্চল হওয়া অন্ত প্রহর। তবুও এখনো, আমার স্বপ্নাহত বিমূঢ় হওয়া দৃষ্টির সীমানায় কত না বলা কথার আনাগোনা! এ কথার কি শেষ আছে?! তোমাকে কত কথা বলার আছে!!! তুমি দেখ, যদি হাজার বছর ধরে পৃথিবীর ধারে কেউ দাঁড়িয়ে অপেক্ষা করে, অথবা, দিগন্তহীন সমুদ্র মাঝে নির্জন কোন দ্বীপে হাজারটা রাত্রি পেড়িয়েও [...]

The post অপেক্ষা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অপেক্ষা
(মোঃ মুনিরুজ্জামান)

সময়ের গভীরে
অনন্তকালের নিশ্চল হওয়া অন্ত প্রহর।
তবুও এখনো,
আমার স্বপ্নাহত বিমূঢ় হওয়া দৃষ্টির সীমানায়
কত না বলা কথার আনাগোনা!
এ কথার কি শেষ আছে?!
তোমাকে কত কথা বলার আছে!!!
তুমি দেখ,
যদি হাজার বছর ধরে পৃথিবীর ধারে
কেউ দাঁড়িয়ে অপেক্ষা করে,
অথবা, দিগন্তহীন সমুদ্র মাঝে নির্জন কোন দ্বীপে
হাজারটা রাত্রি পেড়িয়েও হয়ে থাকে মুহ্যমান,
তবে আমি- সে তোমার জন্যই!
তুমি স্বপ্ন, তুমি অনন্ত!!!

The post অপেক্ষা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আত্মার চলাফেরা- শাহাজাদা বসুনিয়া https://www.ulipur.com/?p=6460 Fri, 29 Jun 2018 05:54:38 +0000 http://www.ulipur.com/?p=6460 আত্মার চলাফেরা শাহাজাদা বসুনিয়া হে আত্মা, শান্ত হও অবিরাম দৌঁড়াবে কেন ? আমি একাকী আমি নিঃসঙ্গ। হে আত্মা, শান্ত হও নির্জনতার সুধা খোঁজ কেন ? আমি বিনত আমি বক্র সর্বদা। আমার সর্বাঙ্গ ঢেকে রেখেছে আনন্দসুধা চুপ করো চুপ থাকি। আমার চেতনায় নিদ্রা আসুক আঁখিদ্বয় বন্ধ থাকুক অতঃপর নিদ্রা গভীর নিদ্রা, সুগভীর নিদ্রা। এখন জাগ্রত আত্মা, [...]

The post আত্মার চলাফেরা- শাহাজাদা বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আত্মার চলাফেরা
শাহাজাদা বসুনিয়া

হে আত্মা, শান্ত হও
অবিরাম দৌঁড়াবে কেন ?
আমি একাকী
আমি নিঃসঙ্গ।

হে আত্মা, শান্ত হও
নির্জনতার সুধা খোঁজ কেন ?
আমি বিনত
আমি বক্র সর্বদা।

আমার সর্বাঙ্গ ঢেকে রেখেছে আনন্দসুধা
চুপ করো
চুপ থাকি।

আমার চেতনায় নিদ্রা আসুক
আঁখিদ্বয় বন্ধ থাকুক
অতঃপর নিদ্রা
গভীর নিদ্রা, সুগভীর নিদ্রা।

এখন জাগ্রত আত্মা, সুজাগ্রত
কে আমার আত্মাকে উদ্বুদ্ধ করে ?
বিস্ময়কর আত্মা অনেক ক্লান্ত
নিজেকে বিস্তৃত করি দীর্ঘকাল
দীর্ঘক্লান্তি নিয়ে প্রলুব্ধ করি নিজেকে।

হে আত্মা, শান্ত হও
ঘাসের উপরে কেন পড়ে আছো ?
আমি আনন্দিত
আমি পবিত্র গোপন।

আমি রাখালী বাঁশির সুর শুনি, নিজে গান করি
নিরব হও
শান্ত থাকো, হে আত্মা

হে আত্মা,
তুমি সন্ধান করো
গান গাও
শান্ত হও।

নিদ্রাভৃত চারিদিক
একটা নিশ্বাস, একটা মুহূর্ত
আমার আত্মাকে করে উদ্বেগ-ক্লান্ত।
হে আত্মা, শান্ত হও
আমি ভাঙ্গা হৃদয়
আঘাতের পরে ভেঙ্গে যাওয়া নাবিক।

হে আত্মা, তুমি কে ?
আরও দীর্ঘপথ অপেক্ষা করো
কতকাল পরে তুমি পূর্ণ হবে ?
নিদ্রা থেকে উঠতে কত দেরী হবে ?
আত্মা নিশ্বাস ফেললো
আত্মা শুনলো বিস্ময়কর আত্মার কথা
আমি আত্মাকে করি পান
নিজের উদরে আত্মার উত্থান
উন্মাদের নিদ্রা থেকে আত্মা জেগে উঠল।

হে আত্মা, তুমি শান্ত হও
হে আত্মা, তুমি কি অবশেষে আমার ?

The post আত্মার চলাফেরা- শাহাজাদা বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
পরমসত্তার খোঁজে -শাহাজাদা বসুনিয়া https://www.ulipur.com/?p=6393 Tue, 19 Jun 2018 14:18:32 +0000 http://www.ulipur.com/?p=6393 পরমসত্তার খোঁজে শাহাজাদা বসুনিয়া তোমাকে খুঁজি মধ্যাহ্নের অলস বেলায় মুক্ত বাতাসে সাঁঝের মায়ায়। তোমাকে খুঁজি নির্জনতার আশীর্বাদে পূর্ণ তুমি নির্মল সৌরভে। এই নির্জনে অনুভব করি তোমাকে কত ভালবাসি তুমি আর আমি নির্জন স্থানে সুবিমল বায়ুর নিশ্বাস। আমরা যাদুকর উঠে দাঁড়ালাম, চারপাশে তাকালাম ধূর্ত চোখে। আমি যাদু করি তুমি মন্ত্র পড়ো আমরা একাত্মা ! এখানে মানব [...]

The post পরমসত্তার খোঁজে -শাহাজাদা বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
পরমসত্তার খোঁজে
শাহাজাদা বসুনিয়া

তোমাকে খুঁজি
মধ্যাহ্নের অলস বেলায়
মুক্ত বাতাসে সাঁঝের মায়ায়।


তোমাকে খুঁজি
নির্জনতার আশীর্বাদে
পূর্ণ তুমি নির্মল সৌরভে।


এই নির্জনে অনুভব করি
তোমাকে কত ভালবাসি
তুমি আর আমি
নির্জন স্থানে সুবিমল বায়ুর নিশ্বাস।


আমরা যাদুকর
উঠে দাঁড়ালাম,
চারপাশে তাকালাম ধূর্ত চোখে।


আমি যাদু করি
তুমি মন্ত্র পড়ো
আমরা একাত্মা !


এখানে মানব নামের প্রশংসার অভাব
এখানে বিষাদ ও বিষন্নতা ছড়িয়ে থাকে
এখানে মহাবিদ্বেষ থেকে দুঃখ আসে।


তোমাকে খুঁজি
নিজ ইচ্ছায় তোমাকে ভালবাসি
তোমাকে সম্যকরূপে জানি
তুমি প্রদর্শন করো নগ্নতাকে
ইন্দ্রিয়গুলো উন্মুক্ত করো সময় অসময়ে।
আমি খুঁজি চেতনার মুক্ত বন্ধন


আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছো
আমি ভালবাসি তোমাকে,
তোমার সবকিছু আবৃত করেছো সন্ধ্যা ছায়ায়।


আমি খুঁজি
স্বর্গজল
এক বিন্দু স্বর্গজল হরিদ্রাভ তৃণের পথে।
আমার দৃষ্টি পড়ে গভীর ঘৃণায়
তুমি !
তুমি সত্যের প্রণয়িনী
আমি !
আমি সত্যের প্রেমিক
তুমি ও আমি একসাথে
ঘুরতে থাকি
খুঁজতে থাকি, চলতে থাকি
আমরা ঘুরি আদিম অরণ্যে
আমাদের কামনা ঢাকা সহস্র মুখোশে।


আমরা বুঝি
আমাদের ভালোবাসা অভিষিক্ত বিদ্রুপের
ধীরে ধীরে মিশে যায় দুঃখের গহীন আঁধারে
পথ খুঁজি, পথ হারিয়ে গেছে গোপন গহিনে
আমরা সবশেষে চিরনির্বাসিত স্বর্গসুখে।

The post পরমসত্তার খোঁজে -শাহাজাদা বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রক্তপলাশ-হায়দার বসুনিয়া https://www.ulipur.com/?p=6381 Wed, 13 Jun 2018 06:32:13 +0000 http://www.ulipur.com/?p=6381 রক্তপলাশ হায়দার বসুনিয়া কৃষ্ণচূড়া দেশের মগডালে লাল ফুল ফুটেছিলে এক বিস্তৃত লাল সাগর লাল শূল নয় যেন, এক রাজ্যের রক্ত অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম সারা দিন সারা রাত সেই একাত্তর থেকে নিষ্পলক নেত্রে হে কৃষ্ণচূড়া- দেশ, তুমি এমন সাজেই থেকো প্রতিদিন তোমায় নয়নজুড়ে দেখব সব ভাই-বোনে নয়নজুঢ়ে দেখব একটা রক্ত পলাশকে দেখব বিস্ময়ে দেখলাম আর [...]

The post রক্তপলাশ-হায়দার বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রক্তপলাশ
হায়দার বসুনিয়া

কৃষ্ণচূড়া দেশের মগডালে লাল ফুল ফুটেছিলে
এক বিস্তৃত লাল সাগর
লাল শূল নয় যেন, এক রাজ্যের রক্ত
অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম
সারা দিন সারা রাত
সেই একাত্তর থেকে
নিষ্পলক নেত্রে
হে কৃষ্ণচূড়া- দেশ, তুমি এমন সাজেই থেকো
প্রতিদিন তোমায় নয়নজুড়ে দেখব
সব ভাই-বোনে নয়নজুঢ়ে দেখব
একটা রক্ত পলাশকে দেখব বিস্ময়ে
দেখলাম আর দেখলাম
একটা আকাশ শতক পুলক।
রক্ত ঝড়াতে যেনো সর্বদাই প্রস্তুত

The post রক্তপলাশ-হায়দার বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ব্যর্থতা- খাদিজা তুল কোবরা https://www.ulipur.com/?p=6247 Wed, 23 May 2018 15:51:08 +0000 http://www.ulipur.com/?p=6247 তুমি তো আমাকে ভালোই বাসো নি! কতবার, কতভাবে ভালোবেসে বেসে ক্লান্ত হয়ে ফিরে এসেছি। তুমি তো আমার কথাই বোঝো নি! শতবার, শতভাবে বোঝাতে চেয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছি। তুমি তো আমার কথাই রাখো নি! বাববার, বিভিন্নভাবে বোঝেতে চেয়েও ব্যর্থ হয়ে হার মেনেছি। তুমি তো আমার পথেই হাঁটো নি! কয়েকবার ডেকে ডেকে অবশেষে একলা পথে হেঁটেছি। তুমি [...]

The post ব্যর্থতা- খাদিজা তুল কোবরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তুমি তো আমাকে ভালোই বাসো নি!
কতবার, কতভাবে ভালোবেসে বেসে
ক্লান্ত হয়ে ফিরে এসেছি।

তুমি তো আমার কথাই বোঝো নি!
শতবার, শতভাবে বোঝাতে চেয়ে
বাকরুদ্ধ হয়ে গিয়েছি।

তুমি তো আমার কথাই রাখো নি!
বাববার, বিভিন্নভাবে বোঝেতে চেয়েও
ব্যর্থ হয়ে হার মেনেছি।

তুমি তো আমার পথেই হাঁটো নি!
কয়েকবার ডেকে ডেকে
অবশেষে একলা পথে হেঁটেছি।

তুমি তো আমায় চেয়েই দেখো ই নি!
একবার, দুইবার, চোখে চোখ রেখে
লজ্জায় চোখ ফিরিয়ে নিয়েছি।

তুমি তো আমায় ভালোই বাসো নি!
তবুও আবার, আর একবার,
তোমায় ভালোবাসতে এসেছি।

তুমি কেনো সেটা বুঝেও বোঝো নি।
তুমি ব্যর্থ!
আর আমি নিভৃতে ভালোবেসে অভ্যস্ত।

The post ব্যর্থতা- খাদিজা তুল কোবরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
খোদা বন্দনা – শাহাজাদা বসুনিয়া https://www.ulipur.com/?p=6205 Fri, 18 May 2018 16:04:09 +0000 http://www.ulipur.com/?p=6205 ১ ডাকলেও সে উঠে না, শুধু ইশারা করে আমি ছুটি তাঁর পানে সে তিস্তার জল, কুলকুল বহে আমি স্রোতে ভাসি, ভেসে যাই পানির দেহে এভাবে ভাসায় আমাকে নদীর জলে সহস্রকাল। ২ চোখ জুড়ে তার ঘুম সে থাকে গভীর ঘুমে, ঘুমায় মাটির দেহে। অপেক্ষা করি আমি দ্রোহে ডাকলেও সে উঠে আসে না চিরকাল সে নিদ্রাতুর ঘুমিয়ে [...]

The post খোদা বন্দনা – শাহাজাদা বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>

ডাকলেও সে উঠে না, শুধু ইশারা করে
আমি ছুটি তাঁর পানে
সে তিস্তার জল, কুলকুল বহে
আমি স্রোতে ভাসি, ভেসে যাই পানির দেহে
এভাবে ভাসায় আমাকে নদীর জলে সহস্রকাল।

চোখ জুড়ে তার ঘুম
সে থাকে গভীর ঘুমে, ঘুমায় মাটির দেহে।
অপেক্ষা করি আমি দ্রোহে
ডাকলেও সে উঠে আসে না
চিরকাল সে নিদ্রাতুর ঘুমিয়ে থাকে।

সে জেগে উঠে না
ঘুমিয়ে থাকে শিশির ভেজা রাতে
আমি ছুঁই শিশির বিন্দু অতি যতনে
গড়িয়ে পড়ে শিশির জল মাটির দেহে
আমি হাসি হোহো হিহি করে
হণ্য হয়ে খুঁজি তাঁকে পদ্ম শিশিরে
শিশির বিন্দু গড়িয়ে পড়ে দিঘীর জলে।

সে নাকি সূর্য সারথী
উজ্জ্বল চমকে সূর্যআলোয় বেড়ে ওঠে
সূর্য আলোয় জেগে থাকে
বিস্ময়ে তাকাই, দেখি সূবর্ণ ফুল
সে ফুল হয়ে ফুঁটে থাকে চিরকাল
ফুলের গন্ধ শুকি, গন্ধে ভরে থাকে মন।

ঘুমে বিনীত কাতর
শুনি শুধু নাকের ডাক শঙ্কের মতন
শব্দরা খেলা করে কানের ভেতর
সে ছন্দের ছন্দে আলোকিত সেকাল
শব্দ হয়ে বাজে অনাদিকাল।

সে কালবৈশাখী ঝড়, সে শক্তি দৈব
ঝড় তোলে বেসামাল রাতে, রাত-বিরাতে।
গায়ে লাগে ক্রুদ্ধ ঝড়
ঝড়ের বেদনা-বিলাপে রেখে যায়
তাঁর তান্ডব অস্পষ্ট পথরেখায়।

নিরব-নির্জনে থাকে, খুঁজি আমি তাঁরে
সে উড়ে ডালে-আবডালে,
ডালে বসে থাকে
উড়ে চলে পাখি স্বর্গের পানে
অদ্ভুত পাখিরা কিচিরমিচির করে,
আমি খুঁজি তাঁকে পাখির ভেতর
পাখিরা উড়ে উড়ে চলে মেঘহীন আকাশে।

ডাকলেও শুনে না-শুনি শুধু তাঁর হুংকার
সে নাকি সমুদ্রজল
তার দেহের ওপর ভাসে নৌকাযান
জ্বীন-পরীরা বাস করে তাঁর দেহের ভেতর,
রহস্যাবৃত দেহে খুঁজি তাঁকে বারবার।

ডাকলেও শুনে না-শুধু নিরবে রহে
আমি ডাকি, মায়াবিনী ঘুমায় এভাবে চিরকাল
আমি কাঁদি-সে থাকে ঘুমের ভানে
আমি খুঁজি তাঁকে বৃহৎ ও ক্ষুদ্র রহস্যে
খুঁজি আমি তাঁকে আকাশে-বাতাসে,
বাতাসের রহস্যে আমি শ্বাস-প্রশ্বাস নেই
খুঁজি তাঁকে স্বর্গ-মর্ত্যে
সে ঘুমায় শুধু আলোকবর্ষে।
১০
সে থাকে চিরকাল প্রেমময়, সে থাকে চিরকাল তন্ময়
আমি খুঁজি তাঁকে আকাশনীলে
সে ঘুমায় চিরকাল জেগে জেগে
সে হাসে, সেই হাসিতে ঈশ্বর থাকে
খোদা সবখানে, খোদা থাকে সবদিকে
থাকে শুধু খোদার অমিয় বাণী মন্ত্রে-তন্ত্রে।

The post খোদা বন্দনা – শাহাজাদা বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অতীতের গল্প -শাহাজাদা বসুনিয়া https://www.ulipur.com/?p=6128 Fri, 04 May 2018 11:52:46 +0000 http://www.ulipur.com/?p=6128 অতীতের গল্প শাহাজাদা বসুনিয়া অতীত হলো জীবনের উৎসভূমি অতীত পরিত্যাক্ত বজ্রের গন্ধ অনুকূল্যের কাছে অতীত পরিত্যাজ্য চেতনা ও উন্মত্তার কাছে অতীত মৃত। তবুও, অতীত হেঁটে চলে পথ, প্রজন্ম খুঁজে নিখুঁত অতীতের ব্যাখ্যা সকল অতীতের প্রতি সহানুভূতি জাগে অতীতে জন্ম নেয় মন্দবৃক্ষ ক্রুশের বৃক্ষ, প্রশংসা-ঘৃনা-স্মৃতির বৃক্ষ। অতীত নৌকায় যাত্রা করে অতীত যাত্রা করে দৈবের নৌকায় চড়ে [...]

The post অতীতের গল্প -শাহাজাদা বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অতীতের গল্প
শাহাজাদা বসুনিয়া

অতীত হলো জীবনের উৎসভূমি
অতীত পরিত্যাক্ত বজ্রের গন্ধ
অনুকূল্যের কাছে অতীত পরিত্যাজ্য
চেতনা ও উন্মত্তার কাছে অতীত মৃত।

তবুও, অতীত হেঁটে চলে পথ,
প্রজন্ম খুঁজে নিখুঁত অতীতের ব্যাখ্যা
সকল অতীতের প্রতি সহানুভূতি জাগে
অতীতে জন্ম নেয় মন্দবৃক্ষ
ক্রুশের বৃক্ষ, প্রশংসা-ঘৃনা-স্মৃতির বৃক্ষ।

অতীত নৌকায় যাত্রা করে
অতীত যাত্রা করে দৈবের নৌকায় চড়ে
অতীতের কোলাহল রসালো হয়ে উঠে
অতীতে অবসাদ-ক্লান্তি শুয়ে থাকে
গভীর ঘুমেও পড়ে থাকে তৃষ্ণা মৃত্যু
অতীতে আত্মার সিঁড়ি একটি দীর্ঘপথ
অতীত বহুদূর সমুদ্রপাড়ে
অতীত বহুদূর মধ্যপ্রাচ্যে
অতীত বহুদূর বাসা ও কর্নিশে
অতীত বহুদূর পার্কে ও শপিংমলে
অতীত একটি জঘণ্য দানব
অতীত ধূর্ত, চতূরের মতো।

অতীতে মন্দের অভাব নেই
অতীত হয়ে উঠুক জগতের সত্য
শপথ করে বলছি অতীতের সন্ধান করি আমি প্রতিনিয়ত।।

The post অতীতের গল্প -শাহাজাদা বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আঁচল https://www.ulipur.com/?p=6079 Tue, 24 Apr 2018 17:16:32 +0000 http://www.ulipur.com/?p=6079 আঁচল (সাব্বির নাইম) শৈশবে আমার নির্দিষ্ট কোন গামছা ছিলো না মায়ের আঁচলে স্নান শেষে শরীর মোছা খাওয়া শেষে হাত মুখ মোছা ছিলো আমার নিত্যদিনের অভ্যাস। দুপুর রোদে বারান্দায় মায়ের আঁচলে নিশ্চিন্তে ঘুমাতাম হাতপাখা বিহীন রাতে মা আঁচল দিয়ে বাতাস দিতেন। মায়ের কখনো গরম লাগতো না, স্নান শেষে মাকে কখনো শরীর মুছতে দেখিনি, দুপুর রোদে মা [...]

The post আঁচল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আঁচল
(সাব্বির নাইম)

শৈশবে আমার নির্দিষ্ট কোন গামছা ছিলো না
মায়ের আঁচলে স্নান শেষে শরীর মোছা
খাওয়া শেষে হাত মুখ মোছা
ছিলো আমার নিত্যদিনের অভ্যাস।
দুপুর রোদে বারান্দায় মায়ের আঁচলে নিশ্চিন্তে ঘুমাতাম
হাতপাখা বিহীন রাতে মা আঁচল দিয়ে বাতাস দিতেন।

মায়ের কখনো গরম লাগতো না,
স্নান শেষে মাকে কখনো শরীর মুছতে দেখিনি,
দুপুর রোদে মা কখনো বারান্দায় ঘুমাতেন না,
খাওয়া শেষে মায়ের কখনো মুখ মোছা লাগতো না,
আর এসব যদি লাগতোই, তবে মা কি করতেন?
মায়ের তো মা ছিলো না।

দুপুরের শেষে হকার যখন ডাক হাঁকতেন
মা আঁচলের গিট খুলে টাকা দিতেন
আমি চানাচুর আর কটকটি খেতাম
মুখ, গাল, ঠোঁট ভরিয়ে রাখতাম আঠায়
মা, আঁচল দিয়ে মুছে দিতেন ভালোবাসায়।
স্কুলে দিতে যাবার সময় প্রায়শই দেখতাম
মা আঁচল দিয়ে ছাতা ধরতেন মাথায়
স্কুল থেকে ফিরলে ,মা দৌড়ে এসে বুকে জড়িয়ে
আঁচল দিয়ে মুখের ঘাম মুছতে থাকতেন।
জ্বর এলে মা জলপট্টি দিয়ে দিতেন আঁচল ভিজিয়ে
ঠান্ডা লাগলে নাক মুছতাম মায়ের আঁচলে
ভয় পেয়ে মায়ের আঁচলে লুকিয়ে পড়তাম।

মা কখন ভয় পেতো না,
মাকে কখনো চানাচুর আর কটকটি খেতে দেখিনি,
মায়ের কখনো ছাতা লাগতো না,
মাকে কখনো ঘামতে দেখিনি আমি,
মায়ের কখনো জ্বর ঠান্ডা হতো না,
আর এসব যদি হতোই, তবে মা কি করতেন?
মায়ের তো মা ছিলো না।

The post আঁচল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>