পরিবেশ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=455 কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 20 Apr 2024 05:23:29 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png পরিবেশ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=455 32 32 জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট https://www.ulipur.com/?p=31837 Sat, 20 Apr 2024 05:23:29 +0000 https://www.ulipur.com/?p=31837 ।। নিউজ ডেস্ক ।। ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণের দাবিতে কুড়িগ্রামের জলবায়ু ধর্মঘট করেছেন জলবায়ু কর্মীরা। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল কলেজ মোড় হয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে এ দাবি জানান জলবায়ু কর্মীরা। ফ্রাইডেস ফর ফিউচারের বাংলাদেশ গ্রুপ, প্রতীকী [...]

The post জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণের দাবিতে কুড়িগ্রামের জলবায়ু ধর্মঘট করেছেন জলবায়ু কর্মীরা। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল কলেজ মোড় হয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে এ দাবি জানান জলবায়ু কর্মীরা।

ফ্রাইডেস ফর ফিউচারের বাংলাদেশ গ্রুপ, প্রতীকী যুব সংসদ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্যদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নির্ভরতা কমাতে সরকার ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান বক্তারা। পাশাপাশি কুড়িগ্রামের নদীগুলোকে সুপরিকল্পিতভাবে খনন করে পানি প্রবাহের নিশ্চিতের দাবিও জানানো হয়।

জলবায়ু ধর্মঘটে বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়ক সুজন মোহন্ত, সদস্য স্বপন সরকার, রাকিবুল ইসলাম, জান্নাতুল তুহুরা, খাদিজা আক্তার, জান্নাতুল ফেরদৌস, শোভা আক্তার প্রমুখ।

//নিউজ/কুড়িগ্রাম//সুজন-মোহন্ত/এপ্রিল/২০/২৪

The post জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে ৩ দিনব্যাপী জলবায়ু অভিযোজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=29691 Tue, 16 Jan 2024 15:23:05 +0000 https://www.ulipur.com/?p=29691 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে ৩ দিনব্যাপী জলবায়ু সুবিচার, স্থানীয় নেতৃত্বের অভিযোজন, ক্ষয়ক্ষতি এবং অ্যাডভোকেসি বিষয়ে যুব সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠতি হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের সাথে অংশীদারিত্বে এ উদ্যোগ হাতে নিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) ছিল সমাপনী দিন। কর্মশালায় জেলার ৯টি উপজেলার [...]

The post কুড়িগ্রামে ৩ দিনব্যাপী জলবায়ু অভিযোজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ৩ দিনব্যাপী জলবায়ু সুবিচার, স্থানীয় নেতৃত্বের অভিযোজন, ক্ষয়ক্ষতি এবং অ্যাডভোকেসি বিষয়ে যুব সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠতি হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের সাথে অংশীদারিত্বে এ উদ্যোগ হাতে নিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) ছিল সমাপনী দিন।

কর্মশালায় জেলার ৯টি উপজেলার ২৫ জন কিশোর-কিশোরী অংশ নিয়ে কুড়িগ্রামের নদী ভাঙন, বন্যা, বাস্তুচ্যুত, জলবায়ুর অভিযোজন ইত্যাদি নানান বিষয়ের সমস্যাগুলো তুলে ধরা হয়।

৩ দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণার্থীদের অধিকার, মানবাধিকার, জলবায়ু সুবিচার,যোগাযোগ নেতৃত্ব , জেন্ডার সমতা, অ্যাডভোকেসি,পরিবেশ, জলবায়ু কার্যক্রম ইত্যাদি নানা বিষয়ে হাতে-কলমে শেখানো হয়।

এ সময় উপস্থতি ছিলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ র্মীজা নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এ, কে, এম ওহিদুন্নবী, ইয়ুথনেট এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী প্রটিতী মাসুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, কুড়িগ্রাম জেলা সমন্বয়ক সুজন মোহন্ত, প্রশিক্ষক এস জেড অপু, জিমরান মোহাম্মদ সায়েক, আরিফুর রহমান শুভ প্রমুখ।

ইয়ুথনেট-এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন এবং রাজ্যাভিষেক উদযাপনের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের অনুদানে কুড়িগ্রামে স্থানীয় নেতৃত্বের অভিযোজন ত্বরান্বিত করতে যুব ক্ষমতায়ন উদ্যোগ ‘ইউঅ্যাডাপ্ট’ শুরু হয়েছে। আমরা কুড়িগ্রামের চর এলাকাগুলোতে পিছিয়ে রাখা তরুণদের ক্ষমতায়তি করার মাধ্যমে এবং জলবায়ু ঝুঁকি হ্রাসে স্থানীয় পর্যায়ে অ্যাডভোকেসি সহায়তা করার জন্য এ আয়োজন করেছি।

প্রকল্পটির মাধ্যমে কুড়িগ্রামের ৩ হাজার তরুণ-তরুণীকে সম্পৃক্তকরণ এবং তাদের জ্ঞান, দক্ষতা এবং নেতৃত্ব বিকাশে বিশেষায়িত প্রশিক্ষণ, জলবায়ু অভিবেশন, কমিউনিটি রেডিও অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছে।

//নিউজ/কুড়িগ্রাম//সুজন-মোহন্ত/জানুয়ারি/১৬/২৪

The post কুড়িগ্রামে ৩ দিনব্যাপী জলবায়ু অভিযোজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে গত দুদিন ধরে বইছে শৈতপ্রবাহ https://www.ulipur.com/?p=28889 Mon, 11 Dec 2023 16:16:53 +0000 https://www.ulipur.com/?p=28889 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে গত দুদিন ধরে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। মাঝরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পরছে চারদিক। সকালে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের কারণে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ পরেছে বিপাকে। ঠান্ডার কারণে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সোমবার (১১ ডিসেম্বর) কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। রাজারহাটের [...]

The post কুড়িগ্রামে গত দুদিন ধরে বইছে শৈতপ্রবাহ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে গত দুদিন ধরে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। মাঝরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পরছে চারদিক। সকালে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের কারণে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ পরেছে বিপাকে। ঠান্ডার কারণে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সোমবার (১১ ডিসেম্বর) কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

রাজারহাটের ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী এলাকার কৃষক সমশের আলী ফুলকপি তুলছিলেন, তিনি জানান, ‘হঠাৎ করি ঠান্ডা নামি গেইল। কামলারা আইসে নাই। নিজে কাম করবের নাগছি। কাজ-কাম করতে আঙ্গুল অসাড় হয়া যায়।’

সদরের হলোখানা ইউনিয়নের কৃষক আমজাদ আলী তার বোরো বীজতলা নিয়ে চিন্তায় রয়েছেন। তিনি জানালেন, ’এখন পর্যন্ত বীজতলা ভালোই আছে। যে হারে কুয়াশা আর বাতাস বইছে তাতে বীজতলার ক্ষতিও হতে পারে।’

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভার:) ডা. আতিকুর রহমান জানান, দুপুর পর্যন্ত হাসপাতালে মোট ৩৬৪ জন রোগী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শীতজনিত রোগে আক্রান্ত রোগীও রয়েছে। এছাড়াও ডায়ারিয়া আইসোলেশনে ৪৫ জন চিকিৎসা নিচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, শীত মোকাবিলায় ৪৫ হাজার কম্বল ইউনিয়ন পর্যায়ে উপবরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও ৫ হাজার শুকনো প্যাকেট ও ৭ লক্ষ টাকা প্রস্তুত রয়েছে।

 

The post কুড়িগ্রামে গত দুদিন ধরে বইছে শৈতপ্রবাহ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীতে শীতের পদধ্বনি দিনে গরম রাতে ঠান্ডা https://www.ulipur.com/?p=28417 Wed, 22 Nov 2023 06:04:55 +0000 https://www.ulipur.com/?p=28417 ।। উপজেলা প্রতিনিধি ।। চিলমারীতে আগাম আভাস দিচ্ছে শীতের পদধ্বনি। দিনের বেলায় সূর্যের প্রচণ্ড তাপ ও গরম অনুভূতি হলেও সন্ধ্যা নামার সাথে সাথে ঝরতে থাকে কুয়াশা সাথে সাথে হিমেল হাওয়া। রাত বাড়ার সাথে সাথে নেমে আসে ঠান্ডা। সকালে গাছ-গাছালিতে জমে থাকছে শিশির বিন্দু। সূর্য ওঠার অনেক পরেও জমে থাকছে শিশির বিন্দু। দিনে গরম পোশাক পরিধান [...]

The post চিলমারীতে শীতের পদধ্বনি দিনে গরম রাতে ঠান্ডা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে আগাম আভাস দিচ্ছে শীতের পদধ্বনি। দিনের বেলায় সূর্যের প্রচণ্ড তাপ ও গরম অনুভূতি হলেও সন্ধ্যা নামার সাথে সাথে ঝরতে থাকে কুয়াশা সাথে সাথে হিমেল হাওয়া। রাত বাড়ার সাথে সাথে নেমে আসে ঠান্ডা।

সকালে গাছ-গাছালিতে জমে থাকছে শিশির বিন্দু। সূর্য ওঠার অনেক পরেও জমে থাকছে শিশির বিন্দু। দিনে গরম পোশাক পরিধান না করলেও রাতে ঘুমাতে গেলে লাগছে কাঁথা ও কম্বল। এতে করে জ্বর, সর্দি, কাশিসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হঠাৎ করে এই অঞ্চলের আবহাওয়া পরির্বতনের কারণে শিশুদের পাশাপাশি যুবক-যুবতী এবং বয়স্কদেরকেও চিকিৎসা নিতে হাসপাতালে আসতে দেখা গেছে।

হিমালয় কাছে হওয়ায় আগেই শীতের হাওয়া লাগে এই অঞ্চলের গায়ে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। তবে অন্যবারের তুলনায় এবারে পড়েই নেমেছে শীতের হাওয়া। কিছুদিন থেকেই শুরু হয়েছে কুয়াশা। রাত গভীর হওয়ার সাথে সাথে কুয়াশাও বাড়তে থাকে। হঠাৎ এই শীতের আগমনে দিনে ও রাতের তাপমাত্রা উঠানামায় এই উপজেলার মানুষ পড়ছে বিপাকে।

উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মোঃ আমিনুল ইসলাম জানান, হঠাৎ আবহাওয়ার পরির্বতনের ফলে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষজন। আর শিশু ও বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছে।

শীতের আগাম বার্তা পেয়ে উপজেলার সর্বত্র চলছে শীতকে বরণ করার প্রন্তুতি। বিভিন্ন হাট-বাজারে চলছে লেপ, তোশক তৈরির হিরিক। কয়েক মাস অলস সময় পাড় করার পর লেপ, তোশক কারিগরাও হয়ে পড়েছেন ব্যস্ত। শুধু তাই নয়, ফুটপাতে গরম কাপড় বিক্রর ধুম পড়েছে।

//নিউজ/চিলমারী//সোহেল/নভেম্বর/২১/২৩

The post চিলমারীতে শীতের পদধ্বনি দিনে গরম রাতে ঠান্ডা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীতে গাছের শরীরে প্রচারণার পেরেক, নেই আইনের তোয়াক্কা https://www.ulipur.com/?p=28198 Sun, 12 Nov 2023 06:39:05 +0000 https://www.ulipur.com/?p=28198 ।। উপজেলা প্রতিনিধি ।। কে শুনবে গাছের বোবা কান্না? বিজ্ঞাপন আর রাজনৈতিক প্রচারণায় ছেয়ে গেছে চিলমারীর শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ চত্ত্বর ও সড়কের পাশে থাকা বৃক্ষের মধ্যে পেরেকে সয়লাব। আর এসব পোস্টার ও ফেস্টুন ছেয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। গাছেরও যে প্রাণ আছে, সেটা মানুষ ভুলে যায় অবলীলায়। তাই প্রচারণার পেরেক ঠুকে ক্ষত-বিক্ষত করা হয় [...]

The post চিলমারীতে গাছের শরীরে প্রচারণার পেরেক, নেই আইনের তোয়াক্কা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
কে শুনবে গাছের বোবা কান্না? বিজ্ঞাপন আর রাজনৈতিক প্রচারণায় ছেয়ে গেছে চিলমারীর শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ চত্ত্বর ও সড়কের পাশে থাকা বৃক্ষের মধ্যে পেরেকে সয়লাব। আর এসব পোস্টার ও ফেস্টুন ছেয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। গাছেরও যে প্রাণ আছে, সেটা মানুষ ভুলে যায় অবলীলায়। তাই প্রচারণার পেরেক ঠুকে ক্ষত-বিক্ষত করা হয় তার দেহ। শহরসহ বিভিন্ন এলাকায় কোনমতে বেঁচে থাকা গাছগুলোর দিকে তাকালেই চোখে পড়ে এমন দৃশ্য। গাছে পেরেক বিদ্ধ করে সাইনবোর্ড না লাগাতে আইন পাস হলেও বাস্তবে সে আইন কার্যকর হয়নি বা কেউ তোয়াক্কাও করছেনা।

জানা গেছে, চিলমারী জুড়ে বিভিন্ন সড়কের পাশে গাছের মধ্যে লাগানো বিজ্ঞাপন বোর্ডে সয়লাব। শুধু গাছ নয় বিজ্ঞাপনের হাত থেকে রক্ষা পাচ্ছে না সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ও বিদ্যুতিক খুটি। এতে করে পরিবেশের সৌন্দর্য্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। কথায় আছে গাছ মানুষের পরম বন্ধু। গাছ মানুষকে অক্সিজেন দেয়। সেই অক্সিজেন নিয়ে মানুষ ও প্রাণী বেঁচে থাকে। জীবন বাঁচানো সেই গাছেরই ক্ষতি করছে কিছু বিকৃত মানসিকতার মানুষ। গাছ শুধু আমাদের জীবনই বাঁচায় না বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকেও বাড়ি-ঘরকে রক্ষা করে। কিন্তু এখন উল্টো চিত্র দেখা যায়, মানুষের নির্যাতনের স্বীকার হয়ে সেই গাছেই দুর্যোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সড়কে লাগানো ছোট-বড় গাছের গায়ে লোহার পেরেক দিয়ে আটকানো হয়েছে অসংখ্য সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। বিভিন্ন গাছে ঝুলছে ব্যবসায়িক, চিকিৎসক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার-প্রচারণার অসংখ্য ছোট-বড় সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন ও বিজ্ঞাপন। পিছিয়ে নেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টারগুলোও। এসব ব্যানার, ফেস্টুন ও বিজ্ঞাপন ঝোলানো হয়েছে পেরেক ঠুকে। কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই যেখানে পারছে পেরেক ঠুকে গাছকে বিজ্ঞাপনের জন্য ব্যবহার করছে।

সরেজমিন, উপজেলা পরিষদ চত্ত্বর, জোড়গাছ-থানাহাট সড়ক, চিলমারী-কুড়িগ্রাম সড়ক, রমনাঘাট সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরসহ বিভিন্ন সড়কের বিভিন্ন বৃক্ষের মধ্যে অসংখ্য পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে একটি করে বৃক্ষে রয়েছে অসংখ্য পেরেক ও তার আঘাত। পেরেক দানবদের অত্যাচার থেকে রেহাই পাচ্ছেনা উপজেলার ভিতরের গাছগুলোও। বছরের পর বছর থেকে বৃক্ষ গুলোকে ক্ষত-বিক্ষত করা হলেও নজর যেন পড়ছেনা প্রশাসনের। আইন থাকলেও নেই প্রয়োগ। এদিকে বিদ্যুৎ খুটিতে ব্যানার, ফেস্টুন লাগানোর কারণে বিভিন্ন ধরণের সমস্যার সৃষ্টিও হচ্ছে বলে জানান বিদ্যুৎ বিভাগ।

গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের উদ্ভিদবিজ্ঞানী শিক্ষক সহ-অধ্যাপক মোঃ নিজামুল ইসলাম উজ্জল বলেন, পেরেক লাগানোর কারণে গাছের গায়ে যে ছিদ্র হয়, তা দিয়ে পানি ও এর সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং অণুজীব ঢোকে। এতে গাছের ওই জায়গায় দ্রুত পচন ধরে। ফলে খাদ্য ও পানির শোষণপ্রক্রিয়া ব্যাহত হয়। পরবর্তীতে গাছ মারাও যেতে পারে। তিনি আরও বলেন, যদি গাছে ছোট আকারের পেরেক ঠুকে দেয়া হয়, তাহলে জাইলেম ও ফ্লোয়েম ক্ষতিগ্রস্ত হবে। এতে পাতায় উৎপাদিত খাদ্য সঞ্চালনে বাঁধা পাবে। আর যদি বড় পেরেক ঠুকে দেয়া হয়, তাহলে পানি ও খনিজ লবণ সঞ্চালনে বাধা পাবে। পরিবেশবিদরা বলছেন, যেখানে গাছ লাগিয়ে তার পরিচর্যা দরকার, সেখানে উল্টো গাছের ক্ষতির চেষ্টা করা হচ্ছে। এভাবে চলতে থাকলে মুক্ত বাতাসে বিশুদ্ধ অক্সিজেনের অভাবে একসময় হয়তো পরিবেশ তার ভারসাম্য হারাবে।

প্রভাবশালীরাই এসব করছে জানিয়ে, গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান নলেজ বলেন, যথাযথ তদারকির অভাবে পরিবেশ আইন লঙ্ঘনের প্রবণতা আছে। স্ব-উদ্যোগে অনেক সংগঠন এসব সাইনবোর্ড গাছ থেকে নামানোর ক’দিন পর আবারও একই অবস্থা দাঁড়ায়। অনেক সময় সাইনবোর্ড অপসারণ করা হলেও গাছে থেকে যায় কয়েক শ’ পেরেক। পরে সেগুলো আর তুলে নেয়া হয় না ফলে ক্ষতি হয়।

কথা হলে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ডাঃ মোঃ মিনহাজুল ইসলাম বলেন, সচেতনা বৃদ্ধি করে গাছে পোস্টার, ফেস্টুন ইত্যাদি লাগানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করে এগুলো অপসারণে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

//নিউজ/চিলমারী//সোহেল/নভেম্বর/১২/২৩

The post চিলমারীতে গাছের শরীরে প্রচারণার পেরেক, নেই আইনের তোয়াক্কা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে ব্যানার ও ফেস্টুনের পেরেকে প্রাণ হারাচ্ছে অধিকাংশ গাছ https://www.ulipur.com/?p=28095 Tue, 07 Nov 2023 12:55:31 +0000 https://www.ulipur.com/?p=28095 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে বিজ্ঞাপন আর রাজনৈতিক প্রচারণায় ছেয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর মহাসড়কের পাশে থাকা বৃক্ষ।  শুধু গাছ নয় বিজ্ঞাপনের হাত থেকে রক্ষা পাচ্ছে না সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরও। এতে করে পরিবেশের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ভারসাম্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। আর গাছে গায়ে পেরেক ঠুকে লাগানো হচ্ছে পোস্টার ও ফেস্টুন। [...]

The post কুড়িগ্রামে ব্যানার ও ফেস্টুনের পেরেকে প্রাণ হারাচ্ছে অধিকাংশ গাছ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে বিজ্ঞাপন আর রাজনৈতিক প্রচারণায় ছেয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর মহাসড়কের পাশে থাকা বৃক্ষ।  শুধু গাছ নয় বিজ্ঞাপনের হাত থেকে রক্ষা পাচ্ছে না সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরও। এতে করে পরিবেশের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ভারসাম্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। আর গাছে গায়ে পেরেক ঠুকে লাগানো হচ্ছে পোস্টার ও ফেস্টুন। এসব দেখেও যেন নীরব প্রশাসন।

শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সড়কে লাগানো ছোট-বড় গাছের গায়ে লোহার পেরেক দিয়ে আটকানো হয়েছে অসংখ্য সাইন বোর্ড, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। বিভিন্ন গাছে ঝুলছে ব্যবসায়িক, চিকিৎসক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার-প্রচারণার অসংখ্য ছোট-বড় সাইন বোর্ড, ব্যানার, ফেস্টুন ও বিজ্ঞাপন। পিছিয়ে নেই বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টারগুলোও। এক একটি গাছ যেন এক একটি বিজ্ঞাপন বোর্ডের খুঁটি। কোন নিয়মনীতি তোয়াক্কা না করেই যেখানে পারছে পেরেক ঠুকে গাছকে বিজ্ঞাপনের জন্য ব্যবহার করছে।

পরিবেশবিদ কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দিন বলেন, পেরেক লাগানোর কারণে গাছের গায়ে যে ছিদ্র হয় তা দিয়ে পানি ও তার সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া ও অণুজীব প্রবেশ করে। এতে গাছে দ্রুত পচন ধরে। ফলে তার খাদ্য ও পানি শোষণ প্রক্রিয়া ব্যাহত হয়। এতে করে গাছটি মারাও যেতে পারে। গাছের প্রতি এই নিষ্ঠুর আচরণ দেশের বন আইনে দণ্ডনীয় অপরাধ হওয়ায় কর্তৃপক্ষকে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

জেলা প্রশাসক সাইদুল আরীফ জানান, জেলার মাসিক সমন্বয় মিটিং এ অবৈভাবে গাছে পোস্টার, ফেস্টুন ইত্যাদি লাগানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলো অপসারণে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটলিয়ন ক্যাম্প, কুড়িগ্রাম সরকারি কলেজ ও মহিলা কলেজ এবং আনসার ভিডিপি কার্যালয়ের সামনে চিলমারী-কুড়িগ্রাম সড়কের দু’পাশে সারিবদ্ধ ভাবে লাগানো রয়েছে বড় বড় গাছ। আম, মেহগনি, অর্জুনসহ বিভিন্ন বৃক্ষের মধ্যে অসংখ্য পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সারিবদ্ধ এসব গাছের মধ্যে একটি মৃত আম গাছের মধ্যে লাগানো হয়েছে বিজ্ঞাপনের পোস্টার। নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে নারকেল গাছসহ বিভিন্ন গাছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ফেস্টুন পেরেক দিয়ে লাগানো হয়েছে।

রাজারহাটের নাজিমখা সড়কে রাজারহাট পাইলট, বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের ভিতরে ও রাস্তার দু’ধারে ছোট-বড় গাছে শত-শত পোস্টার, ফেস্টুন এবং রাজনৈতিক দলের ব্যানারে ভরে গেছে।

নাগেশ্বরীর বাসিন্দা মাহাবুব আলম বলেন, পুরো উপজেলার বিভিন্ন অফিস এবং গাছে শুধু নেতাদের ছবি দিয়ে পোস্টারে সাটানো। এতে করে সরকারি অফিসের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে।

The post কুড়িগ্রামে ব্যানার ও ফেস্টুনের পেরেকে প্রাণ হারাচ্ছে অধিকাংশ গাছ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শরতের কাঁশফুলে সেজেছে চিলমারীর চরাঞ্চল https://www.ulipur.com/?p=27278 Fri, 06 Oct 2023 06:49:20 +0000 https://www.ulipur.com/?p=27278 ।। উপজেলা প্রতিনিধি ।। কখনো ভাঙন কখনো বন্যা কেড়ে নেয় চরাঞ্চলবাসীর স্বপ্ন। আবার সেই জেগে উঠা চরগুলো আশা জাগায় চরাঞ্চলবাসীর বুকে। সেই সাথে আশা, স্বপ্ন আর ভালোবাসার ছোঁয়া নিয়ে কাঁশফুলের চাদরে ঢেকেছে চিলমারী। সাদা ফুলে ফুলে সেজেছে চরাঞ্চল। নদীর বুকে জেগে উঠা খণ্ড খণ্ড চরে আপন মনে বেড়ে উঠছে কাঁশফুল। সাদা তুলোর মতো মেঘের সঙ্গে [...]

The post শরতের কাঁশফুলে সেজেছে চিলমারীর চরাঞ্চল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
কখনো ভাঙন কখনো বন্যা কেড়ে নেয় চরাঞ্চলবাসীর স্বপ্ন। আবার সেই জেগে উঠা চরগুলো আশা জাগায় চরাঞ্চলবাসীর বুকে। সেই সাথে আশা, স্বপ্ন আর ভালোবাসার ছোঁয়া নিয়ে কাঁশফুলের চাদরে ঢেকেছে চিলমারী। সাদা ফুলে ফুলে সেজেছে চরাঞ্চল। নদীর বুকে জেগে উঠা খণ্ড খণ্ড চরে আপন মনে বেড়ে উঠছে কাঁশফুল। সাদা তুলোর মতো মেঘের সঙ্গে কাঁশফুলের মৃদু বাতাসে ছড়ায় মুগ্ধতা। প্রতিদিন আনন্দ পেতে ছুটছে বিনোদন প্রেমীরা। কাটাচ্ছে সারাদিন কাঁশফুলের মনোরম পরিবেশে।

জানা গেছে, চিলমারীর একটি ভাঙন কবলিত এলাকায় প্রতি বছর ভাঙনে দিশেহারা হয়ে পড়ে মানুষ। এর পরেও চরাঞ্চল ছাড়তে চায়না বেশিরভাগ মানুষ। বন্যা আর ভাঙনের সাথে লড়াই করে বেঁচে থাকা মানুষগুলো বন্যার পর জেগে উঠা চরগুলোতে ফসল ফলিয়ে তোলে। দূর করে তাদের অভাব। কাঁশফুলের সন বিক্রি করে অনেকেই হয় লাভবান। চলছে এখন শরৎ, বন্যার পর জেগে উঠা চরগুলো এই সময় বিনোদন প্রেমীদের কাছে টানে। সেই সাথে চলতি মৌসুমে আনন্দ বাড়ায় কাঁশফুল। নদীর বুকে জেগে উঠা চরগুলো দূর থেকে দেখলে মনে হয় সাদা ফুলের চাদরে ঢেকে গেছে পুরো চর। সাদা ফুলে ফুলে যেন সাজিয়ে নিয়েছে নিজেদের। বাতাসে বাতাসে দুলতে দুলতে কাঁশফুলের সাদা বন ভ্রমণ পিয়াসু মানুষের আনন্দ বাড়িয়ে দেয়। ছড়ায় শুভ্রতা। সদ্য জেগে ওঠা চরে কাঁশফুল বাগানে প্রতিদিন শতশত বিনোদন প্রেমীরা ভিড় জমাচ্ছে আর আনন্দে মেতে উঠছে।

ঘুরতে আসা বিনোদন প্রেমী উল্লাস, সরোয়ার ও নুসরাত জাহানসহ অনেকের সাথে কথা হলে তারা বলেন, নদীতে ঘুরতে মজাই আলাদা। এর উপর নদীর তীরে জেগে ওঠা চরে কাঁশফুল মনে আনন্দ এনে দেয় এবং বারবার কাছে টানে।

এলাকার মাইদুল ও মাহফুজারসহ অনেকে বলেন, প্রতিদিন শতশত ছেলে, মেয়ে, মধ্যবয়স্কসহ বিভিন্ন বয়সী নারী, পুরুষ নৌকা নিয়ে ঘুরে বেড়ান, কাঁশফুল দেখতে এবং ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়ছে।

সন ব্যবসায়ী ইউছুফ আলী বলেন, প্রতি বছর চরে শতশত একর জমিতে কাঁশফুল ফোটে এর আগে জমিগুলো বর্গা নিয়ে আমরা দেখাশুনা করি এবং সময় মতো সন গুলো বিক্রি করে লাভবান হই। এছাড়াও এই সময় বেশকিছু মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়।

বেড়াতে আসা অনেকে বলেন, নৌ-ঘাট গুলোতে নেই নিরাপত্তার ব্যবস্থা ও চর গুলোতেও নেই কোন নিরাপত্তা। এছাড়াও নেই টয়লেট ব্যবস্থা। ফলে ঘুরতে আসা বিনোদন প্রেমীদের বিপাকে পড়তে হয়। কতিপয় যুবকদের দল বিভিন্ন ভাবে হয়রানি করে থাকেন বিনোদন প্রেমীদের। তারা আরও বলেন, নৌকা ভাড়ার নিদিষ্ট মূল্য না থাকায় যে যার মতো বেশি টাকা নিচ্ছে। বিনোদন প্রেমীরা ব্রহ্মপুত্রের ডানতীরে বিনোদন পার্ক নির্মাণের দাবি জানান।

চিলমারী মডেল থানা, বন্দর থানা ও ঢুষমারা থানা কর্তৃপক্ষ জানান, পুলিশ সবসময় জনকল্যাণসহ জন নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: রাফিউল আলম বলেন, নৌ-বন্দরে বিনোদন পার্কসহ বিভিন্ন স্থানে পার্কের বিষয়টি নিয়ে পরিকল্পনা করে কাজ করলে এগিয়ে যাবে উন্নয়ন।

//নিউজ/চিলমারী//সোহেল/অক্টেবর/০৬/২৩

The post শরতের কাঁশফুলে সেজেছে চিলমারীর চরাঞ্চল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে অরণ্যের আয়োজনে সবুজ উৎসব উদযাপন https://www.ulipur.com/?p=26289 Wed, 23 Aug 2023 09:41:51 +0000 https://www.ulipur.com/?p=26289 ।। নিউজ ডেস্ক ।।উলিপুরে কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে পরিবেশবাদী সংগঠন অরণ্যের আয়োজনে এবং ক্লাইমেট নেটওয়ার্ক বাংলাদেশ ও আভাস এর সহযোগিতায় সবুজ উৎসব-২০২৩ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বুধবার (২৩ আগস্ট) কালুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ও কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে একটি করে মোট ৩৫০ টি আম গাছের চারা বিতরণ করা হয়। স্কুলের সৌন্দর্য [...]

The post উলিপুরে অরণ্যের আয়োজনে সবুজ উৎসব উদযাপন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে পরিবেশবাদী সংগঠন অরণ্যের আয়োজনে এবং ক্লাইমেট নেটওয়ার্ক বাংলাদেশ ও আভাস এর সহযোগিতায় সবুজ উৎসব-২০২৩ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বুধবার (২৩ আগস্ট) কালুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ও কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে একটি করে মোট ৩৫০ টি আম গাছের চারা বিতরণ করা হয়। স্কুলের সৌন্দর্য বর্ধনের জন্য স্কুল মাঠেও বেশ কিছু গাছের চারা রোপণ করা হয়।

কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুল হক সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক পরিমল মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরণ্যের উপদেষ্টা নূর-আমিন, কালুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতেন্দ্র নাথ বর্মন, অরণ্যের সহ-সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জামিউল ইসলাম জুহান, কুড়িগ্রাম সরকারি কলেজ কমিটির আহবায়ক মোঃ বাবুল হোসাইন, মীর মোশারফ, মোঃ ছিনামুল ইসলাম, মোঃ আশিক আহমেদ, মোঃ মোবাশ্বের আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীতে সবুজ উদ্ভিদই শুধু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। মানুষসহ পৃথিবীর প্রাণিকুল উদ্ভিদের তৈরি খাদ্য খেয়েই জীবন ধারণ করে। শুধু খাদ্য নয়, বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে। ওষুধ, বস্ত্র ও বাসস্থান জোগায়। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। শিল্পের কাঁচামাল ও জ্বালানি সরবরাহ করে। শব্দদূষণ ও বায়ুদূষণ থেকে রক্ষা করে। বন্যপ্রাণীর খাদ্য ও আশ্রয় জোগায়। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ করে। মাটি ক্ষয় ও নদীভাঙন রোধ করে। উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে। তাই আমাদের বেশি বেশি বৃক্ষ রোপণ করা প্রয়োজন।

The post উলিপুরে অরণ্যের আয়োজনে সবুজ উৎসব উদযাপন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে বেওয়ারিশ কুকুরের দাপটে জনজীবন অতিষ্ঠ https://www.ulipur.com/?p=26231 Mon, 21 Aug 2023 11:09:42 +0000 https://www.ulipur.com/?p=26231 ।। নিউজ ডেস্ক ।।কুড়িগ্রাম জেলা জুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে বেওয়ারিশ কুকুরের দাপট। শিশু-বৃদ্ধ সব বয়সী মানুষ ও পশুকে কামড়ে দিচ্ছে এসব কুকুর। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে কুকুরে কামড়ানো রোগীর ভিড়। কিন্তু জলাতঙ্ক প্রতিষেধক সরকারি ভ্যাকসিন মিলছে না হাসপাতালগুলোতে। মানুষের হয়রানি ও ভোগান্তি বাড়লেও কুকুর নিধনে বা নিয়ন্ত্রণে নেই কোনো উদ্যোগ। শহর বা গ্রাম ভেদে কম বেশি হলেও [...]

The post কুড়িগ্রামে বেওয়ারিশ কুকুরের দাপটে জনজীবন অতিষ্ঠ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম জেলা জুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে বেওয়ারিশ কুকুরের দাপট। শিশু-বৃদ্ধ সব বয়সী মানুষ ও পশুকে কামড়ে দিচ্ছে এসব কুকুর। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে কুকুরে কামড়ানো রোগীর ভিড়। কিন্তু জলাতঙ্ক প্রতিষেধক সরকারি ভ্যাকসিন মিলছে না হাসপাতালগুলোতে। মানুষের হয়রানি ও ভোগান্তি বাড়লেও কুকুর নিধনে বা নিয়ন্ত্রণে নেই কোনো উদ্যোগ।

শহর বা গ্রাম ভেদে কম বেশি হলেও বিভিন্ন পাড়া মহল্লা ও মোড়ে দল বেঁধে ওৎপেতে থাকে কুকুর। কেউ বিরক্ত না করলেও তেড়ে আসে পথচারীদের দিকে। বাদ পড়ে না যাহবাহনে চলাচলকারী যাত্রীরাও। কুকুরের তাড়া খেয়ে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থী, চাকুরিজীবী থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষের মধ্যে কুকুর আতঙ্ক বিরাজ করছে। কুকুর নিয়ন্ত্রণ করা না হলে জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের তথ্যমতে, র‌্যাবিস ভাইরাস বহনকারী কুকুর-বিড়াল জাতীয় পশুর আঁচর লাগলে বা কামড় খেলে মানুষ ও অন্যান্য পশু জলাতঙ্ক রোগে আক্রান্ত হবার শঙ্কা থাকে। এমনকি এই ভাইরাস বহনকারী পশুর লালা কোনো ক্ষতস্থানে লাগলেও জলাতঙ্ক রোগ হবার সম্ভাবনা থাকে। তাই পশুর আঁচর লাগলে বা কামড় খেলে সকল প্রাণির যথাযথ চিকিৎসা প্রয়োজন হয়।

জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ৮উপজেলায় অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক ভ্যাকসিন রয়েছে। কোনো কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক বছর ধরে নেই ভ্যাকসিন। ফলে সারা জেলার কুকুরে কামড়ানো রোগীদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপর নির্ভর করতে হয়। কিন্তু এই হাসপাতালটিও চলতি ৬ আগস্ট থেকে জলাতঙ্কের ২য় ক্যাটাগরির ভ্যাকসিন শূন্য যেখানে এ ধরণের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। সরকারি টিকা না থাকায় রোগীদের ফার্মেসি থেকে টিকা কিনতে হচ্ছে।

কুড়িগ্রাম সদর হাসপাতালের জেলা জলাতঙ্ক নিয়ন্ত্রণ কেন্দ্রে কর্মরত নজরুল ইসলাম জানান, প্রতিমাসে টিকা নিতে আসা রোগীর সংখ্যা গড়ে ১২০০-১৫০০জন। তবে শীতকালে রোগীর পরিমাণ বেড়ে যায়। জানুয়ারি থেকে জুলাই, ২০২৩ পর্যন্ত মোট ৭৮৬৬ জনকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। সাধারণত ৩ ক্যাটাগরিতে রোগীকে চিকিৎসা প্রদান করা হলেও ২য় ও ৩য় ক্যাটাগরির রোগীকে প্রতিষেধক টিকা প্রদান করা হয়। তবে ২য় ক্যাটাগরির রোগীর সংখ্যাই বেশি।

কুড়িগ্রাম পৌর শহরের খেজুরেরতল এলাকার ৯ম শ্রেণি পড়–য়া স্কুলছাত্র সালাউদ্দিন আহম্মেদ জানায়, সকাল বেলা প্রাইভেট ও স্কুলে যাওয়ার সময় কুকুরের দল একা পেলে ঘেউ ঘেউ করে তেড়ে আসে। ফজরের সময় দাদু নামাজ পড়তে গেলে কুকুর থেকে বাঁচতে সাথে লাঠি নিয়ে যায়।

নাগেশ্বরী উপজেলার বোয়ালেরডারা গ্রামের আব্দুল মোমেন বলেন, আমি প্রতিদিন হেটেই আমার কর্মস্থলে আসা যাওয়া করি। কুকুরের ভয়ে রাতে একা একা বাড়িতে যাওয়া যায় না। ক্রমান্বয়ে সকল মানুষের আতঙ্কের কারণ হচ্ছে এই বেওয়ারিশ কুকুর। তাই সরকারিভাবে নতুন কোনো পন্থায় কুকুর নিধন করতে হবে।

রাজারহাট উপজেলা সদরের মোটরসাইকেল চালক এনামুল হক বলেন, আমি ব্যবসার কাজে প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে যাতায়াত করি। রাতের বেলা বেশ কয়েক জায়গায় মোটরসাইকেল দেখলে কুকুরের দল তেড়ে আসে। এর ফলে যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন নিতে উলিপুর উপজেলার কাছারিপাড়া আসা আমিনুল ইসলাম বলেন, “আমার বাড়ির আসেপাশে বেশ কয়েকটি কুকুর মুরগি ও হাঁসকে ধরে খেয়ে ফেলছে এবং ছাগল, গরুসহ মানুষকেও কামড় দিচ্ছে। আমরা অনেক আতঙ্কে আছি। উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পেয়ে এখানে এসেই পেলাম না।”

কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু জানান, আন্তর্জাতিক আইনে নিরীহ প্রাণিকে হত্যার বিষয়টি মানবতা পরিপন্থী হওয়ার কারণে বর্তমানে কুকুর নিধন বন্ধ রয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রাণিকল্যাণ আইন-২০১৯ এর ৭ ধারা অনুযায়ী বেওয়ারিশ কুকুরসহ কোনো প্রাণিকে অপসারণ, হস্তান্তর ও ফেলে দেয়া যাবে না। ফলে দিন দিন বেড়েই চলছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের নিরাপত্তা দেওয়া। তাই রাষ্ট্রকেই কুকুর নিয়ন্ত্রণে নতুন কিছু ভাবতে হবে।

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মনজুর-এ-মুর্শেদ জানান, জলাতঙ্ক প্রতিষেধক টিকার চাহিদা পাঠানো হয়েছে। সরবরাহ পেলে হাসপাতালগুলোতে পাঠানো হবে। অন্যদিকে আইনগত কারণে কুকুর নিধন না করে বন্ধ্যা করণের বিষয়ে ভাবছে কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী কুকুর নিধন বন্ধ থাকায় আমরা কুকুর নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিতে পারছি না। কিন্তু কুকুরের কারণে কুড়িগ্রামে সব বয়সী মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কুকুর নিয়ে জনদুর্ভোগ কমাতে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে। সরকারিভাবে কোনো সিদ্ধান্ত পেলে সে মতো ব্যবস্থা গ্রহণ করা হবে।

//নিউজ//কুড়িগ্রাম//অমিত পাল/আগস্ট/২১/২৩

The post কুড়িগ্রামে বেওয়ারিশ কুকুরের দাপটে জনজীবন অতিষ্ঠ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জেলা পুলিশের উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাবে ৪ শতাধিক চারাগাছ বিতরণ https://www.ulipur.com/?p=25731 Mon, 31 Jul 2023 08:14:22 +0000 https://www.ulipur.com/?p=25731 ।। নিউজ ডেস্ক ।। ‘সবুজ করি কুড়িগ্রাম’ এই শ্লোগানে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ৩০ হাজার চারাগাছ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২য় ধাপে সোমবার (৩১ জুলাই) কুড়িগ্রাম প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দের মাঝে প্রায় ৪ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, অতিরিক্ত পুলিশ সুপার [...]

The post জেলা পুলিশের উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাবে ৪ শতাধিক চারাগাছ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
‘সবুজ করি কুড়িগ্রাম’ এই শ্লোগানে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ৩০ হাজার চারাগাছ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২য় ধাপে সোমবার (৩১ জুলাই) কুড়িগ্রাম প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দের মাঝে প্রায় ৪ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সিভিল সার্জন ডা. মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক সফি খান, উলিপুর ডট কমের নির্বাহী সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্যসহ কুড়িগ্রাম জেলার অন্যান্য সম্মানিত সাংবাদিকবৃন্দ।

জেলা পুলিশের পক্ষ থেকে চারাগাছ বিতরণ করায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সবুজ কুড়িগ্রামের প্রত্যয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের এই চারাগাছ বিতরণ কর্মসূচি চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার।

The post জেলা পুলিশের উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাবে ৪ শতাধিক চারাগাছ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>