প্রাকৃতিক দুর্যোগ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=487 কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Wed, 24 Apr 2024 06:19:20 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png প্রাকৃতিক দুর্যোগ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=487 32 32 কুড়িগ্রামের পাঁছগাছীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় https://www.ulipur.com/?p=31938 Wed, 24 Apr 2024 06:19:20 +0000 https://www.ulipur.com/?p=31938 ।। নিউজ ডেস্ক ।। গ্রীষ্মের তাপদাহ ও খরায় পুড়ছে কুড়িগ্রাম। প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টি না হওয়ায় নদী-নালা, খাল-বিল শুকিয়ে গেছে। পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে পড়েছে। পানির জন্য সর্বত্র হা-হাকার অবস্থা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত ইসতিসকার বিশেষ নামাজ আদায় করেছে বিভিন্ন [...]

The post কুড়িগ্রামের পাঁছগাছীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
গ্রীষ্মের তাপদাহ ও খরায় পুড়ছে কুড়িগ্রাম। প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টি না হওয়ায় নদী-নালা, খাল-বিল শুকিয়ে গেছে। পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে পড়েছে। পানির জন্য সর্বত্র হা-হাকার অবস্থা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত ইসতিসকার বিশেষ নামাজ আদায় করেছে বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিগণ।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে সদরের পাঁছগাছী ইউনিয়ন বাজার ঈদগাহ মাঠে কয়েক শত ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়ে বিশেষ নামাজে অংশগ্রহণ করেন। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিশেষ নামাজে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়েজ উদ্দিন।

মোনাজাতে অংশ নেয়া মুসল্লিগণ কান্নায় ভেঙ্গে পড়েন মহান সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন। দোয়া করার সময় পরনের পাঞ্জাবি ও টুপি উল্টো করে পড়েন মুসল্লিগণ।

অপরদিকে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস সূত্র জানায়, কুড়িগ্রামে এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। তবে আপাতত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।

বাবুল নামের এক মুসল্লি বলেন, আমার বয়স ৫০ বছর। আমার জীবনে আমি এমন গরম দেখি নাই। এই তীব্র গরম থেকে বাঁচতে আজ বিশেষ নামাজ আদায় করলাম। আল্লাহ পাক যেন বৃষ্টি দেয় পরিবেশটা যেন ঠান্ডা হয়ে যায়।

মুরাদ নামের আরও এক মুসুল্লি বলেন, সারাদেশে যে তীব্র দাবদাহ চলছে। এর পরিপ্রক্ষিতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম এবং ইসতিসকার নামাজ আদায় করলাম। আল্লাহ তায়ালা যেন রহমতের বৃষ্টি বর্ষণ করেন জমিনে।

বিশেষ নামাজে মোনাজাত পরিচালনাকারী মাওলানা ফয়েজ উদ্দিন বলেন, আমাদের বর্তমান যে সমাজের অবস্থা। তীব্র খরার কারণে সমাজে দাবদাহ সৃষ্টি হয়েছে। ফলে পরিবেশের ওপর প্রভাব পড়েছে। শুধু তাই না তীব্র তাপদাহের কারণে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষ নামাজ আদায় করলাম।

The post কুড়িগ্রামের পাঁছগাছীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড চিলমারী, দেয়াল ধসে আহত ৩ https://www.ulipur.com/?p=31341 Sun, 24 Mar 2024 08:20:03 +0000 https://www.ulipur.com/?p=31341 ।। উপজেলা প্রতিনিধি ।। বেলা গড়িয়ে বিকেল মানুষজন ব্যস্ত কেনাকাটায়, ঘড়ির কাঁটা ৪ পেরিয়ে গেছে আর হঠাতেই চিলমারীতে হানা দেয় ঝড়ো হাওয়া ও শিলা। আর নিমিশেই লন্ডভন্ড করে দেয় বেশ কিছু বাড়িঘর, গাছপালা। এ সময় থানাহাট বাজার রনিমোড় এলাকায় দ্বিতল ভবনের ওয়াল ভেঙে ৩ জন আহতের ঘটনা ঘটেছে। এদিকে ঝড়ে বাড়িঘরের ক্ষতিগ্রস্ত হওয়ায় মজিবুর নামে [...]

The post ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড চিলমারী, দেয়াল ধসে আহত ৩ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
বেলা গড়িয়ে বিকেল মানুষজন ব্যস্ত কেনাকাটায়, ঘড়ির কাঁটা ৪ পেরিয়ে গেছে আর হঠাতেই চিলমারীতে হানা দেয় ঝড়ো হাওয়া ও শিলা। আর নিমিশেই লন্ডভন্ড করে দেয় বেশ কিছু বাড়িঘর, গাছপালা। এ সময় থানাহাট বাজার রনিমোড় এলাকায় দ্বিতল ভবনের ওয়াল ভেঙে ৩ জন আহতের ঘটনা ঘটেছে। এদিকে ঝড়ে বাড়িঘরের ক্ষতিগ্রস্ত হওয়ায় মজিবুর নামে ১ জন প্রতিবন্ধী ভিক্ষুকসহ অনেকে রয়েছে খোলা আকাশের নিচে।

জানা যায়, চিলমারীতে শনিবার (২৩ মার্চ) বিকেলে হঠাতেই শুরু হয় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া। হঠাতেই হানা দেয়া ঝড়ে আর শিলাবৃষ্টিতে চিলমারীর বেশ কিছু এলাকায় বাড়িঘর, গাছপালা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঝড় ও শিলাবৃষ্টির থাবায় জোড়গাছ, শরিফের হাট, পুটিমারী, মাছাবান্দা, থানাহাট বাজারসহ বেশকিছু এলাকায় বাড়িঘরের টিন ছিদ্রসহ ঘর ভেঙে গেছে এবং গাছপালা ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও গাছ ভেঙে বিদ্যুতের লাইনে পড়ায় বেশকিছু এলাকা রয়েছে বিদ্যুৎ বিহীন। ঝড়ের সময় থানাহাট বাজার রনিমোড় এলাকার হাসি ষ্টুডিও এর দ্বিতল ভবনের একটি ওয়াল ভেঙে পুরা ষ্টুডিও পড়লে দোকানে থাকা ৩ জন আহত হয়। আহতরা হলেন সিমাম (১৬), শিরিনা আক্তার (২৮) ও সত্যজিত রায় (৬০)। আহতের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই বিকালে চিলমারীতে ঝড় শুরু হয়। ঝড়টি প্রায় ২০-২৫ মিনিট স্থায়ী হয়। এ সময় উপজেলার রনিমোড় এলাকায় টিন সেট বিল্ডিং ঘর ভেঙে একটি দোকানে পড়ে। সে সময় দোকানে থাকা ৩ জন আহত হয়। পরে আহতের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আবু হাসান শাহারীয়ার (মেডিকেল অফিসার) জানান, আহত ব্যক্তিরা অল্পের জন্য বেঁচে গেছে। আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রামে পাঠানো হবে।

এদিকে মজিবর রহমান নামে একজন প্রতিবন্ধী ভিক্ষুক মাছাবান্দা এলাকায় কালামের চাতালে একটি ঘর তুলে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিল, কিন্তু ঝড়ের কবলে তার ঘরটি লন্ডভন্ড হওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুধু চিলমারীতে না, ঝড় জেলার বিভিন্ন এলাকায় হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামে আর ঝড়ো হওয়ার সম্ভাবনা নেই।

//নিউজ/চিলমারী//সোহেল/মার্চ/২৪/২৪

The post ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড চিলমারী, দেয়াল ধসে আহত ৩ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে https://www.ulipur.com/?p=27255 Thu, 05 Oct 2023 07:07:25 +0000 https://www.ulipur.com/?p=27255 ।। নিউজ ডেস্ক ।। উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে তিস্তার পানি প্রবল স্রোতে প্রবাহিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে দুই পাড়ের মানুষ। পানি বৃদ্ধি পাওয়ায় রাজারহাট ও উলিপুরে তিস্তার অববাহিকার চরাঞ্চলগুলোর ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে পানি [...]

The post কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে তিস্তার পানি প্রবল স্রোতে প্রবাহিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে দুই পাড়ের মানুষ। পানি বৃদ্ধি পাওয়ায় রাজারহাট ও উলিপুরে তিস্তার অববাহিকার চরাঞ্চলগুলোর ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার পানি দুপুর পর্যন্ত আরও কিছুটা বৃদ্ধি পেয়ে কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বুধবার (৪ অক্টোবর) তিস্তার দুই পাড়ের মানুষকে সরিয়ে নেয়ার মাাইকিং করা হয়েছিল। কিন্তু মানুষজন তাদের ঘরবাড়িতে এখনও অবস্থান করছেন। শুধু চরাঞ্চলের কিছু পরিবার আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছেন।

তিস্তা নদীর অববাহিকার গড়াইপিয়ার এলাকার নয়ন মিয়া বলেন, বুধবার থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বড় নাকি বন্যা হবে, এই চিন্তায় রাতে ঘুমাতে পারি নাই আমরা। স্থানীয় প্রশাসন গতকাল এসে সাবধানে থাকতে মাইকিং করে গেছে।

তিস্তা নদীর অববাহিকার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমার এলাকার কিছু বাড়ি-ঘরে পানি উঠেছে। তবে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত বৃষ্টিপাত থেমে থেমে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল শুক্রবার (৬ অক্টোবর) বৃষ্টিপাত কমে স্বাভাবিক হতে পারে।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, তিস্তায় আকস্মিক বন্যার আশঙ্কায় নদীর অববাহিকায় মাইকিং করে সবাইকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। এছাড়াও স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা সজাগ রয়েছেন। ১৪টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন বলেন, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং হ্রদে পানির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাওয়ায় সেখানকার বাঁধটি খুলে দেয়া হয়েছে। ফলে ভারতীয় অংশে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে এবং কুড়িগ্রাম জেলায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা ক্যালকুলেশন করে দেখেছি তিস্তার পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে যেতে পারে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা মানুষকে সচেতন করছি। কোথাও কোনো সমস্যা হলে পানি উন্নয়ন বোর্ড তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

The post কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ১০ সে.মি. উপরে https://www.ulipur.com/?p=26983 Mon, 25 Sep 2023 09:40:07 +0000 https://www.ulipur.com/?p=26983 ।। নিউজ ডেস্ক ।। টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের বিভিন্ন নদ-নদীর সমতল স্তরে পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় রাজারহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করায় আরেক দফা বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষজন। এছাড়া তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় বিভিন্ন পয়েন্টে [...]

The post কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ১০ সে.মি. উপরে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের বিভিন্ন নদ-নদীর সমতল স্তরে পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় রাজারহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করায় আরেক দফা বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষজন। এছাড়া তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। একদিকে নদ-নদীর পানি বৃদ্ধি অপরদিকে নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে এসব এলাকার মানুষজন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার রেকর্ড অনুয়ায়ী জেলার অন্যান্য নদ-নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। ঘর-বাড়ি তলিয়ে না গেলেও আমনক্ষেত নিয়ে দুঃশ্চিন্তায় আছে কৃষকেরা। এরইমধ্যে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর খিতাবখাঁ, বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ, চর পাড়ামৌলা ও চর তৈয়বখাঁয় তিস্তা নদীর পানি প্রবেশের পাশাপাশি নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনরোধে জিওব্যাগ ডাম্পিং কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।

গতিয়াশাম এলাকার বাসিন্দা কৃষক আব্দুল মোমেন বলেন, কিছুদিন আগে বন্যার পানিতে আমার ২ বিঘা আমনক্ষেত তলিয়ে নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে আমনক্ষেত করেছি। একদিকে নদী ভাঙন, আবার যদি বন্যা হয় তাহলে আবার আমন আবাদ নষ্ট হয়ে যাবে। আমরা নিঃস্ব হয়ে যাবো।

স্থানীয় ইউপি সদস্য হিরা বলেন, তিস্তা নদীর পানি রবিবার (২৪ সেপ্টেম্বর) থেকে বৃদ্ধি পেয়েছে। তিস্তার বাম তীরে ঘড়িয়ালডাঙ্গা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে তো অনেকে বাড়ি-ঘর ও জমি-জমা হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। ইতিমধ্যে অনেকই ভাঙনের শিকার হয়েছেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, গত কয়েক দিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি আবারও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে সমতল স্তরে পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বড় ধরণের বন্যার শঙ্কা নেই। রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় ভাঙন দেখা দিয়েছে। সেখানে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করছে।

The post কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ১০ সে.মি. উপরে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে টানা বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ https://www.ulipur.com/?p=26963 Sun, 24 Sep 2023 15:33:56 +0000 https://www.ulipur.com/?p=26963 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে গত পাঁচদিন ধরে অবিরাম বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জন-জীবন। কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে। ফলে কর্মস্থলে যেতে নানান বিড়ম্বনায় পড়তে হচ্ছে সকল শ্রেণি পেশার মানুষজনের। বিশেষ করে কাজের সন্ধানে ছুটে চলা শ্রমজীবী মানুষজন পড়েছেন চরম বিপাকে। এছাড়া নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষজন বন্যার আশঙ্কায় আমন আবাদ নিয়ে [...]

The post কুড়িগ্রামে টানা বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে গত পাঁচদিন ধরে অবিরাম বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জন-জীবন। কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে। ফলে কর্মস্থলে যেতে নানান বিড়ম্বনায় পড়তে হচ্ছে সকল শ্রেণি পেশার মানুষজনের। বিশেষ করে কাজের সন্ধানে ছুটে চলা শ্রমজীবী মানুষজন পড়েছেন চরম বিপাকে। এছাড়া নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষজন বন্যার আশঙ্কায় আমন আবাদ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।

অপর দিকে নদ-নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে করে বিভিন্ন নদ-নদীর বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন।

এদিকে বৃষ্টিপাতের ফলে পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে জেলা শহরের হাসপাতালপাড়া, ফায়ার সার্ভিস, পুরাতন রেজিস্ট্রি অফিসপাড়া, হাটিরপাড় ও নিমবাগান এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রম রাজারহাট আবহাওয়া অফিসের রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার তথ্যমতে, জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৯ মি.মি। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।

যতিনের হাটের রিকশা চালক আক্কাস আলী বলেন, কয়দিন থাকি যে হারে ঝড়ি (বৃষ্টি) হবাইছে। ঘর থাকি মানুষ বেড়বার না পাইলে ভাড়া হয় কেমন করি। এমন আর কয়দিন চললে হামরা গরীব মানুষগুলোর খুব বিপদ হইবে।

টাপু ভেলাকোপার নুরল মিয়া বলেন, সকাল থেকে বৃষ্টি। কাজ-কাম বন্ধ। টাকার চিন্তায় কিছু ভালো লাগে না। রাত পোহালে কিস্তি। ঘরে বাজার-সদাই নাই। খুব দুশ্চিন্তায় পড়ছি। এভাবে বৃষ্টি হলে মানুষের চলাফেরা কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে।

ভোগডাঙ্গা মাধবরামের কৃষক মো. আনারুল কবির বলেন, কয়েক দফা বন্যায় আমন আবাদ নষ্ট হয়ে গেছে। আবারও আমান ক্ষেত রোপণ করেছি। যে হারে বৃষ্টি শুরু হয়েছে এভাবে বৃষ্টি পড়তে থাকলে পানিতে আমন ক্ষেত তলিয়ে যাবে। এবার আবাদ নষ্ট হলে এ মৌসুমে আর আমনের আবাদ করা যাবে না। আমরা কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হবো।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র রায় বলেন, গত পাঁচদিন ধরে হালকা ও মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। আগামী আরও দু’দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

The post কুড়িগ্রামে টানা বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারী ৩ হাজার হেক্টর আমন ক্ষেত নিয়ে দুশ্চিন্তায় ১৫ হাজার কৃষক https://www.ulipur.com/?p=26656 Sat, 09 Sep 2023 15:40:13 +0000 https://www.ulipur.com/?p=26656 ।। উপজেলা প্রতিনিধি ।।কখনো বন্যা, কখনো খরা, কখনো শীত সাথে বৃষ্টি ভেঙে দেয় কৃষকের সাজানো স্বপ্নগুলো। বারবার ধাক্কায় পুঁজি হারিয়ে বিপাকে পড়ে চিলমারীর কৃষক। চলতি মৌসুমে কৃষকের আমন ক্ষেত বন্যায় ডুবে যাওয়ার সাথে সাথে রোদের তাপে পুড়ছে প্রায় ১৫ হাজার কৃষকের স্বপ্ন। ক্ষেতের ফসল ক্ষেতেই নষ্ট হচ্ছে তা দেখে দিশাহারা হয়ে পড়েছে কৃষক ও তার [...]

The post চিলমারী ৩ হাজার হেক্টর আমন ক্ষেত নিয়ে দুশ্চিন্তায় ১৫ হাজার কৃষক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
কখনো বন্যা, কখনো খরা, কখনো শীত সাথে বৃষ্টি ভেঙে দেয় কৃষকের সাজানো স্বপ্নগুলো। বারবার ধাক্কায় পুঁজি হারিয়ে বিপাকে পড়ে চিলমারীর কৃষক। চলতি মৌসুমে কৃষকের আমন ক্ষেত বন্যায় ডুবে যাওয়ার সাথে সাথে রোদের তাপে পুড়ছে প্রায় ১৫ হাজার কৃষকের স্বপ্ন। ক্ষেতের ফসল ক্ষেতেই নষ্ট হচ্ছে তা দেখে দিশাহারা হয়ে পড়েছে কৃষক ও তার পরিবার।

জানা গেছে, চিলমারী চলতি মৌসুমে প্রচণ্ড খরার সাথে ৪র্থ দফার বন্যার কবলে পড়ে। ৪র্থ দফায় বন্যার পানিতে ডুবতে শুরু করে হাজার হাজার হেক্টর আমন ক্ষেত, নষ্ট হয় সবজি ক্ষেতও। দীর্ঘ সময় পর বন্যার পানি নামতে শুরু করলেও প্রচণ্ড রোদের তাপে পানিতে তলিয়ে থাকা আমন ক্ষেত পচে নষ্ট হয়ে যায়। ক্ষেতেই রোপা আমন পচতে এবং নষ্ট হতে দেখে কৃষকরা। সরেজমিন হ্যালিপেড, জুম্মাপাড়া, মাচাবান্দা, সবুজপাড়া, সরকারপাড়া, শরিফেরহাট, ফকিরপাড়া, পাত্রখাতাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে দীর্ঘদিন বন্যার পানিতে ডুবে থাকা আমন চারা রোদের তাপে পচতে শুরু করেছে। চোখের সামনে ক্ষেতের ফসল ক্ষেতেই নষ্ট হতে দেখে কৃষকের বাড়ছে দুশ্চিন্তা, ঝরছে চোখের জল।

ফকিরপাড়ার কৃষক রতন ও আঃ লতিফ বলেন, বর্গা নেয়া জমিতে হাজার হাজার টাকা খরচ করে আমন চাষ করলাম, বন্যা আর রোদের তাপ সাথে খরা সব নষ্ট করে দিল
এখন কি করমো কোন কিনারা পাচ্ছিনা।

শরিফের হাট এলাকার আঞ্জু, ইমরানসহ অনেকে বলেন, প্রচণ্ড খরা উপেক্ষা করে হাজার হাজার টাকা খরচ করে আমন চাষ করার কয়েকদিন পর ৪র্থ বারের বন্যা আইসে হামার সব সর্বনাশ করে দিল, আর রোদের তাপে জমিতেই পচে যাচ্ছে আমন চারা। প্রচণ্ড খরার পর ৪র্থ দফার বন্যার কবলে পড়ে রোদের তাপে উপজেলার প্রায় ১৫ হাজার কৃষক এখন দিশাহারা। পুঁজি হারানো কৃষকরা এখন দুশ্চিন্তায় ভুগছে।

প্রায় ১৫ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত স্বীকার করে উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস বলেন, চলতি বন্যায় প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। কৃষকের পাশে সরকার সব সময় ছিল এবং থাকবে তাই হতাশ হওয়ার কিছু নাই।

//নিউজ/চিলমারী//সোহেল/সেপ্টেম্বর/০৯/২৩

The post চিলমারী ৩ হাজার হেক্টর আমন ক্ষেত নিয়ে দুশ্চিন্তায় ১৫ হাজার কৃষক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফুলবাড়ীতে নদী ভাঙনে দিশেহারা ধরলাপাড়ের মানুষ https://www.ulipur.com/?p=26585 Tue, 05 Sep 2023 16:38:23 +0000 https://www.ulipur.com/?p=26585 ।। উপজেলা প্রতিনিধি ।।কৃষক বদিউজ্জামান মিয়া স্ত্রী-সন্তানসহ পরিবারের ৪ সদস্যকে নিয়ে ডাল-ভাত খেয়ে ভালোই দিন পাড়ি দিচ্ছিলেন। কিন্তু আগস্ট মাস থেকে ধরলা নদীর তীব্র ভাঙনে বাড়ি-ভিটা ১৬ শতক জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় ঠাঁই নেন আবাসনের মাঠে। সেখানে দুটি ছোট ঘর তুলে অতি কষ্টে জীবন-জীবিকা নির্বাহ করছেন। এদিকে শেষ স্মৃতি মায়ের কবরটি তিন-চারদিন আগে [...]

The post ফুলবাড়ীতে নদী ভাঙনে দিশেহারা ধরলাপাড়ের মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
কৃষক বদিউজ্জামান মিয়া স্ত্রী-সন্তানসহ পরিবারের ৪ সদস্যকে নিয়ে ডাল-ভাত খেয়ে ভালোই দিন পাড়ি দিচ্ছিলেন। কিন্তু আগস্ট মাস থেকে ধরলা নদীর তীব্র ভাঙনে বাড়ি-ভিটা ১৬ শতক জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় ঠাঁই নেন আবাসনের মাঠে। সেখানে দুটি ছোট ঘর তুলে অতি কষ্টে জীবন-জীবিকা নির্বাহ করছেন। এদিকে শেষ স্মৃতি মায়ের কবরটি তিন-চারদিন আগে আগ্রসী ধরলা নদীর তীব্র ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় ছেলে বদিউজ্জামান মিয়া বাকরুদ্ধ হয়ে পড়েন। মৃত মা জোবেদা খাতুনের কবর হিসাবে শেষ স্মৃতিটুকুও আগ্রাসী ধরলা নদী কেড়ে নেওয়ায় অনেকটা ভেঙে পড়েছেন এবং স্ত্রীসহ ৮ বছরের এক ছেলে ও ১৪ বছরের মেয়েকে নিয়ে চরম দুর্দিন পাড় করছেন তিনি। বদিউজ্জামান মিয়া ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরক মন্ডল গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত এক থেকে দেড় মাস আগে চর গোরক মন্ডল এলাকায় ধরলা নদীর তীব্র ভাঙনে বদিউজ্জামান মিয়ার বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অধীনে হাফ কিলোমিটার গ্রামীণ সড়ক নদী গর্ভে বিলীন হয়েছে। সেই সাথে শতশত বিঘা ফসলি জমি ও ১৫ থেকে ২০ টি পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন রোধের জন্য কর্তৃপক্ষ ৬ হাজার জিও ব্যাগ দিয়েও ভাঙন ঠেকাতে পারছে না। আগ্রসী ধরলা নদীর তীব্র ভাঙন অব্যাহত থাকায় অনেকে বাড়ি-ভিটা রক্ষা করতে পারবে কি না সেই চরম দুশ্চিন্তায় খাওয়া টুকুও ছেড়ে দিয়েছেন।

দিন মজুর বদিউজ্জামান মিয়া কান্নাজড়িত কন্ঠে জানান, ধরলার ভাঙনে অনেক মানুষের বাড়ি-ঘর বিলীন হয়ে গেছে। তারপরেও ওই সব মানুষের মতো আমার কষ্ট এবং দুঃখ নেই। অনেকের জমি-জমা থাকায় অন্য স্থানে নতুন করে বাড়ি-ঘর তৈরি করে থাকছেন। কিন্তু আমার কোন জমি-জমা না থাকায় আবাসনের মাঠে কোন রকমেই মানবেতর জীবন-যাপন করছি বাহে। বাড়ি-ভিটা নদী গর্ভে বিলীন হলেও আমার কোন কষ্ট হয়নি। কিন্তু আমার মায়ের শেষ স্মৃতি হিসাবে কবরটি ছিল। সেই কবরটি কেড়ে নেয় আগ্রাসী ধরলা নদী। আর কোন দিন মায়ের কবরে দোয়া ও জেয়ারত করতে পারবো না। আমার খুবই কষ্ট হচ্ছে বাহে ! এমন কষ্টে থাকার পরেও তার সহযোগিতায় কেউ এগিয়ে না আসায় চরম ক্ষোভ জানিয়েছেন তিনি। সেই সাথে ধরলার ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য তিনি তার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

স্থানীয় শাহআলম মিয়া জানান, ধরলা নদী ভাঙতে ভাঙতে আমার বাড়ির কাছেই এসেছে। নদী থেকে আমার বাড়ির দুরত্ব মাত্র ৭ ফিট। ভাঙন ঠেকাতে না পারলে কিছু দিনের মধ্যে আমার বাড়ি-ভিটাও গিলে খাবে আগ্রাসী ধরলা। তিনি আরও জানান, কর্তৃপক্ষ ৬ হাজার জিও ব্যাগ দিয়েছে। কিন্তু ভাঙন রোধ করা যাচ্ছে না। তাই তিনিসহ এলাকাবাসী দ্রুত ভাঙন রোধ করার জন্য স্থায়ী নদীর তীর রক্ষা বাঁধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানিয়েছেন।

চর গোরক মন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন জানান, চর গোরক মন্ডল এলাকায় ধরলা নদীর তীব্র ভাঙনে ইতোমধ্যে ১৫ থেকে ২০ টি পরিবার ও আধা কিলোমিটার সড়কসহ শতশত ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। কর্তৃপক্ষকে জানানোর পর ৬ হাজার জিও ব্যাগ দিয়েছেন। কিন্তু ভাঙন রক্ষা করা যাচ্ছে না। তিনি আরও জানান, হুমকির মুখে ২ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে মুজিব কেল্লার ভবন, স্কুল ও মাদ্রাসাসহ ওই এলাকার ৮০০ পরিবার। ভাঙন রোধের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইসমত ত্বোহা জানান, চর গোরক মন্ডল এলাকায় ধরলা নদীর তীব্র ভাঙন ঠেকাতে ইতোমধ্যেই ৬ হাজার জিও ব্যাগ ফেলানো হয়েছে। আসলে ওই এলাকায় ভাঙন রোধ করার জন্য বড় প্রকল্প ছাড়া শুধুমাত্র জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করা সম্ভব না। ভাঙন রোধে স্থায়ী তীর রক্ষা বাঁধ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।

//নিউজ/ফুলবাড়ী//নূর-নবী/সেপ্টেম্বর/০৫/২৩

The post ফুলবাড়ীতে নদী ভাঙনে দিশেহারা ধরলাপাড়ের মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ব্রহ্মপুত্র গিলছে চিলমারীর শাখাহাতি গৃহহীন ২ শতাধিত পরিবার https://www.ulipur.com/?p=26549 Mon, 04 Sep 2023 16:12:26 +0000 https://www.ulipur.com/?p=26549 ।। উপজেলা প্রতিনিধি ।।পানি কমলেও ভাঙন বাড়ছে ব্রহ্মপুত্র গিলতে শুরু করেছে চিলমারীকে। নেই যেন শান্তি। আছে শুধুই চোখের পানি। বছরের পর বছর চলছে ভাঙনের এই যুদ্ধ। কবে কোথায় কখন থামবে এই যুদ্ধ তা অজানা চিলমারীবাসীর। ভাঙন কবলিত বেশির ভাগ মানুষের নেই থাকার কোন স্থান, নেই একটু শান্তির আবাস। একটু সুখের আশায় আশ্রয়ের সন্ধানে প্রতি নিয়ত [...]

The post ব্রহ্মপুত্র গিলছে চিলমারীর শাখাহাতি গৃহহীন ২ শতাধিত পরিবার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
পানি কমলেও ভাঙন বাড়ছে ব্রহ্মপুত্র গিলতে শুরু করেছে চিলমারীকে। নেই যেন শান্তি। আছে শুধুই চোখের পানি। বছরের পর বছর চলছে ভাঙনের এই যুদ্ধ। কবে কোথায় কখন থামবে এই যুদ্ধ তা অজানা চিলমারীবাসীর। ভাঙন কবলিত বেশির ভাগ মানুষের নেই থাকার কোন স্থান, নেই একটু শান্তির আবাস। একটু সুখের আশায় আশ্রয়ের সন্ধানে প্রতি নিয়ত ছুটছে মানুষ। দিনের পর দিন নিঃস্ব করে দিচ্ছে এই নদী ভাঙন। আর সেই ভাঙনের শিকার হয়ে নদী গর্ভে বিলীন হচ্ছে চিলমারীর শাখাহাতিসহ কয়েকটি গ্রাম। আর হুমকির মুখে পড়েছে সরকারি বিদ্যালয় ও আশ্রয়ণ কেন্দ্র। এছাড়াও ইতি মধ্যে কয়েকশত ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং মানুষকে বানিয়েছে অসহায়। প্রায় ২ শতাধিক পরিবার হয়ে পড়েছে গৃহহীন।

জানা গেছে, বছরের প্রতি সময় নদী ভাঙনের তাণ্ডব থাকে চিলমারীর বিভিন্ন স্থানে। পানি কমলেও থেমে থাকে না ভাঙনের তাণ্ডবলীলা। সেই তাণ্ডব প্রখর আকার ধারণ করছে বারবার পানি বৃদ্ধি, কমে যাওয়া, উজানের ঢলে ও বৃষ্টির সাথে সাথে। ব্রহ্মপুত্রের থাবায় চিলমারীর শাখাহাতি, কড়াইবড়িশালসহ বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।নিমিষেই গিলে খাচ্ছে সবকিছু। ব্রহ্মপুত্রের এই তাণ্ডবলীলায় ভাঙছে ঘর-বাড়ি, বিলীন হচ্ছে ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। মানুষকে করে দিয়েছে নিঃস্ব। ভাঙনের কবলে পড়ে ঘর-বাড়িসহ লক্ষ লক্ষ টাকার সম্পদ হারিয়ে গৃহহীন হয়ে পড়ছে শতশত পরিবার। ব্রহ্মপুত্রের এই ভাঙনের মুখেই রয়েছে শাখাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাখাহাতি আশ্রয়ণ কেন্দ্রসহ বেশকিছু সরকারি স্থাপনা। ইতি মধ্যে ভাঙনে বিলীন হয়েছে সাব মেরিন ক্যাবল ও বিদ্যুৎ খুটি।

সদ্য ভাঙনের শিকার আমজাদ, জাহানারা, ইসহাকসহ অনেকে বলেন, নদী আমাদের বসতবাড়ি কেড়ে নিল, কেড়ে নিল আমাদের সাজানো সংসার। তারা আরও বলেন, নদী আমাদের লক্ষ লক্ষ টাকার সম্পদ কেড়ে নিচ্ছে আর প্রশাসন ১০ কেজি করে চাল নিয়ে আইসে, হামরা ত্রাণ চাই না, চাই নদী ভাঙন থেকে রক্ষা পেতে।

ভাঙনের তাণ্ডব চলছে স্বীকার করে চিলমারী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, যে হারে নদী ভাঙছে এর প্রতিরোধ না হলে চিলমারী ইউনিয়নের পুড়ো এলাকাসহ সরকারি স্কুল, আশ্রয়ণ কেন্দ্র নদী গর্ভে চলে যাবে। তিনি আরও বলেন, ইতি মধ্যে কয়েকশত ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে।

কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম বলেন, সরেজমিন এলাকা পরিদর্শন করেছি, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে কিছু জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু করা হয়েছে, এছাড়াও ভাঙন ঠেকাতে পরিকল্পনা করা হয়েছে বরাদ্দ এলে কাজ শুরু করা হবে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ভাবে কিছু জিও ব্যাগ ফেলানো হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু চরাঞ্চল হওয়ায় ভাঙন ঠেকানো বড় কষ্টকর।

//নিউজ/চিলমারী//সোহেল/সেপ্টেম্বর/০৪/২৩

The post ব্রহ্মপুত্র গিলছে চিলমারীর শাখাহাতি গৃহহীন ২ শতাধিত পরিবার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীতে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে আমন ক্ষেত বিপাকে কৃষক https://www.ulipur.com/?p=26452 Thu, 31 Aug 2023 07:45:09 +0000 https://www.ulipur.com/?p=26452 ।। উপজেলা প্রতিনিধি ।।আবারো বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে বিভিন্ন অঞ্চল, ডুবে গেছে সদ্য লাগানো আমন ক্ষেত বিপাকে পড়েছে কৃষক। দুশ্চিন্তার সাথে চোখে জল নিয়ে পুঁজি ভাবনায় পড়েছে কৃষক। বৃষ্টির সাথে হু হু করে বাড়তে থাকা ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। সাথে তিস্তা নদীর পানি ঢুকে পড়ায় তালিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলসহ বিভিন্ন গ্রাম। ডুবে যাচ্ছে একের [...]

The post চিলমারীতে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে আমন ক্ষেত বিপাকে কৃষক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
আবারো বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে বিভিন্ন অঞ্চল, ডুবে গেছে সদ্য লাগানো আমন ক্ষেত বিপাকে পড়েছে কৃষক। দুশ্চিন্তার সাথে চোখে জল নিয়ে পুঁজি ভাবনায় পড়েছে কৃষক। বৃষ্টির সাথে হু হু করে বাড়তে থাকা ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। সাথে তিস্তা নদীর পানি ঢুকে পড়ায় তালিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলসহ বিভিন্ন গ্রাম। ডুবে যাচ্ছে একের পর এক আমন ক্ষেত ।

জানা গেছে, ২য় ও ৩য় দফায় বন্যার পানি নেমে যাওয়ায় হঠাতেই দেখা দেয় খরা। খরার সাথে কমে যায় ব্রহ্মপুত্রের পানি। বিপাকে পড়ে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার কৃষক। প্রচণ্ড খরায় আমন চাষ নিয়ে বিপাকে পড়েছিল কৃষক। অবশেষে দেখা দেয় বৃষ্টির কৃষকরাও নেমে পড়ে মাঠে। বেশিরভাগ জমিতে আমন চারা লাগানো শেষ করে কৃষক।

আবারো টানা বৃষ্টি আর উজানের ঢলে হু হু করে বাড়তে শুরু করে পানি। ৪র্থ বারের মতো ব্রহ্মপুত্রের পানি ফুলে-ফেঁপে উঠেছে সাথে যোগ দেয় তিস্তার পানি। চিলমারী উপজেলাটি ব্রহ্মপুত্র ও তিস্তার মাঝে পড়ায় বরাবরে দুই নদীর পানির তোড়ে পড়ে চিলমারী। এবারেও ব্রহ্মপুত্রের পানির সাথে তিস্তার পানি ও টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হতে শুরু করে নিম্নাঞ্চল। তলিয়ে যায় বিভিন্ন গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার মানুষ। পানি বৃদ্ধির সাথে টানা বৃষ্টির ফলে ডুবতে শুরু করে সদ্য লাগানো আমন ক্ষেত। আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে হাজার হাজার কৃষক। দফায় দফায় বন্যা, সেই বন্যার ভয়ে দীর্ঘ সময় পর খরা দেখে চাষিরা নেমেছিল মাঠে। মাঠ জুড়ে সবুজে সবুজে ভরে উঠে কিন্তু সেই সময় বন্যার পানিতে তলিয়ে যেতে শুরু করে আমন ক্ষেত। হাজার হাজার টাকা খরচ করে সদ্য লাগানো আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় চোখে জল নিয়ে চিন্তামগ্নে তাকিয়ে আছেন কবে নেমে যাবে বন্যার পানি।

মাছাবান্দা এলাকার কৃষক খয়বর আলী বলেন, কি আর কমো বন্যার পানি যদি ক্ষেতের ফসল খেয়ে যায় তাহলে কি যে হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বন্যায় ৪৫০ থেকে ৫ শত হেক্টর আমন ক্ষেত ইতি মধ্যে সম্পূর্ণ তলিয়ে গেছে।

উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস বলেন, পানি দ্রুত নেমে গেলে ফসলের সমস্যা হবে না।

//নিউজ/চিলমারী//সোহেল/আগস্ট/৩১/২৩

The post চিলমারীতে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে আমন ক্ষেত বিপাকে কৃষক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বুড়িরহাটে তিস্তার স্পার বাঁধে ধসের ফলে ঝুঁকিতে কুড়িগ্রামের শত শত পরিবার https://www.ulipur.com/?p=26372 Sun, 27 Aug 2023 05:57:46 +0000 https://www.ulipur.com/?p=26372 ।। জেলা প্রতিনিধি ।।উজানের ঢল আর বৃষ্টিপাতে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ প্রধান প্রধান নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় তীব্র স্রোতে রাজারহাটের ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরহাটে তিস্তার বাম তীরের একটি স্পার বাঁধের একাধিক স্থানে ধস দেখা দিয়েছে। বাঁধের আরসিসি অংশের প্রান্তভাগ হেলে গিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভাঙন ঝুঁকিতে [...]

The post বুড়িরহাটে তিস্তার স্পার বাঁধে ধসের ফলে ঝুঁকিতে কুড়িগ্রামের শত শত পরিবার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। জেলা প্রতিনিধি ।।
উজানের ঢল আর বৃষ্টিপাতে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ প্রধান প্রধান নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় তীব্র স্রোতে রাজারহাটের ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরহাটে তিস্তার বাম তীরের একটি স্পার বাঁধের একাধিক স্থানে ধস দেখা দিয়েছে। বাঁধের আরসিসি অংশের প্রান্তভাগ হেলে গিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভাঙন ঝুঁকিতে পড়েছে তিস্তা পাড়ের শত শত পরিবার। বাঁধে ধস দেখা দেওয়ায় এর উজান ও ভাটির দিকের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে বাঁধ এলাকায় গিয়ে দেখা গেছে, তিস্তার স্রোতের প্রবল ঘূর্ণনে বাঁধের মধ্যবর্তী মাটির অংশ ধসে বিশালাকার গর্ত সৃষ্টি হয়েছে। বাঁধটির পশ্চিম প্রান্তের আরসিসি অংশের শীর্ষভাগ তীব্র স্রোতে দক্ষিণ দিকে সামান্য হেলে পড়েছে। বাঁধটি রক্ষায় এর উভয় পাশে বালু ভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলছেন পাউবোর কর্মীরা। ঝুঁকি এড়াতে বাঁধের প্রবেশমুখে বাঁশের খুঁটি দিয়ে জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে।

বাঁধের ভাটিতে বসবাসকারী স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, ‘এই বাঁধ দিয়া আমাদের অনেক উপকার হইছে। এটা না থাকলে আমরা এই মহল্লায় থাকতে পারবো না। আমরা খুব চিন্তায় আছি। এই বাঁধ না থাকলে আমাদের ঘর-বাড়ি নিয়া এখান থাকি চলি যাওয়া লাগবে। কিন্তু আমরা কোথায় যাবো? সরকারের কাছে আমাদের আবেদন, এটা রক্ষা করার জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেভাবে নেওয়া হউক। ’

আরেক বাসিন্দা আকবর আলী বলেন, ‘যে অবস্থা তাতে আমরা খুব চিন্তায় আছি। বসতি আর প্রতিষ্ঠানগুলা হুমকিতে আছে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়া ছেলে মেয়েরা চিন্তায় আছে। পশ্চিম দিকে তাকাইলে খালি পানি আর পানি।’

ঘটনাস্থলে উপস্থিত পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্পার বাঁধটি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা এটি রক্ষায় জিও ব্যাগ ও টিউব ডাম্পিং করছি। প্রয়োজনীয় জিও ব্যাগ মজুদ করা হয়েছে। বাঁধটি ঝুঁকিমুক্ত করতে কাজ করে যাচ্ছি।’

এদিকে উজানের ঢলে জেলার নদ-নদী গুলোতে দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে নদ-নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু কিছু ঘরবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের আমন ক্ষেত। এ অবস্থায় জেলায় আরেকটি বন্যা পরিস্থিতির উপক্রম দেখা দিয়েছে।

পাউবোর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় তিস্তার পানি ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে, ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া এবং চিলমারী পয়েন্টে ২৪ সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়ে যথাক্রমে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ও ৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বাড়ছে ধরলার পানিও।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে পাউবো জানায়, অব্যাহত পানি বৃদ্ধির ফলে আগস্টের শেষ সপ্তাহে ব্রহ্মপুত্রের পানিও বিপৎসীমায় পৌঁছাতে পারে। এর ফলে উলিপুরে সাহেবের আলগা, বেগমগঞ্জ এবং চিলমারীর নয়ারহাট ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় এসব অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সম্ভাব্য বন্যার খবরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুতি রেখেছি। খাদ্য সহায়তা, উদ্ধার নৌকা ও আশ্রয়কেন্দ্রসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।’

//নিউজ/কুড়িগ্রাম//চন্দন/আগস্ট/২৭/২৩

The post বুড়িরহাটে তিস্তার স্পার বাঁধে ধসের ফলে ঝুঁকিতে কুড়িগ্রামের শত শত পরিবার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>