ব্যক্তিত্ব Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=54 কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Thu, 14 Mar 2024 06:25:43 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png ব্যক্তিত্ব Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?cat=54 32 32 পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে অটোরিকশা চালাচ্ছেন কুড়িগ্রামের সাঈদুল https://www.ulipur.com/?p=31150 Thu, 14 Mar 2024 06:25:43 +0000 https://www.ulipur.com/?p=31150 ।। নিউজ ডেস্ক ।। পবিত্র রমজান মাস উপলক্ষে অটোরিকশার নিদিষ্ট ভাড়া থেকে ৫ টাকা ছাড় দিয়েছেন এক চালক। ব্যাটারি চালিত অটোরিকশায় টাঙানো এমন একটি ব্যানার নজর কেড়েছে কুড়িগ্রামের মানুষের। বিষয়টি সামান্য মনে হলেও এর মহত্ত্ব অনেক বেশি। কেননা নিজের সামর্থ্য অনুযায়ী পবিত্র রমজান মাস জুড়ে সামান্য আয়ের ব্যাটারি চালিত অটোরিকশার ভাড়া কমিয়েছেন সাঈদুল ইসলাম (৩৬) [...]

The post পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে অটোরিকশা চালাচ্ছেন কুড়িগ্রামের সাঈদুল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
পবিত্র রমজান মাস উপলক্ষে অটোরিকশার নিদিষ্ট ভাড়া থেকে ৫ টাকা ছাড় দিয়েছেন এক চালক। ব্যাটারি চালিত অটোরিকশায় টাঙানো এমন একটি ব্যানার নজর কেড়েছে কুড়িগ্রামের মানুষের। বিষয়টি সামান্য মনে হলেও এর মহত্ত্ব অনেক বেশি। কেননা নিজের সামর্থ্য অনুযায়ী পবিত্র রমজান মাস জুড়ে সামান্য আয়ের ব্যাটারি চালিত অটোরিকশার ভাড়া কমিয়েছেন সাঈদুল ইসলাম (৩৬) নামে এই অটোরিকশা চালক।

যে কেউ যাত্রী হয়ে তার অটোরিকশায় উঠে গন্তব্যে পৌঁছার পর নিদিষ্ট ভাড়ার চেয়ে তিনি কম নিচ্ছেন ৫-১০ টাকা পর্যন্ত। আর এ জন্য তার অটোরিকশায় সামনে-পেছনে ব্যানার করে লাগানো হয়েছে ডিসকাউন্টের অফার।

বৃহস্পতিবার (১৪ মার্চ) অটোরিকশায় টাঙানো যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তিনি অটোরিকশার টাঙানো ব্যানারে লিখেছেন “পবিত্র রমজান মাস উপলক্ষে নিদিষ্ট ভাড়া থেকে ৫ টাকা ছাড়”। সেই ছবিতে সঞ্চয় রায় নামের একজন লিখেছেন এই রকম মহৎ কাজ এই যুগে কে করে? রবিউল ইসলাম নামের আরও একজন লিখেছেন “এভাবে সবাই যদি নিজের অবস্থান থেকে এগিয়ে আসে একদিন সব সম্ভব”। আসাদ নামের আর একজন লিখেছেন “এখন আমাদের উচিৎ অটোরিকশা চালক ভাইকে ৫ টাকা বেশি বকশিশ দেওয়া”।

ওই অটোরিকশা চালক সাঈদুল ইসলাম উলিপুরের ধরণীবাড়ী ইউনিয়নের রুপার খামার এলাকার বাসিন্দা। সংসার জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। ছেলে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে।

এ বিষয়ে কথা হলে অটোরিকশা চালক সাঈদুর ইসলাম বলেন, আমি রমজান মাসের আগে ফেসবুকে দেখেছি সৌদি আরবের একটি দোকানে রমজান উপলক্ষে কেনাকাটা করলে ৪০% ছাড় দিচ্ছে। এটা দেখে চিন্তা করলাম, আমি আসলে রমজান মাসে মানুষের জন্য কি করতে পারি। আমার তো আর কোনো সামর্থ্য নেই, তাই যেহেতু আমার একটি অটোরিকশা আছে তাহলে অটোরিকশার যাত্রীদের জন্যে ছাড়ের ব্যবস্থা করি। এই চিন্তা থেকে আসলে আমার এটা করা। আমার এই ছাড় যাত্রীদের জন্য পুরো রমজান মাস জুড়েই থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আগে আমি ঢাকায় একটা কোম্পানিতে চাকুরী করতাম। পরে বাড়িতে এসে গত ১০-১২ বছর থেকে অটোরিকশা চালাই। এই অটোরিকশা চালিয়ে সংসার চলে আমার। আমার এই ছাড়ের বিষয়টি দেখে অন্যান্য অটোরিকশা চালকরা আমাকে অন্যায় কথাবার্তা বলছে। তবে আমি কিছু মনে করছি না। আমার অটোটি চালাচ্ছি চিলমারী উপজেলা হতে কুড়িগ্রাম, উলিপুর ও রাজারহাট রোডে। যেমন উলিপুর থেকে জনপ্রতি কুড়িগ্রাম ৩০ টাকা ভাড়া, আর আমি বর্তমানে ভাড়া নিচ্ছি ২০-২৫ টাকা।

কলেজ ছাত্র মাহমুদ হাসান বলেন, পবিত্র রমজান মাসে অটোরিকশা চালক ভাই যাত্রীদের জন্য যে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। এটা আমার কাছে মহৎ কাজ মনে হচ্ছে। তার দেখাদেখি আরও অনেকে বিভিন্ন ভাবে রোজাদারদের জন্য এগিয়ে আসবে এটাই প্রত্যাশা আমার।

কুড়িগ্রাম পৌর শহরের এরশাদুল হক নামে একজন বলেন, পবিত্র রমজান মাসে একজন অটোরিকশা চালক যে উদ্যোগটি গ্রহণ করেছে আসলে তিনি প্রশংসার দাবি রাখেন। বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। এই ভাইটির জন্য দোয়া ও শুভকামনা থাকল।

The post পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে অটোরিকশা চালাচ্ছেন কুড়িগ্রামের সাঈদুল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক নুরল আমিনের ইন্তেকাল https://www.ulipur.com/?p=13280 Mon, 22 Mar 2021 04:14:47 +0000 https://www.ulipur.com/?p=13280 ।। নিউজ ডেস্ক ।।উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কৃতিসন্তান উলিপুর সরকারী ডিগ্রী কলেজ ও রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক নুরল আমিন (৬৮) আর নেই (ইন্নালিল্লাহি….রাজেউন)। রবিবার (২১মার্চ) সকাল সোয়া ১১ টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। আসরের নামাজ পরে বুড়িরভিটা সরকারি [...]

The post উলিপুর সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক নুরল আমিনের ইন্তেকাল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কৃতিসন্তান উলিপুর সরকারী ডিগ্রী কলেজ ও রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক নুরল আমিন (৬৮) আর নেই (ইন্নালিল্লাহি….রাজেউন)।

রবিবার (২১মার্চ) সকাল সোয়া ১১ টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। আসরের নামাজ পরে বুড়িরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্ল্যাহ সরদার, উলিপুর পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক আব্দুল মালেক প্রমূখ।

//নিউজ/উলিপুর//মালেক/মার্চ/২২/২১

The post উলিপুর সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক নুরল আমিনের ইন্তেকাল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুর রউফ ইন্তেকাল করেছেন https://www.ulipur.com/?p=12587 Tue, 29 Dec 2020 10:36:59 +0000 https://www.ulipur.com/?p=12587 ।। নিউজ ডেস্ক ।। উলিপুর গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রবীণ আ’লীগ নেতা সবার প্রিয় আব্দুর রউফ স্যার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সোমবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের দক্ষিন কাগজীপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৪ ছেলে [...]

The post গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুর রউফ ইন্তেকাল করেছেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুর গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রবীণ আ’লীগ নেতা সবার প্রিয় আব্দুর রউফ স্যার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সোমবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের দক্ষিন কাগজীপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৪ ছেলে ৩ মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষার্থী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ২ টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গেলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের আহবায়ক আবু সাঈদ সরকার, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক আব্দুল মালেকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।

//নিউজ/উলিপুর//মালেক/ডিসেম্বর/২৯/২০

The post গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুর রউফ ইন্তেকাল করেছেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
হায়দার বসুনিয়ার ৮১ তম জন্মদিন আজ https://www.ulipur.com/?p=12247 Mon, 30 Nov 2020 13:15:17 +0000 https://www.ulipur.com/?p=12247 ।। নিউজ ডেস্ক ।। ১৯৩৯ সালের আজকের এই দিনে রাজারহাট উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন নিভৃতচারী এই লেখক। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে একে একে লিখে গেছেন ৫০টির বেশি উপন্যাস, লিখেছেন নাটক, কাব্য রচনায়ও রয়েছে বিচরণ। নেপথ্যে লীলাময়, তেপান্তরের মাঠ, তিস্তা নদীর পাড়ে, মেথর সমাচার, রাজাকারের মের্জাই বদল, দিগ্বিজয়ীর কান্না, হাতবদল, তার উল্লেখযোগ্য [...]

The post হায়দার বসুনিয়ার ৮১ তম জন্মদিন আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
১৯৩৯ সালের আজকের এই দিনে রাজারহাট উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন নিভৃতচারী এই লেখক।

সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে একে একে লিখে গেছেন ৫০টির বেশি উপন্যাস, লিখেছেন নাটক, কাব্য রচনায়ও রয়েছে বিচরণ।

নেপথ্যে লীলাময়, তেপান্তরের মাঠ, তিস্তা নদীর পাড়ে, মেথর সমাচার, রাজাকারের মের্জাই বদল, দিগ্বিজয়ীর কান্না, হাতবদল, তার উল্লেখযোগ্য উপন্যাস। এছাড়া সত্য ঘটনা অবলম্বনে “জালে ফেঁসেছিলো” “পরী ডানাকাটা” উপন্যাসটি তার সম্প্রতি প্রকাশিত উপন্যাস।

নিভৃতচারী এ লেখক তার প্রতিটি বইয়েই মানুষের বাস্তব জীবনের চিত্র অত্যন্ত নিঁখিতভাবে ফুটিয়ে তুলেছেন। যার ফলে দ্রুতই পাঠকদের মনে জায়গা করে নিতে পেরেছেন তিনি। নিম্নশ্রেণীর খেটে খাওয়া মানুষদের জীবন কাহিনী নিয়ে ফুটিয়ে তুলেছেন তার বেশ কিছু লেখায়।

আজ লেখকের জন্মদিনে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে অনেক শুভকামনা থাকবে। আল্লাহ্ তাকে দীর্ঘজীবী করুক এবং সুস্থ রেখে আরও আরও লেখার মাধ্যমে সমৃদ্ধ করুক সাহিত্য জগতকে এমনটাই চাওয়া তার সকল পাঠকদের। “শুভ জন্মদিন”।

সূত্রঃ rajarhatbd

The post হায়দার বসুনিয়ার ৮১ তম জন্মদিন আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর আ‘লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাচ্চা মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত https://www.ulipur.com/?p=10948 Sat, 27 Jun 2020 17:13:21 +0000 https://www.ulipur.com/?p=10948 || আব্দুল মালেক || উলিপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল হাফিজ বাচ্চা মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে উলিপুর সরকারী ডিগ্রী কলেজ কক্ষে সাবেক ছাত্রনেতা পৌর আ‘লীগের সহ-সভাপতি নাজমুল হক মানিকের আয়োজনে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কামরুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় এসময় উপস্থিত [...]

The post উলিপুর আ‘লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাচ্চা মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
|| আব্দুল মালেক ||
উলিপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল হাফিজ বাচ্চা মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে উলিপুর সরকারী ডিগ্রী কলেজ কক্ষে সাবেক ছাত্রনেতা পৌর আ‘লীগের সহ-সভাপতি নাজমুল হক মানিকের আয়োজনে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

কামরুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাবেক ছাত্রনেতা মনির হোসেন মনা মোল্লা, মরহুমের পুত্র মিজানুর রহমান লিটন প্রমুখ।

উল্লেখ্য, মরহুম আব্দুল হাফিজ বাচ্চা মিয়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তার নেতৃত্বে রৌমারীর দই খাওয়া মুক্তিযোদ্ধা ক্যাম্প স্থাপিত হয়। তিনি ১৯৭৪ সালে আওয়ামী লীগের উলিপুর থানা শাখার সভাপতি ও ১৯৭৬ সালে কুড়িগ্রাম মহকুমা শাখার সভাপতি ও রংপুর জেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি মুজিবনগর সরকারের কাস্টমস কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালের ২৭ জুন তিনি উলিপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

The post উলিপুর আ‘লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাচ্চা মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
পরপারে পাড়ি জমালেন শতবর্ষী যাত্রাশিল্পী ঢুলু শেখ https://www.ulipur.com/?p=10616 Wed, 27 May 2020 05:21:52 +0000 https://www.ulipur.com/?p=10616 || নাঈম ইসলাম || ঢুলু শেখ ‘যাত্রা’কে ভালোবেসে উজাড় করেছেন যৌবনের পুরোটা সময়। ১৯১০ খিষ্টাব্দে উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের সাতভিটা গ্রামে জন্ম নেয়া ঢুলু শেখ ছিলেন জারী গানের দলের মারেয়া। জীবনের বেশিরভাগ সময় পার করেছেন জারীর দলে সঙ সেজে, কোথাও বা যাত্রার দলে গান গেয়ে। জারী গানের যুগ চলে গেলে তিনি বিভিন্ন মেলা ও পূজা [...]

The post পরপারে পাড়ি জমালেন শতবর্ষী যাত্রাশিল্পী ঢুলু শেখ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
|| নাঈম ইসলাম ||
ঢুলু শেখ ‘যাত্রা’কে ভালোবেসে উজাড় করেছেন যৌবনের পুরোটা সময়। ১৯১০ খিষ্টাব্দে উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের সাতভিটা গ্রামে জন্ম নেয়া ঢুলু শেখ ছিলেন জারী গানের দলের মারেয়া। জীবনের বেশিরভাগ সময় পার করেছেন জারীর দলে সঙ সেজে, কোথাও বা যাত্রার দলে গান গেয়ে। জারী গানের যুগ চলে গেলে তিনি বিভিন্ন মেলা ও পূজা পার্বণের অনুষ্ঠানে খিলিপানের দোকান করেছিলেন। সেসব খিলিপানে ছিলো বাহারি রকমের মশলার ব্যবহার। রঙ্গিন জীবনের হাতছানির পিছনে ছুটন্ত ঢুলু শেখ সাংসারিক জীবনে কোন উন্নতি করতে পারেননি। বরং দারিদ্র্যের নির্মম কষাঘাতে নিষ্পেষিত হওয়া ঢুলু শেখ জীবনের শেষ সময়ে ভিক্ষাবৃত্তি করে জীবন অতিবাহিত করেছেন। হেঁটে চলেছেন মানুষের বাড়ি বাড়ি শুধু ক্ষুধা নিবারনের জন্য আর জীবন বাঁচানোর তাগিদে। এক সময়ের জারীর বদৌলতে পাওয়া রুপার মেডেল কিংবা পিতলের মেডেল সবগুলোই বিক্রি করেছেন পেটের ক্ষুধা মেটাতে।

অবশেষে নিষ্ঠুর পৃথিবীকে বিদায় জানালেন লোকচক্ষুর অন্তরালে সেই নিভৃত গ্রামে পড়ে থাকা কদরহীন ঢুলু শেখ। বার্ধক্যজনিত কারনে গত ২৫মে দুপুর ১ঃ৫০ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন এই গুনী যাত্রাশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। তিনি তার স্ত্রী এবং দুই মেয়ে এবং এক ছেলেকে রেখে গেছেন।

উল্লেখ্য, এ বছর ১১ জানুয়ারী অনুষ্ঠিত “উলিপুর লোকজ উৎসব ২০২০”-এ ঢুলু শেখকে সম্মাননা জানানো হয়েছিলো।

The post পরপারে পাড়ি জমালেন শতবর্ষী যাত্রাশিল্পী ঢুলু শেখ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
সঠিক ইতিহাস জানতে হবে, দেশপ্রেমিক হতে হবেঃ হায়দার বসুনিয়া https://www.ulipur.com/?p=10597 Sun, 24 May 2020 17:32:40 +0000 https://www.ulipur.com/?p=10597 || আতিক মেসবাহ লগ্ন || কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান হায়দার বসুনিয়া। তিনি একাধারে একজন কবি ও ঔপন্যাসিক। স্বনামধন্য এই লেখক ১৯৩৯ সালের ৩০শে নভেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যাঙ্গনে মনোনিবেশ করেন। তিনি প্রায় ৫০টি উপন্যাস, ৭টি [...]

The post সঠিক ইতিহাস জানতে হবে, দেশপ্রেমিক হতে হবেঃ হায়দার বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
|| আতিক মেসবাহ লগ্ন ||
কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান হায়দার বসুনিয়া। তিনি একাধারে একজন কবি ও ঔপন্যাসিক। স্বনামধন্য এই লেখক ১৯৩৯ সালের ৩০শে নভেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যাঙ্গনে মনোনিবেশ করেন। তিনি প্রায় ৫০টি উপন্যাস, ৭টি নাটক ও ৬টি কাব্যগ্রন্থ রচনা করেছেন।

এপ্রিলের ২৯ তারিখ। গন্তব্য তখন নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার বাড়ির দিকে। লক্ষ্য একটাই তাঁর করোনাবন্দী দিনগুলো আলাপচারিতায় ফুটিয়ে তোলা। বাজারের বুক চিরে সোজা পশ্চিম দিকে ছুটে চলেছে গ্রামের আকাঁ-বাঁকা মেঠো পথ। সুর্য তখন মাথার উপরে মেঘের সাথে লুকোচুরিতে নিমগ্ন।

বাজার থেকে মোটরবাইকে মিনিট পাঁচেক পথ যেতেই চোখে পড়ল একটা বিশাল প্রবেশদ্বার। বড় করে লেখা “পন্ডিত বাড়ি”। হর্ণ বাজাতেই বেরিয়ে আসলেন তাঁর ছেলে। ভিতরে ডাকলেন। সামাজিক দুরত্ব বজায় রেখেই প্রবেশ করলাম ভিতরে।

বাড়ির পশ্চিম দিকে একটা ঘরে তিনি থাকেন। ঘরেই তৈরি করেছেন বইয়ের সংগ্রহশালা। বয়সের ভারে জীবন যেন মোড় নিয়েছে ভিন্ন পথে। তবুও মাথা দেওয়ার বালিশটার পাশে দেখলাম তিনটি বই। ছেলের হাত ধরে উঠে বসলেন।

অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম স্যারের দিকে। এই নিভৃত গ্রামে, প্রকৃতির সাথে নিবিড়ভাবে থেকেই তো তাঁর কতো সৃষ্টিশীল লেখা পাঠকদের তেষ্টা মিটিয়েছে।

উলিপুর ডট কমের পক্ষ থেকে এসেছি বলেই কথা শুরু হয় তাঁর সাথে। একান্ত এই সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

প্রশ্নঃ (সালাম দিয়ে জানতে চাইলাম) আপনি কেমন আছেন?
হায়দার বসুনিয়াঃ আলহামদুলিল্লাহ্ ভালো আছি। তুমি কেমন আছো বাবা?

প্রশ্নঃ জ্বি আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি। আপনার ছেলের কাছে জানতে পারলাম আপনি দু’দিন অসুস্থ ছিলেন?
হায়দার বসুনিয়াঃ বিদ্যুতের শক খাওয়ার কারণে দুদিন অসুস্থ ছিলাম। উঠে বসতেই পারতাম না। এইতো আজ এখুনি বসলাম।

প্রশ্নঃ দেশে করোনাভাইরাসের এই পরিস্থিতিতে আপনার সময় কিভাবে কাটছে?
হায়দার বসুনিয়াঃ আমি এই ঘর আর মসজিদেই বেশিরভাগ সময় পার করি। আমার খুব একটা সমস্যা হচ্ছে না।

প্রশ্নঃ দেশের এই পরিস্থিতিতে সাহিত্যচর্চায় কি ধরণের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন?
হায়দার বসুনিয়াঃ যেহেতু ঘরে বসে থাকা ছাড়া কাজ নেই। তাই সাহিত্যচর্চা খানিকটা হলেও প্রাণ ফিরে পাবে বলে আমি মনে করি।

প্রশ্নঃ বর্তমান সময়ের তরুণ লেখকদের উদ্দেশ্যে তিনটি পরামর্শ জানতে চাই।
হায়দার বসুনিয়াঃ “বর্তমানে তরুণদের প্রেক্ষাপট আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এখন সবাই কল্পনা নির্ভর লেখায় ব্যস্ত। সবাইকে আগে ভালো মানুষ হতে হবে। সঠিক ইতিহাস জানতে হবে, দেশপ্রেমিক হতে হবে।” – তিনি খুব সাবলীলভাবে কথাগুলো বললেন।

প্রশ্নঃ তরুণদের উদ্দেশ্য আপনার কোন বক্তব্য আছে?
হায়দার বসুনিয়াঃ আমার পাঠকরা যেন আমার লেখাগুলো পড়ে ভালো দিকগুলো গ্রহণ করে। দেশের অবস্থা ভালো না তাই সবাই যেন মুখে মাস্ক পড়ে আর ঘরে বসেই ইবাদত করে।

সংক্ষিপ্ত এই সাক্ষাৎকার এখানেই শেষ হয়েছিল। বেলা তখন ৩টা বাজে। বিদায় নিয়ে, স্মৃতি আর স্বপ্ন ‘দুচোখে আর হৃদয়ে’ ভরে নিয়ে ফিরে এলাম তার কাছ থেকে।

কিছুক্ষণ আগেও কাটানো সময়টুকু যেন ভুলতেই পারছি না। নিঃসন্দেহে তার সাথে ক্ষুদ্র এই আলাপচারিতা আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে।

সাক্ষাৎকার নিয়েছেনঃ আতিক মেসবাহ লগ্ন – সহ-সম্পাদক, উলিপুর ডট কম ও ছাত্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

The post সঠিক ইতিহাস জানতে হবে, দেশপ্রেমিক হতে হবেঃ হায়দার বসুনিয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ত্রাণ সমন্বয়ের দায়িত্বে সচিবরা, কুড়িগ্রামের দায়িত্বে উলিপুরের সন্তান জিয়াউল হাসান https://www.ulipur.com/?p=10273 Tue, 21 Apr 2020 04:30:07 +0000 https://www.ulipur.com/?p=10273 || নিউজ ডেস্ক || করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের জন্য ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি জেলায় একজন করে সচিব এ দায়িত্ব পালন করবেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এতে কুড়িগ্রাম জেলার ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন উলিপুর উপজেলার কৃতি সন্তান জিয়াউল হাসান এনডিসি। [...]

The post ত্রাণ সমন্বয়ের দায়িত্বে সচিবরা, কুড়িগ্রামের দায়িত্বে উলিপুরের সন্তান জিয়াউল হাসান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
|| নিউজ ডেস্ক ||
করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের জন্য ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি জেলায় একজন করে সচিব এ দায়িত্ব পালন করবেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এতে কুড়িগ্রাম জেলার ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন উলিপুর উপজেলার কৃতি সন্তান জিয়াউল হাসান এনডিসি। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত আছেন।

ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ে কুড়িগ্রাম জেলার দায়িত্ব পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে জিয়াউল হাসান উলিপুর ডট কমকে বলেন, ত্রাণ কার্যক্রমে সমন্বয় ও শৃঙ্খলা আনতে এটি সরকারের গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। আমাদের লক্ষ্য থাকবে সবার সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে যারা প্রকৃত অভাবী তাদের মাঝে ত্রাণ সুবিধা নিয়ে যাওয়া। এ ক্ষেত্রে আমরা খেয়াল রাখব যাতে একই ব্যক্তি বা পরিবার যেন বারবার সুবিধা নিতে গিয়ে অন্যদের বঞ্চিত না করে। সরকারের যে সম্পদ তার সঠিক ব্যবহার যেন নিশ্চিত করতে পারি সেই চেষ্টা সর্বোচ্চভাবে থাকবে।

জিয়াউল হাসান এনডিসি গত ৯ জানুয়ারি, ২০২০ তারিখ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সচিব হিসেবে দায়িত্ব পালনের নিমিত্তে যোগদান করেছেন। এ মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

জিয়াউল হাসান এনডিসি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালের ডিসেম্বরে সহকারী কমিশনার হিসেবে গোপালগঞ্জ কালেক্টরেটে কর্মজীবন শুরু করেন। গোপালগঞ্জ কালেক্টরেট হতে শুরু করে অদ্যাবধি তিনি ভিন্ন ভিন্ন অধিক্ষেত্র ও পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- সহকারী কমিশনার (ফাইনান্স), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ রেশম বোর্ডের সচিব। তাছাড়া তিনি যুগ্মসচিব পদমর্যাদায় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) – এর জেনারেল ম্যানেজার ও অতিরিক্ত সচিব পদমর্যাদায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) – এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জিয়াউল হাসান ১৯৬৪ সালের ১৫ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার অন্তর্গত রামদাস ধনিরাম গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব আবদুল মজিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও মাতা জোহরা বেগম একজন গৃহিণী। তিনি ১৯৭৯-৮১ বর্ষে ঢাকা কলেজের ছাত্র ছিলেন। এরপর তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে ২০১৪ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় হতে MA in Governance and Development (MAGD) কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি ২০১৬ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর, ঢাকা হতে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বড় মেয়ে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তাছাড়া তাঁর এক মেয়ে ও এক ছেলে যথাক্রমে বিশ্ববিদ্যালয় ও স্কুল পর্যায়ের ছাত্র হিসেবে পড়াশুনা করছেন।

—- নিউজ ইনফো ——
বাংলাদেশ সময়ঃ এপ্রিল ২১, ২০২০, ১০ঃ৩০
এডিট/রূপম রাজ্জাক

The post ত্রাণ সমন্বয়ের দায়িত্বে সচিবরা, কুড়িগ্রামের দায়িত্বে উলিপুরের সন্তান জিয়াউল হাসান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
দেড়হাজার যাত্রাপালা ও নাটকের পরিচালক উলিপুরের নজির হোসেন https://www.ulipur.com/?p=9857 Sat, 15 Feb 2020 14:15:42 +0000 https://www.ulipur.com/?p=9857 ।। তানভীরুল ইসলাম তিনু ।। ‘যাত্রা’ ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় লোকনাট্য ধারা। সাধারণত চারঘন্টা ব্যাপ্তির এ আয়োজনে থাকে বিপুল বিনোদন। কর্নেট, বাঁশি আর ঢোলের শব্দ ও উজ্জ্বল আলোর ব্যবহারে নাটকীয় উপস্থাপনা যাত্রার বৈশিষ্ট্য। যাত্রার সঙ্গে মিশে আছে বাঙালির আনন্দ-বেদনা, শেকড় ও ঐতিহ্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কালের বিবর্তনে আজ যাত্রাপালা হারিয়ে যাচ্ছে। তবে যাত্রাকে জীবনের [...]

The post দেড়হাজার যাত্রাপালা ও নাটকের পরিচালক উলিপুরের নজির হোসেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। তানভীরুল ইসলাম তিনু ।।
‘যাত্রা’ ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় লোকনাট্য ধারা। সাধারণত চারঘন্টা ব্যাপ্তির এ আয়োজনে থাকে বিপুল বিনোদন। কর্নেট, বাঁশি আর ঢোলের শব্দ ও উজ্জ্বল আলোর ব্যবহারে নাটকীয় উপস্থাপনা যাত্রার বৈশিষ্ট্য। যাত্রার সঙ্গে মিশে আছে বাঙালির আনন্দ-বেদনা, শেকড় ও ঐতিহ্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কালের বিবর্তনে আজ যাত্রাপালা হারিয়ে যাচ্ছে। তবে যাত্রাকে জীবনের ধ্যানজ্ঞান ও সাধনা মনে করে এখনও আকড়ে আছেন অনেক শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, লেখক ও পরিচালক। তাদেরই একজন মোঃ নজির হোসেন কবিরাজ।

নজির হোসেন দেশের বিভিন্ন প্রান্তে মঞ্চস্থ প্রায় ১৫০০ যাত্রাপালা ও নাটকের পরিচালক। এই শিল্পে তাঁর রয়েছে প্রায় পাঁচ শতাধিক শিষ্য। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাদারটারী গ্রামে ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মৃত আইজুদ্দিন ব্যাপারী ও মাতা মৃত রহিমা বেগম। পেশায় তিনি একজন পশুচিকিৎসক। এলাকায় তাকে সকলেই ওস্তাদ বলে ডাকেন।
নজির হোসেনের আনুষ্ঠানিক শিক্ষা প্রাথমিকের গণ্ডিতে থেমে গেলেও থামেনি জীবনপাঠ। তিনি বিশ্বকে পাঠশালা আর জীবনকে বই জ্ঞান করে এখনও অধ্যয়ন করে চলেছেন। যাত্রাশিল্পে নিবেদিত নজির হোসেন একাধারে গীতিকার, সুরকার ও পরিচালক।

শিল্পের এই অঙ্গনে তিনি প্রায় পাঁচশ শিষ্যের ওস্তাদ হলেও তাঁর কোনো ওস্তাদ ছিল না! অবাক বিষয় হলেও এটাই সত্যি। তাঁর কোনো ওস্তাদ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ছিল অনুপ্রেরণা। আব্দুল আলীম, আব্দুল লতিফ, আতা খান, সুবীর নন্দীর মতো শিল্পীদের গানে অনুপ্রেরণা পেয়ে তিনি নিজেও কিছু বন্ধুসহ শুরু করেন পথচলা। যাত্রা পরিচালনার পাশাপাশি যাত্রাপালায় নিজে অভিনয় এবং গানও গেয়েছেন।

নজির হোসেন প্রেমের ফাঁসি, হিংসার পরিণাম, কলঙ্কের ফুল, গরীবের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, প্রেমের সমাধীর তীরে, গরীব কেন কাঁদে, আবির ছড়ানো বাংলার মসনদসহ অনেক জনপ্রিয় নাটক ও যাত্রাপালা পরিচালনা করেন। ৩০টির মতো যাত্রাপালা রচনার পাশাপাশি গান রচনা করেছেন প্রায় ২ শতাধিক। বাদ্যযন্ত্রের মধ্যে বাঁশি, হারমোনিয়াম, তবলা, জুড়ি, ঢোল, খোল ও বেহালায় পারঙ্গম তিনি। তাঁর হাতে এলেই যেনো বাদ্যযন্ত্রগুলো নিজে নিজে বেজে ওঠে।

শত-সহস্র দর্শকের সামনে যাত্রামঞ্চের সেই উজ্জ্বল আলো ঝলমলে রাত এখন অনেকটাই ফিকে। নিয়মিত মঞ্চস্থ না হওয়ার কারণে ভেঙ্গে যাওয়ার পথে নজির হোসেনের দল। তবু তিনি লড়ে যাচ্ছেন, হাল ছাড়ছেন না। যতদিন পৃথিবীতে আছেন যাত্রার উজ্জ্বল আলোয় ভরিয়ে দিতে চান বাংলার প্রান্তর।

তানভীরুল ইসলাম তিনু : সম্পাদক, ছুটিরপাতা।

The post দেড়হাজার যাত্রাপালা ও নাটকের পরিচালক উলিপুরের নজির হোসেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিকের পিতার ইন্তেকাল https://www.ulipur.com/?p=9732 Mon, 27 Jan 2020 12:00:46 +0000 https://www.ulipur.com/?p=9732 ।। আব্দুল মালেক ।। উলিপুর প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক সহিদুল আলম বাবুল এর পিতা বিশিষ্ট সমাজসেবক আফজাল হোসেন (৮৬) রবিবার সকালে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। যোহরের নামাজ শেষে উলিপুর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে উলিপুর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম [...]

The post উলিপুরে বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিকের পিতার ইন্তেকাল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। আব্দুল মালেক ।।
উলিপুর প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক সহিদুল আলম বাবুল এর পিতা বিশিষ্ট সমাজসেবক আফজাল হোসেন (৮৬) রবিবার সকালে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। যোহরের নামাজ শেষে উলিপুর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে উলিপুর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আফজাল হোসেন পৌর শহরের মসজিদুল হুদা, উলিপুর নূরানী ও হাফেজি মাদরাসা প্রতিষ্ঠায় বিশেষ অবদান করেন। মরহুমের মৃতুতে শোক প্রকাশ করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, মসজিদ কমিটির সদস্য মোশাররফ হোসেন, উলিপুর ডট কমের প্রকাশক প্রকৌশলী রূপম রাজ্জাক ও সম্পাদক আবুহেনা মুস্তফা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক ও সাংবাদিকবৃন্দ।

The post উলিপুরে বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিকের পিতার ইন্তেকাল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>