আদালত Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=আদালত কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 10 Jun 2023 13:52:28 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png আদালত Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=আদালত 32 32 কুড়িগ্রামে বিচারপ্রার্থীদের জন্য আদালত প্রাঙ্গনে বিশ্রামাগারের উদ্বোধন https://www.ulipur.com/?p=24783 Sat, 10 Jun 2023 13:52:27 +0000 https://www.ulipur.com/?p=24783 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবির, জেলা প্রশাসক মোহাম্মদ [...]

The post কুড়িগ্রামে বিচারপ্রার্থীদের জন্য আদালত প্রাঙ্গনে বিশ্রামাগারের উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবির, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস.এম আব্রাহাম লিংকন প্রমুখ। ন্যায়কুঞ্জ বিশ্রামাগারটিতে আগত বিচারপ্রার্থীদের জন্য ব্রেস ফিডিং কর্ণার, শৌচাগার ও বসার ব্যবস্থা থাকবে।

উদ্বোধন শেষে প্রধান অতিথি বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত কনফারেন্স কক্ষে কুড়িগ্রামে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে বিভিন্ন আদালতে বিচারাধীন মামলা সমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলা সমূহ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

The post কুড়িগ্রামে বিচারপ্রার্থীদের জন্য আদালত প্রাঙ্গনে বিশ্রামাগারের উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের হয়রানি, কাঠগড়ায় দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন উপ-সহকারী পরিচালক https://www.ulipur.com/?p=19400 Thu, 13 Oct 2022 13:38:26 +0000 https://www.ulipur.com/?p=19400 ।। নিউজ ডেস্ক ।।কুড়িগ্রাম জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক কবির হোসেন আদালতের তলবে স্ব-শরীরে হাজির হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ থেকে রেহাই পেতে নিঃশ্বর্ত ক্ষমা চেয়েছেন। পরে আদালত তা মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে কুড়িগ্রাম চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (৩য় আদালত) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়ায় আদালতে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। [...]

The post কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের হয়রানি, কাঠগড়ায় দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন উপ-সহকারী পরিচালক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক কবির হোসেন আদালতের তলবে স্ব-শরীরে হাজির হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ থেকে রেহাই পেতে নিঃশ্বর্ত ক্ষমা চেয়েছেন। পরে আদালত তা মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে কুড়িগ্রাম চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (৩য় আদালত) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়ায় আদালতে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। আদালতের বেঞ্চসহকারী (পেশকার)) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) একই আদালত উপ-সহকারী পরিচালক কবির হোসেনকে শোকজ করে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের আদেশ প্রদান করে। আদেশে আদালত বলেন, ‘পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পরিপত্র মোতাবেক জাতীয় পরিচয় পত্রের ভিত্তিতে পাসপোর্ট সংশোধন করতে হলফনামার প্রয়োজন নেই জানালেও উপ-সহকারী পরিচালক কবির হোসেন সেবা গ্রহীতাদের হয়রানির উদ্দেশ্যে হলফনামা করার জন্য আদালতে প্রেরণ করেন। এতে করে সেবাপ্রার্থী জনগণ হয়রানির শিকার হচ্ছেন মর্মে আদালতের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এছাড়াও অহেতুক হলফনামা সম্পাদন করতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে অপ্রয়োজনীয় সময় অতিবাহিত করতে হচ্ছে এবং এতে করে আদালতের বিচারিক কাজে ব্যাঘাত ঘটছে।’ এমতাবস্থায় অভিযুক্ত উপ-সহকারী পরিচালক কবির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হবে না, তা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় তাকে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন আদালত।

আদালত সূত্র জানায়, উপ-সহকারী পরিচালক কবির হোসেন বৃহস্পতিবার সকালে কাঠগড়ায় দাঁড়ালে আদালত তার কর্মকান্ডে উষ্মা প্রকাশ করেন। সেবা গ্রহীতাদের হয়রানি না করার জন্য আদালত তাকে নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ করা থেকে বিরত থাকার জন্য তাকে বারবার সতর্ক করেন আদালত। পরিপত্রের বাইরে গিয়ে অহেতুক কাউকে হয়রানি করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে আদালত বলেন, ‘আগামী এক মাস পুরো বিষয়টি আদালত মনিটরিংয়ে রাখবে। এরপরও পাসপোর্ট অফিসে কোনও সেবাপ্রার্থী হয়রানির শিকার হয়ে অভিযোগ করলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এরপর আদালত কুড়িগ্রাম জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক কবির হোসেনের লিখিত ব্যাখ্যা গ্রহণ করে তার ক্ষমার আবেদন মঞ্জুর করেন। সে সাথে পাসপোর্ট অফিস দালালমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপস্থিত উপ-সহকারী পরিচালককে নির্দেশ দেন আদালত।

The post কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের হয়রানি, কাঠগড়ায় দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন উপ-সহকারী পরিচালক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মোবাইলে পর্নো ভিডিও লোড করায় কুড়িগ্রামে গ্রেফতার ১৮ https://www.ulipur.com/?p=8507 Thu, 11 Jul 2019 10:27:56 +0000 https://www.ulipur.com/?p=8507 ।। নিউজ ডেস্ক ।।কুড়িগ্রামে পর্নো ভিডিও সংরক্ষণ ও মোবাইলে আপলোড করার অপরাধে মোট ১৮ জনকে গ্রেফতার ও ৫টি কম্পিউটার জব্দ করেছে পুলিশ।গত মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সদর উপজেলা থেকে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঘনশ্যামপুরের আব্দুস সালামের ছেলে আশিকুর [...]

The post মোবাইলে পর্নো ভিডিও লোড করায় কুড়িগ্রামে গ্রেফতার ১৮ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে পর্নো ভিডিও সংরক্ষণ ও মোবাইলে আপলোড করার অপরাধে মোট ১৮ জনকে গ্রেফতার ও ৫টি কম্পিউটার জব্দ করেছে পুলিশ।গত মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে সদর উপজেলা থেকে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঘনশ্যামপুরের আব্দুস সালামের ছেলে আশিকুর রহমান (২১), দোয়ালী পাড়ার মৃত হায়দার আলীর ছেলে আল-আমিন (২০), ভোগবতিপুরের আব্দুল ওয়াহাবের ছেলে নজরুল ইসলাম (২২), কাজল দহের শমসের আলীর ছেলে রকি আহমেদ (১৮), পাঁচগাছী ইউনিয়নের দক্ষিণ সিতাইঝাড়ের মৃত আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও গারুহারার হাবিবুর রহমানের ছেলে আপেল রানা (১৮)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্নোগ্রাফির প্রচলন বেড়ে যাওয়ার দেশব্যাপী ধর্ষণের প্রবণতা বেড়েছে। এজন্য মঙ্গলবারাতে অভিযান চালিয়ে সদর থানা এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার ও ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়েছে। তাদের নামে পর্নগ্রাফি আইনে মামলা দেয়া হয়েছে।

এছাড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, একই সময়ে বিশেষ অভিযান চালিয়ে রৌমারী উপজেলায় ৪ জন, রাজিবপুরে ৩ জন, ভূরুঙ্গামারীতে ২ জন এবং কচাকাটা, উলিপুর, চিলমারী উপজেলা থেকে একজন করে মোট ১২ জনকে পর্ন ভিডিও সংরক্ষণ ও মোবাইলে আপলোড করার অপরাধে গ্রেফতার ও কম্পিউটার জব্দ করা হয়েছে।

সূত্রঃ jagonews24

The post মোবাইলে পর্নো ভিডিও লোড করায় কুড়িগ্রামে গ্রেফতার ১৮ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে আর্জিনা অপহরণ মামলা দায়েরের এক সপ্তাহেও কেউ গ্রেফতার হয়নি https://www.ulipur.com/?p=4306 Tue, 29 Aug 2017 17:36:17 +0000 http://www.ulipur.com/?p=4306 আব্দুল মালেকঃ চাঞ্চল্যকর আর্জিনা অপহরণ মামলা দায়েরের এক সপ্তাহ পার হলেও অভিযক্ত আসামীদের গেফতার করতে পারেনি থানা পুলিশ। অপহৃতা শিশু কুড়িগ্রাম আমলী আদালতে অপহরণকারী পুলিশ কর্মকর্তার স্ত্রী নাজমা বেগমের নামসহ ৩ জনের নাম উল্লেখ করে অপহরনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আসামী গেফতার না হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এদিকে অপহরণের সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় দরিদ্র [...]

The post উলিপুরে আর্জিনা অপহরণ মামলা দায়েরের এক সপ্তাহেও কেউ গ্রেফতার হয়নি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
চাঞ্চল্যকর আর্জিনা অপহরণ মামলা দায়েরের এক সপ্তাহ পার হলেও অভিযক্ত আসামীদের গেফতার করতে পারেনি থানা পুলিশ। অপহৃতা শিশু কুড়িগ্রাম আমলী আদালতে অপহরণকারী পুলিশ কর্মকর্তার স্ত্রী নাজমা বেগমের নামসহ ৩ জনের নাম উল্লেখ করে অপহরনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আসামী গেফতার না হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এদিকে অপহরণের সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় দরিদ্র আর্জিনার পরিবারকে মামলা তুলে নেয়ার হুমকিসহ নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলে পরিবারটির লোকজন জানিয়েছে। অভিযুক্তের স্বামী পুলিশ কর্মকর্তা হওয়ায় তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার প্রচার চালানোয় পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।

জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের রুপার খামার গ্রামের নানার বাড়ী থেকে শিশু আর্জিনাকে আয়শা ও তার ভাই সাহেব আলী গত ৬ আগষ্ট অপহরণ করে তাদেরই ভাই এস.আই আবু বক্কর সিদ্দিকের রংপুরের মুন্সিপাড়াস্থ ‘ক্ষণিকালয়’ ভাড়া বাসার তৃতীয় তলায় আটকে রাখে। গত ২০ আগষ্ট গোপন সুত্রে খবর পেয়ে ওই ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু তার ৫জন সঙ্গীকে নিয়ে উদ্ধার করে নিয়ে আসলেও তাকে থানায় না দিয়ে নিজের কাছে রেখে দেন। চেয়ারম্যান উদ্ধারের পরদিন ইউনিয়ন পরিষদে শিশু আর্জিনাকে নিয়ে আসলে এলাকাবাসি জড়ো হতে থাকে। এক পর্যায়ে উদ্ধার হওয়ার কাহিনী গোপন রেখে তার মামা মোন্নাফের হাতে তুলে দেয়। উপস্থিত জনতা অপহরণ ও উদ্ধারের কাহনী জানতে চাইলে চেয়ারম্যান একটা গল্পের বয়ান দিয়ে রহস্যজনক নিরবতা পালন করেন। আর্জিনা তার বাবা-মাসহ এলাকার লোকজনকে অপহরণের প্রকৃত ঘটনা জানালে এলাকাবাসি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চেয়ারম্যানকে চাপ দিতে থাকেন।

অভিযোগ উঠেছে, চেয়ারম্যান মোটা অংকের অর্থের বিনিময়ে অপহরণকারীদের বাঁচাতে দরিদ্র পরিবারটি যাতে আইনি প্রক্রিয়া যেতে না পারে সেজন্য কালক্ষেপন করতে থাকেন। এপরিস্থিতিতে আর্জিনার বাবা আক্কাছ আলী বাদি হয়ে অপহরণের ১৭ দিন পর গত ২২ আগষ্ট গোবিন্দগঞ্জ থানায় কর্মরত এস.আই আবু বক্কর সিদ্দিকের স্ত্রী নাজমা বেগম, তার বোন আয়শা ও সাহেব আলীকে আসামী করে উলিপুর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী/০৩)এর৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। কুড়িগ্রাম জজ আদালতের একজন বিজ্ঞ আইনজীবি জানান, গত ২৩ আগষ্ট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমানের আদালতে অপহৃতা আর্জিনা অপহরণকারী ৩ জনের নাম উল্লেখ করে জবানবন্দি দিয়েছে। এস.আইয়ের বাড়ি ওই ইউনিয়নের কেকতির পাড় গ্রামে। এদিকে মামলা দায়েরের পর গত সোমবার মামলার বাদি জানান, আসামীরা গেফতার না হওয়ায় তাদের লোকজন উল্টো আমাদেরকেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করবে বলে হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই আতাউর রহমান জানান, আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল আল সাইদ জানান আসামী গ্রেফতারে জোর পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

The post উলিপুরে আর্জিনা অপহরণ মামলা দায়েরের এক সপ্তাহেও কেউ গ্রেফতার হয়নি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>