আবু রায়হান Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=আবু-রায়হান কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Tue, 28 Feb 2017 09:47:57 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png আবু রায়হান Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=আবু-রায়হান 32 32 উলিপুর ডট কমের পক্ষ থেকে প্রবাসী লেখক আবু রায়হানকে বই উপহার https://www.ulipur.com/?p=3279 Sat, 25 Feb 2017 15:47:05 +0000 http://www.ulipur.com/?p=3279 শাহাদাত হোসেন (শুভ): গতকাল রাত ১০ ঘটিকায় ফ্রেন্ডস ফেয়ার এর আয়োজনে ২২তম উলিপুর বইমেলায় বিশিষ্ট গীতিকার ও লেখক আবু রায়হান কে সম্মাননা প্রদান করা হয়। উলিপুর ডট কমের পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়। লেখক আবু রায়হানের হাতে এ সময় উপহার তুলে দেন উলিপুর ডট কমের সহ-সম্পাদক জরীফ উদ্দীন, প্রতিবেদক শাহিনুল ইসলাম লিটন ও তালাত [...]

The post উলিপুর ডট কমের পক্ষ থেকে প্রবাসী লেখক আবু রায়হানকে বই উপহার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহাদাত হোসেন (শুভ):
গতকাল রাত ১০ ঘটিকায় ফ্রেন্ডস ফেয়ার এর আয়োজনে ২২তম উলিপুর বইমেলায় বিশিষ্ট গীতিকার ও লেখক আবু রায়হান কে সম্মাননা প্রদান করা হয়। উলিপুর ডট কমের পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়। লেখক আবু রায়হানের হাতে এ সময় উপহার তুলে দেন উলিপুর ডট কমের সহ-সম্পাদক জরীফ উদ্দীন, প্রতিবেদক শাহিনুল ইসলাম লিটন ও তালাত মাহমুদ।

উল্লেখ্য, এবারের বইমেলায় মিডিয়া পার্টনার হিসেবে বিশেষ দায়িত্বে আছে অনলাইন পোর্টাল উলিপুর ডট কম।

The post উলিপুর ডট কমের পক্ষ থেকে প্রবাসী লেখক আবু রায়হানকে বই উপহার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
২২তম উলিপুর বইমেলায় প্রবাসী লেখক আবু রায়হানকে সম্মাননা প্রদান https://www.ulipur.com/?p=3269 Sat, 25 Feb 2017 05:45:13 +0000 http://www.ulipur.com/?p=3269 জরীফ উদ্দীন :  গাতকাল রাত ৮ ঘটিকায় ফ্রেন্ডস ফেয়ার এর আয়োজনে ২২তম উলিপুর বই মেলায় বিশিষ্ট গীতিকার ও লেখক আবু রায়হান কে সম্মাননা প্রদান করা হয় । জুলফিকার আলী সেনার সভাপতিত্বে এ সময় অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য ও প্রধান বন সংরক্ষক (অবঃ) গোলাম হাবিব দুলাল । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ডাঃ [...]

The post ২২তম উলিপুর বইমেলায় প্রবাসী লেখক আবু রায়হানকে সম্মাননা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীন :  গাতকাল রাত ৮ ঘটিকায় ফ্রেন্ডস ফেয়ার এর আয়োজনে ২২তম উলিপুর বই মেলায় বিশিষ্ট গীতিকার ও লেখক আবু রায়হান কে সম্মাননা প্রদান করা হয় । জুলফিকার আলী সেনার সভাপতিত্বে এ সময় অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য ও প্রধান বন সংরক্ষক (অবঃ) গোলাম হাবিব দুলাল । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ডাঃ লোকমান হাকিম, প্রাগ্রাম ম্যানেজার,সাস্থ্য অধিদপ্তর, উলিপুর মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ দেবব্রত রায় , বিশিষ্ট কলামিস্ট ও অবসর প্রাপ্ত শিক্ষক  বাবু মনোরঞ্জন রায় । এরপর উলিপুর সাংস্কৃতিক ও লোকনাট্য দলের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আবু রায়হানের পুঁথি ও গান পরিবেশন করা হয়।

The post ২২তম উলিপুর বইমেলায় প্রবাসী লেখক আবু রায়হানকে সম্মাননা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
পথ ও প্রবাসের গল্প খ্যাত প্রবাসী লেখক আবু রায়হানকে গণকমিটির সংবর্ধনা প্রদান https://www.ulipur.com/?p=3209 Mon, 20 Feb 2017 05:25:22 +0000 http://www.ulipur.com/?p=3209 জরীফ উদ্দীনঃ আজ ১৯ শে ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকায় কুড়িগ্রাম পৌর হলে পথ ও প্রবাসের গল্প খ্যাত, কুড়িগ্রামের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী লেখক আবু রায়হানকে সংবর্ধনা প্রদান করেন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম। সাখাওয়াত স্বপনের সঞ্চালনায় গণকমিটির প্রধান সমন্বয়ক ও কলামিস্ট নাহিদ হাসান নলেজ এর সভাপতিত্বে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সাংবাদিক [...]

The post পথ ও প্রবাসের গল্প খ্যাত প্রবাসী লেখক আবু রায়হানকে গণকমিটির সংবর্ধনা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীনঃ

আজ ১৯ শে ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকায় কুড়িগ্রাম পৌর হলে পথ ও প্রবাসের গল্প খ্যাত, কুড়িগ্রামের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী লেখক আবু রায়হানকে সংবর্ধনা প্রদান করেন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম।

সাখাওয়াত স্বপনের সঞ্চালনায় গণকমিটির প্রধান সমন্বয়ক ও কলামিস্ট নাহিদ হাসান নলেজ এর সভাপতিত্বে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সাংবাদিক সফি খান, গণকমিটির কেন্দ্রীয় উপদেষ্টা ও কুড়িগ্রাম সমিতির মহাসচিব সাইদুল আবেদীন ডলার। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পি.পি কুড়িগ্রাম ও উত্তরবঙ্গ যাদুঘর, কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিংকন। স্বাগত বক্তব্য রাখেন গণকমিটির জেলা সভাপতি তাজুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে লেখক তার রচিত গ্রন্থ রমনা মেইল, রাজা দংশন ও পথ ও প্রবাসের গল্প তুলে দেন এবং উপস্থিত সকলের হাতে সংবর্ধনা স্মারকপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে আবু রায়হান রচিত কবিতা,  পুঁথি ও গান নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

The post পথ ও প্রবাসের গল্প খ্যাত প্রবাসী লেখক আবু রায়হানকে গণকমিটির সংবর্ধনা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রমনা মেইল: উত্তরের বোরাক https://www.ulipur.com/?p=3185 Fri, 10 Feb 2017 08:57:34 +0000 http://www.ulipur.com/?p=3185 জরীফ উদ্দীন: রমনা মেইল চলছে পার্বতীপুর জংশন থেকে চিলমারীর রমনা স্টেশন পর্যন্ত ছোট বড় খ্যাত অখ্যাত ১৬ টি স্টেশন কে পিছনে ফেলে। পিছনে ফেলে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুলকলেজ, হাটবাজার, নদীনালা ইত্যাদি। ট্রেনের কামরাগুলো নাহারী ঘরের মত। বসতে হয় গাদাগাদি করে, অনেক সময় বসারও স্থান হয় না। থাকতে হয় বাদুড়ের মত ঝুলে। সেখানে চলে সব কিছুই। হাসি-কান্না, [...]

The post রমনা মেইল: উত্তরের বোরাক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রমনা মেইল
আবু রায়হান
সময় প্রকাশন
প্রচ্ছদ ধ্রুব এষ
মূল্যঃ ২০০ টাকা

জরীফ উদ্দীন:

রমনা মেইল চলছে পার্বতীপুর জংশন থেকে চিলমারীর রমনা স্টেশন পর্যন্ত ছোট বড় খ্যাত অখ্যাত ১৬ টি স্টেশন কে পিছনে ফেলে। পিছনে ফেলে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুলকলেজ, হাটবাজার, নদীনালা ইত্যাদি। ট্রেনের কামরাগুলো নাহারী ঘরের মত। বসতে হয় গাদাগাদি করে, অনেক সময় বসারও স্থান হয় না। থাকতে হয় বাদুড়ের মত ঝুলে। সেখানে চলে সব কিছুই। হাসি-কান্না, সুখ-দুঃখের আলাপ, চাপাবাজি, গালগল্প, গান-বাজনা, জুয়াবাজি কিংবা মানুষের অর্থ লুটে খাওয়া।

হরেক রকম মানুষের আসা যাওয়া রমনা মেইলে কেউ উঠে কেউ নামে তার ইয়ত্তা নেই। যাত্রীদের টিকেট না কাটলেও সমস্যা নেই। চেকারের হাতে টিকেটের হাফ ভাড়া কিংবা তার অর্ধেক দিলে হয়ে যায়। তাও দেওয়া ঠিক নয় অনেকে মনে করেন। এই মনে করা মানুষগুলো হঠাৎ একদিন পরে বিপদে। কুড়িগ্রাম নতুন স্টেশনে বসে মোবাইল চেকিং। সেখানেও ঘটে অদ্ভুদ কিছু ঘটনা। সত্যি বলতে কি! এই লাইনে ট্রেন আসে দেরিতে চলে গরুর গাড়ির মত এমনই ইঙ্গিত পাওয়া যায় আবু রায়হান’র ‘রমনা মেইল’ উপন্যাসে। হয়ত আপনি কোন দিন রমনা মেইলে চড়েন নি। কিন্তু বইটা পড়লে চোখ বন্ধ করলেই ঘুরে আসবেন মনিরুলের মত খালা বাড়ি বদর গঞ্জ থেকে সোজা চিলমারীর রমনা স্টেশন। ট্রেনে দেখা মিলবে হকার থেকে শুরু করে ফকির, বাটপার কিংবা কিছু নিরহ ভালো মানুষের সাথে। ট্রেনে অনিচ্ছা সত্ত্বেও শুনতে হবে গল্প, দেখতে হবে গোপালের সাক্ষীরর মতো বিভিন্ন ঘটনা আর জমা হবে অভিজ্ঞতা এবং ট্রেনের চলমান কিংবা নিভৃতে ঘটে যাওয়া উত্তর বঙ্গের নানা ঘটনা। উপন্যাসের নায়ক মনিরুল মুনির এক সাদাসিধে বালক। তার চলার আর স্মৃতি কথা নিয়ে চলে উপন্যাস শেষ অবধি। যদিও কিশোর উপন্যাস তারপরও উপন্যাসিক কিন্তু প্রেমহীন নন। প্রথমে খালাতো বোন নিভাকে মনে হবে মনিরের বিপরীত প্রধান চরিত্র। ট্রেন চলতে চলতে তা আর মনেই থাকে না। উপন্যাসের শেষ পর্যায়ে কুড়িগ্রামে দেখা মেলে একটি মেয়ের। মেয়েটি দেখতে মুনিরের খালাতো বোন নিভার মতই। চোখাচোখি করতে করতে আসে বালাবাড়ি পর্যন্ত। মুনিরের তরুণ মনের অবচেতনে তৈরি করে তার সাথে এক সংলাপ। নিজেই মেয়েটির নাম দেয় নিশি। মেয়েটি নেমে গেলে কেমন উদাস হয়ে যায় মুনির। লেখক একজন মোসলমান হয়েও তুলে ধরেন খুবই সতর্কতায় মুনিরের চিন্তায় দুর্গাপুর স্টেশন থেকে পাঁচপীর স্টেশনের নামকরণের চিন্তাটি। স্থানের ‘নাম বদল করলেই কি হিন্দু বা মুসলিম হওয়া যায় না কি!’ যার মধ্য দিয়ে উদরতা ফুটে উঠে। ট্রেন রমনা স্টেশন থেকে আবারো ফিরে যাচ্ছে যেখান থেকে এসেছিল। উপন্যাসটির পাতা উল্টাতেই মন কেড়ে নেয়। শুরুর কথা।

সবমিলে একটি অসাধারণ উপন্যাস।

The post রমনা মেইল: উত্তরের বোরাক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>