ঈদুল ফিতর Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ঈদুল-ফিতর কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Wed, 03 Apr 2024 09:58:17 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png ঈদুল ফিতর Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ঈদুল-ফিতর 32 32 ঈদ উপলক্ষে চিলমারীতে ভিজিএফের চাল পাচ্ছে ৩০ হাজার পরিবার https://www.ulipur.com/?p=31618 Wed, 03 Apr 2024 09:52:08 +0000 https://www.ulipur.com/?p=31618 ।। উপজেলা প্রতিনিধি ।। চিলমারীতে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল পাচ্ছে ৩০ হাজার ৩১০টি পরিবার। ঈদের আগে চালের সহযোগিতা পেয়ে হাসি ফুটেছে দরিদ্র মানুষেদের মুখে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বুধবার (০৩ এপ্রিল) সকালে থানাহাট ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে বিতরণের মাধ্যমে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম। জানা গেছে, ২০২৩-২৪ [...]

The post ঈদ উপলক্ষে চিলমারীতে ভিজিএফের চাল পাচ্ছে ৩০ হাজার পরিবার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল পাচ্ছে ৩০ হাজার ৩১০টি পরিবার। ঈদের আগে চালের সহযোগিতা পেয়ে হাসি ফুটেছে দরিদ্র মানুষেদের মুখে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বুধবার (০৩ এপ্রিল) সকালে থানাহাট ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে বিতরণের মাধ্যমে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চিলমারীতে ৩০ হাজার ৩১০টি পরিবার ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) পাবে। বুধবার সকালে থানাহাট ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে বিতরণের মাধ্যমে শুরু হয়েছে এর কার্যক্রম।

এ সময় উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশাররফ হোসেন, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, প্রেসক্লাব চিলমারী সভাপতি মনিরুল আলম লিটু, ইউপি সদস্য, সদস্যা, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

থানাহাট ইউনিয়নে ৮ হাজার ৬৮২ পরিবারসহ ৬টি ইউনিয়নে ৩০ হাজার ৩১০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

The post ঈদ উপলক্ষে চিলমারীতে ভিজিএফের চাল পাচ্ছে ৩০ হাজার পরিবার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অন্যের আনন্দের মধ্যে সুখ খোঁজেন চিলমারীর দর্জিরা https://www.ulipur.com/?p=23853 Thu, 20 Apr 2023 15:50:53 +0000 https://www.ulipur.com/?p=23853 ।। উপজেলা প্রতিনিধি ।। ঈদের নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্জি শ্রমিকরা। চিলমারী উপজেলার সর্বত্র চলছে পোশাক তৈরির ধুম। দিনরাত কাপড় ও সুতার নিপুণ বুননে তৈরি হচ্ছে ঈদের পোশাক। যা বাঙ্গালির ঈদ আনন্দের প্রধানতম উপাদান। কিন্তু এই পোশাক তৈরির নেপথ্য কারিগর যারা, তাদের কাছে ঈদের নতুন পোশাকের আনন্দ অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে। নিজের ক্ষেত্রেতো [...]

The post অন্যের আনন্দের মধ্যে সুখ খোঁজেন চিলমারীর দর্জিরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
ঈদের নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্জি শ্রমিকরা। চিলমারী উপজেলার সর্বত্র চলছে পোশাক তৈরির ধুম। দিনরাত কাপড় ও সুতার নিপুণ বুননে তৈরি হচ্ছে ঈদের পোশাক। যা বাঙ্গালির ঈদ আনন্দের প্রধানতম উপাদান। কিন্তু এই পোশাক তৈরির নেপথ্য কারিগর যারা, তাদের কাছে ঈদের নতুন পোশাকের আনন্দ অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে। নিজের ক্ষেত্রেতো বটেই, এমনকি কখনো কখনো পরিবার পরিজনের জন্য ঈদের নতুন পোশাক তৈরি কিংবা কেনাকাটা একেবারেই দুরূহ হয়ে ওঠে তাদের ক্ষেত্রে।

ঈদের দিন সকাল পর্যন্ত কাজ করতে হওয়ায় নতুন পোশাকতো দূরের কথা ঈদের নামাজ পর্যন্ত পড়তে পারেন না অনেক শ্রমিকরা। উপজেলা সদরের বিভিন্ন পোশাক তৈরি কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে এসব তথ্য।

কর্মরত দর্জি শ্রমিকরা জানান প্রয়োজনের তুলনায় এমনিতেই কাপড় তৈরির পারিশ্রমিক অত্যন্ত কম। সেই সঙ্গে ঈদের দিন সকাল পর্যন্ত থাকে কর্মব্যস্ততা। দুয়ে মিলে তাদের জন্যে নতুন পোশাকের ঈদ উদযাপন হয়ে ওঠে বেশ কষ্টসাধ্য। এমনকি কোনো কোনো ঈদের নামাজ পর্যন্ত তাদের পড়া হয় না। রাত জেগে কাজ করার কারণে ঈদের দিন গোটা সময়টাই যায় অবসরে অথবা সেই দিনেও কাজ করতে হয় দুপুর পর্যন্ত। তবে অন্যের পোশাক তৈরির আনন্দই তারা ঈদ আনন্দ হিসেবে বেছে নেন।

এ বিষয়ে তথ্য অনুসন্ধানে জানা যায় উপজেলা সদরের মতো মফস্বল গ্রামগুলোতে এখনো ৬০ থেকে ৭০ ভাগ পরিবার, দর্জি নির্ভর ঈদের পোশাকের উপর নির্ভরশীল। যাদের মধ্যে সিংহভাগই দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেনীর। উচ্চমূল্যে নামিদামি দোকান থেকে যাদের পক্ষে পোশাক কেনা সম্ভব নয়। এ উল্লেখযোগ্য সংখ্যক মানুষের ঈদের পোশাক যোগান দেয়া দর্জি শ্রমিকদের ক্ষেত্রেই ঘটছে নিরানন্দের এ ঘটনা।

এ ব্যাপারে উপজেলা সদর থানাহাট বাজার বণিক সমিতির সভাপতি জানান, এক্ষেত্রে মানবিক কারণেই দর্জি শ্রমিকদের উপযুক্ত পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি কাজের সময় কমিয়ে আনা অত্যন্ত জরুরি।

//নিউজ/চিলমারী//সোহেল/এপ্রিল/২০/২৩

The post অন্যের আনন্দের মধ্যে সুখ খোঁজেন চিলমারীর দর্জিরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ঈদের দিনের আমল ও দোয়া https://www.ulipur.com/?p=10606 Mon, 25 May 2020 05:52:42 +0000 https://www.ulipur.com/?p=10606 || ডেস্ক রিপোর্ট || ঈদুল ফিতর নেক বান্দাদের জন্য খুশির দিন। যারা রোজা পালন করেছেন তাদের জন্য আনন্দ ও উৎসবের দিন হচ্ছে ঈদুল ফিতর। আর পাপী-তাপীদের জন্য এই দিনটি হলো শাস্তি ও আজাবের। সাহাবি হজরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ (রা.) ঈদের দিন কাঁদছিলেন। কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আজ খুশির দিন ওই ব্যক্তির জন্য, যার [...]

The post ঈদের দিনের আমল ও দোয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
|| ডেস্ক রিপোর্ট ||
ঈদুল ফিতর নেক বান্দাদের জন্য খুশির দিন। যারা রোজা পালন করেছেন তাদের জন্য আনন্দ ও উৎসবের দিন হচ্ছে ঈদুল ফিতর। আর পাপী-তাপীদের জন্য এই দিনটি হলো শাস্তি ও আজাবের। সাহাবি হজরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ (রা.) ঈদের দিন কাঁদছিলেন। কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আজ খুশির দিন ওই ব্যক্তির জন্য, যার রোজা কবুল হয়েছে। ঈদুল ফিতরের দিন হলো পুরস্কার লাভের দিন। এদিন একদল ফেরেশতা দাঁড়িয়ে যান এবং বলতে থাকেন, ‘হে মুসলিম সম্প্রদায়! তোমরা দয়াময় প্রভুর দিকে ছুটে চলো। তিনি তোমাদের কল্যাণ দান করবেন। তিনি তোমাদের পুরস্কার দেবেন।’ ঈদের পূর্ণাঙ্গ আনন্দ-খুশি ও কল্যাণ অর্জন করতে হলে আরো ঘনিষ্ঠ করতে হবে আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক, ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ করতে হবে পরিবার-পরিজনের সঙ্গে হৃদ্যতা ও ভালোবাসার সম্পর্ক। উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে বন্ধু-বান্ধব স্বজনদের সঙ্গে সহমর্মিতা ও সুন্দর ব্যবহারের মাধ্যমে।

ঈদকে একটি পবিত্র উত্সব হিসেবে পালন করতে হবে। এর সুন্নত তরিকা হলো ঈদের নামাজের আগে গোসল করে নেয়া, ভালো পোশাক পরে আতর-সুগন্ধি মেখে ঈদগাহে যাওয়া, সদকায়ে ফিতর ওয়াজিব হলে ঈদের নামাজের আগে তা আদায় করে দেয়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, সম্ভব হলে এক রাস্তায় যাওয়া, অপর রাস্তা দিয়ে ফিরে আসা, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টিমুখ করে নেয়া, ঈদগাহের দিকে ধীরস্থিরভাবে যাওয়া, নামাজ শেষে আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করা, ঘরে ফিরে চার রাকাত নফল নামাজ পড়া। রাসূল (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা তোমাদের ঈদকে তাকবির দ্বারা সৌন্দর্যমণ্ডিত কর।’ রাসূল (সা.) আরো ইরশাদ করেছেন, পাঁচটি রাত জেগে যে ব্যক্তি ইবাদত করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। রাতগুলো হলো- ১. জিলহজের রাত, ২. আরাফার রাত, ৩. ঈদুল আজহার রাত, ৪. ঈদুল ফিতরের রাত, ৫. মধ্য শাবানের রাত। সুতরাং ঈদুল ফিতরের রাতে ইবাদত করা খুবই পুণ্যময় কাজ।

সাহাবায়ে কেরাম ঈদের দিন কারো সঙ্গে সাক্ষাত হলে তাকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বলতেন-
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ

উচ্চারণ: তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকা। -সুনানুল কুবরা : ৬৫১৯, আল মুজামুল কাবির : ১২৩
অর্থ: আল্লাহতায়ালা আমার ও আপনার ঈদ উদযাপন কবুল করুন।

ঈদের অনাবিল সুখ-আনন্দ শুধু রোজাদারদের জন্য। যারা ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিয়েছেন তাদের জন্য এ আনন্দ নয়। ঈদের আনন্দ-খুশিতে ভরে উঠুক সারাদেশ, সমগ্র মুসলিম উম্মাহ।

সূত্রঃ বাংলানিউজ২৪

The post ঈদের দিনের আমল ও দোয়া appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর https://www.ulipur.com/?p=6386 Fri, 15 Jun 2018 15:11:58 +0000 http://www.ulipur.com/?p=6386 আজ শুক্রবার বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার  পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী, [...]

The post আগামীকাল পবিত্র ঈদুল ফিতর appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আজ শুক্রবার বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার  পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী, আগামীকাল শনিবার সারা দেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

The post আগামীকাল পবিত্র ঈদুল ফিতর appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে জমজমাট হয়ে উঠেছে ঈদের বাজার https://www.ulipur.com/?p=3801 Fri, 16 Jun 2017 22:54:05 +0000 http://www.ulipur.com/?p=3801 শামস্ তৌফিক নিশান, উলিপুরঃ উলিপুরে দিন যত গড়াচ্ছে ঈদুল ফিতরকে সামনে রেখে ততই জমজমাট হয়ে উঠছে ঈদের কেনাকাটা। উপজেলার পৌর শহর, মন্ডল সুপার মার্কেট, হাজী সুপার মার্কেট, ইসলাম সুপার মার্কেট, আব্দুল হাকিম সুপার মার্কেটসহ বিপনীবিতানগুলোতে ক্রেতাগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাহারি পোশাক আর নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে দোকানীরা ক্রেতা আকর্ষণ করছে। তবে [...]

The post উলিপুরে জমজমাট হয়ে উঠেছে ঈদের বাজার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শামস্ তৌফিক নিশান, উলিপুরঃ
উলিপুরে দিন যত গড়াচ্ছে ঈদুল ফিতরকে সামনে রেখে ততই জমজমাট হয়ে উঠছে ঈদের কেনাকাটা। উপজেলার পৌর শহর, মন্ডল সুপার মার্কেট, হাজী সুপার মার্কেট, ইসলাম সুপার মার্কেট, আব্দুল হাকিম সুপার মার্কেটসহ বিপনীবিতানগুলোতে ক্রেতাগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

বাহারি পোশাক আর নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে দোকানীরা ক্রেতা আকর্ষণ করছে। তবে সব মার্কেটেই পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি বেশী দেখা যাচ্ছে। বরাবরের মত এবারেও ঈদ বাজারে ছেলেদের পায়জামা-পাঞ্জাবী ও সেন্ডেল, শার্ট-প্যান্ট, মেয়েদের বিভিন্ন ডিজাইনের থ্রি-পিছ, শাড়ী এবং বাচ্চাদের রকমারী পোশাক পাওয়া যাচ্ছে। অন্যদিকে, পোশাকের পাশাপাশি একই সঙ্গে বাড়ছে ফ্রিজ ও এলইডি টেলিভিশনের বিক্রি। সেই সঙ্গে বাড়ছে ব্লেন্ডার, রাইসকুকার, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক কেটলীসহ অন্যান্য হোম ও কিচেন এ্যাপ্লায়েন্স পণ্যের বিক্রিও।

The post উলিপুরে জমজমাট হয়ে উঠেছে ঈদের বাজার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>