উলিপুর ডট কম Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=উলিপুর-ডট-কম কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Mon, 19 Jun 2023 07:28:40 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png উলিপুর ডট কম Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=উলিপুর-ডট-কম 32 32 কুড়িগ্রামে উলিপুর ডট কমের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত https://www.ulipur.com/?p=24924 Sun, 18 Jun 2023 17:15:29 +0000 https://www.ulipur.com/?p=24924 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামের একমাত্র নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল উলিপুর ডট কম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। রবিবার কুড়িগ্রাম জেলা সদরসহ অন্যান্য উপজেলাগুলোতেও পৃথকভাবে পালিত হয়েছে নিউজ পোর্টালটির প্রতিষ্ঠাবার্ষিকী। প্রগতি ও তারুণ্যে উলিপুর এই শ্লোগান নিয়ে ২০১৫ সালে উলিপুর ডট কম যাত্রা শুরু করে। স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র হিসেবে ২০২১ সালে কুড়িগ্রামের একমাত্র অনলাইন [...]

The post কুড়িগ্রামে উলিপুর ডট কমের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের একমাত্র নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল উলিপুর ডট কম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। রবিবার কুড়িগ্রাম জেলা সদরসহ অন্যান্য উপজেলাগুলোতেও পৃথকভাবে পালিত হয়েছে নিউজ পোর্টালটির প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রগতি ও তারুণ্যে উলিপুর এই শ্লোগান নিয়ে ২০১৫ সালে উলিপুর ডট কম যাত্রা শুরু করে। স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র হিসেবে ২০২১ সালে কুড়িগ্রামের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল হিসেবে নিবন্ধিত হয়ে সরকারি স্বীকৃতি লাভ করে। এভাবে সফলতার সাথে ১৮ জুন ২০২৩ তারিখে ৮ম বর্ষ পেরিয়ে ৯ম বর্ষে পর্দাপণ করেছে পোর্টালটি। এর অবিচল ধারার সঙ্গে মিশে আছে দেশ ও দেশের বাহিরের পাঠক সমাজ।

কুড়িগ্রাম সদরঃ দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা সদরে একটি র‍্যালি শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম প্রেসক্লাবে মিলিত হয়। নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্যের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা লগ্নে স্বাগত বক্তব্য রাখেন, নির্বাহী সম্পাদক মাহফুজার রহমান খন্দকার ও জ্যেষ্ঠ প্রতিবেদক অমিত চন্দ্র পাল। এসময় দেশের বাইরে অবস্থান করায় পোর্টালটির সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী রূপম রাজ্জাক এর ধারণকৃত শুভেচ্ছা বক্তব্য আলোকচিত্রের মাধ্যমে প্রচার করা হয়। আলোচনা পর্বে অংশ নেন প্রধান অতিধি পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, এনটিভির জেলা প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব, দীপ্ত টিভির ইউনুস আলী, এটিএন বাংলার ইউসুফ আলমগীর, খবরপত্রের শাহিন আহমেদ, সময় টিভির বাদশা সৈকত, ডিবিসির ওয়াহিদুজ্জামান তুহিন, এসএ টিভির জাহিদুল ইসলাম, করতোয়ার জেলা প্রতিনিধি এম.আর মিন্টু, ভোরের ডাক প্রতিনিধি এম. রহমান রঞ্জু, নয়া শতাব্দীর গোলাম মাসুদ, আমার সংবাদের সাইফুল ইসলাম, দেশরূপান্তরের জুয়েল রানা, জাগো নিউজের ফজলুল করিম ফারাজী, প্রথম আলোর জাহানুর রহমান খোকন, সমকালের সুজন মোহন্ত প্রমুখ। আলোচনা শেষে কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধা, স্কাউট ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক মোঃ শাহাবুদ্দিন এবং নারী উদ্যোক্তা ও এএফএডি- এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিনকে নিজ নিজ কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

উলিপুরঃ উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে বেলা ১১টায় প্রেস ক্লাব হলরুমে কেক কেটে উলিপুর ডট কম এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উলিপুর ডট কম উপজেলা প্রতিনিধি জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেসুল ইসলাম, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন। সমাজকর্মী মাসুম করিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান মানু, প্রতিদিনের সংবাদের সাজাদুল ইসলাম সাজু, আজকালের খবরের খালেক পারভেজ নালু, ভোরের ডাকের নুরবক্ত মিঞা, জনতার ইউনুস আলী, স্বাধীন মতের আসলাম উদ্দিন আহম্মেদ, পরিবেশের নুরুজ্জামান প্রমুখ।

রাজারহাটঃ রাজারহাটে উলিপুর ডট কম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজারহাট প্রেসক্লাব কার্যালয়ে বেলা ১১টায় আলোচনা সভা, কেক কাটা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। উলিপুর ডট কম এর উপজেলা প্রতিনিধি এনামুল হক সরকারের আয়োজনে প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মোঃ এনামুল হক । এসময়ে উপস্থিত ছিলেন চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক তৌহিদুর রহমান ব্যাপারী, যুগ্ম আহবায়ক জাহানুর আলম সোহেল, দেশটিভির স্টাফ রিপোর্টার(ক্রাইম), যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল ওয়াহেদ, প্রেসক্লাব রাজারহাটের যুগ্ম সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার রাজারহাট প্রতিনিধি প্রহ্লাদ মন্ডল সৈকত, প্রেসক্লাব রাজারহাটের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মনু, সদস্য সোহেল রানাসহ আরও অনেকেই।

নাগেশ্বরীঃ নাগেশ্বরীতে উলিপুর ডট কমের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুর ১২টায় প্রেস প্রেসক্লাব কার্যালয়ে পোর্টালটির জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন উপজেলা আওয়ামীলীগ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান। সংবাদকর্মী বিল্টু সেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামানসহ প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, সম্পাদক পাভেল জামান প্রমুখ। বক্তারা বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে উলিপুর ডট কম একদিন তার সোনালী ভবিষ্যৎ গড়বে। বিস্তৃত হবে এর পথচলা। পরিসর ঘটবে সারাদেশে। এসময় আরও উপস্থিত ছিলেন সংবাদকর্মী জোবায়ের সিদ্দিকী স্বপন, মনোয়ার হোসেন সিদ্দিকী, মোসলেম উদ্দিন, শফিকুল ইষলাম শফি, নুরন্নবী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলকে প্রকাশক ও সম্পাদকের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

রাজিবপুরঃ রাজিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে সকাল ১১টায় রাজিবপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে উলিপুর ডট কম’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিজল ইসলাম সজল, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, রাজিবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন হিরো, মডেল বাদল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন। বক্তব্যকালে বক্তারা উলিপুর ডট কম এর প্রশংসা করে বলেন, রংপুরের প্রথম অনলাইন নিউজ পোর্টাল এটি। গত আট বছরে উলিপুর ডটকম অনেক সুনাম কুড়িয়েছে। মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছে। উলিপুর ডটকম এর সকল পাঠকদের প্রতি শুভেচ্ছাও জানান বক্তারা।

The post কুড়িগ্রামে উলিপুর ডট কমের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর ডট কম সহ নিবন্ধিত ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ https://www.ulipur.com/?p=20188 Sun, 23 Oct 2022 10:37:39 +0000 https://www.ulipur.com/?p=20188 ।। নিউজ ডেস্ক ।।উলিপুর ডট কম সহ নিবন্ধন পাওয়া ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ করেছে সরকার। গত ১৮ অক্টোবর এই তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নিবন্ধন পাওয়া এই ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের নাম ও ওয়েবসাইটের ঠিকানা প্রকাশ করা হয়েছে। সিনিয়র তথ্য অফিসার আশরেফা ইমদাদ স্বাক্ষরিত [...]

The post উলিপুর ডট কম সহ নিবন্ধিত ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুর ডট কম সহ নিবন্ধন পাওয়া ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ করেছে সরকার। গত ১৮ অক্টোবর এই তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নিবন্ধন পাওয়া এই ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের নাম ও ওয়েবসাইটের ঠিকানা প্রকাশ করা হয়েছে।

সিনিয়র তথ্য অফিসার আশরেফা ইমদাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোর নাম উল্লেখ করে তালিকা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে কুড়িগ্রাম জেলার সমগ্র অঞ্চল নিয়ে উলিপুর ডট কম প্রতিবেদন প্রকাশ করে আসছে। উন্নয়ন, আধুনিকায়নসহ প্রান্তিক কৃষকদের সফলতার খবর থেকে উচ্চপদস্থ কর্মকর্তার অনিয়ম, দুর্নীতি কিংবা রাজনৈতিক নেতাদের দুঃশাসন ও প্রশাসনের স্বেচ্ছাচারিতাসহ সবকিছুই তুলে ধরছে সাধারন মানুষের কাছে।

সম্প্রতি কুড়িগ্রামের প্রথম অনলাইন মিডিয়া তালিকাভুক্ত নিউজ পোর্টাল উলিপুর ডট কম’র জেলা কার্যালয় উদ্বোধন করা হয়। যা আরকে রোড (জেলা পরিষদ মার্কেটের বিপরীতে) অবস্থিত।

নিবন্ধন পাওয়া ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা দেখা যাবে এই লিংকে
(http://www.pressinform.gov.bd/sites/default/files/files/pressinform.portal.gov.bd/page/10a2c4f6_3057_438b_bab6_328d0bdf9410/2022-10-19-04-03-7cecf16a0b68c6331031df51c41b25af.pdf)।

The post উলিপুর ডট কম সহ নিবন্ধিত ১৫২টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর ডট কম’র কুড়িগ্রাম কার্যালয় উদ্বোধন https://www.ulipur.com/?p=19738 Sun, 16 Oct 2022 12:04:32 +0000 https://www.ulipur.com/?p=19738 ।। নিউজ ডেস্ক ।।কুড়িগ্রামের প্রথম অনলাইন মিডিয়া তালিকাভুক্ত নিউজ পোর্টাল উলিপুর ডট কম’র জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) দুপুরে আরকে রোডস্থ শাপলা চত্ত্বর সংলগ্ন এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ [...]

The post উলিপুর ডট কম’র কুড়িগ্রাম কার্যালয় উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের প্রথম অনলাইন মিডিয়া তালিকাভুক্ত নিউজ পোর্টাল উলিপুর ডট কম’র জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) দুপুরে আরকে রোডস্থ শাপলা চত্ত্বর সংলগ্ন এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ওএসক্লিকসের পরিচালক সুরিদা রাজ্জাক। উলিপুর ডট কম’র উপদেষ্টা সম্পাদক আবু হেনা মুস্তফা’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সিনিয়র সাংবাদিক সফি খান, উলিপুর ডট কম’র নির্বাহী সম্পাদক মাহফুজার রহমান, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, এম.আর মিন্টু, এম. রহমান রঞ্জু, শাহীন আহমেদ, গোলাম রব্বানী, সাইফুল ইসলাম, উলিপুর ডট কম’র ম্যানেজার(এডমিন) অমিত চন্দ্র পাল, প্রধান প্রতিবেদক আব্দুল মালেক প্রমূখ। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

The post উলিপুর ডট কম’র কুড়িগ্রাম কার্যালয় উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর ডট কমের পক্ষ থেকে কুড়িগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান https://www.ulipur.com/?p=16702 Fri, 25 Mar 2022 18:50:25 +0000 https://www.ulipur.com/?p=16702 ।। নিউজ ডেস্ক ।। উলিপুর ডট কমের পক্ষ থেকে কুড়িগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রাজু মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুককে এবং উলিপুর ডট কম-এ সদ্য যোগদানকৃত নির্বাহী সম্পাদক মাহফুজার রহমান খন্দকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (মার্চ ২৫) সন্ধ্যায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন [...]

The post উলিপুর ডট কমের পক্ষ থেকে কুড়িগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুর ডট কমের পক্ষ থেকে কুড়িগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রাজু মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুককে এবং উলিপুর ডট কম-এ সদ্য যোগদানকৃত নির্বাহী সম্পাদক মাহফুজার রহমান খন্দকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (মার্চ ২৫) সন্ধ্যায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

তরুণ সাংবাদিক সুজন মোহন্তের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন উলিপুর ডট কমের এডমিন ম্যানেজার অমিত চন্দ্র পাল ও প্রধান প্রতিবেদক আব্দুল মালেক। উলিপুর ডট কমের আগামী সময়ের গঠনমূলক পরিকল্পনা জানান নির্বাহী সম্পাদক মাহফুজার রহমান খন্দকার। উলিপুর ডট কমের যাত্রা শুরু থেকে ভবিষ্যৎ কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠান সভাপতি ও উপদেষ্টা সম্পাদক আবু হেনা মুস্তফা।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক উলিপুর ডট কমের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।পরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নির্বাহী সম্পাদককে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।

The post উলিপুর ডট কমের পক্ষ থেকে কুড়িগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক এ বি সিদ্দিক ইন্তেকাল করেছেন https://www.ulipur.com/?p=16542 Mon, 14 Mar 2022 11:14:28 +0000 https://www.ulipur.com/?p=16542 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক স্থানীয় সাপ্তাহিক কুড়িগ্রাম বার্তার প্রকাশক ও সম্পাদক এবং দি ফিন্যানশিয়াল এক্সপ্রেস ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি এ বি সিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। রবিবার (১৩ মার্চ) রাত পৌনে বারোটায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি মা, ভাই-বোন, স্ত্রী, দুই পুত্র [...]

The post কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক এ বি সিদ্দিক ইন্তেকাল করেছেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক স্থানীয় সাপ্তাহিক কুড়িগ্রাম বার্তার প্রকাশক ও সম্পাদক এবং দি ফিন্যানশিয়াল এক্সপ্রেস ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি এ বি সিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।

রবিবার (১৩ মার্চ) রাত পৌনে বারোটায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি মা, ভাই-বোন, স্ত্রী, দুই পুত্র সন্তান, এক কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার (১৪ মার্চ) তার প্রথম নামাজে জানাযা দুপুর ২টায় কুড়িগ্রামস্থ চড়ুয়া পাড়ায় অনুষ্ঠিত হয়।

পরে তার প্রিয় সংগঠন কুড়িগ্রাম প্রেসক্লাবে চত্ত্বরে দ্বিতীয় নামাজে জানাযা ও শ্রদ্ধা নিবেদন করা হয়। ফুল দিয়ে এ সময় শ্রদ্ধা জানান উলিপুর ডট কম, কুড়িগ্রাম প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, কুড়িগ্রাম জেলা শাখা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা শিল্পকলা একাডেমি, তরুণ লেখক ফোরাম। তার মৃত্যুতে শোক জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ চেয়ারম্যান, কুড়িগ্রাম পৌরসভার মেয়র, চিলমারী প্রেসক্লাব, ফুলবাড়ী প্রেসক্লাব, নাগেশ্বরী প্রেসক্লাব, ভূরুঙ্গামারী প্রেসক্লাব, উলিপুর প্রেসক্লাব, প্রেসক্লাব রাজারহাট, ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

এরপর কুড়িগ্রামের চিলামারী উপজেলায় জোড়গাছ মন্ডলপাড়া গ্রামে তার তৃতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

The post কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক এ বি সিদ্দিক ইন্তেকাল করেছেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ৭০টি অসহায় পরিবারে সহায়তা প্রদান উলিপুর ডট কমের https://www.ulipur.com/?p=10562 Fri, 22 May 2020 17:53:28 +0000 https://www.ulipur.com/?p=10562 || নিউজ ডেস্ক || করোনা দুর্যোগে এলাকার দুস্থ মানুষের পাশে সাধ্যমত দাঁড়িয়েছে উলিপুর থেকে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল উলিপুর ডট কম। চলতি মাসের শুরু থেকে গত রবিবার (১৭ই মে) পর্যন্ত ৭০টি পরিবারে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছে উলিপুর ডট কম। মাসের শুরুতে উপজেলার দুর্গাপুর ও বুড়াবুড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২৫টি দুস্থ পরিবারকে খাদ্য ও [...]

The post উলিপুরে ৭০টি অসহায় পরিবারে সহায়তা প্রদান উলিপুর ডট কমের appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
|| নিউজ ডেস্ক ||
করোনা দুর্যোগে এলাকার দুস্থ মানুষের পাশে সাধ্যমত দাঁড়িয়েছে উলিপুর থেকে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল উলিপুর ডট কম। চলতি মাসের শুরু থেকে গত রবিবার (১৭ই মে) পর্যন্ত ৭০টি পরিবারে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছে উলিপুর ডট কম।

মাসের শুরুতে উপজেলার দুর্গাপুর ও বুড়াবুড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২৫টি দুস্থ পরিবারকে খাদ্য ও নগদ আর্থিক সহায়তা প্রদানের পর গত ১৭ই মে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ৪৫টি পরিবারে নগদ অর্থ সহায়তা করে উলিপুর ডট কম। দুর্গাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক মাহাবুবার রহমানের ব্যবস্থাপনায় নগদ অর্থ সহায়তা প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল লতিফ সরকার, সার্জেন্ট (অবঃ) রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, যাত্রা শুরুর পর থেকে সবসময়ই প্রাকৃতিক দুর্যোগসহ সব ধরনের দুর্যোগ পরিস্থিতিতে সাধ্যমত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে উলিপুর ডট কম।

The post উলিপুরে ৭০টি অসহায় পরিবারে সহায়তা প্রদান উলিপুর ডট কমের appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালোবাসায় সিক্ত হলো উলিপুর ডট কম https://www.ulipur.com/?p=6569 Sat, 14 Jul 2018 14:05:12 +0000 http://www.ulipur.com/?p=6569 নিউজ ডেস্কঃ উলিপুরে আনন্দঘন পরিবেশে অনলাইন প্ল্যাটফর্ম “উলিপুর ডট কম” – এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। আজ শনিবার (১৪ জুলাই ২০১৮) সকাল ১০টায় উলিপুর বণিক সমিতির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের [...]

The post তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালোবাসায় সিক্ত হলো উলিপুর ডট কম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
উলিপুরে আনন্দঘন পরিবেশে অনলাইন প্ল্যাটফর্ম “উলিপুর ডট কম” – এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। আজ শনিবার (১৪ জুলাই ২০১৮) সকাল ১০টায় উলিপুর বণিক সমিতির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সহ উলিপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উলিপুর ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক বশির আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবিব নীলু।

সহ-সম্পাদক জরীফ উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর ডট কমের উপদেষ্টা লেখক আবু হেনা মুস্তফা, সহ-সম্পাদক মাহাবুবার রহমান, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির জেলা আহবায়ক তাজুল ইসলাম, উলিপুর বণিক সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সুজন উলিপুর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ক্রীড়াবিদ জালাল হোসেন লাইজু, এ্যাড. আব্দুল গফুর, বিডিএসসি নারী সংগঠনের উদ্যোক্তা ফরিদা ইয়াসমীন, কমরেড দেলওয়ার হোসেন, উদীচী উলিপুর শাখার সভাপতি মিনহাজ আহমেদ মুকুল, হরিপুর উপজেলা খাদ্য পরিদর্শক মহসিন আলী, চর গবেষক সাদ কাশেম, প্রধান শিক্ষক এরশাদুল আলম হিরা, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফিরোজ আলম মন্ডল, বাংলাদেশ ছাত্রলীগ কানাডা শাখার সহ-সভাপতি সালমান হাসান মারজান, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রলয় সরকার প্রীতম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উলিপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উলিপুর গণকমিটির নুর আমিন ও অনিকেত মাসুম, কুড়িগ্রাম পৌর গণকমিটির শামসুজ্জামান সরকার সুজা, উলিপুর ডট কমের সহ-সম্পাদক শামস্‌ তৌফিক নিশান, শাহিনুল ইসলাম লিটন, তালাত মাহমুদ রুহান, সংগঠক সালমান আজাদ প্রমুখ।

অনুষ্ঠানকে সফল করতে সার্বক্ষনিক দায়িত্বে ছিলেন উলিপুর ডট কমের পুরো টিম।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রকৌশলী রূপম রাজ্জাকের উদ্যোগে যাত্রা শুরু করে উলিপুর ডট কম। তিনি উলিপুর ডট কমের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বর্তমানে প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আঃ ছোবহান জুয়েল।

The post তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালোবাসায় সিক্ত হলো উলিপুর ডট কম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে উলিপুর ডট কমের পুষ্পমাল্য অর্পণ https://www.ulipur.com/?p=5873 Tue, 27 Mar 2018 04:27:14 +0000 http://www.ulipur.com/?p=5873 নিউজ ডেস্কঃ উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে অনলাইন পোর্টাল উলিপুর ডট কম। এসময় উপস্থিত ছিলেন, উলিপুর ডট কমের সম্পাদক ইঞ্জিনিয়ার রুপম রাজ্জাক, সহ সম্পাদক মাহাবুবার রহমান, রেডিও চিলমারীর ইনচার্জ বশির আহমেদ, উলিপুর সংবাদদাতা আব্দুল মালেক, রাজারহাট বিডি ডট কমের সহ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম, ব্যাংকার আব্দুর রব, শামস [...]

The post মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে উলিপুর ডট কমের পুষ্পমাল্য অর্পণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে অনলাইন পোর্টাল উলিপুর ডট কম। এসময় উপস্থিত ছিলেন, উলিপুর ডট কমের সম্পাদক ইঞ্জিনিয়ার রুপম রাজ্জাক, সহ সম্পাদক মাহাবুবার রহমান, রেডিও চিলমারীর ইনচার্জ বশির আহমেদ, উলিপুর সংবাদদাতা আব্দুল মালেক, রাজারহাট বিডি ডট কমের সহ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম, ব্যাংকার আব্দুর রব, শামস তৌফিক নিশান, জরীফ উদ্দীন, শাহিনুল ইসলাম লিটন, ওয়ারেছ আলী প্রমুখ।

The post মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে উলিপুর ডট কমের পুষ্পমাল্য অর্পণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বন্যার্তদের মাঝে উলিপুর ডট কমের ত্রাণ বিতরণ https://www.ulipur.com/?p=4160 Fri, 18 Aug 2017 19:16:32 +0000 http://www.ulipur.com/?p=4160 নিউজ ডেস্কঃ উপজেলার বেগমগঞ্জ, বুড়াবুড়ি ও সাহেবের আলগা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ১৮ই আগস্ট (শুক্রবার) ত্রাণ বিতরণ করেছে উলিপুর ডট কম। উলিপুর উপজেলার একমাত্র অনলাইন ভিত্তিক এই প্লাটফর্মটি তাদের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আবারও মানুষের পাশে দাঁড়ালো। দুর্গত এলাকা বিন্দুর চর, মিয়াজি পাড়া, সরকার পাড়া, বেগমগঞ্জ আবাসন, ফকির মোহাম্মাদ গুচ্ছগ্রাম, বুড়াবুড়ি ঘাটপাড়সহ [...]

The post বন্যার্তদের মাঝে উলিপুর ডট কমের ত্রাণ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
উপজেলার বেগমগঞ্জ, বুড়াবুড়ি ও সাহেবের আলগা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ১৮ই আগস্ট (শুক্রবার) ত্রাণ বিতরণ করেছে উলিপুর ডট কম। উলিপুর উপজেলার একমাত্র অনলাইন ভিত্তিক এই প্লাটফর্মটি তাদের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আবারও মানুষের পাশে দাঁড়ালো। দুর্গত এলাকা বিন্দুর চর, মিয়াজি পাড়া, সরকার পাড়া, বেগমগঞ্জ আবাসন, ফকির মোহাম্মাদ গুচ্ছগ্রাম, বুড়াবুড়ি ঘাটপাড়সহ আশেপাশের বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও খাওয়ার স্যালাইন বিতরণ করেছে উলিপুর ডট কমের টিম।

উলিপুর ডট কমের সিনিয়র সদস্য প্রভাষক রবিউল ইসলাম ও শিক্ষক মাহাবুবার রহমানের নেতৃত্বে এই ত্রাণ বিতরণ কার্যক্রমে ছিলেন সহ-সম্পাদক জরিফ উদ্দিন, শাহাদত হোসেন শুভ, ওয়ারেস আলী, তালাত মাহমুদ রুহান, শাহিনুল ইসলাম লিটন, শামিম আল রেজা, আবু সুলতান, চাঁদ মিয়া, রানু, দীপন সিংহ, ইউপি সদস্য মজনু মিয়া প্রমুখ।

ছবিতে উলিপুর ডট কমের ত্রাণ বিতরণঃ

Relief-for-Flood-Victims-Ulipur-Upazila-Kurigram-2017
Relief-for-Flood-Victims-Ulipur-Upazila-Kurigram-2017

The post বন্যার্তদের মাঝে উলিপুর ডট কমের ত্রাণ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নবশিখা সাহিত্য আড্ডা https://www.ulipur.com/?p=4014 Mon, 31 Jul 2017 17:50:12 +0000 http://www.ulipur.com/?p=4014 নবশিখা সাহিত্য আড্ডা সংকলন ও সম্পাদনায়ঃ জরীফ উদ্দীন কৃষ্ণ কমল বর্মন, বাঁচতে চাইলাম হাসি মুখে চেপে ধরলো জরা, কোন বা কুলে জন্ম নিলাম দুখে জীবন ভরা। Dipok Kumar Sarkar কবিতা আর গল্প বেচে ভাত কিনতে চাই। আছেন কোন বন্ধু নিবেন একটা কবিতা? নিয়মের বেড়াজালে যখন সময় থমকে যায় কালো কালো মেঘ ধরে রাখে রোদের তীব্রতা [...]

The post নবশিখা সাহিত্য আড্ডা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নবশিখা সাহিত্য আড্ডা সংকলন ও সম্পাদনায়ঃ জরীফ উদ্দীন সহ. সম্পাদক, উলিপুর ডট কম
নবশিখা সাহিত্য আড্ডা সংকলন ও সম্পাদনায়ঃ জরীফ উদ্দীন সম্পাদক, নবশিখা। সহ. সম্পাদক, উলিপুর ডট কম

নবশিখা সাহিত্য আড্ডা
সংকলন ও সম্পাদনায়ঃ জরীফ উদ্দীন

কৃষ্ণ কমল বর্মন,

বাঁচতে চাইলাম হাসি মুখে চেপে ধরলো জরা,

কোন বা কুলে জন্ম নিলাম দুখে জীবন ভরা।

Dipok Kumar Sarkar
কবিতা আর গল্প বেচে ভাত কিনতে চাই।

আছেন কোন বন্ধু
নিবেন একটা কবিতা?

নিয়মের বেড়াজালে যখন সময় থমকে যায়
কালো কালো মেঘ ধরে রাখে রোদের তীব্রতা
টিনের চালে বৃষ্টি পড়ার আর্তনাদ
অথচ হাড়িতে ভাত ফোটার শব্দ নেই
তেলাপোকার মনটাও বড় বিষন্ন
নিবেন এই গল্পটা?

Dipok Kumar Sarkar
তাতে হয়তো তেলাপোকার মনটা
খানিকটা প্রসন্ন হবে, গৃহস্থের নয়।

নাজমুল হোসাইন
নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না।

Dillur Rahaman
তুমি যদি ফিরিয়ে নাও মুখ আমি মিছে কেন পাব দুঃখ
ভরা বর্ষায়, আমি শুধু ভিজিব বরিষ ধায়ায়।

জরীফ উদ্দীন

তোমায় নিয়ে গল্প বোনা, স্বপ্ন করি চাষ
তোমায় নিয়ে জীবন যাপন জলমহলে বাস!

আকাশের কালো মেঘে পাণ্ডুর মুখটা হয় বিবর্ণ
চোখের সামনে খেলা করে তিন- তিনটে হলুদ বেনে-বৌ।

নূর-ই ফাতিমা
আপনি বলেন গল্প লেখা সহজ।
আমি বলি কল্পনাটাই খরচ।

আশরাফুল আলম

হতাশায় ঘুম নিয়েছে ছুটি ;
জোড়া লাগে না নয়ন দুটি;
এবার আমার হবে কিরে?
খোলা পথটাও বন্ধ!
যে দিকে তাকাই সেদিকে দেখি
কালক্ষেপনে পঙক্তি লিখি
আমায় ছেড়ে দে-রে
খুঁজি শান্তি আর আনন্দ!

মেহেদী হাসান
প্রভূকে শুধু করবে ভয় মানুষ কে নয়,
আগামী দিনে তোমার হবে জয় আর জয়।

Md Shipon Ahmed Himel .
দু লাইনেই যদি কবিতা হয়ে যায় !
তাহলে হৃদয়ের এত আবেগ লিখব কোথায়….

Jelly Akhter
অকারণেই হতে চেয়েছিলাম তোমার প্রিয়জন,
তখনই অনেক ভাল ছিলাম যখন ছিলাম সাধারণ জনগণ।

মেহেদী হাসান
অমাবর্স্যার আধারে পূর্নিমা গেছে ঢেকে,
জোৎস্না ছরবে হৃদয়ে অমাবর্স্যার আধার কাটলে।

রায়হান লাবিব
পুত-পবিত্র হৃদয়ে তোমার ছিল মুক্তির জয়গান
শহিদি রক্তে চরণ ধুয়ে কেড়ে নিলে বিশ্ব প্রাণ|

মেহেদী হাসান
যদি হবেই দুজনার বিরহ মিলন,
তবে মনে জেগেছিলো কেন এত স্বপন!

Islam Shakibul
ওরে, কেনো এত কষ্ট তোর
তোর জীবনে আসুক ভোর।।

Rj Robiul Alam Antor
বিরহকাল আমার অনাদরে জ্বলে….
ভাগ্যরেখা বরাবর মগডালে ঝুলে।

Redoane Nomani ;
ধর্মে আমি মোসলমান জাতে বাঙালি
কারো কাছে হতেও পারি প্রেমিক কাওয়ালী

Luna Ahmed
স্বপ্নের নোনাজলে কেঁদে উঠি বার বার,
আটকে আসে স্বর তবু সময় নেই কাঁদবার।

Sadikur Rahman
যুক্তির মিছিলে যাদের বাস
তারাই যুক্তিকে দেয় বাশ!

কবিতার ফেরিওয়ালা
শুন হে লতা,
তোমার সাথে ছিলো অনেক কথা।

Poet Nawshad Ali
কবিতা কবির চিতা
বন্ধুরে হোসনে ভীতা।

সাব্বির অর্ণব প্লাবন
দেওলের পিছে রেখে কেনো খোজ কর আড়ালে।

Asaduzzaman Linkon
আজ বারবার ডুবে যাই,
হারানো সেই স্মৃতির আঙ্গিনায়।

Emon Khan
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে
ভালোবাসায় ভালোবেসে বেধে যে রাখে।।

MD Masum Billa
নাহি স্রোত, নাহি স্রোত,
বামনিতে করেছে পুকুর, করেছে অবরোধ।

Tomi Ami Dujone
কিছু রাতে আগুন জ্বলে
চোখে ঘৃনার তিব্রতা জমে।

রকি গৌড়ি
কালো রঙে শাদা হাসে,
সূর্যির ক্যাম্ভাসে।

Iqbal Yousuf
নবী অলি পীর দরবেশ ফকির সূফীগণ
খোদার প্রিয় পাত্র মিত্র, মোদের পরম ধন।

উত্তরা বাতায়ন পানে
হোক না…সোনার তরীতে তো আর কর্তার ঠাঁই হয় না
১০ টাকা দিয়েই নাহয় কিনব…!!! চলবে…??

রুদ্র সাজেদুল করিম
একবার যদি ভালোবাসো
আমি আবার বেচেঁ যাবো।

জরীফ উদ্দীন
বালিকা ওভাবে তাকিও না আমার পানে
একটু ফিরিয়ে নাও অন্যদিকে
তোমার চোখ আমার চোখ ভেদ করে
হৃতপিন্ডে আঘাত করে
আমি যে সইতে পারি না।
বালিকা ওভাবে হেস না
তোমার হাসির কারিশমায়
আমি মাতাল বনে যাই
খুব হিংসে হয়
কেউ বুঝি তোমাকে গ্রাস করবে
মেঘের আড়ে পাহাড় লুকানোরর মত।

The post নবশিখা সাহিত্য আড্ডা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>