উলিপুর বইমেলা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=উলিপুর-বইমেলা কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sun, 03 Mar 2019 05:14:47 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png উলিপুর বইমেলা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=উলিপুর-বইমেলা 32 32 উলিপুরে চলছে সপ্তাহব্যাপী বইমেলা https://www.ulipur.com/?p=7806 Thu, 28 Feb 2019 11:01:24 +0000 https://www.ulipur.com/?p=7806 ।। নিউজ ডেস্ক ।।‘উলিপুর বইমেলা হোক উত্তর অঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা’ উলিপুরের সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফ্রেন্ডস ফেয়ার এর আয়োজনে শনিবার (২৩ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ১১টার দিকে সপ্তাহব্যাপী ২৪তম উলিপুর বইমেলার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। উদ্বোধন অনুষ্ঠানে সুদেব সরকার সৌরভের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক [...]

The post উলিপুরে চলছে সপ্তাহব্যাপী বইমেলা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
‘উলিপুর বইমেলা হোক উত্তর অঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা’ উলিপুরের সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফ্রেন্ডস ফেয়ার এর আয়োজনে শনিবার (২৩ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ১১টার দিকে সপ্তাহব্যাপী ২৪তম উলিপুর বইমেলার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

উদ্বোধন অনুষ্ঠানে সুদেব সরকার সৌরভের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর বি সার্কেল আল মাহমুদ হাসান, উলিপুর থানার ওসি তদন্ত মোঃ আনোয়ারুল ইসলাম, উলিপুর উদীচীর সভাপতি মিনহাজ আহমেদ মুকুল, বিশিষ্ট শিক্ষানুরাগী বাবু হরি গোপাল সরকার, ফ্রেন্ডস ফেয়ার এর জুলফিকার আলী প্রমুখ।

উলিপুর বইমেলার অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে উলিপুরের একমাত্র অনলাইন প্লাটফর্ম উলিপুর ডট কম ও সহযোগিতায় সরকার প্লাস্টিক সেন্টার।

The post উলিপুরে চলছে সপ্তাহব্যাপী বইমেলা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই https://www.ulipur.com/?p=5524 Thu, 08 Feb 2018 17:31:58 +0000 http://www.ulipur.com/?p=5524 এ.এস.জুয়েল : এবার অমর একুশে বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বই দুটি হচ্ছে, ‘অমোঘ সায়াহ্ন’ এবং ‘হংস সংলাপ ও রঙিন চশমা’। বই দুটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী। কবিতার বই দুটির প্রচ্ছদ করেছেন নাসিম আহমেদ। বই দুটির মূল্য যথাক্রমে ১৫০ টাকা। বই দুটি পাওয়া যাবে বইমেলার ৪৭৫-৪৭৮ নম্বর স্টলে। হায়দার বসুনিয়া বলেন, [...]

The post বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
এ.এস.জুয়েল :
এবার অমর একুশে বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বই দুটি হচ্ছে, ‘অমোঘ সায়াহ্ন’ এবং ‘হংস সংলাপ ও রঙিন চশমা’। বই দুটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী। কবিতার বই দুটির প্রচ্ছদ করেছেন নাসিম আহমেদ। বই দুটির মূল্য যথাক্রমে ১৫০ টাকা। বই দুটি পাওয়া যাবে বইমেলার ৪৭৫-৪৭৮ নম্বর স্টলে।

হায়দার বসুনিয়া বলেন, “হংস সংলাপ ও রঙিন চশমা” তে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে, হংসকে অবহেলা করা যায় না । তাদের অবহেলা করলেও তারা মানুষের চেয়েও বেশি সুখি। আর, অমোঘ সায়াহ্ন মানব জীবনে আসবেই, উপায় নাই, এটা মেনে নিতে হবে ।

পাঠকদের কছে কেমন লাগবে আপনার কবিতার বই এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, Man is blind to his own fault. কবিতা কেমন লাগবে এটা পাঠকরা বিচার করবে ।

The post বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর বইমেলায় নৃত্য প্রতিযোগিতার ফলাফল প্রকাশ https://www.ulipur.com/?p=3291 Tue, 28 Feb 2017 08:41:39 +0000 http://www.ulipur.com/?p=3291 শাহাদাত হোসেন (শুভ): গতকাল  সকাল ১০ ঘটিকায় কাচারীতে অনুষ্ঠিত ২২তম উলিপুর বইমেলায় নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে ফ্রেন্ডস ফেয়ার । এতে শিশু বিভাগে বিশেষ পুরষ্কার বিজয়ী উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিয়া যাবিদ স্নেহা। ক বিভাগে ১ম স্থান অধিকার করেন এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল এর প্রাপ্তি সাহা। খ বিভাগে ১ম স্থান অধিকার করেন এন এস [...]

The post উলিপুর বইমেলায় নৃত্য প্রতিযোগিতার ফলাফল প্রকাশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহাদাত হোসেন (শুভ):
গতকাল  সকাল ১০ ঘটিকায় কাচারীতে অনুষ্ঠিত ২২তম উলিপুর বইমেলায় নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে ফ্রেন্ডস ফেয়ার । এতে শিশু বিভাগে বিশেষ পুরষ্কার বিজয়ী উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিয়া যাবিদ স্নেহা। ক বিভাগে ১ম স্থান অধিকার করেন এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল এর প্রাপ্তি সাহা। খ বিভাগে ১ম স্থান অধিকার করেন এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের দিপান্বিতা দেব, ২য় স্থান অধিকার করেন উলিপুর কিন্ডার গার্টেন এর মাশুরা আমিন। গ বিভাগে বিশেষ পুরষ্কার বিজয়ী ক্লাসিক রেসিডেন্সিয়াল স্কুলের মানিশা। ঘ বিভাগে বিশেষ পুরষ্কার বিজয়ী সিনু আক্তার। ঙ বিভাগে বিশেষ পুরষ্কার বিজয়ী রংপুর কারমাইকেল কলেজ – এর সৌমিক দে রাম। আজ ২৮ ফেব্রুয়ারী সকলের হাতে পুরষ্কার তুলে দেও্য়া হবে।

উল্লেখ্য, এবারের বইমেলায় মিডিয়া পার্টনার হিসেবে বিশেষ দায়িত্বে আছে অনলাইন পোর্টাল উলিপুর ডট কম

The post উলিপুর বইমেলায় নৃত্য প্রতিযোগিতার ফলাফল প্রকাশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর বইমেলায় একক অভিনয় ও উপস্থিত বক্তৃতার ফলাফল https://www.ulipur.com/?p=3282 Sat, 25 Feb 2017 17:59:45 +0000 http://www.ulipur.com/?p=3282 তালাত মাহামুদ (রুহান): গতকাল রাত ৮ টায় উলিপুর বইমেলায় উপস্থিত বক্তৃতা ও একক অভিনয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারক ছিলেন জেসমিন আরা মনি, জুলফিকার আলি সেনা, মাহমুদুর রহমান বেটু। একক অভিনয়ে খ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে জয়িতা (শতদল কিন্ডার গার্ডেন)। গ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে মাজিয়া জান্নাত (এন এস আমিন রেসিডেন্সিয়াল), [...]

The post উলিপুর বইমেলায় একক অভিনয় ও উপস্থিত বক্তৃতার ফলাফল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তালাত মাহামুদ (রুহান):
গতকাল রাত ৮ টায় উলিপুর বইমেলায় উপস্থিত বক্তৃতা ও একক অভিনয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারক ছিলেন জেসমিন আরা মনি, জুলফিকার আলি সেনা, মাহমুদুর রহমান বেটু। একক অভিনয়ে খ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে জয়িতা (শতদল কিন্ডার গার্ডেন)। গ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে মাজিয়া জান্নাত (এন এস আমিন রেসিডেন্সিয়াল), দ্বিতীয় স্থান হিমান্দ্রি নন্দিনি বর্মণ (সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)। ঘ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে সুমন মিয়া (উলিপুর এম এস স্কুল)। উপস্থিত বক্তৃতায় ঙ বিভাগ প্রথম স্থান অর্জন করে অর্ক দেব (শতদল কিন্ডার গার্ডেন)। দ্বিতীয় স্থান অর্জন করে জান্নাতুল ফেরদৌস (উলিপুর কিন্ডার গার্ডেন)। চ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে মারজিয়া জান্নাত (এন এস আমিন স্কুল), দ্বিতীয় স্থান অর্জন করে জারিন তাসনিম (উলিপুর সরকার বালিকা উচ্চ বিদ্যালয়)। ছ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে অর্ণব মুখার্জি (এন এস আমিন স্কুল)। উপস্থাপনা করেন নিশাত তাবাসসুম ও সৌমিক দে।

উল্লেখ্য, এবারের বইমেলায় মিডিয়া পার্টনার হিসেবে বিশেষ দায়িত্বে আছে অনলাইন পোর্টাল উলিপুর ডট কম

The post উলিপুর বইমেলায় একক অভিনয় ও উপস্থিত বক্তৃতার ফলাফল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ৭ দিন ব্যাপী “উলিপুর বইমেলা ২০১৭” এর উদ্বোধন https://www.ulipur.com/?p=3237 Wed, 22 Feb 2017 11:23:42 +0000 http://www.ulipur.com/?p=3237 জরীফ উদ্দীন: আজ বিকেল ৩ টায় উলিপুর কাচারী মাঠে সেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস ফেয়ার” আয়োজিত ৭ দিন ব্যাপী ২২ তম উলিপুর বইমেলার উদ্ভোধন করা হয়। আমেরিকা প্রবাসী লেখক ও কথাসাহিত্যিক আবু রায়হান ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো:জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর [...]

The post উলিপুরে ৭ দিন ব্যাপী “উলিপুর বইমেলা ২০১৭” এর উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীন: আজ বিকেল ৩ টায় উলিপুর কাচারী মাঠে সেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস ফেয়ার” আয়োজিত ৭ দিন ব্যাপী ২২ তম উলিপুর বইমেলার উদ্ভোধন করা হয়। আমেরিকা প্রবাসী লেখক ও কথাসাহিত্যিক আবু রায়হান ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো:জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হায়দার আলী মিঞা, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু, বিশিষ্ঠ সমাজ সেবক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, উলিপুর পৌরসভার প্যানেল মেয়র লতা বেগম, পার্থ সারথি সরকার প্রমুখ। বক্তার বলেন,  দেশকে এগিয়ে নিতে হলে বর্তমান প্রজন্মের কাছে সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরতে। পরে তারা বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের বইমেলায় মোট ২০ টি স্টল বসানো হয়েছে। মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

উল্লেখ্য, এবারের বইমেলায় মিডিয়া পার্টনার হিসেবে বিশেষ দায়িত্বে আছে অনলাইন পোর্টাল উলিপুর ডট কম

The post উলিপুরে ৭ দিন ব্যাপী “উলিপুর বইমেলা ২০১৭” এর উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ৭ দিন ব্যাপী “উলিপুর বইমেলা ২০১৬” এর উদ্বোধন https://www.ulipur.com/?p=2501 Sat, 12 Mar 2016 12:53:53 +0000 http://www.ulipur.com/?p=2501 উলিপুরে ৭ দিন ব্যাপী ২১তম “উলিপুর বইমেলা ২০১৬” এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস্ ফেয়ার” এর আয়োজনে কাচারী মাঠে অনুষ্ঠিত বইমেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খাঁন মোঃ নূরুল আমিন। পরে সংগঠনের আহবায়ক জুলফিকার আলী সেনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ.এইচ.এম জামেরী হাসান, [...]

The post উলিপুরে ৭ দিন ব্যাপী “উলিপুর বইমেলা ২০১৬” এর উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ৭ দিন ব্যাপী ২১তম “উলিপুর বইমেলা ২০১৬” এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস্ ফেয়ার” এর আয়োজনে কাচারী মাঠে অনুষ্ঠিত বইমেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খাঁন মোঃ নূরুল আমিন। পরে সংগঠনের আহবায়ক জুলফিকার আলী সেনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ.এইচ.এম জামেরী হাসান, সাবেক সহযোগী অধ্যাপক হরি গোপাল সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জার রহমান, সমাজসেবক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমূখ। এসময় মমিনুল ইসলামের ‘ইসলামিক মেথড’ নামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

The post উলিপুরে ৭ দিন ব্যাপী “উলিপুর বইমেলা ২০১৬” এর উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>