কবিতা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=কবিতা কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Tue, 30 Jan 2018 08:09:14 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png কবিতা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=কবিতা 32 32 ফিরে এসো প্রিয়তমা https://www.ulipur.com/?p=5441 Mon, 29 Jan 2018 13:37:39 +0000 http://www.ulipur.com/?p=5441 ফিরে এসো প্রিয়তমা (জরীফ উদ্দীন) ফিরে এসো প্রিয়তমা মহাপ্রাচীর সম বাধা পেরিয়ে আমি তোমার জন্য প্রতিক্ষায় আছি সেই কবে থেকে। যে ভালোবাসার জন্য একদিন জীর্ণ বুক বেঁধেছিলাম সে ভালোসার জন্য আজ আমি বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছি নিত্য ভালো থাকার মিথ্যে অভিনয়ে আজ আমি ক্লান্ত দুচোখের অশ্রুর ঢল নেমেছে পাহাড়ী ঝর্ণার মতো আমি হিমালয়সম [...]

The post ফিরে এসো প্রিয়তমা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফিরে এসো প্রিয়তমা
(জরীফ উদ্দীন)

ফিরে এসো প্রিয়তমা
মহাপ্রাচীর সম বাধা পেরিয়ে
আমি তোমার জন্য প্রতিক্ষায় আছি সেই কবে থেকে।
যে ভালোবাসার জন্য একদিন জীর্ণ বুক বেঁধেছিলাম
সে ভালোসার জন্য আজ আমি বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছি
নিত্য ভালো থাকার মিথ্যে অভিনয়ে আজ আমি ক্লান্ত
দুচোখের অশ্রুর ঢল নেমেছে পাহাড়ী ঝর্ণার মতো
আমি হিমালয়সম মন টাকে বুঝাতে ব্যর্থ হয়েছি।

তুমি যে ভালো থাকার জন্য আজ আমাকে
ছুড়ে ফেলে দিলে অচল পয়সার মতো
সত্যিই কি ভালো থাকতে পারবে?
যাদের মুখ পানে চেয়ে মেনে নিলে নিজের ভাগ্য
তাদের ভিরে কি একবারো মনে পরেনি
আমাদের এক সাথে চলার স্মৃতি-বিস্মৃতি দিনগুলো?

ক্ষণিকেই কেমনে ভুলে গেলে প্রিয়তমা আমার
আমি ভাবতেই পারিনা।

আমি চাই তুমি ফিরে এসো সেই প্রথম দিনের মতো
আমি চাই তুমি আমাকে ভালোবাসো সেই প্রথম দিনের মতো
আমি চাই তুমি শুধু আমারই হও
আমি চাই তুমি পাশে থাকো জীবনের শেষ দিন পর্যন্ত।

The post ফিরে এসো প্রিয়তমা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীনের কবিতা: বটতলের বুড়ি মা https://www.ulipur.com/?p=4976 Sat, 16 Dec 2017 07:03:02 +0000 http://www.ulipur.com/?p=4976 বট তলের বুড়ি মা এখনো ফিরে যায়নি ঘরে চুপচাপ বসে থাকে সদা মহাকালের সাক্ষী বটতলে। বর্ষার বৃষ্টিতে জবজবে ভিজে, প্রচন্ড শীতে থরথরে কাঁপে উজ্জ্বল মুখ তার মলিন হয়েছে কাট পোড়া রোদে শুকে। বট তলের বুড়ি মা কাহারো সঙ্গে বলেনা কথা বুকে চাঁপা অাছে তার জমানো শত দুঃখ ব্যথা। কেউ যদি কিছু দেয় খেতে ঝট করে [...]

The post জরীফ উদ্দীনের কবিতা: বটতলের বুড়ি মা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বট তলের বুড়ি মা
এখনো ফিরে যায়নি ঘরে
চুপচাপ বসে থাকে সদা
মহাকালের সাক্ষী বটতলে।
বর্ষার বৃষ্টিতে জবজবে ভিজে,
প্রচন্ড শীতে থরথরে কাঁপে
উজ্জ্বল মুখ তার মলিন হয়েছে
কাট পোড়া রোদে শুকে।

বট তলের বুড়ি মা
কাহারো সঙ্গে বলেনা কথা
বুকে চাঁপা অাছে তার
জমানো শত দুঃখ ব্যথা।
কেউ যদি কিছু দেয় খেতে
ঝট করে এসে কাক,পট করে নেয় তুলে।
বিড়াল-কুকুর কখনও নিরবে খেয়ে যায়
বুড়িমা কখনও কাউকে না তাড়ায়।

বট তলের বুড়ি মা
গভীর রাতে সুর ধরে কাঁদে,
“কইরে খোকা ঐ যে গেলি
আসলি না আর ফিরে
মাকে ছাড়া থাকতে তোর
খুবই ভালো লাগে।
রাগ করিস না ময়না-সোনা
আয়না ফিরে আয়
তোকে ছাড়া ঘরে ফিরতে
মনটা নাহি চায়।
তোর জন্য থাকি বসে
বট তলের নিচে
তাড়াতাড়ি আয়না বাপ
ঘরে ফিরবো তবে।”

বট তলের বুড়ি মা
খোকা তোমার শুধুই খোকা
বড় হয়না কখনও
সে ছিল সময়ের বীর
একাত্তরের মুক্তিযোদ্ধা, জান?
সে আর কখনও আসবেনা ফিরে
জীবন দিয়েছে দেশের তরে।

বট তলের বুড়ি মা
বলে নাকো কিছু নিরব চাহনি
কেউ কি বুঝে মায়ের ব্যথাখানি?
মা পারেনা হারাতে মনে
খোকা তাকে দিয়েছিল চিঠি ক্ষণে।
যাচ্ছি মা, সামনের শুক্রবারে
অপেক্ষা কর সকালে বটতলে।

বট তলের বুড়ি মা
ঐযে সকালে এসেছিল
আর ফিরলনা নীড়ে
ভেবে, বাবা হারা ছেলে কখন ফিরে।
তাজা যৌবন মায়ের এখানে
বিধাতার নিয়মে বৃদ্ধ অাভা পেল
তবুও মা খোকাকে ছাড়া
একলা ঘরে নাহি ফিরল।

বট তলের বুড়ি মা
জানি আর ফিরবেনা ঘরে
মরন হলেও বুঝি রবে এখানে পরে।
ফিরে দিতে মায়ের খোকাকে
কেউ পারবে না কভূ
মা আমরন থাকে যদি বটতলে
খোকার আশায় তবু।
_____________________
জরীফ উদ্দীন

The post জরীফ উদ্দীনের কবিতা: বটতলের বুড়ি মা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
একটা বাক্সবন্দী প্রথা https://www.ulipur.com/?p=4934 Wed, 13 Dec 2017 08:01:49 +0000 http://www.ulipur.com/?p=4934 একটা বাক্সবন্দী প্রথা (কাজী জুবেরী মোস্তাক) সমাজের পরতে পরতে মানবতার অবক্ষয় মানুষের মিছিলে আজ মানুষ পাওয়া দায়, ধর্মের লেবাসেও আজ অধর্মরাই জয়ী হয় আমরা বোকারাও গাই তাদেরই জয় জয়৷ মানুষ আজ ব্যানার-ফেস্টুনে প্রতিবাদী হয় কিম্বা ঝড় তুলে ফেসবুক টুইটারের পাতায়, বাস্তবতায় অসহায়ের সহায় ক’জনইবা হয় বাস্তবে মানুষের ভিরে মানুষই পাওয়া দায়৷ সমাজের শরীর আজ বৈষম্যের [...]

The post একটা বাক্সবন্দী প্রথা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
একটা বাক্সবন্দী প্রথা
(কাজী জুবেরী মোস্তাক)

সমাজের পরতে পরতে মানবতার অবক্ষয়
মানুষের মিছিলে আজ মানুষ পাওয়া দায়,
ধর্মের লেবাসেও আজ অধর্মরাই জয়ী হয়
আমরা বোকারাও গাই তাদেরই জয় জয়৷

মানুষ আজ ব্যানার-ফেস্টুনে প্রতিবাদী হয়
কিম্বা ঝড় তুলে ফেসবুক টুইটারের পাতায়,
বাস্তবতায় অসহায়ের সহায় ক’জনইবা হয়
বাস্তবে মানুষের ভিরে মানুষই পাওয়া দায়৷

সমাজের শরীর আজ বৈষম্যের ঘামে ভেজা
শহরের শরীরে ঝড়ছে সভ্যতার ভয়াবহতা,
রাতের শরীরে বইছে পতিতাদের কাতরতা
তবু চিৎকার করে বলি হায় সভ্যতা সভ্যতা৷

বুক পকেটের নিচেই চাপা পরেছে মানবতা
পাশ কাটিয়ে যাই যদি দেখি কোন নৃশংসতা,
নিজের বেলায় ঠিকইতো খুঁজি সেই মানবতা
এ কেমন মানুষ আমরা কেমনতর মানবতা?

একবিংশ শতাব্দীতেও চালু আদিম হিংস্রতা
নাম পাল্টে সে প্রথা আজকে হয়েছে সভ্যতা,
মানবতা আজ শুধুই একটা বাক্সবন্দী প্রথা
সভ্যতায় বিলিন আজ মানুষ আর মানবতা৷

The post একটা বাক্সবন্দী প্রথা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তৃষ্ণাতুর আর্তনাদ https://www.ulipur.com/?p=4478 Sat, 07 Oct 2017 16:54:31 +0000 http://www.ulipur.com/?p=4478 তৃষ্ণাতুর আর্তনাদ (আতিক মেসবাহ লগ্ন) স্বার্থের অভিপ্রায়ে সবাই আমাকে নিয়ে টানা-হ্যাচরা করত, নিজেকে ছন্নছাড়ার মতোই সোপে দিতাম আমি, কষ্ট আর লাঞনায় নিজেকে খোলশছাড়া করতে চাইনি, শত ক্ষুধা আর তৃষ্ণায় কাতর থেকেও ছিলাম বাকরুদ্ধ। আমাকে নিয়ে ছিল এক অসাধারণ বাত্যাবিক্ষুব্ধ যুদ্ধ। হাজারো ভুখন্ড পেরিয়ে এই বাংলাই আমার তীর্থস্থান, আর্তসাধে মগ্ন ছিল যে কত খর্বমনের নির্বোধ ধীমান। [...]

The post তৃষ্ণাতুর আর্তনাদ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তৃষ্ণাতুর আর্তনাদ
(আতিক মেসবাহ লগ্ন)

স্বার্থের অভিপ্রায়ে সবাই আমাকে নিয়ে টানা-হ্যাচরা করত,
নিজেকে ছন্নছাড়ার মতোই সোপে দিতাম আমি,
কষ্ট আর লাঞনায় নিজেকে খোলশছাড়া করতে চাইনি,
শত ক্ষুধা আর তৃষ্ণায় কাতর থেকেও ছিলাম বাকরুদ্ধ।
আমাকে নিয়ে ছিল এক অসাধারণ বাত্যাবিক্ষুব্ধ যুদ্ধ।
হাজারো ভুখন্ড পেরিয়ে এই বাংলাই আমার তীর্থস্থান,
আর্তসাধে মগ্ন ছিল যে কত খর্বমনের নির্বোধ ধীমান।
কে আমি? কি আমি? শুধায় আমায় এ ধরা,
রক্তিম এক সূর্য আমি, নেইকো আমার জ্বরা।

স্বাধীনতা নামের এক পিপাসার্ত ক্ষুধার্ত পথিক আমি,
জানিনা এ ধরাতলে কতখানি আমি দামী।
শত ক্রোশ ছুটে বেড়িয়ে তৃষ্ণায় আমি কাতর,
হৃদয় গহীনে বসিয়েছো এক করূণাহীন পাথর।

বায়ান্ন চুয়ান্ন আটান্ন উনসত্তরে বস্ত্রহীন ছিলাম আমি,
অন্যহীন রাখার জন্যে কি তবে উদ্বেলিত ছিলে তুমি?
কেমন ছিল শাসক গোষ্ঠীর উদ্ভট শাসন্তন্ত্র?
কে জুগিয়েছিল তোমার মনে বেঁচে থাকার মন্ত্র!!!
ছেচল্লিশটি বছর পেরিয়েও আমি এক বস্ত্রহীন,ক্ষুদার্ত যুবক।
বারংবার বলছ তুমি”হোক,তারুণ্যের জয় হোক”
কোথায় তোমার দেশপ্রেমের উদ্বেলিত শক্তি,
জাগাও তারে,দেখবে বিশ্ব, করবে তোমায় ভক্তি।

The post তৃষ্ণাতুর আর্তনাদ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মনুষ্যত্ব জাগাও https://www.ulipur.com/?p=4445 Tue, 03 Oct 2017 17:35:15 +0000 http://www.ulipur.com/?p=4445 মনুষ্যত্ব জাগাও (কাজী জুবেরী মোস্তাক) মনুষ্যত্ব কোথায় হারালে এই মানব অরন্য থেকে? মনুষ্যত্বেরও দুর্দিন চলছে মনুষ্যত্ব নেই মানবাত্মাতে৷ মনুষ্যত্ব কি মুখ লুকিয়েছে মুখোশের এ মিছিল দেখে? মনুষ্যত্ব মনুষ্যত্ব রব উঠেছে অথচ মনুষ্যত্ব নেই অন্তরে৷ তবুও সে মনুষ্যত্ব চুপ থাকে মানুষকে মুখোশ পড়া দেখে৷ মানুষ হলেই মনুষ্যত্ব থাকবে এ কথা যে মিথ্যা হয়ে গেছে, তাই মনুষ্যত্বকে [...]

The post মনুষ্যত্ব জাগাও appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মনুষ্যত্ব জাগাও
(কাজী জুবেরী মোস্তাক)

মনুষ্যত্ব কোথায় হারালে
এই মানব অরন্য থেকে?
মনুষ্যত্বেরও দুর্দিন চলছে
মনুষ্যত্ব নেই মানবাত্মাতে৷
মনুষ্যত্ব কি মুখ লুকিয়েছে
মুখোশের এ মিছিল দেখে?
মনুষ্যত্ব মনুষ্যত্ব রব উঠেছে
অথচ মনুষ্যত্ব নেই অন্তরে৷
তবুও সে মনুষ্যত্ব চুপ থাকে
মানুষকে মুখোশ পড়া দেখে৷
মানুষ হলেই মনুষ্যত্ব থাকবে
এ কথা যে মিথ্যা হয়ে গেছে,
তাই মনুষ্যত্বকে জাগাও প্রাণে
মনুষ্যত্বহীন মানুষ কি বাঁচে?

The post মনুষ্যত্ব জাগাও appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
প্রবাসের জীবন https://www.ulipur.com/?p=4418 Sat, 30 Sep 2017 15:34:31 +0000 http://www.ulipur.com/?p=4418 প্রবাসের জীবন (কাজী জুবেরী মোস্তাক) অনেক সুখে আছি আমরা প্রবাসে কেমন সুখ নাইবা তোমরা জানলে, আকাশছোঁয়া অট্টালিকা এখানে ছবিটা তোলা তার সামনে দাড়িয়ে, এই ছবিটাই তোমাদের হাতে যাবে দেখে বলবে ছেলে ভালোই আছে৷ অনেক বড় বড় দোকান এখানে কত্তো রকম খাবার এখানে মেলে, খেতে মন চাইলেও খাইনা কিনে একথা তোমাদের বলবো কি করে? বড় বড় [...]

The post প্রবাসের জীবন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
প্রবাসের জীবন
(কাজী জুবেরী মোস্তাক)

অনেক সুখে আছি আমরা প্রবাসে
কেমন সুখ নাইবা তোমরা জানলে,
আকাশছোঁয়া অট্টালিকা এখানে
ছবিটা তোলা তার সামনে দাড়িয়ে,
এই ছবিটাই তোমাদের হাতে যাবে
দেখে বলবে ছেলে ভালোই আছে৷
অনেক বড় বড় দোকান এখানে
কত্তো রকম খাবার এখানে মেলে,
খেতে মন চাইলেও খাইনা কিনে
একথা তোমাদের বলবো কি করে?
বড় বড় মার্কেট আছে এই বিদেশে
কতো দেশী বিদেশী মানুষ মিলে
তবুও এ চোখ দেশী মানুষ খোঁজে!
না হয় হলো অন্য কোন শহরের সে
তাতে কি বাংলায় তো কথা বলে৷
প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ চলে
তারপর এখানে পয়সাকড়ি মিলে,
তাতেও আমরা কষ্টগুলো যাই ভুলে
শুধু পরিবারের হাসি মুখগুলো দেখে৷

The post প্রবাসের জীবন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নতুন মলাটে পুরোনো শহর https://www.ulipur.com/?p=4129 Tue, 15 Aug 2017 17:06:34 +0000 http://www.ulipur.com/?p=4129 নতুন মলাটে পুরোনো শহর (কাজী জুবেরী মোস্তাক) জলজ্যান্ত আঁধারটাকে গিলে খেলো সূর্যের আলো আর পুরোনো শহরটা নতুন মলাটে প্রস্তুত আবারো৷ ইট, কাঠ, আর পাথরের শহরে আবার একটা ভোর পেশাজীবী, কর্মজীবিরা সময়ের সাথে সাথে দৌড়৷ আঁধারের সিঁধ কেটে নতুন সূর্য উঠেছে পূর্বাকাশে পতিতারাও দেনা-পাওনা সব চুকিয়ে ঘরে ফিরছে, বিদ্ধস্ত পতিতার চোখে মুখে এক কষ্ট লেগে আছে [...]

The post নতুন মলাটে পুরোনো শহর appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নতুন মলাটে পুরোনো শহর
(কাজী জুবেরী মোস্তাক)

জলজ্যান্ত আঁধারটাকে গিলে খেলো সূর্যের আলো
আর পুরোনো শহরটা নতুন মলাটে প্রস্তুত আবারো৷
ইট, কাঠ, আর পাথরের শহরে আবার একটা ভোর
পেশাজীবী, কর্মজীবিরা সময়ের সাথে সাথে দৌড়৷
আঁধারের সিঁধ কেটে নতুন সূর্য উঠেছে পূর্বাকাশে
পতিতারাও দেনা-পাওনা সব চুকিয়ে ঘরে ফিরছে,
বিদ্ধস্ত পতিতার চোখে মুখে এক কষ্ট লেগে আছে
তার সেই দুঃখটা সে শুধু একা-একাই বয়ে চলেছে
যার দায় ভার নিজেই নিয়েছে, দেয়নি এ সমাজকে৷
নিশিপ্রহরীদের হয়তো দেখইনি কোনদিন তোমরা
যে তোমাদের সুখ নিদ্রায় রাত জেগে দেয় পাহারা
কখনো কি দেখেছো সে ঘুমায় কখন থাকে কোথায়?
তোমারাতো ঘুম ভেঙে দেখছো এ চকচকে শহরকে
কিন্তু কখনো কি ভেবেছো ঐ ঝাড়ুদার কেমন থাকে?
ছোট জাত বলে সবসময় নাক সিটকাও ওদের দেখে
অথচো সেই তোমাদের এ চকচকে শহর দিয়েছে৷
নিকষ কালো আঁধারেই সুন্দর, অসুন্দরের চর্চা চলে
আর সূর্য যখন গিলে খায় জলজ্যান্ত আঁধারটাকে,
তখন পুরোনো শহর নতুন মলাটে আবার জেগে উঠে
যেনো পুরোনো বোতলে নতুন মদের দোকান খুলেছে৷

The post নতুন মলাটে পুরোনো শহর appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মুক্তি https://www.ulipur.com/?p=2215 https://www.ulipur.com/?p=2215#respond Thu, 11 Jun 2015 20:25:51 +0000 http://www.ulipur.com/?p=2215 মুক্তি মোল্লাচর থেকে কালাসোনা চর পর্যন্ত হেঁটেছে কতদিন, বালুচর পাড়ি দিয়ে গিয়েছে উত্তরে নদীতে সাঁতার আঁধারের রাত শরীরে মিশানো শিহরনে পার হয়ে গেছে শত্রু কবলিত রসুলপুরের বাঁধ, ঠাঁই নিয়েছিল কখনো গোয়াল ঘরে কখনো পলের পুঞ্জে, শীতকে করেছে পরাজিত, উষ্ণ আশায় আশায়। ভাসানো ভেলায় গেছে উজানে স্রোতের বিপরীতে উলিপুর। দূর নয়, জনতার কাছাকাছি থেকে রেখেছিল হাত, [...]

The post মুক্তি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মুক্তি

মোল্লাচর থেকে কালাসোনা চর পর্যন্ত হেঁটেছে
কতদিন, বালুচর পাড়ি দিয়ে গিয়েছে উত্তরে
নদীতে সাঁতার
আঁধারের রাত শরীরে মিশানো শিহরনে
পার হয়ে গেছে শত্রু কবলিত রসুলপুরের
বাঁধ, ঠাঁই নিয়েছিল কখনো গোয়াল ঘরে
কখনো পলের পুঞ্জে, শীতকে করেছে
পরাজিত, উষ্ণ
আশায় আশায়। ভাসানো ভেলায় গেছে
উজানে স্রোতের বিপরীতে
উলিপুর। দূর নয়, জনতার কাছাকাছি থেকে
রেখেছিল হাত, রাইফেলে –
জনতার জন্যে, অরণ্যে ফুটেছে ফুল
বরেণ্যে বলেছে
তাঁকে- ‘মুক্তি’ ‘মুক্তি’।

(ব্রেকিংনিউজ থেকে সংগৃহীত। কবি: গোলাম কিবরিয়া পিনু, পুরানা পল্টন, ঢাকা।)

The post মুক্তি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
https://www.ulipur.com/?feed=rss2&p=2215 0