কমিউনিটি ক্লিনিক Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=কমিউনিটি-ক্লিনিক কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Wed, 31 May 2023 10:08:25 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png কমিউনিটি ক্লিনিক Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=কমিউনিটি-ক্লিনিক 32 32 ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে যাত্রাপুরের একমাত্র কমিউনিটি ক্লিনিক https://www.ulipur.com/?p=24554 Wed, 31 May 2023 07:38:06 +0000 https://www.ulipur.com/?p=24554 ।। জেলা প্রতিনিধি ।। কুড়িগ্রামের চর ভগপতিপুর সরকারী কমিউনিটি ক্লিনিকটি ভাঙনের মুখে ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে গেছে। ক্লিনিকটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলের চর ভগপতিপুর এলাকায় অবস্থিত। মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যার দিকে চর ভগপতিপুর সরকারি কমিউনিটি ক্লিনিকটি ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়। এর আগে ওই এলাকার একটি স্কুলও ভাঙনের শিকার হয়। এছাড়াও সড়িয়ে নেওয়া হয়েছে [...]

The post ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে যাত্রাপুরের একমাত্র কমিউনিটি ক্লিনিক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রামের চর ভগপতিপুর সরকারী কমিউনিটি ক্লিনিকটি ভাঙনের মুখে ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে গেছে। ক্লিনিকটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলের চর ভগপতিপুর এলাকায় অবস্থিত।

মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যার দিকে চর ভগপতিপুর সরকারি কমিউনিটি ক্লিনিকটি ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়। এর আগে ওই এলাকার একটি স্কুলও ভাঙনের শিকার হয়। এছাড়াও সড়িয়ে নেওয়া হয়েছে একটি মসজিদ ও একটি আবাসন প্রকল্পের বাসিন্দাদের। ভাঙন আতংকে দিন পার করছে ব্রহ্মপুত্র নদসহ অন্যন্য নদী তীরবর্তী এলাকার গরীব মানুষজন।

কুড়িগ্রামে ১৬টি নদ-নদী বেষ্টিত এ জেলা। এখানে মাস খানেক আগ থেকে বিভিন্ন নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পায়। ফলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদ নদীর বিভিন্ন স্পষ্টে ভাঙন শুরু হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ভাঙনের কবলে পড়ে ব্রহ্মপুত্র নদের অববাহিকার শত শত বিঘা আবাদি জমি ও অনেক বসতবাড়ি। বিশেষ করে চর ভগপতিপুর এলাকায় গত দুই সপ্তাহে প্রায় ৪০টি পরিবার ভিটেমাটি হাড়িয়ে নিঃস্ব হয়েছে।

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের চর ভগপতিপুর এলাকার নায়ের আলী ও আমিনুল ইসলাম নজরুল ইসলাম বলেন,পানি বৃদ্ধির কারণে বেশ কিছুদিন থেকে এই এলাকায় ভাঙন দেখা দেয়, ফলে অনেকের বাড়ি ঘর নদীতে বিলিন হয়ে গেছে। এখানে অসহায় গরীব মানুষদের জন্য একটি মাত্র ক্লিনিক ছিল তাও নদীতে বিলীন হয়ে গেল। আর যে জীবনে এখানে ক্লিনিক হবে কি না আল্লাহ পাক জানেন। নদীর ভাঙন দেখে খুবই কষ্ট লাগছে।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর বলেন, আমার ইউনিয়নটি ব্রহ্মপুত্র নদ বেষ্টিত। বেশিরভাগ এলাকাই চর। যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিছিন্ন। চর ভগপতিপুর এলাকার একটি মাত্র কমিউনিটি ক্লিনিক ছিল সেটিও নদীতে বিলিন গেল। প্রায় ৩৬টির মত বসতবাড়ি, একটি স্কুল ভাঙনের শিকার হয়। একটি মসজিদ ও আবাসন প্রকল্পের বাসিন্দারা কোন রকমে সড়িয়ে নিয়েছে। স্বাস্থ্য বিভাগের গাফলতির কারণে ক্লিনিকটি নিলামে বিক্রি করা সম্ভব হয়নি। ক্লিনিকটি নিলামে বিক্রি করলে সরকার কিছু পয়সা পেতো। সেটিও তারা করলো না।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম বলেন, অনেক চেষ্টা করেও ক্লিনিকটি রক্ষা করা গেলো না। পানি উন্নয়ন বোর্ড অফিসকে বলে প্রায় ৪ হাজার জিও ব্যাগ সেখানে ফেলানো হয়েছে। এতোদিন নিয়ন্ত্রণও ছিল, হঠাৎ করে গতকাল ভেঙে গেল। পানি উন্নয়ন বোর্ডও অনেক চেষ্টা করেছে। তাও ক্লিনিকটি রক্ষা করা যায়নি। কোন উপায় ছিল না আসলে আমরা চেষ্টা করেছিলাম।

//নিউজ/কুড়িগ্রাম//শাহীন /মে/৩১/২৩

The post ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে যাত্রাপুরের একমাত্র কমিউনিটি ক্লিনিক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে সিএইচসিপিদের চাকুরি জাতীয় করণের দাবিতে অবস্থান কর্মবিরতি https://www.ulipur.com/?p=5273 Sat, 20 Jan 2018 19:10:26 +0000 http://www.ulipur.com/?p=5273 শাহিনুর ইসলাম লিটন: উলিপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা চাকুরি জাতীয় করণের দাবিতে ক্লিনিক গুলো বন্ধ রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গতকাল শনিবার সকাল- ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান কর্মবিরতি চলছে ।  বাংলাদেশ সিএইচসিপি (কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার) এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক, তিন দিনের অবস্থান কর্মবিরতি প্রথম দিন পালিত হয়। বাংলাদেশ সিএইচসিপি এ্যাসোসিয়েশন, [...]

The post উলিপুরে সিএইচসিপিদের চাকুরি জাতীয় করণের দাবিতে অবস্থান কর্মবিরতি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহিনুর ইসলাম লিটন: উলিপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা চাকুরি জাতীয় করণের দাবিতে ক্লিনিক গুলো বন্ধ রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গতকাল শনিবার সকাল- ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান কর্মবিরতি চলছে ।  বাংলাদেশ সিএইচসিপি (কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার) এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক, তিন দিনের অবস্থান কর্মবিরতি প্রথম দিন পালিত হয়।

বাংলাদেশ সিএইচসিপি এ্যাসোসিয়েশন, উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল সরকার রাজ্জাক উলিপুর ডট কমকে  বলেন, কমিউনিটি ক্লিনিকের সফলতা ধরে রাখতে সরকার অতিদ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরি জাতীয়করণের ঘোষণা দিবে।

তাদের কর্মবিরতি পালন করায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন অসহায় ও সম্বলহীন দরিদ্র জনগোষ্ঠী।

The post উলিপুরে সিএইচসিপিদের চাকুরি জাতীয় করণের দাবিতে অবস্থান কর্মবিরতি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা https://www.ulipur.com/?p=3435 Wed, 22 Mar 2017 09:42:32 +0000 http://www.ulipur.com/?p=3435 রোকনুজ্জামান মানু: বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যপক পদক্ষেপ গ্রহন করলেও  উলিপুরের ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা বিরাজ করছে। কর্তৃপক্ষের অবহেলা ও অনিয়মের কারনে উপজেলায় স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের ডাক্তার, কম্পাউন্ডার, মাঠ সহকারি ও ভিজিটরগণ নিয়মিত কেন্দ্রে উপস্থিত না থাকায় প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের অসহায় রোগীরা চিকিৎসা সেবা [...]

The post উলিপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রোকনুজ্জামান মানু:

বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যপক পদক্ষেপ গ্রহন করলেও  উলিপুরের ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা বিরাজ করছে। কর্তৃপক্ষের অবহেলা ও অনিয়মের কারনে উপজেলায় স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের ডাক্তার, কম্পাউন্ডার, মাঠ সহকারি ও ভিজিটরগণ নিয়মিত কেন্দ্রে উপস্থিত না থাকায় প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের অসহায় রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার থেতরাই, বজরা, গুনাইগাছ, তবকপুর, হাতিয়া, দূর্গাপুর, পান্ডুল, বেগমগঞ্জ ও সাহেবের আলগাসহ প্রায় সব কয়টি ইউপি-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলো প্রায় দিন বন্ধ থাকে। কোন কোন কেন্দ্রে ডাক্তার আসলে রোগী থাকেনা, আবার রোগী আসলে ডাক্তার না থাকা নিত্য নৈমেত্তিক ব্যাপার। স্বাস্থ্য কেন্দ্রে ঔষুধ নেই এই অজুহাত দেখে সংশ্লিষ্ট কেন্দ্রেগুলোর ডাক্তার, কর্মচারীগণ প্রায়ই অফিস ফাঁকি দিয়ে আসছে। আবার কোন কেন্দ্রের ভিজিটরসহ ডাক্তারগণ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও প্রাইভেট চেম্বারে কাজ করে আসার কারনে বাধ্য হয়ে গর্ভবতি মা ও রোগীরা চিকিৎসকের রশিরডোরে আটকা পরে টাকার বিনিময়ে চিকিৎসা নিচ্ছে। অপর দিকে পরিচর্যা ও কর্তৃপক্ষের দৃষ্টিহীনতায় সংস্কারের অভাবে স্বাস্থ্য কেন্দ্রগুলো জড়াজীর্ন হয়ে পড়েছে। কর্তৃপক্ষের উদাসীনতায় অধিকাংশ কেন্দ্রের জায়গা-জমি,আবাসিক কোয়টার সরকারের বেদখলে চলে যাচ্ছে।  উপজেলার নদী বিচ্ছিন্ন সাহেবের আলগা ও বেগমগঞ্জ ইউপি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্র দেখতে গেলে সেখানে অফিসের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি। গত ১০ বছর আগে ব্রহ্মপুত্র নদীগর্ভে বিলিন হওয়ার পর এখন পর্যন্ত সেখানে স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেনি। তবে ভ্রাম্যমান কেন্দ্রের ব্যবস্থা থাকলেও তা চালছে কর্মীদের ইচ্ছে মত। এমন এক কেন্দ্রের বারান্দায় অপেক্ষ্যমান কিছু সংখ্যক ভুক্তভোগী রোগী অভিযোগ করেন তারা বহুদূর থেকে এসে এভাবেই প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চলে যান তবু ডাক্তারের দেখা মেলেনা। একই ভাবে হাতিয়া স্বাস্থ্য সেবা কেন্দ্রের অপেক্ষমান গর্ভবতি মা শাহেমা খাতুন, গোলেনুর বেগম, রিতা রানী, অঞ্জনা দেবী ও আকিলা খাতুনসহ আরো অনেকে বলেন,‘তারা পাঁচ দিন এসেও ভিজিটরের দেখা পাননি। আথচ সরকারি দপ্তরে খোঁজ নিয়ে দেখা গেছে এ সকল এলাকার রোগীদের জন্য পর্যাপ্ত ঔষধ বরাদ্দ দেয়া হয়েছে। স্বাস্থ্য সেবার এই দৈন্যদসা দূর করে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন

The post উলিপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>