কাজী জুবেরী মোস্তাক Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=কাজী-জুবেরী-মোস্তাক কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Fri, 06 Oct 2017 15:53:27 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png কাজী জুবেরী মোস্তাক Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=কাজী-জুবেরী-মোস্তাক 32 32 অনুমতি দিলাম https://www.ulipur.com/?p=4466 Fri, 06 Oct 2017 15:53:27 +0000 http://www.ulipur.com/?p=4466 অনুমতি দিলাম (কাজী জুবেরী মোস্তাক) অনুমতি দিলাম তোমাকে, ইচ্ছা হলেই পোস্টমর্টেম করতে পারো হৃদয় কেটেকুটে চৌচির করতে পারো, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই কেটেকুটে দেখো শিরা উপশিরায় এখনো তুমিই আছো, এরা তোমার আরাধনা করছে এখনো৷ অনুমতি দিলাম তোমাকে, ইচ্ছা হলে আমাকে শুলে চড়াতে পারো কিম্বা এই বুকে তীর বিদ্ধ করতে পারো, তবু তোমারই আরাধনা করবো আরো আমার [...]

The post অনুমতি দিলাম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অনুমতি দিলাম
(কাজী জুবেরী মোস্তাক)

অনুমতি দিলাম তোমাকে,
ইচ্ছা হলেই পোস্টমর্টেম করতে পারো
হৃদয় কেটেকুটে চৌচির করতে পারো,
প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই কেটেকুটে দেখো
শিরা উপশিরায় এখনো তুমিই আছো,
এরা তোমার আরাধনা করছে এখনো৷

অনুমতি দিলাম তোমাকে,
ইচ্ছা হলে আমাকে শুলে চড়াতে পারো
কিম্বা এই বুকে তীর বিদ্ধ করতে পারো,
তবু তোমারই আরাধনা করবো আরো
আমার নিঃশ্বাসে তুমিই চলাচল করো,
হৃদয়েতে সেওতো তুমিই বিচরণ করো।

অনুমতি দিলাম তোমাকে,
যেখানে ইচ্ছা তুমি চলে যেতে পারো
শুধু আমার শেষকৃত্যে একবার এসো,
আমি পাথর চোখে তোমাকে দেখবো
আর নিজ হাতেই চিতায় আগুন দিও,
সে আগুনেও যে তোমার স্পর্শ পাবো৷

The post অনুমতি দিলাম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
প্রবাসের জীবন https://www.ulipur.com/?p=4418 Sat, 30 Sep 2017 15:34:31 +0000 http://www.ulipur.com/?p=4418 প্রবাসের জীবন (কাজী জুবেরী মোস্তাক) অনেক সুখে আছি আমরা প্রবাসে কেমন সুখ নাইবা তোমরা জানলে, আকাশছোঁয়া অট্টালিকা এখানে ছবিটা তোলা তার সামনে দাড়িয়ে, এই ছবিটাই তোমাদের হাতে যাবে দেখে বলবে ছেলে ভালোই আছে৷ অনেক বড় বড় দোকান এখানে কত্তো রকম খাবার এখানে মেলে, খেতে মন চাইলেও খাইনা কিনে একথা তোমাদের বলবো কি করে? বড় বড় [...]

The post প্রবাসের জীবন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
প্রবাসের জীবন
(কাজী জুবেরী মোস্তাক)

অনেক সুখে আছি আমরা প্রবাসে
কেমন সুখ নাইবা তোমরা জানলে,
আকাশছোঁয়া অট্টালিকা এখানে
ছবিটা তোলা তার সামনে দাড়িয়ে,
এই ছবিটাই তোমাদের হাতে যাবে
দেখে বলবে ছেলে ভালোই আছে৷
অনেক বড় বড় দোকান এখানে
কত্তো রকম খাবার এখানে মেলে,
খেতে মন চাইলেও খাইনা কিনে
একথা তোমাদের বলবো কি করে?
বড় বড় মার্কেট আছে এই বিদেশে
কতো দেশী বিদেশী মানুষ মিলে
তবুও এ চোখ দেশী মানুষ খোঁজে!
না হয় হলো অন্য কোন শহরের সে
তাতে কি বাংলায় তো কথা বলে৷
প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ চলে
তারপর এখানে পয়সাকড়ি মিলে,
তাতেও আমরা কষ্টগুলো যাই ভুলে
শুধু পরিবারের হাসি মুখগুলো দেখে৷

The post প্রবাসের জীবন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নতুন মলাটে পুরোনো শহর https://www.ulipur.com/?p=4129 Tue, 15 Aug 2017 17:06:34 +0000 http://www.ulipur.com/?p=4129 নতুন মলাটে পুরোনো শহর (কাজী জুবেরী মোস্তাক) জলজ্যান্ত আঁধারটাকে গিলে খেলো সূর্যের আলো আর পুরোনো শহরটা নতুন মলাটে প্রস্তুত আবারো৷ ইট, কাঠ, আর পাথরের শহরে আবার একটা ভোর পেশাজীবী, কর্মজীবিরা সময়ের সাথে সাথে দৌড়৷ আঁধারের সিঁধ কেটে নতুন সূর্য উঠেছে পূর্বাকাশে পতিতারাও দেনা-পাওনা সব চুকিয়ে ঘরে ফিরছে, বিদ্ধস্ত পতিতার চোখে মুখে এক কষ্ট লেগে আছে [...]

The post নতুন মলাটে পুরোনো শহর appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নতুন মলাটে পুরোনো শহর
(কাজী জুবেরী মোস্তাক)

জলজ্যান্ত আঁধারটাকে গিলে খেলো সূর্যের আলো
আর পুরোনো শহরটা নতুন মলাটে প্রস্তুত আবারো৷
ইট, কাঠ, আর পাথরের শহরে আবার একটা ভোর
পেশাজীবী, কর্মজীবিরা সময়ের সাথে সাথে দৌড়৷
আঁধারের সিঁধ কেটে নতুন সূর্য উঠেছে পূর্বাকাশে
পতিতারাও দেনা-পাওনা সব চুকিয়ে ঘরে ফিরছে,
বিদ্ধস্ত পতিতার চোখে মুখে এক কষ্ট লেগে আছে
তার সেই দুঃখটা সে শুধু একা-একাই বয়ে চলেছে
যার দায় ভার নিজেই নিয়েছে, দেয়নি এ সমাজকে৷
নিশিপ্রহরীদের হয়তো দেখইনি কোনদিন তোমরা
যে তোমাদের সুখ নিদ্রায় রাত জেগে দেয় পাহারা
কখনো কি দেখেছো সে ঘুমায় কখন থাকে কোথায়?
তোমারাতো ঘুম ভেঙে দেখছো এ চকচকে শহরকে
কিন্তু কখনো কি ভেবেছো ঐ ঝাড়ুদার কেমন থাকে?
ছোট জাত বলে সবসময় নাক সিটকাও ওদের দেখে
অথচো সেই তোমাদের এ চকচকে শহর দিয়েছে৷
নিকষ কালো আঁধারেই সুন্দর, অসুন্দরের চর্চা চলে
আর সূর্য যখন গিলে খায় জলজ্যান্ত আঁধারটাকে,
তখন পুরোনো শহর নতুন মলাটে আবার জেগে উঠে
যেনো পুরোনো বোতলে নতুন মদের দোকান খুলেছে৷

The post নতুন মলাটে পুরোনো শহর appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>