কাব স্কাউট Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=কাব-স্কাউট কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Fri, 23 Dec 2016 18:07:32 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png কাব স্কাউট Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=কাব-স্কাউট 32 32 উলিপুরে উপজেলা কাব স্কাউট ২০১৬ অনুষ্টিত https://www.ulipur.com/?p=2894 Fri, 23 Dec 2016 11:30:50 +0000 http://www.ulipur.com/?p=2894 শাহাদত হোসেন শুভ (উলিপুর): উলিপুর উপজেলা কাব স্কাউট এর কোর্স লিডার নুর মোহাম্মদ আলীর নেতৃত্বে উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে ৩ দিনব্যাপী স্কাউট অনুষ্ঠিত হয়েছে । কোর্স লিডার নুর মোহাম্মদ আলীর সহযোগী হিসাবে দায়িত্বে ছিলেন ০৮ জন শিক্ষক এবং রিসোর্স হিসাবে ০২ জন । বিদ্যুত ও জ্বালানী ক্যাম্পিং করা হয় যাতে করে মানুষ [...]

The post উলিপুরে উপজেলা কাব স্কাউট ২০১৬ অনুষ্টিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে উপজেলা কাব স্কাউট ২০১৬ অনুষ্টিত
উলিপুরে উপজেলা কাব স্কাউট ২০১৬ অনুষ্টিত

শাহাদত হোসেন শুভ (উলিপুর):

উলিপুর উপজেলা কাব স্কাউট এর কোর্স লিডার নুর মোহাম্মদ আলীর নেতৃত্বে উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে ৩ দিনব্যাপী স্কাউট অনুষ্ঠিত হয়েছে । কোর্স লিডার নুর মোহাম্মদ আলীর সহযোগী হিসাবে দায়িত্বে ছিলেন ০৮ জন শিক্ষক এবং রিসোর্স হিসাবে ০২ জন । বিদ্যুত ও জ্বালানী ক্যাম্পিং করা হয় যাতে করে মানুষ এর সাশ্রয় করে অপচয় রোধ করে । এতে উলিপুর উপজেলার কাব স্কাউটে ৪টি প্রাথমিক বিদ্যালয়  ও ২৫ টি মাধ্যমিক বিদ্যালয়  অংশগ্রহণ করেন।

স্কাউটিং এর মূলনীতি ও আদর্শকে সামনে রেখে দেশের শিশু-কিশোর ও যুবকদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম স্কাউটিং সর্বজন স্বীকৃত। স্কাউটিং এর বাস্তবমুখী ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে ছেলে-মেয়েরা ছোট বেলা থেকেই সঠিক দিক নির্দেশনার ফলে ব্যক্তি ও সমাজ জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়ে থাকে। নিরক্ষর ও মাদকমুক্ত সমাজ, সুন্দর পরিবেশ তৈরিতে এবং ছিন্ন মানুষের সেবা ও সহযোগিতা করার জন্য স্কাউটরা সমাজে অগ্রণী ভূমিকা পালন করে দেশের সরকার ও সাধারণ মানুষের সমর্থন পেতে সক্ষম হয়েছে।

তথ্য প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে স্কাউটরা নিজেদের তৈরি করার অদশ্য কর্মস্পৃহা নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ স্কাউটস এর স্ট্রাটেজিক প্লান অনুযায়ী ৬টি অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নের জন্য ভলান্টিয়ার লিডার ও প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভগণ কাজ করে যাচ্ছেন।

সমগ্র বাংলাদেশের ৬৪টি প্রশাসনিক জেলা, ৫টি মেট্রোপলিটন এলাকা এবং ৪৮৯টি উপজেলায় (নবগঠিত উপজেলাসহ) স্কাউটিং এর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। রোভার, রেলওয়ে, নৌ ও এয়ার এই চারটি বিশেষ অঞ্চল শুধুমাত্র জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত। অঞ্চল সমূহের আওতাভুক্ত প্রশাসনিক জেলা ৬৪টি, ৫টি মেট্রোপলিটান জেলা, ৬৪টি রোভার জেলা, ১৩টি রেলওয়ে জেলা, ৫টি এয়ার জেলা এবং ৬টি নৌ জেলাসহ সর্বমোট ১৫৭টি জেলা স্কাউটস রয়েছে। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের আওতাধীন অঞ্চল এর সংখ্যা ১২টি।

স্কাউটিং একটি শিক্ষামূলক যুব আন্দোলন। স্কাউটিং এর মাধ্যমে ০৬/২৫ বয়সীদের মুক্তাঙ্গণে বৈচিত্রময় কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে প্রশিক্ষণ এর মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো হয়ে থাকে যা দৈহিক, মানসিক/ আবেগিক ,আধ্যাত্মিক, সামাজিক, ও বুদ্ধিমত্তার , উন্নয়ন ঘটিয়ে চরিত্রবান, দক্ষ ও আত্মনির্ভরশীল আদর্শ নাগরিকরূপে গড়ে তোলার বিশেষ কৌশল হিসেবে খ্যাতি লাভ করেছে। মূলতঃ প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষার একটি সম্পূরক সহপাঠক্রমিক কার্যক্রম হচ্ছে স্কাউটিং।

স্কাউট লিটার ও অন্যান্যদের কাছ থেকে বেড়িয়ে আসে এসব তথ্য

The post উলিপুরে উপজেলা কাব স্কাউট ২০১৬ অনুষ্টিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>