কিডনি রোগ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=কিডনি-রোগ কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 06 Apr 2024 05:23:15 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png কিডনি রোগ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=কিডনি-রোগ 32 32 কিডনি রোগীরা কি রোজা রাখতে পারবেন? https://www.ulipur.com/?p=31648 Sat, 06 Apr 2024 05:23:15 +0000 https://www.ulipur.com/?p=31648 ।। লাইফস্টাইল ডেস্ক ।। কিডনি রোগীরা কিডনি ফেইলিউর বা কিডনি বিকল এই দুই ধরণের রোগে ভুগে থাকেন। সাধারণত এর একটিকে হঠাৎ বা আকস্মিক কিডনি ফেইলিউর এবং অন্যটিকে দীর্ঘমেয়াদি কিডনি ফেইলিউর বা ক্রনিক কিডনি রোগ বলা হয়ে থাকে। তবে এই কিডনি রোগীরা কি স্বাভাবিকভাবেই রোজা রাখতে পারবেন? উত্তরে- রোজা রাখতে পারবেন, তবে কিডনি রোগীদের এ বিষয়ে [...]

The post কিডনি রোগীরা কি রোজা রাখতে পারবেন? appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। লাইফস্টাইল ডেস্ক ।।
কিডনি রোগীরা কিডনি ফেইলিউর বা কিডনি বিকল এই দুই ধরণের রোগে ভুগে থাকেন। সাধারণত এর একটিকে হঠাৎ বা আকস্মিক কিডনি ফেইলিউর এবং অন্যটিকে দীর্ঘমেয়াদি কিডনি ফেইলিউর বা ক্রনিক কিডনি রোগ বলা হয়ে থাকে। তবে এই কিডনি রোগীরা কি স্বাভাবিকভাবেই রোজা রাখতে পারবেন? উত্তরে- রোজা রাখতে পারবেন, তবে কিডনি রোগীদের এ বিষয়ে বেশকিছু সতর্কতা মেনে চলতে হবে।

সাধারণত যেসমস্ত রোগীরা কিডনি বিকল হয়ে পঞ্চম ধাপে আছেন, নিয়মিত যাদের ডায়ালাইসিসের প্রয়োজন হয়, মূত্রতন্ত্রের প্রদাহের চিকিৎসা চলমান রয়েছে, আকস্মিক কিডনি বিকল রোগীদের মধ্যে যাদের কিডনির কোনো জরুরি অপারেশন করানো প্রয়োজনসহ দীর্ঘস্থায়ী কিডনি রোগীদের যদি রক্তের উপাদানে কোনো জটিলতাসহ ডায়ালাইসিস রোগীদের রোজা পালন করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

চলুন জেনে নেয়া যাক কিডনি রোগীরা রোজায় যেভাবে সতর্ক থাকবেনঃ-
দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে যারা স্টেজ ১, ২, ৩ পর্যন্ত আছেন তারা মোটামুটি স্বাচ্ছন্দ্যেভাবে রোজা করতে পারবেন। তবে ইফতারের ক্ষেত্রে বেশকিছু নিয়ম যেমন- প্রচুর পরিমাণে পানি বা লবণ জাতীয় খাবার খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাভাবিকভাবেই ইফতারে ডাল জাতীয় যেমন ছোলা, পেঁয়াজু বা বেসন ইত্যাদি খাবার আমরা বেশি পরিমাণে খেয়ে থাকি। তবে এক্ষেত্রে ডাল বা বিচি জাতীয় সব ধরণের খাবার কিডনি রোগীকে সম্পূর্ণভাবে পরিহার করে চলতে হবে এবং কিডনির অবস্থা অনুযায়ী খাবারের ব্যাপারে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী নিজের জন্য উপযোগী খাবারগুলো নির্ধারণ করতে হবে। মূলত এ ধরণের কিডনি রোগীদের ইফতারিতে দই, চিড়া এবং মুড়ি খাওয়া যেতে পারেন। এছাড়া নুডলস, সেমাই, এমনকি ভাত এবং রুটি খেতে পারেন এ ধরণের রোগীরা।

ডায়ালাইসিস রোগী
ডায়ালাইসিসের রোগীরা রোজা রাখতে পারবেন কি না এ নিয়ে বেশকিছু মতবিরোধ রয়েছে। তবে ডায়ালাইসিস রোগীরাও রোজা রাখতে পারবেন, এক্ষেত্রে ডায়ালাইসিস করার দিন রোজা রাখতে পারবেন না। এর আগের দিন বা পরের দিন নিয়মানুযায়ী রোজা রাখা যাবে। সেক্ষেত্রে অবশ্যই ডায়ালাইসিস রোগীদের খাবারদাবারের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে। পানি কতটুকু খাবেন সেদিকে লক্ষ্য রাখতে হবে, লবণ বা পটাশিয়ামযুক্ত খাবার, আমিষের চাহিদা পূরণ এবং ইফতারিতে ফল হিসাবে আপেল, পেয়ারা, নাশপাতি খেতে পারবেন ডায়ালাইসিসের রোগীরা। এছাড়া কাঁকরোল, পেঁপে, চিচিংগা, ধুন্দল, পটল ইত্যাদি সবজি হিসাবে গ্রহণ করা যেতে পারে। তবে রোগীভেদে ডায়ালাইসিস রোগীর কিডনির পথ্য নির্ধারণে কিছুটা ভিন্নতা থাকে। সে বিষয়ে সুচিকিৎসকের পরামর্শ নিয়ে তবে রোজা রাখতে হবে।

The post কিডনি রোগীরা কি রোজা রাখতে পারবেন? appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জেনে নিন কিডনিতে পাথর হওয়ার লক্ষণ ও চিকিৎসা https://www.ulipur.com/?p=27779 Mon, 23 Oct 2023 15:33:24 +0000 https://www.ulipur.com/?p=27779 ।। লাইফস্টাইল ডেস্ক ।। কিডনিতে পাথর হওয়া যেন মানুষের কাছে একটি গুরুতর সমস্যা। কিছু কিছু ক্ষেত্রে সঠিক চিকিৎসা না পাওয়ার ফলে এটি মারাত্মক আকার ধারণ করে। কিডনিতে পাথর তৈরির প্রধান কারণ হলো ডিহাইড্রেশন। নিয়মিত শরীর থেকে পানি (ডিহাইড্রেশন) কমে যেতে থাকলে প্রস্রাবের দ্রব অত্যাধিক ঘন হয়। ফলে শরীরে পাথরের কণা বা ক্রিস্টাল তৈরি হতে থাকে [...]

The post জেনে নিন কিডনিতে পাথর হওয়ার লক্ষণ ও চিকিৎসা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। লাইফস্টাইল ডেস্ক ।।
কিডনিতে পাথর হওয়া যেন মানুষের কাছে একটি গুরুতর সমস্যা। কিছু কিছু ক্ষেত্রে সঠিক চিকিৎসা না পাওয়ার ফলে এটি মারাত্মক আকার ধারণ করে। কিডনিতে পাথর তৈরির প্রধান কারণ হলো ডিহাইড্রেশন। নিয়মিত শরীর থেকে পানি (ডিহাইড্রেশন) কমে যেতে থাকলে প্রস্রাবের দ্রব অত্যাধিক ঘন হয়। ফলে শরীরে পাথরের কণা বা ক্রিস্টাল তৈরি হতে থাকে এবং এক পর্যায়ে কিডনিতে পাথর (রেনাল পাথর বা নেফ্রোলিথিয়াসিস) দেখা দেয়। ধারণা করা হয়, বিশ্বে প্রতি দশজনের মধ্যে একজন কিডনিতে পাথর রোগে ভোগেন এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থেকে যায় ১১ শতাংশ পুরুষ ও ৯ শতাংশ নারীর মধ্যে।

ভারতের কলকাতার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আশিস মিত্র বলেন, অনেক কারণে কিডনিতে পাথর হতে পারে। পানি কম করে পান করলে শরীর থেকে খনিজ বের হতে পারে না। এ কারণে কিডনিতে পাথর হতে পারে। অনেক সময় শরীরে ইউরিক এসিড বেশি থাকে। ইউরিক এসিড শুধু পায়ে ব্যথার কারণ না, এর পাশাপাশি কিডনিতে জমতে পারে এই এসিড দায়ী। এর ফলে পাথর হতে পারে। অনেকের শরীরে ফসফরাস, ক্যালসিয়ামসহ নানা খনিজের বিপাকে সমস্যা হয়। সেই পরিস্থিতিতে জমতে পারে কিডনিতে পাথর। আসলে কিডনিতে পাথর হওয়ার নির্দিষ্ট বা একক কারণ নেই। যদিও বিভিন্ন কারণ আপনার ঝুঁকি বাড়াতে পারে।

কিডনিতে পাথর হওয়ার লক্ষণগুলিঃ-
★ প্রচণ্ড আকারে পিঠের মধ্যে ব্যথা হওয়া।
★ লাল প্রস্রাব বা প্রস্রাবে হালকা রক্ত।
★ কিডনিতে পাথর হলে বমি বমি ভাব কিংবা বমি হওয়া।
★ জ্বর হওয়া।
★ পাথর মূত্রনালি বা ইউরেটারে আটকে গেলে কিডনি ফুলে যায়।
★ শরীরে ঠান্ডা লাগা
★ প্রসাব করার সময় দুর্গন্ধযুক্ত প্রস্রাব বেড় হওয়া।

চিকিৎসাঃ-
কিডনিতে পাথর ছোট-বড় আকৃতির হতে পারে। কিডনিতে পাথর যদি ৪ মিলিমিটার বা ছোট পাথর হয় তাহলে বেশি বেশি পানি পান করার মাধ্যমে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। তবে অনেক ক্ষেত্রে ছোট পাথরগুলো বের হতে পারে না বা সেগুলোর আকারে বড় হতে থাকে। এসব বড় পাথর ওষুধের দ্বারা ভেঙে গলিয়ে দিয়ে বার করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে অপারেশনেরও প্রয়োজন হতে পারে। তবে কিডনির পাথর অপসারণের সবচেয়ে কার্যকর পদ্ধতি (গোল্ড স্ট্যান্ডার্ড) হলো পিসিএনএল। এই পদ্ধতি অবলম্বন করে ছোট একটি ছিদ্রের মাধ্যমে পিঠের দিক দিয়ে যেকোনো আকার ও প্রকৃতির পাথর ভেঙে ১০০ শতাংশ বের করা যায়।

The post জেনে নিন কিডনিতে পাথর হওয়ার লক্ষণ ও চিকিৎসা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কিডনিতে পাথর হওয়ার কারণ ও প্রতিকার https://www.ulipur.com/?p=15253 Wed, 03 Nov 2021 11:51:57 +0000 https://www.ulipur.com/?p=15253 ।। লাইফস্টাইল ডেস্ক ।। মানব দেহের কিডনি শরীর থেকে অনাবশ্যক দ্রব্য বা পদার্থ মূত্র হিসাবে শরীর থেকে বের করে রক্ত পরিশোধন করে এবং শরীরে ক্ষার এবং অম্লের ভারসাম্য বজায় রাখে। গুরুত্বপূর্ণ এই অঙ্গের রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এর মধ্যে বড় একটি রোগ হলো কিডনিতে পাথর। কিডনি স্টোনের প্রাথমিক লক্ষণগুলো নির্ভর করে পাথর [...]

The post কিডনিতে পাথর হওয়ার কারণ ও প্রতিকার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। লাইফস্টাইল ডেস্ক ।।
মানব দেহের কিডনি শরীর থেকে অনাবশ্যক দ্রব্য বা পদার্থ মূত্র হিসাবে শরীর থেকে বের করে রক্ত পরিশোধন করে এবং শরীরে ক্ষার এবং অম্লের ভারসাম্য বজায় রাখে। গুরুত্বপূর্ণ এই অঙ্গের রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এর মধ্যে বড় একটি রোগ হলো কিডনিতে পাথর।

কিডনি স্টোনের প্রাথমিক লক্ষণগুলো নির্ভর করে পাথর কিডনির কোথায় এবং কীভাবে রয়েছে। কিডনিতে পাথরের আকার-আকৃতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাথর খুব ছোট হলে সেটি কোনও ব্যথা-বেদনা ছাড়াই দীর্ঘদিন পর্যন্ত শরীরে থাকতে পারে! ফলে টেরও পাওয়া যায় না। কিডনিতে পাথর জমার বা তৈরি হওয়ার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে কিছু কিছু বিষয় কিডনিতে পাথর তৈরির কারণ বলে বিবেচিত হয়।

তাহলে চলুন জেনে নেওয়া যাক, যেমনঃ-
১. শরীরে পানির স্বল্পতা। কম পানি খাওয়া।
২. কিডনিতে ইনফেকশন হলেও যথাযথ চিকিত্‍সার ব্যবস্থা না করা।
৩. অত্যাধিক পরিমাণে দুধ, পনির বা দুগ্ধজাত খাবার খাওয়ার অভ্যাস।
৪. শরীরে ক্যালসিয়ামের মাত্রাতিরিক্ত আধিক্য।

কিডনিতে পাথর হওয়ার উপসর্গ:
১. রক্তবর্ণের প্রস্রাব।
২. বমি বমি ভাব। অনেক সময় বমিও হতে পারে।
৩. কোমরের পিছন দিকে ব্যথা হওয়া। এই ব্যথা তীব্র তবে সাধারণত খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। ব্যথা কিডনির অবস্থান থেকে তলপেটেও ছড়িয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কিডনিতে পাথর জমার প্রধান কারণ হচ্ছে পানি কম পান করা। সেই সঙ্গে নিয়মিত মদ্যপান, জীবনযাত্রায় অনিয়মের প্রবণতা পুরুষদের মধ্যে নারীদের তুলনায় বেশি। এসকল কারণেই তাদের এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

চিকিৎসা
কিডনির অবস্থানে ব্যথা এবং রক্তবর্ণের প্রস্রাব হলে চিকিৎসকরা সাধারণত দুটি চিন্তা করেন। একটি হলো- কিডনির ইনফেকশন, অন্যটি কিডনিতে পাথর। তাই কিডনির এক্সরে, আলট্রাসনোগ্রাম এবং প্রস্রাবের নানা পরীক্ষা-নিরীক্ষার পরই উপযুক্ত ব্যবস্থা নেয়া হয়। কখনও পর্যাপ্ত পরিমাণে পানি আর যথাযথ ওষুধ খেলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অস্ত্রোপচারই একমাত্র উপায়।

সতর্কতা:
কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি এড়াতে হলে অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। কখনও প্রস্রাব আটকে বা চেপে রাখবেন না! প্রস্রাবের বেগ এলে চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে তা সেরে ফেলার।

প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান। দুধ, পনির বা দুগ্ধজাত খাবার অতিরিক্ত মাত্রায় না খাওয়াই ভাল। বারবার ইউরিন ইনফেকশন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

The post কিডনিতে পাথর হওয়ার কারণ ও প্রতিকার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কিডনি রোগের লক্ষণ ও নিয়ন্ত্রণে যা করবেন https://www.ulipur.com/?p=13636 Sun, 02 May 2021 10:49:09 +0000 https://www.ulipur.com/?p=13636 ।। লাইফস্টাইল ডেস্ক ।। কিডনি বিভিন্নভাবে রোগাক্রান্ত হতে পারে। কিডনির কিছু কিছু রোগ আছে, যেগুলো বংশগত। আবার কিছু রোগ আছে, যেগুলোতে প্রাথমিকভাবে কিডনি নিজেই রোগাক্রান্ত হয়। আবার কিছু রোগ আছে, যেগুলোতে প্রাথমিকভাবে সুস্থ কিডনি ওই সব রোগের প্রভাবে রোগাক্রান্ত হয়ে পড়ে। বিভিন্ন উপসর্গ নিয়েও কিডনি রোগ প্রকাশ পায়। যেমন, ঘনঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের সময় জ্বালা-পোড়া, [...]

The post কিডনি রোগের লক্ষণ ও নিয়ন্ত্রণে যা করবেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। লাইফস্টাইল ডেস্ক ।।
কিডনি বিভিন্নভাবে রোগাক্রান্ত হতে পারে। কিডনির কিছু কিছু রোগ আছে, যেগুলো বংশগত। আবার কিছু রোগ আছে, যেগুলোতে প্রাথমিকভাবে কিডনি নিজেই রোগাক্রান্ত হয়। আবার কিছু রোগ আছে, যেগুলোতে প্রাথমিকভাবে সুস্থ কিডনি ওই সব রোগের প্রভাবে রোগাক্রান্ত হয়ে পড়ে।

বিভিন্ন উপসর্গ নিয়েও কিডনি রোগ প্রকাশ পায়। যেমন, ঘনঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের সময় জ্বালা-পোড়া, যন্ত্রণা হওয়া, প্রস্রাব কম হওয়া, গাঢ় বর্ণের প্রস্রাব হওয়া, মেরুদণ্ডের দুই পার্শ্বে কিডনির অবস্থানের জায়গায় ব্যথা হওয়া, কাঁপুনি দিয়ে জ্বর আসা, শরীর ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, ক্ষুধামন্দা, বমি, শরীরে চুলকানি, গায়ে ব্যথা ইত্যাদি উপসর্গ নিয়েও কিডনি রোগ প্রকাশ পায়। আবার শুধুমাত্র প্রস্রাবের সাথে অ্যালবুমিন যাওয়া, প্রস্রাবে লোহিত রক্ত কণা যাওয়া বা উচ্চ রক্তচাপ হিসেবেও কিডনি রোগের প্রকাশ ঘটতে পারে। একটি বিষয় মনে রাখা দরকার, কিডনির কর্মক্ষমতা ৫০ শতাংশ নষ্ট হলেই রক্তের ক্রিয়াটিনিন বাড়া শুরু হয়। আর ৭০ শতাংশের বেশি কর্মক্ষমতা নষ্ট হলে উপসর্গগুলো প্রকাশ পায়।

কিডনি রোগের ধরন

১. উল্লেখযোগ্য সংখ্যক কিডনি রোগ ডায়াবেটিসজনিত

২. উচ্চ রক্তচাপজনিত সমস্যাতেও কিডনি রোগ দেখা দেয়

৩. নেফ্রাইটিস

৪. কিডনি বা মূত্রনালির সংক্রমণ

৫. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াজনিত কিডনি রোগ

৬. আকস্মিক কিডনি বিকল (AKI) ও ক্রনিক কিডনি ডিজিজ (CKD)

একটি কথা মনে রাখা ভালো, সুস্থ থাকা অবস্থায় আমরা দুটি কিডনির অস্তিত্ব টের পাই না। কিন্তু কিডনি একবার অসুস্থ হয়ে পড়লে আমরা সুস্থ থাকার জন্য কিডনির ভূমিকা পদে পদে টের পাই।

সাধারণভাবে কিডনি রোগ শনাক্তের উপায়

অল্প কয়েকটি পরীক্ষা করে বেশিরভাগ কিডনি রোগ শনাক্ত করা যায়। যেমন,

১. প্রস্রাবে অ্যালবুমিন ও রক্তের ক্রিয়াটিনিন পরীক্ষা করা

২. কিডনির আল্ট্রাসনোগ্রাফি

এসব পরীক্ষা কাদের করা উচিত

১. যাদের বয়স ৫০ বছরের বেশি

২. যাদের উচ্চ রক্তচাপ আছে

৩. যাদের পরিবারে কিডনি রোগী আছে

৪. যাদের কোনো উপসর্গ আছে

৪. ধূমপায়ীদের

৫. স্থূলকায় দেহের অধিকারীদের

কিডনি রোগের চিকিৎসা ও প্রতিকার

সময় মতো চিকিৎসা না করালে ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যেতে পারে। কয়েক ধরনের নেফ্রাইটিস আছে, যেগুলোতে সঠিক সময় সঠিক চিকিৎসা দেওয়া গেলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। এজন্য কিডনি রোগ বিশেষজ্ঞ নেফ্রোলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং উপযুক্ত চিকিৎসা নিতে হবে।

সাধারণভাবে আমরা ধারণা করে থাকি, কিডনির যে কোনো অসুখ হলে পানি বেশি করে পান করতে হবে। কিন্তু নেফ্রাইটিস রোগে প্রস্রাব কমে যায় এবং শরীরে পানি জমে যায়, পা ফুলে যায় এবং এক পর্যায়ে সমস্ত শরীর ফুলে যায়। এমনকি পেট ও ফুসফুসেও পানি জমে। এর ফলে শ্বাসকষ্ট শুরু হয়। এমতাবস্থায় পানি বেশি পান করলে হিতে বিপরীত হতে পারে।

এসব ক্ষেত্রে করণীয়

১. পরিমিত পানীয় পান করতে হবে

২. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণ, বিশেষ করে লবণ কম খেতে হবে

৩. চিকিৎসকরা এ সময়ে সাধারণত ক্রুসেমাইড জাতীয় ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, যা শরীরের বাড়তি পানি প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে।

সূত্রঃ ডক্টর টিভি

The post কিডনি রোগের লক্ষণ ও নিয়ন্ত্রণে যা করবেন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে সন্তানকে বাঁচাতে আকুতি অসহায় পিতার https://www.ulipur.com/?p=13108 Mon, 08 Mar 2021 05:08:26 +0000 https://www.ulipur.com/?p=13108 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে দিনমজুর ঘরের সন্তান মাসুদ রানা (২৯)। বাড়ি উপজেলার দক্ষিণ গুনাইগাছ গ্রামে। ২০১৪ সালে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করার পর একটা কোম্পানিতে চাকুরি নেন মাসুদ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মাসুদ রানা, বাবা-মা, স্ত্রী ও ছোট দুই ভাইয়ের পড়াশোনাসহ সার্বিক খরচ চালাতেন। কিন্তু গত ৭ মাস আগে কিডনি রোগে আক্রান্ত হন তিনি। দেশের বিভিন্ন [...]

The post উলিপুরে সন্তানকে বাঁচাতে আকুতি অসহায় পিতার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে দিনমজুর ঘরের সন্তান মাসুদ রানা (২৯)। বাড়ি উপজেলার দক্ষিণ গুনাইগাছ গ্রামে। ২০১৪ সালে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করার পর একটা কোম্পানিতে চাকুরি নেন মাসুদ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মাসুদ রানা, বাবা-মা, স্ত্রী ও ছোট দুই ভাইয়ের পড়াশোনাসহ সার্বিক খরচ চালাতেন। কিন্তু গত ৭ মাস আগে কিডনি রোগে আক্রান্ত হন তিনি। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করার পরও ধীরে ধীরে দুটি কিডনি বিকল হয়ে যায়। তাকে বাঁচাতে হলে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু দরিদ্র পিতা গোলজার হোসেন এত টাকা জোগান দিতে হিমশিম খাচ্ছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাসুদ রানা উচ্চ রক্তচাপে ভুগছিলেন। একদিন হঠাৎ একদিন মাথা ঘুরে বমি করেন। এরপর দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করার পরও ক্রমে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে ভর্তি হন তিনি। পরিক্ষা নিরীক্ষা পর তার দু’টি কিডনি অকেজো হয়েছে বলে জানান সেখানকার চিকিৎসক। তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু দিনমজুর পিতা গোলজার হোসেনের পক্ষে এত টাকা জোগান দেয়া অসম্ভব। তাই তিনি দেশ/প্রবাসের মানবিক বিত্তবান ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন।

গোলজার হোসেন বলেন, `অভাবের সংসার। দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা করাতে আজ আমি নিঃস্ব। প্রতিমাসে ডায়ালাইসিস করতে খরচ হচ্ছে ৩০ হাজার টাকা। চিকিৎসক বলেছেন মাসুদ রানাকে বাঁচাতে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। সন্তানকে বাঁচাতে দানশীল বিত্তবানদের সাহায্যের অনুরোধ জানিয়েছেন অসহায় পিতা।”

সাহায্য পাঠানোর ঠিকানাঃ-
অগ্রণী ব্যাংক (উলিপুর শাখা) হিসাব নং-২০০০১৪৭৬১৩৬( মাসুদ রানার পিতা)
বিকাশ নং-০১৭২২-৮০৬৩৮৫( মাসুদ রানার ভাই মামুন মিয়া)

//নিউজ/উলিপুর//মালেক/মার্চ /০৮/২১

The post উলিপুরে সন্তানকে বাঁচাতে আকুতি অসহায় পিতার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>