কৃষি সম্প্রসারণ অধিদপ্তর Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=কৃষি-সম্প্রসারণ-অধিদপ্তর কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Mon, 03 Apr 2023 16:52:50 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png কৃষি সম্প্রসারণ অধিদপ্তর Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=কৃষি-সম্প্রসারণ-অধিদপ্তর 32 32 উলিপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ https://www.ulipur.com/?p=23526 Mon, 03 Apr 2023 16:52:48 +0000 https://www.ulipur.com/?p=23526 ।। নিউজ ডেস্ক ।।উলিপুরে অনাবাদি জমিতে আবাদ বাড়াতে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী’র জন্য কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। সোমবার (৩ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে ১শ ৪৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ‘এক ইঞ্চি জমি অনাবাদি পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর [...]

The post উলিপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে অনাবাদি জমিতে আবাদ বাড়াতে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী’র জন্য কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। সোমবার (৩ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে ১শ ৪৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ‘এক ইঞ্চি জমি অনাবাদি পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের মাধ্যমে ১শ ৪৫ জন কৃষককে দেড় শতক জমিতে প্রদর্শনীর জন্য ৩০ ধরনের সবজি, ফলের বীজ, চারা, জৈব-রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র, নেট ও ঝাঁজরি প্রদান করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও কৃষিবিদ মুকিদ বিন লিয়াকত হোসেনের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সাঈদ হোসেন আনছারি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার তপন কুমার সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, গোলজার হোসেন, অলক অধিকার, রবিউল ইসলাম প্রমুখ।

//নিউজ//উলিপুর//চন্দন/এপ্রিল/০৩/২৩

The post উলিপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে আউশের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি https://www.ulipur.com/?p=18924 Fri, 09 Sep 2022 13:12:42 +0000 https://www.ulipur.com/?p=18924 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে চলতি মৌসুমে আউশ ধানের বাম্পার ভালো ফলন হয়েছে। এতে খুশি কৃষক ও কৃষি বিভাগ। এর কারণ হিসেবে কৃষি বিভাগ বলছে, আউশ ধান চাষে খরচ কম। বোরো কাটার পর এবং আমন ধান রোপণের পূর্বে জমিতে আউশ ধানের চাষ হয়ে থাকে। বিঘা প্রতি ফলন হয় ১৫ থেকে ১৬ মণ পর্যন্ত। এবারে আউশ [...]

The post উলিপুরে আউশের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে চলতি মৌসুমে আউশ ধানের বাম্পার ভালো ফলন হয়েছে। এতে খুশি কৃষক ও কৃষি বিভাগ। এর কারণ হিসেবে কৃষি বিভাগ বলছে, আউশ ধান চাষে খরচ কম। বোরো কাটার পর এবং আমন ধান রোপণের পূর্বে জমিতে আউশ ধানের চাষ হয়ে থাকে। বিঘা প্রতি ফলন হয় ১৫ থেকে ১৬ মণ পর্যন্ত। এবারে আউশ রোপনকৃত জমির সিংহভাগে ব্রি-৪৮ ধান চাষ করেছেন কৃষকরা। এ ধানের আয়ুষ্কাল ১৩৫ থেকে ১৪০ দিনের মতো।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মার্চের শেষে বীজ বপন, মে মাসে চারা রোপণ ও আগস্ট মাসে ধান কেটে আমন সহজে রোপণ করা যায়। কোনো বিঘ্ন ঘটে না। অল্প সেচে স্বল্প খরচে সব মিলিয়ে ফসলটি খুবই লাভজনক। তাই উপজেলায় আউশ ধানের চাষ ক্রমেই বাড়ছে।

উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী গ্রামের কৃষক চপল চন্দ্র বর্মন তার ৯১ জমিতে ব্রি-৪৮ জাতের আউশ ধান রোপন করেন। তিনি জানান, কৃষি অফিসের সার বীজ বাদে ধান রোপণ থেকে শুরু করে কর্তন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২১ হাজার টাকা। ধান পেয়েছেন ৫০ মণ। প্রতিমন ধান বিক্রি করেছেন ৯৩০ টাকায়। সে হিসেবে ধানের দাম আসে ৪৬ হাজার ৫’শ টাকা। খড় বিক্রি করলে হবে ৭ হাজার টাকা। সব মিলে অতিরিক্ত লাভ হয়েছে ৩২ হাজার ৫’শ টাকা।

উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়। এবারে উপজেলায় ৪২৫ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার।

//নিউজ/উলিপুর//মালেক/সেপ্টেম্বর/০৯/২২

The post উলিপুরে আউশের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মাল্টা চাষে সফল কুড়িগ্রামের ফারুক https://www.ulipur.com/?p=18698 Thu, 25 Aug 2022 16:35:44 +0000 https://www.ulipur.com/?p=18698 ।। নিউজ ডেস্ক ।। চাকরির পেছনে না ছুটে মাল্টা চাষে সফলতার মুখ দেখেছেন কুড়িগ্রামের আবু রায়হান ফারুক। পড়াশোনা শেষ করে মনোযোগ দেন কৃষিতে। শুরু করেন সাড়ে সাত একর জমিতে সমন্বিত ফলের চাষ। দেশি ও বিদেশি নানান জাতের ফলের গাছসহ তার বাগানে রয়েছে আড়াই হাজারের বেশি মাল্টা গাছ। আবু রায়হান ফারুক কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নের হরিরামপুর গ্রামের [...]

The post মাল্টা চাষে সফল কুড়িগ্রামের ফারুক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
চাকরির পেছনে না ছুটে মাল্টা চাষে সফলতার মুখ দেখেছেন কুড়িগ্রামের আবু রায়হান ফারুক। পড়াশোনা শেষ করে মনোযোগ দেন কৃষিতে। শুরু করেন সাড়ে সাত একর জমিতে সমন্বিত ফলের চাষ। দেশি ও বিদেশি নানান জাতের ফলের গাছসহ তার বাগানে রয়েছে আড়াই হাজারের বেশি মাল্টা গাছ।

আবু রায়হান ফারুক কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নের হরিরামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে স্নাতক পাস করে মাল্টা চাষ শুরু করেন।

বুধবার সরেজমিনে (২৩ আগস্ট) দেখা যায়, ফারুকের বাগানে সারিবদ্ধভাবে লাগানো গাছে ঝুলে আছে গ্রিন ব্রি-১ জাতের মাল্টা। কীটনাশক ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় ফুড প্যাক দিয়ে মোড়ানো ফলগুলো। এছাড়া মাল্টার পাশাপাশি তার বাগানে রয়েছে বিভিন্ন জাতের কমলা, লটকন, আম ও আঙ্গুরসহ নানা জাতের ফল গাছ।

২০১৮ সালে করা ফারুকের সমন্বিত বাগানে সবজি ক্ষেতও রয়েছে। একদিকে ফলের বাগান অন্যদিকে সবজি ক্ষেত থেকে হচ্ছে বাড়তি আয়। সমন্বিত এ বাগান দেখতে প্রতিদিনই আসে দর্শনার্থীরা। তার কাছ থেকে অনেকেই পরামর্শ নিয়ে বসতবাড়িতে করেছেন গুচ্ছা মাল্টার বাগান। ফারুকের স্বপ্ন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় হলে ফ্রুটস কর্নার জোন করে কৃষিতে আরও সমৃদ্ধি আনা যাবে।

প্রতিবেশী হারুনুর রশিদ ও আব্দুল হাকিম বলেন, ফারুকের মাল্টা বাগান বেশ সাড়া ফেলেছে। সে চাকরির পিছনে না ছুটে মাল্টা চাষ করে সফল হয়েছে। ওর বাগান দেখে আমরাও চেষ্টা করছি কিছু করার। ধান, পাট চাষের পাশাপাশি মাল্টা দিয়ে ভালো আয় করা সম্ভব।

বাগানের শ্রমিক আশরাফুল বলেন, আমি এই মাল্টার বাগানে দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। প্রতিদিন এখান থেকে যে টাকা পাই তা দিয়ে আমার পরিবার ও ছেলেমেয়ের পড়াশুনার খরচ চালাচ্ছি। এখানকার মাল্টা সুস্বাদু হওয়ায় চাহিদা অনেক বেশি।

এ বিষয়ে আবু রায়হান ফারুক বলেন, আমার বাগানে ২৬ জাতের মাল্টা গাছ রয়েছে। এর মধ্যে তিন জাত নিয়ে বাণিজ্যিক চাষ শুরু করেছি। একবিঘা জমিতে মাল্টা চাষে খরচ হয় ৩০ হাজার টাকা। মণপ্রতি মাল্টা ৫ হাজার টাকায় বিক্রি হয়। বছরে খরচ বাদ দিয়ে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা আয় হয় এই বাগান থেকে। তবে বাগানটি আরো বড় করা গেলে বেশি লাভবান হওয়া যাবে।

তিনি আরও বলেন, বেকাররা শুধু চাকরির পিছে না ছুটে মাল্টা চাষ করতে পারেন। কৃষিনির্ভর কুড়িগ্রাম অঞ্চলে এখন নানা ধরনের ফলের বাগান দেখা যায়। আমার ইচ্ছে আছে চাকরি করে নয়, কৃষি কাজে স্বাবলম্বী হবো।

এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ শামসুদ্দিন মিঞা বলেন, জেলায় কৃষকরা বিক্ষিপ্তভাবে মাল্টা চাষ করেছেন। গত মৌসুমে জেলায় ৯ টনের বেশি মাল্টা চাষ হয়েছে। এ মৌসুমে মাল্টা চাষ আরও সম্প্রসারণ হচ্ছে। যদিও মাল্টা চাষের কোন লক্ষ্যমাত্রা নির্ধারিত নেই। এ ছাড়া তাদের পক্ষ থেকে চাষিদের বিভিন্ন পরামর্শ ও উৎসাহ দেওয়ার কথাও জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা।

The post মাল্টা চাষে সফল কুড়িগ্রামের ফারুক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীতে ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে নষ্ট হচ্ছে ফসলি জমি https://www.ulipur.com/?p=17033 Sat, 16 Apr 2022 14:23:31 +0000 https://www.ulipur.com/?p=17033 ।। উপজেলা প্রতিনিধি ।। চিলমারীতে ইটভাটার বিষাক্ত গ্যাসের পুড়ে গেছে কৃষকের প্রায় ১০একর আবাদী জমি। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন টা হয়েছে বলে দাবী করছেন ইটভাটায় দায়িত্বরতরা। এদিকে সরেজমিন দেখে কৃষি অফিস বলছেন প্রাকৃতিক দুর্যোগ নয় বরং ইটভাটার বিষাক্ত গ্যাসের তাপে পুড়ে গেছে আবাদী জমি। অপরদিকে প্রায় প্রতি বছরই এমন ঘটনা ঘটলেও দায়ভার নিতে চায় [...]

The post চিলমারীতে ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে নষ্ট হচ্ছে ফসলি জমি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে ইটভাটার বিষাক্ত গ্যাসের পুড়ে গেছে কৃষকের প্রায় ১০একর আবাদী জমি। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন টা হয়েছে বলে দাবী করছেন ইটভাটায় দায়িত্বরতরা। এদিকে সরেজমিন দেখে কৃষি অফিস বলছেন প্রাকৃতিক দুর্যোগ নয় বরং ইটভাটার বিষাক্ত গ্যাসের তাপে পুড়ে গেছে আবাদী জমি। অপরদিকে প্রায় প্রতি বছরই এমন ঘটনা ঘটলেও দায়ভার নিতে চায় না ইটভাটার মালিকরা।

উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ী কিশামতবানু এলাকায় অবস্থিত ওয়ারেস ব্রিকস কোম্পানির ইটভাটার চুল্লি থেকে বের হওয়া গ্যাসের কারণে এ ঘটনাটি ঘটেছে বলে দাবী কৃষকদের।

শুক্রবার (১৫ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ইটভাটা থেকে যত দূর চোখ যায়, প্রায় সব জমির ধান অনেকটা সাদা রং ধারণ করেছে৷ হঠাৎ উঠতি ফসলের এ অবস্থায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন৷

ইটভাটার গ্যাসের কারণে ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে ইটভাটার ম্যানেজার জাহিদ হোসেন বলে এটা প্রাকৃতিক দুর্যোগের পুড়ে গেছে। আর যদি গ্যাসেও পুড়ে যায় তাহলে সেটা আমরা আর কৃষকরা বুঝবো। আপনারা এখানে কি করতে আসছেন বলে সাংবাদিকদের প্রতিউত্তর দেন।

উপ সহকারী কৃষি অফিসার মাইদুল ইসলাম প্রাথমিক সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ইটভাটার বিষাক্ত গ্যাসে প্রায় ৭-১০একর আবাদী জমির ফসলের ক্ষতির আশংকা রয়েছে।

ভুক্তভোগী কৃষক গোলাপ উদ্দিন, আব্দুস সালাম জানান, ১৬ শতাংশ ও ২৪ শতাংশ জমির আবাদ ইটভাটার কারণে পুড়ে গেছে। এছাড়া ওহিজল, রাজ্জাক, একরামুল সহ প্রায় ৩০ থেকে ৩৫ জন কৃষক এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। শেষ সম্বলটুকু দিয়ে আবাদ করা কৃষকেরা এভাবে তীরে এসে ত​রি ডোবায় দিশেহারা হয়ে পড়েছেন৷
গ্যাসের কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছে ইটভাটা মালিক ওয়ারেস আলী।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস বলেন, বিষয়টি আমার দৃষ্টি গোচরে আসছে। সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অবৈধ ইটভাটার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমরা প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত অভিযান পরিচালনা করব।

The post চিলমারীতে ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে নষ্ট হচ্ছে ফসলি জমি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে টানা বৃষ্টিতে জমিতেই গম পচে গজিয়েছে চারা গাছ, দিশেহারা কৃষক https://www.ulipur.com/?p=16957 Mon, 11 Apr 2022 15:43:10 +0000 https://www.ulipur.com/?p=16957 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে ২ সপ্তাহের টানা বৃষ্টির কারনে কৃষকের জমিতেই গম পচে গেছে এবং সেই গম থেকে চারাগাছ বের হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে একানকার কৃষক। গম চাষে লাভতো দুরের কথা খরচের টাকা তুলতে না পারায় দুঃচিন্তায় পড়েছেন তারা। অপর দিকে টানা বৃষ্টিতে গম শুকাতে না পেরে পাইকারি ব্যবসায়ীরা গম কিনে বিপাকে পড়েছে। কিন্তু [...]

The post কুড়িগ্রামে টানা বৃষ্টিতে জমিতেই গম পচে গজিয়েছে চারা গাছ, দিশেহারা কৃষক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ২ সপ্তাহের টানা বৃষ্টির কারনে কৃষকের জমিতেই গম পচে গেছে এবং সেই গম থেকে চারাগাছ বের হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে একানকার কৃষক। গম চাষে লাভতো দুরের কথা খরচের টাকা তুলতে না পারায় দুঃচিন্তায় পড়েছেন তারা। অপর দিকে টানা বৃষ্টিতে গম শুকাতে না পেরে পাইকারি ব্যবসায়ীরা গম কিনে বিপাকে পড়েছে।

কিন্তু অসময়ে প্রায় ২ সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টির কারনে কৃষকরা গম কাটতে না পারায় ক্ষেতেই গম থেকে চারাগাছ উৎপন্ন হওয়ায় চাষিরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা গেছে, কুড়িগ্রামের ৯টি উপজেলায় ৭ হাজার ৩শ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। এর মধ্যে শুধু ভুরুঙ্গামারী উপজেলায় ১০টি ইউনিয়নে ১ হাজার ৯১০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে।

ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল জলিল জানান,তিনি প্রায় সাড়ে ৮ বিঘা জমিতে গম চাষ করেছেন। এর মধ্যে ২বিঘা জমির গম কেটেছেন। ২ বিঘা জমিতে ফলন হয়েছে প্রায় ৩৬ মণ গম। লাগাতার বৃষ্টির কারণে অবশিষ্ট জমির গম কাটতে নাপারায় জমিতেই গমের চারা গজিয়েছে এবং যে সমস্ত গমের চারা গজায়নি সেগুলো পচে গেছে।

তিনি বলেন, সার, পানি ও বীজ বাকীতে নেয়া হয়েছে। গম বিক্রি করে বাকী পরিশোধ করার কথা থাকলেও এখন তিনি দেনা পরিশোধ নিয়ে দুঃচিন্তায় রয়েছেন। একই গ্রামের শহিদুল আলম জানান, তিনি গম কেটে ক্ষেতে শুকানোর জন্য আটি বেধে রেখে ছিলেন। অতিবৃষ্টির কারনে গমের আটি থেকে চারাগাছ বের হওয়ায় তিনি বিপাকে পড়েছেন। ইসলামপুর গ্রামের মিজান শিকদার, আবুল হোসেন, দক্ষিন তিলাই গ্রামের আব্দুর রহমান, একাব্বর আলী সহ অনেক কৃষকের একই অবস্থা। তারা জানান, এ ইউনিয়নে প্রায় শতাধিক কৃষকের জমির গম নষ্ট হওয়ায় কৃষকরা দুঃচিন্তায় পড়েছেন।

গমের পাইকারি ব্যবসায়ী আমজাদ ও হাফিজুর রহমান জানান, প্রতিমণ গম ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা দরে প্রায় দেড় হাজার মণ কাচা গম কিনে গোডাউনে রাখা আছে। গত ২ সপ্তাহের লাগাতার বৃষ্টিতে গম গুলো রোদে শুকাতে না পারায় গম জমাট বেধে পোকা ধরেছে। কিছু গম পচে গেছে। এতে লাভ তো দূরের কথা আসল তুলতে পারবো কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

এ বিষয়ে ভুরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, উপজেলার বেশিরভাগ গম কাটা হয়েছে। কিছু গম কাটতে বিলম্ব হওয়ায় বৃষ্টির কারণে সেগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুর রশীদ জানান, কুড়িগ্রামে গত কয়েক দিনে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাদে গমের ক্ষয়ক্ষতি না হওয়ারি কথা। কারন গম কাটা শেষের দিকে। তবে বৃষ্টির কারনে বোরো, ভুট্টা, পিঁয়াজ ও চিনার কিছু ক্ষতি হয়েছে।

The post কুড়িগ্রামে টানা বৃষ্টিতে জমিতেই গম পচে গজিয়েছে চারা গাছ, দিশেহারা কৃষক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ https://www.ulipur.com/?p=14002 Wed, 23 Jun 2021 10:01:55 +0000 https://www.ulipur.com/?p=14002 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের ১৬ টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি, উপজেলা কৃষি অফিসার [...]

The post উলিপুরে বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের ১৬ টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াকুব আলী, মুকিত বিন লিয়াকত, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার প্রমুখ।

//নিউজ/উলিপুর//মালেক/জুন/২৩/২১

The post উলিপুরে বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ https://www.ulipur.com/?p=13597 Tue, 27 Apr 2021 10:37:33 +0000 https://www.ulipur.com/?p=13597 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে ধান কর্তন করা ‘কম্বাইন হারভেস্টার’ মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২৭ এপ্রিল ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ইউএনও নুর-এ-জান্নাত রুমি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু [...]

The post উলিপুর উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ধান কর্তন করা ‘কম্বাইন হারভেস্টার’ মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ২৭ এপ্রিল ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ইউএনও নুর-এ-জান্নাত রুমি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াকুব আলী প্রমূখ।

//নিউজ/উলিপুর//মালেক/এপ্রিল/২৭/২১

The post উলিপুর উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন https://www.ulipur.com/?p=13321 Wed, 24 Mar 2021 11:49:29 +0000 https://www.ulipur.com/?p=13321 ।। নিউজ ডেস্ক ।।উলিপুরে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৫টি কৃষক গ্রুপের মাঝে ধান ও গম মাড়াইয়ের জন্য পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত [...]

The post উলিপুরে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৫টি কৃষক গ্রুপের মাঝে ধান ও গম মাড়াইয়ের জন্য পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইয়াকুব আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, আবু সুফিয়ান দুলুসহ উপকারভোগী কৃষক গ্রুপের সদস্যবৃন্দ।

এছাড়াও কৃষিতে যান্ত্রিকরণ বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করতে ২০টি রিপার যন্ত্র, ১৬টি রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র, ২০টি হ্যান্ড স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়।

//নিউজ/উলিপুর//মালেক/মার্চ/২৪/২১

The post উলিপুরে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
হাতিয়ায় বন্যার্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ https://www.ulipur.com/?p=8718 Thu, 01 Aug 2019 13:11:06 +0000 https://www.ulipur.com/?p=8718 ।। আব্দুল মালেক ।।উলিপুরে ১ শত বন্যা দুর্গত ও ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান বীজ, সবজি বীজ ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান। কৃষিবিদ ইনস্টিটিউশন কুড়িগ্রামের উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে [...]

The post হাতিয়ায় বন্যার্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। আব্দুল মালেক ।।
উলিপুরে ১ শত বন্যা দুর্গত ও ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান বীজ, সবজি বীজ ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান। কৃষিবিদ ইনস্টিটিউশন কুড়িগ্রামের উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়, কুড়িগ্রাম বিএডিসি’র উপ-পরিচালক কৃষিবিদ মাসুদ সুলতান, কুড়িগ্রাম সদর প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডাঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল আজিজ প্রধান, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াকুব আলী, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি প্রমুখ।

The post হাতিয়ায় বন্যার্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মিশ্র চাষে অধিক লাভে কুড়িগ্রামের কৃষক https://www.ulipur.com/?p=7042 Thu, 04 Oct 2018 15:46:05 +0000 https://www.ulipur.com/?p=7042 নিউজ ডেস্ক: আধুনিক বাণিজ্যিক কৃষির যুগে এক ফসল তুলে পরবর্তী ফসলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার দিন শেষ। ১২ মাসই ফলবতী থাকছে জমি। একই জমিতে বারোমাসি ফল অথবা মিশ্র ফসল আবাদ করে জমির উৎপাদনশীলতা ও নিবিড়তা উভয়ই বাড়িয়ে তুলছেন কৃষকরা। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম বিএসসি টারী গ্রামের কৃষক আব্দুল লতিফ যখন ধান আর [...]

The post মিশ্র চাষে অধিক লাভে কুড়িগ্রামের কৃষক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্ক:
আধুনিক বাণিজ্যিক কৃষির যুগে এক ফসল তুলে পরবর্তী ফসলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার দিন শেষ। ১২ মাসই ফলবতী থাকছে জমি। একই জমিতে বারোমাসি ফল অথবা মিশ্র ফসল আবাদ করে জমির উৎপাদনশীলতা ও নিবিড়তা উভয়ই বাড়িয়ে তুলছেন কৃষকরা।

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম বিএসসি টারী গ্রামের কৃষক আব্দুল লতিফ যখন ধান আর আলু চাষ করে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, তখন রংপুরের এক নার্সারিতে গিয়ে চোখ খুলে যায় তার। বছরখানেক আগে সে নার্সারিতে থাই পেয়ারা দেখে রীতিমতো চমকে যান।

বাড়িসংলগ্ন ৬০ শতক জমি উঁচু করে সেখানে রংপুর থেকে আনা ৪০০ থাই পেয়ারার চারা দিয়ে বাগান করেন আব্দুল লতিফ। এক বছরের মাথায় পেয়ারা ধরতে শুরু করেছে। একই গাছে পেয়ারা বড় হতে হতে নতুন ফুল আসতে শুরু করে। ফলে ১২ মাসই ফসল সংগ্রহ করতে পারছেন তিনি। তিন মাস আগেও বাগান থেকে পর্যায়ক্রমে প্রায় ২ লাখ টাকার পেয়ারা বিক্রি করেছেন। ছোটগুলো ১৫-২০ দিনের আবার বিক্রির উপযুক্ত হবে।

আব্দুল লতিফ এখন ভাবছেন, আরো কিছু জমি উঁচু করে বারোমাসি পেঁপে, লেবু, বেদানা, শসা, লাউ, মরিচ ও সবজি চাষ করবেন।

আব্দুল লতিফের পেয়ারা চাষ দেখে অনুপ্রাণিত হয়ে আরো এক ধাপ এগিয়ে গেছেন সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রসাদ কালুয়া গ্রামের এমদাদুল হক। ৮৮ শতক জমির চারদিকের আইলে এবং জমির মাঝখানে সাত-আটটি সারিতে লাগিয়েছেন প্রায় ৪০০ থাই পেয়ারার চারা, ৩০০ উন্নত জাতের লেবু, ৬০টি বারি জাতের আমের চারা ও ৫০টি চায়না থ্রি লেবুর চারা। এসব চারার মাঝে ফাঁকা জায়গায় আবাদ করছেন আদা, লালশাক, পুঁই, লাউ, পাটশাক, করলাসহ বিভিন্ন সবজি। ফলে সারা বছর বিভিন্ন ফসল তুলতে পারবেন তিনি।

এভাবে বারোমাসি ফল ও মিশ্র ফসল আবাদ করে অনেক কৃষক জমির নিবিড়তা ৫০০ শতাংশের উপর নিয়ে গেছেন! (বছরে তিনটি ফসল হলে সে জমির নিবিড়তা ৩ শতাংশ বলা হয়)। এতে করে যেমন ১২ মাস ফসল সংগ্রহ করা যাচ্ছে, তেমনি প্রাকৃতিক দুর্যোগ বা রোগবালাইয়ের কারণে ফসল একেবারে নষ্ট হওয়ার ঝুঁকিও কমছে।

কুড়িগ্রাম সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম তরিকুল ইসলাম জানান, এক একর জমিতে মিশ্র ফল, সবজিসহ মসলাজাতীয় ফসল চাষ করে কৃষক নিজের মিটিয়ে বছরে কমপক্ষে ১০ লাখ টাকা আয় করতে পারবেন। এক্ষেত্রে কৃষককে একটু কৌশলী হতে হবে। জমিতে ৮-১০টি প্লট করে প্লটের পাশ দিয়ে ১২ মাস উৎপাদনশীল ফল যেমন: থাই পেয়ারা, বেদানা, লেবু, কলা, পেঁপের চারা লাগাতে হবে। আর প্লটের মাঝে শসা, লাউ, বেগুন, করলা, মরিচ, সজিনা চাষ করতে হবে। কিন্তু এ সবজি চাষে কৃষককে অবশ্যই নাবি ও আগাম জাতের সবজি চাষ করতে হবে। এতে করে এসব ফসলের ভালো দাম পাবেন কৃষক। কেননা নাবি ও আগাম জাতের ফসল যখন উৎপাদন হবে, তখন সেই ফসল বাজারে থাকবে না।

মিশ্র ফসল চাষে কৃষকদের উৎসাহিত করতে নানা কর্মসূচি নেয়া হচ্ছে জানিয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান প্রধান বলেন, কৃষকদের লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করতে প্রতি বছর কৃষি মেলার আয়োজন করা হয়। মিশ্র ফসল চাষের বিষয়টি দুয়েক জায়গায় শুরু হয়েছে। আমরা এ ব্যাপারে কৃষকদের উদ্বুদ্ধ করছি।

সুত্র:বণিক বার্তা, অক্টোবর ০৪, ২০১৮

The post মিশ্র চাষে অধিক লাভে কুড়িগ্রামের কৃষক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>