ক্যান্সার Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ক্যান্সার কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Mon, 21 Nov 2022 09:08:20 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png ক্যান্সার Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ক্যান্সার 32 32 যেসব উপসর্গ হতে পারে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ https://www.ulipur.com/?p=20768 Mon, 21 Nov 2022 09:08:19 +0000 https://www.ulipur.com/?p=20768 ।। লাইফস্টাইল ডেস্ক ।।ক্যান্সার এক মরণব্যাধি রোগ। প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্ত করা গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে ওঠেন। তবে ক্যান্সার যদি পুরো শরীরে ছড়িয়ে পড়ে তাহলে রোগীর স্বাভাবিক হওয়ার সম্ভবনা খুব কম থাকে। তাই সকলকে ক্যান্সার নিয়ে থাকতে হবে সচেতন। নানা কারণেই ক্যান্সার হয়ে থাকে যেমন, জীবনযাত্রায় অনিয়ম, একাধিক শারীরিক সমস্যা কিংবা [...]

The post যেসব উপসর্গ হতে পারে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। লাইফস্টাইল ডেস্ক ।।
ক্যান্সার এক মরণব্যাধি রোগ। প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্ত করা গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে ওঠেন। তবে ক্যান্সার যদি পুরো শরীরে ছড়িয়ে পড়ে তাহলে রোগীর স্বাভাবিক হওয়ার সম্ভবনা খুব কম থাকে।

তাই সকলকে ক্যান্সার নিয়ে থাকতে হবে সচেতন। নানা কারণেই ক্যান্সার হয়ে থাকে যেমন, জীবনযাত্রায় অনিয়ম, একাধিক শারীরিক সমস্যা কিংবা বংশগত কারণেও। তাই এই রোগ থেকে পরিত্রান পাওয়ার একমাত্র উপায় হলো ক্যান্সার প্রতিরোধে সচেতন থাকা।

অনেকেই জ্বর, ঠান্ডা, কাশি, পেটে ব্যথা, ক্লান্তি, ওজন কমে যাওয়াসহ বেশ কিছু শারীরিক সমস্যাকে অবহেলা করে থাকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সাধারণ কিছু শারীরিক সমস্যাও হতে পারে ক্যানসারের মারাত্মক লক্ষণ।

জেনে নিন ক্যানসারের সাধারণ কয়েকটি লক্ষণ সম্পর্কে। যেগুলো দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ত্বকে সমস্যাঃ ক্যানসারের লক্ষণ হিসেবে দেখা দেয় ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া, নতুন দাগ কিংবা ফুসকুড়ির সমস্যা। এটিকে ত্বকের ক্যান্সার বলা হয়। এক্ষেত্রে ত্বকে এমন দাগ হতে পারে যা কিছুটা অস্বাভাবিক। এমন কিছু ত্বকে দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

অতিরিক্ত কাশিঃ ক্যানসারের সবচেয়ে সাধারণ ও গুরুতর লক্ষণ হলো কাশি। যারা ধূমপায়ী নন তাদেরও এ লক্ষণটি দেখা দেয়। একই সঙ্গে হাঁপানি, গ্যাস্ট্রিকের সমস্যাও ফুসফুস সংক্রমণের লক্ষণ। পাশাপাশি রক্ত কাশিও হতে পারে। যা ক্যনসারের মারাত্মক লক্ষণ।

স্তনে পিণ্ড, ব্যথা বা তরল নিঃসরণঃ স্তন ক্যান্সার। প্রতিবছর বিশ্বের হাজারো নারী এ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্তনের যে কোনো সমস্যা যেমন- ব্যথা, স্তনবৃন্ত পরিবর্তনসহ কোনো তরল পদার্থ বের হলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।

পেট ফুলে থাকাঃ পেলভিক বা নারীর জননাঙ্গের ক্যানসারের উপসর্গগুলোর মধ্যে অন্যতম হলো- পেট ফুলে থাকা, গ্যাস্ট্রিকের সমস্যা, ক্লান্তি, ওজন হ্রাস, পিঠে ব্যথা ইত্যাদি।

প্রস্রাবে জ্বালাপোড়াঃ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের মধ্যে মূত্রনালির সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে প্রসাবে জ্বালা-পোড়া, ঘন ঘন প্রসাব হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। এসব লক্ষণ সাধারণভাবে নেবেন না, কারণ এটি হতে পারে প্রোস্টেট ক্যানসারের লক্ষণ।

ঠান্ডা বা গলা ব্যথাঃ গলায়, বগলসহ শরীরের বেশ কয়েকটি স্থানে শিমের বীজের মতো গ্রন্থি থাকে। যখন এসব গ্রন্থি কোনো কারণে ফুলে ওঠে তখন আপনি ঠান্ডা বা গলা ব্যথায় ভুগতে পারেন। কিছু ক্যানসার যেমন লিম্ফোমা ও লিউকেমিয়ার ক্ষেত্রেও এ ধরনের ফোলাভাব হতে পারে।

অণ্ডকোষে মাংসপিণ্ডঃ পুরুষরা যদি অণ্ডকোষের মধ্যে ফোলাভাব দেখতে পান তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। অণ্ডকোষে ব্যথাহীন ফোলাভাব বা মাংসপিণ্ডও কিন্তু টেস্টিকুলার ক্যানসারের সবচেয়ে সাধারণ লক্ষণ।

গিলতে কষ্ট হওয়াঃ সাধারণত ঠান্ডা, গ্যাস্ট্রিকের সমস্যা বা ওষুধ খাওয়ার সময় গিলতে কষ্ট হতে পারে। তবে সব সময়ই যদি গিলতে অসুবিধা বা কষ্ট হয় তাহলে কণ্ঠনালির ক্যানসারে ভুগতে পারেন। এক্ষেত্রে চিকিৎসক বেরিয়াম এক্স-রে করার পরামর্শ দেবেন।

মুখে ঘাঃ অনেকেরই মুখে সাদা, লাল দাগ বা ঘা হয়ে থাকে। যা সহজে সারতে চায় না। বিশেষ করে যদি আপনি ধূমপান করেন তাহলে এমন ঘা অবহেলা করবেন না। হতে পারে এটি মুখের ক্যানসারের লক্ষণ। একই সঙ্গে যদি চোয়াল নাড়তে সমস্যা হয় বা মুখে ব্যথা ও দুর্গন্ধ হয়ে থাকে তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ওজন কমে যাওয়াঃ হঠাৎ ওজন কমে যাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। এটি অগ্ন্যাশয়, পাকস্থলী, খাদ্যনালি, ফুসফুসসহ বিভিন্ন ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।

রক্তাক্ত মলঃ স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার ইঙ্গিত দেয় মলের সঙ্গে রক্ত বের হওয়ার লক্ষণ। হেমোরয়েড বা কোলন ক্যানসারের উপসর্গ হতে পারে রক্তাক্ত মল। একই সঙ্গে প্রস্রাবে রক্ত দেখা দেওয়া মূত্রনালির সংক্রমণ, কিডনি ও মূত্রাশয়ের ক্যানসারের কারণ হতে পারে।

জ্বরঃ শারীরিক বিভিন্ন অসুখের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা দেয় জ্বর। কিছু ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়াতেও এটি হতে পারে। তবে দীর্ঘদিন ধরে জ্বরে ভোগা রক্তের ক্যানসারের কারণ হতে পারে যেমন- লিউকেমিয়া বা লিম্ফোমা।

বদহজমঃ প্রায়ই কি আপনি বদহজমে ভুগছেন? এটি সাধারণ কোনো সমস্যা নয়। হতে পারে এটি পেটের ক্যানসারের লক্ষণ।

ক্লান্তিঃ অত্যাধিক ক্লান্তিও ক্যানসারের লক্ষণ হতে পারে। লিউকেমিয়ার মতো ক্যানসারের প্রাথমিক লক্ষণ হলো ক্লান্তি।
আবার কোলন বা পেটের ক্যানসারের রোগীরাও খুব ক্লান্ত বোধ করেন। তাই দীর্ঘদিন ধরে ক্লান্তিভাব পিছু না ছাড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

The post যেসব উপসর্গ হতে পারে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
সপ্তাহে ৫ ঘণ্টার শরীরচর্চায় কমতে পারে ক্যান্সার ঝুঁকি https://www.ulipur.com/?p=15622 Sat, 11 Dec 2021 16:23:58 +0000 https://www.ulipur.com/?p=15622 ।। লাইফস্টাইল ডেস্ক।। ক্যান্সারের ঝুঁকি কমানোর আর এক অন্যতম মাধ্যম হচ্ছে শরীরচর্চা। এর দ্বারা যেমন শারীরিক গঠন ও স্বাস্থ্য ঠিক রাখা যায় পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি কমে। সপ্তাহে মাত্র পাঁচ ঘণ্টা শরীরচর্চাই যথেষ্ট। এই মরণব্যাধি ও শরীরচর্চার মধ্যে কী ধরনের সম্পর্ক থাকতে পারে- তা নিয়ে গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। সায়েন্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, [...]

The post সপ্তাহে ৫ ঘণ্টার শরীরচর্চায় কমতে পারে ক্যান্সার ঝুঁকি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। লাইফস্টাইল ডেস্ক।।
ক্যান্সারের ঝুঁকি কমানোর আর এক অন্যতম মাধ্যম হচ্ছে শরীরচর্চা। এর দ্বারা যেমন শারীরিক গঠন ও স্বাস্থ্য ঠিক রাখা যায় পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি কমে। সপ্তাহে মাত্র পাঁচ ঘণ্টা শরীরচর্চাই যথেষ্ট। এই মরণব্যাধি ও শরীরচর্চার মধ্যে কী ধরনের সম্পর্ক থাকতে পারে- তা নিয়ে গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।

সায়েন্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ক্যান্সারের উপর একটি গবেষণা করা হয়েছিলো আমেরিকান ক্যান্সার সোসাইটির ডিপার্টমেন্ট অব সার্ভিলেন্স অ্যান্ড হেলথ ইকুইটি সায়েন্সের অধীনে। এতে নেতৃত্ব দিয়েছেন সংস্থাটির বিশেষজ্ঞ আদেয়ার মিনিহান। এক্ষেত্রে ভৌগোলিকভাবে অনেক পার্থক্য থাকা যুক্তরাষ্ট্রের দুটি অঞ্চলের ক্যান্সার রোগীদের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

২০১২ থেকে ২০১৬ সালের ক্যান্সার রোগীদের তথ্য বিশ্নেষণ করে সবচেয়ে বেশি ক্যান্সার রোগী শনাক্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য মিসিসিপি, কেন্টাকি, টেনেসি, লুইজিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়ায়।

অন্যদিকে কম রোগী পাওয়া গেছে উত্তরের পার্বত্য অঞ্চল ওয়াইয়োমিং, ওয়াশিংটন, উইসকনসিন, ইউটা ও মনটেনা রাজ্যে। এর প্রধান কারণও শারীরিক পরিশ্রম। কেন্টাকির অধিবাসীদের মধ্যে বার্ষিক ক্যান্সার শনাক্তের হার ৩ দশমিক ৭ শতাংশ হলেও পার্বত্য অঞ্চল ইউটার হার ২ দশমিক ৩ শতাংশ। দেশটির উত্তরাঞ্চলের মানুষ পরিশ্রম বেশি করে। তাই ক্যান্সারের ঝুঁকি কমাতে শরীর চর্চা ও বেশি পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

The post সপ্তাহে ৫ ঘণ্টার শরীরচর্চায় কমতে পারে ক্যান্সার ঝুঁকি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
লেবুর খোসা খেলে ক্যান্সার সেল জন্মানোর সম্ভাবনা কমে https://www.ulipur.com/?p=4758 Mon, 13 Nov 2017 11:34:25 +0000 http://www.ulipur.com/?p=4758 দৈনন্দিন জীবনে রোজই আমরা লেবু ব্যবহার করে থাকি। রস বের করে নেওয়ার পর খোসা ফেলে দিই। তবে পুষ্টিবিদরা বলছেন, লেবুর খোসার রয়েছে বিশেষ গুণ। তাই না ফেলাই ভালো। এক. লেবুর খোসা ক্যানসার দূরে রাখে। খোসায় উপস্থিত স্যালভেসস্ট্রল কিউ ৪০ এবং লিমোনেন্স নামে দুটি উপাদান ক্যানসার সেলের ধ্বংসে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে নিয়মিত লেবুর [...]

The post লেবুর খোসা খেলে ক্যান্সার সেল জন্মানোর সম্ভাবনা কমে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
দৈনন্দিন জীবনে রোজই আমরা লেবু ব্যবহার করে থাকি। রস বের করে নেওয়ার পর খোসা ফেলে দিই। তবে পুষ্টিবিদরা বলছেন, লেবুর খোসার রয়েছে বিশেষ গুণ। তাই না ফেলাই ভালো।

এক. লেবুর খোসা ক্যানসার দূরে রাখে। খোসায় উপস্থিত স্যালভেসস্ট্রল কিউ ৪০ এবং লিমোনেন্স নামে দুটি উপাদান ক্যানসার সেলের ধ্বংসে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে নিয়মিত লেবুর খোসা খেলে শরীরের ভেতরে ক্যানসার সেল জন্ম নেওয়ার সম্ভাবনা কমে যায়।

দুই. প্রচুর মাত্রায় ভিটামিন সি এবং ক্যালসিয়াম থাকার কারণে লেবুর খোসা খেলে হাড় মজবুত হয়। পলিআর্থারাইটিস, অস্টিওপরোসিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে।

তিন. নিয়মিত লেবুর খোসা ব্যবহার করলে দাঁত ও মাড়ির রোগের সম্ভাবনা থাকে না।

চার. লেবুর খোসায় থাকে পেকটিন। অতিরিক্ত চর্বি কমাতে পেকটিনের জুড়ি নেই।

পাঁচ. লেবুর খোসায় পলিফেনল নামে একটি উপাদান আছে, যা শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা কমায়। অন্যদিকে লেবুর পটাশিয়াম ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখে।

সুত্র:বৈশাখী টিভি,১৩ নভেম্বর ২০১৭

The post লেবুর খোসা খেলে ক্যান্সার সেল জন্মানোর সম্ভাবনা কমে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>