ক্রিকেট Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ক্রিকেট কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Fri, 20 Sep 2019 17:33:46 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png ক্রিকেট Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ক্রিকেট 32 32 ‘দেশের হয়ে খেলা সত্যি অনেক বেশি ভালো লাগার’ https://www.ulipur.com/?p=9106 Fri, 20 Sep 2019 16:31:52 +0000 https://www.ulipur.com/?p=9106 || আতিক মেসবাহ লগ্ন || তানজিম হাসান সাকিব। সদ্য যুব এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের এই তরুণ অলরাউন্ডার দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন। শেষ পর্যন্ত তীরে গিয়ে তরী ডুবলেও জয় করে নিয়েছেন হাজারো ভক্তের মন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপে দেশের হয়ে অসাধারণ খেলা এই অলরাউন্ডারের সাক্ষাতকার নিয়েছেন আতিক মেসবাহ্ লগ্ন। জেনেছেন শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তের [...]

The post ‘দেশের হয়ে খেলা সত্যি অনেক বেশি ভালো লাগার’ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তানজিম হাসান সাকিব। সদ্য যুব এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের এই তরুণ অলরাউন্ডার দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন। শেষ পর্যন্ত তীরে গিয়ে তরী ডুবলেও জয় করে নিয়েছেন হাজারো ভক্তের মন।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপে দেশের হয়ে অসাধারণ খেলা এই অলরাউন্ডারের সাক্ষাতকার নিয়েছেন আতিক মেসবাহ্ লগ্ন। জেনেছেন শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তের অজানা সব গল্প।

★ আবারও ভারতের কাছে খুব দুঃখজনক হার! প্রতিক্রিয়াটা কেমন?

সাকিবঃ সবার যেমন খারাপ লাগে, তার থেকে বেশি খারাপ লাগে আমাদেরই। জয়ের খুব কাছে ছিলাম। প্রথম ইনিংসের পর ভাবতে পারিনি এমনটা হবে।

★ ভারত বলেই কি এভাবে হেরে যাওয়া?

সাকিবঃ আসলে তেমনটা না। হতে পারে ভাগ্য সহায় ছিলো না। আমরা শতভাগ আত্মবিশ্বাস নিয়েই ব্যাট করতে নেমেছিলাম।

★ দেশের হয়ে খেলতে নামা, অনুভূতিটা কেমন?

সাকিবঃ আসলে দেশের হয়ে খেলতে নামলে এমনিতেই যে প্রেষণা কাজ করে, লীগে তেমনটা কাজ করে না। দেশের হয়ে খেলা সত্যি অনেক বেশি ভালো লাগার।

★ ম্যাচে ভারতকে কতো রানে সামলানোর টার্গেট ছিল?

সাকিবঃ গেম প্লান শুধু এটা ছিল যে আমরা ভালো জায়গায় বল করব। তাতে যতো তাড়াতাড়ি আটকানো যায়। আমরা সেভাবে বলও করেছিলাম, সফলও হয়েছিলাম।

★ ব্যাটিং এ কোচের নির্দেশনা কেমন ছিলো?

সাকিবঃ স্যার(রিচার্ড স্টোনার) আমাদেরকে ন্যাচারাল রোলটা প্লে করতে বলেছিলেন। রান কম বলে খুব ডিফেন্স বা তাড়াহুড়া একটাও করতে বলেনি। কিন্তু প্রথমে চারটা উইকেট(১৬ রানে) পড়ে যাওয়ার পর আমরা ব্যাকফুটে চলে যাই। আর তামিম ভাইয়ের উইকেট নিয়ে আমাদের সন্দেহ আছে।

★ শুধু কি তামিম,আপনার নিজেরটা?

সাকিবঃ আমারটা তো ব্যাটে লেগেছিলো। জয় থেকে মাত্র ছয় রান দূরে ছিলাম। আমরা ব্যাটে লাগার শব্দও ছিলো। কিন্তু আম্পায়ার এলবিডব্লিউ আউট দিয়ে দেয়। ওটাই ছিলো ভারতের টার্নিং পয়েন্ট।

★ আশির নিচেই আট ব্যাটসম্যান সাজঘরে, কিন্তু আপনাকে বেশ সাবলীল লাগছিল। রহস্য কি?

সাকিবঃ (হাসি) আসলে রান খুব কম লাগতো। আর আমি খুব সাবধানী শট খেলছিলাম। আমার টার্গেট ছিলো আমি কোনো রিস্কি শট খেলব না। ফ্লোরিং শট খেলার মাধ্যমে যতো কাছাকাছি নিয়ে আসা যায় ম্যাচটাকে। রাকিব ভাইকে (রাকিবুল হাসান) বলেছিলাম “তুমি উইকেটে থাকো, আমরা রিস্ক নিবো না”। কিন্তু শেষমেশ হয়ে উঠল না।

★ বৃষ্টি কি কোনো প্রভাব ফেলেছিলো?

সাকিবঃ আসলে তেমন প্রভাব ফেলেনি। তবে আমরা যে ফ্লো-তে ক্রিকেট খেলি, বৃষ্টিতে খেলা বন্ধ হলে তো মনোযোগ এ ঘাটতি হয়েই যায় এইটুকুই।

★ খেলা লাইভ সম্প্রচার ছিলো। টিভি বা অনলাইনে আপনাকে মানুষ দেখছে, নার্ভাস ছিলেন?
সাকিবঃ আমি ভুলেই গিয়েছিলাম, খেলা লাইভ সম্প্রচার হচ্ছে। আমি স্বাভাবিকভাবেই খেলে গেছি। আমার মাথায় ছিল ম্যাচ জিতাতে হবে। আমার মনে হচ্ছিলো ওরা আমাকে আউট করিতে পারবে না।

★ আউট হওয়ার সময় শাহীন আলমকে কোন পরামর্শ দিয়েছিলেন?
সাকিবঃ হ্যা, আমি ওকে বলেছিলাম তিনটা বল ডিফেন্স করে রাকিব ভাইকে স্ট্রাইক দিতে।

★ পিচ থেকে কি আলাদা কোন সুবিধা পাচ্ছিলো বোলাররা?
সাকিবঃহ্যা।কিছুটা বাউন্সি পিচের মতই ছিলো। আবার কোথাও পড়লে হালকা স্লো হচ্ছিলো। যাই হোক ভাগ্য আমাদের পক্ষে ছিলো না। কোচের কাছেও সান্ত্বনা পেয়েছি।

★ সব মিলিয়ে ম্যাচটাকে কিভাবে দেখবেন?
সাকিবঃ ভুল থেকেই মানুষ শেখে। ম্যাচ শেষে কোচের কাছেও সান্ত্বনা পেয়েছি।

★ সামনে সাফল্য পাবেন ইনশাআল্লাহ। একটা ভিন্ন প্রশ্ন করি। আলাদীন এর দৈত্যর কাছে তিনটি চাওয়া?
সাকিবঃ যানজটমুক্ত বাংলাদেশ, আকাশে উড়তে চাই, আর সুন্দর একটা দেশ।

★ সেকি! ক্রিকেট নিয়ে কিছু চাইলেন না?
সাকিবঃ (হাসি) আসলে ক্রিকেট নিয়ে কিছু চাইবো না। হার্ডওয়ার্ক দিয়েই সব অর্জন করতে চাই।

★ ক্রিকেটে আইডল কে?
সাকিবঃ দেশে হলে মুশফিকুর রহিম ভাই। আর দেশের বাইরে ডেইল স্টেইন।

★ কতোদুর যাবার স্বপ্ন দেখেন?
সাকিবঃ জাতীয় দলে খেলতে চাই। ও বিশ্বকাপ জিততে চাই বাংলাদেশের হয়ে।

★ সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
সাকিবঃ আপনাকে এবং উলিপুর ডট কমকেও ধন্যবাদ।

The post ‘দেশের হয়ে খেলা সত্যি অনেক বেশি ভালো লাগার’ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শ্রীলংকায় শাহিন আলমের বোলিং তোপে স্বস্তিতে বাংলাদেশ https://www.ulipur.com/?p=7174 Tue, 23 Oct 2018 16:47:34 +0000 https://www.ulipur.com/?p=7174 নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বিপক্ষে পেসার শাহিন আলমের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে স্বস্তিতে সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ও সিরিজ নির্ধারণী শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তের পর শুরু থেকেই সফরকারী বোলারদের বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিকরা। প্রথম পাঁচ ওভারে স্কোরবোর্ডে কোনো রান [...]

The post শ্রীলংকায় শাহিন আলমের বোলিং তোপে স্বস্তিতে বাংলাদেশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বিপক্ষে পেসার শাহিন আলমের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে স্বস্তিতে সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ও সিরিজ নির্ধারণী শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তের পর শুরু থেকেই সফরকারী বোলারদের বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিকরা। প্রথম পাঁচ ওভারে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতে পারার চাপে ইনিংসের ষষ্ঠ ওভারে এসে দলীয় শূন্য রানে নিপুন পেরেরার উইকেট হারায় স্বাগতিকরা।

উলিপুরের সন্তান শাহিন আলমের শুরুর আঘাতের পর প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে আসেন নভোদ পারানাভিথানা ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কামিল মিশ্র। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১২২ রান।

ক্রমশ যখন এ উইকেট জুটি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করার পথে তখন আক্রমণে এসে ৫২ রান করা মিশ্রকে লেগ-বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন আগের ম্যাচের সফল বোলার রাকিবুল হাসান। এরপর আক্রমণে এসে ৭৯ রান করা পারনাভিথানাকে অধিনায়ক তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ বানিয়ে লঙ্কানদের খেলার ছন্দপতন ঘটান শাহিন।

দলীয় ১৪২ রানে তৃতীয় উইকেট পতনের পর ম্যাচে শুরু হয় সফরকারী বোলারদের দাপট। শাহিন-মৃত্যুঞ্জয়দের অগ্নিঝরা বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে স্কোরবোর্ডে আরও ৫৩ রান যোগ করতে ৬ উইকেট হারালে দলীয় ১৯৫ রানে ৯ উইকেট হারিয়ে বসে লঙ্কান যুবারা।

দিনের শেষ দিকে এসে নভীন ফার্নান্দো ও রোহান সাজনজায়ার ব্যাটে চড়ে প্রথম দিনে অল-আউট হওয়া থেকে রক্ষা মেলে স্বাগতিকদের। এর ফলে স্কোরবোর্ডে ৯ উইকেটে ২১৯ রান যোগ করে প্রথম দিনের খেলা শেষ করে তারা। ১৯ রান নিয়ে ফার্নান্দো ও ৮ রানে অপরাজিত থাকা সানজয়া আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে।

সফরকারী বোলারদের মধ্যে ১৪ ওভার বল করে মাত্র ৩৭ রান খরচায় ৪ মেডেনসহ সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেছেন শাহিন আলম। তাছাড়া মৃত্যুঞ্জয় দুটি, রাকিবুল ও রিশাদ যথাক্রমে একটি করে উইকেট লাভ করেছেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-
দ্বিতীয় চারদিনের ম্যাচ, প্রথম দিনশেষে;

শ্রীলঙ্কা অ.১৯ দল: প্রথম ইনিংসে ২১৯/৯ (৯০ ওভার)
পারানাভিথানা ৭৯, মিশ্র ৫২; শাহিন ১৪-৪-৩৭-৫, মৃত্যুঞ্জয় ২৪-৬-৪৫-২, রাকিবুল ২১-৬-৩৭-১, রিশাদ ১৫-২-৫০-১।

সুত্রঃ bdcrictime

The post শ্রীলংকায় শাহিন আলমের বোলিং তোপে স্বস্তিতে বাংলাদেশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন https://www.ulipur.com/?p=7129 Mon, 15 Oct 2018 11:53:41 +0000 https://www.ulipur.com/?p=7129 আব্দুল মালেকঃ উলিপুর ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর ২০১৮) দুপুরে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও রাশেদ ফউন্ডেশন কুড়িগ্রামের সহযোগীতায় স্টেডিয়াম মাঠে উদ্বোধনী খেলায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার প্রমুখ। এ সময় [...]

The post উলিপুর ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
উলিপুর ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর ২০১৮) দুপুরে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও রাশেদ ফউন্ডেশন কুড়িগ্রামের সহযোগীতায় স্টেডিয়াম মাঠে উদ্বোধনী খেলায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দৈনিক যুগের আলোর উপজেলা প্রতিনিধি খালেক পারভেজ লালুসহ বিভিন্ন স্তরের মানুষজন। উদ্বোধনী খেলায় ৭১ রাইডার্স ৬ উইকেটে স্বপ্ন ধারা রাইডার্সকে পরাজিত করে।

The post উলিপুর ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শ্রীলঙ্কা সফরের অনূর্ধ্ব-১৯ দলে উলিপুরের শাহিন আলম https://www.ulipur.com/?p=7112 Sun, 14 Oct 2018 10:01:28 +0000 https://www.ulipur.com/?p=7112 নিউজ ডেস্কঃ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যমুনা পাইকপাড়া গ্রামের মোঃ শাহিন আলম খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে। গতকাল ১৩ই অক্টোবর ৫টি ওয়ানডে ও ২টি চারদিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা পৌঁছেছে সে। ১৭ অক্টোবর শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ২৩ অক্টোবর শুরু দ্বিতীয় ও শেষটি। ৩০ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। পরের ৪টি ওয়ানডে হবে যথাক্রমে [...]

The post শ্রীলঙ্কা সফরের অনূর্ধ্ব-১৯ দলে উলিপুরের শাহিন আলম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যমুনা পাইকপাড়া গ্রামের মোঃ শাহিন আলম খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে। গতকাল ১৩ই অক্টোবর ৫টি ওয়ানডে ও ২টি চারদিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা পৌঁছেছে সে। ১৭ অক্টোবর শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ২৩ অক্টোবর শুরু দ্বিতীয় ও শেষটি। ৩০ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। পরের ৪টি ওয়ানডে হবে যথাক্রমে ১, ৩, ৬ ও ৯ নভেম্বর।

শাহিনের ক্রিকেটের অগ্রযাত্রা শুরু হয়েছিল কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম থেকে। বাবা মার একমাত্র ছেলে শাহিন। খুবই সাধারণ তাঁদের পরিবার। শাহিনের বাবার নাম মোঃ শাহাদাত হোসেন এবং মায়ের নাম মোছাঃ সতিনা বেগম। শাহিনের পরিবার পাইকপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। শাহিনের বাবা একজন কৃষক। কৃষক বাবা কখনো ভাবতেই পারেননি যে তার ছেলে একদিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলবে, তাও আবার শ্রীলঙ্কা গিয়ে। আনন্দে চোখে জল এসে যাচ্ছে শাহীনের মা-বাবার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: তৌহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সাজিদ হাসান, শামিম হোসেন, প্রান্তিক নওরোজ, অমিত হাসান, আকবর আলী, মিনহাজুর রহমান, রকিবুল হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, আসাদুল্লাহ হিল গালিব, শাহিন আলম।

স্ট্যান্ড বাই: প্রিতম কুমার, শাহাদাত হোসেন, অভিষেক দাস, তানজিম হাসান, মেহেদী হাসান।

The post শ্রীলঙ্কা সফরের অনূর্ধ্ব-১৯ দলে উলিপুরের শাহিন আলম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ধরণীবাড়ীর ক্রিকেট টুর্নামেন্টে খাসি পেল চ্যাম্পিয়ন দল https://www.ulipur.com/?p=5532 Sun, 11 Feb 2018 13:18:53 +0000 http://www.ulipur.com/?p=5532 জরীফ উদ্দীন: ধরণীবাড়ীতে টি-টুয়েলভ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ধরণীবাড়ী ক্লিনিক মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। রূপারখামার ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধরণীবাড়ী রাইজিং স্টার স্পোটিং ক্লাব। চ্যাম্পিয়ন দলকে একটি খাসি পুরস্কার দেয়া হয়। ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি উলিপুর উপজেলা শাখার [...]

The post ধরণীবাড়ীর ক্রিকেট টুর্নামেন্টে খাসি পেল চ্যাম্পিয়ন দল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীন:
ধরণীবাড়ীতে টি-টুয়েলভ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ধরণীবাড়ী ক্লিনিক মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। রূপারখামার ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধরণীবাড়ী রাইজিং স্টার স্পোটিং ক্লাব। চ্যাম্পিয়ন দলকে একটি খাসি পুরস্কার দেয়া হয়।

ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ডা. শাহজাহান আলী, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম শিপন, নাজমুল, ইমরান, মাহাবুর ও নুরহোসেন প্রমূখ।

উল্লেখ্য, ‘বন্ধু আড্ডা স্পোটিং ক্লাব’ আয়োজিত এ টুর্নামেন্ট গত ১ ফেব্রুয়ারি শুরু হয়।

The post ধরণীবাড়ীর ক্রিকেট টুর্নামেন্টে খাসি পেল চ্যাম্পিয়ন দল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ধরণীবাড়ীতে ‘টি-টুয়েলভ নাইট শো’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=5481 Sat, 03 Feb 2018 17:12:10 +0000 http://www.ulipur.com/?p=5481 জরীফ উদ্দীন: উলিপুরের ধরণীবাড়ী ইউনিয়নের ক্লিনিক চত্বরে ‘টি-টুয়েলভ নাইট শো’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় কেকতিরপাড় সরদার ক্রিকেট একাদশকে হারিয়ে ধরণীবাড়ী বাইশবন্ধু ক্রিকেট একাদশ জয়ী হয়। ধরণীবাড়ী প্রভাতী স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করেছে। সহকারী শিক্ষক সমিতি উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন [...]

The post ধরণীবাড়ীতে ‘টি-টুয়েলভ নাইট শো’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীন: উলিপুরের ধরণীবাড়ী ইউনিয়নের ক্লিনিক চত্বরে ‘টি-টুয়েলভ নাইট শো’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় কেকতিরপাড় সরদার ক্রিকেট একাদশকে হারিয়ে ধরণীবাড়ী বাইশবন্ধু ক্রিকেট একাদশ জয়ী হয়।

ধরণীবাড়ী প্রভাতী স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

সহকারী শিক্ষক সমিতি উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরণীবাড়ী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার সরকার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, তাঁতী লীগের কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উমর ফারুক চাঁদ ও ছাত্রলীগের ধরণীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

The post ধরণীবাড়ীতে ‘টি-টুয়েলভ নাইট শো’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>