চরাঞ্চল Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=চরাঞ্চল কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sun, 07 Apr 2024 10:20:21 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png চরাঞ্চল Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=চরাঞ্চল 32 32 নাগেশ্বরীর চরাঞ্চলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে শাড়ি বিতরণ https://www.ulipur.com/?p=31711 Sun, 07 Apr 2024 10:20:21 +0000 https://www.ulipur.com/?p=31711 ।। নিউজ ডেস্ক ।। রংপুরের বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক মোহাম্মদ তাজুল ইসলামের উদ্যোগে নাগেশ্বরীর বেরুবাড়ী ইউনিয়নের দুধকুমর নদীর চরাঞ্চলের ১২০০ অসহায় ও দুস্থ নারীদের ঈদ উপহার হিসাবে শাড়ি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রমোদা সুন্দরী সেন কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, ট্রেজারার রাশেদ মাহবুব রব্বান জুয়েল, চর সাজাই [...]

The post নাগেশ্বরীর চরাঞ্চলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে শাড়ি বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
রংপুরের বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক মোহাম্মদ তাজুল ইসলামের উদ্যোগে নাগেশ্বরীর বেরুবাড়ী ইউনিয়নের দুধকুমর নদীর চরাঞ্চলের ১২০০ অসহায় ও দুস্থ নারীদের ঈদ উপহার হিসাবে শাড়ি বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রমোদা সুন্দরী সেন কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, ট্রেজারার রাশেদ মাহবুব রব্বান জুয়েল, চর সাজাই কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি দিল আফরোজ বেগম প্রমুখ।

ঈদ উপলক্ষে তাজুল ইসলামের উদ্যোগে পর্যায়ক্রমে তিস্তার বিভিন্ন চরাঞ্চলে আরও ৩ হাজার শাড়ি বিতরণ করা হবে।

The post নাগেশ্বরীর চরাঞ্চলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে শাড়ি বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে চর সম্মেলন অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=30982 Tue, 05 Mar 2024 17:19:27 +0000 https://www.ulipur.com/?p=30982 ।। নিউজ ডেস্ক ।। উত্তরের নদ-নদীময় জেলা কুড়িগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো যুব নেতৃত্বের চর সম্মেলন-২০২৪। মঙ্গলবার (০৫ মার্চ) জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের চর ইয়ুথনেটে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং ইয়ুথনেট নামের পরিবেশ বিষয়ক যুব সংগঠনের আয়োজনে দিনব্যাপী এ চর সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা বলেন, বর্ধিত অভিযোজন অর্থায়নের জন্য আহ্বান জানান । যুব-নেতৃত্বাধীন চর সম্মেলনে [...]

The post কুড়িগ্রামে চর সম্মেলন অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উত্তরের নদ-নদীময় জেলা কুড়িগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো যুব নেতৃত্বের চর সম্মেলন-২০২৪। মঙ্গলবার (০৫ মার্চ) জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের চর ইয়ুথনেটে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং ইয়ুথনেট নামের পরিবেশ বিষয়ক যুব সংগঠনের আয়োজনে দিনব্যাপী এ চর সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তারা বলেন, বর্ধিত অভিযোজন অর্থায়নের জন্য আহ্বান জানান । যুব-নেতৃত্বাধীন চর সম্মেলনে স্থানীয়ভাবে নেতৃত্বাধীন অভিযোজন উদ্যোগ, বিশেষ করে ক্ষতি ও ক্ষয়ক্ষতির সঙ্গে ঝাঁপিয়ে পড়া চর সম্প্রদায়গুলিতে জোরদার করার জন্য প্রসারিত তহবিলের জরুরি পদক্ষেপ নেয়াসহ সম্মেলনটি চর সম্প্রদায়ের উপর জলবায়ু পরিবর্তনের গভীর প্রভাব মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

পাশাপাশি আগত অতিথিরা ও চরে উপস্থিত বাসিন্দারা স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য বর্ধিত অর্থায়নের সমালোচনা মূলক প্রয়োজনীয়তার দাবি তোলেন।

দাবিতে, ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলিতে অভিযোজন প্রচেষ্টার কার্যকারিতা সর্বাধিক করতে বিশেষ করে চর অঞ্চলে বসবাসকারীদের জন্য তহবিলের স্তর এবং প্রকৃত প্রয়োজনীয়তার মধ্যে উল্লেখযোগ্য বৈষম্যের উপর জোর দেয়া হয়। যেখানে বাংলাদেশ অভিযোজন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় তহবিলের মাত্র ৩% পেয়েছে। যদিও বাংলাদেশ সরকার তার বার্ষিক বাজেটের প্রায় ৭% জলবায়ু অভিযোজনে বরাদ্দ করে, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ উৎস থেকে, জাতীয় অভিযোজন পরিকল্পনায় উল্লিখিত পরিকল্পিত বৃদ্ধি ব্যয়ের সাতগুণ বৃদ্ধি বাধ্যতামূলক করে।

চর সম্মেলনের আহ্বায়ক সুজন মোহন্ত বলেন, ইউএডাপ্ট প্রকল্পের মাধ্যমে জলবায়ু অভিযোজনে বিশেষ করে চর এলাকায় যুবকদের ক্ষমতায়ন করাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। গত জুনে ঢাকায় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন এবং রাজ্যাভিষেক সংবর্ধনা অনুষ্ঠানের আয় থেকে অর্থায়ন করা, প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তরুণদের ক্ষমতায়নের জন্য ডিজাইন করা হয়েছে, বিশেষ করে চর অঞ্চলে, নদী অববাহিকায় গঠিত প্রাকৃতিক দ্বীপগুলির মানুষদের তাদের অধিকারের ন্যাযত্যা তুলে ধরতে এ সম্মেলনের আয়োজন করেছি।

ইয়ুথনেটের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান জানান, চর সম্মেলন থেকে স্থানীয় অভিযোজন, কৌশল এবং চ্যালেঞ্জের উপর সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গির উপর আমরা বেশি জোর দিচ্ছি। এ চর সম্মেলন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে সোচ্চার হতে ভূমিকা রাখবে। আমরা একটি চর ঘোষণাপত্র পাঠ করার মাধ্যমে সরকারের কাছে চরবাসীর দাবি-দাওয়া তুলে ধরার চেষ্টা করেছি।’

দিনব্যাপী এ সম্মেলনে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রহমান, সাংবাদিক সফিখান, ইয়ুথনেটের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান, সেভ দ্য চিলড্রেনের জলবায়ু বিশেষজ্ঞ ওবাইদুল ইসলাম প্রমুখ।

 

The post কুড়িগ্রামে চর সম্মেলন অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রাজিবপুরের চরাঞ্চলে সম্ভাবনার নতুন ফসল সূর্যমুখী https://www.ulipur.com/?p=30492 Wed, 14 Feb 2024 06:04:51 +0000 https://www.ulipur.com/?p=30492 ।। উপজেলা প্রতিনিধি ।। দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বিস্তৃর্ণ রাজিবপুরের চর এলাকার পতিত জমিতে প্রথম বারের মত সূর্যমুখী চাষ করে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন কৃষকরা। এতে একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আয় বাড়বে, অন্যদিকে অনাবাদি পতিত জমিকে কাজে লাগিয়ে লাভবান হবেন তারা। এছাড়াও পুষ্টিগুণ সম্পন্ন ভোজ্য তেলের চাহিদা পূরণ করবে কৃষকদের এই সূর্যমুখী [...]

The post রাজিবপুরের চরাঞ্চলে সম্ভাবনার নতুন ফসল সূর্যমুখী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বিস্তৃর্ণ রাজিবপুরের চর এলাকার পতিত জমিতে প্রথম বারের মত সূর্যমুখী চাষ করে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন কৃষকরা। এতে একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আয় বাড়বে, অন্যদিকে অনাবাদি পতিত জমিকে কাজে লাগিয়ে লাভবান হবেন তারা। এছাড়াও পুষ্টিগুণ সম্পন্ন ভোজ্য তেলের চাহিদা পূরণ করবে কৃষকদের এই সূর্যমুখী চাষ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজিবপুরের কোদালকাটি ইউনিয়নের চর সাজাই মন্ডলপাড়া এলাকায় ঘুরে দেখা গেছে, স্নিগ্ধ রোদ এবং ঝিরিঝিরি বাতাসে দুলছে দিগন্তজোড়া মাঠভরা সূর্যমুখী ফুল। এমন দৃশ্য চরাঞ্চলের মানুষ আগে কখনো দেখেনি। তাই বিকেল হলেই ফুল দেখতে অনেকেই ভিড় জমায় সূর্যমুখীর জমিগুলোতে। সূর্যমুখী ফুল অনেকেই মনে করে এটি শুধু ফুলই। আসলে ঠিক তা নয়, এই ফুল একটি অর্থকরী ফসল। পুষ্টিগুণ সম্পন্ন ভোজ্য তেলের কাঁচামাল। ভোজ্য তেলের চাহিদা পূরণের পাশাপাশি সূর্যমুখী সৌন্দর্য বাড়াচ্ছে চরাঞ্চলের। এতে নতুন স্বপ্ন বুনছেন সূর্যমুখী চাষিরা।

এ বছর এই প্রথম বারের মত রাজিবপুরের বিভিন্ন চরাঞ্চলের পতিত জমিতে পাইলট প্রকল্প হিসেবে ৩০ বিঘা জমিতে সূর্যমুখী চাষের জন্য কৃষি প্রণোদনা দিয়েছে রাজিবপুর কৃষি অফিস। সেই বীজ নিয়েই সূর্যমুখী চাষ করেছেন কৃষকরা। কিছুদিন পর ফুল কাটা শুরু করবেন চাষিরা। সূর্যমুখী স্বল্প মেয়াদি ফসল। খরচ ও পরিশ্রমের তুলনায় উৎপাদন ভালো। তাই এই ফুল চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মধ্যে।

এ বিষয়ে চর সাজাই দাখিল মাদ্রাসার শিক্ষক আমিনুর রহমান (সূর্যমুখী চাষী) জানান, “চরের পতিত জমিতে সূর্যমুখী চাষ করেছি। মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। রাজিবপুর কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় সূর্যমুখী সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছি। তাই আমি ১ একর জমিতে আবাদ করেছি। আশা করছি ভালো একটা লাভ পাবো। এ এলাকায় এটা প্রচলিত ফসল না, আমার ফসল দেখে সবাই আগ্রহী হবে। তাই আমি প্রথমেই শুরু করেছি, কৃষক ভাইয়েরা সবাই যাতে আগ্রহী হয়।”

সূর্যমুখী চাষিদের অনুপ্রেরণা ও পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আগামী বছর আবাদ বাড়াতে তাদের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন রাজিবপুর কৃষি কর্মকর্তারা। চলতি বছর ৩০ বিঘা জমিতে সূর্যমুখী চাষ হয়েছে রাজিবপুরের বিভিন্ন চরাঞ্চলে। আগামীতে দ্বিগুণ অথবা তারও বেশি চাষ হবে বলে আশা করছেন তারা।

স্থানীয় কৃষক এরশাদ আলী, আব্দুল মালেকসহ বেশ কয়েকজন জানান, “সূর্যমুখী এর আগে এই অঞ্চলে কেউ আবাদ করে নাই। অন্যান্য ফসলে যে পরিমাণ সার, কীটনাশক, পানি দেয়া হয় এ ফসলে তার অর্ধেক। আবার ফলন মনে হয় ভালো হবে। আমরাও সামনের বছর আবাদ করব।”

রাজিবপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন মিয়া জানান, “রাজিবপুর উপজেলায় এ বছর আমরা কৃষি প্রণোদনার আওতায় ৩০ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করিয়েছি। সূর্যমুখী সম্পর্কে অনেকেই মনে করেন ফুলের জন্য চাষ করা হয়। এটি একটি তেল জাতীয় পুষ্টিগুণ সম্পন্ন ফসল। আমাদের রাজিবপুর উপজেলার চরাঞ্চলের জন্য সূর্যমুখী চাষ ব্যাপক সম্ভাবনাময় ফসল। আমরা তাদের সাথে আছি, প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিচ্ছি। আগামীতে দ্বিগুণ বা তারও বেশি চাষ হবে বলে আমি মনে করি।

//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/ফেব্রুয়ারি/১৪/২৪

The post রাজিবপুরের চরাঞ্চলে সম্ভাবনার নতুন ফসল সূর্যমুখী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাকসবজি চাষে পাল্টে যাচ্ছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষদের জীবিকা https://www.ulipur.com/?p=28469 Thu, 23 Nov 2023 14:01:02 +0000 https://www.ulipur.com/?p=28469 ।। নিউজ ডেস্ক ।। ১৬ নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় প্রতিবছর বন্যা আর ভাঙনের কবলে পড়ে অসংখ্য পরিবার গৃহহীন হয়। বিনষ্ট হয় চরের মানুষের কৃষি ফসল। ফলে ক্ষতিগ্রস্ত হয় কৃষিনির্ভর পরিবারগুলো। যার কারণে তারা এখন উন্নত পদ্ধতিতে করছেন চাষাবাদ। জেলার বিভিন্ন চরাঞ্চলে সমন্বিতভাবে শাকসবজি চাষে পাল্টে যাচ্ছে নদ-নদীর তীরবর্তী চরের মানুষের জীবন-জীবিকা। বন্যাকালীন সময়েও যাতে সবজি [...]

The post শাকসবজি চাষে পাল্টে যাচ্ছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষদের জীবিকা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
১৬ নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় প্রতিবছর বন্যা আর ভাঙনের কবলে পড়ে অসংখ্য পরিবার গৃহহীন হয়। বিনষ্ট হয় চরের মানুষের কৃষি ফসল। ফলে ক্ষতিগ্রস্ত হয় কৃষিনির্ভর পরিবারগুলো। যার কারণে তারা এখন উন্নত পদ্ধতিতে করছেন চাষাবাদ।

জেলার বিভিন্ন চরাঞ্চলে সমন্বিতভাবে শাকসবজি চাষে পাল্টে যাচ্ছে নদ-নদীর তীরবর্তী চরের মানুষের জীবন-জীবিকা। বন্যাকালীন সময়েও যাতে সবজি উৎপাদন অব্যাহত থাকে এজন্য কমিউনিটি ভিত্তিক সবজি ও বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, জেলায় শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার হেক্টর জমিতে। এখন পর্যন্ত অর্জিত হয়েছে প্রায় ৪ হাজার ১’শ হেক্টর জমিতে। এখনো শাকসবজি চাষ চলমান রয়েছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, চরাঞ্চলের মানুষের সমন্বিত কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রশিক্ষণসহ সবধরণের সহযোগিতা দেয়া হচ্ছে। উলিপুরের তেথরাই ইউনিয়নের গোড়াই পিয়ার কুমার পাড়া এলাকার সাফিউল ইসলাম একজন সমন্বিত শাকসবজি চাষী। তিনি মাত্র ৪ শতক জমিতে সমন্বিতভাবে শাক চাষ করে লাভবান হয়েছেন।

সামিউল ইসলাম বলেন, আমার ৪ শতক জমিতে গাছ লাগিয়েছি পাশাপাশি লাল শাক, কলমি শাক, মিষ্টি কুমড়া ও রসুন রোপন করেছি। এখানে লাল শাক রোপনে আমার মাত্র ১৫০ টাকা খরচ হয়েছে। এযাবৎ ১ হাজার টাকার শাক বিক্রি করেছি। আরও দেড় হাজার টাকার শাক বিক্রি করব বলে আশা করছি। এছাড়াও তো অন্যন্য শাক আছে। ঠিকমতো যদি শাকসবজি চাষ করা যায়, তাহলে অনেক লাভ।

একই এলাকার রহিমা বেগম বলেন, আমি আমার ৮ শতক জমিতে বিভিন্ন প্রকার শাক আবাদ করেছি। ফলন অনেক ভালো হয়েছে। আশা করছি ভালোই লাভবান হতে পারব।

The post শাকসবজি চাষে পাল্টে যাচ্ছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষদের জীবিকা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শরতের কাঁশফুলে সেজেছে চিলমারীর চরাঞ্চল https://www.ulipur.com/?p=27278 Fri, 06 Oct 2023 06:49:20 +0000 https://www.ulipur.com/?p=27278 ।। উপজেলা প্রতিনিধি ।। কখনো ভাঙন কখনো বন্যা কেড়ে নেয় চরাঞ্চলবাসীর স্বপ্ন। আবার সেই জেগে উঠা চরগুলো আশা জাগায় চরাঞ্চলবাসীর বুকে। সেই সাথে আশা, স্বপ্ন আর ভালোবাসার ছোঁয়া নিয়ে কাঁশফুলের চাদরে ঢেকেছে চিলমারী। সাদা ফুলে ফুলে সেজেছে চরাঞ্চল। নদীর বুকে জেগে উঠা খণ্ড খণ্ড চরে আপন মনে বেড়ে উঠছে কাঁশফুল। সাদা তুলোর মতো মেঘের সঙ্গে [...]

The post শরতের কাঁশফুলে সেজেছে চিলমারীর চরাঞ্চল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
কখনো ভাঙন কখনো বন্যা কেড়ে নেয় চরাঞ্চলবাসীর স্বপ্ন। আবার সেই জেগে উঠা চরগুলো আশা জাগায় চরাঞ্চলবাসীর বুকে। সেই সাথে আশা, স্বপ্ন আর ভালোবাসার ছোঁয়া নিয়ে কাঁশফুলের চাদরে ঢেকেছে চিলমারী। সাদা ফুলে ফুলে সেজেছে চরাঞ্চল। নদীর বুকে জেগে উঠা খণ্ড খণ্ড চরে আপন মনে বেড়ে উঠছে কাঁশফুল। সাদা তুলোর মতো মেঘের সঙ্গে কাঁশফুলের মৃদু বাতাসে ছড়ায় মুগ্ধতা। প্রতিদিন আনন্দ পেতে ছুটছে বিনোদন প্রেমীরা। কাটাচ্ছে সারাদিন কাঁশফুলের মনোরম পরিবেশে।

জানা গেছে, চিলমারীর একটি ভাঙন কবলিত এলাকায় প্রতি বছর ভাঙনে দিশেহারা হয়ে পড়ে মানুষ। এর পরেও চরাঞ্চল ছাড়তে চায়না বেশিরভাগ মানুষ। বন্যা আর ভাঙনের সাথে লড়াই করে বেঁচে থাকা মানুষগুলো বন্যার পর জেগে উঠা চরগুলোতে ফসল ফলিয়ে তোলে। দূর করে তাদের অভাব। কাঁশফুলের সন বিক্রি করে অনেকেই হয় লাভবান। চলছে এখন শরৎ, বন্যার পর জেগে উঠা চরগুলো এই সময় বিনোদন প্রেমীদের কাছে টানে। সেই সাথে চলতি মৌসুমে আনন্দ বাড়ায় কাঁশফুল। নদীর বুকে জেগে উঠা চরগুলো দূর থেকে দেখলে মনে হয় সাদা ফুলের চাদরে ঢেকে গেছে পুরো চর। সাদা ফুলে ফুলে যেন সাজিয়ে নিয়েছে নিজেদের। বাতাসে বাতাসে দুলতে দুলতে কাঁশফুলের সাদা বন ভ্রমণ পিয়াসু মানুষের আনন্দ বাড়িয়ে দেয়। ছড়ায় শুভ্রতা। সদ্য জেগে ওঠা চরে কাঁশফুল বাগানে প্রতিদিন শতশত বিনোদন প্রেমীরা ভিড় জমাচ্ছে আর আনন্দে মেতে উঠছে।

ঘুরতে আসা বিনোদন প্রেমী উল্লাস, সরোয়ার ও নুসরাত জাহানসহ অনেকের সাথে কথা হলে তারা বলেন, নদীতে ঘুরতে মজাই আলাদা। এর উপর নদীর তীরে জেগে ওঠা চরে কাঁশফুল মনে আনন্দ এনে দেয় এবং বারবার কাছে টানে।

এলাকার মাইদুল ও মাহফুজারসহ অনেকে বলেন, প্রতিদিন শতশত ছেলে, মেয়ে, মধ্যবয়স্কসহ বিভিন্ন বয়সী নারী, পুরুষ নৌকা নিয়ে ঘুরে বেড়ান, কাঁশফুল দেখতে এবং ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়ছে।

সন ব্যবসায়ী ইউছুফ আলী বলেন, প্রতি বছর চরে শতশত একর জমিতে কাঁশফুল ফোটে এর আগে জমিগুলো বর্গা নিয়ে আমরা দেখাশুনা করি এবং সময় মতো সন গুলো বিক্রি করে লাভবান হই। এছাড়াও এই সময় বেশকিছু মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়।

বেড়াতে আসা অনেকে বলেন, নৌ-ঘাট গুলোতে নেই নিরাপত্তার ব্যবস্থা ও চর গুলোতেও নেই কোন নিরাপত্তা। এছাড়াও নেই টয়লেট ব্যবস্থা। ফলে ঘুরতে আসা বিনোদন প্রেমীদের বিপাকে পড়তে হয়। কতিপয় যুবকদের দল বিভিন্ন ভাবে হয়রানি করে থাকেন বিনোদন প্রেমীদের। তারা আরও বলেন, নৌকা ভাড়ার নিদিষ্ট মূল্য না থাকায় যে যার মতো বেশি টাকা নিচ্ছে। বিনোদন প্রেমীরা ব্রহ্মপুত্রের ডানতীরে বিনোদন পার্ক নির্মাণের দাবি জানান।

চিলমারী মডেল থানা, বন্দর থানা ও ঢুষমারা থানা কর্তৃপক্ষ জানান, পুলিশ সবসময় জনকল্যাণসহ জন নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: রাফিউল আলম বলেন, নৌ-বন্দরে বিনোদন পার্কসহ বিভিন্ন স্থানে পার্কের বিষয়টি নিয়ে পরিকল্পনা করে কাজ করলে এগিয়ে যাবে উন্নয়ন।

//নিউজ/চিলমারী//সোহেল/অক্টেবর/০৬/২৩

The post শরতের কাঁশফুলে সেজেছে চিলমারীর চরাঞ্চল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে সীমান্তবর্তী চরাঞ্চল থেকে ৪৫ ভারতীয় মহিষ আটক https://www.ulipur.com/?p=26858 Mon, 18 Sep 2023 16:22:25 +0000 https://www.ulipur.com/?p=26858 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন চরাঞ্চলে অভিযান চালিয়ে ৪৫টি ভারতীয় মহিষ আটক করেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগা, মেকুরচর ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে এসব মহিষ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা বলে জানা গেছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে [...]

The post উলিপুরে সীমান্তবর্তী চরাঞ্চল থেকে ৪৫ ভারতীয় মহিষ আটক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন চরাঞ্চলে অভিযান চালিয়ে ৪৫টি ভারতীয় মহিষ আটক করেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগা, মেকুরচর ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে এসব মহিষ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা বলে জানা গেছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দইখাওয়ার চর বিওপি সীমান্ত দিয়ে ভারতীয় গবাদি পশু চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল অভিযান চালায়। অভিযানে দইখাওয়ার চর বিওপির সীমান্ত এলাকার মেইনপিলার ১০৪৭ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নদীর তীরবর্তী চরাঞ্চলে অবস্থান করা এসব মহিষ জব্দ করা হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল মোত্তাকিম বলেন, আটককৃত মহিষগুলো কাস্টমে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

//নিউজ//উলিপুর//মালেক/সেপ্টেম্বর/১৮/২৩

The post উলিপুরে সীমান্তবর্তী চরাঞ্চল থেকে ৪৫ ভারতীয় মহিষ আটক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীতে পানিবন্দী হচ্ছে নিম্নাঞ্চলের মানুষ, ভাঙনে ব্যাপক ক্ষতি https://www.ulipur.com/?p=25029 Fri, 23 Jun 2023 12:51:17 +0000 https://www.ulipur.com/?p=25029 ।। উপজেলা প্রতিনিধি ।।চিলমারীতে অব্যাহত রয়েছে পানি বৃদ্ধি, থাকছে থেকে থেকে বৃষ্টি সাথে উজানের ঢল পানিবন্দী হয়ে পড়ছে নিম্নাঞ্চলের মানুষ। পানি বৃদ্ধির সাথে বেড়েছে ভাঙনের তীব্রতা। গত ১ সপ্তাহে বড়ভিটা চরের শতাধিক বাড়িঘরসহ নয়ারহাট, অষ্টমীরচর, চিলমারী ইউনিয়নের প্রায় ১শত বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। নতুন করে প্রায় দুইশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ভাঙনের শিকার [...]

The post চিলমারীতে পানিবন্দী হচ্ছে নিম্নাঞ্চলের মানুষ, ভাঙনে ব্যাপক ক্ষতি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে অব্যাহত রয়েছে পানি বৃদ্ধি, থাকছে থেকে থেকে বৃষ্টি সাথে উজানের ঢল পানিবন্দী হয়ে পড়ছে নিম্নাঞ্চলের মানুষ। পানি বৃদ্ধির সাথে বেড়েছে ভাঙনের তীব্রতা। গত ১ সপ্তাহে বড়ভিটা চরের শতাধিক বাড়িঘরসহ নয়ারহাট, অষ্টমীরচর, চিলমারী ইউনিয়নের প্রায় ১শত বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। নতুন করে প্রায় দুইশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ভাঙনের শিকার পরিবার গুলো দিশাহারা হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া শুরু করেছে। ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় উপজেলা বিভিন্ন এলাকার প্রায় ৫হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইতি মধ্যে ভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।

জানা গেছে, পানি বাড়ার সাথে থেকে থেকে বৃষ্টি উজানের ঢলে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বড়ভিটা চরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এর ফলে গত ১ সপ্তাহে প্রায় শতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এর আগে আরো শতাধিক পরিবার ভাঙনের শিকার হয়ে হারিয়েছে তাদের ঘরবাড়ি।

এছাড়াও নয়ারহাট, অষ্টমীরচর ও চিলমারী ইউনিয়নের বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দেয়ায় বিভিন্ন স্থাপনাসহ প্রায় শতাধিক ঘরবাড়ি ভেঙে নিয়েছে ব্রহ্মপুত্র।

একদিকে বাড়িঘর হারিয়ে নিঃস্ব তার উপর বন্যার হানা বিপাকে পড়েছে শতশত পরিবার। ভাঙনের শিকার পরিবার গুলো কেউ খোলা আকাশের নিচে, কেউ অন্যের স্থানে আশ্রয় নিয়ে করছে মানবেতর জীবন যাপন। ভাঙনের শিকার পরিবার গুলো জানায়, জায়গাসহ বাড়িঘর নদীতে গেলে আর কি থাকে, হামরা এর স্থায়ী সমাধান চাই। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়ে বজড়াদিয়ার খাতা, চুড়–য়া পাড়া, বড়ভিটা, জোড়গাছ, রাজারভিটাসহ বিভিন্ন এলাকার প্রায় ৫হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বলেন, বড়ভিটা এলাকার ইতি মধ্যে ১ থেকে দেড়শত বাড়িঘর নদীতে ভেঙ্গে গেছে এবং গত ১ সপ্তাহে নতুন করে আরো প্রায় শতাধিক বাড়িঘর নদীতে বিলিন হয়েছে। তিনি আরো জানান, নদী ভাঙনের সাথে বন্যার থাবা অসহায় হয়ে পড়েছে পরিবার গুলো।

ইতি মধ্যে ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে অসহায় মানুষদের মাঝে ত্রান বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহববুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

//নিউজ/চিলমারী//সোহেল/জুন/২৩/২৩

The post চিলমারীতে পানিবন্দী হচ্ছে নিম্নাঞ্চলের মানুষ, ভাঙনে ব্যাপক ক্ষতি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নাগেশ্বরীতে বন্যায় ৪ ইউনিয়নের চরাঞ্চলীয় গ্রামগুলো প্লাবিত https://www.ulipur.com/?p=25015 Thu, 22 Jun 2023 17:02:23 +0000 https://www.ulipur.com/?p=25015 ।। উপজেলা প্রতিনিধি ।। নাগেশ্বরীতে বন্যায় ৪ ইউনিয়নের নদী অববাহিকার চরাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে এসব এলাকায় রাস্তা-ঘাট, বীজতলা, সবজি ও পাটক্ষেত। পানিবন্দি হয়ে পড়েছে দুই শতাধিক পরিবার। বৃহস্পতিবার (২২ জুন ) সরেজমিন বন্যার্ত এলাকা পরিদর্শনে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা হক। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। [...]

The post নাগেশ্বরীতে বন্যায় ৪ ইউনিয়নের চরাঞ্চলীয় গ্রামগুলো প্লাবিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
নাগেশ্বরীতে বন্যায় ৪ ইউনিয়নের নদী অববাহিকার চরাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে এসব এলাকায় রাস্তা-ঘাট, বীজতলা, সবজি ও পাটক্ষেত। পানিবন্দি হয়ে পড়েছে দুই শতাধিক পরিবার। বৃহস্পতিবার (২২ জুন ) সরেজমিন বন্যার্ত এলাকা পরিদর্শনে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা হক।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। অপরদিকে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে গতকাল রাতে পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল থেকে পানি কমতে শুরু করেছে। সকাল নয়টায় পানি কমে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম জানান, গতকাল বুধবার (২১ জুন) থেকে তুলনামুলক কম বৃষ্টি হওয়ায় তেমন পানি বাড়েনি। ফলে বন্যা পরিস্থিতি সহনশীল পর্যায়ে রয়েছে। তার আগেই প্লাবিত হয়েছে নারায়নপুর, বল্লভেরখাস, নুনখাওয়ার নদী অববাহিকার কয়েকটি চরাঞ্চলীয় গ্রাম। বাঁধ ভেঙ্গে প্লাবিত বামনডাঙ্গার চরাঞ্চলীয় এলাকাসহ বেশকিছু পাড়া। কিছু বাড়ি-ঘরে প্রবেশ করেছে। কোথাও বাড়ি-ঘরের উঠোন পর্যন্ত চলে এসেছে পানি। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, রোপা আমন বীজতলা, সবজি ও পাটক্ষেত। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই শতাধিক পরিবার। আমরা এখনো বানভাসিদের জন্য কোন বরাদ্ধ পাইনি। পেলে বিতরণ করা হবে। তবে ভিজিএফ কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের বন্যা দুর্গতদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে ভিজিএফ চাল বিতরণ করতে বলা হয়েছে।

বামনডাঙার পাটেশ্বরীর মোজাম্মেল হক, সেনপাড়ার হরিদাস বলেন, বুধবার দুধকুমার নদের পানির তোড়ে তেলিয়ানীতে বাঁধ ভেঙে কয়েকটি গ্রামে পানি প্রবেশ করছে। এসব এলাকার কিছু বাড়ি ঘরে পানি ঢুকতে শুরু করছে। তলিয়ে গেছে ফসলী জমি, সবজি ক্ষেত। পুকুর তলিয়ে মাছ চাষিদের ক্ষতি হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ২২ ও ২৩ শে জুন দুদিন জেলার নদ নদীতে পানি বৃদ্ধি হবে। এতে করে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে। তবে বড় ধরনের কোন বন্যা হবে না। কেননা মধ্যস্থল উচু হওয়ায় উজানের ঢল এসে দ্রুত নেমে যাবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। এছাড়া জনগণের দূর্ভোগ কমাতে সব উপজেলার ইউএনও এবং ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ৫৪১ মেট্রিক টন চাল, নগদ ১০ লাখ ২১ হাজার টাকা ও শুকনো খাবার মজুদ রয়েছে।

//নিউজ/নাগেশ্বরী//বিল্টু/জুন/২২/২৩

The post নাগেশ্বরীতে বন্যায় ৪ ইউনিয়নের চরাঞ্চলীয় গ্রামগুলো প্লাবিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফুলবাড়ীতে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস পালন https://www.ulipur.com/?p=24054 Sun, 07 May 2023 13:48:02 +0000 https://www.ulipur.com/?p=24054 ।। উপজেলা প্রতিনিধি ।। ফুলবাড়ীতে ভুট্টারাজ পি-৯৫ এর আয়োজনে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মে) দুপুরে নাওডাঙ্গা ইউনিয়নের ধরলা নদীর তীরবর্তী প্রত্যান্ত চরাঞ্চল চর গোরকমন্ডল এলাকায় দেড় শতাধিক ভুট্টাচাষীকে নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভুট্টারাজ পি-৯৫ জাত সরবরাহকারী প্রতিষ্ঠান পিওর এগ্রো সায়েন্স -ঢাকা এর সত্তাধিকারী প্রভাষক মিজানুর রহমানের সভাপতিত্বে [...]

The post ফুলবাড়ীতে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস পালন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
ফুলবাড়ীতে ভুট্টারাজ পি-৯৫ এর আয়োজনে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মে) দুপুরে নাওডাঙ্গা ইউনিয়নের ধরলা নদীর তীরবর্তী প্রত্যান্ত চরাঞ্চল চর গোরকমন্ডল এলাকায় দেড় শতাধিক ভুট্টাচাষীকে নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভুট্টারাজ পি-৯৫ জাত সরবরাহকারী প্রতিষ্ঠান পিওর এগ্রো সায়েন্স -ঢাকা এর সত্তাধিকারী প্রভাষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলার বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ শামসুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।

এসময় স্থানীয় কৃষক বদিউজ্জামান বলেন, আমি দীর্ঘ পনের বছর ধরে নিয়মিত ভুট্টা চাষ করি। ভুট্টারাজ পি-৯৫ জাত এবছর প্রথম চাষ করেছি। ফসল ঘরে তোলার পর দেখলাম অন্যান্য বছরের তুলনায় এবছর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রতি বিঘায় ৫-৬ মণ বেশি উৎপাদন হয়েছে।

এছাড়াও সার-বীজ-কীটনাশক বিক্রেতা রফিকুল ইসলাম, স্থানীয় কৃষক কোরবান আলী, আছর উদ্দিন, আসাদুল, জোতইন্দ্র নারায়ন গ্রামের কৃষক কোরবান আলী সহ আরো অনেকে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

//নিউজ/ফুলবাড়ী//নূর-নবী/মে/০৭/২৩

The post ফুলবাড়ীতে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস পালন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বেসরকারি সহযোগিতায় কুড়িগ্রামের চরবাসীদের বন্যার আগাম প্রস্তুতি গ্রহণ https://www.ulipur.com/?p=22265 Mon, 06 Feb 2023 08:32:20 +0000 https://www.ulipur.com/?p=22265 ।। নিউজ ডেস্ক ।।প্রতি বছরে বন্যায় ভোগান্তিতে পরে কুড়িগ্রামের চরবাসীরা। এবার বন্যার পূর্বেই বেসরকারি সহযোগিতায় বসতভিটা উঁচু করতে পেরে খুশি কুড়িগ্রামের ব্রহ্মপূত্র চর বেষ্টিত ১০৫টি পরিবার। বন্যাকালীন সময় সঞ্চিত সম্পদ, শাক-সবজি, হাঁস-মুরগী-গরু-ছাগল নিয়ে শংকায় এতদিন কাটছিল তাদের দিন। এবার বন্যা সীমার উপরে মাটি কেটে দেয়ায় খুশি ও স্বস্থিতে রয়েছে এসব পরিবার। আগামি বন্যায় তাদেরকে আর [...]

The post বেসরকারি সহযোগিতায় কুড়িগ্রামের চরবাসীদের বন্যার আগাম প্রস্তুতি গ্রহণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
প্রতি বছরে বন্যায় ভোগান্তিতে পরে কুড়িগ্রামের চরবাসীরা। এবার বন্যার পূর্বেই বেসরকারি সহযোগিতায় বসতভিটা উঁচু করতে পেরে খুশি কুড়িগ্রামের ব্রহ্মপূত্র চর বেষ্টিত ১০৫টি পরিবার। বন্যাকালীন সময় সঞ্চিত সম্পদ, শাক-সবজি, হাঁস-মুরগী-গরু-ছাগল নিয়ে শংকায় এতদিন কাটছিল তাদের দিন। এবার বন্যা সীমার উপরে মাটি কেটে দেয়ায় খুশি ও স্বস্থিতে রয়েছে এসব পরিবার। আগামি বন্যায় তাদেরকে আর শংকায় দিন কাটাতে হবে না। স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ’র ট্রান্সবাউন্ডারী ফ্লাড রেজিলেন্স প্রকল্প কার্যক্রমটি বাস্তবায়ন করছে।

ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারসহ রয়েছে ১৬টি নদ-নদী কুড়িগ্রাম জেলায় জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব নদ-নদীতে সাড়ে ৪শতাধিক চর ও দ্বীপচরসহ প্রায় ৫লক্ষ মানুষের বসবাস। প্রতিবছর বন্যা আসলেই বাড়ীঘর ছেড়ে তাদেরকে কোন উঁচু এলাকায় পরিবার ও সম্পদ নিয়ে স্থানান্তরিত হতে হয়। এসময় হাঁস-মুরগী, সবজি বাগানসহ বিভিন্ন সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হয়। চলতি বছর বেসরকারি প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ’র ট্রান্সবাউন্ডারী ফ্লাড রেজিলেন্স প্রকল্প ব্রহ্মপূত্র নদের বিভিন্ন চরাঞ্চলে বেসরকারিভাবে বিন্যামূল্যে ১০৫টি বসতবাড়ী উঁচু করে দিয়েছে। এরফলে এবার বড় বন্যা হলেও আর এসব বাড়ীতে পানি উঠবে না। তাদেরকে আর বাড়ীঘর ছেড়ে দূরে কোথাও যেতে হবে না। এবছর বাড়ীতেই পরিবার নিয়ে নিজস্ব সম্পদসহ নির্ভাবনায় থাকতে পারবে তারা। বাড়ীর উঠোনে চাষাবাদ করতে পারবে সবজি ও ফলমুলের। এছাড়াও বাড়ীর অভিভাবকরা পরিবার রেখে নিশ্চিন্তে জেলার বাইরে কাজ করতে যেতে পারবে। তবে যাদের বাড়ী উঁচু করা হয়নি এমন দরিদ্র পরিবারগুলোর দাবী তাদের বসতবাড়ীগুলো উঁচু করে দিলে তারাও স্বস্তিতে থাকতে পারতো।

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চর দাগারকুটি চরের জামেনা বেগম জানান, ‘বাপুরে বান-বন্যায় পোলাপান, গরু-বাছুর নিয়া খুব ঝামেলা পোহাইছি। অহন আমাগো আর কুনো কষ্ট থাকলনি।’

একই গ্রামের সোনাভান জানান, ‘চরে অনেক বাড়ী উঁচু করলো। আমাগো বাড়ীটা উঁচু করলো না। বন্যা হলে আমাগো খুব কষ্ট হবো।’

এ বিষয়ে আরডিআরএস বাংলাদেশ’র ট্রান্সবাউন্ডারী ফ্লাড রেজিলেন্স প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হাসানুল কবির পলিন জানান, ‘বন্যা পরবর্তী পূণর্বাসনের জন্য চরাঞ্চলে ১০৫টি বসতবাড়ী উঁচু করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামি বন্যায় তাদের সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে।’

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজ্জাকুর রহমান রাজ্জাক জানান, ‘আমাদের চরাঞ্চলে কিছু দুস্ত মানুষ রয়েছে, যাদের পক্ষে বসতবাড়ী মাটি কেটে উঁচু করা ব্যয় সাপেক্ষ ব্যাপার। ফলে ইচ্ছে থাকা সত্বেও তারা সেটা করতে পারছিল না। এই চলে কিছু গরীর পরিবারের বসতবাড়ী উঁচু করে দেয়া হয়েছে। তাদেরকে ছাগল বিতরণ করা হয়েছে। যেটা তাদের বেঁচে থাকার জন্য কাজে লাগবে।’

এ নিয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান,‘জেলার প্রত্যন্ত অঞ্চলে যেখানে বন্যার সম্ভাবনা থাকে, সেসব এলাকায় সরকারি ও বেসরকারিভাবে বসতভিটা উঁচুকরণের কাজ চলমান রয়েছে। এ কর্মসূচিটি আরো বেগবান করা হবে যাতে ওই এলাকার মানুষ বন্যার ক্ষয়ক্ষতি থেকে রেহাই পান।’

The post বেসরকারি সহযোগিতায় কুড়িগ্রামের চরবাসীদের বন্যার আগাম প্রস্তুতি গ্রহণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>