চিলমারী Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=চিলমারী কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 27 Apr 2024 12:23:42 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png চিলমারী Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=চিলমারী 32 32 চিলমারীতে বৃষ্টির জন্য ৩য় দিন ইসতিসকার নামাজ আদায় https://www.ulipur.com/?p=32010 Sat, 27 Apr 2024 12:23:42 +0000 https://www.ulipur.com/?p=32010 ।। উপজেলা প্রতিনিধি ।। তীব্র তাপদাহে পুড়ছে চিলমারী। দুর্বিষহ হয়ে উঠেছে এখানকার খেটে খাওয়া মানুষের জীবন। বিভিন্ন প্রজাতির ফসল ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ও খামারিরা। তীব্র এই তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে তৃতীয় দিন শনিবার (২৭ এপ্রিল) সকালে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় ও মোনাজাত করা হয়েছে। শনিবার [...]

The post চিলমারীতে বৃষ্টির জন্য ৩য় দিন ইসতিসকার নামাজ আদায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
তীব্র তাপদাহে পুড়ছে চিলমারী। দুর্বিষহ হয়ে উঠেছে এখানকার খেটে খাওয়া মানুষের জীবন। বিভিন্ন প্রজাতির ফসল ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ও খামারিরা। তীব্র এই তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে তৃতীয় দিন শনিবার (২৭ এপ্রিল) সকালে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় ও মোনাজাত করা হয়েছে।

শনিবার সকাল ৯টায় উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ইসতিসকার নামাজে ইমামতি করেন মাওলানা ক্বারী মোঃ আবু সাঈদ। উপজেলা হাফেজ কল্যাণ সংস্থার আয়োজনে বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠানে সংস্থাটির উপজেলা নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক ও এলাকার বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এর আগে নামাজের মাঠে উপস্থিত সকল মুসল্লি তাদের পরিধেয় জামা এবং টুপি উল্টো পাশে পরিধান করে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে খুতবা পাঠ ও সারাদেশে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন থানাহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফেজ মোঃ মজিবর রহমান।

//নিউজ/চিলমারী//সোহেল/এপ্রিল/২৭/২৪

The post চিলমারীতে বৃষ্টির জন্য ৩য় দিন ইসতিসকার নামাজ আদায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ঢাকায় চিলমারী কল্যাণ সমিতির কমিটি গঠন https://www.ulipur.com/?p=30732 Sun, 25 Feb 2024 06:17:47 +0000 https://www.ulipur.com/?p=30732 ।। নিউজ ডেস্ক ।। চিলমারীকে এগিয়ে নিতে চিলমারী উপজেলা কল্যাণ সমিতি ঢাকার দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাবেক এমপি গোলাম হাবিবকে ১নং উপদেষ্টা করে নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এভারশাইন এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মোঃ হারুন-অর-রশীদ (শামীম)। [...]

The post ঢাকায় চিলমারী কল্যাণ সমিতির কমিটি গঠন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
চিলমারীকে এগিয়ে নিতে চিলমারী উপজেলা কল্যাণ সমিতি ঢাকার দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাবেক এমপি গোলাম হাবিবকে ১নং উপদেষ্টা করে নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এভারশাইন এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মোঃ হারুন-অর-রশীদ (শামীম)।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলামোটরস্থ রূপায়ন ট্রেড সেন্টার ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ মতিয়ার রহমান। সমিতির কমিটি ঘোষণা করেন সাবেক সংসদ সদস্য গোলাম হাবিব দুলাল।

২৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আসিফ ট্রেড লিমিটেড এমডি আহমেদ রেজা, গণিত বিভাগ তেজগাঁও কলেজ অধ্যাপক (অব) আ. ক. ম. আতাউর রহমান, গভঃ প্রিন্টিং প্রেস অবঃ কর্মকর্তা মোঃ আব্দুল জলিল ও গণপূর্ত ওয়াজেদ আলী মন্ড, যুগ্ম সাধারণ সম্পাদক রুপালী ব্যাংক পিএলসি হাতিরপুল শাখা ব্যবস্থাপক মোঃ রাজ্জাকুল হায়দার (হারুন), সাংগঠনিক সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন হেডকোয়ার্টার্স আবু লাইছ মোঃ ইলিয়াস জিকু, মহিলা বিষয়ক সম্পাদক সহকারী পরিচালক বিআরডিবি মোছাঃ সুফিয়া বিন সুহিনা রিয়াজ, কোষাধ্যক্ষ তিতাস গ্যাস টি এন্ড কোম্পানি লিঃ কাওরান বাজার শাখা উপব্যবস্থাপক মোঃ নুরুন্ননী, প্রচার সম্পাদক গণবাংলা নির্বাহী সম্পাদক মোঃ রেজাউল করিম প্লাবন, সমাজকল্যাণ সম্পাদক পানি সম্পদ মন্ত্রণালয় অফিস সহকারী মোঃ আসাউদ্দৌলা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা গুলশান জোন মোঃ ফরিদুল ইসলাম এবং দপ্তর সম্পাদক প্রতিরক্ষা অর্থ অধিদপ্তর অডিটর এম.বি. ময়েন উদ্দিন মন্ডল (বায়েজিদ) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন আইন ও বিচার বিভাগ জেলা জজ মোছাঃ কামরুন্নাহার, সমাজকল্যাণ মন্ত্রণালয় উপসচিব এ. বি. এম সাদিকুর রহমান, স্পেশাল ব্রাঞ্চ সিনিয়র সিস্টেম এনালিস্ট মোঃ মিজানুর রহমান (মানিক), বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম, নেয়ার এন্ড ফার ট্রান্ডেল এন্ড এমপ্লয়মেন্ট পরিচালক আরিফ ইকবাল টিটো, বিএসএমএমইউ রেডিওলজি এন্ড ইমেজিং ডিপার্টমেন্ট প্রফেসর ডা. সাঈদা শওকত (জেনি), ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালক মোঃ সাজেদুল ইসলাম (রাজু শিকদার), ইপিলিয়ন ফেব্রিক্সমাহমুদুল্লাহ এজিএম সিদ্দিক রায়হান, প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক মোঃ রাশেদুল ইসলাম, ব্রহ্মপুত্র ট্রেডিং কর্পোরেশন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, জনতা ব্যাংক পিএলসি অফিসার জাবের হোসেন লিখন।

সংগঠনের উপদেষ্টা কমিটিতে রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম হাবিব দুলাল, অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা নুরুল আযম জাহাঙ্গীর, র‌্যাবের সাবেক মহাপরিচালক আব্দুল আজিজ সরকার, সাবেক সচিব ও রাষ্ট্রদূত আশরাফ উদ দৌলা তাজ, সাবেক অতিরিক্ত সচিব আবু তাজ মোঃ জাকির হোসেন, এনবিআর এর সাবেক সদস্য মোঃ মাহবুবুজ্জামান, মেমোরি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, ঢাকা কলেজের অধ্যাপক মোঃ জামায়াতে হোসেন।

সমিতির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অ্যাডঃ বিপ্লব হাসান পলাশ। কমিটি ঘোষণা হওয়ার পরেই বিভিন্ন পেশাজীবীসহ সকল স্তরের মানুষজন অভিনন্দন জানিয়েছেন।

The post ঢাকায় চিলমারী কল্যাণ সমিতির কমিটি গঠন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তীব্র শীতেও ব্যস্ত সময় পার করছে চিলমারীর কৃষকেরা https://www.ulipur.com/?p=29841 Mon, 22 Jan 2024 11:36:47 +0000 https://www.ulipur.com/?p=29841 ।। উপজেলা প্রতিনিধি ।। ঘন কুয়াশা, তীব্র ঠান্ডা সাথে বইছে হিমেল হাওয়া তবুও থেমে নেই চিলমারীর কৃষকেরা। শীত, বন্যা, খরার সঙ্গের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয় এই অঞ্চলের কৃষকদের। শত বাধার পড়েও তারা নেমে পড়েন মাঠে, বুনেন ফসল। এ বছরেও চলমার শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে বোরো চাষের জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ত চিলমারীর কৃষকেরা। উপজেলার পেদিখাওয়া বিল, [...]

The post তীব্র শীতেও ব্যস্ত সময় পার করছে চিলমারীর কৃষকেরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
ঘন কুয়াশা, তীব্র ঠান্ডা সাথে বইছে হিমেল হাওয়া তবুও থেমে নেই চিলমারীর কৃষকেরা। শীত, বন্যা, খরার সঙ্গের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয় এই অঞ্চলের কৃষকদের। শত বাধার পড়েও তারা নেমে পড়েন মাঠে, বুনেন ফসল। এ বছরেও চলমার শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে বোরো চাষের জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ত চিলমারীর কৃষকেরা।

উপজেলার পেদিখাওয়া বিল, রমনা, মাছাবান্দা, হরিণের বিলসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে চিলমারীর অধিকাংশ কৃষকেরা নেমে পড়েছে মাঠে, বুনতে শুরু করেছে বোরোর চারা। আমন ধানের বাম্পার ফলন ঘরে তোলা শেষে কনকনে বাতাস আর হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করেই উপজেলার বোরো চাষিরা বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে থানাহাট পেদিখাওয়া বিল এলাকার চাষি মহিজল হক বলেন, শীতের তীব্রতা বাড়লেও ভালো ফলন পেতে বোরোর চারা রোপণ করতে ঝুঁকে পড়েছেন তারা। কারণ একটু আগাম থাকতে বোরো ধানের চারা রোপণ করলে ধানের ফলন ভালো হয়। তেমনি ক্ষেতে রোগ-বালাই হওয়ার সম্ভাবনা কম থাকে। তেল ও সার সংকট নিয়ে চাষিদের সাথে কথা বলে জানা যায়, তেল ও সারের দাম বৃদ্ধি সাথে কৃষকদের ধান উৎপাদন খরচও বৃদ্ধি পাবে।

এ সময় পেদিখাওয়া বিলের বোরোর মাঠে কাজ করা ফরিদুল, আলম, বাবলু, রেজাউলসহ অনেকের সাথে কথা হলে তারা জানান, পেট তো আর মানে না, চুক্তিভিত্তিক কাজ করি, তাই যতই শীত পড়ুক কাজ করাই লাগবে। এতে করে ৪শত থেকে ৫শত টাকার মতো দিন মজুরি পড়ে। এ সময় তারা আরও বলেন, জিনিসপত্রের যে দাম চলা খুবই মুশকিল হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে। তবে ইতিমধ্যে প্রায় ১ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। কিন্তু চাষিরা লক্ষ্যমাত্রার চেয়েও অধিক জমিতে বোরো চাষ করবেন বলে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে।

উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষান দাস বলেন, চলতি বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। মাঠে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। এ বছর উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের হাইব্রিড ধানের আবাদে ঝুঁকে পড়েছেন চাষিরা। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে আমনের মতোই উপজেলায় বোরো ধানেরও বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

//নিউজ/চিলমারী//সোহেল/জানুয়ারি/২২/২৪

The post তীব্র শীতেও ব্যস্ত সময় পার করছে চিলমারীর কৃষকেরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীর বীর নিবাসে ৭ মাসেও দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ https://www.ulipur.com/?p=28832 Sat, 09 Dec 2023 05:59:38 +0000 https://www.ulipur.com/?p=28832 ।। উপজেলা প্রতিনিধি ।। আবেদনের ৭ মাস পেড়িয়ে গেলেও বীর নিবাসে বিদ্যুৎ পৌঁছায়নি। বারবার যোগাযোগের পরেও মাসের পর মাস কেটে যাচ্ছে তবুও দেয়া হচ্ছেনা সংযোগ। বিদ্যুৎ বিহীন মুক্তিযোদ্ধা পরিবার। মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি। জানা গেছে, চিলমারীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরির কাজ চলছে। ধীরে ধীরে সকল মুক্তিযোদ্ধা এই প্রকল্পের অধীনে আসবে বলেও জানান মুক্তিযোদ্ধারা। [...]

The post চিলমারীর বীর নিবাসে ৭ মাসেও দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
আবেদনের ৭ মাস পেড়িয়ে গেলেও বীর নিবাসে বিদ্যুৎ পৌঁছায়নি। বারবার যোগাযোগের পরেও মাসের পর মাস কেটে যাচ্ছে তবুও দেয়া হচ্ছেনা সংযোগ। বিদ্যুৎ বিহীন মুক্তিযোদ্ধা পরিবার। মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি।

জানা গেছে, চিলমারীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরির কাজ চলছে। ধীরে ধীরে সকল মুক্তিযোদ্ধা এই প্রকল্পের অধীনে আসবে বলেও জানান মুক্তিযোদ্ধারা। এরই ধারাবাহিকতায় ২য় ধাপে ৩৫ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য বীর নিবাসের বরাদ্দ দেয়া হয়। বীর নিবাসের বরাদ্দ পায় বালাবাড়িহাট বানুকিশামত এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী। এরই পেক্ষিতে চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ সংযোগের জন্য তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশ নিয়ে আবেদন করেন। সকল সুবিধার সাথে এই বীর নিবাসে বিদ্যুতের সুবিধা দেয়ার কথা থাকলেও আবেদনের ৭ মাস পেড়িয়ে গেলেও বীর নিবাসে দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। বীর নিসাবে বিদ্যুৎ সংযোগ না দেয়ায় সুবিধা থেকে মুক্তিযোদ্ধাকে বঞ্চিত করায় ক্ষোভ বাড়ছে মুক্তিযোদ্ধাদের মাঝেও।

৭ মাস থেকে ঘুরছি পাচ্ছি না বিদ্যুৎ সংযোগ জানিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী বলেন, আবেদনের পর থেকে বিদ্যুৎ অফিস, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন স্থানে বারবার ঘুরেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছিনা, ফলে ছেলে-মেয়েদের লেখাপড়া ও অন্যান্য কাজকর্মের সমস্যা হচ্ছে।

ক্ষোভের সাথে চিলমারী মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফ্র আহমেদ বলেন, বিদ্যুৎ বিভাগ যদি একজন মুক্তিযোদ্ধার সাথে এমন আচরণ করেন, তাহলে সাধারণ মানুষের সাথে আরও কত খারাপ করতে পারেন। আমরা এর প্রতিকার চাই।

চিলমারী বিদ্যুৎ সাব জোনাল অফিস এজিএম এর সাথে মুঠোফোনে (০১৭৬৯৪০৭৪১৯) কথা হলে তিনি জানান, একটু সমস্যা ছিল, সমস্যা সমাধান হয়েছে, দ্রুত যেগুলো বীর নিবাসে সংযোগ বাকি আছে সেগুলোতে সংযোগ দেয়া হবে।

//নিউজ/চিলমারী//সোহেল/ডিসেম্বর/০৯/২৩

The post চিলমারীর বীর নিবাসে ৭ মাসেও দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীতে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৪ জুয়াড়ি গ্রেফতার https://www.ulipur.com/?p=28583 Tue, 28 Nov 2023 15:24:33 +0000 https://www.ulipur.com/?p=28583 ।। নিউজ ডেস্ক ।। চিলমারীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, চিলমারী থানা পুলিশ কর্তৃক চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার (২৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানাধীন বজরা তবকপুর গ্রামের মোঃ ওয়াহেদুল [...]

The post চিলমারীতে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৪ জুয়াড়ি গ্রেফতার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
চিলমারীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, চিলমারী থানা পুলিশ কর্তৃক চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার (২৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানাধীন বজরা তবকপুর গ্রামের মোঃ ওয়াহেদুল ইসলাম (৩২), মোঃ চান মিয়া (৫০), থানাহাট (ছড়ারপাড়) এলাকার মোঃ মাহবুবুর রহমান (৪৮) ও মোঃ মতিউর রহমান (৪৮) দেরকে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়াড়িদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

The post চিলমারীতে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৪ জুয়াড়ি গ্রেফতার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
দুর্নীতি আর অনিয়মের থাবায় থমকে যাচ্ছে চিলমারীর উন্নয়ন https://www.ulipur.com/?p=28537 Tue, 28 Nov 2023 06:23:47 +0000 https://www.ulipur.com/?p=28537 ।। উপজেলা প্রতিনিধি ।। আসে সরকারি বরাদ্দ, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শুরু হয় উন্নয়ন। উন্নয়নের ধারা এগিয়ে গেলেও তা থমকে দাঁড়ায়। মাস যায়, যায় বছরের পর বছর। প্রতি বছরেই আসে কোটি কোটি টাকার বরাদ্দ আর প্রকল্প। কাজের ধারায় যেভাবে এগিয়ে যাওয়ার কথা উন্নয়নের কিন্তু বারবার বন্যা ও ভাঙন সাথে অনিয়মের কারণে তা থমকেই দাঁড়িয়ে থাকে। সঠিক [...]

The post দুর্নীতি আর অনিয়মের থাবায় থমকে যাচ্ছে চিলমারীর উন্নয়ন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
আসে সরকারি বরাদ্দ, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শুরু হয় উন্নয়ন। উন্নয়নের ধারা এগিয়ে গেলেও তা থমকে দাঁড়ায়। মাস যায়, যায় বছরের পর বছর। প্রতি বছরেই আসে কোটি কোটি টাকার বরাদ্দ আর প্রকল্প। কাজের ধারায় যেভাবে এগিয়ে যাওয়ার কথা উন্নয়নের কিন্তু বারবার বন্যা ও ভাঙন সাথে অনিয়মের কারণে তা থমকেই দাঁড়িয়ে থাকে। সঠিক পদক্ষেপের অভাব এবং দুর্নীতিকে দায়ী করছেন এলাকাবাসী।

জানা গেছে, উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে দেশ, উন্নয়ন হচ্ছে বিভিন্ন জেলা-উপজেলার। পিছিয়ে নেই চিলমারী। কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছে বন্যা, ভাঙন ও বিভিন্ন দুর্যোগ সাথে অনিয়ম আর দুর্নীতির থাবা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি), এলজিএসপি, টিআর, কাবিখা, কাবিটা, ননওয়েজ, পুকুর খনন, সংস্কার, বিনামূল্যে কৃষি পণ্য, মাছ চাষসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উপজেলার মতো চিলমারীকে এগিয়ে নিতে বরাদ্দ দেয় সরকার। প্রকল্পের মাধ্যমে ভবন, সড়ক, ব্রীজ নির্মাণ, শহর, গ্রামীণ সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়নের ব্যাপক সফলতা অর্জনের সাথে সাথে এগিয়ে যায় চিলামারী। কিন্তু অনিয়ম ও দুর্নীতির সাথে সঠিক টেকসই পদক্ষেপ না নেয়ায় আবারও পিছিয়ে পড়ে চিলমারী। অনিয়ম ও দুর্নীতির সাথে বারবার বন্যা, ভাঙন আর বিভিন্ন দুর্যোগ আটকে দেয় উন্নয়নের চাকা।

প্রতি বছরের ন্যায় এবারেও (২০২২-২৩) অর্থবছরে বিভিন্ন দপ্তরের বেশ কয়েকটি প্রকল্পের অধীনে কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ভবন, রাস্তা, ব্রীজ, গ্রামীণ সড়ক নির্মাণ, সংস্কার, ব্রীজ, কালভার্ট, আশ্রয়ণ কেন্দ্র, বিনামূল্যে মাছ চাষে চাষিদের সাবলম্বীকরণ, কৃষি দপ্তর থেকে বিনামূল্যে সার-বীজ বিতরণসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে নেয়া হয় চিলমারীকে। বিগত সময়ের ন্যায় চলতি বছরে অনিয়ম, দুর্নীতি নামক থাবার সাথে বন্যা আর ভাঙন ভেসে ও ভেঙে দেয় বিভিন্ন সড়ক, রাস্তা ঘাট, ব্রীজসহ বিভিন্ন স্থাপনা। ফলে আবারও থমকে দাঁড়িয়েছে চিলমারী। আটকে গেছে উন্নয়নের চাকা। তবে এর জন্য কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপ নেয়াসহ সততার সাথে কাজ করার আহবান জানান এলাকার সচেতন মহল।

এ প্রসঙ্গে প্রধান শিক্ষক আশিক ইশবাল বলেন, আমরা দেখছি প্রতিবছর চিলমারীর উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়। কিন্তু বাজেট অনুযায়ী উন্নয়ন তো চোখে পড়ে না। সচেতন মহল মনে করেন প্রতিবছর রাস্তার মাটি সরে যাওয়া আর ভেঙে যাওয়ার মূল কারণ হলো সঠিক পদ্ধতি হাতে না নেয়া আর বন্যা সহনশীল পদক্ষেপ না নেয়া এবং অনিয়ম ও দুর্নীতি করা। তবে কাজের মানকেও নিম্ন বলেও দাবি করেন এলাকার মানুষজন। বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ বলেন, রাস্তায় শুধু মাটি কাটলেই কি হয় তা টেকসইয়ের ব্যবস্থা না নিলে তো বৃষ্টি আর বন্যায় নষ্ট হবেই।

এব্যাপারে চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন বলেন, চিলমারী একটি ভাঙন ও বন্যা কবলিত এলাকা। বন্যায় শুধু কাঁচা সড়ক নয় বেশ কিছু পাকা সড়ক, রেল লাইন, ব্রীজ কালভার্টও ভেঙে ভেসে যায়।

উপজেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক মামুন আর রশিদ বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার উন্নয়ন থেকে পিছিয়ে থাকবেনা চিলমারী।

//নিউজ/চিলমারী//সোহেল/নভেম্বর/২৭/২৩

The post দুর্নীতি আর অনিয়মের থাবায় থমকে যাচ্ছে চিলমারীর উন্নয়ন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীতে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক https://www.ulipur.com/?p=28485 Fri, 24 Nov 2023 12:46:36 +0000 https://www.ulipur.com/?p=28485 ।। নিউজ ডেস্ক ।। চিলমারীতে মার্বেল দেয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারেছুল ইসলাম। আটক যুবকের নাম [...]

The post চিলমারীতে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
চিলমারীতে মার্বেল দেয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারেছুল ইসলাম।

আটক যুবকের নাম শাহিনুর রহমান শাহিন (২০)। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চিকেরটারী নয়াগ্রাম এলাকার পালিত বাবা মো. আমজাদ হোসেন ও সাইবেনী দম্পতির ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে শাহিনুর ভুক্তভোগী ছয় বছরের শিশুকে মার্বেল কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশুর চিৎকারে তার মা এসে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় শাহিনুরকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।

জানা গেছে, আটক শাহিনুর রহমান চট্টগ্রামে ইটভাটায় কাজ করে। সে কয়েকদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল।

চিলমারী থানার অফিসার ইনচার্জ হারেছুল ইসলাম জানান, শাহিনুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১০। বর্তমানে ওই শিশু কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

The post চিলমারীতে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ https://www.ulipur.com/?p=27958 Wed, 01 Nov 2023 11:11:14 +0000 https://www.ulipur.com/?p=27958 ।। উপজেলা প্রতিনিধি ।। চিলমারীতে ৪ হাজার ৫৮৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বুধবার (০১ নভেম্বর) দুপুরে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ [...]

The post চিলমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে ৪ হাজার ৫৮৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বুধবার (০১ নভেম্বর) দুপুরে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিলমারীর আয়োজনে অফিস কার্যলয়ের সামনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন। উপজেলা নির্বাহী
অফিসার মোঃ রফিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নুর-আলম, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ কবিরুল ইসলাম, নিতেন্দ্র নাথ সরকার প্রমুখ।

//নিউজ/চিলমারী//সোহেল/নভেম্বর/০১/২৩

The post চিলমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অবরোধের সমর্থনে চিলমারীতে বিএনপির বিক্ষোভ https://www.ulipur.com/?p=27961 Wed, 01 Nov 2023 09:57:25 +0000 https://www.ulipur.com/?p=27961 ।। উপজেলা প্রতিনিধি ।। মহাসমাবেশে হামলা ও দলের মহাসচিবকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা বিএনপি’র অবরোধ কর্মসূচির সমর্থনে চিলমারীতে বিএনপি’র বিক্ষোভ। অবরোধের সমর্থনে চিলমারী-কুড়িগ্রাম সড়কে চিলমারীর ব্র্যাক মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। অবরোধের প্রথম দিনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে দলটির নেতাকর্মীরা। দ্বিতীয় দিনে চিলমারীতে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক [...]

The post অবরোধের সমর্থনে চিলমারীতে বিএনপির বিক্ষোভ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
মহাসমাবেশে হামলা ও দলের মহাসচিবকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা বিএনপি’র অবরোধ কর্মসূচির সমর্থনে চিলমারীতে বিএনপি’র বিক্ষোভ। অবরোধের সমর্থনে চিলমারী-কুড়িগ্রাম সড়কে চিলমারীর ব্র্যাক মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

অবরোধের প্রথম দিনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে দলটির নেতাকর্মীরা। দ্বিতীয় দিনে চিলমারীতে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহুল আমিন হৃদয়, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বিপ্লব মিয়া, জামিউল ইসলাম জনি, উপজেলা জিয়া সাইবার ফোর্সের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া প্রমুখ।

//নিউজ/চিলমারী//সোহেল/নভেম্বর/০১/২৩

The post অবরোধের সমর্থনে চিলমারীতে বিএনপির বিক্ষোভ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীর স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা থেকে বঞ্চিত রোগীরা https://www.ulipur.com/?p=27765 Mon, 23 Oct 2023 06:32:00 +0000 https://www.ulipur.com/?p=27765 ।। উপজেলা প্রতিনিধি ।। চিলমারীর স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে সেবা থেকে বঞ্চিত রোগীরা। বছরের পর বছর পেরিয়ে গেলেও পুরাতনটি বিকল, আর নতুনটি মাসের পর মাস রয়েছে প্যাকেট বন্দি। বিভিন্ন অজুহাত সাথে টেকনিশিয়ান না থাকায় সেবা থেকে বঞ্চিত চিলমারী বাসী। আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও মেডিক্যাল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি না থাকায় সেবা থেকেও বঞ্চিত মানুষজন। নেই কোন উদ্যোগ। রয়েছে কর্তৃপক্ষের [...]

The post চিলমারীর স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা থেকে বঞ্চিত রোগীরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীর স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে সেবা থেকে বঞ্চিত রোগীরা। বছরের পর বছর পেরিয়ে গেলেও পুরাতনটি বিকল, আর নতুনটি মাসের পর মাস রয়েছে প্যাকেট বন্দি। বিভিন্ন অজুহাত সাথে টেকনিশিয়ান না থাকায় সেবা থেকে বঞ্চিত চিলমারী বাসী। আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও মেডিক্যাল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি না থাকায় সেবা থেকেও বঞ্চিত মানুষজন। নেই কোন উদ্যোগ। রয়েছে কর্তৃপক্ষের গাফিলতি। পুরাতন এক্স-রে মেশিন মেতামতের অজুহাতে লক্ষ লক্ষ টাকা লোপাট। উদ্যোগ গ্রহণ ও পদক্ষেপ না নেয়ায় আগত রোগীদের ভোগান্তি বেড়েই চলেছে।

জানা গেছে, চিলমারীর স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন থেকে নানা রোগে নিজেই আক্রান্ত হয়ে নুয়ে পড়েছে। ফলে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি বাড়ছে। সূত্র মতে উপজেলাবাসীর সেবার জন্য ২০০৭ সালে একটি উন্নত মানের এক্স-রে মেশিন স্থাপন করা হয়। মেশিনটি স্থাপন করার পর একজন টেকনিশিয়ানও যোগদান করেন। কিন্তু নানান জটিলতার সাথে অজ্ঞাত কারণে চালু করা হয়নি এক্স-রে মেশিন। চালু করা না হলেও উক্ত মেশিনটি মেরামতের নামে বিভিন্ন সময় লক্ষ লক্ষ টাকা দেখানো হয় কিন্তু এরপরেও চালু হয়নি এক্স-রে মেশিনটি। মেরামতের নামে টাকা দেখিয়ে কর্তৃপক্ষ নিজেরাই ভাগ-বাঁটোয়ারা করে লোপাট করেছে বলেও অভিযোগ উঠেছে। সেবা থেকে বঞ্চিত থেকেই যায় চিলমারীবাসী। স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হয়ে প্রতিদিন পুরুষ, মহিলা ও শিশু গড়ে শতভাগ রোগী ভর্তি থেকে চিকিৎসা নেয়। এছাড়াও জরুরী বিভাগ ও আউটডোরে চিকিৎসা নেয় প্রায় ২শত থেকে ৩শত রোগী। স্বাস্থ্য কমপ্লেক্সে চিলমারী ছাড়াও পার্শ্ববর্তী উলিপুরের বজড়া, তবকপুর, সুন্দরগঞ্জ, কাশিমবাজার, মন্ডলেরহাট ও কারেন বাজারসহ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পর্যায়ের রোগীর আগমন ঘটে। এতে করে স্বাস্থ্য কমপ্লেক্সটির রোগী বাড়লেও এক্স-রে মেশিনের সেবার অভাবে রোগীদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে গিয়ে চড়ামূল্যে এক্স-রে করতে হচ্ছে। বছরের পর বছর ধরে রোগীদের ভোগান্তি অভাবনীয় পর্যায়ে পৌঁছালেও দেখার কেউ নেই। এখানে নিয়োজিত এক্স-রে ম্যান টেকনিশিয়ান মোঃ সুলতান মিয়া দীর্ঘদিন ধরে অপেক্ষা করে অবশেষে কাজের সন্ধানে বদলি হয়ে গেছেন অন্যত্র। পূর্বের এক্স-রে মেশিনটি বিকল থাকায় আবারও নতুন করে গত কয়েক মাস আগে আরও একটি এক্স-রে মেশিন চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলেও টেকনিশিয়ানের অভাবে সেটিও প্যাকেট বন্দি হয়ে পড়ে আছে। কবে চালু হবে সেটিও জানেন না কর্তৃপক্ষ। একদিকে আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও মেডিক্যাল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি পদটি শূন্য থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে চিলমারীসহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ। কর্তৃপক্ষের গাফিলতি আর উদাসীনতার কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ সেই সাথে সেবা নিতে আসা আগত রোগীদের ভোগান্তি বেড়েই চলছে বলে জানান আগত রোগীরা।

সেবা নিতে আসা মোনোয়ারা বলেন, এক্স-রে মেশিন আছে কিন্তু সেবা পাচ্ছিনা বাইরে থেকে পরীক্ষা করতে অনেক বেশি খরচ করতে হচ্ছে।

হাসপাতালের মেশিন চালু হলে ডাক্তারের কমিশন কমবে মন্তব্য করে আমিনুল ইসলাম বলেন, সব সিন্ডিকেট ভাই, তাই তো দামি দামি মেশিন আসলেও চালু হয়না।

কথা হলে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম বলেন, টেকনিশিয়ানের অভাবে এক্স-রে মেশিনটি চালু করা যাচ্ছেনা। এছাড়াও শূন্য রয়েছে মেডিক্যাল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি পদটি, আমি এ বিষয়ে লেখেছি কিন্তু কোন কাজ হচ্ছেনা, তবে চেষ্টা করছি দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য।

//নিউজ/চিলমারী//সোহেল/অক্টোবর/২৩/২৩

The post চিলমারীর স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা থেকে বঞ্চিত রোগীরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>