জন্মবার্ষিকী Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=জন্মবার্ষিকী কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sun, 17 Mar 2024 05:40:03 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png জন্মবার্ষিকী Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=জন্মবার্ষিকী 32 32 আজ বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী https://www.ulipur.com/?p=31209 Sun, 17 Mar 2024 05:40:03 +0000 https://www.ulipur.com/?p=31209 ।। নিউজ ডেস্ক ।। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী আজ। বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের (১৭ মার্চ) এ দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দিবসটি উদযাপনে আজ দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং [...]

The post আজ বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী আজ। বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের (১৭ মার্চ) এ দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

দিবসটি উদযাপনে আজ দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৪৬ সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ (বর্তমানে মওলানা আজাদ কলেজ) ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ১৯৪৯ সালে তৎকালীন আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৩ সালে তিনি পার্টির সাধারণ সম্পাদক এবং ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের টিকেটে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলির সদস্য নির্বাচিত হন। ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ায় বাঙালি জাতির অধিকার আদায়ের লক্ষ্যে আজীবন সোচ্চার এই অবিসংবাদিত নেতাকে রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করতে হয়।

তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬-দফা ও পরবর্তীতে ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন এবং বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। তার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি ধাপে ধাপে স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হলেও তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে, বাঙালি জাতির ওপর নানা নির্যাতন শুরু করে। বঙ্গবন্ধু একাত্তরের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। যা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়াল্ড রেজিস্ট্রার এ অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে।

তৎকালীন পশ্চিম পাকিস্তানি সামরিক নেতৃত্ব বঙ্গবন্ধুকে ‘দেশদ্রোহী’ হিসেবে চিত্রিত করলেও ইতিহাসই তার প্রকৃত অবস্থান নিশ্চিত করে, যখন তার এককালীন ঘোরতর শত্রু তাকে ‘মহান দেশপ্রেমিক’ হিসেবে অভিহিত করে। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী সাবেক পাকিস্তানি (বেলুচিস্তান) অফিসার মেজর জেনারেল তোজাম্মেল হোসেন মালিক পরে তার স্মৃতিকথায় লিখেছেন, ‘বস্তুত মুজিব দেশদ্রোহী ছিলেন না (পাকিস্তানে তাকে সেভাবে চিত্রিত করা হলেও)। নিজ জনগণের জন্য তিনি ছিলেন এক মহান দেশপ্রেমিক।’ আরেকজন সেনা কর্মকর্তা তৎকালীন পাকিস্তানি জান্তার মুখপাত্র মেজর সিদ্দিক সালিক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ও যুগান্তকারী ৭ মার্চের ভাষণের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সালিক তার গ্রন্থে লিখেছেন, ‘রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের পর ঘরমুখী মানুষের ঢল নামে। তাদের দেখে মনে হচ্ছিল আশাব্যঞ্জক বাণী শ্রবণ শেষে মসজিদ অথবা গির্জা থেকে তারা বেরিয়ে আসছেন।’

অন্যদিকে, ২৬ মার্চ (২৫ মার্চ মধ্যরাতে) তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং তার নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালির বহু কাঙ্খিত বিজয় ও স্বাধীনতা অর্জিত হয়। সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিরামহীন সংগ্রামে অবদান রাখার জন্য তিনি বিশ্বশান্তি পরিষদ প্রদত্ত জুলিও কুরি পদকে ভূষিত হন।

The post আজ বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন https://www.ulipur.com/?p=18405 Fri, 05 Aug 2022 14:00:13 +0000 https://www.ulipur.com/?p=18405 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (০৫ জুলাই) সকালে কুড়িগ্রাম আউটার স্টেডিয়াম মাঠে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক [...]

The post কুড়িগ্রামে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (০৫ জুলাই) সকালে কুড়িগ্রাম আউটার স্টেডিয়াম মাঠে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মো. জাফর আলী, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বীরমুক্তিযোদ্ধা এস.এম হারুন অর রশীদ লাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রি বিতরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া মাহফিল, জেলা স্টেডিয়ামে ডকুমেন্টারী প্রদর্শন, বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং বিকেলে স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

The post কুড়িগ্রামে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত https://www.ulipur.com/?p=13219 Wed, 17 Mar 2021 13:05:07 +0000 https://www.ulipur.com/?p=13219 ।। নিউজ ডেস্ক ।।উলিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মঞ্চ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, কোরআন তেলোয়াত, দোয়া মাহফিল ও আলোচনা সভা। বুধবার [...]

The post উলিপুরে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মঞ্চ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, কোরআন তেলোয়াত, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

বুধবার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ হাড়ি, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার সহ কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধি বৃন্দ।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে চিত্রাংকন, রচনা ও আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

//নিউজ/উলিপুর//মালেক/মার্চ/১৭/২১

The post উলিপুরে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্মবার্ষিকী আজ https://www.ulipur.com/?p=4859 Thu, 30 Nov 2017 15:15:54 +0000 http://www.ulipur.com/?p=4859 নিউজ ডেস্কঃ কবি ও ঔপন্যাসিক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্ম বার্ষিকী আজ। ১৯৩৯ সালের ৩০ শে নভেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যাঙ্গনে মনোনিবেশ করেন। তিনি ৫০টি উপন্যাস, ৭টি নাটক ও ৬টি কাব্যগ্রন্থ রচনা করেন। উপন্যাস লিখেছেন ৫০টিরও [...]

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্মবার্ষিকী আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
কবি ও ঔপন্যাসিক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্ম বার্ষিকী আজ। ১৯৩৯ সালের ৩০ শে নভেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যাঙ্গনে মনোনিবেশ করেন। তিনি ৫০টি উপন্যাস, ৭টি নাটক ও ৬টি কাব্যগ্রন্থ রচনা করেন।

উপন্যাস লিখেছেন ৫০টিরও বেশি। প্রকাশিত হয়েছে ১৮টি। এরপরও নিভৃতচারী এই লেখক জনসম্মুখে আসেন নি। আসতে চাননি। রয়েছেন মাঠির টানে। মা-মাঠির গন্ধ ছেড়ে লেখক আসতে চাননি শহুরে এই কোলাহলে।

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্মবার্ষিকী আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>