জরীফ উদ্দীন Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=জরীফ-উদ্দীন কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 16 Dec 2017 07:09:14 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png জরীফ উদ্দীন Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=জরীফ-উদ্দীন 32 32 জরীফ উদ্দীনের কবিতা: বটতলের বুড়ি মা https://www.ulipur.com/?p=4976 Sat, 16 Dec 2017 07:03:02 +0000 http://www.ulipur.com/?p=4976 বট তলের বুড়ি মা এখনো ফিরে যায়নি ঘরে চুপচাপ বসে থাকে সদা মহাকালের সাক্ষী বটতলে। বর্ষার বৃষ্টিতে জবজবে ভিজে, প্রচন্ড শীতে থরথরে কাঁপে উজ্জ্বল মুখ তার মলিন হয়েছে কাট পোড়া রোদে শুকে। বট তলের বুড়ি মা কাহারো সঙ্গে বলেনা কথা বুকে চাঁপা অাছে তার জমানো শত দুঃখ ব্যথা। কেউ যদি কিছু দেয় খেতে ঝট করে [...]

The post জরীফ উদ্দীনের কবিতা: বটতলের বুড়ি মা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বট তলের বুড়ি মা
এখনো ফিরে যায়নি ঘরে
চুপচাপ বসে থাকে সদা
মহাকালের সাক্ষী বটতলে।
বর্ষার বৃষ্টিতে জবজবে ভিজে,
প্রচন্ড শীতে থরথরে কাঁপে
উজ্জ্বল মুখ তার মলিন হয়েছে
কাট পোড়া রোদে শুকে।

বট তলের বুড়ি মা
কাহারো সঙ্গে বলেনা কথা
বুকে চাঁপা অাছে তার
জমানো শত দুঃখ ব্যথা।
কেউ যদি কিছু দেয় খেতে
ঝট করে এসে কাক,পট করে নেয় তুলে।
বিড়াল-কুকুর কখনও নিরবে খেয়ে যায়
বুড়িমা কখনও কাউকে না তাড়ায়।

বট তলের বুড়ি মা
গভীর রাতে সুর ধরে কাঁদে,
“কইরে খোকা ঐ যে গেলি
আসলি না আর ফিরে
মাকে ছাড়া থাকতে তোর
খুবই ভালো লাগে।
রাগ করিস না ময়না-সোনা
আয়না ফিরে আয়
তোকে ছাড়া ঘরে ফিরতে
মনটা নাহি চায়।
তোর জন্য থাকি বসে
বট তলের নিচে
তাড়াতাড়ি আয়না বাপ
ঘরে ফিরবো তবে।”

বট তলের বুড়ি মা
খোকা তোমার শুধুই খোকা
বড় হয়না কখনও
সে ছিল সময়ের বীর
একাত্তরের মুক্তিযোদ্ধা, জান?
সে আর কখনও আসবেনা ফিরে
জীবন দিয়েছে দেশের তরে।

বট তলের বুড়ি মা
বলে নাকো কিছু নিরব চাহনি
কেউ কি বুঝে মায়ের ব্যথাখানি?
মা পারেনা হারাতে মনে
খোকা তাকে দিয়েছিল চিঠি ক্ষণে।
যাচ্ছি মা, সামনের শুক্রবারে
অপেক্ষা কর সকালে বটতলে।

বট তলের বুড়ি মা
ঐযে সকালে এসেছিল
আর ফিরলনা নীড়ে
ভেবে, বাবা হারা ছেলে কখন ফিরে।
তাজা যৌবন মায়ের এখানে
বিধাতার নিয়মে বৃদ্ধ অাভা পেল
তবুও মা খোকাকে ছাড়া
একলা ঘরে নাহি ফিরল।

বট তলের বুড়ি মা
জানি আর ফিরবেনা ঘরে
মরন হলেও বুঝি রবে এখানে পরে।
ফিরে দিতে মায়ের খোকাকে
কেউ পারবে না কভূ
মা আমরন থাকে যদি বটতলে
খোকার আশায় তবু।
_____________________
জরীফ উদ্দীন

The post জরীফ উদ্দীনের কবিতা: বটতলের বুড়ি মা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নবশিখা সাহিত্য আড্ডা https://www.ulipur.com/?p=4014 Mon, 31 Jul 2017 17:50:12 +0000 http://www.ulipur.com/?p=4014 নবশিখা সাহিত্য আড্ডা সংকলন ও সম্পাদনায়ঃ জরীফ উদ্দীন কৃষ্ণ কমল বর্মন, বাঁচতে চাইলাম হাসি মুখে চেপে ধরলো জরা, কোন বা কুলে জন্ম নিলাম দুখে জীবন ভরা। Dipok Kumar Sarkar কবিতা আর গল্প বেচে ভাত কিনতে চাই। আছেন কোন বন্ধু নিবেন একটা কবিতা? নিয়মের বেড়াজালে যখন সময় থমকে যায় কালো কালো মেঘ ধরে রাখে রোদের তীব্রতা [...]

The post নবশিখা সাহিত্য আড্ডা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নবশিখা সাহিত্য আড্ডা সংকলন ও সম্পাদনায়ঃ জরীফ উদ্দীন সহ. সম্পাদক, উলিপুর ডট কম
নবশিখা সাহিত্য আড্ডা সংকলন ও সম্পাদনায়ঃ জরীফ উদ্দীন সম্পাদক, নবশিখা। সহ. সম্পাদক, উলিপুর ডট কম

নবশিখা সাহিত্য আড্ডা
সংকলন ও সম্পাদনায়ঃ জরীফ উদ্দীন

কৃষ্ণ কমল বর্মন,

বাঁচতে চাইলাম হাসি মুখে চেপে ধরলো জরা,

কোন বা কুলে জন্ম নিলাম দুখে জীবন ভরা।

Dipok Kumar Sarkar
কবিতা আর গল্প বেচে ভাত কিনতে চাই।

আছেন কোন বন্ধু
নিবেন একটা কবিতা?

নিয়মের বেড়াজালে যখন সময় থমকে যায়
কালো কালো মেঘ ধরে রাখে রোদের তীব্রতা
টিনের চালে বৃষ্টি পড়ার আর্তনাদ
অথচ হাড়িতে ভাত ফোটার শব্দ নেই
তেলাপোকার মনটাও বড় বিষন্ন
নিবেন এই গল্পটা?

Dipok Kumar Sarkar
তাতে হয়তো তেলাপোকার মনটা
খানিকটা প্রসন্ন হবে, গৃহস্থের নয়।

নাজমুল হোসাইন
নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না।

Dillur Rahaman
তুমি যদি ফিরিয়ে নাও মুখ আমি মিছে কেন পাব দুঃখ
ভরা বর্ষায়, আমি শুধু ভিজিব বরিষ ধায়ায়।

জরীফ উদ্দীন

তোমায় নিয়ে গল্প বোনা, স্বপ্ন করি চাষ
তোমায় নিয়ে জীবন যাপন জলমহলে বাস!

আকাশের কালো মেঘে পাণ্ডুর মুখটা হয় বিবর্ণ
চোখের সামনে খেলা করে তিন- তিনটে হলুদ বেনে-বৌ।

নূর-ই ফাতিমা
আপনি বলেন গল্প লেখা সহজ।
আমি বলি কল্পনাটাই খরচ।

আশরাফুল আলম

হতাশায় ঘুম নিয়েছে ছুটি ;
জোড়া লাগে না নয়ন দুটি;
এবার আমার হবে কিরে?
খোলা পথটাও বন্ধ!
যে দিকে তাকাই সেদিকে দেখি
কালক্ষেপনে পঙক্তি লিখি
আমায় ছেড়ে দে-রে
খুঁজি শান্তি আর আনন্দ!

মেহেদী হাসান
প্রভূকে শুধু করবে ভয় মানুষ কে নয়,
আগামী দিনে তোমার হবে জয় আর জয়।

Md Shipon Ahmed Himel .
দু লাইনেই যদি কবিতা হয়ে যায় !
তাহলে হৃদয়ের এত আবেগ লিখব কোথায়….

Jelly Akhter
অকারণেই হতে চেয়েছিলাম তোমার প্রিয়জন,
তখনই অনেক ভাল ছিলাম যখন ছিলাম সাধারণ জনগণ।

মেহেদী হাসান
অমাবর্স্যার আধারে পূর্নিমা গেছে ঢেকে,
জোৎস্না ছরবে হৃদয়ে অমাবর্স্যার আধার কাটলে।

রায়হান লাবিব
পুত-পবিত্র হৃদয়ে তোমার ছিল মুক্তির জয়গান
শহিদি রক্তে চরণ ধুয়ে কেড়ে নিলে বিশ্ব প্রাণ|

মেহেদী হাসান
যদি হবেই দুজনার বিরহ মিলন,
তবে মনে জেগেছিলো কেন এত স্বপন!

Islam Shakibul
ওরে, কেনো এত কষ্ট তোর
তোর জীবনে আসুক ভোর।।

Rj Robiul Alam Antor
বিরহকাল আমার অনাদরে জ্বলে….
ভাগ্যরেখা বরাবর মগডালে ঝুলে।

Redoane Nomani ;
ধর্মে আমি মোসলমান জাতে বাঙালি
কারো কাছে হতেও পারি প্রেমিক কাওয়ালী

Luna Ahmed
স্বপ্নের নোনাজলে কেঁদে উঠি বার বার,
আটকে আসে স্বর তবু সময় নেই কাঁদবার।

Sadikur Rahman
যুক্তির মিছিলে যাদের বাস
তারাই যুক্তিকে দেয় বাশ!

কবিতার ফেরিওয়ালা
শুন হে লতা,
তোমার সাথে ছিলো অনেক কথা।

Poet Nawshad Ali
কবিতা কবির চিতা
বন্ধুরে হোসনে ভীতা।

সাব্বির অর্ণব প্লাবন
দেওলের পিছে রেখে কেনো খোজ কর আড়ালে।

Asaduzzaman Linkon
আজ বারবার ডুবে যাই,
হারানো সেই স্মৃতির আঙ্গিনায়।

Emon Khan
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে
ভালোবাসায় ভালোবেসে বেধে যে রাখে।।

MD Masum Billa
নাহি স্রোত, নাহি স্রোত,
বামনিতে করেছে পুকুর, করেছে অবরোধ।

Tomi Ami Dujone
কিছু রাতে আগুন জ্বলে
চোখে ঘৃনার তিব্রতা জমে।

রকি গৌড়ি
কালো রঙে শাদা হাসে,
সূর্যির ক্যাম্ভাসে।

Iqbal Yousuf
নবী অলি পীর দরবেশ ফকির সূফীগণ
খোদার প্রিয় পাত্র মিত্র, মোদের পরম ধন।

উত্তরা বাতায়ন পানে
হোক না…সোনার তরীতে তো আর কর্তার ঠাঁই হয় না
১০ টাকা দিয়েই নাহয় কিনব…!!! চলবে…??

রুদ্র সাজেদুল করিম
একবার যদি ভালোবাসো
আমি আবার বেচেঁ যাবো।

জরীফ উদ্দীন
বালিকা ওভাবে তাকিও না আমার পানে
একটু ফিরিয়ে নাও অন্যদিকে
তোমার চোখ আমার চোখ ভেদ করে
হৃতপিন্ডে আঘাত করে
আমি যে সইতে পারি না।
বালিকা ওভাবে হেস না
তোমার হাসির কারিশমায়
আমি মাতাল বনে যাই
খুব হিংসে হয়
কেউ বুঝি তোমাকে গ্রাস করবে
মেঘের আড়ে পাহাড় লুকানোরর মত।

The post নবশিখা সাহিত্য আড্ডা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
পাঞ্জাবি ও লাল শাড়ির গল্প https://www.ulipur.com/?p=3794 Thu, 15 Jun 2017 07:42:57 +0000 http://www.ulipur.com/?p=3794 জরীফ উদ্দীন, বিকালে একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম টিএসসিতে। সেই সময় আব্বুর কল। রিসিভ করলাম। শিখা, কেমন আছিস মা? আব্বু, ভাল। তুমি? এই তো ভাল। আম্মু কেমন আছে? ভাল রে মা! টিকেট পাইছিস বাড়ি আসার? না আব্বু পাই নি। তবে পেয়ে যাব! ঈদে তোর জন্য কত টাকা পাঠানো লাগবে? বাবা এবার টাকা পাঠাতে হবে না! [...]

The post পাঞ্জাবি ও লাল শাড়ির গল্প appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীন,

বিকালে একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম টিএসসিতে। সেই সময় আব্বুর কল। রিসিভ করলাম।
শিখা, কেমন আছিস মা?
আব্বু, ভাল। তুমি?
এই তো ভাল।
আম্মু কেমন আছে?
ভাল রে মা! টিকেট পাইছিস বাড়ি আসার?
না আব্বু পাই নি। তবে পেয়ে যাব!
ঈদে তোর জন্য কত টাকা পাঠানো লাগবে?
বাবা এবার টাকা পাঠাতে হবে না! আমি টিউশনির টাকা পেয়েছি তাই দিয়ে বাড়ি ফিরতে পাব।
তোকে বলিনি টিউশনি করাসনে! মাথার অবস্থা শেষ হবে। এবারই বাদ দিয়ে দে। বল দিবি না?
আব্বু?
হুম!
তবে একটা কাজ করতে পার!
কি কাজ রে মা?
তুমি একটা পাঞ্জাবি আর..
আরে তুই পাঞ্জাবি কি করবি?
তা তো বলা যাবে না! আরও কিনতে হবে একটা লাল টুকটুকে শাড়ি কিনবা!
তুই বিয়ে টিয়ে করলি না কি!
ধাৎ। না আব্বু। এমনটা আমাকে নিয়ে ভাবতে পারলে? তোমাকে না জানিয়ে এতবড় কাজ করি! তোমার আর আম্মুর জন্য কিনবা। আমার জন্য তো অনেক করলে। এবার..
থাক থাক। তোর বিকাশে টাকা পাঠাই দিচ্ছি। ক্লাস না থাকলে বাড়ি আয় শীঘ্রই কতদিন থেকে তোকে দেখিনা। আজকাল বুকের ডান সাইট খুব ব্যথা করে। চোখে ঝাপসা দেখি। হাঁটতে পারিনা আগের মত। মনে হয় আর বেশিদিন বাঁচব না।
আব্বু, এসব কি বলছ? হুম। খুব শীঘ্রই আচ্ছি। বুঝেছি তোমাকে ভাল ডাক্তার দেখাতে হবে। আরও অনেক কথা হয়। শেষে আব্বু ফোনটা রেখে দেয়। আমার আর বন্ধুদের সাথে থাকতে ভাল লাগে না। ওদের কাছ থেকে বিদায় নিয়ে হলের দিকে যেতে থাকি।
চোখের সামনে ভেসে উঠে আব্বুর মুখটা। শত দুঃখে মলিন একটা হাসি মুখ। জানি আব্বু এবার ঈদেও নতুন কোনো পাঞ্জাবি কিনবে না। কিনবে না আম্মুর জন্য কোনো শাড়ি। যদি জিজ্ঞাস করি আব্বু বলবে আগের পাঞ্জাবি টা নতুনই আছে। আর আম্মু নতুন কিছুই নিতে রাজি হননা। বলেন, আমি তো বাড়ি থেকে বাহির হইনা যা আছে তাই চলবে। হলের গেটের কাছে আসতেই ফোনের ম্যাসেজ টোন বেজে উঠল। তাকিয়ে দেখি বিকাশে ক্যাশ ইন সাত হাজার একশ চল্লিশ টাকা। চোখে পানি চলে আসল। আমি তো জানি কত কষ্টে আব্বু টাকা পাঠাইছে। হয়ত এই টাকা পাঠাতে গিয়ে খাবারের বাজেট কমে গেছে। এবার ঈদেও তাদের জন্য কেনা হবে না কোন নতুন পাঞ্জাবি – শাড়ি। আর কত মমতায় পাঠিয়ে দেন আমার জন্য। মোবাইল তাকিয়ে দেখি ইফতারির এখনো ঘন্টা তিন বাকি আছে ভাবলাম আজই বাবার জন্য একটা ভাল পাঞ্জাবি ও মায়ের জন্য লাল শাড়ি কিনে নেই। আর কালকেই টিকেট পেলে সোজা বাড়ি। কুড়িগ্রাম। আমার জন্মভূমি।
আর তিনদিন পরেই ঈদ। যে যেভাবে পাচ্ছে বাড়ি ফিরছে ঈদে। বাসের টিকেট পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। ট্রেনের টিকেট তো পাওয়াই যায় না। এর মাঝেই কপালে জুটে গেল একটা টিকেট। ফিরছি বাড়ি। বাড়ির চিত্রটা যেন চোখের সামনে ভেসে উঠতে শুরু করল। কবে যে তন্দ্রাভাব এসেছিল বুঝতেই পারিনি। মোবাইলের টোনে তন্দ্রা কেটে গেল। রিসিভ করলাম।
আব্বু বল।
শিখা!
হ্যাঁ, আম্মু বল।
তুই কোথায়?
আম্মু এখনো বগুড়াতে। জানই তো কেমন জ্যাম।
ও।
আব্বু কই?
এই তো বিছানায় শুয়ে। একটু অসুস্থ বারবার তোর কথা বলিতেছে।
ওহ আসতেছি তো।
আচ্ছা আয়।
বাস থেকে নেমে আমাদের বাড়ি পাঁচমিনিটের পথ। তাই বাস থেমে হাঁটা শুরু করলাম আর ভাবতে লাগলাম আব্বু-আম্মু পাঞ্জাবি-শাড়ি পেলে খুব খুশি হবেন। আম্মুকে লাগবে নববধূর মত। তাদের খুশি মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগল। আবার মনে হল এগুলো দেখে আমাকে খুব বকবেন, কেন এগুলো আনতে গেছি! আমি কি জব করি! ইত্যাদি। দূর! এসব কি ভাবছি! বাড়ি কাছে আসতেই দেখি উঠানে অনেক লোকের ভীর। বাড়ির ভিতর থেকে ভেসে আচ্ছে মায়ের কান্না। আমি কিছু না বলে খুব তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছি। সামনে আসল রমজান চাচা।
মা রে পথে কোন সমস্যা হয়নি তো?
না, চাচা।
তুই ভেঙে পরিস না। আসলে পৃথিবীতে মানুষ স্থায়ী নয়। এই যে এক সময় আমার আব্বা মানে তোর দাদা ছিল আজ নেই। আমি আছি, আমিও একদিন থাকব না। তোর আব্বুও আমাদের ছেড়ে চলে গেল।…… উনি আর কি বলছেন আমি শুনতে পাচ্ছি না। মাথাটা প্রচণ্ড ঘুরতে শুরু করল। তার মানে আব্বু আর পাঞ্জাবিটা গায়ে দিবেন না, সেই শোকে আম্মু পড়বে না লাল শাড়ি। আমি আর ভাবতে পারছি না। পরে যাচ্ছি। আব্ বু……..!

লেখক, সহ. সম্পাদক, উলিপুর ডট কম

জরীফ উদ্দীন
জরীফ উদ্দীন

The post পাঞ্জাবি ও লাল শাড়ির গল্প appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মে দিবসের কবিতা https://www.ulipur.com/?p=3678 Thu, 11 May 2017 10:35:27 +0000 http://www.ulipur.com/?p=3678 মে দিবসের কবিতা জরীফ উদ্দীন আমাকে মেরে ফেল যত ইচ্ছে ততবার আমার রক্তমাখা পায়ে হেঁটে যাও স্বর্গের পথে রক্ত চোষাদের দল আমাকে মেরে প্রেস রিলিজ চাই না চাই না হাভাতে এতটুকু করুণা আমাদের ঘামে তুলছ শততলা বাড়ি, বাড়াচ্ছ ব্যাংক বালেন্স, কিনছ গাড়ি, আজ সবে মুখোস পরা ভদ্রলোক। অথচ পাই না আমাদের নায্য মূল্য আমাদের সন্তানদের [...]

The post মে দিবসের কবিতা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মে দিবসের কবিতা
জরীফ উদ্দীন

আমাকে মেরে ফেল যত ইচ্ছে ততবার
আমার রক্তমাখা পায়ে হেঁটে যাও স্বর্গের পথে
রক্ত চোষাদের দল
আমাকে মেরে প্রেস রিলিজ চাই না
চাই না হাভাতে এতটুকু করুণা
আমাদের ঘামে তুলছ শততলা বাড়ি,
বাড়াচ্ছ ব্যাংক বালেন্স,
কিনছ গাড়ি, আজ সবে মুখোস পরা ভদ্রলোক।
অথচ পাই না আমাদের নায্য মূল্য
আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত
যখন তোমাদের সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা উড়ানো হয়
তখন আমরা জানি না আগামীকাল কি খাবো!

আজ জেগে উঠছে শ্রমিক জনতা
পাভেলের মায়ের আগুন ছড়িয়েছে বিশ্বময়
হে মার্কেটের লাশ নিয়ে মিছিল রাস্তায় রাস্তায়
লুইস কিং আজও আত্মসম্মানে প্রতিজ্ঞাবদ্ধ
নিজের জীবন নিজেই উৎসর্গ করবে
কিন্তু তোমাদের ফাঁসিতে ঝুলবে না।

আজ কারখানায় শ্রমিক নয় যেন একেকজন যোদ্ধা
মাক্সিমের কলমের খুরে অধিকারে সোচ্চার সকলেই
মহামতি লেলিন ও স্তলিন দাঁড়িয়েছেন পাশে।

বল আর কত ভবনধস, বয়লার বিস্ফারণ, অপমৃত্যু
বল আর কত লাশ চাও, হে পুঁজেপপতিরা?
আর কত লাশের পিঠ চেপে যাবে স্বর্গের দরজায়?

The post মে দিবসের কবিতা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মিড ডে মিলের শুভ উদ্বোধন https://www.ulipur.com/?p=2793 Wed, 09 Nov 2016 15:59:26 +0000 http://www.ulipur.com/?p=2793 জরীফ উদ্দীন: আজ সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ীতে মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মীড ডে মিলের শুভ উদ্বোধন করা হয়। আবুল হোসেন বিএসসি এর সসভাপতিত্বে আশরাফুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেন খন্দকার, বিশেষ অতিথি ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল [...]

The post মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মিড ডে মিলের শুভ উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মিড ডে মিলের শুভ উদ্বোধন
মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মিড ডে মিলের শুভ উদ্বোধন

জরীফ উদ্দীন:

আজ সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ীতে মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মীড ডে মিলের শুভ উদ্বোধন করা হয়।

আবুল হোসেন বিএসসি এর সসভাপতিত্বে আশরাফুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেন খন্দকার, বিশেষ অতিথি ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু, ধরণীবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রমূখ।

আলোচনায় বক্তারা শিক্ষার গুরুত্ব ও শিক্ষাক্ষেত্রে মায়ের ভূমিকা এবং মিড ডে মিলের প্রয়োজনীয়তা আলোচনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থী ও বিদ্যালয়ের মান উন্নয়নে অভিভাবকদের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন আমাদের স্কুল বরাবরই ভালো রেজাল্ট করে আচ্ছে এবং আগামীতেও করবে।

আলোচনা শেষে শিক্ষার্থী ও অভিভাকদের মাঝে মিড ডে মিল প্রদান করেন।

The post মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মিড ডে মিলের শুভ উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>