টাকা ও কম্বল বিতরণ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=টাকা-ও-কম্বল-বিতরণ কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 31 Oct 2020 10:04:36 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png টাকা ও কম্বল বিতরণ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=টাকা-ও-কম্বল-বিতরণ 32 32 উলিপুরে ৪২১ শহীদ পরিবারের মধ্যে টিন, টাকা ও কম্বল বিতরণ https://www.ulipur.com/?p=5089 Fri, 29 Dec 2017 16:25:32 +0000 http://www.ulipur.com/?p=5089 আব্দুল মালেকঃ উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হাতিয়া ইউনিয়নের ৪২১ শহীদ পরিবারের মধ্যে টিন, টাকা ও কম্বল বিতরন করা হয়েছে। জানা গেছে ১৯৭১ সালে দেশ স্বাধীনের এক মাস আগে শত্রু মুক্ত হাতিয়ার কয়েক গ্রামের ৬৯৭জন নারী পুরুষ ও শিশুদের দাগার কুঠি গ্রামে জড়ো করে প্রথমে গুলি করে ও পরে আগুনে পুড়ে হত্যা করে। গত ৪৬ বছরে [...]

The post উলিপুরে ৪২১ শহীদ পরিবারের মধ্যে টিন, টাকা ও কম্বল বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হাতিয়া ইউনিয়নের ৪২১ শহীদ পরিবারের মধ্যে টিন, টাকা ও কম্বল বিতরন করা হয়েছে। জানা গেছে ১৯৭১ সালে দেশ স্বাধীনের এক মাস আগে শত্রু মুক্ত হাতিয়ার কয়েক গ্রামের ৬৯৭জন নারী পুরুষ ও শিশুদের দাগার কুঠি গ্রামে জড়ো করে প্রথমে গুলি করে ও পরে আগুনে পুড়ে হত্যা করে।

গত ৪৬ বছরে গণহত্যার শিকার শহীদ পরিবার গুলো এবং গণহত্যার ঘটনা জাতীয় ভাবে স্বীকৃতি পায়নি। পায়নি কোন সাহায্য সহযোগিতা। নদী ভাঙ্গনে এ সব পরিবার বাস্তভিটা হারিয়ে বাঁধের রাস্তাসহ মানুষের বাড়ীতে আশ্রিত দুর্বিসহ জীবন যাপন করছে। এদের জীবন কাহিনী সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় ফলাও ভাবে প্রকাশ পায়। এরপর উপজেলা প্রশাসন বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করে চিঠি দিলে জেলা প্রশাসক ২১টি পরিবারকে ১ বান করে ঢেউটিন ও ৩ হাজার টাকা ও এবং ৪’শ শহীদ পরিবারের জন্য ১টি করে কম্বল বরাদ্ধ দেয়।

গত ২৮ ডিসেম্বর বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালে মোহাম্মদ ফেরদৌস খাঁন হাতিয়া ইউপি মাঠে ওই সমস্থ শহীদ পরিবারের মধ্যে টিন, টাকা ও কম্বল বিতরন করেন। সেই সাথে বাস্থহারা শহীদ পরিবার গুলোকে খুঁজে বের করে তাদের পুর্নবাসনের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিসার খন্দকার মোঃ ফিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান, হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বাদশা ও হাতিয়া ইউপি চেয়ারম্যান বি এম আবুল হোসেন প্রমূখ।

The post উলিপুরে ৪২১ শহীদ পরিবারের মধ্যে টিন, টাকা ও কম্বল বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>