ঠাণ্ডা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ঠাণ্ডা কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Wed, 16 Dec 2020 14:30:36 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png ঠাণ্ডা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ঠাণ্ডা 32 32 তীব্র শীতে দুর্ভোগে কুড়িগ্রামের নিম্ন আয়ের লোকজন https://www.ulipur.com/?p=12431 Wed, 16 Dec 2020 13:59:30 +0000 https://www.ulipur.com/?p=12431 ।। নিউজ ডেস্ক ।। উত্তরের হিমেল হাওয়া, কনকনে ঠাণ্ডায় কুড়িগ্রামের মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে । বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রী সেলসিয়াস। ঠাণ্ডা ও কুয়াশার কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা । গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন হত দরিদ্র মানুষরা। শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে বাড়ছে রোগীর [...]

The post তীব্র শীতে দুর্ভোগে কুড়িগ্রামের নিম্ন আয়ের লোকজন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উত্তরের হিমেল হাওয়া, কনকনে ঠাণ্ডায় কুড়িগ্রামের মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে । বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রী সেলসিয়াস। ঠাণ্ডা ও কুয়াশার কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা ।

গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন হত দরিদ্র মানুষরা। শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: মোঃ: নবিউর রহমান বলেন, শীতের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে।

দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। বিকেল হতেই বাড়ছে ঠাণ্ডার প্রকোপ। রাত যত গভীর হচ্ছে বাড়ছে শীতের তীব্রতা।

বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে প্রকৃতি। দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন জেলার চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলো। প্রয়োজনীয় গরম কাপড় না থাকায় অতি কষ্টে পরিবার নিয়ে রাত কাটাচ্ছেন তারা।

সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাসিন্দা মজলুম মিয়া জানান, কয়েকদিন ধরে প্রচণ্ড ঠাণ্ডা আর কুয়াশার জন্য কাজে যেতে পারছি না। গরম কাপড়ও নাই। ছেলে-মেয়ে নিয়ে খুবই কষ্টে আছি।

কুড়িগ্রাম শহরের রিকসা চালক আমজাদ হোসেন জানান, সকাল ১০ টার আগে বের হতে পারি না। আর এ সময়টা ভাড়াও কম। আয় রোজগার কমে গেছে।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষণ সুবল চন্দ্র সরকার জানান, বুধবার জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রী সেলসিয়াস।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মো: রেজাউল করিম বলেন, এ পর্যন্ত জেলার ৯ উপজেলায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে ৩৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

নতুন করে প্রত্যেক উপজেলায় শীত বস্ত্র বিতরণের জন্য ৬ লাখ করে টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ৯ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

/নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/ডিসেম্বর/১৬/২০

The post তীব্র শীতে দুর্ভোগে কুড়িগ্রামের নিম্ন আয়ের লোকজন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েই চলেছে https://www.ulipur.com/?p=5136 Fri, 05 Jan 2018 06:49:04 +0000 http://www.ulipur.com/?p=5136 এ.এস.জুয়েলঃ শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠাণ্ডার সঙ্গে হিমেল হাওয়া ঠাণ্ডার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে নিম্নআয়ের মানুষ। কুড়িগ্রামের আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরও কমতে পারে। [...]

The post কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েই চলেছে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
এ.এস.জুয়েলঃ
শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠাণ্ডার সঙ্গে হিমেল হাওয়া ঠাণ্ডার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে নিম্নআয়ের মানুষ। কুড়িগ্রামের আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরও কমতে পারে।

নিম্নআয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বিশেষ করে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদীর অববাহিকায় চার শতাধিক চরের মানুষ শীতের তীব্রতায় দুর্ভোগে পড়েছে। সদর উপজেলার চর ভেলাকোপার আকবর আলী জানান, তারা গরিব মানুষ কাজ করে খান কিন্তু খুব শীত ও ঠাণ্ডা বাতাসে কাজে যেতে পারছেন না, গরম কাপড় নেই। চিলমারী উপজেলার অষ্টমীর চরের ময়না বেগম জানান, কাপড় কেনার কোনো টাকাপয়সা নেই, কাজকর্মও নেই, তাই কষ্টে আছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, তালিকা করে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আর শীত মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।

The post কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েই চলেছে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>