দূর্গাপুর Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=দূর্গাপুর কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Wed, 21 Feb 2018 15:17:33 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png দূর্গাপুর Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=দূর্গাপুর 32 32 মাতৃভাষা দিবসে সারথি’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=5629 Wed, 21 Feb 2018 15:16:08 +0000 http://www.ulipur.com/?p=5629 শাহিনুল ইসলাম লিটন: ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ‌্য স্বেচ্ছাসেবী সংগঠন সারথি’র আয়োজনে দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম,প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার, সহঃ শিক্ষক ফুয়াদ আলী এবং রুবেল হোসেন। এছাড়াও সারথি সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জাহানুর [...]

The post মাতৃভাষা দিবসে সারথি’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহিনুল ইসলাম লিটন:
২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ‌্য স্বেচ্ছাসেবী সংগঠন সারথি’র আয়োজনে দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম,প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার, সহঃ শিক্ষক ফুয়াদ আলী এবং রুবেল হোসেন।

এছাড়াও সারথি সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জাহানুর রহমান খোকন, পরিচালনা পর্ষদের সদস্য আশরাফুল আলম পরিচালনা পর্ষদের সভাপতি প্রণয় কৃষ্ণ রায়, সারথি’র কুড়িগ্রাম জেলা শাখার অর্থ সম্পাদক গৌতম কুমার রায়, দপ্তর সম্পাদক হৃদয় কুমার রায় কানু, মহিলা বিষয়ক সম্পাদক রুমানা আক্তার, ক্রিয়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান এবং উলিপুর উপজেলার সভাপতি শাহিনুল ইসলাম লিটন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় ।

The post মাতৃভাষা দিবসে সারথি’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রেহানা স্পোর্টস একাডেমির ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=4362 Wed, 20 Sep 2017 16:47:51 +0000 http://www.ulipur.com/?p=4362 শাহিনুল ইসলাম লিটনঃ আজ দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে রেহানা স্পোর্টস একাডেমি দূর্গাপুর শাখার ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাজেদুর তালুকদার সাজু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব উৎপল কান্তি রায়। খেলায় অংশ গ্রহন করে দুই শক্তিশালী দল [...]

The post রেহানা স্পোর্টস একাডেমির ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহিনুল ইসলাম লিটনঃ
আজ দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে রেহানা স্পোর্টস একাডেমি দূর্গাপুর শাখার ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাজেদুর তালুকদার সাজু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব উৎপল কান্তি রায়।

খেলায় অংশ গ্রহন করে দুই শক্তিশালী দল উলিপুর রেডসান ক্লাব বনাম সিন্দুরমতি একাদশ। খেলাটি ৪:৪৫ মিনিটে শুরু হয়ে ৫:৪৫ মিনিটে শেষ হয়। উক্ত খেলায় প্রধান রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন কুড়িগ্রাম জেলার প্রথম রেফারি জনাব বিপ্লব তরোফদার। সহকারি রেফারি হিসাবে ছিলেন আসিক আহম্মদ ও মাহফুজার রহমান। খেলায় ২-১ গোলে সিন্দুরমতি একদশ জয়লাভ করে। খেলার আয়োজক হিসাবে প্রধান ভুমিকা পালন করেন সাতভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মহব্বত আলী ও মজিদা আর্দশ ডিগ্রী কলেজ কুড়িগ্রামের প্রভাষক জনাব মোস্তাফিজুর রহমান।

The post রেহানা স্পোর্টস একাডেমির ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
পারফেক্ট রেসিডেন্সিয়াল স্কুলে বর্ষ বরণে সাংস্কৃতিক অনুষ্ঠান https://www.ulipur.com/?p=3610 Fri, 14 Apr 2017 18:40:18 +0000 http://www.ulipur.com/?p=3610 শাহিনুল ইসলাম লিটনঃ  দূর্গাপুরে পারফেক্ট রেসিডেন্সিয়াল স্কুলে   নববর্ষ উপলক্ষে এক সাংস্কূতিক অনুষ্ঠানের আয়োজন করে  দুর্গাপুরে পারফেক্ট রেসিডেন্সিয়াল স্কুলে ।এ অনুষ্ঠানে  মনোঙ্গ সাংস্কৃতিক দুপুর ২ টা  থেকে বিকেল ৬ টা  পর্যন্ত গান ,নাচ ,নাটক নূত্য দিয়ে শ্রোতা মন্ডলীদের মন জয় করে  বিদ্যালয়ের শিক্ষর্থীরা।

The post পারফেক্ট রেসিডেন্সিয়াল স্কুলে বর্ষ বরণে সাংস্কৃতিক অনুষ্ঠান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহিনুল ইসলাম লিটনঃ  দূর্গাপুরে পারফেক্ট রেসিডেন্সিয়াল স্কুলে   নববর্ষ উপলক্ষে এক সাংস্কূতিক অনুষ্ঠানের আয়োজন করে  দুর্গাপুরে পারফেক্ট রেসিডেন্সিয়াল স্কুলে ।এ অনুষ্ঠানে  মনোঙ্গ সাংস্কৃতিক দুপুর ২ টা  থেকে বিকেল ৬ টা  পর্যন্ত গান ,নাচ ,নাটক নূত্য দিয়ে শ্রোতা মন্ডলীদের মন জয় করে  বিদ্যালয়ের শিক্ষর্থীরা।

The post পারফেক্ট রেসিডেন্সিয়াল স্কুলে বর্ষ বরণে সাংস্কৃতিক অনুষ্ঠান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=3465 Sun, 26 Mar 2017 18:01:01 +0000 http://www.ulipur.com/?p=3465 শাহিনুল ইসলাম লিটন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারাদেশের ন্যায়  উলিপুরের ছোয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল দূর্গাপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। ছোয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সভাপতি অধ্যক্ষ মো: হারুন- অর -রশীদ (মিলন) এর সভাপতিত্ব করেন উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলার শিক্ষা অফিসার জনাব এস এম মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি [...]

The post মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহিনুল ইসলাম লিটন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারাদেশের ন্যায়  উলিপুরের ছোয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল দূর্গাপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। ছোয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সভাপতি অধ্যক্ষ মো: হারুন- অর -রশীদ (মিলন) এর সভাপতিত্ব করেন উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলার শিক্ষা অফিসার জনাব এস এম মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার রায়।দূর্গাপুর উচ্চ বিদ্যায়লের সাবেক প্রধান শিক্ষক জনাব নির্মল চন্দ্র সরকার।

The post মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা https://www.ulipur.com/?p=3435 Wed, 22 Mar 2017 09:42:32 +0000 http://www.ulipur.com/?p=3435 রোকনুজ্জামান মানু: বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যপক পদক্ষেপ গ্রহন করলেও  উলিপুরের ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা বিরাজ করছে। কর্তৃপক্ষের অবহেলা ও অনিয়মের কারনে উপজেলায় স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের ডাক্তার, কম্পাউন্ডার, মাঠ সহকারি ও ভিজিটরগণ নিয়মিত কেন্দ্রে উপস্থিত না থাকায় প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের অসহায় রোগীরা চিকিৎসা সেবা [...]

The post উলিপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রোকনুজ্জামান মানু:

বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যপক পদক্ষেপ গ্রহন করলেও  উলিপুরের ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা বিরাজ করছে। কর্তৃপক্ষের অবহেলা ও অনিয়মের কারনে উপজেলায় স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের ডাক্তার, কম্পাউন্ডার, মাঠ সহকারি ও ভিজিটরগণ নিয়মিত কেন্দ্রে উপস্থিত না থাকায় প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের অসহায় রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার থেতরাই, বজরা, গুনাইগাছ, তবকপুর, হাতিয়া, দূর্গাপুর, পান্ডুল, বেগমগঞ্জ ও সাহেবের আলগাসহ প্রায় সব কয়টি ইউপি-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলো প্রায় দিন বন্ধ থাকে। কোন কোন কেন্দ্রে ডাক্তার আসলে রোগী থাকেনা, আবার রোগী আসলে ডাক্তার না থাকা নিত্য নৈমেত্তিক ব্যাপার। স্বাস্থ্য কেন্দ্রে ঔষুধ নেই এই অজুহাত দেখে সংশ্লিষ্ট কেন্দ্রেগুলোর ডাক্তার, কর্মচারীগণ প্রায়ই অফিস ফাঁকি দিয়ে আসছে। আবার কোন কেন্দ্রের ভিজিটরসহ ডাক্তারগণ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও প্রাইভেট চেম্বারে কাজ করে আসার কারনে বাধ্য হয়ে গর্ভবতি মা ও রোগীরা চিকিৎসকের রশিরডোরে আটকা পরে টাকার বিনিময়ে চিকিৎসা নিচ্ছে। অপর দিকে পরিচর্যা ও কর্তৃপক্ষের দৃষ্টিহীনতায় সংস্কারের অভাবে স্বাস্থ্য কেন্দ্রগুলো জড়াজীর্ন হয়ে পড়েছে। কর্তৃপক্ষের উদাসীনতায় অধিকাংশ কেন্দ্রের জায়গা-জমি,আবাসিক কোয়টার সরকারের বেদখলে চলে যাচ্ছে।  উপজেলার নদী বিচ্ছিন্ন সাহেবের আলগা ও বেগমগঞ্জ ইউপি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্র দেখতে গেলে সেখানে অফিসের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি। গত ১০ বছর আগে ব্রহ্মপুত্র নদীগর্ভে বিলিন হওয়ার পর এখন পর্যন্ত সেখানে স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেনি। তবে ভ্রাম্যমান কেন্দ্রের ব্যবস্থা থাকলেও তা চালছে কর্মীদের ইচ্ছে মত। এমন এক কেন্দ্রের বারান্দায় অপেক্ষ্যমান কিছু সংখ্যক ভুক্তভোগী রোগী অভিযোগ করেন তারা বহুদূর থেকে এসে এভাবেই প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চলে যান তবু ডাক্তারের দেখা মেলেনা। একই ভাবে হাতিয়া স্বাস্থ্য সেবা কেন্দ্রের অপেক্ষমান গর্ভবতি মা শাহেমা খাতুন, গোলেনুর বেগম, রিতা রানী, অঞ্জনা দেবী ও আকিলা খাতুনসহ আরো অনেকে বলেন,‘তারা পাঁচ দিন এসেও ভিজিটরের দেখা পাননি। আথচ সরকারি দপ্তরে খোঁজ নিয়ে দেখা গেছে এ সকল এলাকার রোগীদের জন্য পর্যাপ্ত ঔষধ বরাদ্দ দেয়া হয়েছে। স্বাস্থ্য সেবার এই দৈন্যদসা দূর করে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন

The post উলিপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কাঁচা রাস্তা আর পাকা হয় নাঃ দূর্ভোগে জানজায়গীর ও আশে পাশের এলাকাবাসী https://www.ulipur.com/?p=2897 Fri, 23 Dec 2016 11:55:18 +0000 http://www.ulipur.com/?p=2897 মির্জা জালাল (দুর্গাপুর): জানজায়গীর থেকে দুর্গাপুর যাওয়ার একমাত্র রাস্তাটি কাঁচা। এটি পাকা করার দাবি ১৭ বছরের। বৃষ্টি হলে এ রাস্তায় চলাচলকারী মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জানজয়গীর থেকে লালকটটারী  হয়ে গুপিনাথপুর হয়ে দুর্গাপুরের মিলনপুর পর্যন্ত তিন কিলোমিটার  রাস্তা যুগ যুগ ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে দুর্গাপুর  সঙ্গে  গুপিনাথপুর , লালকটটারী [...]

The post কাঁচা রাস্তা আর পাকা হয় নাঃ দূর্ভোগে জানজায়গীর ও আশে পাশের এলাকাবাসী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কাঁচা রাস্তা আর পাকা হয় নাঃ দূর্ভোগে জানজায়গীর ও আশে পাশের এলাকাবাসী
দূর্ভোগে জানজায়গীর ও আশে পাশের এলাকাবাসী

মির্জা জালাল (দুর্গাপুর):
জানজায়গীর থেকে দুর্গাপুর যাওয়ার একমাত্র রাস্তাটি কাঁচা। এটি পাকা করার দাবি ১৭ বছরের। বৃষ্টি হলে এ রাস্তায় চলাচলকারী মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জানজয়গীর থেকে লালকটটারী  হয়ে গুপিনাথপুর হয়ে দুর্গাপুরের মিলনপুর পর্যন্ত তিন কিলোমিটার  রাস্তা যুগ যুগ ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে দুর্গাপুর  সঙ্গে  গুপিনাথপুর , লালকটটারী ও জানজায়গীর গ্রামের প্রায় ৫ হাজার  মানুষ দুর্ভোগে পড়ছেন। বর্ষায় ওই সব রাস্তায় পায়েও হাঁটা যায় না। প্রায় রাস্তায় বিভিন্ন যানবাহন আটকে থাকে। দুর্ভোগে পড়তে হয় স্কুল, মাদরাসা ও কলেজগামী শিক্ষার্থীদের। রাস্তা খারাপ হওয়ায় এ এলাকার রিক্সা চালকরা অন্য এলাকায় গিয়ে রিক্সা চালান । ফলে  এ এলাকার চলাচলের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে ভাড়াটে মটর সাইকেল  । কিন্তু নারী, শিশু ও বয়স্ক মহিলাদের জন্য ভাড়াটে মটর সাইকেল চলাফেরা করতে ভোগান্তি পোহাতে হয় ।
জানজায়গীর থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তা পাকা করা দাবী এলাকাবাসীর ।
মিন্টু মিয়া নামে একপথচারী উলিপুর ডট কম কে বলেন, জানজায়গীর গ্রামের রাস্তা এতো খারাপ যে বর্ষাকালে এ গ্রামে একটি রিকশাও আসতে চায় না। গত বর্ষায় ভেঙে যাওয়া রাস্তা এ বর্ষায় আরও খারাপ হয়েছে। এসব রাস্তা দিয়ে একজন রোগীকে হাসপাতালেও নেয়া যায় না।


জানজায়গীর গ্রামের মো: কামাল হোসেন বলেন, ৯ নং ওর্য়াডের ৩০-৩৫ জন ছেলে চেয়ারম্যনের কাছে রাস্তা পাকা করার ব্যাপারে সাক্ষাৎ করতে গেলে চেয়ারম্যান আমাদের সাথে সাক্ষৎ করনে না । সাক্ষাৎ করতে যাওয়া অনেকে ক্ষুব্ধ হন এবং জানজায়গীর থেকে দুর্গাপুর যাওয়ার গ্রামে যাওয়ার রাস্তা পাকা করার জন্য এলাকাবাসীকে সাথে নিয়ে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেন ।
মুক্তিযোদ্ধা ফুলজার হোসেন বলেন, রাস্তা পাকা করার প্রুতিস্রুতি দিয়ে ক্ষমতায় এসে প্রুতিস্রুতি ভুলে যান নেতারা । একজন মুক্তিযোদ্ধা হিসেবে চেয়ারম্যনের কাছে একটাই আশা জানজায়গীরের রাস্তাটা পাকা করে দিবে ।
রেল-নৌ, যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণকমিটি, পাঁচপীর স্টেশন শাখার সাধারন সম্পাদক জরীফ উদ্দীন আমাদের বলেন, মাঝবিল-মন্ডলের হাট রাস্তার জানজায়গীর থেকে শুরু করে মিলনবাজার পর্যন্ত রাস্তা পাকা করলে  যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং মানুষের দূর্ভোগ অনেকটা কমে যাবে।
দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আবেদ আলী সরদার এর সাথে কথা বলে জানতে পারি, রাস্তাগুলো সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। আশা করছি দ্রুত কাজ শুরু হবে।

The post কাঁচা রাস্তা আর পাকা হয় নাঃ দূর্ভোগে জানজায়গীর ও আশে পাশের এলাকাবাসী appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>