ধামশ্রেণী Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ধামশ্রেণী কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Wed, 06 Jun 2018 17:11:26 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png ধামশ্রেণী Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ধামশ্রেণী 32 32 উলিপুরে যায়যায়দিনের ১২তম বর্ষপূর্তি পালিত https://www.ulipur.com/?p=6324 Wed, 06 Jun 2018 17:11:26 +0000 http://www.ulipur.com/?p=6324 নিউজ ডেস্ক: “যায়যায়দিন” বহু চড়াই উৎরাই পেরিয়ে ১২ টি বছর অতিক্রম করে ১৩ তম বর্ষে পদার্পণ করছে। সেই সঙ্গে পেয়েছে দেশের র্শীর্ষ দৈনিকের মর্যাদা।উক্ত পত্রিকার উলিপুর প্রতিনিধি মো: মমিনুল ইসলামের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মতি শিউলী,ধামশ্রেণী ইউপি চেযারম্যান রাকিবুল সরদার ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

The post উলিপুরে যায়যায়দিনের ১২তম বর্ষপূর্তি পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্ক:
“যায়যায়দিন” বহু চড়াই উৎরাই পেরিয়ে ১২ টি বছর অতিক্রম করে ১৩ তম বর্ষে পদার্পণ করছে। সেই সঙ্গে পেয়েছে দেশের র্শীর্ষ দৈনিকের মর্যাদা।উক্ত পত্রিকার উলিপুর প্রতিনিধি মো: মমিনুল ইসলামের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মতি শিউলী,ধামশ্রেণী ইউপি চেযারম্যান রাকিবুল সরদার ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

The post উলিপুরে যায়যায়দিনের ১২তম বর্ষপূর্তি পালিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর খাদ্য গুদামে গম ক্রয় করের জন্য ৩শ ১৯ জন কৃষকের নাম বাছাই https://www.ulipur.com/?p=3726 Tue, 23 May 2017 02:45:16 +0000 http://www.ulipur.com/?p=3726 নিউজ ডেস্ক: গতকাল বিকেল ৪ টায় উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লটারির মাধ্যমে ৩শ ১৯ জন কৃষকের নাম বাছাই করা হয়। প্রতি কৃষক ১মেঃটন করে গম গুদামে সরাসরি গম বিক্রি করতে পারবেন।পান্ডুলের ১৭ জন,দুর্গাপুরে ২৫ জন,,ধামশ্রেণীতে ১৯ জন,উলিপুর পৌর ২০ জন,গুনাইগাছ ২০ জন,তবকপুরে ১৯ জন,বজরায় ৪০ জন,বুড়াবুড়িতে ২৪ জন,হাতিয়ায় ২৯ জন,ধরণীবাড়িতে ১৯ জন,দলদলিয়ায় ২৩ জন,থেতরাইয়ে [...]

The post উলিপুর খাদ্য গুদামে গম ক্রয় করের জন্য ৩শ ১৯ জন কৃষকের নাম বাছাই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্ক:
গতকাল বিকেল ৪ টায় উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লটারির মাধ্যমে ৩শ ১৯ জন কৃষকের নাম বাছাই করা হয়। প্রতি কৃষক ১মেঃটন করে গম গুদামে সরাসরি গম বিক্রি করতে পারবেন।পান্ডুলের ১৭ জন,দুর্গাপুরে ২৫ জন,,ধামশ্রেণীতে ১৯ জন,উলিপুর পৌর ২০ জন,গুনাইগাছ ২০ জন,তবকপুরে ১৯ জন,বজরায় ৪০ জন,বুড়াবুড়িতে ২৪ জন,হাতিয়ায় ২৯ জন,ধরণীবাড়িতে ১৯ জন,দলদলিয়ায় ২৩ জন,থেতরাইয়ে ২৪ জন,বেগমগঞ্জে ১৯ জন ও সাহেবের আলগায় ১৭ জন কৃষকের নাম লটারী করে বাছাই করা হয়।এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভুমি) মর্তুজা আল মুইদ সহ রাজনৈতিক,সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কৃষি অফিসের দেয়া কৃ্ষকের তালিকা থেকে প্রতি ৪০ জন কৃষকের মধ্যে ১জনের তালিকা বাছাই করা হয়।আগামি ৩০ শে জুনের মধ্যে নির্বাচিত কৃষকগণ ২৮ টাকা কেজি দরে গম বিক্রয় করার সুযোগ পাবেন।

The post উলিপুর খাদ্য গুদামে গম ক্রয় করের জন্য ৩শ ১৯ জন কৃষকের নাম বাছাই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে মজুরী বৈষম্যের শিকার নারী শ্রমিকেরা https://www.ulipur.com/?p=3317 Wed, 01 Mar 2017 17:11:53 +0000 http://www.ulipur.com/?p=3317 রোকনুজ্জামান মানু :উলিপুর উপজেলায় মজুরী বৈষম্যের শিকার হচ্ছে নারী শ্রমিকেরা। কাজে ফাঁকি দেয়ার প্রবনতা কম থাকায় দিন দিন বিভিন্ন কাজে নারী শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।সরেজমিনে ঘুরে দেখা গেছে,চলতি বোরো মৌসুমে সদ্য রোপণকৃত ধান চারাগাছ গুলো বেড়ে উঠতে শুরু হওয়ায় ধান গাছ গুলোর পরিচর্যা অপরিসীম হয়ে পড়ে। এতে তীব্র শ্রমিক সংকট দেখা দিলে নারী শ্রমিকেরা জড়িয়ে [...]

The post উলিপুরে মজুরী বৈষম্যের শিকার নারী শ্রমিকেরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রোকনুজ্জামান মানু :উলিপুর উপজেলায় মজুরী বৈষম্যের শিকার হচ্ছে নারী শ্রমিকেরা। কাজে ফাঁকি দেয়ার প্রবনতা কম থাকায় দিন দিন বিভিন্ন কাজে নারী শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।সরেজমিনে ঘুরে দেখা গেছে,চলতি বোরো মৌসুমে সদ্য রোপণকৃত ধান চারাগাছ গুলো বেড়ে উঠতে শুরু হওয়ায় ধান গাছ গুলোর পরিচর্যা অপরিসীম হয়ে পড়ে। এতে তীব্র শ্রমিক সংকট দেখা দিলে নারী শ্রমিকেরা জড়িয়ে পড়েন এ কাজে। পুরুষ দিনমজুরা বেশি পারিশ্রমিকের আশায় দেশের বিভিন্ন জায়গায় চলে যাওয়ায় স্থানীয় গৃহস্থের একমাত্র ভরসা নারী শ্রমিক।অসচ্ছল পরিবার, স্বামীপরিত্যাক্তা, বিধবা ও অভাব অনটনে জড়িয়ে থাকা এ সকল নারীরা শ্রম বিক্রি করতে গেলে এ সুযোগ নিয়ে গৃহস্থরা তাদেরকে সঠিক মজুরী না দিয়ে স্বল্প মজুরী দিয়ে কাজ করে নিচ্ছে। এদিকে পুরুষ শ্রমিকেরা প্রতিদিন ২০০ থেকে ২৫০টাকা হারে মজুরী পান। একই কাজে নারী শ্রমিকেরা ১০০ থেকে ১২০ টাকা ।  নারী শ্রমিকের চাহিদা দিন দিন বৃদ্ধি পেলেও বাড়ছে না তাদের মজুরী।উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের নারী শ্রমিক রোশনা বেগম (৪০), হাতিয়ার সাহেরা বেগম (৫০), সহিদা(৩৫), দলদলিয়া ইউনিয়নের জাহেরা (৫০) জানান, খেতে খামারে যেভাবে পরিশ্রম করেন তার তুলনায় তাদের মজুরী অতি নগন্য। স্থানীয় সরকারের মাধ্যমে কোনপ্রকার সুযোগ সুবিধা পান কিনা এমন প্রশ্নের জবাবে ধামশ্রেণীর রোকেয়া বেগম(৪৫) বলেন, কিছু চাইতে গেলে মেম্বার টাকা চায়। টাকা ছাড়া কিছু দেয় না। তাই অল্প মজুরীতে কাজ করতে বাধ্য হচ্ছি।

The post উলিপুরে মজুরী বৈষম্যের শিকার নারী শ্রমিকেরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>