নদী দখল Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=নদী-দখল কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 18 Feb 2023 13:22:43 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png নদী দখল Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=নদী-দখল 32 32 উলিপুরে চলছে বুড়ি তিস্তা দখলের মহোৎসব https://www.ulipur.com/?p=22538 Sat, 18 Feb 2023 11:36:34 +0000 https://www.ulipur.com/?p=22538 ।। নিউজ ডেস্ক ।।উলিপুরে খনন করা বুড়ি তিস্তা নদী দখলের মহোৎসব চলছে। তিস্তা ব্রীজ থেকে প্রায় এক হাজার মিটার এলাকা জুড়ে নদী দখল করে প্রকাশ্যে বিল্ডিং নির্মাণসহ দুই পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে। একটি চক্র যে যেভাবে পাচ্ছে বুড়ি তিস্তাকে আবারও দখল দূষণে মেতে উঠেছে। জানা গেছে, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার এলাকায় [...]

The post উলিপুরে চলছে বুড়ি তিস্তা দখলের মহোৎসব appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে খনন করা বুড়ি তিস্তা নদী দখলের মহোৎসব চলছে। তিস্তা ব্রীজ থেকে প্রায় এক হাজার মিটার এলাকা জুড়ে নদী দখল করে প্রকাশ্যে বিল্ডিং নির্মাণসহ দুই পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে। একটি চক্র যে যেভাবে পাচ্ছে বুড়ি তিস্তাকে আবারও দখল দূষণে মেতে উঠেছে।

জানা গেছে, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার এলাকায় বুড়ি তিস্তার মুখে নির্মিত স্লুইস গেটটি তিস্তা নদী গর্ভে চলে যায়। পরে পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত ভাবে বুড়ি তিস্তার উৎস মুখে বাঁধ নির্মাণ করে। ফলে বুড়ি তিস্তার স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এরপর দখল আর দূষণে প্রমত্তা বুড়ি তিস্তা নদী মরা খালে পরিণত হয়। গত ৪ বছর আগে বুড়ি তিস্তা বাঁচাও আন্দোলন শুরু করে উলিপুর প্রেসক্লাব এবং রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি। আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে বিগত ২০১৮ সালে বুড়ি তিস্তা প্রধানমন্ত্রীর ডেলটা প্ল্যান কর্মসূচির আওতায় ১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে প্রায় ৮০ ফুট প্রস্থ ও ৩১ কিলোমিটার দৈর্ঘ্য নদী খনন কাজ করে। প্রাণ ফিরে পায় মরা বুড়িতিস্তা। বুড়ি তিস্তা নদীটি থেতরাই ও দলদলিয়া ইউনিয়নের অর্জুন এলাকা থেকে প্রবাহিত হয়ে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। কিন্ত সেই বুড়ি তিস্তা নদীর স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ দখল ও দূষণে আবারো একটি মহল সক্রিয় হয়ে উঠেছে।

সরেজমিনে, পৌর শহরের গুনাইগাছ ব্রিজ, জোদ্দার পাড়া, বলদি পাড়া, নারিকেল বাড়ি কাজির চক, খামার, চরপাড়া এলাকার বুড়িতিস্তা পাড় ঘুরে দেখা গেছে, বিভিন্ন জায়গায় নদীর পাড় কেটে সমতল ভূমিতে পরিণত করা হচ্ছে। কেউ আবার নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে বাঁশ আর জালের ঘের দিয়ে মাছ চাষ ও বিল্ডিং নির্মাণ করছেন।

এদিকে, বুড়িতিস্তা নদীর গুনাইগাছ ব্রিজ পয়েন্টে আবর্জনা ফেলে পরিবেশ দূষণসহ নদীটি মেরে ফেলার অপচেষ্টাও চলছে। ফলে বুড়িতিস্তার স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

পৌর শহরের গুনাইগাছ ব্রিজ জোদ্দার পাড়া এলাকায় কিছু শ্রমিককে বুড়ি তিস্তা নদীর পাড় কেটে মাটি নিয়ে যেতে দেখা যায়। এ বিষয়ে শ্রমিক আবু কালাম জানান, আমরা কাজ করি টাকার জন্য। আজ অপু ভাইয়ের কাজ করছি তাকে বলেন। তারা আরো জানান, ওই যে নদীতে মাছ চাষের জাল দেখছেন ওটা ও আকতারুজ্জামান অপু ভাইয়ের।

এ ব্যাপারে দখলদার চক্রের হোতা আকতারুজ্জামান অপুর নিকট জানতে চাইলে তিনি দাম্ভিকতার সাথে বলেন, এখানে কোন সরকারি জায়গা নেই। আমার পৈত্রিক সম্পত্তির মাটি কাটবো তাতে কার কি! নদী দখল করে বিল্ডিং নির্মাণ করছেন কেন জানতে চাইলে বলেন, সরকারকে ভেঙ্গে দিতে বলেন।

স্থানীয়দের অভিযোগ, এভাবে নদীর পাড় কাটলে বর্ষা মৌসুমে লোকালয়ে পানি ঢুকে শহরে ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হবে। নদী রক্ষায় কর্তৃপক্ষের কোন নজরদারী না থাকায় যে যার মত করে বুড়ি তিস্তা নদীকে দখল করে অবকাঠামো নির্মাণ ও ময়লা আবজর্না ফেলে পরিবেশ দূষণ করছে। এভাবে চলতে থাকলে একসময় নদী তার ফিরে পাওয়া ঐতিহ্য আবার দ্রুত হারিয়ে ফেলবে।

রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির উলিপুর শাখার সভাপতি আপন আলমগীর বলেন, বুড়ি তিস্তা নদীর পৌরসভার কিছু অংশে একটি চক্র আবারো নদী দখলহীন অপচেষ্টা চালাচ্ছে। বুড়ি তিস্তার স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা দূর করাসহ নদী রক্ষায় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

তিস্তা নদী রক্ষা কমিটি উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার বলেন, এভাবে বুড়ি তিস্তা দখল হতে থাকলে, সরকারের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, বুড়ি তিস্তা নদীর পৌর এলাকায় অধিগ্রহণে আইনি জটিলতার সুযোগে ব্যক্তি মালিকানায় থাকা জমির মালিকরা বেআইনীভাবে নদীর পাড়ের মাটি কাটছে এবং দখল করে ভবন নির্মাণ করছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

//নিউজ/উলিপুর//মালেক/ফেব্রুয়ারি/১৮/২৩

The post উলিপুরে চলছে বুড়ি তিস্তা দখলের মহোৎসব appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বুড়িতিস্তা নদী দখলমুক্ত করতে কারিগরি কমিটি গঠন https://www.ulipur.com/?p=4709 Tue, 07 Nov 2017 15:15:57 +0000 http://www.ulipur.com/?p=4709 আব্দুল মালেকঃ বুড়িতিস্তা নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে কারিগরি কমিটি গঠন করেছে পানি উন্নয়ন বোর্ড। উলিপুরের আপামর জনসাধারণের তীব্র আন্দোলন ও দাবীর মূখে পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে এই কমিটি গঠন করা হয়। উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির নেতৃত্বে বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে ‘বুড়িতিস্তা বাচাঁও উলিপুর বাঁচাও’ আন্দোলন করে আসছে। এসব আন্দোলনের [...]

The post বুড়িতিস্তা নদী দখলমুক্ত করতে কারিগরি কমিটি গঠন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
বুড়িতিস্তা নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে কারিগরি কমিটি গঠন করেছে পানি উন্নয়ন বোর্ড। উলিপুরের আপামর জনসাধারণের তীব্র আন্দোলন ও দাবীর মূখে পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে এই কমিটি গঠন করা হয়।

উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির নেতৃত্বে বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে ‘বুড়িতিস্তা বাচাঁও উলিপুর বাঁচাও’ আন্দোলন করে আসছে। এসব আন্দোলনের খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হলে পানি সম্পদ মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় নড়েচড়ে বসে। এরই প্রেক্ষিতে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বুড়িতিস্তা নদীর পানি প্রবাহ অব্যাহত ও দখলমূক্ত করতে একটি কারিগরি কমিটি গঠনের জন্য প্রস্তাবনা প্রেরন করলে সম্প্রতি ডিজাইন সার্কেল-৬ ঢাকা’র তত্বাবধায়ক প্রকৌশলী মুসা নুরুর আহমেদকে চেয়ারম্যান ওকুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামকে সদস্যসচিব করে ৭ সদস্যের এ কমিটির অনুমোদন দেয় পানি সম্পদ মন্ত্রণালয়।

এক সময় প্রাণপ্রবাহ বুড়িতিস্তা নদীকে ঘিরে গড়ে উঠেছিল  উলিপুর উপজেলা। এই নদী পথ ব্যবহার করেই কুড়িগ্রাম জেলার অন্যতম ব্যবসা কেন্দ্রে পরিনত হয় এলাকাটি। খুব বেশি দিনের কথা নয় যখন তিস্তা নদীর এ শাখা নদীতে পানি থৈ থৈ করতো, বড় বড় নৌকা চলতো। আশেপাশের জমিগুলোতে মানুষ তিন ফসলের আবাদ ঘরে তুলতো। সবুজে সবুজে ছিল বুড়িতিস্তার চারিদিক। বুড়িতিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকাও চলতো নদীতে মাছ ধরে। সেসব এখন শুধুই স্মৃতি। ভূমিদস্যূদের ভয়াল থাবায় বুড়িতিস্তা এখন ক্ষীণকায় মরা খালে পরিনত।

জানা গেছে, গত ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় তিস্তা নদীর ভাঙ্গনে উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার এলাকায় বুড়িতিস্তা নদীর প্রবেশ মুখের স্লইজগেটটি ভেঙ্গে গেলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে বুড়িতিস্তা নদীর প্রবেশমুখ বাঁধ দিয়ে বন্ধ করে দেয়। ফলে ধীরে ধীরে বুড়িতিস্তার পানি প্রবাহ কমে গেলে একশ্রেণীর দখলদার বুড়িতিস্তা নদী দখলের মহোৎসবে নেমে পড়ে। বুড়িতিস্তা নদী ভরাট করে পাঁকা ইমারত তৈরি করতে থাকে।

বুড়িতিস্তা নদী দখলমুক্ত ও পানি প্রাবাহ ফিরিয়ে আনতে গত ১১ এপ্রিল প্রতীকী পানির ঢল কর্মসুচি পালন করে ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ

এ অবস্থায় বুড়িতিস্তার স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেলে উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ- যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি বুড়িতিস্তা রক্ষায় আন্দোলন শুরু করে। উলিপুরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজের ছাত্রছাত্রি সহ সর্বস্তরের মানুষ বুড়িতিস্তা নদী বাঁচার আন্দোলনে অংশ নেয়। গত ১৩ মার্চ প্রায় ২ কিঃমিঃ ব্যাপী মানববন্ধন, ২১ মার্চ ১০ কিঃমিঃ ব্যাপী বাই-সাইকেল র‌্যালি, ১১ এপ্রিল বুড়িতিস্তা নদীতে ব্যতিক্রমী প্রতীকী পানির ঢল ও ২১ মে বুড়িতিস্তা নদীর ক্ষতিগ্রস্থ কৃষকরা পঁচা ধানগাছ রাস্তায় ছিটিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এসব কর্মসূচিতে উলিপুরের সর্বস্তরের হাজার হাজার মানুষ স্বতঃফূর্ত ভাবে অংশ নেন। এছাড়াও প্রতিনিয়ত পথনাটকসহ বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশ করে আসছে আন্দোলনকারীরা। আগামী ১৫ নভেম্বর মোটর সাইকেল র‌্যালি নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে যাওয়ার কর্মসূচি ঘোষনা করেছেন বলে জানান উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার। কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বলেন, কারিগরি কমিটি আগামী ২০ নভেম্বর প্রকল্প এলাকা থেতরাই থেকে চিলমারী উপজেলার রানীগজ্ঞ পর্যন্ত পরিদর্শন
করবেন।

The post বুড়িতিস্তা নদী দখলমুক্ত করতে কারিগরি কমিটি গঠন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>