নদী ভাঙ্গন Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=নদী-ভাঙ্গন কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Mon, 29 May 2023 14:42:47 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png নদী ভাঙ্গন Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=নদী-ভাঙ্গন 32 32 কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনে নদী গর্ভে বিলীন বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান https://www.ulipur.com/?p=24493 Mon, 29 May 2023 14:42:45 +0000 https://www.ulipur.com/?p=24493 ।। নিউজ ডেস্ক ।।কুড়িগ্রামে শুরু হয়েছে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন। প্রায় দেড় মাসের চেষ্টার পরও ব্রহ্মপুত্রের গ্রাস থেকে রক্ষা করা যায়নি কমিউনিটি ক্লিনিক, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ৩৬ বসতি। ব্রহ্মপুত্র অববাহিকার কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের চিত্র এমনই। যাত্রাপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান আব্দুল গফুর জানান, অব্যাহত ভাঙ‌নে গত এক মাসে অন্তত ৩৬ প‌রিবারের বসতভিটা ব্রহ্মপুত্রের গ‌র্ভে চলে গেছে। [...]

The post কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনে নদী গর্ভে বিলীন বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে শুরু হয়েছে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন। প্রায় দেড় মাসের চেষ্টার পরও ব্রহ্মপুত্রের গ্রাস থেকে রক্ষা করা যায়নি কমিউনিটি ক্লিনিক, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ৩৬ বসতি। ব্রহ্মপুত্র অববাহিকার কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের চিত্র এমনই।

যাত্রাপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান আব্দুল গফুর জানান, অব্যাহত ভাঙ‌নে গত এক মাসে অন্তত ৩৬ প‌রিবারের বসতভিটা ব্রহ্মপুত্রের গ‌র্ভে চলে গেছে। ভেঙেছে মস‌জিদ। ভাঙন হুম‌কিতে আছে আ‌রও শতা‌ধিক প‌রিবার। অব্যাহত ভাঙনে ইউ‌নিয়নের চর ভগব‌তীপুরের স্থাপিত উপজেলা প্রশাসনের এক‌টি মাধ্যমিক বিদ্যালয়, এক‌টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের স্থাপনা স‌রিয়ে নেওয়া হয়েছে। নদের গ্রাসে বিলীনের অপেক্ষায় ৬ নং ওয়া‌র্ডের ভগবতীপুর ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক।

চেয়ারম্যান বলেন, ‘ব্রহ্মপু‌ত্রে যেভাবে ভাঙন শুরু হয়ে‌ছে তাতে মানুষ ভিটেমা‌টি হা‌রিয়ে নি:স্ব হয়ে যাচ্ছে। ভাঙন না থামলে আরও অগ‌ণিত বস‌তি নদের গর্ভে চলে যাবে। ভাঙ‌নের কিনা‌রে দাঁ‌ড়ি‌য়ে থাকা ভগবতীপুর ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক‌টি নদের গর্ভে প‌তিত হওয়ার অ‌পেক্ষায়। ক্লি‌নিকের পাকা ভবন‌টি নিলাম প্রক্রিয়া শুরু হলেও আই‌নি জ‌টিলতায় তা সম্পন্ন হয়‌নি।’

বসত‌ভিটা হারা‌নো প‌রিবারগু‌লোর পুনর্বাসনের ব্যবস্থা প্রস‌ঙ্গে চেয়ারম্যান ব‌লেন, ‘ আমরা ক্ষ‌তিগ্রস্থ প‌রিবা‌রের তা‌লিকা প্রস্তুত ক‌রে‌ছি। দুই এক দি‌নের ম‌ধ্যে উপ‌জেলা প্রশাস‌নে জমা দেওয়া হ‌বে।’

কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা‌ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম ব‌লেন, ‘দেড় মা‌স ধ‌রে চেষ্টা ক‌রেও ভগবতীপুর ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক‌টি রক্ষা করা গে‌ল না। ক্লি‌নিক সহ স্থান‌টি রক্ষায় বালুভ‌র্তি প্রায় চার হাজার জিও ব্যাগ ফেলা হ‌লেও শে‌ষ রক্ষা হ‌চ্ছে না। আবার ক‌বে ওই চ‌রের মানুষ ক্লি‌নিক ভবন পা‌বে তা বলা মুশ‌কিল।’

‘আপাতত ক্লি‌নিক সা‌পোর্ট গ্রু‌পের সভাপ‌তির বা‌ড়ি‌তে ক্লি‌নি‌কের সব সরঞ্জাম স‌রি‌য়ে নেওয়া হ‌য়ে‌ছে। স্থানীয়রা সেখান থে‌কে স্বাস্থ্য সেবা নি‌তে পা‌রবেন।’ ক্লি‌নিকের কার্যক্রম চালু রাখার প্রশ্নে জানান ডা. নজরুল।

এ‌দি‌কে, উ‌লিপুর উপ‌জেলার বেগমগঞ্জ ইউ‌নিয়‌নেও ব্রহ্মপু‌ত্রের ভাঙন অব্যাহত র‌য়ে‌ছে। ভাঙ‌নে বিলীন হ‌চ্ছে ইউ‌নিয়‌নের এ‌কের পর এক বস‌তি, স্থাপনা ও আবা‌দি জ‌মি।

পা‌নি উন্নয়ন বোর্ড, কু‌ড়িগ্রা‌মের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, ‘ উজা‌নের ঢ‌লে ব্রহ্মপু‌ত্রে পা‌নি বাড়‌ছে। ত‌বে মাত্রা কম। চরাঞ্চ‌লে কিছু ভাঙন র‌য়ে‌ছে। ভগবতীপু‌রে চ‌রের ভাঙন প্রতি‌রো‌ধে অস্থায়ী কার্যক্রমের জন্য প্রায় সা‌ড়ে ৭ কো‌টি টাকার প্রকল্প প্রস্তাব পাঠা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে সেখা‌নে ওই মূল্যমানের স্থাপনা ও সম্পদ নেই।’

চলমান ভাঙন থে‌কে ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক ও বস‌তি রক্ষার উ‌দ্যোগ প্রস‌ঙ্গে এই নির্বাহী প্রকৌশলী ব‌লেন, ‘ আমরা কিছু অস্থায়ী প্রতি‌রোধমূলক কাজ ক‌রে‌ছিলাম। খোঁজ নি‌য়ে দে‌খি এখন কী অবস্থা।’

//নিউজ//কুড়িগ্রাম//চন্দন/মে/২৯/২৩

The post কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনে নদী গর্ভে বিলীন বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রাম সদরে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে সাড়ে ৭ লক্ষ টাকা বিতরণ https://www.ulipur.com/?p=19217 Thu, 29 Sep 2022 16:18:38 +0000 https://www.ulipur.com/?p=19217 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রাম সদরে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনে চিহ্নিত ১৬৬টি পরিবারে ৭ লক্ষ ৪৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঁচগাছী ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিটি পরিবারকে ৪ হাজার ৫০০টাকা করে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর, পাঁচগাছী ইউনিয়নের চেয়ারম্যান [...]

The post কুড়িগ্রাম সদরে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে সাড়ে ৭ লক্ষ টাকা বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদরে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনে চিহ্নিত ১৬৬টি পরিবারে ৭ লক্ষ ৪৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঁচগাছী ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিটি পরিবারকে ৪ হাজার ৫০০টাকা করে বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর, পাঁচগাছী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন, স্থানীয় এনজিও এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফামের আর্থিক সহায়তায় লোকাল হিউমেনিটারিয়ান লিডারশীপ প্রকল্প থেকে স্থানীয় এনজিও মহিদেব’র সহযোগিতায় এএফএডি সংস্থা উক্ত অর্থ বিতরণ করে।

The post কুড়িগ্রাম সদরে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে সাড়ে ৭ লক্ষ টাকা বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীতে নদী ভাঙ্গনের ফলে হুমকির মুখে প্রায় ৯ শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ https://www.ulipur.com/?p=17694 Thu, 09 Jun 2022 17:09:47 +0000 https://www.ulipur.com/?p=17694 ।। নিউজ ডেস্ক ।। চিলমারীর দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজের অবশিষ্ট ভবনটি এখন হুমকির মুখে। এতে প্রায় ৯শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। তাদের বাড়ছে দুশ্চিন্তা। ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে দিশাহারা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। হতাশায় এলাকাবাসী জানেনা কি করবে। জানা গেছে, চিলমারী উপজেলায় চরাঞ্চল গুলোতে প্রয়োজনের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে অনেক কম। উপজেলার নয়ারহাট ইউনিয়নের প্রায় [...]

The post চিলমারীতে নদী ভাঙ্গনের ফলে হুমকির মুখে প্রায় ৯ শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
চিলমারীর দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজের অবশিষ্ট ভবনটি এখন হুমকির মুখে। এতে প্রায় ৯শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। তাদের বাড়ছে দুশ্চিন্তা। ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে দিশাহারা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। হতাশায় এলাকাবাসী জানেনা কি করবে।

জানা গেছে, চিলমারী উপজেলায় চরাঞ্চল গুলোতে প্রয়োজনের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে অনেক কম। উপজেলার নয়ারহাট ইউনিয়নের প্রায় ৪হাজার পরিবারের জন্য একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয় দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজ। অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে প্রায় ৯শতাধিক শিক্ষার্থী। প্রয়োজনের তুলনায় নেই ক্লাসরুম বা প্রয়োজনীয় অবকাঠামো। এর উপর আবার ব্রহ্মপুত্র নদ ভাঙ্গছে। গত ২বছরে ভাঙ্গনের শিকার হয়ে প্রতিষ্ঠানের মুল ভবনসহ অবকাঠামো ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নবনির্মিত ভবনটিও এখন রয়েছে নদী ভাঙ্গনের মুখে। যদিও গাদাগাদি করে একটি রুমে দুটি করে শ্রেনীর পাঠদান দেয়া হচ্ছে , এছাড়াও জায়গা না হওয়ায় স্থানীয় বাজারের হাটশেডে ক্লাস নেয়া হচ্ছে। সেই ভবন ও বাজারশেডটিও নদী ভাঙ্গনের মুখে পড়ায় দিশাহারা হয়ে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দুচিন্তায় শিক্ষক ও অভিভাবকরা। বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সানি, সৌরভ, নিঝুম জানায়, স্কুলের তো সব কিছু নদীতে ভেঙ্গে গেছে। এখন যদি শেষ ভবনটিও ভেঙ্গে যায় তাহলে আমাদের কি হবে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম জানান, বেশির ভাগ ক্লাসরুম নদী গর্ভে বিলীন হওয়ায় শেষ ভবনটির একটি করে রুমে ২টি করে ক্লাসের পাঠদানের ব্যবস্থা করতে হয়, এছাড়াও শিক্ষার্থী বেশি হওয়ায় পাশ্ববর্তী বাজারের শেডে ক্লাস নিতে হচ্ছে।
স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম মন্ডল বলেন, দ্রুত নদীভাঙ্গন রোধে ব্যবস্থা না নেয়া হলে অবশিষ্ট ভবনটি নদী গর্ভে বিলিন হয়ে যাবে, তাই আমরা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমার নজরে আসেনি, সরেজমিন ঘুরে ব্যবস্থা নেয়া হবে।

The post চিলমারীতে নদী ভাঙ্গনের ফলে হুমকির মুখে প্রায় ৯ শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তিস্তার অবাধ ভাঙ্গনে কুড়িগ্রামে গৃহহীন প্রায় ৪ শতাধিক পরিবার https://www.ulipur.com/?p=14175 Wed, 07 Jul 2021 15:04:16 +0000 https://www.ulipur.com/?p=14175 ।। জেলা প্রতিনিধি ।। উজানে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ৮টি পয়েন্টে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে নদীর করাল গ্রাসে গৃহহীন হয়েছে চার শতাধিক পরিবার। বিলিন হয়েছে শতশত বিঘা আবাদি জমি, গাছপালা, জলাশয়, পুকুরসহ দুটি মসজিদ। ভাঙ্গন কবলিতরা আশ্রয় নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে। [...]

The post তিস্তার অবাধ ভাঙ্গনে কুড়িগ্রামে গৃহহীন প্রায় ৪ শতাধিক পরিবার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। জেলা প্রতিনিধি ।।
উজানে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ৮টি পয়েন্টে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে নদীর করাল গ্রাসে গৃহহীন হয়েছে চার শতাধিক পরিবার। বিলিন হয়েছে শতশত বিঘা আবাদি জমি, গাছপালা, জলাশয়, পুকুরসহ দুটি মসজিদ। ভাঙ্গন কবলিতরা আশ্রয় নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে। একদিকে জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে চলছে ভাঙন ঠেকানোর চেষ্টা। অপরদিকে বাতাসে ভেসে বেড়াচ্ছে ভাঙ্গন কবলিতদের কান্না। এরকম বিষাদময় অবস্থা বিরাজ করছে তিস্তা পাড়ের জনপদে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসান, থেতরাই ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার জানান, তিস্তা ব্রীজ থেকে চিলমারী উপজেলা পর্যন্ত প্রায় ৯কিলোমিটার ব্যাপি উন্মুক্ত জায়গায় ভাঙ্গন অব্যাহত রয়েছে। এতে ৮টি পয়েন্ট চিহ্নিত করে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও নদীর গতিপথ পরিবর্তন করে নতুন নতুন এলাকায় ভাঙ্গন শুরু করেছে। ফলে গত এক সপ্তাহে রাজারহাট ও উলিপুর উপজেলার ৫টি ইউনিয়নে ৪ শতাধিক পরিবারকে নিশ্চিহ্ন করেছে। বর্তমানে প্রচন্ড ভাঙ্গন দেখা দিয়েছে উলিপুরের থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার ও বজরা ইউনিয়নের পশ্চিম বজরা এলাকায়। এছাড়াও রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম, সরিষাবাড়ি ও খিতাব খাঁ গ্রামে প্রচন্ড ভাঙন দেখা দিয়েছে। যদিও এই তিন এলাকায় পানি উন্নয়ন বোর্ড থেকে ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে ভাঙ্গন প্রতিরোধ করা হয়েছে। কিন্তু হঠাৎ করে এর আপার সাইডে আবার নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত ৫দিনে থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার গ্রামে ৬১টি ভাঙ্গন কবলিত পরিবারকে উলিপুর উপাজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি জানান, গত এক সপ্তাহ ধরে থেতরাইয়ের গোড়াই পিয়ার গ্রামে ম্যাচাকার ভাঙ্গনে ৬১ ঘর বিলিন হয়ে গেছে। ভাঙ্গন কবলিতদের সরকার থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, তিস্তা নদীতে প্রায় ৮টি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গন রোধে আমরা বিভিন্ন স্থানে জিও ব্যাগ ও জিও টিউব স্থাপন করে ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহন করি। কিন্তু সমস্যা হচ্ছে নদী গতিপথ পরিবর্তন করে নতুনভাবে আবার ভাঙ্গন শুরু করেছে। এ ব্যাপারে আমরা একটি প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছি। সেটি অনুমোদন হলে তিস্তা নদী তীরবর্তী মানুষ ভাঙ্গন ও বন্যার কবল থেকে রেহাই পাবে।

বুধবার (০৭ জুলাই) সকালে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করতে এসে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন জানান, এটা একটা সাময়িক ব্যবস্থা। তিস্তার ভাঙ্গন রোধে মাননীয় প্রধানমন্ত্রী সাড়ে ৮হাজার কোটি টাকার প্রকল্প গ্রহন করেছেন। যা প্রক্রিয়াধীন রয়েছে। এটি বাস্তবায়ন হলে এই জনপদের মানুষের আর্থিক, সামাজিক সবক্ষেত্রেই পরিবর্তন ঘটবে। উলিপুরে এটি দীর্ঘদিনের সমস্যা। মানুষের দুর্ভোগে প্রশাসন তাদের পাশে আছে। আমরাও খোঁজখবর নিচ্ছি।

//নিউজ/কুড়িগ্রাম//জাহিদ/জুলাই/০৭/২১

The post তিস্তার অবাধ ভাঙ্গনে কুড়িগ্রামে গৃহহীন প্রায় ৪ শতাধিক পরিবার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে তিস্তার তীব্র ভাঙ্গন ৬০ পরিবারের সর্বস্ব বিলীন https://www.ulipur.com/?p=14124 Sat, 03 Jul 2021 16:48:10 +0000 https://www.ulipur.com/?p=14124 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে মাত্র ৪ দিনের ব্যবধানে খরস্রোতা তিস্তা নদীর করালগ্রাসে ৬০টি পরিবার তাদের ভিটামাটীসহ সর্বস্ব হারিয়ে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়ে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নীচে নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। গোড়াইপিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোড়াইপিয়ার পিয়ারিয়া দাখিল মাদ্রাসা, গোড়াইপিয়ার জামে মসজিদসহ শতাধিক বাড়ী-ঘর এখন হুমকীর মূখে রয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড ৫ [...]

The post উলিপুরে তিস্তার তীব্র ভাঙ্গন ৬০ পরিবারের সর্বস্ব বিলীন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে মাত্র ৪ দিনের ব্যবধানে খরস্রোতা তিস্তা নদীর করালগ্রাসে ৬০টি পরিবার তাদের ভিটামাটীসহ সর্বস্ব হারিয়ে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়ে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নীচে নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। গোড়াইপিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোড়াইপিয়ার পিয়ারিয়া দাখিল মাদ্রাসা, গোড়াইপিয়ার জামে মসজিদসহ শতাধিক বাড়ী-ঘর এখন হুমকীর মূখে রয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড ৫ হাজার জিও টেক্সটাইল ব্যাগ নিয়ে ভাঙ্গন রোধে জরুরী কার্যক্রম শুরু করেছে।

আজ শনিবার (০৩ জুলাই) দুপুরে ভাঙ্গন কবলিত এলাকা সরেজমিন পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি ও উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু ভাঙ্গন প্রতিরোধসহ ক্ষতিগ্রস্থদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের তিস্তানদী তীরবর্তীগোড়াইপিয়ার গ্রামের ঘর-বাড়ী হারা মানুষের বুকফাটা আহাজারী। এসব পরিবার জীবনের সমস্ত আয়-রোজগার দিয়ে এক চিল্তেমাটি ও মাথা গোজার জন্য বসতবাড়ী তৈরি করেছিলো। কিন্তু,খরস্রোতা তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গনে মাত্র ৪ দিনের ব্যবধানে তাদের সব কিছু নদীগর্ভে গেছে।

থেতরাই ইউ,পি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, দীর্ঘ ১৫-২০ বছর থেকে এই এলাকাটি নদীর ভাঙ্গন থেকে নিরাপদ ছিলো। সম্প্রতি গোড়াইপিয়ারের উজানে দলদলিয়া ইউনিয়রে তিস্তানদী তীরবর্তী কর্পূরা এলাকায় পাউবো’র তীররক্ষা প্রকল্প বাস্তবায়ন করলে সেখানে স্রোত বাঁধা প্রাপ্ত হয়ে সরাসরি গোড়াইপিয়ার এলাকায় আঘাত হানলে আকর্ষিক ভাবে গ্রামটি নদী ভাঙ্গনের শিকার হয়। ইতোমধ্যে গ্রামটির প্রায় ৬০টি বাড়ি তিস্তার গর্ভে বিলিন হয়ে গেছে। এখন মাত্র ২০ গজের মধ্যে ভাঙ্গনের অপেক্ষায় রয়েছে গোড়াইপিয়ার পিয়ারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোড়াইপিয়ার পিয়ারিয়া দাখিল মাদ্রাসা, গোড়াইপিয়ার জামে মসজিদ। তিনি আরো বলেন, তিস্তা নদীর বুকে বড় বড় চর জেগে ওঠায় নদী এখন কাইম এলাকার কাছ দিয়ে খরস্রোতের সৃষ্টি হয়ে নতুন নতুন এলাকা ভাঙ্গচ্ছে। ঐ গ্রামের জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, কর্পূরা এলাকায় তীর রক্ষা প্রকল্প বাস্তবায়নের সময় যদি কুড়িগ্রাম পাউবো প্রকৌশলীগণ গোড়াইপিয়ার গ্রামের দিকে আসা নদীর স্রোত ঘুড়িয়ে দেয়ার পদক্ষেপ নিতো তাহলে আজ এই গ্রামের এত গুলো পরিবারকে প্রায় মৃত এই নদী ভাঙ্গনের শিকার হয়ে সর্বস্ব হারাতে হতোনা। পাউবো এখানে যেনো চোর যেয়ে খোর দেয়ার অবস্থানে রয়েছে। এখন জিও টেক্সটাইল ব্যাগ এনে পানির নীচে অন্ধকারে ভাঙ্গন রোধের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। এলাকায় জনশ্রুতি রয়েছে, পাউবো’র প্রকৌশলীদের উদাসিনতা ও খামখেয়ালীপনায় প্রতি বছর এমন জরুরী মেরামত কাজের মুখোমুখি হতে হয় পানি উন্নয়ন বোর্ডকে। জনশ্রুতি রয়েছে এতে হিসাবের গড়মিল করে প্রকৌশলীদের বেশ বাণিজ্য হয়।

গোড়াইপিয়ার গ্রামে নদী ভাঙ্গনের শিকার পরিবার গুলো হচ্ছে, সাহেব আলী কুটিয়াল, আশরাফুর কুটিয়াল, এরশাদুল কুটিয়াল, তোতা কুটিয়াল, বকুল মিয়া, আতিয়ার রহমান, ছক্কু মিয়া, সাইদুল হক, সফিকুল ইসলাম , নাজমুন নাহার, আঃ ছালাম, আঃ হাই , বাছুর উদ্দিন, শাহাজান আলী, সিরাজুল হক, মহুবর হোসেন, নূর ইসলাম, দবির উদ্দিন, জমিলা, মজনু মিয়া, মান্নান, মরিয়ম বেগম, সোহরাব হোসেন, আবুল কালাম, কালাম-২ , মকবুল হোসেন, খলিলুর রহমান, আজগার আলী, আসিদুল হক, একরামুল, এরশাফুল,আজিজুল, দুলু মিয়া, ওবায়দুল ও সৈয়দ আলী সহ প্রায় ৬০-৬৫ জনের বাড়ী নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গোড়াইপিয়ার এলাকায় জরুরী মেরামত কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত সেকশনাল অফিসার (এসও) মার্জান হোসেন এ প্রতিবেদককে বলেন, ৩ দিন আগে সংশ্লিষ্ট বিভাগের চীপ-ই›িজনিয়ার, এসি সহ উর্ধ্বতন প্রকৌশলীগণ নৌকায় গোড়াইপিয়ারসহ তিস্তা তীরবর্তী এলাকা পরিদর্শন করেছেন। গত শুক্রবার থেকে আমরা প্রথম দফায় ৫ হাজার জিও টেক্সটাইল ব্যাগ নিয়ে ভাঙ্গন রোধে জরুরী কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে ২ হাজার ব্যাগ ভাঙ্গন কবলিত স্থানে নিক্ষেপ করায় ভাঙ্গন অনেকটা রোধ হয়েছে । কতৃপক্ষের নির্দেশ রয়েছে এলাকাটি রক্ষায় যতো জিও ব্যাগ দরকার তা প্রদান করা হবে। ইতোমধ্যে ব্রহ্মপুত্র নদ থেকে ভলগেট ড্রেজার ভাঙ্গন কবলিত এলাকায় পৌছেছে।

কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলীর সাথে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু জানান, ‘এলাকাটি রক্ষায় ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে। এলাকা রক্ষায় সব ধরণের ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ক্ষতিগ্রস্থ মানুষ যাতে সরকারী সহযোগীতা পান তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

//নিউজ/উলিপুর//সুভাষ/জুলাই/০৩/২১

The post উলিপুরে তিস্তার তীব্র ভাঙ্গন ৬০ পরিবারের সর্বস্ব বিলীন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গন আতঙ্কে তীরবর্তী মানুষ https://www.ulipur.com/?p=13853 Wed, 02 Jun 2021 17:06:34 +0000 https://www.ulipur.com/?p=13853 ।। নিউজ ডেস্ক ।। ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে পাহড়ি ঢলে উলিপুরে তিস্তা নদীর পানি বেড়ে তীব্র স্রোতে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। পানি বাড়ার পাশাপাশি ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে নদী পাড়ের মানুষের মাঝে। তিস্তার ভাঙ্গনে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা ঘাট, কাশিম বাজারে দুই দিনে (মে ৩১ – এপ্রিল ০১) প্রায় [...]

The post উলিপুরে তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গন আতঙ্কে তীরবর্তী মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে পাহড়ি ঢলে উলিপুরে তিস্তা নদীর পানি বেড়ে তীব্র স্রোতে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। পানি বাড়ার পাশাপাশি ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে নদী পাড়ের মানুষের মাঝে। তিস্তার ভাঙ্গনে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা ঘাট, কাশিম বাজারে দুই দিনে (মে ৩১ – এপ্রিল ০১) প্রায় ২০-২৫ টি বাড়িসহ ৫০-৬০বিঘা ফসলি জমি, গাছপালা নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন স্থাপনা।

সরেজমিনে, পশ্চিম বজরা ঘাট ও কাশিম বাজার ঘুরে দেখা গেছে, পশ্চিম বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বজরা পশ্চিম পাড়া জামে মসজিদ, পশ্চিম বজরা পুরাতন হাট, বজরা পূর্ব পাড়া জামে মসজিদ ভাঙ্গনের মুখে রয়েছে।

বজরা ঘাট এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল বারি, মোজাম্মেল হক, রেজাউল করিম ও গোলাম রব্বানীর সাথে কথা বলে জানা যায়, এলাকাবাসীর প্রচেষ্টায় পশ্চিম পাড়া জামে মসজিদটি রক্ষা করার জন্য বড় বড় গাছ, গাছের ডাল ফেলে পানির গতিপথ পরিবর্তন করার আপ্রাণ চেষ্টা করেও মসজিদটি রক্ষা করা সম্ভব হয়নি। এছাড়াও হুমকির মুখে রয়েছে একটি প্রাইমারী স্কুল। স্কুলটি ভেঙে গেলে সমাজের অস্তিত্ব হারিয়ে যাবে ও ছেলে-মেয়েদের আলোর পথ বন্ধ হয়ে যাবে। এলাকাবাসী মনের ক্ষোভ নিয়ে বলেন, এমপি থেকে শুরু করে ইউপি সদস্যরা শুধু ভোট নিয়ে যায় বড় বড় বুলি আউরিয়ে আমাদের এমন বিপদে তাদের কোন সাড়া পাইনা। শুধু সাংবাদিকদের ছবি তুলতে দেখি বছরে বছরে। তারা দাবী জানিয়েছেন এখনো সময় আছে অতি দ্রুত জিওব্যাগ ডাম্পিং করলে এলাকার প্রায় কয়েকশ বাড়ি আবাদী জমি স্কুলটিসহ একটি টি-গ্রোয়েন রক্ষা করা যাবে।

অপরদিকে, তিস্তা নদী বেষ্টিত গুনাইগাছ ইউনিয়নে নাগড়াকুড়া শুকদেব কুন্ড এলাকা ঘুরে দেখা যায়, বাদাম চাষিরা বাদাম নিয়ে যে স্বপ্ন দেখতো, বাদাম ক্ষেত পানিতে নিমজ্জিত হওয়ায় তারা এখন বাদাম নিয়ে পড়েছে দুঃচিন্তায়। অনেক কৃষক বাদাম পরিপক্ব না হওয়াতেও ঘরে তুলে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

বজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম আমিন বলেন, নদী ভাঙ্গনের কবল থেকে বজরা ইউনিয়নকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করেছি তারা শুধু কাজ করবে বলে আশ্বাস দিয়ে যাচ্ছেন। অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে এলাকার চরম ক্ষতি হবে।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, “এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং ইতিমধ্যে বজরা কাশিম বাজারের প্রকল্পের কাজ অনুমোদন হয়েছে”। পাউবো কর্তৃপক্ষ পশ্চিম বজরা এলাকা পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন।

কুুুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, “বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা পানিবৃদ্ধি পেয়ে ভাঙ্গন দেখা দিয়েছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে আগামী সপ্তাহে ভাঙ্গন রোধে পদক্ষেপ নেয়া হবে”।

//নিউজ/উলিপুর//মালেক/এপ্রিল/০২/২১

The post উলিপুরে তিস্তা নদীর ভয়াবহ ভাঙ্গন আতঙ্কে তীরবর্তী মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ব্রহ্মপুত্র নদে অসময়ের তীব্র ভাঙনে কয়েকশত একর জমি নদের গর্ভে বিলীন https://www.ulipur.com/?p=13685 Fri, 07 May 2021 14:56:33 +0000 https://www.ulipur.com/?p=13685 ।। আব্দুল মালেক ।। উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন তীব্র আকার ধারন করেছে। ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনের ফলে গত ২০ দিনের ব্যবধানে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লারহাট, ফসলি পাকা ধানের জমি, বসত ভিটা, মোল্লারহাট জামে মসজিদ, বালাডোবা ঈদগাহ মাঠ, বালাডোবা ইবতেদায়ি মাদরাসা, ক্ষুদের কুঠি কাশেম বাজার জামে মসজিদসহ অনেক স্থাপনা। নদের ভাঙনের হুমকির মুখে রয়েছে [...]

The post উলিপুরে ব্রহ্মপুত্র নদে অসময়ের তীব্র ভাঙনে কয়েকশত একর জমি নদের গর্ভে বিলীন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। আব্দুল মালেক ।।
উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন তীব্র আকার ধারন করেছে। ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনের ফলে গত ২০ দিনের ব্যবধানে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লারহাট, ফসলি পাকা ধানের জমি, বসত ভিটা, মোল্লারহাট জামে মসজিদ, বালাডোবা ঈদগাহ মাঠ, বালাডোবা ইবতেদায়ি মাদরাসা, ক্ষুদের কুঠি কাশেম বাজার জামে মসজিদসহ অনেক স্থাপনা।

নদের ভাঙনের হুমকির মুখে রয়েছে কড্ডার বাজার, ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যাপীঠ ক্ষুদেরকুঠি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, বন্যা আশ্রয় কেন্দ্র, রোস্তম আলী নূরানি মাদরাসা, ব্যাপারী পাড়া ঈদগাহ মাঠসহ কয়েক শত একর আবাদি জমি। ভাঙনে বসত ভিটা বিলীন হয়ে সব হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন বালাডোবা ও ক্ষুদেরকুঠি আক্কেল মাহমুদ ব্যপারী গ্রামের কয়েকশ পরিবার।

ভাঙন কবলিত বালাডোবা গ্রামের আলম মিয়া জানান, বাড়িভিটা ভেঙে যাওয়ায় জায়গা না পেয়ে অন্যর বাড়ীতে আশ্রয় নিয়েছি। তিনি ক্ষোভ করে বলেন, ভোটের সময় নেতারা আসেন, এখন আমরা সব হারাচ্ছি নেতাদের দেখা নাই।

স্থানীয় ইউপি সদস্য জামাল মন্ডল জানান, এই অঞ্চলের মানুষের একমাত্র ঐতিহ্যবাহী মোল্লারহাট নদী গর্ভে বিলীন হয়ে গেল। চরাঞ্চলের মানুষের কেনাবেচার জন্য প্রয়োজনীয় এই হাটটি রক্ষায় মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি করেও প্রতিকার মিলেনি। পানি উন্নয়ন বোর্ড থেকে ৫ শতাধিক জিও ব্যাগ দেয়া হলেও তা এখন নদীর মাঝে। জিও ব্যাগ নয় স্থায়ী ভাঙন রোধে সিসি ব্লক ফেলার দাবী জানান তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগ বেগমগঞ্জ ইউনিয়নের সভাপতি আকতার হোসেন জানান, এমন অবস্থা চলতে থাকলে অচিরেই উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যাবে বেগমগঞ্জ নামক ইউনিয়ন। তিনি আরও বলেন ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে বর্ষা মৌসুমে ভয়াবহ রুপ ধারণ করতে পারে। এ ভয়াবহ ভাঙন রোধে এখনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, অসময়ে নদী ভাঙনে এলাকার অনেক পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি। ওনারা ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, শুকনো সময়েও মোল্লারহাটে নদী ভাঙন রয়েছে। এরই মধ্যে ভাঙন রোধে কিছু জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। স্থায়ীভাবে এটা রোধ করার জন্য বাজেট চেয়ে প্রস্তাব করেছি।খুব তাড়াতাড়ি অনুমোদন পেলে আমরা স্থায়ীভাবে কাজ শুরু করতে পারবো এবং ভাঙন রোধ করা সম্ভব হবে।

//নিউজ/উলিপুর//মালেক/মে/০৭/২১

The post উলিপুরে ব্রহ্মপুত্র নদে অসময়ের তীব্র ভাঙনে কয়েকশত একর জমি নদের গর্ভে বিলীন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নদী ভাঙ্গন বন্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন https://www.ulipur.com/?p=13417 Sun, 04 Apr 2021 04:21:14 +0000 https://www.ulipur.com/?p=13417 ।। জেলা প্রতিনিধি ।। ধরলা নদীর ভাঙন রোধে নদীর তীর রক্ষার কাজ শুষ্ক মৌসুমে দ্রুততম সময়ের মধ্যে শুরু করার দাবিতে মানববন্ধন করছে নদীর পারের অসহায় মানুষ জন । শনিবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর বামতীরে চর সিতাইঝাড় এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়। আসন্ন বর্ষা মৌসুমের [...]

The post নদী ভাঙ্গন বন্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। জেলা প্রতিনিধি ।।
ধরলা নদীর ভাঙন রোধে নদীর তীর রক্ষার কাজ শুষ্ক মৌসুমে দ্রুততম সময়ের মধ্যে শুরু করার দাবিতে মানববন্ধন করছে নদীর পারের অসহায় মানুষ জন ।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর বামতীরে চর সিতাইঝাড় এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়।

আসন্ন বর্ষা মৌসুমের আগেই সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ধরলা নদীর বামতীরে ভাঙ্গনের অপেক্ষায় থাকা ফজলের মোড় থেকে চরসিতাইঝাড় নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত এলাকায় দ্রুত জিওব্যাগের সাহায্যে ভাঙ্গন রোধের মাধ্যমে ৩টি ওয়ার্ডের ঘর-বাড়ি, ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকাটি রক্ষার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চর সিতাইঝাড় এলাকার বাসিন্দা শিক্ষক আব্দুল গফুর, সাবেক ইউপি সদস্য কেরামত আলী, পল্লী চিকিৎসক আমির হোসেন, দারোগ আলী, ইউনুছ আলী, শাওন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সদরের মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড়সহ পাশ্ববর্তী এলাকায় ধরলার বামতীরে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে গত ৬ বছর ধরে তীর রক্ষায় কোন ব্যবস্থা গ্রহন করেনি পানি উন্নয়ন বোর্ড। এতে করে প্রতি বছর বন্যা মৌসুমে এসব এলাকায় শত শত ঘর-বাড়ি ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে । ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও কোন কাজ হয়নি। জন প্রতিনিধিরাও তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।

এবার শুকনো মৌসুমেই মারাত্বক ভাঙ্গন শুরু হয়েছে। এতে হুমকীর মুখে পড়েছে কয়েকটি গ্রাম ও বিভিন্ন স্থাপনা। আগামী বর্ষা মৌসুম আসার আগেই জরুরী ভিত্তিতে তীররক্ষার কাজ করে ধরলার ভাঙ্গন রোধে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করতেই আজকের এ মানববন্ধন।

//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/এপ্রিল/০৪/২১

The post নদী ভাঙ্গন বন্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢলে উলিপুরে নদীর পানি বৃদ্ধি ও ভাঙ্গন অব্যাহত https://www.ulipur.com/?p=11537 Thu, 17 Sep 2020 14:44:50 +0000 https://www.ulipur.com/?p=11537 ।। আব্দুল মালেক ।। উলিপুরে অবিরাম বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদী অববাহিকার বিস্তৃর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরো ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। সম্প্রতি ভয়াবহ বন্যার ধকল কাটতে না কাটতেই আবারও বন্যার আশংকায় চরম দুঃচিন্তায় প্রান্তিক চাষিরা। এদিকে পানি বৃদ্ধির সাথে নদ-নদীর [...]

The post অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢলে উলিপুরে নদীর পানি বৃদ্ধি ও ভাঙ্গন অব্যাহত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। আব্দুল মালেক ।।
উলিপুরে অবিরাম বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদী অববাহিকার বিস্তৃর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরো ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। সম্প্রতি ভয়াবহ বন্যার ধকল কাটতে না কাটতেই আবারও বন্যার আশংকায় চরম দুঃচিন্তায় প্রান্তিক চাষিরা। এদিকে পানি বৃদ্ধির সাথে নদ-নদীর তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে মসজিদ, কয়েকশত ফুট পাঁকা রাস্তা,প্রায় আড়াই শতাধিক বসতভিটা ও কয়েকশ হেক্টর আবাদী জমি নদী গর্ভে চলে গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নদ-নদীর পানি বৃদ্ধির ফলে এ উপজেলায় ২৪ হাজার ২’শ ৩০ হেক্টর রোপা আমন ক্ষেতের মধ্যে ৭৫ হেক্টর, সবজি ক্ষেত ২ হেক্টর ও মাসকালাই ১০ হেক্টর পানিতে নিমজ্জিত হয়েছে। উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ গ্রামের সাইফুল ইসলাম, মোজাম্মেল হক, আব্দুর রহমান, মুকুল মিয়াসহ অনেকে জানান, গত বন্যায় দীর্ঘসময়ে পানিতে তলিয়ে থাকায় বোরো বীজতলা নষ্ট হয়ে যায়। অনেক কষ্ট করে ধার-দেনার টাকায় চারা সংগ্রহ করে রোপন করি। আবার ব্রহ্মপূত্রে পানি বৃদ্ধি পেয়ে ধান ক্ষেত তলিয়ে গেছে। এবার নষ্ট হলে সবকিছু শেষ হয়ে যাবে। ধার-দেনার টাকাও শোধ করতে পারবো না।

হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বলেন, আবার ব্রহ্মপূত্র নদের পানি বৃদ্ধি হওয়ায় ক্ষেতের ফসল তলিয়ে গেছে। অনেক কৃষক এখন ক্ষতির মুখে পড়েছে।

বজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ রেজাউল করিম আমিন বলেন, এক সপ্তাহের ব্যবধানে শতাধিক বাড়ি-ঘর, পাকা রাস্তা ও আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং ভাঙ্গন অব্যাহত রয়েছে।

উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।

The post অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢলে উলিপুরে নদীর পানি বৃদ্ধি ও ভাঙ্গন অব্যাহত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বন্যা পরিস্থিতির অবনতি, বিভিন্ন এলাকায় ভাঙ্গন https://www.ulipur.com/?p=11053 Sun, 12 Jul 2020 15:08:26 +0000 https://www.ulipur.com/?p=11053 || আব্দুল মালেক || উলিপুরে প্রথম দফায় বন্যার পানি নেমে যেতে না যেতেই পুনরায় ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র নদের পানি হু-হু করে বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে নদ-নদী অববাহিকার চর ও দ্বীপচরের গ্রামগুলো প্লাবিত হয়েছে। বন্যা কবলিত গ্রামের মানুষজন বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও স্যানিটেশনের সংকটে রয়েছেন। তাদের অনেকে গবাদিপশু নিয়ে পার্শ্ববর্তি উচু স্থানে আশ্রয় নিয়েছেন। [...]

The post উলিপুরে বন্যা পরিস্থিতির অবনতি, বিভিন্ন এলাকায় ভাঙ্গন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
|| আব্দুল মালেক ||
উলিপুরে প্রথম দফায় বন্যার পানি নেমে যেতে না যেতেই পুনরায় ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র নদের পানি হু-হু করে বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে নদ-নদী অববাহিকার চর ও দ্বীপচরের গ্রামগুলো প্লাবিত হয়েছে। বন্যা কবলিত গ্রামের মানুষজন বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও স্যানিটেশনের সংকটে রয়েছেন। তাদের অনেকে গবাদিপশু নিয়ে পার্শ্ববর্তি উচু স্থানে আশ্রয় নিয়েছেন। পানি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন স্কুল, মাদরাসা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বৈদ্যুতিক খুঁটিসহ কয়েকটি সরকারি স্থাপনা ভাঙ্গনের সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, রবিবার বিকেলে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার ২ সেন্টিমিটার, ব্রহ্মপূত্র নদের পানি বৃদ্ধি পেয়ে নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ও ধরলা নদীর পানি ব্রীজ পয়েন্টে ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, আগামী ১৬ জুলাই পর্যন্ত মাঝারী ও ভারী বর্ষণের সাথে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে করে এ অঞ্চলে দীর্ঘস্থায়ী বন্যার আশংকা করা হচ্ছে।

The post উলিপুরে বন্যা পরিস্থিতির অবনতি, বিভিন্ন এলাকায় ভাঙ্গন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>