নারী শ্রমিক Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=নারী-শ্রমিক কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sun, 20 May 2018 05:57:52 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png নারী শ্রমিক Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=নারী-শ্রমিক 32 32 উলিপুরে মজুরি বৈষম্যের শিকার নারী শ্রমিকেরা https://www.ulipur.com/?p=6214 Sun, 20 May 2018 05:44:28 +0000 http://www.ulipur.com/?p=6214 আব্দুল মালেকঃ উলিপুর উপজেলায় মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারী শ্রমিকেরা। নারী শ্রমিকরা এখনো পুরুষ শ্রমিকের চেয়ে কম মজুরি পাচ্ছেন। কাজে ফাঁকি দেয়ার প্রবণতা কম থাকায় দিনদিন বিভিন্ন কাজে নারী শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, চলতি মৌসুমে বোরো ধান কাটা অপরিসীম হয়ে পড়েছে। এতে তীব্র শ্রমিক সংকট দেখা দিলে নারী শ্রমিকেরা জড়িয়ে পড়েন এ কাজে। [...]

The post উলিপুরে মজুরি বৈষম্যের শিকার নারী শ্রমিকেরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
উলিপুর উপজেলায় মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারী শ্রমিকেরা। নারী শ্রমিকরা এখনো পুরুষ শ্রমিকের চেয়ে কম মজুরি পাচ্ছেন। কাজে ফাঁকি দেয়ার প্রবণতা কম থাকায় দিনদিন বিভিন্ন কাজে নারী শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

জানা গেছে, চলতি মৌসুমে বোরো ধান কাটা অপরিসীম হয়ে পড়েছে। এতে তীব্র শ্রমিক সংকট দেখা দিলে নারী শ্রমিকেরা জড়িয়ে পড়েন এ কাজে। পুরুষ দিনমজুরা বেশি পারিশ্রমিকের আশায় দেশের বিভিন্ন জায়গায় চলে যাওয়ায় স্থানীয় গৃহস্থের একমাত্র ভরসা নারী শ্রমিক। অস্বচ্ছল পরিবার, স্বামী পরিত্যাক্তা, বিধবা ও অভাব অনাটনে জড়িয়ে থাকা এসকল নারীরা শ্রম বিক্রি করতে গেলে এ সুযোগ নিয়ে গৃহস্থরা তাদেরকে সঠিক মজুরি না দিয়ে স্বল্প মজুরি দিয়ে কাজ করে নিচ্ছেন।

এদিকে পুরুষ শ্রমিকেরা প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা হারে মজুরি পান। একই কাজে নারী শ্রমিকেরা ১৮০ থেকে ২০০ টাকা মজুরি পাচ্ছেন। এতে করে পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকের চাহিদা দিনদিন বৃদ্ধি পেলেও বাড়ছেনা তাদের মজুরি।

উপজেলার পান্ডুল ইউনিয়নের শ্রমিক সুফিয়া বেগম (৪৫), শাহানাজ বেগম (৩৮), মালতি বেওয়া (৫০), হাতিয়ার সাহেরা বেওয়া (৫৫), সহিদা (৩৫), দলদলিয়া ইউনিয়নের জাহেরা (৫০) পৌরসভার নারিকেল বাড়ি গ্রামের কাজলী (৪৫), হাজেরা বেওয়া (৫০), আয়শাসহ (৪৫) অনেকে জানান, ক্ষেতে খামারে যেভাবে পরিশ্রম করি তার তুলনায় আমাদের মজুরি অতি সামান্য।

The post উলিপুরে মজুরি বৈষম্যের শিকার নারী শ্রমিকেরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে মজুরী বৈষম্যের শিকার নারী শ্রমিকেরা https://www.ulipur.com/?p=3317 Wed, 01 Mar 2017 17:11:53 +0000 http://www.ulipur.com/?p=3317 রোকনুজ্জামান মানু :উলিপুর উপজেলায় মজুরী বৈষম্যের শিকার হচ্ছে নারী শ্রমিকেরা। কাজে ফাঁকি দেয়ার প্রবনতা কম থাকায় দিন দিন বিভিন্ন কাজে নারী শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।সরেজমিনে ঘুরে দেখা গেছে,চলতি বোরো মৌসুমে সদ্য রোপণকৃত ধান চারাগাছ গুলো বেড়ে উঠতে শুরু হওয়ায় ধান গাছ গুলোর পরিচর্যা অপরিসীম হয়ে পড়ে। এতে তীব্র শ্রমিক সংকট দেখা দিলে নারী শ্রমিকেরা জড়িয়ে [...]

The post উলিপুরে মজুরী বৈষম্যের শিকার নারী শ্রমিকেরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
রোকনুজ্জামান মানু :উলিপুর উপজেলায় মজুরী বৈষম্যের শিকার হচ্ছে নারী শ্রমিকেরা। কাজে ফাঁকি দেয়ার প্রবনতা কম থাকায় দিন দিন বিভিন্ন কাজে নারী শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।সরেজমিনে ঘুরে দেখা গেছে,চলতি বোরো মৌসুমে সদ্য রোপণকৃত ধান চারাগাছ গুলো বেড়ে উঠতে শুরু হওয়ায় ধান গাছ গুলোর পরিচর্যা অপরিসীম হয়ে পড়ে। এতে তীব্র শ্রমিক সংকট দেখা দিলে নারী শ্রমিকেরা জড়িয়ে পড়েন এ কাজে। পুরুষ দিনমজুরা বেশি পারিশ্রমিকের আশায় দেশের বিভিন্ন জায়গায় চলে যাওয়ায় স্থানীয় গৃহস্থের একমাত্র ভরসা নারী শ্রমিক।অসচ্ছল পরিবার, স্বামীপরিত্যাক্তা, বিধবা ও অভাব অনটনে জড়িয়ে থাকা এ সকল নারীরা শ্রম বিক্রি করতে গেলে এ সুযোগ নিয়ে গৃহস্থরা তাদেরকে সঠিক মজুরী না দিয়ে স্বল্প মজুরী দিয়ে কাজ করে নিচ্ছে। এদিকে পুরুষ শ্রমিকেরা প্রতিদিন ২০০ থেকে ২৫০টাকা হারে মজুরী পান। একই কাজে নারী শ্রমিকেরা ১০০ থেকে ১২০ টাকা ।  নারী শ্রমিকের চাহিদা দিন দিন বৃদ্ধি পেলেও বাড়ছে না তাদের মজুরী।উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের নারী শ্রমিক রোশনা বেগম (৪০), হাতিয়ার সাহেরা বেগম (৫০), সহিদা(৩৫), দলদলিয়া ইউনিয়নের জাহেরা (৫০) জানান, খেতে খামারে যেভাবে পরিশ্রম করেন তার তুলনায় তাদের মজুরী অতি নগন্য। স্থানীয় সরকারের মাধ্যমে কোনপ্রকার সুযোগ সুবিধা পান কিনা এমন প্রশ্নের জবাবে ধামশ্রেণীর রোকেয়া বেগম(৪৫) বলেন, কিছু চাইতে গেলে মেম্বার টাকা চায়। টাকা ছাড়া কিছু দেয় না। তাই অল্প মজুরীতে কাজ করতে বাধ্য হচ্ছি।

The post উলিপুরে মজুরী বৈষম্যের শিকার নারী শ্রমিকেরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>