নিভৃতচারী লেখক Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=নিভৃতচারী-লেখক কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Thu, 30 Nov 2023 06:58:16 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png নিভৃতচারী লেখক Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=নিভৃতচারী-লেখক 32 32 নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন আজ https://www.ulipur.com/?p=28630 Thu, 30 Nov 2023 06:57:57 +0000 https://www.ulipur.com/?p=28630 ।। নিউজ ডেস্ক ।। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন। এই নিভৃতচারী লেখক ১৯৩৯ সালের ৩০ নভেম্বর রাজারহাটের নাজিমখাঁন ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি চাকরির নানা সুযোগ আসলেও তিনি পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক [...]

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন। এই নিভৃতচারী লেখক ১৯৩৯ সালের ৩০ নভেম্বর রাজারহাটের নাজিমখাঁন ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি চাকরির নানা সুযোগ আসলেও তিনি পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষকতাকে। শিক্ষকতা পেশার পাশাপাশি রাত জেগে অমর সৃষ্টি করেছেন এই নিভৃতচারী লেখক। একপর্যায়ে ২০০৩ সালে শিক্ষকতা পেশা থেকে অবসরে গেলেও থেমে যায়নি তাঁর লেখালেখি। তিনি এখনও লিখেই যাচ্ছেন অবিরাম।

হায়দার বসুনিয়া নাজিমখাঁন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে ভর্তি হন গাইবান্ধা কলেজে। পরে একই কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন নিভৃতচারী এই লেখক। তিনি এক্সসাইজ ইন্সপেক্টর, ডিআইটি পদে কর্মজীবন শুরু করলেও মা ও মাটির টানে ফিরে আসেন নিজ গ্রামে। সৎ জীবনযাপনের লক্ষ্যে যোগদেন নাজিমখাঁন জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে। কিছুদিন শিক্ষকতার পর ময়মনসিংহ টি.টি কলেজ থেকে বিএড কোর্স শেষ করেন। আবারও নানা সরকারি চাকরির সুযোগ আসলেও তিনি সেদিকে না ফিরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে (উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ) সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএড কোর্স সম্পন্ন করেন লেখক বসুনিয়া। পরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা শেষে সেখান থেকে অবসর গ্রহণ করেন নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া।

তিনি এ পর্যন্ত ৫০ টিরও বেশি উপন্যাস লিখেছেন যার অর্ধেকই প্রকাশ পেয়েছে। তাঁর লেখায় পাওয়া যায় সাধারণ মানুষের দৈন্দিন ছুটে চলার গল্প, সমাজের গল্প, সামাজিকতার গল্প, আশা ও নিরাশার গল্প, ভালোবাসা ও হতাশার গল্প, মুক্তিযুদ্ধ ও মানবিকতার গল্প। শুধু উপন্যাস লেখায় সীমাবদ্ধ ছিলেন না এই লেখক। গল্প, কবিতা, নাটকসহ সাহিত্যের সকল শাখায় লিখেছেন তিনি। জয় করে নিয়েছে পাঠকের মন। নন্দিত হয়ে ওঠেছেন হায়দার বসুনিয়া।

তার প্রকাশিত উপন্যাস হলো নেপথ্যে লীলাময়, মেথর সমাচার, রাজাকারের মের্জাই বদল, দিগ্বিজয়ীর কান্না, হাতবদল, জালে ফেঁসেছিলো, পরী ডানাকাটা, সেতু, চলো যাই তেপান্তরের মাঠে, দুটো পোড়ো বাড়ির ইতিকথা, তুলো মনি, ভাগ্যান্বেষী ভবঘুরে, তিস্তা নদীর পাড়ে ও আপন মনের আরশি। তাঁর লেখা কাব্যগ্রন্থ জেগে আছি, অমোঘ সায়াহ্ন, হংস সংলাপ ও রঙিন চশমা এবং ধর্মীয় প্রবন্ধের বই সিরাজম মুনিরা ও তাঁর উন্মতগণ।

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৪ তম জন্মদিন আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আজ ৩০ নভেম্বর নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন https://www.ulipur.com/?p=21028 Wed, 30 Nov 2022 06:39:09 +0000 https://www.ulipur.com/?p=21028 ।। নিউজ ডেস্ক ।।আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন। ১৯৩৯ সালের ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন এই লেখক। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি শহুরে চাকরি প্রত্যাখ্যান করে পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি রাত [...]

The post আজ ৩০ নভেম্বর নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন। ১৯৩৯ সালের ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন এই লেখক। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি শহুরে চাকরি প্রত্যাখ্যান করে পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি রাত জেগে করেছেন অমর সৃষ্টি। শিক্ষকতা থেকে অবসরে গেলেও থামেনি লেখালেখি। এখনো তিনি লিখে যাচ্ছেন অবিরাম।

তিনি নাজিমখাঁন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুল থেকে মাধ্যমিক এবং গাইবান্ধা থেকে উচ্চ মাধ্যমিক ও বিএ পাস করেন।

হায়দার বসুনিয়া এক্সসাইজ ইন্সপেক্টর, ডিআইটি পদে কর্মজীবন শুরু করলেও মা ও মাটির টানে ফিরে আসেন নিজ গ্রামে। সৎ জীবনযাপনের লক্ষ্যে যোগদেন নাজিমখাঁন জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে। কিছুদিন শিক্ষকতার পর ময়মনসিংহ টি.টি কলেজ থেকে বিএড কোর্স শেষ করেন। আবারো সরকারি চাকরির হাতছানি আসলেও তিনি সেদিকে না ফিরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী বহুমুখী হাইস্কুলে (উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ) সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএড কোর্স সম্পন্ন করেন। উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা শেষে সেখান থেকে অবসর গ্রহণ করেন।

তাঁর লেখায় পাওয়া যায় সাধারণ মানুষের দৈন্দিন ছুটে চলার গল্প, সমাজের গল্প, সামাজিকতার গল্প, আশা ও নিরাশার গল্প, ভালোবাসা ও হতাশার গল্প, মুক্তিযুদ্ধ ও মানবিকতার গল্প। এযাবৎ তিনি লিখেছেন ৫০ টিরও বেশি উপন্যাস। যার অর্ধেকই প্রকাশ পেয়েছে। নন্দিত হয়েছেন তিনি। জয় করে নিয়েছে পাঠকের মন। তিনি শুধু উপন্যাস লেখায় থেমে থাকেনি। লিখেছেন গল্প, কবিতা, নাটকসহ সাহিত্যের সকল শাখায়।

তার প্রকাশিত উপন্যাস নেপথ্যে লীলাময়, মেথর সমাচার, রাজাকারের মের্জাই বদল, দিগ্বিজয়ীর কান্না, হাতবদল, জালে ফেঁসেছিলো, পরী ডানাকাটা, সেতু, চলো যাই তেপান্তরের মাঠে, দুটো পোড়ো বাড়ির ইতিকথা, তুলো মনি, ভাগ্যান্বেষী ভবঘুরে, তিস্তা নদীর পাড়ে ও আপন মনের আরশি। কাব্যগ্রন্থ জেগে আছি, অমোঘ সায়াহ্ন, হংস সংলাপ ও রঙিন চশমা এবং ধর্মীয় প্রবন্ধের বই সিরাজম মুনিরা ও তাঁর উন্মতগণ উল্লেখযোগ্য।

The post আজ ৩০ নভেম্বর নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮৩ তম জন্মদিন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮২ তম জন্মদিন আজ https://www.ulipur.com/?p=15479 Tue, 30 Nov 2021 01:00:25 +0000 https://www.ulipur.com/?p=15479 ।। নিউজ ডেস্ক ।। নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি শহুরে চাকরি প্রত্যাখ্যান করে পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি রাত জেগে করেছেন অমর সৃষ্টি। শিক্ষকতা থেকে অবসরে গেলেও থামেনি লেখালেখি। এখনো তিনি লিখে যাচ্ছেন অবিরাম। হায়দার বসুনিয়ার জন্ম ১৯৩৯ সালের ৩০ [...]

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮২ তম জন্মদিন আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
নিভৃতপল্লীতে থেকেও যে সাহিত্য চর্চা করা যায় তার অন্যান্য উদাহরণ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া। সরকারি শহুরে চাকরি প্রত্যাখ্যান করে পেশা হিসেবে বেঁচে নেন গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি রাত জেগে করেছেন অমর সৃষ্টি। শিক্ষকতা থেকে অবসরে গেলেও থামেনি লেখালেখি। এখনো তিনি লিখে যাচ্ছেন অবিরাম।

হায়দার বসুনিয়ার জন্ম ১৯৩৯ সালের ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুঠি গ্রামে। পিতা পন্ডিত জসিম উদ্দিন বসুনিয়া, মাতা আছিয়া খাতুন।

তিনি নাজিমখাঁন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুল থেকে মাধ্যমিক এবং গাইবান্ধা থেকে উচ্চ মাধ্যমিক ও বিএ পাস করেন।

হায়দার বসুনিয়া এক্সসাইজ ইন্সপেক্টর, ডিআইটি পদে কর্মজীবন শুরু করলেও মা ও মাটির টানে ফিরে আসেন নিজ গ্রামে। সৎ জীবনযাপনের লক্ষ্যে যোগদেন নাজিমখাঁন জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে। কিছুদিন শিক্ষকতার পর ময়মনসিংহ টি.টি কলেজ থেকে বিএড কোর্স শেষ করেন। আবারো সরকারি চাকরির হাতছানি আসলেও তিনি সেদিকে না ফিরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী বহুমুখী হাইস্কুলে (উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ) সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএড কোর্স সম্পন্ন করেন। উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা শেষে সেখান থেকে অবসর গ্রহণ করেন।

তাঁর লেখায় পাওয়া যায় সাধারণ মানুষের দৈন্দিন ছুটে চলার গল্প, সমাজের গল্প, সামাজিকতার গল্প, আশা ও নিরাশার গল্প, ভালোবাসা ও হতাশার গল্প, মুক্তিযুদ্ধ ও মানবিকতার গল্প। এযাবৎ তিনি লিখেছেন ৫০ টিরও বেশি উপন্যাস। যার অর্ধেকই প্রকাশ পেয়েছে। নন্দিত হয়েছেন তিনি। জয় করে নিয়েছে পাঠকের মন। তিনি শুধু উপন্যাস লেখায় থেমে থাকেনি। লিখেছেন গল্প, কবিতা, নাটকসহ সাহিত্যের সকল শাখায়।

তার প্রকাশিত উপন্যাস নেপথ্যে লীলাময়, মেথর সমাচার, রাজাকারের মের্জাই বদল, দিগ্বিজয়ীর কান্না, হাতবদল, জালে ফেঁসেছিলো, পরী ডানাকাটা, সেতু, চলো যাই তেপান্তরের মাঠে, দুটো পোড়ো বাড়ির ইতিকথা, তুলো মনি, ভাগ্যান্বেষী ভবঘুরে, তিস্তা নদীর পাড়ে ও আপন মনের আরশি। কাব্যগ্রন্থ জেগে আছি, অমোঘ সায়াহ্ন, হংস সংলাপ ও রঙিন চশমা এবং ধর্মীয় প্রবন্ধের বই সিরাজম মুনিরা ও তাঁর উন্মতগণ উল্লেখযোগ্য।

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৮২ তম জন্মদিন আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৯তম জন্মদিন https://www.ulipur.com/?p=7367 Fri, 30 Nov 2018 05:02:15 +0000 https://www.ulipur.com/?p=7367 ।। খাদিজা তুল কোবরা টুম্পা ।। আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৯তম জন্মদিন। ১৯৩৯ সালের ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন এই লেখক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএড কোর্স সম্পন্ন করেন। বিভিন্ন চাকরির সুযোগ আসার পরও ভালো [...]

The post আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৯তম জন্মদিন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। খাদিজা তুল কোবরা টুম্পা ।।
আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৯তম জন্মদিন। ১৯৩৯ সালের ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন এই লেখক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএড কোর্স সম্পন্ন করেন। বিভিন্ন চাকরির সুযোগ আসার পরও ভালো লাগাকে প্রাধান্য দিয়ে পেশা হিসাবে শিক্ষকতাকে গ্রহণ করে থেকে যান নিজ গ্রামেই। সাহিত্যের প্রতি দূর্বলতা থেকে নিভৃত পল্লীতে বসবাস করেও লিখে গেছেন অসংখ্য উপন্যাস, কাব্য, শিশুসাহিত্য ও নাটক।

নিভৃতচারী এই লেখক জীবনকে দর্শন করেছে খুব কাছ থেকে। সুক্ষদৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন চারপাশের ঘটমান বাস্তবতার চিত্র। অতঃপর কলমের কালিতে প্রতিনিয়ত লিখে গেছেন ঘটমান সেসব ঘটনা। তার বেশ কিছু উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য “মেথর সমাচার” “পরিমন্ডলের বিস্তৃতি” “মরার তিস্তা দ্যোতক চিহ্নে” “কামনা” “আপন মনের আরশীতে” ইত্যাদি।

লেখক অবহেলিত, দরিদ্র শ্রেণীর জীবন নিয়েই লিখে লেখাকে প্রাণবন্ত করেছেন সুকৌশলে। সমাজে নিকৃষ্ট হিসাবে পরিচিত মেথরদের নিয়ে লিখেছেন “মেথর সমাচার” উপন্যাস। এ উপন্যাসে দেয়ালিকা চরিত্রটি লক্ষ্য করলে দেখা যায় ভীষণ কষ্টে জীবিকা নির্বাহ করে সন্তান কে উচ্চশিক্ষিত করতে বাবার যে প্রচেষ্টা তা প্রতিটি সন্তানকে একবার হলেও বাবার প্রতি কৃতজ্ঞতাবোধ জাগ্রত করবে।

“পরিমন্ডলের বিস্তৃতি” উপন্যাসের নায়ক চরিত্রটি বিএ পাশ করে গ্রামে এসে হেডমাস্টারের চাকুরি নেয়, পাশাপাশি দুইটি এতিম ছেলেমেয়ের দায়িত্ব নেয়। নিজ উদ্যোগে স্কুলের অনেক উন্নয়ন করার পরও এক পর্যায়ে চক্রান্তের স্বীকার হয়ে চাকরি হারাতে হয় তাকে।

“স্বর্গচ্যুতির ইতিকথা” বইটিতে ইমরান মৃধার বিভিন্ন ঘাত প্রতিধাত পেরিয়ে সাফল্য লাভের পরও মৃত্যুর কাছে হেরে যেতে হয়েছিলো সড়ক দূর্ঘটনায়। স্বামীর মৃত্যুর পর স্ত্রীর পরিচয় হয় তরুর ব্যাংকার মঞ্জু তালুকদারের সাথে। অতঃপর ভালোবাসার আগমন ঘটে জীবনের প্রয়োজনেই।

“আপন মনের আরশীতে” উপন্যাসে লেখক রাজু চরিত্রটি বেকার জীবনের অসহায়ত্ব কিভাবে একজন মানুষকে নিরবলম্বন করে তোলে তারই প্রকাশ। তিনি মুক্তিযুদ্ধ নিয়েও লিখেছেন, “একাত্তরের লারমা সমাচার”।

এছাড়াও তিনি কিশোরদের জন্য লিখেছেন “দুটো পোড়াবাড়ির ইতিকথা” “ভাগ্যোন্বেষী ভবঘুরে” শিশুদের জন্য লিখেছে “তুলোমনি” তুলোমনি শিশুদের কল্পনার রাজ্যের বহিঃপ্রকাশ যা শিশু মনকে উৎসাহিত করতে পারে অচিরেই। তুলোমনির মতো প্রতিটি শিশু কল্পনার রাজ্যে ঘটবে অগাধ বিচরণ।

এভাবেই লেখক সহজ-সরল ভাষায় উপস্থাপনার মাধ্যমে পাঠকদেরর মন্ত্রমুগ্ধ করেছেন অতি সহজেই। তাঁর প্রতিটি লেখায় ফুটে উঠা তাৎপর্যপূর্ণ বিষয়গুলো খুব সহজেই সমৃদ্ধ করেছে তাঁর চিন্তাধারাকে।

নিভৃতপল্লীতে বসবাস করেও সাহিত্যের প্রতি অনুরাগ থেকেই জীবনের শেষ বয়সেও এসে সাহিত্যচর্চা করে যাচ্ছেন অনবরত। লিখছেন কবিতা, উপন্যাস, গল্প। কলমের খোঁচায় লিখছেন সমাজের কথা, পরিতৃপ্ত হচ্ছেন নিজে এবং সমৃদ্ধ করছেন সাহিত্যকে। লেখকের জন্মদিনে তাঁর সার্বক্ষণিক সুস্থতাকামনাসহ তাঁর সফল অগ্রযাত্রার জন্য শুভকামনা ও দোয়া জানাচ্ছে তাঁর পাঠক গোষ্ঠী।

The post আজ নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৯তম জন্মদিন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
লেখক হায়দার বসুনিয়াকে সাহিত্যের অবদানের জন্য অরণ্য সম্মাননা প্রদান https://www.ulipur.com/?p=5969 Mon, 09 Apr 2018 14:38:03 +0000 http://www.ulipur.com/?p=5969 জরীফ উদ্দীনঃ সোমবার (৯ এপ্রিল ২০১৮) সকাল ১১ ঘটিকায় রাজারহাট উপজেলার নাজিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন অরণ্যের উদ্যোগে বৃক্ষ রোপণ আন্দোলন ২০১৮ অনুষ্ঠানে বাংলা সাহিত্যে অবদানের জন্য নিভৃত্যচারী লেখক হায়দার বসুনিয়াকে সম্মাননা স্মারক ২০১৮ প্রদান করেন অরণ্য। সুমন বসুনিয়ার সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে [...]

The post লেখক হায়দার বসুনিয়াকে সাহিত্যের অবদানের জন্য অরণ্য সম্মাননা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীনঃ
সোমবার (৯ এপ্রিল ২০১৮) সকাল ১১ ঘটিকায় রাজারহাট উপজেলার নাজিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন অরণ্যের উদ্যোগে বৃক্ষ রোপণ আন্দোলন ২০১৮ অনুষ্ঠানে বাংলা সাহিত্যে অবদানের জন্য নিভৃত্যচারী লেখক হায়দার বসুনিয়াকে সম্মাননা স্মারক ২০১৮ প্রদান করেন অরণ্য।

সুমন বসুনিয়ার সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর, কুড়িগ্রামের পরিচালক ভূপতি ভূষণ বর্মা, আরো উপস্থিত ছিলেন নাজিমখান কিংস ক্লাব এন্ড একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান আসাদ, অরণ্যের সভাপতি আব্দুস সোবহান জুয়েল, সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক শাহিনুল ইসলাম লিটন, সোহানুর রহমান, জিল্লুর রহমান, রায়হান কবীর, দিপ্ত, প্রমুখ।

হায়দার বসুনিয়া সম্মাননা স্মারক পেয়ে আমাদের সংবাদ দাতাকে বলেন, অরণ্য আজ আমাকে শুধু সম্মাননা জানালো না, সম্মান জানালো বাংলা সাহিত্যকে। অরণ্যের সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন বলেন, আমরা অরণ্য থেকে শুধু বৃক্ষ রোপণ নয় বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। এখন থেকে প্রতিবছর সাহিত্য ও সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক সম্মাননা স্মারক প্রদান করব।

The post লেখক হায়দার বসুনিয়াকে সাহিত্যের অবদানের জন্য অরণ্য সম্মাননা প্রদান appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্মবার্ষিকী আজ https://www.ulipur.com/?p=4859 Thu, 30 Nov 2017 15:15:54 +0000 http://www.ulipur.com/?p=4859 নিউজ ডেস্কঃ কবি ও ঔপন্যাসিক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্ম বার্ষিকী আজ। ১৯৩৯ সালের ৩০ শে নভেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যাঙ্গনে মনোনিবেশ করেন। তিনি ৫০টি উপন্যাস, ৭টি নাটক ও ৬টি কাব্যগ্রন্থ রচনা করেন। উপন্যাস লিখেছেন ৫০টিরও [...]

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্মবার্ষিকী আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
কবি ও ঔপন্যাসিক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্ম বার্ষিকী আজ। ১৯৩৯ সালের ৩০ শে নভেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যাঙ্গনে মনোনিবেশ করেন। তিনি ৫০টি উপন্যাস, ৭টি নাটক ও ৬টি কাব্যগ্রন্থ রচনা করেন।

উপন্যাস লিখেছেন ৫০টিরও বেশি। প্রকাশিত হয়েছে ১৮টি। এরপরও নিভৃতচারী এই লেখক জনসম্মুখে আসেন নি। আসতে চাননি। রয়েছেন মাঠির টানে। মা-মাঠির গন্ধ ছেড়ে লেখক আসতে চাননি শহুরে এই কোলাহলে।

The post নিভৃতচারী লেখক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্মবার্ষিকী আজ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>