পাঁচপীর Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=পাঁচপীর কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Fri, 13 Apr 2018 21:17:02 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png পাঁচপীর Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=পাঁচপীর 32 32 পাঁচপীরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ https://www.ulipur.com/?p=5998 Fri, 13 Apr 2018 21:17:02 +0000 http://www.ulipur.com/?p=5998 নিউজ ডেস্কঃ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ডিগ্রি কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ এপ্রিল) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. প্রফেসর সৈয়দ মো. মোদাচ্ছের আলী। নাসিমা বানু স্মৃতি সংসদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ করা [...]

The post পাঁচপীরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ডিগ্রি কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. প্রফেসর সৈয়দ মো. মোদাচ্ছের আলী।

নাসিমা বানু স্মৃতি সংসদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে পাঁচপীর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মর্তুজা আল মুহিত, নাসিমা বানু স্মৃতি সংসদের সভাপতি শাহানা পারভীন, পাঁচপীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন সরকার, রেডিও চিলমারীর ইন-চার্জ বশির আহমেদ, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মঙ্গা প্রমুখ।

The post পাঁচপীরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
পাঁচপীরের কাচারী মাঠের ঐতিহ্যবাহী বর্নীল অষ্টমীর মেলা অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=3523 Tue, 04 Apr 2017 17:00:53 +0000 http://www.ulipur.com/?p=3523 ওয়ারেস আলী :  হিন্দু  সম্প্রদায়ের  বিশ্রাম  ও  পূণ্য  ভুমিখ্যাত  ইতিহাসের  অন্যতম  স্বাক্ষী  পাঁচপীরের কাচারী মাঠে  প্রতি বছরের ন্যায় আজ দুপুরে  বসেছে  হিন্দু  সম্প্রদায়ের  অষ্টমীর  মেলা ।   প্রতিবছর চৈত্রী মাসের শুরু পক্ষের  অষ্টমী  তিথিতে  ব্রহ্মপুত্র  নদের তীরে  ঐতিহ্যবাহী স্নান উৎসব  শেষে এই মেলায় এসে বিশ্রাম নিয়ে থাকেন হিন্দু  সম্প্রদায়ের লোকেরা  । মেলায়  ছোটদের বিভিন্ন রকম খেলনা, [...]

The post পাঁচপীরের কাচারী মাঠের ঐতিহ্যবাহী বর্নীল অষ্টমীর মেলা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ওয়ারেস আলী :  হিন্দু  সম্প্রদায়ের  বিশ্রাম  ও  পূণ্য  ভুমিখ্যাত  ইতিহাসের  অন্যতম  স্বাক্ষী  পাঁচপীরের কাচারী মাঠে  প্রতি বছরের ন্যায় আজ দুপুরে  বসেছে  হিন্দু  সম্প্রদায়ের  অষ্টমীর  মেলা ।   প্রতিবছর চৈত্রী মাসের শুরু পক্ষের  অষ্টমী  তিথিতে  ব্রহ্মপুত্র  নদের তীরে  ঐতিহ্যবাহী স্নান উৎসব  শেষে এই মেলায় এসে বিশ্রাম নিয়ে থাকেন হিন্দু  সম্প্রদায়ের লোকেরা  ।

মেলায়  ছোটদের বিভিন্ন রকম খেলনা, ,বেলুন, পাতিল,  রঙ্গীন চুরি, ফিতা,মুরি, মুরকি, বাতাসা,ঝুড়ি, জিলাপী পসরা নিয়ে বসেছে দোকানীরা ।    মেলায় সমারহ ঘটে হরেক রকমের তৈজসপত্র, ফার্নিচার  ও  লোকজ পণ্যসামগ্রী।

The post পাঁচপীরের কাচারী মাঠের ঐতিহ্যবাহী বর্নীল অষ্টমীর মেলা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
দুর্গাপুরের রেলসেতুতে লোহার বদলে বাঁশ ব্যবহার, দুর্ঘটনার আশঙ্কা https://www.ulipur.com/?p=3037 Wed, 11 Jan 2017 13:18:03 +0000 http://www.ulipur.com/?p=3037 ওয়ারেস আলী (দুর্গাপুর): দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর স্টেশনের  পাসে রেলের সেতুতে  স্লিপার হিসাবে বাঁশ  ব্যবহার করা হয়েছে । যে কোনো সময় ওই সেতুতে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এর আগে দেশের কয়েকটি স্থানে ভবন নির্মাণে লোহার বদলে বাঁশের ব্যবহার নিয়ে গণমাধ্যমে খবর বের হয়। ‘সিমেন্ট ছাড়াই’ মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুলভবন নির্মাণের দুই সপ্তাহের মাথায় গতকাল [...]

The post দুর্গাপুরের রেলসেতুতে লোহার বদলে বাঁশ ব্যবহার, দুর্ঘটনার আশঙ্কা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ওয়ারেস আলী (দুর্গাপুর):
দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর স্টেশনের  পাসে রেলের সেতুতে  স্লিপার হিসাবে বাঁশ  ব্যবহার করা হয়েছে । যে কোনো সময় ওই সেতুতে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে দেশের কয়েকটি স্থানে ভবন নির্মাণে লোহার বদলে বাঁশের ব্যবহার নিয়ে গণমাধ্যমে খবর বের হয়। ‘সিমেন্ট ছাড়াই’ মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুলভবন নির্মাণের দুই সপ্তাহের মাথায় গতকাল ধসে পড়ে ভবনের সিঁড়ি।
স্থানীয়রা জানিয়েছেন,  তিস্তা- রমনা বাজার রেলপথের পাঁচপীর স্টেশনের  পাসে ২ টা  রেলসেতুর অর্ধেক স্লিপার নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হওয়া স্লিপার সংস্কারে লোহার রড বা পাতের বদলে লাগানো হয় বাঁশের ফালি। রেল লাইন থেকে যাতে স্লিপার স্থানচ্যুত না হয় সে জন্য লাইনের ওপর পেরেক ঠুকে লাগানো হয়েছে ফালি করা বাঁশ। এ অবস্থায় ট্রেন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা। সেতুটির ওপর দিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে।এ অবস্থায় ট্রেন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এ রুটে চলাচলকারী ট্রেন যাত্রীরা ।
রমনা ট্রেনের  চালক ফরাহদ  হোসেন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান,   লাইনের অবস্তা খারাপ থাকায় আস্তে আস্তে চলাচল করতে হয় ,এতে সময় বেশি লাগছে । রেল সেতুতে  বাঁশের স্লিপারে  থাকায় ট্রেনের চলাচল ঝুঁকিপুর্ণ।
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, পাঁচপীর স্টেশন শাখার সভাপতি এমদাদুল হক বলেন , রেলওয়ে কতৃপক্ষকে কয়েকবার বলেছি রেল লাইন সংগস্কারের জন্য, কোন কাজ হয় নি ।

The post দুর্গাপুরের রেলসেতুতে লোহার বদলে বাঁশ ব্যবহার, দুর্ঘটনার আশঙ্কা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>