পানি বন্দি Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=পানি-বন্দি কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Tue, 14 Jun 2022 14:07:44 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png পানি বন্দি Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=পানি-বন্দি 32 32 রৌমারীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পানিবন্দী ৫০ হাজার মানুষ https://www.ulipur.com/?p=17767 Tue, 14 Jun 2022 14:07:42 +0000 https://www.ulipur.com/?p=17767 ।। উপজেলা প্রতিনিধি ।। ‘পানিত বেরবের পাই না। বেরালেই খরচ। কাজ কাম নাই। আয় উন্নতি বন্ধ। খুব সমস্যাত আছি।’ রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর গ্রামের দিনমজুর নজির হোসেন জানালেন নিজের অক্ষমতার কথা। পানি ভেঙ্গে বাতেন মিয়া ডিম নিয়ে গিয়েছিলেন খেয়ারচর হাটে বিক্রি করতে। বৃষ্টির কারণে লোকজন হাটে নাই। বেলা চারটার মধ্যে হাট বন্ধ হয়ে গেছে। [...]

The post রৌমারীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পানিবন্দী ৫০ হাজার মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
‘পানিত বেরবের পাই না। বেরালেই খরচ। কাজ কাম নাই। আয় উন্নতি বন্ধ। খুব সমস্যাত আছি।’ রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর গ্রামের দিনমজুর নজির হোসেন জানালেন নিজের অক্ষমতার কথা। পানি ভেঙ্গে বাতেন মিয়া ডিম নিয়ে গিয়েছিলেন খেয়ারচর হাটে বিক্রি করতে। বৃষ্টির কারণে লোকজন হাটে নাই। বেলা চারটার মধ্যে হাট বন্ধ হয়ে গেছে। এখন অবিক্রিত ডিম নিয়ে বাড়ি ফিরছেন তিনি।

গত ৭/৮দিন ধরে এই এলাকায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে। সরাসরি ভারত থেকে নেমে এসেছে জিঞ্জিরাম, কালো ও ধরণী নদী। এই তিন নদীতে অস্বাভাবিক পানিবৃদ্ধি হওয়ায় রৌমারী ও চর রাজীবপুর উপজেলার ৫টি ইউনিয়নে দেখা দিয়েছে আগাম বন্যা। রৌমারী টু ঢাকা সড়কের পূর্ব অংশে বন্যা পরিস্থিতি বিরাজ করলেও পশ্চিম অংশে ব্রহ্মপূত্র, হলহলিয়া ও সোনাভরি নদী রয়েছে বন্যা সীমার অনেক নীচে। ফলে ব্রহ্মপূত্র নদ থেকে বিচ্ছিন্ন এই দুই উপজেলার একটি অংশের মানুষের মধ্যে শুরু হয়েছে ভোগান্তি।

রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল জানান, ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জিঞ্জিরাম, কালো ও ধরণী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকষ্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে রৌমারী ও চর রাজীবপুর উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পরেছে। বন্যায় তলিয়ে গেছে ৩০ কিলোমিটার কাচা-পাকা সড়ক। পাঠদান বন্ধ রাখা হয়েছে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়াও ২৮৩ হেক্টর ফসল পানিতে নিমজ্জিত হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এই পরিস্থিতিতে উপজেলা প্রশাসন থেকে বরাদ্দ পাওয়া ৩লক্ষ টাকা দিয়ে শুকনো খাবার হিসেবে চিড়া, মুড়ি, চিনি, লবন ও মোমবাতী কেনা হচ্ছে। দ্রুতই বন্যা কবলিতদের মাঝে বিতরণ করা হবে বলেও তিনি জানান।

বকবান্ধা ব্যাপারী পাড়া গ্রামের গৃহিনী নাজমা বেগম (৩৮) জানান, বন্যায় বাড়ীঘরে পানি ওঠে নাই। কিন্তু সব সবজি ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছে। এখন রান্নার সবজি কেনা লাগবে। আমরা গরীব মানুষ। আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে। কারণ আমার স্বামী কাজেও যেতে পারছে না।

খেয়ারচর রাবার ড্যাম এলাকার কৃষক আব্দুর রহিম জানান, জমিতে খড় পরে আছে। ঘাসও পানিতে ডুবে রইছে। আমরা গরু-ছাগল-ভেড়া নিয়া বিপদে আছি।
খেয়ারচর ১নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম জানান, আমার ওয়ার্ডের ৬শতাধিক বাড়ীঘরে পানি উঠেছে। লোকজন কোথাও বের হতে পারছে না। এখন পর্যন্ত পানিবন্দী লোকজন কোন সরকারি সহযোগিতা পায় নাই।

এ ব্যাপারে রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ জানান, জনপ্রতিনিধিদের বন্যা কবলিত এলাকায় খোঁজখবর নিয়ে দুর্গতদের তালিকা করতে বলা হয়েছে। তবে রৌমারী ল্যান্ড পোর্ট পানিবন্দী হওয়ায় এই পোর্টের সাথে জড়িত ৫/৬ হাজার শ্রমিক বেকার হয়েছে। তাদের বিষয়টি জেলা প্রশাসনকে বলা হয়েছে। যাতে তারা সহযোগিতা পান।

The post রৌমারীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পানিবন্দী ৫০ হাজার মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ২ জনের মৃত্যু https://www.ulipur.com/?p=4113 Mon, 14 Aug 2017 17:25:25 +0000 http://www.ulipur.com/?p=4113 আব্দুল মালেকঃ বন্যা পরিস্থিতির মারাত্বক অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপদ সীমার ৭৭ সেঃ মিটার উপর এবং ধরলা ও তিস্তা নদীর পানি সামান্য কমলেও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এ পরিস্থিতিতে  নদীর  অববাহিকার সাহেবের আলগা, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, হাতিয়া, দলদলিয়া, থেতরাই, গুনাইগাছ ও বজরাসহ ৮টি ইউনিয়নের শতাধিক চর ও দুই শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে [...]

The post উলিপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ২ জনের মৃত্যু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
বন্যা পরিস্থিতির মারাত্বক অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপদ সীমার ৭৭ সেঃ মিটার উপর এবং ধরলা ও তিস্তা নদীর পানি সামান্য কমলেও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এ পরিস্থিতিতে  নদীর  অববাহিকার সাহেবের আলগা, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, হাতিয়া, দলদলিয়া, থেতরাই, গুনাইগাছ ও বজরাসহ ৮টি ইউনিয়নের শতাধিক চর ও দুই শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, বন্যা কবলিত এলাকায় ২৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ চরের কৃষক বানভাসা (৬৫) ও হাতিয়া ইউনিয়নের উচা ভিটা গ্রামের মিষ্টার আলীর পূত্র নাজমুল হক (৪) বন্যার পানিতে ভেসে নিখোঁজ হয়েছেন।

বন্যায় উপজেলার কয়েক হাজার ঘরবাড়ী, রাস্তাঘাট, ১০ হাজার হেক্টর রোপা আমন, বীজ তলা পানিতে ডুবে গেছে ও ১৬৫ টি পুকুরের প্রায় ৩৫ লাখ টাকার মাছ ভেসে গেছে। চলতি বছরে মাটিভরাটকৃত ৬টি আশ্রায়ন কেন্দ্র ৩/৪ ফুট  পানির নীচে থাকায় চরের মানুষ সেখানে আশ্রয় নিতে পারছেন না। চর এলাকার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে।

হাঁসখাওয়া ব্রীজ ভেঙ্গে গেলে পানির স্রোতে ভেসে যাওয়া বাড়ী রক্ষার চেষ্টা করছে এলাকাবাসী

বন্যার পানির তোড়ে বজরা হাঁসখাওয়ার ব্রীজ ও রাস্তা ভেঙ্গে কাশিম বাজারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে নতুন করে পূর্ববজরা, খামার বজরা ও কালপানিবজরা গ্রাম প্লাবিত হয়েছে। থেতরাই ও দলদলিয়া ইউনিয়নের অধিকাংশ রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি বন্দি মানুষগুলো নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে পড়েছে।

আজ সোমবার উপজেলার দলদলিয়া, থেতরাই, বজরা, ইউনিয়নে গিয়ে দেখা গেছে পানিবন্দি মানুষজন গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে বাঁধের রাস্তাসহ উচু জায়গায় আশ্রয় নিচ্ছে। বানভাসি মানুষ তাদের গবাদি পশু নিয়ে চরম দুভোর্গে পড়েছে।

দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি বলেন, এবারের বন্যা ৮৮ সালের বন্যাকেও হার মানিয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গত এলাকায় এ পর্যন্ত ৫২ মেঃ টন চাল ও ১ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

The post উলিপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ২ জনের মৃত্যু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>