প্রকল্প Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=প্রকল্প কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 03 Feb 2024 16:12:06 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png প্রকল্প Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=প্রকল্প 32 32 কুড়িগ্রামে দুস্থ ও বেকারদের দারিদ্র্য বিমোচনে জনকল্যাণ প্রকল্প https://www.ulipur.com/?p=30176 Sat, 03 Feb 2024 16:09:24 +0000 https://www.ulipur.com/?p=30176 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রাম জেলায় পায়রাবন্দ জনকল্যাণ সংস্থার উদ্যোগে বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্প নামের একটি সামাজিক সংগঠন। নতুন কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য সামগ্রী বিতরণ করে জেলার এই অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে বেশ সুপরিচিত হয়েছে প্রতিষ্ঠানটি। দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক মোঃ রঞ্জু সরকারের সার্বিক তত্ত্বাবধানে ও পিজেকেইউএস’র চেয়ারম্যান [...]

The post কুড়িগ্রামে দুস্থ ও বেকারদের দারিদ্র্য বিমোচনে জনকল্যাণ প্রকল্প appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম জেলায় পায়রাবন্দ জনকল্যাণ সংস্থার উদ্যোগে বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্প নামের একটি সামাজিক সংগঠন। নতুন কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য সামগ্রী বিতরণ করে জেলার এই অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে বেশ সুপরিচিত হয়েছে প্রতিষ্ঠানটি।

দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক মোঃ রঞ্জু সরকারের সার্বিক তত্ত্বাবধানে ও পিজেকেইউএস’র চেয়ারম্যান ও গণ উন্নয়ন সোসাইটির এফও মোঃ কবির হোসেনের উপস্থিতিতে এসব কার্যক্রম পরিচালিত হয়।

উপকারভোগী মোঃ নুর ইসলাম বলেন, দারিদ্র্য বিমোচন জনকল্যাণ সংস্থার মিশুক পেয়ে খুব খুশি হয়েছি। এই মিশু চালিয়ে যা উপার্জন করেছি তা দিয়ে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচসহ পরিবার-পরিজন নিয়ে ভালো আছি।

দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকার বলেন, দারিদ্র্য পীড়িত এ জেলার মানুষের মাঝে কর্মসংস্থান সৃষ্টিতে আমরা কাজ করে যাচ্ছি। আপাতত জেলার পাঁচটি উপজেলায় কার্যক্রম চলছে, প্রকল্পটি আগামীতে আরও ব্যাপকভাবে সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য যে, কুড়িগ্রামে দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় জেলার উলিপুর, রাজারহাট, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদরের বিভিন্ন সময়ে অর্থ অনুদান ও কর্মসংস্থান তৈরিতে অনন্য ভুমিকা পালন করছেন প্রতিষ্ঠানটি। এছাড়া উলিপুরের দুর্গাপুর, বুড়াবুড়ী ইউনিয়ন, কুড়িগ্রাম সদর, বেলগাছা, কাঁঠালবাড়ী, মোগলবাসা, ভোগডাঙ্গা ও কুড়িগ্রাম পৌর শহরের প্রায় ৫ হাজার সুবিধাভোগী মানুষের পাশে কাজ করে আসছে সংগঠনটি।

The post কুড়িগ্রামে দুস্থ ও বেকারদের দারিদ্র্য বিমোচনে জনকল্যাণ প্রকল্প appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে কাজ করেও ন্যায্য মজুরি পাননি ইজিপিপি প্রকল্পের শ্রমিকরা https://www.ulipur.com/?p=28472 Thu, 23 Nov 2023 16:53:15 +0000 https://www.ulipur.com/?p=28472 ।। উপজেলা প্রতিনিধি ।। উলিপুরে কাজ করেও ন্যায্য মজুরি পাননি ইজিপিপি প্রকল্পের শ্রমিকরা। অভিযোগ রয়েছে, তালিকা তৈরিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের গড়ি-মসি এবং দায়িত্ব অবহেলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে চরম অসন্তোষ বিরাজ করছে এসব খেটে খাওয়া মানুষদের মাঝে। জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার ১৩ টি ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস) প্রকল্পে ৫ [...]

The post উলিপুরে কাজ করেও ন্যায্য মজুরি পাননি ইজিপিপি প্রকল্পের শ্রমিকরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে কাজ করেও ন্যায্য মজুরি পাননি ইজিপিপি প্রকল্পের শ্রমিকরা। অভিযোগ রয়েছে, তালিকা তৈরিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের গড়ি-মসি এবং দায়িত্ব অবহেলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে চরম অসন্তোষ বিরাজ করছে এসব খেটে খাওয়া মানুষদের মাঝে।

জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার ১৩ টি ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস) প্রকল্পে ৫ হাজার ৭১ জন শ্রমিক বাছাই করা হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে গ্রামীণ অবকাঠামো সংস্কারে মাটি কাটার কাজ শুরু করেন শ্রমিকরা। ইউপি চেয়ারম্যানদের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ প্রকল্পের সভাপতির দায়িত্ব পালন করেন।

একাধিক সূত্র জানায়, দৈনিক ৪০০ টাকা মজুরিতে এ প্রকল্পের মাধ্যমে দুই দফায় ১১০ দিন কাজ করার কথা থাকলেও তা করা হয় ৭৭ দিন। আবার কোনো ইউনিয়নে এর কম বেশিও হয়েছে। কিন্তু শ্রমিকরা মজুরি পান মাত্র ৪৬ দিনের ১৮ হাজার ৪০০ টাকা। ৬ মাস পেরিয়ে গেলেও বাকি টাকা পাননি তারা।

অনুসন্ধানে জানা গেছে, উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নে ইজিপিপি প্লাস প্রকল্পে ৭৪০ জন শ্রমিক ৭৭ দিন কাজ করলেও মজুরি পান ৪৬ দিনের। প্রত্যেক শ্রমিকের ১২ হাজার ৪০০ টাকা করে এখনও বকেয়া রয়েছে। হাতিয়া ইউনিয়নে ৩৯০ জন শ্রমিক ৭২ দিন কাজ করলেও ৪৬ দিনের ১৮ হাজার ৪০০ টাকা মজুরি পান তারা। ফলে ৩৯০ জন শ্রমিকের ৪০ লক্ষ ৫৬ হাজার টাকা বকেয়া। বজরা ইউনিয়নে ৪৩৬ জন শ্রমিক ৭৬ দিন কাজ করলেও মজুরি পান মাত্র ৪৬ দিনের। প্রত্যেক শ্রমিককে ১৮ হাজার ৪০০ টাকা করে দেওয়া হলেও তাদের বকেয়া রয়েছে ৫২ লক্ষ ৩২ হাজার টাকা। দুর্গাপুর ইউনিয়নে ৬৯ দিন কাজ করেন ৩৯৪ জন শ্রমিক। প্রত্যেক শ্রমিকের মজুরি ২৭ হাজার ৬০০ টাকা হলেও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের ১৮ হাজার ৪০০ টাকা দেওয়া হয়। বাকি ৯ হাজার ২০০ টাকা করে পাননি শ্রমিকরা। একই অবস্থা উপজেলার সব ইউনিয়নে। এ অবস্থায় চরম ক্ষোভ বিরাজ করছে খেটে খাওয়া মানুষগুলোর মাঝে।

ধামশ্রেনী ইউনিয়নের শ্রমিক সর্দার নুরুল হক জানান, আমরা দুই দফায় ৯০ দিন কাজ করেছি। ৪০০ টাকা মজুরি হিসেবে ৩৬ হাজার টাকা পাওয়ার কথা, কিন্ত মোবাইলে ১৮ হাজার ৪০০ টাকা পেয়েছি। বাকি ১৭ হাজার ৬০০ টাকা এখনও পাইনি। আমেনা ও হাবলু নামের দুই শ্রমিক এক টাকাও পাননি বলে জানান তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা বলেন, ইউপি চেয়ারম্যানগণ শ্রমিক যাচাই-বাছাই ও সময়মতো অনলাইনে নাম এন্ট্রি না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে অর্থ বছর শেষ হওয়ায় শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, সে সময় আমি ছিলাম না। তবে বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে কি কারণে এমন হলো। ইউপি সচিবদের নিয়ে মিটিং করছি, যাতে ভবিষ্যতে এমনটা না হয়।

//নিউজ//উলিপুর//মালেক/নভেম্বর/২৩/২৩

The post উলিপুরে কাজ করেও ন্যায্য মজুরি পাননি ইজিপিপি প্রকল্পের শ্রমিকরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে চ্যাম্পিয়ন বাবাগণের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা https://www.ulipur.com/?p=13879 Tue, 08 Jun 2021 12:30:12 +0000 https://www.ulipur.com/?p=13879 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে চ্যাম্পিয়ন বাবাগণের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (জুন ০৮) সকাল ১১টায় আরডিআরএস বাংলাদেশ অফিস মাঠে বিল্ডিং বেটার ফিউচার ফর গালর্স প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায়, সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে এবং কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত অভিজ্ঞতা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এস এম আরিফ-উজ-জামান। [...]

The post উলিপুরে চ্যাম্পিয়ন বাবাগণের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে চ্যাম্পিয়ন বাবাগণের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (জুন ০৮) সকাল ১১টায় আরডিআরএস বাংলাদেশ অফিস মাঠে বিল্ডিং বেটার ফিউচার ফর গালর্স প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায়, সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে এবং কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত অভিজ্ঞতা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এস এম আরিফ-উজ-জামান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, প্রকল্পের মনিটরিং অফিসার আহাদুজ্জামান আহাদ, ফিল্ড ফ্যাসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি, আমিনুল ইসলাম, নূর ইসলাম, জেসি ইয়াসমীন, মাইদুল ইসলাম, মঞ্জুরুল হক, মনিরা বেগম, পারুল রানী সহ চ্যাম্পিয়ন বাবাগণ। পরে চ্যাম্পিয়ন বাবাগণের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

//নিউজ/উলিপুর//মালেক/জুন/০৮/২১

The post উলিপুরে চ্যাম্পিয়ন বাবাগণের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রাম ও জামালপুরে দারিদ্র্য কমাতে বিশেষ প্রকল্প https://www.ulipur.com/?p=7323 Wed, 21 Nov 2018 11:53:15 +0000 https://www.ulipur.com/?p=7323 ।। নিউজ ডেস্ক ।। দেশে দারিদ্র্য ও হত দারিদ্র্যের হার কমলেও অনেক পিছিয়ে আছে উত্তরাঞ্চলীয় দুই জেলা কুড়িগ্রাম ও জামালপুর। জেলা দুটির কয়েকটি উপজেলা চিহ্নিত করে সেখানে বিশেষ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পে ব্যবহার করা হবে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার উদ্ভাবিত মডেল ও প্রযুক্তি। সরকারের নিজস্ব তহবিলে ২০২১ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি [...]

The post কুড়িগ্রাম ও জামালপুরে দারিদ্র্য কমাতে বিশেষ প্রকল্প appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
দেশে দারিদ্র্য ও হত দারিদ্র্যের হার কমলেও অনেক পিছিয়ে আছে উত্তরাঞ্চলীয় দুই জেলা কুড়িগ্রাম ও জামালপুর। জেলা দুটির কয়েকটি উপজেলা চিহ্নিত করে সেখানে বিশেষ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পে ব্যবহার করা হবে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার উদ্ভাবিত মডেল ও প্রযুক্তি। সরকারের নিজস্ব তহবিলে ২০২১ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হলে মোট আটটি উপজেলার ২৫ হাজার হত দরিদ্র মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব মতে, ২০১৮ সালে দেশে সার্বিক দারিদ্র্যের হার ২১ দশমিক ৮ শতাংশ আর হত দারিদ্র্যের হার ১১ দশমিক ৩ শতাংশে নেমেছে। কিন্তু কুড়িগ্রাম জেলার দারিদ্র্যের হার ৭০ দশমিক ৮০ শতাংশ, ও হত দারিদ্র্যের হার ৬৪ দশমিক ২০ শতাংশ। অপরদিকে জামালপুর জেলার দারিদ্র্যের হার ৫২ দশমিক ৫০ শতাংশ, এবং হত দারিদ্র্যের হার ৪৬ দশমিক ১০ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘পশ্চাৎপদ কুড়িগ্রাম ও জামালপুর জেলার দারিদ্র্য হ্রাসকরণ’ শীর্ষক এই প্রকল্পটির জন্য কুড়িগ্রামের নাগেশ্বরী, রাজারহাট, উলিপুর, চিলমারী এবং জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মলোন্দহ ও মাদারগঞ্জ উপজেলা চিহ্নিত করা হয়েছে। প্রকল্পের আওতায় এই ৮ উপজেলার ২৫ হাজার মানুষ উপকৃত হবে।

সূত্র জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৯৫ কেটি ১৫ লাখ টাকা। এর পুরোটাই যোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের উন্নয়ন প্রস্তাবনায় (ডিপিপি) বলা হয়েছে, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে (ফিজিবিলিটি স্টাডি) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি আলাদাভাবে দুই জেলায় মাঠ পর্যায়ের জরিপ পরিচালনা করে। ওই জরিপের আলোকেই ‘পশ্চাৎপদ কুড়িগ্রাম ও জামালপুর জেলার দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের আটটি উপজেলা চিহ্নিত করা হয়েছে।

ডিপিপিতে বলা হয়েছে, দরিদ্র জনগণের আয় বাড়ানোর মাধ্যমে জেলা দুটির দারিদ্র্য কমিয়ে আনার লক্ষ্যে প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে। জানা গেছে, প্রকল্পের আওতায় হত দরিদ্র জনগোষ্ঠীকে গাভী ও ষাঁড় বিতরণ করা হবে। কৃত্রিম প্রজননের জন্য সংগ্রহ করা হবে ১০টি উন্নত ষাড় ও গাভী। তথ্যপ্রযুক্তি নির্ভর গবাদিপশু পালন ও উন্নয়ন প্রযুক্তি সেবা সম্প্রসারণে মোট ৫৬০ জনকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। প্রতি উপজেলায় ২টি করে ৮ উপজেলায় মোট ১৬টি প্রদর্শনী মৎস্য খামার স্থাপন করা হবে এবং ৬৪০ জন সুফলভোগীকে মৎস্য সম্পদ উন্নয়নে সহযোগিতা প্রদান করা হবে। গবাদিপশু পালন ও মাছ চাষ উন্নয়নের জন্য স্থানীয় পর্যায়ে ১৫৬ জন সার্ভিস প্রোভাইডার সৃষ্টি করা হবে। প্রকল্প এলাকায় উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে ৮ হাজার সুফলভোগীকে বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের প্রশিক্ষণ দেওয়া হবে। এ সব কাজে ব্যবহারের জন্য বিদ্যুৎ বঞ্চিত এলাকায় ৫০টি সৌরশক্তি নির্ভর স্বয়ংক্রিয় রোড লাইট স্থাপন করা হবে।

এছাড়া প্রকল্পের আওতায়, প্রতি উপজেলায় ১টি করে মোট ৮টি কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও সংরক্ষণ কেন্দ্র (চাল ও আট মিল, স্পোয়লার, মধু প্রক্রিয়াকরণ ইউনিট, চিলিং প্লান্ট, ফ্রিজিং এ্যান্ড রেফ্রিজারেটর ইউনিট) স্থাপন করা হবে। কৃষি পণ্য বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ সেন্টারের জন্য ৪ একর ভূমি অধিগ্রহণ করা হবে। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রতি উপজেলায় ১টি করে মোট ৮টি কমিউনিটি ভিত্তিক বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হবে।

জানতে চাইলে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা। প্রকল্পটি বাস্তবায়িত হলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় সম্পদ হস্তান্তর ও উন্নত কৃষি প্রযুক্তি হস্তান্তর হলে দরিদ্র জনগোষ্ঠী নিজেদের আয় বাড়ানোসহ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে।

প্রকল্প প্রস্তাবনায় জানা গেছে, প্রকল্পের আওতায় কৃত্রিম প্রজনন প্রযুক্তি ও আইসিটি নির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে গবাদি প্রাণির জাত উন্নয়ন করা হবে এবং প্রকল্পের সুফলভোগীদের সামাজিক অবস্থার (যেমন- শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি স্যানিটেশন সামাজিক সচেতনতা, নারীর ক্ষমতায়ন) উন্নয়ন ঘটানো সম্ভব হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তাফা কামাল জানিয়েছেন, অতি দারিদ্র্যের হার বিশ্ব গড় দারিদ্র্য হারের নিচে আছে। তিনি বলেন, যেভাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হচ্ছে, তাতে ২০৩০ সালের আগেই দারিদ্র্য হার শূন্যের কোটায় নেমে আসবে। অতি দারিদ্র্যের হার ৩ শতাংশের কম হলেই তা শূন্য দারিদ্র্য হিসেবে ধরা হয়। এ লক্ষ্য অর্জনেই এ বিশেষ প্রকল্প নিয়েছে সরকার।

সূত্রঃ banglatribune

The post কুড়িগ্রাম ও জামালপুরে দারিদ্র্য কমাতে বিশেষ প্রকল্প appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বুড়িতিস্তা নদীকে ঘিরে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন https://www.ulipur.com/?p=5512 Tue, 06 Feb 2018 12:15:40 +0000 http://www.ulipur.com/?p=5512 আব্দুল মালেক: বুড়িতিস্তা নদীর দু’পাশে ইরি-বোরো চাষাবাদ ও জীববৈচিত্র্য রক্ষায় পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রকল্প তৈরির কাজ করছে পাউবো। ইতিমধ্যে তিস্তার উৎসমূখ উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুনে সুইসগেট নির্মানসহ চিলমারী উপজেলার রানীগঞ্জ ব্রহ্মপূত্র নদ পর্যন্ত প্রকল্প এলাকা সার্ভে করা হয়েছে। সার্ভে সংশ্লিষ্টদের অভিমত প্রকল্পের উৎসমূখে পাম্প হাউজ নির্মান করা হলে শুকনা মৌসুমেও বুড়িতিস্তায় পানি সরবরাহ নিশ্চিত হবে। [...]

The post উলিপুরে বুড়িতিস্তা নদীকে ঘিরে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেক:
বুড়িতিস্তা নদীর দু’পাশে ইরি-বোরো চাষাবাদ ও জীববৈচিত্র্য রক্ষায় পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রকল্প তৈরির কাজ করছে পাউবো। ইতিমধ্যে তিস্তার উৎসমূখ উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুনে সুইসগেট নির্মানসহ চিলমারী উপজেলার রানীগঞ্জ ব্রহ্মপূত্র নদ পর্যন্ত প্রকল্প এলাকা সার্ভে করা হয়েছে। সার্ভে সংশ্লিষ্টদের অভিমত প্রকল্পের উৎসমূখে পাম্প হাউজ নির্মান করা হলে শুকনা মৌসুমেও বুড়িতিস্তায় পানি সরবরাহ নিশ্চিত হবে। ফলে এ অঞ্চলের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। যা বাংলাদেশের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি দীর্ঘদিন থেকে বুড়িতিস্তা দখলমুক্তসহ পানি প্রবাহ নিশ্চিত করতে আন্দোলন করে আসছে। খোঁজ-খবর নিয়ে জানা গেছে, এক সময় বুড়িতিস্তা নদীকে ঘিরে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছিল। সেইসাথে তিস্তা নদী পাড়ের মানুষের জীবন জীবিকা চলে বুড়িতিস্তা নদীতে মাছ শিকার করে। ১৯৮৮ সালের বন্যার সময় তিস্তা নদীর ভাঙ্গণে উপজেলার থেতরাই ইউনিয়নে গোড়াইপিয়ার গ্রামের সুইস গেটটি নদী গর্ভে চলে গেলে পাউবো কর্তৃপক্ষ অপরিকল্পিত ভাবে বুড়িতিস্তার উৎসমুখে বাঁধ নির্মান করে বন্ধ করে দেয়। ফলে বুড়িতিস্তার স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে ভরাট হতে থাকে নদীটি।

এ কারনে বুড়িতিস্তা পাড়ের শতশত মানুষের পেশা ও কৃষিতে বিপর্যয় শুরু হয়। এ সুযোগে কিছু দখলদার ভূমিদস্যূ বুড়িতিস্তা দখলের মহোৎসবে মেতে উঠে। ধীরে ধীরে বুড়িতিস্তা ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে গত বছরের শুরু থেকে বুড়িতিস্তা রক্ষায় আন্দোলন করে আসছিল উলিপুর প্রেসক্লাব ও রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি।

গত ১৩ মার্চ বুড়িতিস্তা রক্ষায় মানববন্ধন কর্মসূচিতে উলিপুরের সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নিয়ে বুড়িতিস্তা রক্ষায় একাত্বতা প্রকাশ করে। গত ২১ মার্চ বাই-সাইকেল র‌্যালী ও ১১ এ্রপ্রিল বুড়িতিস্তা পাড়ে স্বরণকালের হাজার হাজার মানুষ প্রতীকী পানির ঢল কর্মসূচি পালনসহ সভা-সমাবেশ অব্যাহত রাখে। গত ৫ মে ঢাকাস্থ উলিপুর সমিতি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। সংগঠন দু’টি মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বুড়িতিস্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করেন। এ অবস্থায় বন ও পরিবেশ মন্ত্রণালয় গত ২৪ মে জীববৈচিত্র্য রক্ষায় বুড়িতিস্তা নদী দখলমুক্ত ও পরিবেশ সংরক্ষনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।

গত ১৩ জুন পানি সম্পদ মন্ত্রণালয় বুড়িতিস্তা নদীতে পানি প্রবাহ নিশ্চিত করতে কারিগরি কমিটি গঠন করে। এ কমিটির আহবায়ক ডিজাইন সেল ঢাকা’র সুপারিনটেনডেন্ট প্রকৌশলী নুরুর রহমান গত ২৯ নভেম্বর বুড়িতিস্তা নদী এলাকা পরিদর্শন করে নকশা তৈরি ও প্রকল্প দাখিল করেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি পাউবো কর্তৃপক্ষের উদ্যোগে বুড়িতিস্তার উৎসমূখ উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন থেকে চিলমারী উপজেলার রানীগঞ্জ পর্যন্ত প্রকল্প এলাকা সার্ভে করেন।

সার্ভে সংশ্লিষ্ট কুড়িগ্রাম পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, সার্ভে করেছি, শীঘ্রই আমরা একটি প্রকল্প প্রস্তবণা প্রেরণ করবো। অনেক স্থানে নদী দখলসহ অপরিকল্পিতভাবে ব্রীজ-কার্লভাট নির্মান করায় স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে, বুড়িতিস্তা নদীকে কেন্দ্র করে এ অঞ্চলের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি পাবনা জেলার বেড়া উপজেলার তালিম নগরের ন্যায় পাম্প হাউজ নির্মান করা হলে শুকনা মৌসুমেও পানি প্রবাহ নিশ্চিত করা সম্ভব হবে।

উলিপুর প্রেসক্লাবে সভাপতি আবু সাঈদ সরকার বলেন, বুড়িতিস্তা দখলমূক্ত ও পানি প্রবাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, বুড়িতিস্তা দখলমূক্ত ও পানি প্রবাহ নিশ্চিত করতে প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদন হওয়ার পর কাজ শুরু হলে এলাকাবাসি একটা দৃষ্টিনন্দন বুড়িতিস্তা নদী দেখতে পারবেন।

The post উলিপুরে বুড়িতিস্তা নদীকে ঘিরে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>