প্রযুক্তি Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=প্রযুক্তি কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 10 Feb 2024 07:21:07 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png প্রযুক্তি Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=প্রযুক্তি 32 32 ন্যানো টেকনোলজি কী? ও এর কার্যকরী ব্যবহার https://www.ulipur.com/?p=29735 Sat, 10 Feb 2024 07:21:07 +0000 https://www.ulipur.com/?p=29735 ।। টেক ডেস্ক ।। ন্যানো টেকনোলজি শব্দটি অনেকেরই অজানা। সাধারণভাবে বলা যায়, পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞানকেই ন্যানো টেকনোলজি বলে। আবার এই আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে ন্যানো-পার্টিকেলও বলা হয়ে থাকে। সাধারণত একটি দ্রব্যের বড় আকৃতিতে যে ধর্ম বা গুণাগুণ থাকে, ন্যানো পার্টিকেল [...]

The post ন্যানো টেকনোলজি কী? ও এর কার্যকরী ব্যবহার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
ন্যানো টেকনোলজি শব্দটি অনেকেরই অজানা। সাধারণভাবে বলা যায়, পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞানকেই ন্যানো টেকনোলজি বলে। আবার এই আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে ন্যানো-পার্টিকেলও বলা হয়ে থাকে। সাধারণত একটি দ্রব্যের বড় আকৃতিতে যে ধর্ম বা গুণাগুণ থাকে, ন্যানো পার্টিকেল হলে তার ভেতর কোয়ান্টাম পদার্থ বিজ্ঞানের প্রভাব দেখা যেতে শুরু করে বলে সেই ধর্ম বা গুণাগুণের পরিবর্তন দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, অনেক ধাতুর কাঠিন্য ন্যানো আকৃতিতে সাধারণ অবস্থা থেকে সাতগুণ বেশি হতে পারে। এ কারণেই ন্যানো-পার্টিকেল নিয়ে বিজ্ঞানীরা আজও বিশেষভাবে কৌতুহলী।

বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ন্যানো ব্যাসার্ধের পলিমার তৈরিসহ ইন্টিগ্রেটেড সার্কিটের চিপস তৈরি করার সময় ন্যানো আকৃতির ডিজাইন করে আসছেন। তবে শুধু সাম্প্রতিক সময়ে ন্যানো পার্টিকেল তৈরি ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় টুল তৈরি হয়েছে এবং এর মধ্য দিয়েই ন্যানো পার্টিকেলের জগৎ সত্যিকার অর্থে উন্মুক্ত হয়েছে।

‘আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব’- এই প্রতিবাদ্যকে সামনে রেখে স্মার্ট ওষুধের মাধ্যমে প্রাণঘাতী ক্যানসার ইত্যাাদি দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থায় ন্যানো রোবট, কোয়ান্টাম কম্পিউটিং, বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদনসহ পানি ও বায়ুদূষণ কমানো সম্ভব হবে মর্মে জানিয়েছেন গবেষকরা।

একই সাথে ন্যানো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহৎ স্কেলে পণ্যোৎপাদন সম্ভব হচ্ছে এবং উৎপাদিত পণ্য আকারে সূক্ষ্ম ও ছোট হলেও অত্যন্ত মজবুত, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসইসহ হালকা হয়। এছাড়াও বিভিন্ন খাতে ন্যানো প্রযুক্তির কার্যকরী ব্যবহারের উপস্থিতি লক্ষ্য করা যায়।

চলুন জেনে নেয়া যাক বিভিন্ন খাতে ন্যানো প্রযুক্তির কার্যকরী ব্যবহারঃ-
কম্পিউটারের হার্ডওয়্যারে ব্যবহার: ন্যানো প্রযুক্তি প্রসেসরের উচ্চ গুতি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি বৈশিষ্ট্যে ব্যবহার্য। সেই সঙ্গে ডিসপ্লে ও কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়নে সহায়তা করে ন্যানো প্রযুক্তি।

চিকিৎসা ক্ষেত্রে: ন্যানো-রোবট ব্যবহার করে অপারেশন করা, যেময়- এনজিওপ্লাস্টি সরাসরি রোগাক্রান্ত সেলে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া ন্যানো ক্রায়োসার্জারি, ডায়াগনোসিস করাসহ এন্ডোসকপি, এনজিওগ্রাম ও কলোনোস্কোপি ইত্যাদির বিকল্প হিসেবে কাজ করে এটি।

খাদ্যশিল্পে: খাদ্যজাত দ্রব্য প্যাকেটিং, খাদ্যে স্বাদ তৈরি ও খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত বিভিন্ন ধরণের দ্রব্যাদি তৈরির জন্য ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি।

জ্বালানি ক্ষেত্রে: জ্বালানি উৎসের বিকল্প হিসেবে বিভিন্ন ধরণের ফুয়েল তৈরির কাজে, যেমন- হাইড্রোজেন আয়ন থেকে ফুয়েল, সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরকোষ তৈরির কাজে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি।

যোগাযোগ ক্ষেত্রে: হালকা ওজনের ও কম জ্বালানি চাহিদাসম্পন্ন গাড়ি প্রস্তুতকরণে ন্যানো পার্টিকেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

খেলাধুলার সামগ্রী তৈরিতে: বিভিন্ন ধরণের খেলাধুলার সামগ্রী যেমন- ক্রিকেট, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য ও ফুটবল বা গলফ বলের বাতাসের ভারসাম্য রক্ষার্থেও বিশেষ কাজ করছে ন্যানো প্রযুক্তি।

বায়ু ও পানি দূষণ রোধে: শিল্প কারখানার ক্ষতিকর রাসায়নিক বর্জ্যকে ন্যানো পার্টিকেল ব্যবহার করে অক্ষতিকর বস্তুতে রূপান্তর করে পানিতে নিষ্কাশিত করা হয়। একইভাবে গাড়ি ও শিল্প কারখানার নির্গত বিষাক্ত ধোঁয়া ন্যানো পার্টিকেলের সহায়তায় দূষণমুক্ত গ্যাসে পরিণত করে বায়ুদূষণ রোধ করা যায়।

প্রসাধন শিল্পে: প্রসাধনীতে জিংক অক্সাইড-এর ন্যানো পার্টিকেল যুক্ত হওয়ায় ত্বকের ক্যানসার রোধ সম্ভব হয়েছে। সেই সাথে সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরির কাজে ব্যবহার্য রাসায়নিক পদার্থ তৈরির ক্ষেত্রে এবং এন্টি-এজিং ক্রিম তৈরিতেও ন্যানো টেকনোলজির গুরুত্ব সর্বাধিক রয়েছে।

The post ন্যানো টেকনোলজি কী? ও এর কার্যকরী ব্যবহার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
গুগল ডকসে ডিজিটাল স্বাক্ষর তৈরি করবেন যেভাবে https://www.ulipur.com/?p=29864 Tue, 23 Jan 2024 08:02:38 +0000 https://www.ulipur.com/?p=29864 ।। টেক ডেস্ক ।। অনলাইন ব্যবহারকারীদের জন্য গুগল পরিসেবা ব্যবহারের অন্যতম একটি টুল হলো গুগল ডকস। সংরক্ষণ কাজের পাশাপাশি যেকোনো জায়গায় অবস্থানরত থেকে গুগল ডকসে থাকা তথ্য ব্যবহার করা যায় খুব সহজেই। তবে চাইলেই এখন ডিজিটাল স্বাক্ষর তৈরি করা যাবে গুগল ডকসের ড্রয়িং টুলের মাধ্যমে। কিন্তু এ ব্যাপারে ব্যবহারকারীদের জানতে হবে সম্যক এবং সঠিক কিছু [...]

The post গুগল ডকসে ডিজিটাল স্বাক্ষর তৈরি করবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
অনলাইন ব্যবহারকারীদের জন্য গুগল পরিসেবা ব্যবহারের অন্যতম একটি টুল হলো গুগল ডকস। সংরক্ষণ কাজের পাশাপাশি যেকোনো জায়গায় অবস্থানরত থেকে গুগল ডকসে থাকা তথ্য ব্যবহার করা যায় খুব সহজেই। তবে চাইলেই এখন ডিজিটাল স্বাক্ষর তৈরি করা যাবে গুগল ডকসের ড্রয়িং টুলের মাধ্যমে। কিন্তু এ ব্যাপারে ব্যবহারকারীদের জানতে হবে সম্যক এবং সঠিক কিছু পদ্ধতি।

চনুল জেনে নেওয়া যাক গুগল ডকসের মাধ্যমে ডিজিটাল স্বাক্ষর তৈরির পদ্ধতিগুলিঃ-
★ এক্ষেত্রে প্রথমে গুগল ডকসে প্রবেশ করে একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে হবে।
★ তারপর স্ক্রিনের ওপরে অবস্থানরত ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে।
★ নির্বাচনকৃত ইনসার্ট মেনুতে ড্রয়িং অপশনের ওপরে মাউস রেখে কি-বোর্ডের অ্যারো দিয়ে স্ক্রিনে থাকা অপশন থেকে ‘+নিউ’ বাটনে ক্লিক করা মাত্রই একটি ড্রয়িং টুল ওপেন হবে।
★ তারপর ড্রয়িং টুলে লাইনের পাশে ড্রপডাউন মেনু দেখা যাবে এবং তাতে ক্লিক করতে হবে।
★ এবার প্রদর্শিত অপশন থেকে ‘স্ক্রিবল’ নির্বাচন করে ড্রয়িং ফিল্ডে স্বাক্ষর করতে হবে।
★ স্বাক্ষর দেয়া শেষে স্ক্রিনের ওপরে থাকা ‘সেভ অ্যান্ড ক্লোজ’ বাটনে ক্লিক করা মাত্রই গুগল ডকসে তৈরি করা স্বাক্ষরটি দেখতে পারবেন।

এছাড়াও খাতার পৃষ্টা বা সাদা কোনো কাগজে থাকা স্বাক্ষর দিয়েও ডিজিটাল স্বাক্ষর তৈরি করা যাবে গুগল ডকসে। এক্ষেত্রে সাদা কাগজে পূর্বের করা স্বাক্ষর বা নতুন করে স্বাক্ষর দিতে হবে এবং সেটি গুগল ডকসের ইনসার্ট অপশনে ইমেজ হিসেবে আপলোড করতে হবে। তারপর উক্ত আপলোডকৃত ইমেইজকে ডিজিটাল সিগনেচার হিসেবে সংরক্ষণ রূপে ব্যবহার করতে হবে।

The post গুগল ডকসে ডিজিটাল স্বাক্ষর তৈরি করবেন যেভাবে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে কারিগরি শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত https://www.ulipur.com/?p=15668 Wed, 15 Dec 2021 15:21:24 +0000 https://www.ulipur.com/?p=15668 ।। জেলা প্রতিনিধি ।। কুড়িগ্রামে স্থানীয় অংশীজনদের সাথে দক্ষতা ভিত্তিক কারিগরি শিক্ষা ও আগামির বাংলাদেশ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ড. নুরে আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি [...]

The post কুড়িগ্রামে কারিগরি শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রামে স্থানীয় অংশীজনদের সাথে দক্ষতা ভিত্তিক কারিগরি শিক্ষা ও আগামির বাংলাদেশ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ড. নুরে আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো: কাজিউল ইসলাম। মতবিনিময় সভায় প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয় উপস্থাপন করেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌশলী মো: জহিরুল ইসলাম। রেজিস্ট্রার ইন চার্জ মো: ফজলুল করিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিফ ইনস্ট্রাক্টর আবু সাইম জাহান, ভিশন পলিটেকনিকের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ শাহাজালাল সবুজ, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঞ্জুরুল হক, কুড়িগ্রাম রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফয়েজ উদ্দিন, শিক্ষার্থী আপন প্রমুখ।

বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে প্রযুক্তির বাংলাদেশ ও দক্ষতার বাংলাদেশ। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনবল তৈরি করতে হবে। বাংলাদেশে কারিগরি শিক্ষার হার অন্তত: ৬০ শতাংশে উন্নিত করার মহা পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/ডিসেম্বর/১৫/২১

The post কুড়িগ্রামে কারিগরি শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফেসবুক গ্রুপে থাকবে নজরদারি https://www.ulipur.com/?p=12114 Wed, 18 Nov 2020 10:21:21 +0000 https://www.ulipur.com/?p=12114 ।। টেক ডেস্ক ।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্ল্যাটফর্মের কনটেন্ট নীতিমালা অমান্যকারী গ্রুপগুলোকে ‘পর্যবেক্ষণে’ রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি সাইট ভার্জ এক প্রতিবেদনে জানায়, পর্যবেক্ষণে থাকা এই গ্রুপগুলো কোনো আপিলের সুযোগ পাবে না। অবশ্য দুই মাসের পর্যবেক্ষণে থাকা গ্রুপগুলোর প্রতিটি পোস্ট ম্যানুয়ালি অনুমোদন দেবেন ওই গ্রুপের দায়িত্বে থাকা পর্যবেক্ষক। গ্রুপগুলো যদি নীতিমালা অমান্য করে এমন [...]

The post ফেসবুক গ্রুপে থাকবে নজরদারি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্ল্যাটফর্মের কনটেন্ট নীতিমালা অমান্যকারী গ্রুপগুলোকে ‘পর্যবেক্ষণে’ রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি সাইট ভার্জ এক প্রতিবেদনে জানায়, পর্যবেক্ষণে থাকা এই গ্রুপগুলো কোনো আপিলের সুযোগ পাবে না।

অবশ্য দুই মাসের পর্যবেক্ষণে থাকা গ্রুপগুলোর প্রতিটি পোস্ট ম্যানুয়ালি অনুমোদন দেবেন ওই গ্রুপের দায়িত্বে থাকা পর্যবেক্ষক। গ্রুপগুলো যদি নীতিমালা অমান্য করে এমন পোস্টের অনুমোদন দিতেই থাকে, তবে গ্রুপটি পুরোপুরি বন্ধ করে দেয়া হতে পারে।

ইমেইল বিবৃতিতে ফেইসবুক মুখপাত্র লিওনার্ড ল্যাম বলেছেন, সাময়িকভাবে আমরা যুক্তরাষ্ট্রের কিছু রাজনৈতিক এবং সামাজিক গ্রুপের সব পোস্ট অ্যাডমিন এবং পর্যবেক্ষকের মাধ্যমে অনুমোদন দেওয়ার ব্যবস্থা রাখবো, যদি ওই গ্রুপের সদস্যদের মাধ্যমে ‘কমিউনিটি স্ট্যান্ডার্ডস’ অমান্য হয়।

গ্রুপের অবস্থা নিয়ে অ্যাডমিনদেরকে নোটিফিকেশন এবং কখন থেকে এই সীমাবদ্ধতা চালু হবে তা জানাবে ফেসবুক। পর্যবেক্ষণে থাকাকালীন সীমাবদ্ধতার আওতায় থাকা গ্রুপগুলোর পোস্ট মডারেটর কীভাবে নিয়ন্ত্রণ করছেন, সে বিষয়টি নজরে রাখবে ফেসবুক।

চলতি সপ্তাহের শুরুতে ‘স্টপ দ্য স্টিল’ নামের একটি গ্রুপ বন্ধ করেছে ফেসবুক। মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতি নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছিলো গ্রুপটি। ডেমোক্রেটরা নির্বাচনে চুরি করছে এমন দাবিও এসেছে গ্রুপ থেকে। এই গ্রুপটির সদস্য সংখ্যা ছিলো তিন লাখের বেশি।

সূত্রঃ somoynews

//নিউজ/টেক//মাহমুদ/নভেম্বর/১৮/২০

The post ফেসবুক গ্রুপে থাকবে নজরদারি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মোবাইল ফোন দিয়ে নিজেই বানিয়ে ফেলুন সিসি ক্যামেরা https://www.ulipur.com/?p=11838 Thu, 29 Oct 2020 08:56:48 +0000 https://www.ulipur.com/?p=11838 ।। টেক ডেস্ক ।।বর্তমান প্রেক্ষাপটে নিজেদের সুরক্ষায় সিসি ক্যামেরা ব্যবহার অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আবার সিসি ক্যমেরা ব্যবহার অনেকের জন্য বেশ ব্যয়বহুল বিষয়ও। কিন্তু আপনি চাইলেই নিজের অফিস, বাসা বা অন্য যে কোনো জায়গার সুরক্ষা বাড়িয়ে তুলতে পারেন একটি এন্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে। এজন্য প্রয়োজন একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও একটি কম্পিউটার। এন্ড্রয়েড ফোনটি ব্যবহৃত হবে সিসি [...]

The post মোবাইল ফোন দিয়ে নিজেই বানিয়ে ফেলুন সিসি ক্যামেরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমান প্রেক্ষাপটে নিজেদের সুরক্ষায় সিসি ক্যামেরা ব্যবহার অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আবার সিসি ক্যমেরা ব্যবহার অনেকের জন্য বেশ ব্যয়বহুল বিষয়ও। কিন্তু আপনি চাইলেই নিজের অফিস, বাসা বা অন্য যে কোনো জায়গার সুরক্ষা বাড়িয়ে তুলতে পারেন একটি এন্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে। এজন্য প্রয়োজন একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও একটি কম্পিউটার। এন্ড্রয়েড ফোনটি ব্যবহৃত হবে সিসি ক্যামেরা হিসেবে আর কম্পিউটারটি ব্যবহৃত হবে টিভি হিসেবে।

এটি দুইভাবে ব্যবহার করতে পারেন। প্রথমত: ইন্টারনেটের মাধ্যমে আর দ্বিতীয়ত: ইন্টারনেট ছাড়া। ইন্টারনেট সহকারে ব্যবহার করলে আপনি পৃথিবীর যে কোন জায়গা থেকে মনিটরিং করতে পারবেন। আর যদি ইন্টারনেট ছাড়া ব্যবহার করেন তবে আপনার এন্ড্রয়েড ফোনের হটস্পট যতদূর কানেকশন পায় ততদূর মনিটরিং করতে পারবেন।

যেভাবে বানাবেন:

প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘Ip Webcam’ অ্যাপটি ডাউনলোড করে ফোনে ইনস্টল করুন।

দুটি পদ্ধতিতে এটি তৈরি করা যায়।

পদ্ধতি-১: এই পদ্ধতিতে আপনার মোবাইল ও কম্পিউটার উভয় স্থানেই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এবার অ্যাপটি ওপেন করুন। যে পেজটি আসবে তার শেষ মাথায় ‘Start server’ অপশনে ক্লিক করুন। তারপর নিচের মত আসলে Yes- এ ক্লিক করুন। এবার ক্যামেরা চালু হলে তার নিচের দিকে একটি আইপি নম্বর দেখতে পাবেন। আইপি নম্বরটি আপনার কম্পিউটারের ব্রাউজারের এড্রেস বারে ইনপুট করে এন্টার চাপুন। এখানে একটি পেজ আসবে। এখানে থেকে ‘ব্রাউজার’ বা ‘ফ্লাশ’ বাটন চাপবেন। ব্যাস মনিটরিং চালু হয়ে গেল।

পদ্ধতি-২: এই পদ্ধতিতে মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ না থাকলেও চলবে। তবে মোবাইল আর কম্পিউটার কাছাকাছি থাকতে হবে, যেন মোবাইল হটস্পট কম্পিউটারে কানেকশন পায়। এবার মোবাইলের হটস্পটটি চালু করে কম্পিউটারে Wifi এর মাধ্যমে কানেক্ট করুন। এবার আবার ১নং এর পদ্ধতিগুলো অনুসরণ করুন। আর মনিটরিং করতে থাকুন।

এভাবে মনিটরিং এর পাশাপাশি আপনি আপনার কম্পিউটারের এডভান্স অপশন ব্যবহার করে দূর থেকে মোবাইলের ক্যামেরা নিজের সুবিধামত সেটিং করে নিতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে ভিডিও ফুটেজটি রেকর্ডও করে রাখতে পারবেন।

সূত্রঃ সময় টিভি

The post মোবাইল ফোন দিয়ে নিজেই বানিয়ে ফেলুন সিসি ক্যামেরা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
২০১৯ সালে ঘটে যাওয়া প্রযুক্তি দুনিয়ার অঘটনাগুলো https://www.ulipur.com/?p=9740 Tue, 28 Jan 2020 10:10:40 +0000 https://www.ulipur.com/?p=9740 ।। নিউজ ডেস্ক ।। আমরা এখন ২০২০ সালে। ২০১৯ সালে বিশ্বের প্রযুক্তি কোম্পানিগুলো অনেক উদ্ভাবনী পণ্য দিয়ে যেমন বাজিমাত করেছে ঠিক তেমনি বেশ কিছু অঘটনেরও জন্ম দিয়েছে। ২০১৯ সালে প্রযুক্তি কোম্পানিগুলোর অঘটনের কিছু তথ্য তুলে ধরা হলো এই লেখায়। ১. অ্যাপলের ফেসটাইম অ্যাপের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সাইবার আক্রমণকারীরা ফেসটাইম কলে ব্যবহারকারীর কোনও ইন্টারঅ্যাকশান ছাড়াই [...]

The post ২০১৯ সালে ঘটে যাওয়া প্রযুক্তি দুনিয়ার অঘটনাগুলো appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
আমরা এখন ২০২০ সালে। ২০১৯ সালে বিশ্বের প্রযুক্তি কোম্পানিগুলো অনেক উদ্ভাবনী পণ্য দিয়ে যেমন বাজিমাত করেছে ঠিক তেমনি বেশ কিছু অঘটনেরও জন্ম দিয়েছে। ২০১৯ সালে প্রযুক্তি কোম্পানিগুলোর অঘটনের কিছু তথ্য তুলে ধরা হলো এই লেখায়।

১. অ্যাপলের ফেসটাইম অ্যাপের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সাইবার আক্রমণকারীরা ফেসটাইম কলে ব্যবহারকারীর কোনও ইন্টারঅ্যাকশান ছাড়াই কল করতে এবং কলদাতার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়। এর মাধ্যমে গোপন নজরদারির দরজাও খুলে যায়।
২. এক প্রতিবেদনে দেখানো হয়েছে, কয়েকটি নিম্নমানের এবং অখ্যাত ক্রিপ্টোকারেন্সিগুলো বিপজ্জনক হয়ে উঠেছে। এগুলোর মাধ্যমে হ্যাকাররা যেকোনও সময় ব্যবহারকারীদের তহবিল চুরি করতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা এধরনের ২৬টি নিম্নমানের, অখ্যাত ক্রিপ্টোকারেন্সি খুঁজে পেয়েছেন।
৩. ওয়াইফাই ফার্মওয়্যার নিরাপত্তা ত্রুটির ফলে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, স্মার্টফোন, রাউটার, গেমিং ডিভাইস সাইবার আক্রমণের শিকার হয়। ডিভাইসের তালিকায় পিএস-ফোর, এক্সবক্স ওয়ান, স্যামসাং ক্রোমবুকস ও মাইক্রোসফ্ট সারফেস ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে।
৪. এ বছর দু’বার অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে প্রি-ইন্সটল ম্যালওয়্যার পাওয়া যায়। প্রথমত, জানুয়ারিতে গবেষকরা একটি অ্যালকাটেল অ্যাপের মধ্যে ম্যালওয়্যার খুঁজে পায় যখন অ্যালকাটেল স্মার্টফোনে আগে ইন্সটল করা ছিল। দ্বিতীয়ত, জুনে যখন জার্মানির সাইবার-সুরক্ষা সংস্থাগুলো চারটি চীনা স্মার্টফোন মডেলের ওপর অনুসন্ধান করেছিল।
৫. হ্যাকাররা ই-মেইল সরবরাহকারী ভিএফ ই-মেলের মার্কিন সার্ভারগুলো মুছে দেয়।
৬. আসুসের সাপ্লাই-চেইনে হ্যাকিংয়ের ঘটনা ঘটে। হ্যাকাররা ব্যবহারকারীদের সিস্টেমে ম্যালওয়্যার স্থাপন করতে আসুস লাইভ আপডেট ইউটিলিটি হ্যাক করে। এই ঘটনায় এক মিলিয়নেরও বেশি পিসি আক্রমণের শিকার হয়।
৭. ফেসবুক কয়েক মিলিয়ন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর প্লেইন টেক্সট পাসওয়ার্ড সংরক্ষণ করার কথা স্বীকার করে। এছাড়া কোম্পানিটি ফেসবুক অ্যাকাউন্টের প্লেইন টেক্সট পাসওয়ার্ড সংরক্ষণ করার কথাও স্বীকার করে।
৮. ভারতের একটি সংস্থা কয়েক মিলিয়ন গর্ভবতী নারীর স্পর্শকাতর তথ্য বিবরণ ভূলবশত অনলাইনে প্রকাশ করে ফেলে। এই ঘটনায় ১২ দশমিক ৫ মিলিয়নেরও বেশি মেডিকেল রেকর্ড উন্মুক্ত হয়ে যায়। তিন সপ্তাহেরও বেশি সময় পরে সার্ভার থেকে রেকর্ড সরানো হয়।
৯. মে মাসের মাঝামাঝি সময়ে মাইক্রোসফ্ট একটি নিরাপত্তা ত্রুটি সম্পর্কে সতর্ক করেছিল যা পরে ব্লুকিপ হিসেবে পরিচিতি লাভ করে। পরে আগস্টে দুটি নতুন ব্লুকিপের মতো নিরাপত্তা ত্রুটি প্রকাশ পায়।
১০. প্রধান ব্রাউজারগুলো নিরাপদ ব্রাউজিং নিশ্চিত করতে ব্যর্থ হয়। মোবাইল ক্রোম, সাফারি ও ফায়ারফক্স এক বছরেরও বেশি সময় ধরে ফিশিংয়ের সতর্কতা দেখাতে ব্যর্থ হয়েছিল।
১১. হ্যাকাররা বিশ্বের বৃহৎ ১০টি টেলিকম কোম্পানিতে সাইবার আক্রমণ চালায়। সাইবারিসনের গবেষকরা জানায় একটি রাষ্ট্র-সমর্থিত গোয়েন্দা অভিযানে কমপক্ষে ১০টি বৈশ্বিক টেলকো সংস্থা এ আক্রমণের শিকার হয়।
১২. অ্যাপলের এডাব্লুডিএল প্রোটোকলে নিরাপত্তা ত্রুটি দেখা দেয়। মে মাসে অ্যাপলের কিছু অংশের সমাধান করলেও নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাকি ত্রুটিগুলো সারাতে অ্যাপলের কয়েকটি পরিষেবা নতুন করে তৈরির প্রয়োজন হয়েছিল।
১৩. ব্লুটুথ আইওএস ও মাইক্রোসফ্ট মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের ট্র্যাক করতে এবং সনাক্ত করতে পারে বলে এক প্রতিবেদন প্রকাশিত হয়। উইন্ডোজ ১০, আইওএস এবং ম্যাকওএস মেশিনগুলোর ব্লুটুথ ডিভাইস ব্যবহারকারীদের ওপর নজর রাখতে পারত।
১৪. ইনস্টাগ্রাম তাদের বিজ্ঞাপন অংশীদার হাইপ-৩আর -এর সঙ্গে চুক্তি থেকে সরে আসে। কারণ ওই বিজ্ঞাপন অংশীদার ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করত।
১৫. স্মার্ট টিভির গুপ্তচরবৃত্তির খবর প্রথমবারের মত নজরে আসে এ বছর। দুটি একাডেমিক গবেষণাপত্রে দেখা গেছে যে স্মার্ট টিভি ব্যবহারকারীদের টিভি দেখার অভ্যাসের তথ্য সংগ্রহ করছে।
১৬. ইউটিউব ক্রিয়েটরদের বিপুল পরিমাণ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়। অটো এবং গাড়ি কমিউনিটির ইউটিউব ক্রিয়েটরদের অ্যাকাউন্টগুলোই মূলত এই আক্রমণে শিকার হয়েছিল। ফলে হ্যাকারা এই ক্রিয়েটরদের গুগল এবং ইউটিউব অ্যাকাউন্ট দখল করে নেয়।
১৭. অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভাস্ট হ্যাকিংয়ের শিকার হয়। কোম্পানিটির হালনাগাদ সি-ক্লিনার অবমুক্তির ঠিক আগেই এই আক্রমণের শিকার হয়।

সূত্রঃ banglatribune

The post ২০১৯ সালে ঘটে যাওয়া প্রযুক্তি দুনিয়ার অঘটনাগুলো appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন https://www.ulipur.com/?p=3652 Mon, 24 Apr 2017 13:59:18 +0000 http://www.ulipur.com/?p=3652 জরীফ উদ্দীন: কুড়িগ্রাম জেলাকে প্রযুক্তিখাতে এগিয়ে নিতে উলিপুরের আর.সি.আইটি ইনস্টিটিউট ৪০ জন দুস্থ ও অসহায় শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে। আজ সকাল ১০ ঘটিকায় উলিপুর উপজেলা নির্বাহী অফিস অডিটরিয়াম রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন রেজা কম্পিউটারের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল ইসলাম রেজা। উল্লেখ্য, আর.সি.আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি পরিচালনা করছে রেজা কম্পিউটার। [...]

The post দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জরীফ উদ্দীন:
কুড়িগ্রাম জেলাকে প্রযুক্তিখাতে এগিয়ে নিতে উলিপুরের আর.সি.আইটি ইনস্টিটিউট ৪০ জন দুস্থ ও অসহায় শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে। আজ সকাল ১০ ঘটিকায় উলিপুর উপজেলা নির্বাহী অফিস অডিটরিয়াম রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন রেজা কম্পিউটারের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল ইসলাম রেজা। উল্লেখ্য, আর.সি.আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি পরিচালনা করছে রেজা কম্পিউটার।

এ সময় রেজাউল ইসলাম রেজা বলেন, কুড়িগ্রাম জেলাকে প্রযুক্তিখাতে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে রেজা কম্পিউটার। সামনের দিন গুলোতে আরো ভাল কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেনি তিনি।

The post দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>