প্রাকৃতিক দুর্যোগ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=প্রাকৃতিক-দুর্যোগ কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Tue, 05 Dec 2023 07:25:30 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png প্রাকৃতিক দুর্যোগ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=প্রাকৃতিক-দুর্যোগ 32 32 ভূমিকম্প হলে করণীয় https://www.ulipur.com/?p=28715 Tue, 05 Dec 2023 07:25:30 +0000 https://www.ulipur.com/?p=28715 ।। লাইফস্টাইল ডেস্ক ।। প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম একটি দুর্যোগ হলো ভূমিকম্প। এই দূর্যোগটি যে কোনো সময়েই হানা দিয়ে মুহূ্র্তের মধ্যেই সবকিছু উলটপালট করে দিতে পারে। সাধারণত ভূ-অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূ-পৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে আর পৃথিবীর উপরের তলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে [...]

The post ভূমিকম্প হলে করণীয় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। লাইফস্টাইল ডেস্ক ।।
প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম একটি দুর্যোগ হলো ভূমিকম্প। এই দূর্যোগটি যে কোনো সময়েই হানা দিয়ে মুহূ্র্তের মধ্যেই সবকিছু উলটপালট করে দিতে পারে। সাধারণত ভূ-অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূ-পৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে আর পৃথিবীর উপরের তলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। ঠিক তখনই ভূ-পৃষ্ঠে প্রবল কম্পনের অনুভব সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। তেমনি শনিবার সকালে সারাদেশে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি টের পেয়েছে কমবেশি সকলেই। ৫.৫ মাত্রার ভূমিকম্পটি হওয়ার সময় সঠিক করণীয় সম্পর্কে জ্ঞান না থাকায় নিরাপদ আশ্রয়ের জন্য বাইরে ছুটা-ছুটি করা ছাড়া আর কোনো উপায় ছিল না অনেকেরই।

আবহাওয়াবিদদের মতে, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া খুব জটিল বিষয়। কোনো নির্দিষ্ট ভূমিকম্পকে সরাসরি নির্ণয় করা যায় না। ভূমিকম্পবিষয়ক দুর্যোগ মোকাবিলার জন্য সরকারের সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকাটা অত্যন্ত জরুরি। আবার ব্যক্তিপর্যায়েও ভূমিকম্পের সময় কিছু করণীয় আছে। যা মেনে চলে ভূমিকম্প মোকাবেলায় নিজেকে সুরক্ষিত রাখা যায়।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ভূমিকম্প হলে যা করণীয়ঃ-
➤ ভূমিকম্প টের পেলে বা কোনো ধরণের পূর্বাভাস পাওয়া মাত্রই প্রথমে ফাঁকা বা উন্মুক্ত জায়গায় আশ্রয় নিতে হবে।
➤ ভূমিকম্পের সময় যদি কোনো উঁচু ভবন বা বড় বাড়িতে থেকে থাকলে আতঙ্ক না হয়ে শক্ত কোনো বীম, কলাম ও পিলার ঘেঁষে বা টেবিলের নিচে আশ্রয় নিতে হবে।
➤ কোনো ভবনে যদি অধিক সংখ্যক মানুষ থাকে তাহলে একসঙ্গে না থেকে আলাদা আলাদা হয়ে আশ্রয় গ্রহণ করতে হবে।
➤ রান্না করার সময় এরকম পরিস্থিতি হলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে আসতে হবে।
➤ শিক্ষাপ্রতিষ্ঠানে থাকাকালীন ভূমিকম্প মোকাবেলায় স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত কোনো টেবিলের নিচে আশ্রয় নিতে হবে।
➤ বাইরে অবস্থান নিতে চাইলে কোনো গাছ, উঁচু বাড়ি ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে ফাঁকা স্থানে অবস্থান নিতে হবে।
➤ ভূমিকম্পে একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হওয়ার সম্ভাবনা থাকে, তাই সুযোগ বুঝে বাড়ি বা কর্ম প্রতিষ্ঠান থেকে বের হয়ে মুক্ত স্থানে আশ্রয় নিতে হবে।
➤ ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে পদচারী-সেতু, উড়ালসড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা জায়গায় গাড়ি থামিয়ে গাড়িতেই আশ্রয় নিতে হবে।
➤ উচুঁ ভবনে থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তাড়াহুড়ো, লাফ বা লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নামতে হবে।
➤ ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে থাকলে ভূমিকম্প মোকাবেলায় নিজেকে সুরক্ষিত রাখতে অনেক উপকারে আসে।

The post ভূমিকম্প হলে করণীয় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে তিস্তার পানি কমলেও আকস্মিক ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ https://www.ulipur.com/?p=25550 Sun, 23 Jul 2023 09:10:23 +0000 https://www.ulipur.com/?p=25550 ।। নিউজ ডেস্ক ।। আবিলা বেওয়া আর্তনাদ করে কেঁদে কেঁদে জানান, ‘আমার ইতি কলিজা হুসকি যায়, মায়ের জাহানে কি মানে চোখের সামনে ছেলের কবর ভাঙি যায় নদীতে। কাইল আইতত বসি আছি তারে মধ্যে স্বামী, দেওর ও ভাইজতার কবর গুলা ভাঙি গেল বাবারে। ছেলের কবরখেন দেখিয়ে জীবনটা পাড় করবের চাছনু বা। কিন্তু নদী সেটাও করবের দিলে [...]

The post উলিপুরে তিস্তার পানি কমলেও আকস্মিক ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
আবিলা বেওয়া আর্তনাদ করে কেঁদে কেঁদে জানান, ‘আমার ইতি কলিজা হুসকি যায়, মায়ের জাহানে কি মানে চোখের সামনে ছেলের কবর ভাঙি যায় নদীতে। কাইল আইতত বসি আছি তারে মধ্যে স্বামী, দেওর ও ভাইজতার কবর গুলা ভাঙি গেল বাবারে। ছেলের কবরখেন দেখিয়ে জীবনটা পাড় করবের চাছনু বা। কিন্তু নদী সেটাও করবের দিলে না। এখন সউগ নদীতে গেলো রে বাবা, এ্যালা হামরা কটে থাকমো আল্লায় জানে’। আবিলার বাড়ি উলিপুরের বজরা ইউনিয়নের পূর্ব বজরা গ্রামে।

শনিবার (২২ জুলাই) সরেজমিনে জানা গেছে, তিস্তা নদীর পানি কমতে থাকার কারণে আকস্মিক ভাঙন শুরু হয় বজরা ইউনিয়নের চর বজরা পূর্ব পাড়া এলাকায়। শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাতে কয়েক ঘণ্টার মধ্যেই ওই গ্রামের লাভলু মিয়া, মোনায়েম হোসেন ও ইসলাম মিয়ার বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনের কবলে পড়েছে একটি আধাপাকা মসজিদ, কবরস্থানসহ আরও ১০-১৫টি বসত বাড়ি। যেকোন মুহূর্তেই নদী গর্ভে বিলীন হতে পারে এসব স্থাপনা। এছাড়া চরম হুমকির মধ্যে রয়েছে, চর বজরা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিকসহ শতাধিক বসতভিটা।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে হঠাৎ ভাঙন শুরু হয়। এ সময় আবিলা বেওয়ার ছেলের কবরটাও ভাঙনের কবলে পড়ে। মাঝরাতে কবর স্থানের পাশে বসে আবিলা বেওয়ার কান্নাকাটি শুরু করেন। এসময় আশপাশের মানুষ জড়ো হতে থাকে।

ওই ওয়ার্ডের প্রবীণ আওয়ামী লীগ নেতা মতিউর রহমান বলেন, ৪ বছর আগে একবার এ এলাকায় ভাঙন শুরু হয়। সেই সময় আমার বাড়ির অর্ধেকটা ভেঙে যায়। এরপর থেকে আর ভাঙন দেখা যায়নি। এছাড়াও আগে বহুবার পানি উন্নয়ন বোর্ডের লোক মাপামাপি করে গেছে, তবে একটি বস্তাও ফেলেনি তারা।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদের বলেন, খবর পেয়ে ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। মসজিদ ও কবরস্থানটি ঝুঁকির মধ্যে রয়েছে। মসজিদ ও কবরস্থান রক্ষায় কিছু জিও ব্যাগ ফেলার প্রস্তুতি চলছে।

//নিউজ//উলিপুর//মালেক/জুলাই/২২/২৩

The post উলিপুরে তিস্তার পানি কমলেও আকস্মিক ভাঙনে দিশেহারা তীরবর্তী মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
বন্যায় সুরক্ষিত থাকতে সর্তকতা ও করণীয় https://www.ulipur.com/?p=25426 Tue, 18 Jul 2023 05:55:43 +0000 https://www.ulipur.com/?p=25426 ।। লাইফস্টাইল ডেস্ক ।।বন্যায় নিম্নাঞ্চলসহ বসতবাড়ির অনেক অংশই পানির নিচে তলিয়ে যাওয়ায় পানীয় জল ও বর্জ্য পদার্থ মিলেমিশে একাকার হয়ে যায়। মানুষ ও পশুপাখি ভয়াবহ পরিস্থিতির স্বীকার হয়। বন্যাকবলিত এলাকাগুলোতে বন্যা ও বন্যা-পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা যায়। এর মধ্যে পানি ও কীটপতঙ্গবাহিত রোগের সংখ্যাই বেশি। বন্যার সময় ময়লা-আবর্জনা, মানুষ ও পশুপাখির মলমূত্র এবং [...]

The post বন্যায় সুরক্ষিত থাকতে সর্তকতা ও করণীয় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। লাইফস্টাইল ডেস্ক ।।
বন্যায় নিম্নাঞ্চলসহ বসতবাড়ির অনেক অংশই পানির নিচে তলিয়ে যাওয়ায় পানীয় জল ও বর্জ্য পদার্থ মিলেমিশে একাকার হয়ে যায়। মানুষ ও পশুপাখি ভয়াবহ পরিস্থিতির স্বীকার হয়। বন্যাকবলিত এলাকাগুলোতে বন্যা ও বন্যা-পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা যায়। এর মধ্যে পানি ও কীটপতঙ্গবাহিত রোগের সংখ্যাই বেশি। বন্যার সময় ময়লা-আবর্জনা, মানুষ ও পশুপাখির মলমূত্র এবং পয়োনিষ্কাশনব্যবস্থা একাকার হয়ে এসব উৎস থেকে জীবাণু বন্যার পানিতে মিশে চারদিকে ছড়িয়ে পড়ে। এভাবে বন্যায় সংক্রামক ব্যাধির বিস্তার বেড়ে যায়।

বন্যার সময় যেসব স্বাস্থ্য সমস্যা হয়
➤ বন্যার সময় পানিবাহিত রোগগুলো বেশি হয়। কারণ, তখন পানির উৎসগুলো সংক্রমিত হয়। নলকূপ ডুবে যায়। বিশুদ্ধ পানির অভাব দেয়া দেয়। যার ফলে, আমাশয়, ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস হয় সবচেয়ে বেশি। তাই এই রোগগুলো থেকে সতর্ক থাকতে হবে।
➤ কিছু মশাবাহিত রোগ হয়, যেমন—ম্যালেরিয়া, ডেঙ্গু। আটকে থাকা পানিতে এই রোগের জীবাণুগুলো সহজেই বংশবিস্তার করতে পারে।
➤ ফাঙ্গাসজনিত রোগের প্রকোপ বেড়ে যায়, বিশেষ করে বন্যা-পরবর্তী সময়টাতে। এ সময় নানা রকম চর্মরোগ, চোখের অসুখ হয়। স্ক্যাবিস, আঙুলের মাঝখানে ঘা, টিনিয়া ইনফেকশন এ সময়ে খুব বেশি দেখা যায়।
➤ বন্যার সময় কৃমির প্রকোপ বেড়ে যায়।
➤ আবহাওয়া ও তাপমাত্রার তারতম্যজনিত কারণে নানা রকম ভাইরাসজনিত অসুখ, ইনফ্লুয়েঞ্জা, সর্দি-কাশি, গলাব্যথা, সাইনোসাইটিস ইত্যাদি দেখা দেয়।

বন্যায় করণীয়
ডায়রিয়া
ডায়রিয়া হলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। তখন লবণ ও পানির অভাব পূরণ করাই হলো এর একমাত্র চিকিৎসা। ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে খাওয়ার স্যালাইন বা ওআরএস না থাকলে বিকল্প হিসেবে লবণ-গুড়ের শরবত খাওয়াতে হবে। পাশাপাশি ভাতের মাড়, চিঁড়ার পানি, ডাবের পানি, কিছু পাওয়া না গেলে শুধু নিরাপদ পানি খাওয়ানো যেতে পারে। এতে শরীরে লবণ পানির ঘাটতি পূরণ হবে।

চর্ম রোগ
বন্যার পানি গোসল বা গায়ে লাগানো থেকে বিরত থাকবেন। কারণ এ পানির সংস্পর্শে বিভিন্ন চর্ম রোগ হওয়ার আশঙ্কা বেশি। সব সময় পানির সংস্পর্শে থাকার জন্য হাতে-পায়ে স্যাঁতসেঁতে ও ভেজা আবহাওয়ার কারণে ত্বক বা ত্বকের খোসপাঁচড়া, ফাঙ্গাল ইনফেকশন, প্যারনাইকিয়া, স্ক্যাবিস জাতীয় নানা ধরনের ত্বকের অসুখ হয়ে হতে পারে। এ ধরনের চর্মরোগ দেখা দিলে অবহেলা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন।

খাবার গ্রহণে সতর্কতা
বন্যায় পচা-বাসি খাবার খেতে বাধ্য হয় অসংখ্য মানুষ। ফলে ছড়িয়ে পড়ে ডায়রিয়াসহ অন্যান্য আন্ত্রিক রোগ। খিচুড়ি খাওয়া এ সময় স্বাস্থ্যোপযোগী। খাবার প্লেট সাবান ও নিরাপদ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানি বেশি খরচ হয় বলে অনেকে প্রথমে একবার স্বাভাবিক পানিতে থালাবাসন ধুয়ে তারপর ফুটানো পানিতে ধুয়ে নেন। কিন্তু এটা ঠিক নয়। এতে থালাবাসনে অনেক ধরনের জীবাণু ছড়িয়ে পড়ে, যা পরে পরিষ্কার পানিতে ধুলেও দূর হতে চায় না। তাই খাবার গ্রহণের আগে থালাবাসন পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

মলত্যাগে সতর্কতা
বন্যার সময় মলত্যাগে সতর্কতা অবলম্বন খুব জরুরি। যেখানে-সেখানে মলত্যাগ করা উচিত নয়। এতে পেটের পীড়া ও কৃমির সংক্রমণ বেড়ে যায়। সম্ভব হলে একটি নির্দিষ্ট স্থানে মলত্যাগ করতে হবে এবং মলত্যাগের পরে সাবান বা ছাই দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলতে হবে। মলত্যাগের সময় কখনো খালি পায়ে থাকা চলবে না। কেননা বক্রকৃমির জীবাণু খালি পায়ের পাতার ভেতর দিয়ে শরীরে সংক্রমিত হয়। এ সময় বাসার সবাইকে কৃমির ওষুধ খাওয়ানো উচিত। তবে দুই বছর বয়সের নিচের শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

দুর্ঘটনা থেকে সাবধান
বন্যার সময় ঘটে আকস্মিক নানা দুর্ঘটনা। সাধারণত বৈদ্যুতিক দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া, সাপ ও পোকামাকড়ের কামড়ের ঘটনাগুলো বেশি ঘটে। এ বছরের বন্যায় সাপের কামড়ে মারা গেছে অনেক মানুষ। এ ছাড়া পানির নিচে বহু বৈদ্যুতিক টাওয়ার, খুঁটি, ট্রান্সফরমার লাইনের তার ডুবে থাকে। এসব বৈদ্যুতিক লাইনের নিচ দিয়ে নৌকা বা ভেলা চালানোর ক্ষেত্রে বা চলাচলের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে বা পানিতে পড়ে থাকতে দেখলে তা স্পর্শ না করে বিদ্যুৎকর্মীদের জরুরিভাবে খবর দিতে হবে।

বন্যার আগে যেসব খাবার সংরক্ষণ করবেন
বন্যা চলাকালীন ও তার পরবর্তী সময়ে বিভিন্নরকম সংকট দেখা দিতে পারে। খাদ্য সংকট তার মধ্যে অন্যতম। আমরা সচেতন হলেই এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমনঃ চাল, ডাল, আলু, লবন, মুড়ি, চিড়া, খই, নারিকেল, খেজুর, বিস্কুট, গুড়, বাদাম, বিশুদ্ধ পানি, স্যালাইন, ওষুধ।

বন্যা পরবর্তী সময়ে করণীয়
➤ বন্যা পরবর্তী সময়ে যেসব রোগ-বালাই হয়, তার সঠিক চিকিৎসা নিতে হবে। পানি নেমে গেলে বাড়িঘর সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে জীবাণুমুক্ত করতে হবে।

➤ বন্যা শুধু শারীরিক ক্ষতিই করে না বরং মানসিক চাপও তৈরি করে। প্রলয়ংকরী বন্যাতে ক্ষতিগ্রস্থ মানুষজন ভীষণভাবে দীর্ঘকালীন মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন।

➤ বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত বাসস্থান ঠিক করা, অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করা ইত্যাদি বিষয়সমূহ মানসিক বোঝা হয়ে দাঁড়ায়।

➤ বন্যা পরবর্তী সময়ে যেসব মানসিক সমস্যা দেখা দিতে পারে তাদের মধ্যে দুশ্চিন্তা, রাগ, হতাশা, অস্বাভাবিক নিদ্রালুতা, হাইপার এক্টিভিটি, ইনসোমনিয়া হতে পারে।

➤ তাই বন্যা পরবর্তী সময়ে সব ধরনের প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে সুস্থ থাকতে হবে। এ জন্য দরকার ধৈর্য ও সাহস। জীবনকে জয় করার মধ্যেই সার্থকতা। তাই বন্যা ও বন্যা পরবর্তী সময়ে নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করবেন। যাতে আগামী দিনগুলোর জীবনযুদ্ধে আপনি জয়ী হতে পারেন।

The post বন্যায় সুরক্ষিত থাকতে সর্তকতা ও করণীয় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে চলতি বন্যায় ভেসে গেছে ৬৫০ পুকুরের ১৩০ মেট্রিক টন মাছ https://www.ulipur.com/?p=25420 Mon, 17 Jul 2023 05:59:17 +0000 https://www.ulipur.com/?p=25420 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে বাড়তে থাকা নদ-নদীর পানি অনেক পরিমাণে কমে গেলেও কমেনি বন্যাকবলি মানুষজনের ভোগান্তি। বিপৎসীমার উপর দিয়ে বইতে থাকা দুধকুমার ও ধরলা নদীর পানিও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু এখনও নিম্নাঞ্চলে পানি অবস্থান করায় মাঠের ফসল নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকরা। মৎস্যচাষীদের অনেক পুকুরের মাছ ভেসে গেছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) [...]

The post কুড়িগ্রামে চলতি বন্যায় ভেসে গেছে ৬৫০ পুকুরের ১৩০ মেট্রিক টন মাছ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে বাড়তে থাকা নদ-নদীর পানি অনেক পরিমাণে কমে গেলেও কমেনি বন্যাকবলি মানুষজনের ভোগান্তি। বিপৎসীমার উপর দিয়ে বইতে থাকা দুধকুমার ও ধরলা নদীর পানিও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু এখনও নিম্নাঞ্চলে পানি অবস্থান করায় মাঠের ফসল নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকরা। মৎস্যচাষীদের অনেক পুকুরের মাছ ভেসে গেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) বিকেলে দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে ৪ সেমি ও ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ২১ সেমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানি প্রবাহও নিম্নমুখী।

জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, চলতি বন্যায় এখন পর্যন্ত ৬৫০টি পুকুরের ১৩০ মে.টন মাছ ভেসে গেছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত জানান, বন্যার কারণে মাঠে অবস্থিত ফসলের মধ্যে ১ হাজার ৪৮৭ হেক্টর ফসল নিমজ্জিত হয়েছে। এরমধ্যে শাক-সবজি ২৬২ হেক্টর, আউসধান ২৪৪ হেক্টর, বীজতলা ৩৮০ হেক্টর, কলা ২০ হেক্টর এবং পাট ৫৮১ হেক্টর। এরমধ্যে শাকসবজি পুরোটাই বিনষ্ট হয়ে গেছে। পানি নেমে গেলে বাকী ফসলের ততটা ক্ষতি হবে না।

জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানান, বন্যার কারণে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৮টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এদিকে জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিস তার সরবরাহকৃত তথ্যে জানিয়েছে, চলতি বন্যায় ৪৫টি ইউনিয়নের ১৮৫টি গ্রাম সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বন্যা কবলিত হয়েছে ৬১ হাজার ৪৫জন মানুষ। জেলার ৩৬১টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ২১টি আশ্রয়কেন্দ্রে ১৮০টি পরিবারের ৩শ’জন মানুষ আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত ২২ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

চলমান বন্যা পরিস্থিতিতে জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। তিনি জানান, এখন পর্যন্ত বন্যার্তদের জন্য ৩৬৩ মে.টন চাল, সাড়ে ৮লক্ষ টাকা ও ২২হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০ মে.টন চাল, ১০ লক্ষ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার অতিরিক্ত বরাদ্দ পাওয়া গেছে। এর পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের তত্বাবধানে বন্যা নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

The post কুড়িগ্রামে চলতি বন্যায় ভেসে গেছে ৬৫০ পুকুরের ১৩০ মেট্রিক টন মাছ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অপরিবর্তিত কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট https://www.ulipur.com/?p=25402 Sun, 16 Jul 2023 08:03:23 +0000 https://www.ulipur.com/?p=25402 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামে সবকটি নদ-নদীর পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। শনিবার (১৫ জুলাই) দুধকুমার নদীর পানি ৩৬ সে.মিটার ও ধরলা নদীর পানি ১৯ সে.মিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হ্রাস পেয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি। বন্যায় জেলার ৪৫টি ইউনিয়নের ১৮৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় একলক্ষ [...]

The post অপরিবর্তিত কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে সবকটি নদ-নদীর পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। শনিবার (১৫ জুলাই) দুধকুমার নদীর পানি ৩৬ সে.মিটার ও ধরলা নদীর পানি ১৯ সে.মিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হ্রাস পেয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি। বন্যায় জেলার ৪৫টি ইউনিয়নের ১৮৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় একলক্ষ মানুষ। এসব গ্রামে ৪/৫দিন ধরে বন্যায় কারণো মানুষজন মানবেতর জীবন-যাপন করছে। বাড়ীর ভিতরে পানি ওঠায় তারা ঠিকমতো রান্নাবান্না করতে পারছে না। তীব্র জ্বালানি সংকট। দেখা দিয়েছে গো-খাদ্যসংকট। স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বন্যাকবলিত এসব পরিবার। জরুরী ভিত্তিতে এসব মানুষের প্রয়োজন শুকনো খাবার ও বিশুদ্ধ পানি।

এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, জেলার বন্যা পরিস্থিতি আরো কয়েকদিন স্থায়ী হবে। এরপর পানি নেমে যাবে। দুধকুমার এবং ধরলা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম সদর উপজেলা পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রামের শাহেদ আলী ও আহাদ আলী জানান, বন্যার পানিতে গত ৫দিন থেকে তাদের ঘরবাড়িতে পানি অবস্থান করছে। ধানের বীজতলা, পটল ক্ষেত এবং সবজি ক্ষেত এখন বুক সমান পানির নীচে। এ গ্রামে চলাচলের একমাত্র রাস্তা তলিয়ে যাওয়ায় যোগাযোগের একমাত্র মাধ্যম এখন নৌকা। কিন্তু সবার নৌকা সুবিধা না থাকায় আমরা মানবেতর জীবন যাপন করছে।

হযরত আলী বলেন, পানি ঘরে ঢুকে পড়ায় খাট তলিয়েগেছে। রান্নার চুলা পানির নীচে। ঘরে চাল থাকলেও আগুন জ¦ালানোর কোন উপায় নেই। ফলে উপস করতে হচ্ছে। প্রয়োজ শুকনো খাবার। কিন্তু ঘর থেকে বাইরে বের হওয়ার উপায় নেই। একই অবস্থা বিরাজ করছে বন্যাদুর্গত এলাকায়।

কুড়িগ্রাম বন্যা নিয়ন্ত্রণ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত আমিনুল ইসলাম জানান, জেলার ৭৬টি ইউনিয়নের মধ্যে ৪৫টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। বন্যার পানিতে ১৮৫টি গ্রামের ১৬১ বর্গ কিঃ মিটার এলাকা প্লাবিত হয়েছে। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবার এক হাজার ৬৬০টি আর পানিবন্দি পরিবারের সংখ্যা ১৪ হাজার ৬০টি । ফলে মোট ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা ৬২ হাজার ৮৮০জন। নদী ভাঙ্গনে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যার্ত মানুষের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩৬১টি আশ্রয় কেন্দ্র।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ইতিমধ্যে ৬৮ মে.টন চাল উপজেলাগুলোতে উপ-বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও আমাদের কাছে ৫৮২ মে.টন চাল, ১০লক্ষ টাকা ও ১হাজার ৭শ’ প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে। আমরা বন্যার্তদের তালিকা করছি, তালিকা মোতাবেক উপ-বরাদ্দ দেয়া হচ্ছে।

The post অপরিবর্তিত কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ১৫ হাজার মানুষ https://www.ulipur.com/?p=25396 Sat, 15 Jul 2023 15:55:09 +0000 https://www.ulipur.com/?p=25396 ।। উপজেলা প্রতিনিধি ।।পানি যেভাবে বাড়ছে বাহে কল্পনা করি নাই। রাতে খাইয়া দায়া ঘুমাইলাম আর সকালে উঠে দেখি ঘরত পানি। কাবধাপ (তারতারি) করে ঘরের জিনিসপত্র পাশের বাঁধের রাস্তায় তুলতেছি খুব বিপদে পরছি হঠাৎ করি পানি আসায় কথাগুলো বললেন চিলমারীর জোড়গাছ পুরাতন বাজার বাঁধ এলাকার নুরভানু, জোবেদাসহ বেশ কয়েকজন। জানা গেছে, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় [...]

The post চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ১৫ হাজার মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
পানি যেভাবে বাড়ছে বাহে কল্পনা করি নাই। রাতে খাইয়া দায়া ঘুমাইলাম আর সকালে উঠে দেখি ঘরত পানি। কাবধাপ (তারতারি) করে ঘরের জিনিসপত্র পাশের বাঁধের রাস্তায় তুলতেছি খুব বিপদে পরছি হঠাৎ করি পানি আসায় কথাগুলো বললেন চিলমারীর জোড়গাছ পুরাতন বাজার বাঁধ এলাকার নুরভানু, জোবেদাসহ বেশ কয়েকজন।

জানা গেছে, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা সেই সাথে উপজেলা প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষজন বাড়িঘর ছেড়ে উঁচু স্থান, বাঁধে আশ্রয় নেয়া শুরু করেছে। তাদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ইতি মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। তবে ভাঙনের শিকার পরিবারগুলো করছে মানবেতর জীবন যাপন।

সরেজমিন, উপজেলার জোড়গাছ বাঁধ, মাষ্টারপাড়া, টোনগ্রাম, হরিনেরবন গ্রাম, চরউদনা, সরকারপাড়া, মাছাবান্দা, থানাহাট ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে কয়েকশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন এলাকার মানুষজনকে। এসময় জোড়গাছ বাঁধ এলাকার নুরভানু, জোবেদা, লালমিয়া বলেন, গতকাল (শুক্রবার ১৪ জুলাই রাতে) খাওয়া দাওয়া করি শুইলাম ভালো আর সকালে উঠে দেখি সারাবাড়ি পানি ঘরের ভিতর পানি, হঠাৎ এতো দ্রুত পানি উঠবে ভাবতে পারি নাই।

তারা আরো জানায়, পানি বৃদ্ধি থাকায় বাধ্য হয়ে ঘরের জিনিসপত্রসহ অবদা বাঁধের রাস্তায় ঠাঁই নিচ্ছি। শুধু নুরভানু, জোবেদা নয় জোড়গাছ পুরাতন বাজার থেকে রাজারভিটা পর্যন্ত অবদা বাঁধে আশ্রয় নেয়া শুরু করেছে পানিবন্দি পরিবারগুলো। সদ্য ঘরবাড়ি ছেড়ে বাঁধে আশ্রয় নেয়া মানুষজন পড়েছে বিপাকে।

এদিকে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙনে বাড়িঘর হারিয়ে দিশাহারা হয়ে পড়ছে মানুষজন। মানবেতর জীবন যাপন করছে ভাঙনের শিকার পরিবারগুলো।

থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তার ইউনিয়নের প্রায় ৪হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভাঙনের তান্ডব তীব্রতা রয়েছে স্বীকার করে চিলমারী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ভাঙন কবলিত এলাকার মানুষ কষ্টে আছে। ইতি মধ্যে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে প্রশাসন।

শনিবার (১৫ জুলাই) সকালে নয়ারহাট ইউনিয়নে ১নং ওয়ার্ডের বন্যার্ত শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

//নিউজ/চিলমারী//সোহেল/জুলাই/১৫/২৩

The post চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ১৫ হাজার মানুষ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু https://www.ulipur.com/?p=19164 Tue, 27 Sep 2022 15:55:52 +0000 https://www.ulipur.com/?p=19164 ।। নিউজ ডেস্ক ।। উলিপুরে বজ্রপাতে এক কৃষক সহ ১টি গরু ও ২টি ছাগলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম কানি পাড়া গ্রামে। নিহত শহীদুল ইসলাম (৪০) ওই গ্রামের জহুর উদ্দিনের পুত্র। নিহতের পরিবার সুত্রে জানা যায়, শহীদুল ইসলাম সকালে গরু ও ছাগল নিয়ে বাড়ির পাশের জমিতে কাজ করার [...]

The post উলিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বজ্রপাতে এক কৃষক সহ ১টি গরু ও ২টি ছাগলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম কানি পাড়া গ্রামে। নিহত শহীদুল ইসলাম (৪০) ওই গ্রামের জহুর উদ্দিনের পুত্র।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, শহীদুল ইসলাম সকালে গরু ও ছাগল নিয়ে বাড়ির পাশের জমিতে কাজ করার জন্য যায়। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতে সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

The post উলিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নাগেশ্বরীর কচাকাটায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু https://www.ulipur.com/?p=18766 Mon, 29 Aug 2022 14:58:15 +0000 https://www.ulipur.com/?p=18766 ।। উপজেলা প্রতিনিধি ।। নাগেশ্বরী উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জিয়াউর রহমান (৩৬) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সন্ধার দিকে উপজেলার কচাকাটা থানার বালাবাড়ি বিলে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউর কেদার ইউনিয়নের বালাবাড়ি গ্রামের মৃত নাদু শেখের ছেলে। তিনি দুই সন্তানের জনক। স্থানীয়রা জানান, বিকেলের দিকে জিয়াউর রহমান কেদার ইউনিয়নের বালাবাড়ি [...]

The post নাগেশ্বরীর কচাকাটায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। উপজেলা প্রতিনিধি ।।
নাগেশ্বরী উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জিয়াউর রহমান (৩৬) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সন্ধার দিকে উপজেলার কচাকাটা থানার বালাবাড়ি বিলে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউর কেদার ইউনিয়নের বালাবাড়ি গ্রামের মৃত নাদু শেখের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে জিয়াউর রহমান কেদার ইউনিয়নের বালাবাড়ি এলাকার সংকোষ নদীর শাখা নদীতে মাছ ধরতে যান। এসময় মুষলধারে বৃষ্টির সময় বজ্রপাতে তিনি গুরুত্ব আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

//নিউজ/নাগেশ্বরী/জুয়েল/আগস্ট/২৯/২২

The post নাগেশ্বরীর কচাকাটায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে তিস্তার ভাঙনে গৃহহীন নদীর তীরবর্তী শতাধিক পরিবার https://www.ulipur.com/?p=18356 Tue, 02 Aug 2022 17:05:17 +0000 https://www.ulipur.com/?p=18356 ।। নিউজ ডেস্ক ।। উজানের পাহাড়ী ঢল ও ভারী বর্ষণের কারণে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত নদনদীর পানি বাড়ছে। নদী অববাহিকার নিম্নাঞ্চলের গ্রামগুলোতে পানি ঢুকে পড়ছে। ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবারও বন্যা পরিস্থিতির আশংকায় আতঙ্কিত হয়ে পড়ছে নদী পাড়ের মানুষজন। রোপা আমন আবাদের ভরা মৌসুমে যারা এরই মধ্যে রোপা আমনের [...]

The post কুড়িগ্রামে তিস্তার ভাঙনে গৃহহীন নদীর তীরবর্তী শতাধিক পরিবার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
উজানের পাহাড়ী ঢল ও ভারী বর্ষণের কারণে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত নদনদীর পানি বাড়ছে। নদী অববাহিকার নিম্নাঞ্চলের গ্রামগুলোতে পানি ঢুকে পড়ছে।

ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবারও বন্যা পরিস্থিতির আশংকায় আতঙ্কিত হয়ে পড়ছে নদী পাড়ের মানুষজন। রোপা আমন আবাদের ভরা মৌসুমে যারা এরই মধ্যে রোপা আমনের চারা রোপন করেছেন সেইসব কৃষকরা ক্ষতির আশংকা করছেন।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় নদনদীর পানি বৃদ্ধি পেয়ে ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার এবং দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

The post কুড়িগ্রামে তিস্তার ভাঙনে গৃহহীন নদীর তীরবর্তী শতাধিক পরিবার appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
কুড়িগ্রামে বজ্রপাতে ৪ সন্তানের জননীর মৃত্যু https://www.ulipur.com/?p=18343 Sun, 31 Jul 2022 10:02:11 +0000 https://www.ulipur.com/?p=18343 ।। নিউজ ডেস্ক ।। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বজ্রপাতে মিনারা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ীর পাশে খোলা মাঠে বৃষ্টির সময় ইউক্যালিপ্টাস গাছের নীচে আশ্রয় নিতে গিয়ে সেখানেই বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়। মিনারা বেগম ওই ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের দিনমজুর দবির উদ্দিনের স্ত্রী। তার [...]

The post কুড়িগ্রামে বজ্রপাতে ৪ সন্তানের জননীর মৃত্যু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বজ্রপাতে মিনারা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ীর পাশে খোলা মাঠে বৃষ্টির সময় ইউক্যালিপ্টাস গাছের নীচে আশ্রয় নিতে গিয়ে সেখানেই বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়।

মিনারা বেগম ওই ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের দিনমজুর দবির উদ্দিনের স্ত্রী। তার ৩ ছেলে ও একটি মেয়ের মধ্যে বড় ছেলে প্রতিবন্ধী। মিনারা বেগম নিজেও দিনমজুরের কাজ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া জানান, সকালে ছিপ ছিপ বৃষ্টির মধ্যে প্রতিবেশী বাড়ীতে কাজের খোঁজে মিনারা বেগম বাড়ী থেকে বের হয়। হঠাৎ বৃষ্টির প্রকোপ বেড়ে গেলে বাড়ীর পাশে একটি খোলা মাঠে ইউক্যালিপ্টাস গাছের নীচে আশ্রয় নেয়। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

The post কুড়িগ্রামে বজ্রপাতে ৪ সন্তানের জননীর মৃত্যু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>