প্রাথমিক শিক্ষা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=প্রাথমিক-শিক্ষা কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Fri, 05 Aug 2022 15:42:57 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png প্রাথমিক শিক্ষা Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=প্রাথমিক-শিক্ষা 32 32 চিলমারীতে ২ বছর ধরে এক স্কুলে একজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান কার্যক্রম https://www.ulipur.com/?p=18416 Fri, 05 Aug 2022 15:42:44 +0000 https://www.ulipur.com/?p=18416 ।। নিউজ ডেস্ক ।। গত দুবছর ধরে একটি স্কুলে একজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান কার্যক্রম। দীর্ঘদিন শিক্ষক সংকটের কারণে স্কুল থেকে ঝরে পরেছে অনেক শিশুই। অর্ধেক শিক্ষার্থী চলে গেছে অন্য প্রতিষ্ঠানে। এমন অবস্থায় বারবার অনুরোধ করেও মেলেনি শূন্য পদে শিক্ষক নিয়োগ। এমন চিত্র চিলমারী উপজেলার নটারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পরলেও [...]

The post চিলমারীতে ২ বছর ধরে এক স্কুলে একজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান কার্যক্রম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
গত দুবছর ধরে একটি স্কুলে একজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান কার্যক্রম। দীর্ঘদিন শিক্ষক সংকটের কারণে স্কুল থেকে ঝরে পরেছে অনেক শিশুই। অর্ধেক শিক্ষার্থী চলে গেছে অন্য প্রতিষ্ঠানে। এমন অবস্থায় বারবার অনুরোধ করেও মেলেনি শূন্য পদে শিক্ষক নিয়োগ। এমন চিত্র চিলমারী উপজেলার নটারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পরলেও কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে শিক্ষা অফিস।

সভাপতির দায়িত্ব পেয়েও সহকারি শিক্ষা অফিসার একবারো পরিদর্শন করেনটি স্কুলটি। নেননি প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে বেহাল দশা এই শিক্ষা প্রতিষ্ঠানের।

সরজমিন চিলমারী উপজেলার অস্টমীর চর ইউনিয়নেরর ডাটিয়ার চর গ্রামে অবস্থিত নটারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেয়ে দেখা যায় স্কুলে শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে ক্লাস ও ক্লাসের বাইরে অবস্থান করছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রোজিনা খাতুন জানান, তিনি একাই গত দু’ছর ধরে স্কুলে পাঠদান চালিয়ে আসছেন। স্কুলটি ১৯৯১ সালে ব্রহ্মপূত্র নদের কোলে অবস্থিত নটারকান্দি গ্রামে প্রথম প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালে স্কুলটি নদী গর্ভে বিলিন হলে ওই বছর পার্শ্ববর্তী ডাটিয়ার চরে স্কুলটি পূণরায় প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে স্কুলটি এখানেই রয়েছে। ২০১৩ সালে স্কুলটি জাতীয়করণের সময় ৫জন শিক্ষক দিয়ে স্কুলের পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর ২০২০ সালে পর্যায়ক্রমে স্কুলের ৪জন শিক্ষক অবসরে যান। এরপর থেকে ওই বিদ্যালয়ে আর কোন শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। ফলে গত দু’বছর ধরে একজন শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা করায় শিক্ষার্থী ঝরে পরে বেহাল দশা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির। স্কুলের হাজিরা খাতা অনুযায়ী বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৮৭জন। বৃহস্পতিবার স্কুলে সব ক্লাস মিলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭৭জন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজিনা খাতুন জানান, প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন ২০২০ সালে অবসরে যান। এরপর একই বছর সহকারি শিক্ষক মো. আছির উদ্দিন, আব্দুস ছামাদ ও মো. সোলায়মান হোসেন অবসরে গেলে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার একার পক্ষে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এজন্য জরুরী ভিত্তিতে ৫টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া জরুরী হয়ে পরেছে।

স্কুলের অভিভাবক মাহমুদ আলী ও স্থানীয় অধিবাসী জহুরুল ইসলাম ও জব্বার আলী জানান, এডহক কমিটির আহবায়ক হয়েও এই স্কুলে একবারো ভিজিটে আসেননি চিলমারী উপজেলা সহকারি শিক্ষা অফিসার একেএম জাকির হোসেন। তার অবহেলার কারণে স্কুলটির শিক্ষা কার্যক্রম এখন ধ্বংসের পথে। শূন্যপদে চরাঞ্চলের শিক্ষিত ছেলেমেয়েদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ারও দাবি জানান তারা।

স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী সীমা, মেরিনা ও ফারিয়া এবং ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোজাহিদ ও আখতারুন জানায়, স্কুলে শিক্ষক না থাকায় সিলেবাস অনুযায়ী পড়াশুনা হচ্ছে না। ফলে অধিকাশ শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে চলে গেছে।

যোগদানের পর স্কুল ভিজিট না করার কথা স্বীকার করে চিলমারী উপজেলা সহকারি শিক্ষা অফিসার একেএম জাকির হোসেন জানান, আমি চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে উপজেলায় যোগদান করেছি। নানান ব্যস্ততার কারণে স্কুল পরিদর্শন করা সম্ভব হয়নি। বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। দ্রুত শিক্ষক নিয়োগ দেয়া হবে।

এ ব্যাপারে চিলমারী উপজেলা নির্বাহী আফিসার মো. মাহবুবুর রহমান জানান, জেলা উন্নয়ন কমিটির সভার মাধ্যমে বিদ্যালয়ের পরিস্থিতি জানতে পেরেছি। এ নিয়ে জেলা প্রশাসক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। উপজেলা প্রশাসন থেকে ২ থেকে ৩জন খন্ডকালিন শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ সমস্যা নিরসনে পরবর্তীতে শিক্ষক নিয়োগ করা হবে।

The post চিলমারীতে ২ বছর ধরে এক স্কুলে একজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান কার্যক্রম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে ঈদ বোনাস থেকে বঞ্চিত ১১৭ জন প্রাথমিক শিক্ষক https://www.ulipur.com/?p=10559 Thu, 21 May 2020 17:55:42 +0000 https://www.ulipur.com/?p=10559 || আব্দুল মালেক || উলিপুর উপজেলায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় ঈদ বোনাস থেকে বঞ্চিত হলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১১৭ জন শিক্ষক। দেশে করোনা ক্রান্তিকালে ঈদ বোনাস বঞ্চিত শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, প্রাথমিক শিক্ষা অফিস যথারীতি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ১ হাজার ৫শত ১০ জন শিক্ষকের বেতন ও ঈদ বোনাস [...]

The post উলিপুরে ঈদ বোনাস থেকে বঞ্চিত ১১৭ জন প্রাথমিক শিক্ষক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
|| আব্দুল মালেক ||
উলিপুর উপজেলায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় ঈদ বোনাস থেকে বঞ্চিত হলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১১৭ জন শিক্ষক। দেশে করোনা ক্রান্তিকালে ঈদ বোনাস বঞ্চিত শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা অফিস যথারীতি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ১ হাজার ৫শত ১০ জন শিক্ষকের বেতন ও ঈদ বোনাস বিল প্রস্তুত করে যথারীতি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেন। পরে সোনালী ব্যাংক লিমিটেড উলিপুর শাখার অনুকুলে বেতন-ভাতা গ্রহনকারী শিক্ষকরা যথারীতি বেতন ও ঈদ বোনাস উত্তোলন করেন। কিন্তু জনতা ব্যাংক লিমিটেড দূর্গাপুর শাখার মাধ্যমে বেতন-ভাতা উত্তোলনকারী ১১৭ জন শিক্ষক বেতন উত্তোলন করতে পারলেও ঈদ বোনাস উত্তোলন করতে পারেননি। উপজেলায় নতুন করে ৬০ জন শিক্ষক যোগদান করায় বাজেট ঘাটতি দেখা দেয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে। শিক্ষকদের অভিযোগ, উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান অফিস সহায়ক রুহুল আমিন, নতুন ৬০ জন শিক্ষকের এ খাতে বাজেট বরাদ্দ না থাকার পরও তাদের নামে বোনাস বিল করায় ১১৭ জন শিক্ষক বোনাস বঞ্চিত হয়েছেন। উৎসব ভাতা বাবদ সরকারিভাবে ৪ কোটি ৪১ লাখ ৯ হাজার ৪শত টাকা বরাদ্দ থাকলেও হিসাবরক্ষণ অফিস থেকে এ খাতে ৪ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৪শত ৮০ টাকা প্রদান করেন। এতে প্রায় ১১ লাখ ৮ হাজার ৮০ টাকা অতিরিক্ত প্রদান করা হয়। উপজেলা হিসাব রক্ষণ অফিস সূত্রে জানা গেছে, সার্ভারে এ খাতে অতিরিক্ত কোন অর্থ বরাদ্দ না থাকায় ১১৭ জন শিক্ষক ঈদ বোনাস থেকে বঞ্চিত হয়েছেন।

ঈদ বোনাস থেকে বঞ্চিত বকশিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে চাকুরী করছি, কোন দিন এমনটি হয়নি। এবারই প্রথম এমন হলো। উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান অফিস সহায়ক রুহুল আমিন বলেন, উপজেলার কর্মরত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও ঈদ বোনাস বিল প্রস্তুত করে যথারীতি হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। নতুন ৬০ জন শিক্ষকের বোনাস বরাদ্দ কম আসায় জটিলতার সৃষ্টি হয়েছে।

উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এ খাতে বরাদ্দ না থাকায় বাকি শিক্ষকদেরর ঈদ বোনাসের বিল ছাড় করা সম্ভব হয়নি।

উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ্ বলেন, চাহিদাপত্র পাঠানো হয়েছে, দু’একদিনের মধ্যে বাজেট আসলে শিক্ষকরা ঈদ বোনাস পাবেন।

The post উলিপুরে ঈদ বোনাস থেকে বঞ্চিত ১১৭ জন প্রাথমিক শিক্ষক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুরে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা https://www.ulipur.com/?p=4385 Fri, 22 Sep 2017 17:12:42 +0000 http://www.ulipur.com/?p=4385 আব্দুল মালেকঃ উলিপুরে প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়নে প্রধান শিক্ষকগণের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দূর্গাপুর ক্লাস্টারের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি মোঃ ফেরদৌস আলী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি [...]

The post উলিপুরে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
আব্দুল মালেকঃ
উলিপুরে প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়নে প্রধান শিক্ষকগণের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দূর্গাপুর ক্লাস্টারের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি মোঃ ফেরদৌস আলী।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম তৈয়ফিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম ফারুক, গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জোবেদা বেগম, দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান প্রমূখ।

The post উলিপুরে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ https://www.ulipur.com/?p=3961 Tue, 25 Jul 2017 15:40:45 +0000 http://www.ulipur.com/?p=3961 নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে রোববার উলিপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এসব অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ করেছেন। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহ-সম্পাদক, রিপোর্টার ও সেচ্ছাসেবী লেখকগনের পাঠানো ছবি [...]

The post উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে রোববার উলিপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এসব অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ করেছেন।

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহ-সম্পাদক, রিপোর্টার ও সেচ্ছাসেবী লেখকগনের পাঠানো ছবি সংযুক্ত করা হলো।

Ulipur-Upazila-Primary-School-Tree-Plantation-2017-1
Ulipur-Upazila-Primary-School-Tree-Plantation-2017-1

The post উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>