প্রীতি ফুটবল Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=প্রীতি-ফুটবল কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Wed, 19 Apr 2017 18:59:37 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png প্রীতি ফুটবল Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=প্রীতি-ফুটবল 32 32 উলিপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ https://www.ulipur.com/?p=3627 Wed, 19 Apr 2017 18:59:37 +0000 http://www.ulipur.com/?p=3627 শাহাদত হোসেন শুভ,উলিপুর: মাদকমুক্ত সমাজগড়ার একমাত্র পন্থা খেলাধুলা করা। খেলাধুলার মাধ্যমে মানুষের সুস্থবিকাশ ঘটে। একজন ছেলে মেয়ে যদি নিয়মিত খেলাধুলা করে, তবে তাদের শরীর কোনো রকম অসুখ বাসা বাঁধতে পারে না, শরীরগঠন ভালো হয় । প্রতিটি মানুষের খেলাধুলার প্রয়োজন, খেলাধুলা করলে মানসিক এবং শারীরিক ভাবে ভালো থাকা যায় । আজ উলিপুর স্টেডিয়াম মাঠে এক প্রীতি [...]

The post উলিপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
শাহাদত হোসেন শুভ,উলিপুর:

মাদকমুক্ত সমাজগড়ার একমাত্র পন্থা খেলাধুলা করা। খেলাধুলার মাধ্যমে মানুষের সুস্থবিকাশ ঘটে। একজন ছেলে মেয়ে যদি নিয়মিত খেলাধুলা করে, তবে তাদের শরীর কোনো রকম অসুখ বাসা বাঁধতে পারে না, শরীরগঠন ভালো হয় । প্রতিটি মানুষের খেলাধুলার প্রয়োজন, খেলাধুলা করলে মানসিক এবং শারীরিক ভাবে ভালো থাকা যায় । আজ উলিপুর স্টেডিয়াম মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, উক্ত খেলায় অংশগ্রহন করেন উলিপুর উপজেলা ক্রীড়া একাদশ বনাম নাগ্বেশরী উপজেলা ক্রীড়া একাদশ । খেলা পরিচালনা করেন কুড়িগ্রাম এর সুযোগ্য রেফারি বিপ্লব ইসলাম এবং তার সহযোগী হিসাবে দায়িত্বে ছিলেন আশিকুর রহমান ও শাহালম হোসেন । এ সময় উপস্থিত ছিলেন,শফিকুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার, এস কে আবদুল্লাহ আল সাইদ, অফিসার ইনচার্জ উলিপুর, হায়দার আলী মিঞা, চেয়ারম্যান উলিপুর উপজেলা,গোলাম হোসেন মন্টু, সাধারন সম্পাদক, উলিপুর উপজেলা আওয়ামীলীগ, ফয়জার আলী, ডেপুটি কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং অতিথি হিসাবে উপস্তিত ছিলেন নাগ্বেশরী উপজেলা নির্বাহী অফিসার রহমতউল্লা। উক্ত খেলাটি শুরু হয় অদ্যবিকাল ০৫ ঘটিকার সময়,ঐতিয্যবাহী উলিপুর স্টেডিয়াম মাটে । খেলাটি প্রথম অধ্যে নাগ্বেশরী একাদশ ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয় অধ্যে উলিপুর একাদশ খেলায় সমতা ফিরিয়ে আনে,এবং উলিপুর একাদশ সুন্দর একটি প্লানটি পেয়ে ০২-০১ এগিয়ে থাকলেও নাগ্বেশরী একাদশ আক্রমণথক হয়ে খেলায় সমতা ফিরিয়ে আনে। এমন অবস্থায় খেলাটি ট্রাইফিকে গড়ালে নাগ্বেশরী উপজেলা ক্রীড়া একাদশ বিজয় লাভ করে ।

The post উলিপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>