ফেসবুক Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ফেসবুক কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sat, 02 Mar 2024 05:41:31 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png ফেসবুক Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ফেসবুক 32 32 সংবাদ ভিত্তিক কনটেন্ট থেকে আয়ের সুযোগ বন্ধ করছে ফেসবুক https://www.ulipur.com/?p=30867 Sat, 02 Mar 2024 05:39:28 +0000 https://www.ulipur.com/?p=30867 ।। টেক ডেস্ক ।। এবার সংবাদ ভিত্তিক কনটেন্ট ব্যবহার করে অর্থ উপার্জনের পথ বন্ধের কার্যক্রম শুরু করেছে মেটা মালিকানাধীন অ্যাপ ফেসবুক। সংবাদকর্মীদের জন্য ফেসবুকের জারি করা কার্যক্রম অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানি থেকে প্রথম বন্ধের আঘাত হানতে শুরু করেছে বলে জানা গেছে। ফেসবুক নিয়ন্ত্রক সংস্থা মেটা পহেলা মার্চ এক সংবাদ মাধ্যমে জানিয়েছে, এখন থেকে অস্ট্রেলিয়া, ফ্রান্স [...]

The post সংবাদ ভিত্তিক কনটেন্ট থেকে আয়ের সুযোগ বন্ধ করছে ফেসবুক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
এবার সংবাদ ভিত্তিক কনটেন্ট ব্যবহার করে অর্থ উপার্জনের পথ বন্ধের কার্যক্রম শুরু করেছে মেটা মালিকানাধীন অ্যাপ ফেসবুক। সংবাদকর্মীদের জন্য ফেসবুকের জারি করা কার্যক্রম অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানি থেকে প্রথম বন্ধের আঘাত হানতে শুরু করেছে বলে জানা গেছে।

ফেসবুক নিয়ন্ত্রক সংস্থা মেটা পহেলা মার্চ এক সংবাদ মাধ্যমে জানিয়েছে, এখন থেকে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানির সংবাদ প্রকাশকদের সাথে লভ্যাংশ ভাগ করা হবে না। এই তিনটি দেশে এ সম্পর্কিত কোন চুক্তিও নবায়ন করবে না মেটা।

আগে থেকেই আর্থিক সংকটে ধুঁকতে থাকা সংবাদ মাধ্যমগুলো মেটার এ মতামতে চরম দুর্যোগের মুখে পড়তে চলেছে। গতবছর যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে বন্ধ হওয়া নিউ ট্যাব সেবা চলতি বছরের এপ্রিলে তা অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে বন্ধ হবে।

সাধারণত ইনস্ট্যান্ট আর্টিকেল সেবার মাধ্যমে ফেসবুক প্রকাশকদের সাথে বিজ্ঞাপনের লভ্যাংশ শেয়ার করে আসত। সম্প্রতি ২০২৩ সাল থেকেই ধাপে ধাপে এই পরিষেবা বন্ধের উদ্যোগ নেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যা এর কার্যকারিতা প্রকাশ পেতে শুরু করেছে।

The post সংবাদ ভিত্তিক কনটেন্ট থেকে আয়ের সুযোগ বন্ধ করছে ফেসবুক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
লিংক হিস্ট্রির মাধ্যমে তথ্য সংরক্ষণ করবে ফেসবুক https://www.ulipur.com/?p=29684 Sat, 20 Jan 2024 05:43:45 +0000 https://www.ulipur.com/?p=29684 ।। টেক ডেস্ক ।। ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগে আলোচনার সম্মুখে রয়েছে মেটা মালিকানাধীন অ্যাপ ফেসবুক। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাপে ‘লিংক হিস্ট্রি’ নামের একটি নতুন সুবিধা যুক্তকরণের উদ্বেগ নিয়েছে। অনলাইন এক ব্লগ পোস্টে ফেসবুক জানায়, উক্ত সুবিধাটির দ্বারা ফেসবুক অ্যাপ ব্যবহার করে কোনো ওয়েবসাইটে [...]

The post লিংক হিস্ট্রির মাধ্যমে তথ্য সংরক্ষণ করবে ফেসবুক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগে আলোচনার সম্মুখে রয়েছে মেটা মালিকানাধীন অ্যাপ ফেসবুক। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাপে ‘লিংক হিস্ট্রি’ নামের একটি নতুন সুবিধা যুক্তকরণের উদ্বেগ নিয়েছে। অনলাইন এক ব্লগ পোস্টে ফেসবুক জানায়, উক্ত সুবিধাটির দ্বারা ফেসবুক অ্যাপ ব্যবহার করে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে উক্ত প্রবেশকৃত ওয়েবসাইটের তথ্য সংরক্ষণ করা হবে।

লিংক হিস্ট্রি নিরাপত্তা উদ্বেগ তৈরি নিয়ে ফেসবুক বলছে, ব্যবহারকারীরা লিংক হিস্ট্রি সুবিধার মাধ্যমে যেসব ওয়েবসাইটে প্রবেশ করছেন, সে ওয়েবসাইটগুলোর লিংক একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষিত করে রাখা থাকবে। ফলে লিংক হারানো নিয়েও কোনো শঙ্কা থাকছে না ব্যবহারকারীদের। তবে চাইলে এই সুবিধাটি বন্ধ রাখতে পারবেন ব্যবহারকারীরা। ফেসবুকের মাধ্যমে অনলাইনে প্রবেশ করা ব্যবহারকারীদের লিংকের সংরক্ষণকৃত তথ্য ব্যবহার করে পরবর্তীতে প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শন চলমান রাখা যেতে পারে।

ফেসবুকের ব্লগ পোস্টে জানানো হয়, মোবাইল অ্যাপ ফেসবুক থেকে সর্বশেষ ৩০ দিনে যেসব ওয়েবসাইটে প্রবেশ করা হয়েছে, কেবলমাত্র সে সকল ওয়েবসাইটগুলোরই তথ্যই পাওয়া যাবে। গোপনীয়তা নীতি মেনেই সংরক্ষিত এসব লিংকের তথ্যের সঙ্গে প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শন করা হতে পারে। লিংক হিস্ট্রি নিরাপত্তা সুবিধাটি বন্ধ করলে পরবর্তীতে ৯০ দিনের মধ্যে সংরক্ষিত লিংকের সকল তথ্য ডিলিট করা হবে বলে জানিয়েছে ফেসবুক। তবে কথোপকথন প্ল্যাটফর্ম মেসেঞ্জার চ্যাট ব্যবহার করে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে তার লিংক সংরক্ষণ করা হবে না।

‘লিংক হিস্ট্রি’ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ায় ফেসবুক ব্যবহারকারীর ওয়েবসাইট দেখার (ব্রাউজিং) ইতিহাস সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপন দেখিয়ে থাকছে সংস্থাটি। তবে বিশ্বের সব দেশে এখনো সুবিধাটি চালু হয়নি বলে জানা গিয়েছে।

The post লিংক হিস্ট্রির মাধ্যমে তথ্য সংরক্ষণ করবে ফেসবুক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য মেটা নিয়ে আসছে এআই https://www.ulipur.com/?p=28422 Sat, 25 Nov 2023 05:52:06 +0000 https://www.ulipur.com/?p=28422 ।। টেক নিউজ ।। ‘ইমু এডিট’ ও ‘ইমু ভিডিও’ নামক নতুন দুটি টুল যুক্ত করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। যার সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই ছবি সম্পাদনার পাশাপাশি কৃত্রিম ভিডিও তৈরি করে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবে। অনলাইন প্রেমীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি ছবি ও কৃত্রিম ভিডিও তৈরির সুযোগ করে দিতে নতুন দুটি এআই [...]

The post ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য মেটা নিয়ে আসছে এআই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক নিউজ ।।
‘ইমু এডিট’ ও ‘ইমু ভিডিও’ নামক নতুন দুটি টুল যুক্ত করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। যার সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই ছবি সম্পাদনার পাশাপাশি কৃত্রিম ভিডিও তৈরি করে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবে। অনলাইন প্রেমীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি ছবি ও কৃত্রিম ভিডিও তৈরির সুযোগ করে দিতে নতুন দুটি এআই টুল যুক্ত করার ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

মেটার তথ্যমতে, ইমু এডিট টুলটি ব্যবহার করে যেকোনো ছবির মান উন্নয়নের পাশাপাশি ছবিতে থাকা বিভিন্ন দৃশ্য পরিবর্তন করা যাবে। অর্থাৎ ছবিতে থাকা যেকোনো ব্যক্তি বা বস্তুকে মুছে ফেলার পাশাপাশি নতুন দৃশ্য যোগ করা যাবে। ছবি সম্পাদনার জন্য বাড়তি কোনো কষ্টও করতে হবে না ব্যবহারকারীদের। টুলটির নির্দিষ্ট বক্সে ছবি সম্পাদনার নির্দেশনা লিখলেই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তা করে দেবে টুলটি এবং ইমু ভিডিও টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা এআইয়ের সাহায্যে বিভিন্ন বিষয়ের কৃত্রিম ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিওতে থাকা বিভিন্ন দৃশ্য চাইলে পরিবর্তনও করতে পারবেন ব্যবহারকারীরা। ইমু ভিডিও টুলটির নির্দিষ্ট বক্সে ভিডিও তৈরির নির্দেশনা লিখে দিলেই সে অনুযায়ী ভিডিও তৈরি করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। ফলে দক্ষতা না থাকলেও ভালো মানের ভিডিও তৈরি করা যাবে।

‘ইমু এডিট’ ও ‘ইমু ভিডিও’ টুল দিয়ে তৈরি করা ভিডিও এবং সম্পাদনা করা ছবি সহজেই ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করার মাধ্যমে ব্যবহারকারীরা আরও আধুনিক হয়ে উঠতে পারবে। তবে এআইয়ের নতুন টুলগুলো কবে এবং কখন উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

The post ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য মেটা নিয়ে আসছে এআই appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফেসবুকেও আসছে টেলিগ্রামের মতো ব্রডকাস্ট চ্যানেল https://www.ulipur.com/?p=27758 Thu, 26 Oct 2023 05:40:57 +0000 https://www.ulipur.com/?p=27758 ।। টেক ডেস্ক ।। টেলিগ্রামের মতো ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীদের ওপর ‘ব্রডকাস্ট চ্যানেলস’ এর সুবিধা নিয়ে এসেছে মেটা। প্রতিষ্ঠানটির পরখ করা নতুন ফিচারে ফেসবুক বা মেসেঞ্জারে যেকোনো ব্যক্তি সরাসরি তাদের অনুসরণকারী ব্যক্তিদের কাছে বার্তা, ছবি ও অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারবে। পেজের মাধ্যমে শুধু অনুসরণকারীদের নিয়ে আলাদা চ্যানেল তৈরি করতে পারবে। টেক প্রতিষ্ঠানটির তৈরি করা [...]

The post ফেসবুকেও আসছে টেলিগ্রামের মতো ব্রডকাস্ট চ্যানেল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
টেলিগ্রামের মতো ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীদের ওপর ‘ব্রডকাস্ট চ্যানেলস’ এর সুবিধা নিয়ে এসেছে মেটা। প্রতিষ্ঠানটির পরখ করা নতুন ফিচারে ফেসবুক বা মেসেঞ্জারে যেকোনো ব্যক্তি সরাসরি তাদের অনুসরণকারী ব্যক্তিদের কাছে বার্তা, ছবি ও অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারবে। পেজের মাধ্যমে শুধু অনুসরণকারীদের নিয়ে আলাদা চ্যানেল তৈরি করতে পারবে। টেক প্রতিষ্ঠানটির তৈরি করা ফিচার ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে চালুর পর থেকে অনলাইন প্রেমীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা হয়ে উঠেছে। মেটার একটি ব্লগ বার্তায় জানিয়ে দেয় যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ‘ব্রডকাস্ট চ্যানেলস’ ফেসবুক ও মেসেঞ্জারে উন্মুক্ত করা হবে।

মেটার তথ্যমতে, বর্তমানে নির্দিষ্টসংখ্যক ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীদের ওপর ‘ব্রডকাস্ট চ্যানেলস’ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। এ সুবিধা চালু হলে ফেসবুক পেজের মাধ্যমে শুধু অনুসরণকারীদের নিয়ে আলাদা চ্যানেল তৈরি করা যাবে। এর ফলে অনুসরণকারীদের জন্য আলাদা অডিও বার্তা, ছবি বা ভিডিও পোস্ট করা যাবে, যা ফেসবুকের বন্ধু তালিকায় থাকা অন্য ব্যক্তিরা দেখতে পারবেন না। মেসেঞ্জারেও গ্রুপ চ্যাটের আদলে নির্দিষ্টসংখ্যক ব্যক্তিদের জন্য আলাদা পোস্ট করা যাবে।

মেটার নতুন ফিচারের ব্যবহার করে কোনো ব্যক্তি একসাথে একাধিক ব্যবহারকারীর কাছে বার্তা পাঠাতে সক্ষম হবে। বর্তমানে অনলাইন প্রেমীদের সংখ্যা বাড়াতে বিভিন্ন প্লাটফর্ম তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা চালানোর মাধ্যমে গ্রাহক আকৃষ্ট করতে নতুন নতুন ফিচার নিয়ে আসতেছে।

The post ফেসবুকেও আসছে টেলিগ্রামের মতো ব্রডকাস্ট চ্যানেল appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
ফেসবুকে ক্রমাগত কন্ট্যাক্ট নাম্বার আপলোড বন্ধ করার উপায় https://www.ulipur.com/?p=23423 Mon, 03 Apr 2023 06:43:04 +0000 https://www.ulipur.com/?p=23423 ।। টেক ডেস্ক ।।বর্তমান বিশ্বে অন্যতম সামাজিক মাধ্যম হলো ফেসবুক। আমরা ফেসবুকে নানা তথ্য শেয়ার করে থাকি। সারাদিন বিভিন্ন ছবি, স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে। একটু পর পর গিয়ে দেখে নেন লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যা। তবে আপনি কি জানেন আপনার ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার হাতিয়ে নিচ্ছে ফেসবুক। অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল থেকে এই নাম্বারগুলো [...]

The post ফেসবুকে ক্রমাগত কন্ট্যাক্ট নাম্বার আপলোড বন্ধ করার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
বর্তমান বিশ্বে অন্যতম সামাজিক মাধ্যম হলো ফেসবুক। আমরা ফেসবুকে নানা তথ্য শেয়ার করে থাকি। সারাদিন বিভিন্ন ছবি, স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে। একটু পর পর গিয়ে দেখে নেন লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যা। তবে আপনি কি জানেন আপনার ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার হাতিয়ে নিচ্ছে ফেসবুক। অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল থেকে এই নাম্বারগুলো নিজের দখলে নিচ্ছে ফেসবুক। তবে চাইলেই সেটি বন্ধ করতে পারবেন কিছু উপায় অনুসরণের মাধ্যমে।

তাহলে চলুন জেনে নিই কিভাবে ক্রমাগত কন্ট্যাক্ট নাম্বার আপলোড বন্ধ করবেনঃ-

➤ প্রথমে আপনি ফেসবুক অ্যাপটি ওপেন করুন।
➤ এরপর মেনু আইকনে ≡ (উপরে থাকা আপনার ছবিতে) ট্যাপ করুন এবং স্ক্রল করে নিচে আসুন।
➤ এবার সেটিংসে ট্যাপ করুন।
➤ প্রোফাইল সেটিংসে ট্যাপ করে নিচের দিকে স্ক্রল করুন।
➤ মিডিয়া এন্ড কন্ট্যাক্টে ট্যাপ করে কন্টিনিউয়াস কন্ট্যাক্ট আপলোড এনাবল করে দিন।

The post ফেসবুকে ক্রমাগত কন্ট্যাক্ট নাম্বার আপলোড বন্ধ করার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জেনে নিন ফেসবুকে পোস্ট ট্যাগ বন্ধের উপায় https://www.ulipur.com/?p=22551 Fri, 17 Feb 2023 05:30:27 +0000 https://www.ulipur.com/?p=22551 ।। টেক ডেস্ক ।।ছোট থেকে বৃদ্ধ কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করেন। অনেকেই পরিচিত বন্ধুদের নাম ট্যাগ করে ফেসবুকে পোস্ট করেন। ফলে ট্যাগ করা ব্যক্তির ফেসবুকে থাকা সকল ব্যক্তি পোস্ট দেখতে পান। এতে অনেককেই বিব্রতকর পরিস্থিতি সম্মুখীন হতে হয়। তবে চাইলেই ফেসবুকের ট্যাগ অপশন বন্ধ করে এ সমস্যার সমাধান করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া [...]

The post জেনে নিন ফেসবুকে পোস্ট ট্যাগ বন্ধের উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
ছোট থেকে বৃদ্ধ কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করেন। অনেকেই পরিচিত বন্ধুদের নাম ট্যাগ করে ফেসবুকে পোস্ট করেন। ফলে ট্যাগ করা ব্যক্তির ফেসবুকে থাকা সকল ব্যক্তি পোস্ট দেখতে পান। এতে অনেককেই বিব্রতকর পরিস্থিতি সম্মুখীন হতে হয়। তবে চাইলেই ফেসবুকের ট্যাগ অপশন বন্ধ করে এ সমস্যার সমাধান করা যায়।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ফেসবুকে ট্যাগ বন্ধ করার উপায়:-

➤ প্রথমে ফেসবুকে প্রবেশ করে ডান পাশের ওপরে থাকা প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে।
➤ এবার Settings & Privacy অপশনে ক্লিক করে Settings নির্বাচন করতে হবে।
➤ এরপর profile and Tagging-এ ক্লিক করলেই ডান পাশে বেশ কিছু অপশন দেখা যাবে।
➤ Review posts you’re tagged in before the post appears on your profile অপশন চালু করতে দিতে হবে।
➤ এরপর থেকে কেউ ট্যাগ করলে ছবি বা অন্যান্য পোস্ট টাইমলাইনে প্রদর্শনের আগে আপনার অনুমতি নেবে। অর্থাৎ অনুমতি দিলেই কেবল ট্যাগ করা ছবি ফেসবুক টাইমলাইনে দেখা যাবে।

The post জেনে নিন ফেসবুকে পোস্ট ট্যাগ বন্ধের উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মাধ্যমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করলেন মাউশি https://www.ulipur.com/?p=20218 Mon, 24 Oct 2022 09:17:14 +0000 https://www.ulipur.com/?p=20218 ।। নিউজ ডেস্ক ।।ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতিপরিপন্থি কোনো তথ্য-উপাত্ত প্রকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও ফেসবুকে দেওয়া কিংবা এগুলোতে কমেন্ট, লাইক, শেয়ার করতে পারবেন না শিক্ষকরা। একই সঙ্গে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্টও করা যাবে না। রোববার [...]

The post মাধ্যমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করলেন মাউশি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতিপরিপন্থি কোনো তথ্য-উপাত্ত প্রকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও ফেসবুকে দেওয়া কিংবা এগুলোতে কমেন্ট, লাইক, শেয়ার করতে পারবেন না শিক্ষকরা। একই সঙ্গে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্টও করা যাবে না।

রোববার মাউশির এক ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কিছু কর্মকর্তার মতোই মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু সদস্যকেও এসব কাজ করতে দেখা যাচ্ছে। তাঁরা এসব কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জরুরি বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার–সংক্রান্ত নির্দেশিকার’ তথ্য উল্লেখ করে জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির অধীন মাধ্যমিক পর্যায়ের কিছু শিক্ষক-কর্মচারী ফেসবুকে তাদের ব্যক্তিগত ওয়ালে ও বিভিন্ন গ্রুপে অশোভন, অনৈতিক, শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, সরকারি কর্মচারী আইন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুলশিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা এবং মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নির্দেশিকার পরিপন্থী।

এ নির্দেশনা মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানরা নিয়মিত মনিটরিং করবেন। কোনো শিক্ষক-কর্মচারী বা কোনো ব্যক্তি কারও কন্টেন্ট, পোস্টে সংক্ষুব্ধ হলে ওই কন্টেন্ট, পোস্ট আপলোডকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রমাণসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করবেন।

The post মাধ্যমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করলেন মাউশি appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
জেনে নিন ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বন্ধ করার উপায় https://www.ulipur.com/?p=17740 Mon, 13 Jun 2022 10:01:03 +0000 https://www.ulipur.com/?p=17740 ।। টেক ডেস্ক ।। সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সারাবিশ্বেই রয়েছে মেটার মালিকানাধীন সাইটটির ব্যবহারকারী। দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। দিনের অধিকাংশ সময় কাটছে ফেসবুকে স্ক্রল করতে করতে। তবে ভিডিও দেখতে গেলেন একটু পর পর বিভিন্ন বিজ্ঞাপন এসে মুডটাই নষ্ট করে দেয়। এর কারণ হচ্ছে, কোনো কিছু খুঁজতে একবার [...]

The post জেনে নিন ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বন্ধ করার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সারাবিশ্বেই রয়েছে মেটার মালিকানাধীন সাইটটির ব্যবহারকারী। দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। দিনের অধিকাংশ সময় কাটছে ফেসবুকে স্ক্রল করতে করতে। তবে ভিডিও দেখতে গেলেন একটু পর পর বিভিন্ন বিজ্ঞাপন এসে মুডটাই নষ্ট করে দেয়।

এর কারণ হচ্ছে, কোনো কিছু খুঁজতে একবার গুগল বা কোনো ওয়েবসাইটে ঢুকেছেন আপনি, পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেসব পণ্য বা সেবার বিজ্ঞাপনই আপনাকে দেখাবে বারবার। অনেক প্রযুক্তিবিদদের মতে, আপনার বর্তমান লোকেশন থেকে শুরু করে আপনার গোপন তথ্য মোটা অঙ্কে বেচাকেনা চলে। ফেসবুক ব্যবহার না করেও প্ল্যাটফর্মটি কাউকে ট্র্যাক করে বলে অভিযোগ আছে।

তাহলে চলুন জেনে নিই ফেসবুক নিউজফিডে বিজ্ঞাপন আসা বন্ধ করতে যা করবেন-

প্রথমেই প্রদর্শিত বিজ্ঞাপনের ডান দিকের কোণে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন।
➤ এরপর ড্রপডাউন মেন্যু থেকে হাইড অ্যাড (Hide ad) অপশন নির্বাচন করতে হবে।
➤ এখন আপনি কেন বিজ্ঞাপনটি লুকিয়ে রাখতে চাচ্ছেন, তা ফেসবুককে জানাতে হবে।
➤ নির্দিষ্ট প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞাপন দেখতে না চাইলে বিজ্ঞাপনের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে।
➤ সেখানে ‘হোয়াই আই অ্যাম সিইং দিস অ্যাড?’ অপশনে ক্লিক করুন।
➤ এর পরের অপশনে প্রবেশ করে ‘হাইড অল অ্যাডস ফ্রম দিস অ্যাডভারটাইজার’র পাশে থাকা হাইড বাটনে ক্লিক করুন।

The post জেনে নিন ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বন্ধ করার উপায় appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
অনলাইন জীবন যেভাবে নিয়ন্ত্রণ করে অ্যালগরিদম https://www.ulipur.com/?p=16049 Sun, 30 Jan 2022 15:42:21 +0000 https://www.ulipur.com/?p=16049 ।। টেক ডেস্ক ।। কম্পিউটার ও মোবাইল ফোনের মতো ডিজিটাল সামগ্রীকে ঘিরে এই জগত আমরা তৈরি করেছি, আমাদের চারপাশের ভৌত বাস্তব পৃথিবীতে নয়, এর অবস্থান এক সমান্তরাল ভার্চুয়াল বা অপার্থিব জগতে। যেখানে আছে আকাশের মতো সীমাহীন ইন্টারনেট, ফেসবুক ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়া। সেখানেই আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে: তাদের ছবি দেখছি, শুভেচ্ছা বিনিময় করছি, [...]

The post অনলাইন জীবন যেভাবে নিয়ন্ত্রণ করে অ্যালগরিদম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
কম্পিউটার ও মোবাইল ফোনের মতো ডিজিটাল সামগ্রীকে ঘিরে এই জগত আমরা তৈরি করেছি, আমাদের চারপাশের ভৌত বাস্তব পৃথিবীতে নয়, এর অবস্থান এক সমান্তরাল ভার্চুয়াল বা অপার্থিব জগতে। যেখানে আছে আকাশের মতো সীমাহীন ইন্টারনেট, ফেসবুক ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়া।

সেখানেই আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে: তাদের ছবি দেখছি, শুভেচ্ছা বিনিময় করছি, কথাবার্তা বলছি, এমনকি ওই জগতে নতুন নতুন বন্ধুও তৈরি হচ্ছে। কিন্তু কিভাবে এত সব হচ্ছে? ভার্চুয়াল এই জগত পরিচালনা করার মূলে যা রয়েছে তা হচ্ছে গাণিতিক কিছু নির্দেশনা, কম্পিউটারের পরিভাষায় যাকে বলা হয় অ্যালগরিদম।

অ্যালগরিদম হচ্ছে যে কোনো কাজের প্রণালী বা ধাপে ধাপে কোন কিছু করার প্রক্রিয়া। রন্ধনপ্রণালীর সঙ্গে এর তুলনা দিয়ে এটি সহজে ব্যাখ্যা করা যেতে পারে।

ভাত রান্না করার সময় প্রথমে একটি পাত্রে চাল নেওয়া হয়, তার পর তাতে পানি ঢালা হয়, চাল কয়েকবার ধোওয়ার পর সেটি রাখা হয় চুলার ওপরে, তার পর চুলা জ্বালাতে হয়- এই প্রক্রিয়াটিই অ্যালগরিদম।

এই বিষয় প্রযুক্তিবিদরা বলছেন, “কম্পিউটারকেও একটি কাজ করার জন্য ওই কাজটিকে বিভিন্ন ধাপে ভাগ করে দেওয়া হয়, যাতে কম্পিউটার সেটা সহজে বুঝতে পারে এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারে। কম্পিউটার নিজে কোন কাজ করতে পারে না। তবে তার রয়েছে নির্দেশনা বাস্তবায়ন করার ক্ষমতা। তাকে কিছু পদ্ধতি বলে দেওয়া হয় যাতে সে তার খুব কম বুদ্ধি দিয়ে (কিম্বা তার কোন বুদ্ধি নেই) কাজটা সম্পাদন করতে পারে। প্রক্রিয়াগুলো সূক্ষ্ম ও সরলভাবে দেওয়া থাকে যেন কাজটা সে কিছু গাণিতিক ধাপের মাধ্যমে শেষ করতে পারে। এসব নির্দেশনাই অ্যালগরিদম।”

সোশ্যাল মিডিয়ায় অ্যালগরিদমের ব্যবহার নিয়ে সম্প্রতি অনেক আলোচনা হচ্ছে। কারণ এসব মিডিয়াতে মানুষ কোন খবর দেখতে পাবেন বা পাবেন না সেটা এই অ্যালগরিদমের মাধ্যমেই নির্ধারিত হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে প্রযুক্তিবিদ নাসিম মাহ্‌মুদ বলেন, “অ্যালগরিদম এখন অনেক দূর এগিয়েছে, অ্যালগরিদম অনেক সিদ্ধান্ত নিচ্ছে, সেসব সিদ্ধান্ত নিয়েই আমরা চলছি। তিনি আরও বলেন, “ফেসবুকে অনেক সময় একজনের প্রোফাইল দেখিয়ে জানতে চাওয়া হয় – তিনি কি আপনার বন্ধু? এটা কীভাবে করা হয়? ফেসবুক কেমন করে বুঝলো যে এই ব্যক্তি আমার বন্ধু হতে পারেন? অনেক জটিল কিছু অ্যালগরিদম দিয়ে এই কাজটা করা হচ্ছে।”

কিন্তু এটা কি শুধু অ্যালগরিদমের নেওয়া সিদ্ধান্ত নাকি এর পেছনে মানুষেরও কোন ভূমিকা আছে?

তথ্য প্রযুক্তিবিদ নাসিম মাহ্‌মুদ বলছেন, যে ব্যক্তি অ্যালগরিদম ডিজাইন করছেন, তৎকালীন সময়ে তার জানা তথ্যের ওপর ভিত্তি করেই অ্যালগরিদম সিদ্ধান্ত নিয়ে থাকে। ধরা যাক ফেসবুকে আপনার যিনি বন্ধু, তার বন্ধুরাও আপনার বন্ধু হতে পারে। অ্যালগরিদমকে বলা হলো একজন ব্যক্তির যে বন্ধু রয়েছে, তার যারা বন্ধু, তাদেরকে তুমি বলো যে তারাও তার বন্ধু হতে পারে। কিন্তু ধরা যাক যিনি অ্যালগরিদম ডিজাইন করেছেন তার হয়তো জানা ছিল না যে চাকরির সূত্রে, বা একই পাড়ায় থাকার কারণে, অথবা একই স্কুলে পড়ার কারণেও বন্ধু হতে পারে।”

“মানুষ যে বিষয়গুলো সহজে হিসাব করতে পারছে না অ্যালগরিদম সেই কাজটা দ্রুত করে দিতে পারছে। যেমন এক ব্যক্তি এক লক্ষ মানুষ থেকে তার বন্ধুকে খুঁজে বের করতে পারে না। কিন্তু অ্যালগরিদম মুহূর্তের মধ্যেই সেটা করতে পারছে।”

অ্যালগরিদমের নেটওয়ার্ক এখন এতো বেশি বিস্তৃত, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে গাণিতিক এসব নির্দেশনাই যেন মানুষের জীবন নিয়ন্ত্রণ করছে।

একজন ব্যক্তি কী করেন, কখন কোথায় থাকেন, কী খেতে পছন্দ করেন, তার সামাজিক মর্যাদা কী, তিনি কোন ফুটবল ক্লাবকে সমর্থন করেন- তার সোশ্যাল মিডিয়ার ব্যবহার থেকে অ্যালগরিদম এসব কিছু জেনে যায়।

ধরা যাক কেউ একজন বন্ধুদের সঙ্গে আড্ডায় হয়তো বললো যে তার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। পরদিন দেখা গেল ফেসবুকে তাকে বিরিয়ানির বিজ্ঞাপন পাঠানো হচ্ছে এবং তিনি বিস্মিত হলেন যে তার কথা আড়ি পেতে শোনা হয়েছে কীনা! এর পেছনে অনেক কারণ থাকতে পারে। একটি কারণ হতে পারে যে আড্ডায় উপস্থিত কোনো একজন বন্ধু হয়তো অনলাইনে বিরিয়ানি কিনেছেন। তখন অ্যালগরিদম হিসেব করে দেখেছে যে ওই বন্ধুর সঙ্গে তিনি গতকাল বিকেলে আড্ডা দিয়েছেন, হয়তো তারও বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হতে পারে, এবং একারণেই তাকে বিরিয়ানির বিজ্ঞাপন পাঠানো হয়েছে।

ফেসবুকে কেউ যদি কোন থ্রিলার বই-এর খোঁজ করেন এর পর থেকে ফেসবুক তাকে থ্রিলার বই-এর খবর পাঠাতে থাকবে। এবং তিনি শুধু এধরনের বই-ই পড়তে থাকবেন। ভয়টা এখানেই- তিনি হয়তো জানতেও পারবেন না যে থ্রিলারের বাইরেও রোমান্টিক ও অ্যাডভেঞ্চার ধরনের বই রয়ে গেছে।

তবে সুখবর হচ্ছে যারা অ্যালগরিদমের ডিজাইন করছেন তারা এখন সোশাল মিডিয়াকে এধরনের বাবল বা বৃত্তের ভেতর থেকে বের করে আনার চেষ্টা করছেন।

সূত্রঃ বিবিসি

The post অনলাইন জীবন যেভাবে নিয়ন্ত্রণ করে অ্যালগরিদম appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
হ্যাশট্যাগ কেন ব্যবহার করা হয়? https://www.ulipur.com/?p=16023 Mon, 24 Jan 2022 12:01:51 +0000 https://www.ulipur.com/?p=16023 ।। টেক ডেস্ক ।। এক সময় যখন ল্যান্ডলাইনের প্রচলন ছিল তখন টেলিফোন সেটের সবগুলো বাটনের সঙ্গে আমাদের পরিচয় ছিল না। তখন শুধু এক থেকে নয় এবং শুন্য বাটনের সঙ্গেই আমাদের সাধারণ মানুষের পরিচয় ছিল। হ্যাশট্যাগ শব্দটির সঙ্গে প্রায় আমরা সবাই পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আর তা হলো, যে কোনো ইভেন্ট বা বিষয়কে [...]

The post হ্যাশট্যাগ কেন ব্যবহার করা হয়? appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
এক সময় যখন ল্যান্ডলাইনের প্রচলন ছিল তখন টেলিফোন সেটের সবগুলো বাটনের সঙ্গে আমাদের পরিচয় ছিল না। তখন শুধু এক থেকে নয় এবং শুন্য বাটনের সঙ্গেই আমাদের সাধারণ মানুষের পরিচয় ছিল। হ্যাশট্যাগ শব্দটির সঙ্গে প্রায় আমরা সবাই পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আর তা হলো, যে কোনো ইভেন্ট বা বিষয়কে একতাবদ্ধ করতে এর ব্যবহার। প্রায়ই আমাদের চোখে পড়ে হ্যাশট্যাগ (#ট্যাগ) সংবলিত স্ট্যাটাস বা ছবি। অনেকেই বুঝতে পারেন না, এই স্ট্যাটাস বা ছবির পেছনে কেন আঠার মতো লেগে আছে হ্যাশ (#)।

আপনি যখন কোনো শব্দের শুরুতেই হ্যাশট্যাগ (#ট্যাগ) ব্যবহার করবেন তখন সেটি নীল বর্ণ ধারণ করবে। অর্থাৎ সেটা একটা লিংক-এ পরিণত হবে। পরবর্তীতে এই রিলেটেড সব স্ট্যাটাস বা ছবি যদি একই হ্যাশট্যাগ ব্যবহার করে দেওয়া হয় তবে সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা সহজেই সব এক জায়গায় পাবেন। অর্থাৎ এটি সবার মতামত এক করার একটি উদ্যোগ। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, হ্যাশট্যাগের শব্দ সমষ্টি কোনো স্পেস ছাড়া লিখতে হয়। এতে সংখ্যা থাকতে পারে। স্পেস থাকলে এটা লিংক তৈরি করতে পারে না। এমনকি দাড়ি, কমা বা ফুলস্টপের মতো কোনো যতি চিহ্ন ব্যবহার করা যায় না।

আসলে এটাকে মাইক্রোব্লগিং এর ভাষায় বলা হয় হ্যাশট্যাগ। এটা একই ধরনের বক্তব্যকে একীভূত করে। যেমন, সামনে আসছে একুশের বই মেলা। এখন যদি কেউ মেলা সম্পর্কে তথ্য বা কোনো বক্তব্য দিতে ব্যবহার করে #একুশেরমেলা তবে বুঝতে হবে এই রিলেটেড আরো বক্তব্য বা তথ্য আছে এই হ্যাশট্যাগে।

হ্যাশট্যাগের ব্যবহার শুরু হয় মূলত মাইক্রোব্লগিং সাইট টুইটারে। পরে ২০১৩ সালের জুনে ফেসবুকেও এর ব্যবহার শুরু হয়। এখন গুগলপ্লাসেও এর ব্যবহার দেখা যায়। হ্যাশট্যাগের জনপ্রিয়তা এত বেড়ে যায় যে, শেষ পর্যন্ত ‘হ্যাশট্যাগ’ শব্দটি ২০১৪ সালের জুন মাসে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতেও জায়গা করে নেয়।

The post হ্যাশট্যাগ কেন ব্যবহার করা হয়? appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>