ফোনসেট Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ফোনসেট কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Tue, 09 Jan 2018 10:30:45 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png ফোনসেট Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=ফোনসেট 32 32 আঙুলের থেকেও ছোট, কয়েনের চেয়েও হালকা ফোনসেট বাজারে আসছে https://www.ulipur.com/?p=5171 Tue, 09 Jan 2018 10:30:45 +0000 http://www.ulipur.com/?p=5171 নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোনসেট জ্যাংকো টিনি টি-১ বাজারে আনার ঘোষণা দিয়েছে জ্যাংকো নামে একটি প্রতিষ্ঠান। এই সেট আঙুলের চেয়েও ছোট হবে। প্রতিষ্ঠানটি দাবি করছে এটিই হবে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মোবাইল ফোন। মোবাইল সেটটির ওজন হবে মাত্র ১৩ গ্রাম। ফোনটি আকারে মাত্র ৪৬.৭/২১/১২ মিলিমিটার। ফোনটি থেকে কল ও টেক্সট মেসেজ করা যাবে। ফোনে [...]

The post আঙুলের থেকেও ছোট, কয়েনের চেয়েও হালকা ফোনসেট বাজারে আসছে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোনসেট জ্যাংকো টিনি টি-১ বাজারে আনার ঘোষণা দিয়েছে জ্যাংকো নামে একটি প্রতিষ্ঠান। এই সেট আঙুলের চেয়েও ছোট হবে।

প্রতিষ্ঠানটি দাবি করছে এটিই হবে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মোবাইল ফোন। মোবাইল সেটটির ওজন হবে মাত্র ১৩ গ্রাম। ফোনটি আকারে মাত্র ৪৬.৭/২১/১২ মিলিমিটার।

ফোনটি থেকে কল ও টেক্সট মেসেজ করা যাবে। ফোনে রয়েছে ০.৪৯ ইঞ্চি ও এলইডি ডিসপ্লে। একটিই ন্যানো সিম ব্যব। হার করা যাবে এই ফোনে। সেভ করা যাবে ৩০০ ফোন নম্বর। কল লিস্টে সেভ থাকবে ৫০টি নম্বর। সেভ রাখা যাবে ৫০টি এসএমএস

ফোনটিতে রয়েছে মিডিয়াটেক প্রসেসর। সঙ্গে ৩২ এমবি র‌্যাম ও ৩২ এমবি ইন্টারনাল স্টোরেজ। ২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিতে মিলবে ৩ দিনের স্ট্যান্ডবাই ও ৩ ঘণ্টার টকটাইম। ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সঙ্গেও সংযুক্ত করা যাবে এই ফোন। ব্রাউজ করা যাবে ইন্টারনেটও। আগামী বছর মে থেকে মিলবে এই ফোন। ফোনটির দাম পড়বে ৩০ ইউরো (প্রায় ৩ হাজার টাকা)।

সুত্রঃ AllBanglaNews.Net

The post আঙুলের থেকেও ছোট, কয়েনের চেয়েও হালকা ফোনসেট বাজারে আসছে appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>