বাংলা নববর্ষ ১৪২৪ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=বাংলা-নববর্ষ-১৪২৪ কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Fri, 14 Apr 2017 17:22:27 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png বাংলা নববর্ষ ১৪২৪ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=বাংলা-নববর্ষ-১৪২৪ 32 32 আনন্দ শোভাযাত্রা ও সাংস্কতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উলিপুরে বর্ষবরণ https://www.ulipur.com/?p=3607 Fri, 14 Apr 2017 17:22:27 +0000 http://www.ulipur.com/?p=3607 মোঃ শাহাদত হোসেন শুভ, উলিপুরঃ আজ যেন বাঙালীর প্রানের মিলন মেলা, আজ বাংলা বছরের প্রথম দিন। এই দিনটিকে ঘিরে বাংলাদেশ নানা রঙ্গে সাজে, সবাই মিলে মেতে উঠে প্রানের উৎসবে। তেমনি উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে বর্নীল সাজে সেজেছে উলিপুরের মানুষজন। পহেলা বৈশাখে সব কিছু ভালোভাবে সূচনা করার অভিপ্রায় [...]

The post আনন্দ শোভাযাত্রা ও সাংস্কতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উলিপুরে বর্ষবরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মোঃ শাহাদত হোসেন শুভ, উলিপুরঃ
আজ যেন বাঙালীর প্রানের মিলন মেলা, আজ বাংলা বছরের প্রথম দিন। এই দিনটিকে ঘিরে বাংলাদেশ নানা রঙ্গে সাজে, সবাই মিলে মেতে উঠে প্রানের উৎসবে। তেমনি উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে বর্নীল সাজে সেজেছে উলিপুরের মানুষজন।

পহেলা বৈশাখে সব কিছু ভালোভাবে সূচনা করার অভিপ্রায় নিয়ে গ্রাম-শহর সব জায়গায় ধনী-গরিব সবার মাঝে একটা উৎসবের আমেজ থাকে। ঈদের পরই নিম্নবিত্তদের জামা নেবার আরেকটা উৎসব এই বাংলা নববর্ষ। বড় শহরের ফুটপাথ থেকে শুরু করে বড় বড় শপিংমলগুলোতে বৈশাখে ব্যাপক কেনাবেচা হয়। আর উচ্চবিত্তদের ঘিরে বড় বড় ফ্যাশন হাউসগুলোর ব্যবসাও জমে উঠে নববর্ষকে ঘিরে। ছোট পরিসরে হলেও এসব কিছুরই প্রতিফলন ঘটে আমাদের উলিপুরে।

সকালে উলিপুর এম এস স্কুল মাঠ থেকে উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার এম এস স্কুলে এসে শেষ হয়। দুপুরে উপজেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহনে মনোমুগ্ধকর এক সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

The post আনন্দ শোভাযাত্রা ও সাংস্কতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উলিপুরে বর্ষবরণ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>