বাদাম চাষ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=বাদাম-চাষ কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sun, 23 May 2021 12:04:23 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png বাদাম চাষ Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=বাদাম-চাষ 32 32 বাদাম চাষে বাম্পার ফলনের আশা ‍উলিপুরের কৃষকদের https://www.ulipur.com/?p=13755 Sun, 23 May 2021 12:04:21 +0000 https://www.ulipur.com/?p=13755 ।। নিউজ ডেস্ক ।। যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজে ভরা বাদাম ক্ষেত। নদীর বুকে জেগে উঠা চরগুলো যেন সেজেছে নতুন সাজে। সবুজে ভরা বাদামের ক্ষেত এখন কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে। ব্রহ্মপূত্র নদ ও তিস্তা নদীর বিস্তৃর্ণ চর জুড়ে এখন বাদামের সবুজ ক্ষেত ঘিরে স্বপ্ন দেখছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বাদামের বাম্পার [...]

The post বাদাম চাষে বাম্পার ফলনের আশা ‍উলিপুরের কৃষকদের appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজে ভরা বাদাম ক্ষেত। নদীর বুকে জেগে উঠা চরগুলো যেন সেজেছে নতুন সাজে। সবুজে ভরা বাদামের ক্ষেত এখন কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে। ব্রহ্মপূত্র নদ ও তিস্তা নদীর বিস্তৃর্ণ চর জুড়ে এখন বাদামের সবুজ ক্ষেত ঘিরে স্বপ্ন দেখছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উলিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, তিস্তা নদী বেষ্টিত বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া ও ব্রহ্মপুত্র নদ বেষ্টিত হাতিয়া, বুড়াবুড়ি, বেগমগঞ্জ, সাহেবের আলগা ইউনিয়নে পরিত্যক্ত উঁচু ও বালিযুক্ত চরের ২১’শ ৩৮ বিঘা জমি চাষাবাদ করে ৪’শ ২৭ মেট্রিক টন বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের নিবিড় পরিচর্যায় বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।

ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদীর চরে গিয়ে দেখা যায়, চরগুলো যেন নতুন করে সেজেছে। শুধু মাঠের পর মাঠ বাদামের সবুজ ক্ষেত। জেগে উঠা চরের বালুতেই জেগে উঠা সবুজ বাদাম ক্ষেতকে ঘিরেই স্বপ্ন দেখছেন কৃষকরা। এসময় কথা হয়, উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রামের কৃষক আকতারুজ্জামানের সাথে। তিনি জানান, প্রায় ৩৫ হাজার টাকা খরচ করে তিস্তা নদীতে জেগে উঠা চরে আড়াই বিঘা জমিতে বাদাম চাষ করেছেন। আর ২৫/৩০ দিনের মধ্যে বাদাম ঘরে তুলতে পারবেন। তিনি আরো জানান, বাদাম ক্ষেত দেখে মনে হচ্ছে লাভবান হবে। বাজারে প্রতিমণ বাদাম বিক্রি হয় ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা।

এসময় বাদাম চাষের সাথে জড়িত বজরা ইউনিয়নের মোনায়েম হোসেন, গুনাইগাছ ইউনিয়নের সুকদেবকুন্ডের কাজিম উদ্দিন সহ অনেক কৃষক বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় বারি-৮ ও ঢাকা-১ জাতের বাদামে রোগ-বালাই কম, তাই ফলনও ভাল হবে। বিঘা প্রতি ৫ মণ বাদাম উৎপাদন হলে কৃষকরা সবাই লাভবান হবেন। এছাড়া চলতি বছর চর গুলোতে সূর্য্যমূখি, সরিষা, তিল, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন তৈল জাতীয় শষ্য চাষাবাদ করে কৃষকরা লাভবান হয়েছেন।

উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম জানান, নদ-নদীর চরাঞ্চল গুলোতে বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

//নিউজ/উলিপুর//মালেক/মে/২৩/২১

The post বাদাম চাষে বাম্পার ফলনের আশা ‍উলিপুরের কৃষকদের appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
চরে বাদাম চাষে স্বপ্ন বুনছেন কুড়িগ্রামের কৃষক https://www.ulipur.com/?p=5122 Tue, 02 Jan 2018 10:55:42 +0000 http://www.ulipur.com/?p=5122 নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের চরাঞ্চলে বাদাম চাষে সাফল্য অর্জন করেছে চাষীরা। চার-পাঁচ বছর আগেও এসব বালি জমিতে কোনো ফসল আবাদের চিন্তা করতো না কেউ। তবে এ চিত্র এখন পাল্টে গেছে। একসময়ের পতিত হলেও এখন সেখানে আবাদ হচ্ছে চীনাবাদাম। কৃষকদের আশা, এর মধ্য দিয়ে কিছুটা হলেও তারা গেল বন্যার ক্ষতি কাটিয়ে উঠবেন। দেখা মিলবে মুনাফার, পরিবর্তন হবে [...]

The post চরে বাদাম চাষে স্বপ্ন বুনছেন কুড়িগ্রামের কৃষক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
নিউজ ডেস্কঃ
কুড়িগ্রামের চরাঞ্চলে বাদাম চাষে সাফল্য অর্জন করেছে চাষীরা। চার-পাঁচ বছর আগেও এসব বালি জমিতে কোনো ফসল আবাদের চিন্তা করতো না কেউ। তবে এ চিত্র এখন পাল্টে গেছে। একসময়ের পতিত হলেও এখন সেখানে আবাদ হচ্ছে চীনাবাদাম।

কৃষকদের আশা, এর মধ্য দিয়ে কিছুটা হলেও তারা গেল বন্যার ক্ষতি কাটিয়ে উঠবেন। দেখা মিলবে মুনাফার, পরিবর্তন হবে জীবনমানেরও।

স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে কুড়িগ্রামের চরাঞ্চলে দেড় হাজার হেক্টর জমিতে চীনাবাদামের চাষ হয়েছে। তবে কৃষকদের ধারণা এ পরিমাণ আরো বেশি। তারা এখন শেষ মুহূর্তের পরিচর্যা ও ক্ষেত থেকে বাদাম উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা জানিয়েছেন, এখানে স্থানীয় ঢাকা ওয়ান ও ডিজি টু জাতের চীনাবাদামের চাষ করা হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কুড়িগ্রামে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ ১৬টি নদ-নদীর অববাহিকার চারশতাধিক চরে এবার কম-বেশি বাদাম আবাদ হয়েছে। চরের বালি জমিতে স্বল্প খরচে চীনাবাদাম আবাদ বেশ লাভজনক। তাই দিন দিন এ অঞ্চলের কৃষক বাদাম চাষে ঝুঁকছেন। আর প্রতি মণ বাদাম এখন ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জেলার রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের পালের চর ও শৌলমারী ইউনিয়নের ঘুঘুমারীর চর এবং উলিপুর উপজেলার সাহেবের আলগার চর ঘুরে দেখা গেছে বিস্তীর্ণ বাদামক্ষেত। সবুজ এসব ক্ষেত দেখে বোঝার উপায় নেই যে, এগুলো একসময় পতিত জমি ছিল।

বন্দবের ইউনিয়ন পালের চর গ্রামের কৃষক হোসেন আলী বলেন, ‘অন্যান্য ফসলের চেয়ে বাদাম চাষে খরচ কম। এখানকার চরের জমিও বাদাম চাষের জন্য বেশ উপযোগী।’

উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিক আলী মণ্ডল জানান, চরের বালি জমিতে বাদাম চাষে কৃষকদের উন্নত জাতের বীজ সরবরাহের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দেয়া গেলে তারা আরো লাভবান হতেন। এতে করে চরের মানুষের জীবনমানও বৃদ্ধি পেত।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মকবুল হোসেন বলেন, ‘বাদামের দেশব্যাপী ব্যাপক চাহিদা থাকায় এর বাজার নিয়ে কৃষকদের ভাবতে হয় না। প্রতি বছরই এখানকার চরাঞ্চলে বাদামের চাষ বাড়ছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে বাদাম চাষের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।’

সুত্রঃ allbanglanews

The post চরে বাদাম চাষে স্বপ্ন বুনছেন কুড়িগ্রামের কৃষক appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>