বিটিআরসি Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=বিটিআরসি কুড়িগ্রাম জেলার তথ্য ও সংবাদ Sun, 21 Aug 2022 17:28:05 +0000 en-US hourly 1 https://www.ulipur.com/wp-content/uploads/2022/10/1665889308.png বিটিআরসি Archives - স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র https://www.ulipur.com/?tag=বিটিআরসি 32 32 আজ থেকে মোবাইল অপারেটরদের ৪টি আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু https://www.ulipur.com/?p=18645 Sun, 21 Aug 2022 17:28:04 +0000 https://www.ulipur.com/?p=18645 ।। নিউজ ডেস্ক ।। দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিঃ এবং সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিঃ এর মাধ্যমে নতুন আনলিমিটেড মেয়াদের ০৪টি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে। মোবাইল অপারেটর গ্রামীণফোন লিঃ এর মাধ্যমে চালুকৃত প্যাকেজগুলো যথাক্রমেঃ ১,১৯৯ টাকায় ৪০ জিবি এবং ৫৪৯ [...]

The post আজ থেকে মোবাইল অপারেটরদের ৪টি আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। নিউজ ডেস্ক ।।
দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিঃ এবং সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিঃ এর মাধ্যমে নতুন আনলিমিটেড মেয়াদের ০৪টি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে। মোবাইল অপারেটর গ্রামীণফোন লিঃ এর মাধ্যমে চালুকৃত প্যাকেজগুলো যথাক্রমেঃ ১,১৯৯ টাকায় ৪০ জিবি এবং ৫৪৯ টাকায় ১৫ জিবি ডাটা। এছাড়া, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ১২৭ টাকায় ০৬ জিবি এবং ৩০৯ টাকায় ২৬ জিবি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ২০২২ তারিখে বিটিআরসি’র নির্দেশনা অনুযায়ী দেশের মোবাইল অপারেটরসমূহ বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ প্রদান করে। অন্যান্য অপারেটরসমূহও পর্যায়ক্রমে নতুন করে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে। আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া এবং নির্দেশিকা অনুসরণ করা হবে।

The post আজ থেকে মোবাইল অপারেটরদের ৪টি আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
মোবাইল ফোন কেনার আগে যাচাই করুন ফোনটির বৈধতা https://www.ulipur.com/?p=14127 Sun, 04 Jul 2021 09:30:14 +0000 https://www.ulipur.com/?p=14127 ।। টেক ডেস্ক ।। মোবাইল ফোনের নিবন্ধন সংশ্লিষ্ট ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) এর কার্যক্রম জুলাই-২০২১ থেকে পরীক্ষামূলকভাবে চালু করেছে বিটিআরসি। এনইআইআর চালুর ফলে অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার বন্ধের পাশাপাশি কমবে মোবাইল ফোন চুরি সংক্রান্ত অপরাধ। দেশীয় মোবাইল ফোন শিল্পের প্রসারের পাশাপাশি বাড়বে সরকারের রাজস্ব আয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা যায়, এনইআইআর কার্যক্রমের [...]

The post মোবাইল ফোন কেনার আগে যাচাই করুন ফোনটির বৈধতা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
।। টেক ডেস্ক ।।
মোবাইল ফোনের নিবন্ধন সংশ্লিষ্ট ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) এর কার্যক্রম জুলাই-২০২১ থেকে পরীক্ষামূলকভাবে চালু করেছে বিটিআরসি। এনইআইআর চালুর ফলে অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার বন্ধের পাশাপাশি কমবে মোবাইল ফোন চুরি সংক্রান্ত অপরাধ। দেশীয় মোবাইল ফোন শিল্পের প্রসারের পাশাপাশি বাড়বে সরকারের রাজস্ব আয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা যায়, এনইআইআর কার্যক্রমের অংশ হিসেবে বিগত ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে চালু থাকা সব মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হওয়ায় ০১ জুলাই ২০২১ তারিখের পরে সেগুলো বন্ধ হবে না এবং কোনো গ্রাহক নতুন মোবাইল ফোন চালু করলে তা বন্ধ না করেই এনইআইআর এর মাধ্যমে যাচাই করা হবে। হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে।

হ্যান্ডসেট ক্রয় বা বিক্রয়ের পূর্বে গ্রাহকের করণীয়:-
০১ জুলাই ২০২১ তারিখ হতে যে কোন মাধ্যমে (বিক্রয় কেন্দ্র, অনলাইন বিক্রয় কেন্দ্র, ই-কমার্স) মোবাইল হ্যান্ডসেট কেনার আগে নিম্ন বর্ণিত উপায়ে বৈধতা যাচাই করার পাশাপাশি ক্রয় রশিদ সংরক্ষণ করে রাখতে হবে।

ধাপ-১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখুন।উদাহরণ স্বরূপঃ KYD 123456789012345।
ধাপ-২: IMEI নম্বরটি লিখার পর ১৬০০২ নম্বরে প্রেরণ করুন।
ধাপ-৩: ফিরতি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে কেনা অথবা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট এবং অন্যান্য যে সকল হ্যান্ডসেটর তথ্য এনইআইআর এ পাওয়া যাবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সচল করে দশ দিনের মধ্যে অনলাইনে তথ্য/দলিল দিয়ে নিবন্ধন করতে এসএমএস দেয়া হবে। উক্ত সময়ে যথাযথ নিবন্ধন করলে হ্যান্ডসেটটি বৈধ হিসেবে বিবেচিত হবে।

বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া:-
ধাপ-১: neir.btrc.gov.bd লিংকে ভিজিট করে আপনার ব্যক্তিগত একাউন্ট রেজিস্টার করুন।
ধাপ-২: পোর্টালের Special Registration সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেট এর IMEI নম্বরটি দিন।
ধাপ-৩: প্রয়োজনীয় ডকুমেন্ট এর ছবি/স্ক্যান কপি (যেমনঃ পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন তথ্যাদি, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন এবং Submit বাটন-টি প্রেস করুন।
ধাপ-৪: হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। হ্যান্ডসেটটি বৈধ না হলে এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে পরীক্ষাকালীন সময়ের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। উক্ত সময় অতিবাহিত হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এই সেবা নেয়া যাবে। বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্ক বিহীন সর্বোচ্চ দুইটি এবং শুল্ক প্রদান স্বাপেক্ষে আরও ছয়টি হ্যান্ডসেট সাথে আনতে পারবে।

ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট এর বর্তমান অবস্থা যাচাইয়ের প্রক্রিয়া:-
ধাপ-১: মোবাইল হ্যান্ডসেট হতে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।
ধাপ-২: স্ক্রিনে প্রদর্শিত অপশন হতে Status Check অপশন সিলেক্ট করুন।
ধাপ-৩: অটোমেটিক বক্স আসলে হ্যান্ডসেট এর ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে প্রেরন করুন।
ধাপ-৪: হ্যাঁ/না অপশন সম্বলিত একটি অটোমেটিক বক্স আসলে হ্যাঁ Select করে নিশ্চিত করুন।
ধাপ-৫: ফিরতি মেসেজে ব্যবহৃত মোবাইল ফোনের হালনাগাদ অবস্থা জানানো হবে।

সূত্রঃ বার্তা২৪

The post মোবাইল ফোন কেনার আগে যাচাই করুন ফোনটির বৈধতা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
যেভাবে পাবেন ফোরজি সেবা https://www.ulipur.com/?p=5592 Mon, 19 Feb 2018 06:00:07 +0000 http://www.ulipur.com/?p=5592 তথ্যপ্রযুক্তি ডেস্কঃ চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা চালু হচ্ছে আজ সোমবার থেকে। ফোরজি হচ্ছে ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম শব্দটির সংক্ষিপ্ত রূপ। ফোরজির মূল সুবিধা এই নেটওয়ার্কে সর্বোচ্চ গতিতে তথ্য আদান-প্রদান করা সম্ভব। বলাই হচ্ছে, এর গতি হবে সর্বনিম্ন ১০০ মেগাবাইট। কিন্তু কীভাবে জানবেন আপনার সিম ফোরজি কি না? এ সমস্যার সমাধান দিয়েছে মোবাইল ফোন [...]

The post যেভাবে পাবেন ফোরজি সেবা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

]]>
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা চালু হচ্ছে আজ সোমবার থেকে। ফোরজি হচ্ছে ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম শব্দটির সংক্ষিপ্ত রূপ। ফোরজির মূল সুবিধা এই নেটওয়ার্কে সর্বোচ্চ গতিতে তথ্য আদান-প্রদান করা সম্ভব। বলাই হচ্ছে, এর গতি হবে সর্বনিম্ন ১০০ মেগাবাইট। কিন্তু কীভাবে জানবেন আপনার সিম ফোরজি কি না? এ সমস্যার সমাধান দিয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। সিমটি ফোরজি কি না, সেটি বিনা মূল্যে জানা যাবে।

মোবাইল ফোন অপারেটরগুলো কিছু নম্বর দিয়েছে, যা ডায়াল করলে এবং খুদে বার্তা পাঠাতে হবে। ফিরতি বার্তায় সংশ্লিষ্ট অপারেটরগুলো জানিয়ে দেবে যে আপনার সিমটি চতুর্থ প্রজন্মের কি না। এরই মধ্যে আবার মোবাইল অপারেটরগুলো ফোরজি সেবা পেতে আগ্রহী ব্যক্তিদের গ্রাহকসেবা কেন্দ্রে গিয়ে সিম বদলে নেওয়ার জন্য বার্তা পাঠিয়েছে।

ফোরজি টেলিযোগাযোগ সেবা পেতে

  • ফোরজি সেবা পেতে হলে সিমকার্ড ও হ্যান্ডসেটটি এ প্রযুক্তির উপযোগী হতে হবে।
  • সিমটি ফোরজি কি না, সেটি বিনা মূল্যে জানার সুযোগ আছে।
  • গ্রামীণফোন ব্যবহারকারীরা মোবাইল ফোন থেকে *১২১*৩২৩২# ডায়াল করলেই ফিরতি বার্তায় সিমটি ফোরজি কি না, তা জানতে পারবেন।
  • রবির গ্রাহকদের এ জন্য ডায়াল করতে হবে *১২৩*৪৪#।
  • বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে 4G লিখে ৫০০০ নম্বরে খুদে বার্তা পাঠালে ফিরতি বার্তায় ফোরজি সিমের বিষয়ে তথ্য পাবেন।
  • টেলিটক তাদের ব্যবহারকারীদের জন্য এখনো এ ধরনের কোনো সেবা চালু করেনি।
  • সিমটি যদি ফোরজি না হয়, তাহলে তা সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র থেকে পরিবর্তন করে নিতে হবে। এ জন্য মূল্য সংযোজন করসহ (মূসক) খরচ পড়বে ১১৫ টাকা। সিম পরিবর্তন করতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও আঙুলের ছাপ (বায়োমেট্রিক ভেরিফিকেশন) দিতে হবে।

    ফোরজি নেটওয়ার্কে যেসব সুবিধা পাওয়া যায় সেগুলোর মধ্যে সংশোধিত মোবাইল ওয়েব সেবা, আইপি টেলিফোনি, গেমিং সেবা, এইচডিটিভি, হাই-ডেফিনিশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্স, ত্রিমাত্রিক টেলিভিশন এবং ক্লাউড কম্পিউটিং উল্লেখযোগ্য।

    এই প্রযুক্তির মাধ্যমে হাই ডেফিনিশন টেলিভিশন ও ভিডিও কনফারেন্সের সুবিধা পাওয়া সম্ভব। এ ছাড়া এই প্রযুক্তিতে গ্রাহক সব সময়ই মোবাইল অনলাইন ব্রডব্যান্ডের আওতায় থাকতে পারবে। ফোরজির মাধ্যমে মোবাইলে কথোপকথন ও তথ্য আদান-প্রদানের নিরাপত্তা অনেক বেশি ও শক্তিশালী। এ ছাড়া ফোরজি মোবাইল গ্রাহকদের ভয়েস মেসেজ, মাল্টিমিডিয়া মেসেজ, ফ্যাক্স, অডিও-ভিডিও রেকর্ডিংসহ নানা ধরনের সুবিধা দেয়।

    আপনার ব্যবহৃত হ্যান্ডসেটটি ফোরজি উপযোগী কি না, সেটি আপনি নিজেই জানতে পারবেন। এ জন্য প্রথমে মোবাইল ফোনের ‘সেটিংস’ অপশনে যেতে হবে। সেখানে নেটওয়ার্ক অথবা ‘ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্কস’-এ গেলে দেখা যাবে ফোনটি ফোরজি প্রযুক্তির কি না। মোবাইল ফোন অপারেটরের সেবাকেন্দ্র ও বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্র থেকেও ফোরজি হ্যান্ডসেটের তথ্য জানা যাবে।

    The post যেভাবে পাবেন ফোরজি সেবা appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

    ]]>
    আজ ফোরজি যুগে প্রবেশ করবে বাংলাদেশ https://www.ulipur.com/?p=5589 Mon, 19 Feb 2018 05:47:32 +0000 http://www.ulipur.com/?p=5589 তথ্যপ্রযুক্তি ডেস্কঃ আজ সোমবার বহুল কাঙ্ক্ষিত ফোর-জি বা চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা চালু হচ্ছে । সন্ধ্যায় মোবাইল অপারেটরগুলো ফোর-জির লাইসেন্স বুঝে পাবে। এরপরই অপারেটরগুলো চালু করবে ফোর-জি সেবা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ তথ্য জানিয়ে বলেন, ‘সন্ধ্যায় ঢাকা ক্লাবে অপারেটগুলোর মধ্যে লাইসেন্স হস্তান্তর করা হবে। এরপর তারা আনুষ্ঠানিকভাবে ফোর-জি চালু [...]

    The post আজ ফোরজি যুগে প্রবেশ করবে বাংলাদেশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

    ]]>
    তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
    আজ সোমবার বহুল কাঙ্ক্ষিত ফোর-জি বা চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা চালু হচ্ছে । সন্ধ্যায় মোবাইল অপারেটরগুলো ফোর-জির লাইসেন্স বুঝে পাবে। এরপরই অপারেটরগুলো চালু করবে ফোর-জি সেবা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ তথ্য জানিয়ে বলেন, ‘সন্ধ্যায় ঢাকা ক্লাবে অপারেটগুলোর মধ্যে লাইসেন্স হস্তান্তর করা হবে। এরপর তারা আনুষ্ঠানিকভাবে ফোর-জি চালু করবে।’

    এক প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আজ চালু হলেও মোবাইল অপারেটরগুলো কয়েক দিন আগে থেকেই পরীক্ষামূলক ফোর-জি সেবা দিচ্ছে। শুরুতে প্রযুক্তিগত সমস্যা কিছুটা থাকবে। তবে সময় গড়ানোর সঙ্গে তা ঠিক হয়ে যাবে।’

    এরআগে গত মঙ্গলবার ঢাকা ক্লাবে ফোর-জির তরঙ্গ নিলাম হয়। নিলাম থেকে ১৫.৬ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে গ্রামীণফোন ও বাংলালিংক। এর মধ্যে বাংলালিংক ১০.৬ এবং গ্রামীণফোন ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।

    যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন সিগন্যালের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে থ্রি-জি ইন্টারনেটের গড় গতি ৩ দশমিক ৭৫ এমবিপিএস (মেগাবিটস প্রতি সেকেন্ড)। আর বিশ্বে ফোর-জি প্রযুক্তির গড় গতি ১৬ দশমিক ৬ এমবিপিএস।

    ভারতে ফোর-জির গড় গতি বর্তমানে ৬ দশমিক ১৩ এমবিপিএস। পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো দেশে ফোর-জির গতি ৯ থেকে ১৪ এমবিপিএসের মধ্যে। ফোর-জি গতিতে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা দুই দেশ হলো সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া।

    বিশ্বজুড়ে ৩৮ লাখ স্মার্টফোন ব্যবহারকারীর ৫ হাজার কোটি তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে একেকটি দেশের ফোর-জি ইন্টারনেটের গতি নির্ধারণ করে ওপেনসিগন্যাল।

    অপরিদিকে গ্রাহক, নেটওয়ার্ক, সেবার ক্ষেত্রে দেশের একেক অঞ্চলে একেক মোবাইল ফোন অপারেটরের আধিপত্য। যার বিচারে অপারেটরগুলো অঞ্চলভিত্তিক গুরুত্বে অনেক সেবা পরিকল্পনা করে থাকে।অপারেটরগুলো মধ্যে ঢাকাকে সবচেয়ে গুরুত্ব দেয় গ্রামীণফোন। রাজধানী তাদের প্রধান শক্তি হলেও গ্রাহক সংখ্যায় সেরা অপারেটরটি দেশের সব জায়গায় সুষম উন্নয়নে যে চেষ্টা করছে তা দৃশ্যমান। গ্রামীণফোন ঢাকার পর সিলেট এবং উত্তরবঙ্গেও শক্ত অবস্থান নিয়ে আছে।ঢাকা এবং উত্তরাঞ্চলে সুবিধা করতে না পেরে চট্টগ্রামেই খুঁটি শক্ত রাখতে চেষ্টা করে আসছে রবি। ফোরজি চালুর ক্ষেত্রেও এই চেষ্টার ব্যতিক্রম করেনি তারা। তবে গোটা চট্টগ্রাম অঞ্চল, নোয়াখালি, কুমিল্লা এবং ঢাকাকেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকে অপারেটরটি। খুলনাও একইভাবে গুরুত্বপূর্ণ বাংলালিংকের কাছে। ঢাকা, চট্টগ্রাম তো থাকছেই, খুলনা তৃতীয় গ্রাহক সেরা অপারেটরটির কাছে রয়েছে বাড়তি গুরুত্বের জায়গায়।

    নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রেও বাংলালিংক অন্য সব এলাকার চেয়ে খুলনাকে বাড়তি গুরুত্ব দেয়। রবি যেমন গুরুত্ব দেয় চট্টগ্রাম বিভাগকে। ঢাকায় সবার উপস্থিতি ভাল হলেও গ্রামীণফোনের জন্য সবচেয়ে শক্তির জায়গা।আর এভাবেই গ্রাহক গুরুত্বের বিচারেই ফোরজি সেবার জন্যে অপারেটরগুলো তাদের নেটওয়ার্ক তৈরি করছে।এ নিয়ম মেনেই যেন বাংলালিংক ফোরজি নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে খুলনাকে সবার আগে গুরুত্ব দিয়েছে। সোমবার সেবা চালু করার পর মঙ্গলবার খুলনায় তারা একটি সংবাদ সম্মেলনও করবে।

    একইভাবে চট্টগ্রামেও রবির রয়েছে নানা পরিকল্পনা। খুলনা-চট্টগ্রামের গ্রাহকদেরকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা থেকেই বাংলালিংক-রবি এমনটা করছে বলে জানা গেছে। আঞ্চলিকতার এই বিষয়টি নিয়ে রোববার গ্রামীণফোনের এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তারা অবশ্য বলেন, সকল গ্রাহক তাদের কাছে সমান। কোনো অঞ্চলের গ্রাহককে তারা বেশী গুরুত্ব দিতে গিয়ে কোনো অঞ্চলকে তারা অবজ্ঞা করতে চান না। অপারেটগুলোর অনেক কর্মকর্তা বলছেন, স্বাভাবিকভাবেই যেখানে গ্রাহক বেশী সেখানে সেবাও আগে আগে যাবে।

    সুত্রঃ Allbanglanews.Net

    The post আজ ফোরজি যুগে প্রবেশ করবে বাংলাদেশ appeared first on স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র.

    ]]>